Tuesday, January 5, 2021

শার্শায় ভাগ্নের হাতে মামা খুনের ৫দিনেও আটক হয়নি কেউ: পরিবারে আতঙ্ক https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় প্রকাশ্য দিবালোকে খুনের সাথে জড়িত আসামী মামুনসহ অভিযুক্ত ৫ জনের কাউকেই গত ৪দিনেও আটক করতে পারেনি পুলিশ। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার। নিহতের ভাই লিয়াকত আলী মামলা করে রয়েছেন আতঙ্কে।
জমিজমা সংক্রান্ত জেরে গত রবিবার প্রকাশ্য দিবালোকে খুন করা হয় শার্শার অগ্রভুলোট গ্রামের চান আলীর ছেলে মুক্তার আলী। এদিন রাতেই নিহতের ভাই লিয়াকত আলী বাদি হয়ে দুধর্ষ সন্ত্রাসী মামুন ও তার পিতা আযাহার আলী, মাতা আয়শা খাতুন ও আসাদুল ও মাসুমসহ ৫জনের নামে হত্যা মামলা করে। যার নং ০১/২০২১। নিহতের ভাই লিয়াকত আলী বলেন, দুটি হত্যা ২টি মাদক ও একটি হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী মামুনসহ অভিযুক্তরা ৪দিনে ও আটক হয়নি। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা খুনের ঘটনায় ভয়ে আতংকিত হয়ে পড়েছে প্রতিবেশী ও স্থানীয়রা। আসামী মামুনসহ অভিযুক্তদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসিচান তারা অভিযুক্তদের আটকে অভিযান চলছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা যশোরের নাভারন সার্কেল সিনিয়র এএসপি জুয়েল ইমরান। খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসি দাবী জানান এলাকাবাসী।

The post শার্শায় ভাগ্নের হাতে মামা খুনের ৫দিনেও আটক হয়নি কেউ: পরিবারে আতঙ্ক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3b9sX8O

No comments:

Post a Comment