Friday, March 26, 2021

মহান স্বাধীনতা দিবসে কলারোয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা https://ift.tt/eA8V8J

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬মার্চ) বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি বিএম নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আক্তার হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন,

সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, উপজেলা জাসদের সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রউফ, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮৬ জন বীর মুক্তিযোদ্ধা এবং ১৪ জন যুদ্ধের সময় আহত ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিজস্ব প্রতিনিধি:

The post মহান স্বাধীনতা দিবসে কলারোয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3d6IlCk

No comments:

Post a Comment