সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী মফিদুল হক লিটুর এক নারী কর্মীসহ ৫ কর্মী আহত হয়েছে। এসময় দোকান ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাতে উপজেলার জালালপুর শাখারী পাড়ার মোড়ে ও শ্রীমান্তকাটি নতুন বাজারে এঘটনা ঘটে। আহতরা সবাই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে আলাউদ্দীন শেখের অবস্থা অশংখাজনক।
আহতরা হলেন, উপজেলার শ্রীমান্তকাটি গ্রামের আক্কাজ শেখের ছেলে আলাউদ্দীন শেখ (৫০), হানেফ শেখের ছেলে মহিদ শেখ (৪৯), হযরত আলী শেখের ছেলে রবিউল সরদার (৪০) ও হানিফ সরদারের ছেলে সিরাজ সরদার (৫৫) ও রহিম গাজীর স্ত্রী নাহার বেগম (৫৫)।
মফিদুল হক লিটু জানান, জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি-রথখোলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিদুল হক লিটুর কর্মী-সমর্থকরা তার আনারস প্রতিকের কর্মী সমাবেশে যাওয়ার পথে শাখারীপাড়া এলাকায় অপর প্রার্থীর কর্মী-সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় লিটুর ৪ কর্মী-সমর্থককে তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে আলাউদ্দীন শেখের অবস্থা অশংখাজনক।
অন্যদিকে, শ্রীমান্তকাটি নতুন বাজারে আনারস সমর্থক নাহার বেগমের ছেলে বাবুকে দোকানে না পেয়ে তার দোকান ভাংচুর, নগদ টাকা ও মালামাল লুট করে। এতে বাধা দিতে গেলে নাহার বেগম আহত হন। তাকেও তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মফিদুল হক লিটু জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ক্যাডাররা তার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এছাড়া রাতের আধারে পোষ্টার, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করা হচ্ছে। তারা শান্ত এলাকাকে অশান্ত করে তুলছে বলে তিনি অভিযোগ করেন।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সেখানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা প্রতিনিধি:
The post তালার জালালপুরে এক প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী আহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31kGLY7
No comments:
Post a Comment