নাসিমা জোহা চৌধুরী
কি হয়েছিল শুনেছো পঁচিশে মার্চ রাত্রে?
শুনলে ভয়ে কাঁটাদেবে তোমার সারা গাত্রে।
হামলে পড়ে পাক হায়েনা রাত্রি যখন গাঢ়
একটাই কথা বাঙ্গালিদের সাফকরে দাও মারো।
মানুষ চাইনা মাটি চাই এইছিলো তাদের সাধ
কিন্তু তাদের সেই সাধে বাঙ্গালি দেয় বাঁধ।
প্রতিবাদে, প্রতিরোধে ফেটে পড়ে তারা
শপথ নিলো হয়তো বাঁচবো নয়তো যাবো মারা।
তবু ওদের গ্রখে দেব তাড়িয়ে দেব শেষে
আর থাকবেনা বর্গিসেনা আমার সোনারদেশে।
বুকের ভেতর বাগ্রদ জ্বলে দীপ্ত শপথ মুখে,
রক্ত ঢেলে জীবন দিয়ে দেয় যে তাদের গ্রখে।
আমার মাটি আমার মা যে, ছাড়বোনা এক রতি
আনবো আনবোই স্বাধীনতা হোকনা যতই ক্ষতি।
The post পঁচিশে মার্চ রাত্রে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Pz24Cr
No comments:
Post a Comment