দ্রুতগামি পরিবহনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু ও এক ব্যবসায়ি জখম হয়েছেন। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে সাতক্ষীরা- শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার গাজীরহাটের মোজাদ্দেদ মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পরিবহনটি আটক করেছে।
নিহত শিক্ষকের নাম সৌমিত রায় ওরফে ভোলা (৬৫)। তার বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামে। তিনি সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। আহতের নাম জাকির হোসেন (৩২)। তিনি একই উপজেলার গরানবাড়িয়া গ্রামের রফিকুল গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী গাজিরহাটের রাকিবুল ইসলাম জানান, সৌমিত রায় শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে সাইকেলে বাড়ি থেকে বের হয়ে গাজীরহাট মোজাম্মেদ মিশনের সামনে বাঁশের ঝুড়ি ও আটল বিক্রেতা জাকির হোসেনের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন।
এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামি পরিবহন গ্রীণ বাংলা তাদের দু’জনকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই সৌমিত রায় মারা যান। মারাত্মক জখম জাকির হোসেনকে উদ্ধার করে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপে¬ক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ¬ব কুমার সাহা জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক পরিবহনটি জব্দ করা হয়েছে।
পত্রদূত ডেস্ক:
The post সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু, ব্যবসায়ি জখম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ssPinJ
No comments:
Post a Comment