এম. আব্দুল করিম, কেশবপুর: যশোরের কেশবপুরে পথ শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার ১০০ জন অবহেলিত পথ শিশুর মাঝে স্বাস্থ্য উপকরণ ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ (বুলবুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য উপকরণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মানবতাবাদী রিনা মাসুদ। বিশ্বব্যাপী বৈশ্বিক করোনা মহামারীতে মানুষ যখন দিশেহারা দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা ও সংস্থার উপদেষ্টা মানবতাবাদী রিনা মাসুদ তখন অসহায় পথ শিশুদের পাশে এসে দাঁড়িয়েছেন।
দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা সব সময় অসহায় মেধাবী পথ শিশুদের পাশে থেকে বিরামহীন ভাবে কাজ করে চলেছেন। সংস্থা টি যশোর জেলার বিভিন্ন মহল্লায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছেন। সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল ইতিমধ্যে এই সকল পথ শিশুদের নিয়ে কাজ করে অনেক পুরস্কার ও পেয়েছেন।
তিনি আশা পোষন করেন সরকারি ভাবে যদি কোন বড় ধরনের সহযোগিতা পান তাহলে বাংলাদেশের কোন শিশু আর শিশু শ্রমে মত মানবতা লঙ্ঘিত কাজে জড়াবে না আর কোন মেধাবী শিশু স্কুল থেকে ঝরে পড়বে না। সংস্থা টির উপদেষ্টা গন ও সদস্য গন তাদের ব্যক্তিগত ভাবে ফান্ড গঠন করে কাজ করে যশোর জেলায় ব্যাপক আলোচিত হয়েছে।
দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য রাকিবুল হাসান বাবুর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন মাষ্টার ফরিদ মোড়ল, সোহাগ হোসেন, মঞ্জুরুল আলম মুকুল প্রমুখ।
The post কেশবপুরে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাস্থ্য উপকরণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sMy4kF
No comments:
Post a Comment