কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে ঘেরের বিপুল সংখ্যক মাছ মরে গেছে। ক্ষতি হয়েছে ৫ লক্ষাধিক টাকার মতো। জানা গেছে, শনিবার সকালে মাছের ঘেরে যান মাছ ব্যবসায়ী রউতোস দাস।
তিনি ঘেরে যেয়ে দেখেন সবগুলো মাছ মরে পানিতে ভেসে উঠেছে। রউতোস দাস ঋণ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এই দুঃখজনক ঘটনায় তাঁর পথে বসার উপক্রম হলো। ক্ষতিগ্রস্তের ধারণা, কে বা কারা অসৎ উদ্দেশ্যে রাতের আঁধারে তাঁর ঘেরে গ্যাস ট্যাবলেট বা বিষ দিয়েছে।
পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে রউতোস দাস দাবি করেন। এ ক্ষয়-ক্ষতির বিষয়ের সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম জানান, ঘেরের সবগুলোই সাদা মাছ ছিলো। ক্ষতি হয়েছে ৫ লক্ষাধিক টাকার মতো।
The post কলারোয়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3tJFFlc
No comments:
Post a Comment