Tuesday, May 25, 2021

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়াড়ির সাজা https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে জুয়া খেলার সময় হাতেনাতে আটক ৫ জুয়াড়িকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের আফসার মোড়লের ছেলে মুর্শিদ মোড়ল (৪০), কাসেম গাজীর ছেলে বায়জিদ গাজী (২৫), কওসার আলী সরদারের ছেলে ইউসুফ আলী (৪২), নৈহাটি গ্রামের মান্দার সরদারের ছেলে মান্নান সরদার (৪২) ও শোকর আলী সরদারের ছেলে ফিরোজ সরদার (৪৭)।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে থানার উপ-পুলিশ পরিদর্শক সেলিম রেজা ও সিহাবুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ^রপুর গ্রামে জাফর আলীর বসতঘর সংলগ্ন এলাকায় জুয়া খেলার সময় ৫ জনকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ১ মাসের বিনাশ্রম সাজা প্রদান করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

The post কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়াড়ির সাজা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uo0cv4

No comments:

Post a Comment