Tuesday, May 25, 2021

কালিগঞ্জ থানার পুলিশ কনেস্টবল হাদিস উদ্দিন আর নেই https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল হাদিস উদ্দিন (৫৩) আর নেই। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
হাদিস উদ্দীন খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মৃত শেখ আব্দুর রাজ্জাকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুর আড়াইটার দিকে কালিগঞ্জ থানায় কর্মরত অবস্থায় হাদিস উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এরপর সোমবার (২৪ মে) চিকিৎসা শেষে হাদিস উদ্দিনকে নিজ বাড়ি পাইকগাছায় পাঠানো হয়।
সন্ধ্যার দিকে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, পুলিশ কনস্টেবল হাদিস উদ্দিন উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ২০ মে অসুস্থ হয়ে গেলে কালিগঞ্জ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কনস্টেবল হাদিসের মৃত্যুতে জেলা পুলিশসহ থানা পুলিশ গভীর শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

The post কালিগঞ্জ থানার পুলিশ কনেস্টবল হাদিস উদ্দিন আর নেই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34e7AP4

No comments:

Post a Comment