Friday, May 21, 2021

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১ https://ift.tt/eA8V8J

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে দেশটির উত্তর-পশ্চিম রাজ্যের কাদুনায় বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে।
দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈরি আবহাওয়ায় উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় উড়োজাহাজের ক্রুসহ আরও ১০ জন কর্মকর্তা মারা গেছেন।
নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি বলেছেন, এই দুর্ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত।’ জেনারেল আত্তাহিরু (৫৫) গত জানুয়ারিতে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

The post বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vb9Kux

No comments:

Post a Comment