Friday, May 21, 2021

সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ির বাগান থেকে ২৪ মরদেহ উদ্ধার https://ift.tt/eA8V8J

এল সালভাদরে সাবেক পুলিশ কর্মকর্তা হুগো আর্নেস্তো ওসোরিয়ো শ্যাভেজের (৫১) বাড়ির বাগান থেকে কমপক্ষে ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। খবর বিবিসি

এক পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধার করা মরদেহগুলোর বেশির ভাগই নারী বা অপ্রাপ্তবয়স্ক মেয়ে। এদের মধ্যে ২, ৭ ও ৯ বছরের মেয়েশিশুও রয়েছে। সেখানে আরও প্রায় ৪০টি মরদেহ মাটিচাপা দেওয়া রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এগুলো উদ্ধারে প্রায় এক মাস পর্যন্ত সময় লেগে যাবে।

৫৭ বছরের এক নারী ও তার ২৬ বছরের মেয়েকে হত্যার অভিযোগে এই বছর চালচুয়াপা শহর থেকে গ্রেপ্তার হন হুগো আর্নেস্তো ওসোরিয়ো শ্যাভেজ। হত্যার দায় স্বীকারও করেছেন তিনি। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও রয়েছে।

প্রসিকিউটর জানান, সাবেক পুলিশ কর্মকর্তা হুগো আর্নেস্তো হত্যার অভিযোগ স্বীকারের পর তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে কমপক্ষে ৭টি গর্ত আবিষ্কার করা হয়। রাজধানী সান সালভাদর থেকে প্রায় ৪৮ মাইল উত্তরে তার বাড়ি। গর্ত খুঁড়ে সেখানে শিশু, নারীসহ বেশ কয়েকটি মরদেহ মাটিচাপা দেওয়া রয়েছে।

ফরেনসিক দলের কর্মকর্তারা জানান, মৃতদেহগুলোর মধ্যে কয়েকজনকে দুই বছর আগেই মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এল সালভাদরের পুলিশ প্রধান মৌরিসিও আরিয়াজা বলেন, “ওসারিও শ্যাভেজ সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের খুঁজে বের করতেন। আমেরিকা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হতো।”

“ওই ঘটনা প্রায় এক দশক ধরেই চলছে। খুনের চক্র সন্ধানে কাজ চলবে। অন্তত ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ ও সেনা সদস্য এবং মানব পাচারকারী।”

এদিকে কর্তৃপক্ষ বলছে, “মরদেহ উদ্ধারের ঘটনা ইঙ্গিত দেয় যে গত এক দশক ধরে দেশটিতে কোনো গোপন খুনি চক্র সক্রিয় আছে। মরদেহগুলো উদ্ধার করে অনুসন্ধান চালালে গোপন খুনিচক্রের খোঁজ পাওয়া যেতে পারে।”

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর এল সালভাদরে ৭০ জন নারী হত্যার শিকার হয়েছেন। ২০১৯ সালে এই সংখ্যাটি ছিল ১১১ জন।

লাতিন আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি ফেমিসাইডের হার সর্বোচ্চ এল সালভাদরে। লিঙ্গজনিত কারণে নারী বা মেয়েদের হত্যাকে ফেমিসাইড বলা হয়।

The post সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ির বাগান থেকে ২৪ মরদেহ উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SlgGqM

No comments:

Post a Comment