শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনকে ঘিরে পরিবেশবান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বনবিভাগের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের ব্যবস্থাপনায় সোমবার বেলা দুইটায় বুড়িগোয়ালীনি কার্যালয়ে ঐ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, ইকো ট্যুর অপারেটরসহ ট্যুর গাইডরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।
একদিনের ঐ কর্মসুচিতে সুন্দরবন পর্যটন নীতিমালাসহ পরিবেশ পর্যটন ও এর অর্থনৈতিক গুরুত্বের উপর আলোকপাত করা হয়। এছাড়া সুন্দরবন পর্যটন ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব ভ্রমনের বিষয়ে ধারণা দেয়া হয়। টেকসই পদ্ধতিতে সম্পদ আহরণের পাশাপাশি এলাকা ভিত্তিক ইকো গাইড গড়ে তোলাসহ প্যাকেজ ট্যুর পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসানসহ ষ্টেশন অফিসার সুলতান আহমেদ, শাহাদাৎ হোসেন, মোবারক হোসেন ও আবুল খায়ের প্রশিক্ষক হিসেবে আলোচনায় অংশ নেন।
The post সুন্দরবনে পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2SgBDmx
No comments:
Post a Comment