বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ চলে যাওয়ার পর বাংলাদেশ অঞ্চলে বর্ষাকালের আগমন ঘটবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান।
সোমবার (২৪ মে) বিকেলে আব্দুল মান্নান মোবাইল ফোনে অনলাইনকে বলেন, “ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পরপরই বাংলাদেশ অঞ্চলে বর্ষাকালের আগমন ঘটবে। বর্ষা আসার আগে দুই-তিন দিন কোথাও কোথাও তাপমাত্রা বাড়তে পারে। তবে বর্ষার মেঘ দেশের যেসব অঞ্চলে প্রবেশ করবে, সেসব অঞ্চলে তাপমাত্রা বাড়বে না।”
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে তিনি আরও বলেন, “সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এটি ঘূর্ণিঝড় হিসেবেই আছে। এটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগরের আবহাওয়া এর অনুকূলে রয়েছে। ফলে এটি আরও ঘনীভূত হতে পারে।”
আব্দুল মান্নান আরও বলেন, “ঘূর্ণিঝড়টি যেভাবে অগ্রসর হচ্ছে, এতে এর সম্মুখভাগ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এর একপাশে রয়েছে ওড়িশা এবং অন্যপাশে রয়েছে বাংলাদেশের খুলনা অঞ্চল। এই তিন অঞ্চলই ঘূর্ণিঝড়টির জন্য ঝুঁকিপূর্ণ এবং এই তিন অঞ্চলের দিকেই এটি এগোচ্ছে। আগামীকাল মঙ্গলবার ঘূর্ণিঝড়টি উপকূলের আরও কাছাকাছি এলে বোঝা যাবে এটি কোন অঞ্চল দিয়ে ভূমিতে উঠবে।”
এই আবহাওয়াবিদ আরও বলেন, “ঘূর্ণিঝড়ের ঝুঁকি বিবেচনায় ইতোমধ্যে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে।”
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “যদি বৃষ্টিপাত হয়, তাহলে দেশের যেসব অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো স্তিমিত হতে পারে। কোনো কোনো স্থান থেকে আগামী দুই দিনের মধ্যে তাপপ্রবাহ বিদায় নেবে। যেসব জায়গায় এখন তাপমাত্রা প্রকট মনে হচ্ছে সেসব জায়গায় আগামী ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টায় অনেকখানি কমে আসবে। তবে বিচ্ছিন্নভাবে কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।”
এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। তবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
The post ঘূর্ণিঝড় ইয়াসের পরই নামবে বর্ষা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3oRQMXO
No comments:
Post a Comment