Monday, June 7, 2021

আশাশুনির কাপসন্ডায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালক আটক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দিকে উপজেলার কাপসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম গোপাল সরদার (৭০)। তিনি কাপসন্ডা গ্রামের শেখর সরদার এর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলচালক বিশ্বজিৎ মন্ডলকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গফফার সরদার গোসল করে বাড়ি যাওয়ার পথে বাগদার পোনা বহনকারী একটি মোটরসাইকেলের ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় পড়ে মারাত্মক জখম হন। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

The post আশাশুনির কাপসন্ডায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালক আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SgWCG3

No comments:

Post a Comment