নিজস্ব প্রতিনিধি: করোনা (কোভিড-১৯) ভাইরাসের কারণে কর্মহীন মানুষ ও ইয়াস, আস্পান, বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।
আর্থিক সহায়তা কার্যক্রম বৃহ:বার (৩ জুন) থেকে শুরু করে সোমবার (৭ জুন) পর্যন্ত তালা উপজেলা সদরে আগোলঝাড়া গ্রাম সমিতির সার্বিক তত্বাবধায়নে হতদরিদ্র ও কোভিড-১৯ কর্মহীন ১০২ জন মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন।
সহায়তা প্রদান অনুষ্টানে আগোলঝাড়া গ্রাম সমিতির সভাপতি আসমা খাতুনের সভাপত্বিতে ও কোষাধক্ষ মিসেস সোনালী রহমানের পরিচালনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগীতা প্রদানের সময় উপস্থিত ছিলেন এস ডি এফ এর ক্লাষ্টার ইনচার্জ আজগর হোসেন, ভাডা এন্টি অপরেটর মো: মোস্তফাজ্জামান, সিএফ ফুরকান শেখ, গ্রাম সমিতির ডিসিও লিডার নিলুফা ইয়াসমিন, সাংবাদিক বি এম বাবলুর রহমান,সাংবাদিক পার্থ মন্ডল, গ্রাম সমিতির সদস্য নজরুল ইসলাম, আব্দুল কুদ্দুস মোড়ল, তারেক বিশ^াস প্রমূখ।
ক্ষতিগ্রস্ত ১০২ টি পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এস ডি এফ এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রনালয়। ৫ নং তালা ক্লাস্টার তালাÑসাতক্ষীরার বিশেষ আর্থিক সহয়তা তহবিল হতে অনুদান প্রদান করেন। সহায়তা প্রদানকারী প্রতিটি পরিবারের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে (আট হাজার) টাকা করে প্রদান করা হয়েছে।
The post তালায় এসডিএফ এর আর্থিক সহায়তা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2S7vEAZ
No comments:
Post a Comment