তালা ব্যুরো: সাতক্ষীরা তালার পল্লীতে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে বখাটেরা। এ ঘটনায় মেয়েটির বাবা বৃহস্পতিবার (৩ জুন) বাদী হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মেয়েটির বাবা জানান, তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আমার মেয়েকে (১৬) কুপ্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় গুরুপদ মন্ডলের ছেলে বখাটে ধ্রুব মন্ডল (২০)। বুধবার (২ জুন) সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকার সুযোগে ধ্রুব ও তার বন্ধু অনুপম মন্ডল (১৯), ধীরাজ বাছাড় (২০), কমলেশ বাছাড় (২১)সহ ৪-৫ জন মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বখাটেরা ওড়না পেচিয়ে মেয়েটির চোখ-মুখ ও গলা বেঁধে টেনে-হিচড়ে ঘর থেকে বের করে। মেয়েটির বাবা আরও জানায়, এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটে ধ্রুব বলে মেয়েটি আমার সাথে বিয়ে না দিলে আমি ওকে হত্যা করবো। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা মেয়েটিকে আহতাবস্থায় ফেলে পালিয়ে যায়। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থ্যা নেওয়া হবে।
The post তালায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wTl5jx
No comments:
Post a Comment