Monday, July 5, 2021

আশাশুনি হাসপাতালে ১৩টি অক্সিজেন সিলিন্ডার বরাদ্ধ হয়েছে https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে করোনা রোগীদের জরুরী অক্সিজেনের চাহিদা মেটাতে হাসপাতালের জন্য ১৩টি অক্সিজেন সিলিন্ডার বরাদ্ধ হয়েছে। বিশ্বস্থ সূত্রে জানাগেছে, আশাশুনি হাসপাতালে করোনা রোগিদের অক্সিজেন চাহিদা পুরনে সদস্যা সৃষ্টি হওয়ায় সম্ভাব্য চাহিদা পুরণের জন্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি’র নিকট হাসপাতাল কর্তৃপক্ষ অবহিত করেন। তার বিশেষ নির্দেশনায় জাইকার অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার বরাদ্দের দ্বার উন্মোচিত হয়েছে। অবশেষে জাইকার অর্থায়নে ১৩টি অক্সিজেন সিলিন্ডার আজ মঙ্গলবার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: সুদেষ্ণা সরকার অসুস্থ থাকায় আরএমও ডা: দিপন বিশ্বাস জানান, জাইকা অক্সিজেন সিলেন্ডার প্রদান করবে বলে শুনেছি, কিন্তু কখন প্রদান করবে সেটা সঠিক জানতে পারিনি।

The post আশাশুনি হাসপাতালে ১৩টি অক্সিজেন সিলিন্ডার বরাদ্ধ হয়েছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yrEZ64

No comments:

Post a Comment