Monday, July 5, 2021

আশাশুনির আগরদাড়ীতে প্রতিপক্ষের হামলায় আহত ৪ https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির আগরদাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় আগরদাড়ী গ্রামের হাফিজুল ইসলাম বাদী হয়ে আশাশুনি থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের নূর আলী সরদারের ছেলে হাফিজুল ইসলাম গংদের সাথে মৃত দেলদার সরদারের ছেলে আব্দুল হাকিম গংদের বসতবাড়ির জমি কেন্দি বিরোধ চলে আসছিল। ওই জমি হাফিজুল গংরা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগ দখলে বসবাস করে আশাশুনি সহকারি জজ আদালত, সাতক্ষীরা হতে ৮২/০৯ নং দেওয়ানী মামলায় রায় ও ডিগ্রিপ্রাপ্ত হয়েন। এরপরও একের পর এক প্রতিপক্ষ আব্দুল হাকিম গংরা ওই সম্পত্তি জবর দখলের পায়তারায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সকালে আনুমানিক ১০ টার দিকে আব্দুল হাকিম, তার ছেলে আল আমিন, ভাই আব্দুস সাত্তার সরদার, তার পুত্র আব্দুর রশিদ ও সিদ্দীক সরদারসহ অজ্ঞাত ১০/১২ জন পূর্ব পরিকল্পিতভাবে দা, হাতুড়ী, শাবলসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে জমি দখলের উদ্দেশ্যে বেআইনিভাবে ঘেরাবেড়া দিতে থাকে ও অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। বিষয়টি মৌখিকভাবে প্রতিবাদ করতে করতে গেলে আব্দুল হাকিম নিজে ও তার সঙ্গীরা হাফিজুল ইসলাম গংদের মারপিট করে আহত করে। এতে হাফিজুল ইসলাম, তার স্ত্রী ফিরোজা খাতুন, ভাই কাফিজুল ইসলাম ও ভাইপো রাকিবুলকে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে হাফিজুল ইসলাম বাদী হয়ে আব্দুল হাকিমসহ ৮ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাতনামা আসামী করে আশাশুনি থানায় ০১ (০৭) ২১ নং মামলা দায়ের করেছে।

The post আশাশুনির আগরদাড়ীতে প্রতিপক্ষের হামলায় আহত ৪ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2V553W1

No comments:

Post a Comment