Friday, September 3, 2021

প্রেম কেবলই বেদনার নাম https://ift.tt/eA8V8J

 

 

রফিকুল নাজিম

একদিন এক গণক ঠাকুর আমাকে বলেছিল,

যেদিন আমি তোমার ভেতর ঠিকঠাক পৌঁছে যাবো

যেদিন আমি নিরঙ্কুশভাবে তোমাকে অধিকারে নেবো

সেদিন নাকি আমার চরণে এসে চুমু খাবে সুখপাখি,

ভাগ্য সুপ্রসন্ন হলে নাকি পাইতেও পারি স্বর্গের ঠিকানা।

অথচ আমি আমার সর্বস্ব দিয়ে তোমাতে ডুব দিয়েছি

এবং দেখেছি- প্রেম তুমি কেবলই বেদনা!

 

 

The post প্রেম কেবলই বেদনার নাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3n4SaHw

No comments:

Post a Comment