Thursday, September 2, 2021

শহরের মেহেদীবাগে পুত্র কন্যার আঘাতে সৎ মাতাসহ আহত ৩ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের রসুলপুরের মেহেদীবাগ এলাকায় পুত্র কন্যার আঘাতে সৎ মাতাসহ ৩ মহিলা আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন- সাদেক আলির স্ত্রী নাজমা খাতুন, জাকির হোসেন টিটুর স্ত্রী তানিয়া খাতুন ও কাদেরের স্ত্রীর সালমা খাতুন। বুধবার সন্ধ্যা অনুমান ৭টার দিকে মেহেদীবাগ পশ্চিমপাড়া এলাকায় পিতা সাদেক আলির বসত বাড়িতে মারপিটের ঘটনা ঘটে।

এলাবাসি জানান, একই এলাকার সাদেক আলির কোনো জমি জমা না থাকায় স্ত্রী সন্তান নিয়ে তার বোনের জমিতে বসবাস করতেন। সাদেক আলির ৩ পুত্র ১ কন্যা সন্তান রেখে প্রথম স্ত্রী মারা যান। সাদেক আলির প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ৩ পুত্র সন্তান বাইরে বাসাভাড়া থাকেন এবং কন্যা ঢাকায় থাকতেন। এরপর সাদেক আলি সন্তানদের অনুমতি নিয়ে সাদেক আলি দ্বিতীয় বিয়ে করেন। সাদেক আলি দ্বিতীয় স্ত্রীকে ও তার প্রথম স্ত্রীর কন্যাকে নিয়ে একই এলাকায় সে তার বোনের বসত ভিটায় বসবাস করতেন। পিতা সাদেক আলির সহযোগিতায় তার প্রথম স্ত্রীর কন্যা একই এলাকায় ৩ কাটা জমি ক্রয় করেন। কন্যা ওই জমিতে তার পিতাকে ঘর নির্মাণসহ বসবাস করতে বলে। কন্যার কথামত কন্যার জমিতে টিনের শীট দিয়ে ঘর নির্মাণ করে দীর্ঘ ৩ বছর বসবাস করে আসছিল সাদেক আলি, তার দ্বিতীয় স্ত্রী নাজমা ও তার প্রথম স্ত্রীর মেয়ে পারভীন। চলতি বছরের গত মাসে দীর্ঘদিন ধরে সাদেক আলির কন্যার বাড়ি থেকে তাকে চলে যাওয়ার জন্য পিতা সাদেক আলি ও তার সৎ মাতাকে নানা ধরনের হুমকি ধামকিসহ থানায় অভিযোগ দিয়ে কন্যা চাপ সৃষ্টি করে আসছে।

 

একপর্যায়ে বুধবার সকালে সাদেক আলির বসত ঘরের তালা মেরে তারা শ্বশুর বাড়ি গেলে তারা কখন বাড়িতে আসবে এসময় সাদেক আলির পুত্র সোহাগ, জাকির ও কন্যা ওৎ পেতে থাকে। পিতা সাদেক আলি ও তার দ্বিতীয় স্ত্রীর নিয়ে শ্বশুর বাড়ি থেকে সন্ধ্যায় বাড়িতে আসলে তাদের বাড়ি থেকে চলে যেতে বলে পুত্র কন্যা সন্তানরা। পিতা ও সৎ মাতা বাড়ি থেকে না যাওয়ার কথা বললে জাকির, সোহাগ ও কন্যা পারভীনসহ ভাড়াটিয়া ৪/৫ লোকজন তার সৎ মাতা নাজমাকে হত্যার উদ্দেশ্য তাকে বেদম মারপিট ও ফোলা জখম করতে থাকে। এসময় সাদেক আলির বোন সালমা ও তার ভাগ্নের স্ত্রী তানিয়া বাঁধা দিতে আসলে তাদেরকেও পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে এসময় পুত্র কন্যা সন্তানরা পিতার ঘরের তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পিতা ও সৎ মাতার আসবাবপত্র ভাংচুরসহ ঘরের বাইরে ফেলে দেয় বলে অভিযোগ করেন পিতা সাদেক আলি। তবে এর আগে পুত্র মেয়ের কর্তৃক পিতা মাতাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাসহ হুমকি ধামকির অভিযোগে গত বুধবার পিতা সাদেক আলি বাদি হয়ে সাতক্ষীরা আদালতে মামলা করেন। এ ব্যাপারে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় পিতা সাদেক আলি।

The post শহরের মেহেদীবাগে পুত্র কন্যার আঘাতে সৎ মাতাসহ আহত ৩ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WGxdIl

No comments:

Post a Comment