Thursday, September 2, 2021

ভেটখালী বাজার হোমিও পেশাজীবী কল্যাণ সমিতির কমিটি গঠন https://ift.tt/eA8V8J

কৈখালি (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর ভেটখালী বাজারের হোমিও পেশাজীবী কল্যাণ সমিতির ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১২টায় ভেটখালী ঝর্না হোমিও কার্যালয়ে হোমিও চিকিৎসালয়ের সকল সদস্যদের সম্মতিক্রমে মো: কওছার আলমকে সভাপতি, নগেন্দ্রনাথ বৈদ্যকে সহ-সভাপতি, বিভাস গাইনকে সম্পাদক ও আব্দুস শুকুরকে দপ্তর সম্পাদক নিযুক্ত করে উক্ত ১৩ সদস্যর নতুন কমিটি অনুমোদন করা হয়।

The post ভেটখালী বাজার হোমিও পেশাজীবী কল্যাণ সমিতির কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yD9Kok

No comments:

Post a Comment