Friday, September 3, 2021

তালায় বিআরডিবির নিয়োগে বাণিজ্য: নিয়োগ প্রার্থীর সংবাদ সম্মেলন https://ift.tt/eA8V8J

এসএম বাচ্চু: তালায় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) স্থানীয় অফিসের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিদর্শক ও হিসাব সহকারী পদে নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিয়োগপ্রার্থী বোরহান উদ্দীন বিশ^াস।

শুক্রবার সকালে তালা প্রেসক্লাবে এ সংবাদ সমে¥লনকালে নিয়োগ প্রার্থী বোরহান উদ্দীন বিশ^াস বলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: কর্মচারীদের মডেল চাকরি প্রবিধান মালা/২০১৮ এর আলোকে ২ জন পরিদর্শক ও ১জন হিসাব সহকারী পদে স্মারক নাম্বারে-৪৭.৬২.৮৭৯০.১০০.১১.০৪.২১-৪০১ তারিখ: ০৬-০৫-২১ পত্রিকায় প্রকাশ করা হয়।নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে পরিদর্শক হিসেবে ২১ জন যাচাই বাছাই করে ১৮জন টিকে যান এবং হিসাব সহকারী পদে ৮জনে মধ্য যাচাই বাছাই করে ৬জন টিকে যায়। এই টিকে যাওয়া প্রার্থীদের মধ্য আমি ছিলাম। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ২৮ আগস্ট (শনিবার) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে আমি লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ভাইভার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এমন সময় জানতে পারি পরীক্ষা মাত্র লোক দেখানোর জন্য করা হচ্ছে সিলেকশন অনেক আগে হয়ে গেছে অর্থের বিনিময়। তার পরেও আমি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করি। হিসাব সহকারী পদে ভাইভা পরীক্ষার অধিকাংশ প্রশ্নের মধ্য ৮০ প্রশ্নের সঠিক জবাব দিয়েছিলাম। আমার পরে কয়েক জন ভাইভা দেওয়ার পরে শুরু হয় টালবাহানা ও লুকোচুরি এবং কয়েক দফা অনত্র বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানতে পারি কেকে নিয়োগ পেয়েছেন। এরমধ্য অন্য একটি মাধ্যম হতে আমার কাছে অফার আসে যে আমি ১২ লক্ষ টাকা দিতে পারবো কিনা? যদি পারি তাহলে হিসাব সহকারী পদে আমি চাকুরী পাবো! তার কিছুক্ষণ পরে জানতে পারি ২ পদের বিপরীতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ মন্ডলের মাধ্যমে জেলা উপ পরিচালক মো: আব্দুল আলিম প্রায় ৩০লক্ষ টাকার নিয়োগের বাণিজ্য ও দুর্নীতি করেছেন। পূর্ব ঘোষিত নামের মধ্য পরিদর্শক পদে স¤্রাট চক্রবর্ত্তীর নাম এবং উপজেলার সরকারী একজন কর্মকর্তার আত্মীয় সজল আইচ এর নাম ঘোষণা করা হয়। যার বিপরীতি প্রায় ২০ লক্ষধিক টাকা লেনদেনের ও অপরদিকে হিসাব সহকারী পদে সন্তু ভদ্রকে প্রায় ১৪ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যর তথ্য লোকমুখে শুনি। তাদের এই নিয়োগ বাণিজ্য, অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে যারা প্রকৃত নিয়োগ পাওয়ার যোগ্য তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলে আমি মনে করিছ। তাই তালা প্রেসক্লাবে এসে তাদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলাম।

প্রসঙ্গত, গতবছর ২০ জানুয়ারি তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি’র আওয়াভুক্ত) পরিদর্শক ও হিসাব সহকারী দু’টি পদের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

অবৈধ সুযোগ-সুবিধার বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা প্রহনের পরও পরীক্ষা বাতিল হওয়ার বিষয়টিকে ধামাচাপা দিয়ে নিজেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্মকর্তা আব্দুল আলিমসহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিআরডিবি, তালা ও কর্মচারী নিয়োগ কমিটির সদস্য সচিব সন্দীপ কুমার মন্ডল বিভিন্ন স্থানে দৌড়-ঝাঁপ শুরু করেছিলেন। উক্ত সময় নিয়োগটি স্থগিত করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।

 

 

The post তালায় বিআরডিবির নিয়োগে বাণিজ্য: নিয়োগ প্রার্থীর সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BDqQEm

No comments:

Post a Comment