Friday, September 3, 2021

ডাস্টবিন থেকে বলছি https://ift.tt/eA8V8J

শেখ তামিম বিল্লাহ
ডাস্টবিনের উচ্ছিষ্ট খাদ্যের সাথে প্রথম পরিচয়,
পথের কুকুর ও আমাদের খাদ্যে শামিল হয়;
যেন আত্মার মিল হৃদপিÐের ধমনীর সংস্পর্শে এসে,
চাতকের মত চেয়ে থাকি পরস্পর পরস্পরের ছদ্মবেশে।
নতুন জমা লাল টাই কালো সুট অদ্ভুত জগতের বাসিন্দার,
ক্ষুধিত প্রাণ নিঃস্বার্থ পৃথিবীতে এ কেমন উপহার ;
ক্ষুধার অনলে ক্লান্তিহীন দেহ নিয়ে আবর্জনার স্তূপে ঘিরে বসবাস,
কোনো এক ভিক্ষুক এসে বলবে এই ডাস্টবিনে আমার উপ-নিবাস।

 

The post ডাস্টবিন থেকে বলছি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hkgf9R

No comments:

Post a Comment