Friday, September 3, 2021

জাগি দ্বারে https://ift.tt/eA8V8J

অরবিন্দ মৃধা
শরৎ এল মেঘের ফাঁকে, লাগল পরশ শীতল শাখে,
সোনা রোদে আলো ছায়া, সবুজ শাড়ী আঁচল কায়া।
আলগা মেঘে পাগলা বৃষ্টি, কাঁদা হাসা খেলা সৃষ্টির,
আলু-থালু এলোকেশি, মেঘমালা ধায় উদাসী।।

রাতের কালো শরতাকাশ, তারার হাসি মনটা উদাস,
খালে-বিলে বাতি জ্বলে, সদ্য ফোটা শাপলা ফুলে।
পুকুর দিঘি টলমলে, ছায়া ভাসে ফটিক জলে,
চাঁদের মায়া স্নিগ্ধ জ্যোতি, সচ্ছ শরৎ শান্ত ক্ষিতি।।

ভোরের আলো পুবাকাশে, বিহগ সাজে আপন কাজে,
ছা-বাচ্চা নীড়ে রেখে, উড়াল দেয় মা খাদ্য খোঁজে।
দিনের শেষে আপন নীড়ে, বকের সারি পাখা মেলে,
পানকৌড়ি ডুবে খোঁজে, বিলে-ঝিলে সকাল সাঁঝে।।
প্রকৃতি ভরা সবুজ শ্যামল,পাল উড়ে অমল ধবল,
কুলকুল তানে বইছে নদী,বাঁকে বাঁকে খেয়া তরী।
মনমাঝি তোর বৈঠা নেরে,ভাটিয়ালি গাইছে সুরে!
বাংলা মা’য়ের আঁচল ধরে,জনম জনম জাগি দ্বারে।।

The post জাগি দ্বারে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kRxj83

No comments:

Post a Comment