Monday, September 6, 2021

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: এড. আব্দুস ছাত্তারের আপীলের অধিকতর শুনানী আজ https://ift.tt/eA8V8J

বদিউজ্জামান: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ থানা বিএনপি’র সাবেক সভাপতি এড. আব্দুস ছাত্তারের আপীল মামলার অধিকতর শুনানী আজ। সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর আদালতে ওই শুনানী দ্বিতীয় দিনের মতো আজও অনুষ্ঠিত হবে। সোমকার আপীলকারী পক্ষ শুনানী শেষ করতে না পারায় আজ ফের দিন ধার্য্য করা হয়েছে।

আপীলকারী পক্ষে শুনানী করবেন সিনিয়র আইনজীবী আব্দুল মজিদসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ এবং রাষ্ট্রপক্ষে শুনানী করবেন সাতক্ষীরা জজ আদালতের পিপি এড. আব্দুল লতিফ।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১২টার দিকে তিনি তাঁর সফর সঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌছালে তাঁকে প্রাণনাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় নি¤œ আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে আপীল করেন এড. আব্দস ছাত্তার। তিনি গত ৪ ফেব্রুয়ারি রায়ের দিন থেকেই এ মামলায় জেল হাজতে আছেন।

The post শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: এড. আব্দুস ছাত্তারের আপীলের অধিকতর শুনানী আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VlpEGj

No comments:

Post a Comment