আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে জুম্মার নামাজ শেষে মসজিদ কেন্দ্রিক দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় শাহাজুদ্দিন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌণে দু’টার দিকে মাধ্যম বেউলা বায়তুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মসজিদটিতে কমিটি নিয়ে পূর্ব থেকে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ঘটনার সময় দানবক্সের টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় হামলায় শাহাজুদ্দিন নামের একজন আহত হয়। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মামুন হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত মুসল্লিকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, দু’পক্ষের মধ্যে মারামারি হওয়ার পর পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিয়ে দু’পক্ষের সাথে কথাবার্তা চলছে।
The post আশাশুনিতে মসজিদ নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে মারপিটে আহত এক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rzGGOE
No comments:
Post a Comment