আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরায় রাতের আঁধারে দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় ঐ দোকানে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, দক্ষিণ একসরা গ্রামের আব্দুল গনি মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা তার নিজ বাড়ির রাস্তা সংলগ্ন দোকান প্রতি দিনের ন্যায় রাতে বন্ধ করে বাড়িতে যান।
এরপর রাতের কোন এক সময় চোরেরা তার দোকানের ছাদের চিলি কোঠা দিয়ে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা অনুমান নগদ ৪ হাজার ৫০০ টাকা, বিভিন্ন সীম কোম্পানীর রিচার্জ ও মিনিট কার্ড যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা ও আনুমানিক ১০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
তারপর বৃহস্পতিবার সকালে সে দোকান খুলে দোকানের মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পায় ও চুরির বিষয়টি নিশ্চিত হয়। বিষয়টি ভূক্তভোগীর পক্ষ থেকে আশাশুনি থানাকে অবহিত করা হয়েছে।
The post আশাশুনিতে রাতের আঁধারে দোকানে চুরি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dg5umb
No comments:
Post a Comment