Thursday, April 30, 2020

চিংড়ি রপ্তানিতে ধস, ৪৬০ কোটি টাকার ক্রয়াদেশ বাতিল https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের প্রভাবে চিংড়ি রপ্তানিতে ধস নেমেছে। গত এক মাসে ইউরোপের জার্মানি, ইতালি, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশ ২৯০টি ক্রয়াদেশ বাতিল হয়েছে। ফলে এ শিল্পে দেখা দিয়েছেন চরম সঙ্কট।
অর্ডার বাতিল হওয়া ২৯০টা কন্টেইনারে রফতানি আয় হতো ৪৬০ কোটি টাকা। এর মধ্যে ৯৮ শতাংশই গলদা, বাগদা ও হরিণা চিংড়ি। বাকি ২ শতাংশ অন্যান্য সাদা মাছ। এর মধ্যে ভেটকি, কাতলাসহ অন্যান্য মাছ রয়েছে। মৎস অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মৎস পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) মো. রমজান আলী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে মাছের ২৯০টা কন্টেইনারের অর্ডার বাতিল হয়েছে। করোনার পর ফের সব কিছু স্বাভাবিক হবে আশা করছি। করোনা ভাইরাসের প্রভাবে মাছ থেকে রাজস্ব আয় কমার পাশাপাশি রফতানি আয় হারাচ্ছে বাংলাদেশ। এদিকে মাছের ফেলে দেওয়া অংশগুলো রফতানি করেও বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ। এসব দিয়ে স্যুপ তৈরি হয় এবং পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এই স্যুপের চাহিদা ব্যাপক। চিংড়ির মাথা ও খোসা, কাঁকড়ার খোলস, হাঙরের লেজ-ডানা-চামড়া, মাছের বায়ু থলি, পিত্ত ও চর্বি, কার্প জাতীয় মাছের আঁশসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে রফতানি হয়। ইতালি, জাপান, কোরিয়া, চীন, জার্মানি, ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকংসহ বিভিন্ন দেশে এসব পণ্য রফতানি হয়। এসব দেশ করোনার আঘাতে বিপর্যস্ত, ফলে রফতানিও বন্ধ।
মৎস্য অধিদফতর সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রভাবে মাছের ক্ষেত্রে কি পরিমাণে ক্ষতি হয়েছে তার হিসাব করা হচ্ছে। সারা দেশ থেকে নানা ধরনের তথ্য নেওয়া হচ্ছে। কভিড-১৯-এ প্রোটিনের চাহিদা বেশি থাকে। এ চাহিদা মেটানোর জন্য জরুরি পণ্য হিসেবে রয়েছে মাছ। মাছের অভ্যন্তরীণ ঘাটতি মেটাতে সব সময় খোলা রাখা হয়েছে অধিদপ্তর। অভ্যন্তরীণ চাহিদা ঠিক থাকলেও মাছের রেনু, পোনা উৎপাদন ও হ্যাচারিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেশে মাছের উৎপাদন ৪২ দশমিক ৭৭ লাখ মেট্রিক টন। এর মধ্যে মোট অভ্যন্তরীণ মাছ ৩৬ দশমিম ২২ লাখ মেট্রিক টন এবং সামুদ্রিক ৬ দশমিক ৫৫ লাখ মেট্রিক টন।
মৎস অধিদফতরের উপপরিচালক (মৎস্যচাষ) সিরাজুর রহমান বলেন, বৈশ্বিক রফতানিতে করোনা আঘাত হেনেছে। তবে আমাদের জন্য নয়। দেশের অভ্যন্তরে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় সেই জন্য আমরা ২৪ ঘণ্টা মনিটরিং করছি ও তথ্য নিচ্ছি। প্রোটিনের ঘাটতি মেটাতে ভ্রাম্যমাণভাবেও মাছ বিক্রি করবো সরকারের তরফ থেকে।

The post চিংড়ি রপ্তানিতে ধস, ৪৬০ কোটি টাকার ক্রয়াদেশ বাতিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35pyKm2

স্বামী আটক: ভোমরায় গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা! https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্প‌তিবার (৩০ এ‌প্রিল) রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা দাসপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা নিহতের স্বামীকে আটক করেছে।

মৃতের নাম মেহেনাজ পারভিন (১৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা দাসপাড়ার রিপন হোসেনের স্ত্রী ও দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মুকুল হোসেনের মেয়ে।

দক্ষিণ পারুলিয়া গ্রামের সুমন হোসেন জানান, তিন মাস আগে তার বোন মেহেনাজের সঙ্গে সাতক্ষীরা সদরের ভোমরা গ্রামের দাসপাড়ার শ্রমিক রিপনের বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা ও সোনার গহনাসহ এক লাখ টাকার যৌতুক দেওয়া হয়। রিপনের আগের স্ত্রী তালাক হয়ে যায়। রিপন তার বাবা মায়ের সঙ্গে আগে লক্ষীদাঁড়ি গ্রামে থাকতো। সম্প্র‌তি তারা ভোমরা দাসপাড়ায় ঘরসহ জমি কিনে বসবাস করে। একইসাথে থাকতো রিপনের বোন রুপা ও তার স্বামী হযরত আলী। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মেহেনাজকে নির্যাতন করতো রিপন, তার বোন রুপা, বোনের স্বামী হযরত, শ্বশুর রবিউল ও শ্বাশুড়ি খাদিজা ।

বৃহম্পতিবার সন্ধ্যায় আমার মাকে রিপন ফোন করে জানায় যে, মেয়েকে নিয়ে না গেলে তাকে মেরে ফেলা হবে। রাত ৯টার দিকে বোনকে অবারো নির্যাতনের একপর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এ সময় বোনের শ্বশুর মোবাইল ফোনে খবর দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যেতে বলে। রাত ১০টার দিকে তারা সদর হাসপাতালে যাওয়ার আগেই বোন মারা গেছে মর্মে খবর পান। ১১টার দিকে বোনের লাশ লক্ষীদাড়িতে এনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রচার দিয়ে লাশ মাটি দেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে রিপন ও তার পরিবারের সদস্যদের আটক করে একটি ঘরে আট‌কে রাখে। রিপনের চাচা বাবলুর সহযোগিতায় ঘরের জানালা ভেঙে রিপনের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। মৃতের নাক, কান ও মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল।

স্থানীয়রা জানান, রিপন ভোমরা বন্দরে খুচরো পেঁয়াজ বিক্রি করতো। করোনার কারণে কাজ ছিল না তার। অভাবের তাড়নায় স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকতো। এ কারণে মেহেনাজকে মারপিট কর‌তো। বৃহষ্পতিবার মেহেনাজকে নির্যাতনের একপর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে তারা জেনেছেন।
তবে আটককৃত রিপন হোসেনের কাছে জানতে চাইলে সে সাংবাদিকদের জানায়, তার স্ত্রীর শ্বাসকষ্ট হলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মৃতের লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

The post স্বামী আটক: ভোমরায় গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3faaRD9

শ্রমিক দিবস/ রুদ্র অয়ন https://ift.tt/eA8V8J

  ১লা মে কি শ্রমিক দিবস?

শ্রমিক শ্রেণী কি হাসে?

ন্যায্য মজুরি ধার্য কি হয়

শ্রমিক কি সুখে ভাসে? 

দেখে কি কেউ মে দিবসে

শ্রমিক- মজুর খায় কি?

শ্রমিক দিবসেও শ্রমিকেরা

ন্যায্য মজুরি পায় কি?

শ্লোগান হয়,

বক্তৃতা হয়

শ্রমিক দিবস আসে,

দিন পেরোয় থাকে কি কেউ

শ্রমিক ভায়ের পাশে?

The post শ্রমিক দিবস/ রুদ্র অয়ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3d7Uaqu

কলারোয়ার হেলাতলায় টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন https://ift.tt/eA8V8J

কলারোয়ার হেলাতলা ইউনিয়নে শুরু হয়েছে সরকার অনুমোদিত টিসিবি’র পণ্য বিক্রয়। শুক্রবার সকাল ৯ টায় হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে এই পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এখানে সোয়াবিন তেল লিটার প্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা, ছোলা কেজি ৬০ টাকা,  চিনি কেজি প্রতি ৫০ টাকা ও খেজুর কেজি প্রতি ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। করোনার প্রভাবে বাজারে দ্রব্য সামগ্রীর স্বল্পতা ও উচমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন টিসিবি’র সাশ্রয়ী মূল্যের এই পণ্যসামগ্রী কিনতে। টিসিবি’র এই পণ্য বিক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোখলেছুর রহমান,  পৌর প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক ফারুক হোসেন প্রমুখ। 

কলারোয়া প্রতিনিধি:

The post কলারোয়ার হেলাতলায় টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bWI974

নগরঘাটায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িতে এমপি- চেয়ারম্যান https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় সর্বপ্রথম এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি তালা উপজেলার নগরঘাটা গ্রামের কাপাসডাঙ্গা এলাকায়। আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে শুক্রবার (১ মে) সকালে সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এবং নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু পরিদর্শন করেছেন।
এসময় সাংসদ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের বাড়িতে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ও মেম্বর লক্ষীকান্তসহ সঞ্জয়ের মানসিক শক্তি অটুট আছে। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রতিবেশীরা সকল প্রকার সহযোগিতার হাত সম্প্রসারিত করার মানসিকতা নিয়ে তার পাশে আছে।
উল্লেখ্য গত ২৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে মর্মে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, আক্রান্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। 
ইতিমধ্যে প্রশাসনের সাথে সমন্বয় করে তার বাড়িসহ সংস্পর্শে আসা ১০টি বাড়ি লক ডাউন করা হয়েছে এবং তাকে তিনি বাড়িতে থাকার জন্য বলা হয়েছে।যদি অবস্থার অবনতি ঘটে তাহলে অন্যত্র নেয়া হবে।
প্রসঙ্গত, এই প্রথম সাতক্ষীরা থেকে পাঠানো কোন ব্যক্তির নমুনা করোনা পজেটিভ হলো।এর আগে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনিশিয়ান কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসে শহরের উত্তর কাটিয়াস্থ ভাড়া বাড়িতে আইসোলেশনে আছেন।

নিজস্ব প্রতিনিধি:

The post নগরঘাটায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িতে এমপি- চেয়ারম্যান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2xlkaPE

কলারোয়ায় বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু https://ift.tt/eA8V8J

কলারোয়ায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার যুগিখালি ইউনিয়নের ছোট রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ফজলুর রহমান(৩০) পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। তাঁর পিতার নাম সিরাজুল ইসলাম। ইউপি চেয়ারম্যান রবিউল হাসান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইফতারির মিনিট দশেক আগে এই বজ্রপাতের ঘটনা ঘটে। পাশের বাড়ি থেকে নিজ শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন ফজলুর রহমান। এসময় বাড়ির একেবারে কাছে থাকা একটি নারিকেল গাছের উপর বজ্রপাত ঘটলে আক্রান্ত হন ফজলু ও তার ছেলে। ফজলুকে কলারোয়া হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয় । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

কলারোয়া প্রতিনিধি:

The post কলারোয়ায় বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SoUkle

ইরফান সম্পর্কে অজানা কিছু তথ্য https://ift.tt/eA8V8J

মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান বলিউডের প্রভাবশালী অভিনেতা ইরফান খান। ২০১৮ সাল থেকে তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারে ভুগছিলেন। লন্ডনে এক বছর চিকিৎসা নিয়ে বেশ সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু সম্প্রতি তার কোলনে সংক্রমণ শুরু হলে তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। বুধবার সেখান থেকে বের হন লাশ হয়ে।

অতিমারী করোনাভাইরাসের কারণে বিশ্বের বহু দেশের মতো ভারতেও লকডাউন চলায় মুম্বাইয়েই সমাহিত করা হয় ইরফান খানকে। সেখানকার ভারসোভা কবরস্থানে দাফন করা হয় বলিউডের এই মুসলিম অভিনেতাকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শুধু তার পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। খ্যাতিমান এই অভিনেতার জীবনের এমন কিছু বিষয় আছে, যা হয়তো অনেকেরই অজানা। যেমন-

এক. ইরফান খানের আসল নাম সাহাবজাদে ইরফান আলি খান। অভিনেতা নিজের লম্বা নামটি শুনতে ভালোবাসতেন না। সে কারণে নামটি ছোট করে ইরফান করে নেন। ২০১২ সালে নামের মধ্যে তিনি একটি অতিরিক্ত ‘R’ যোগ করেন। কারণ তার এই শব্দটি শুনতে ভালো লাগত।

দুই. ইরফান খান দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। স্বপ্ন ছিলেন বড় ক্রিকেটার হবেন। ভারতের জাতীয় স্তরের ক্রিকেটের ভিত্তি হিসেবে পরিচিত সি কে নায়ুডু টুনার্মেন্টে খেলার জন্য নির্বাচিতও হয়েছিলেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি ওই টুর্নামেন্টে খেলতে পারেননি। এর পরই ঘটানক্রমে তিনি হয়ে যান অভিনেতা।

তিন. ইরফান খান এম এ পড়তে পড়তেই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ার জন্য একটি স্কলারশিপ পান। ভর্তির সময়ে তিনি নাকি তার থিয়েটারের অভিজ্ঞতা নিয়ে মিথ্যে বলেছিলেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেই তিনি দেখা পান তার স্ত্রী সুতপা শিকদারের।

চার. মুম্বাইতে যাওয়ার পর ইরফানের প্রথম চাকরি হয় একজন এসি মেকানিকের। একটি কথা প্রচলিত আছে, চাকরির প্রথম দিকে তিনি নাকি তখনকার সুপারস্টার রাজেশ খান্নার বাড়িতে এসি মেরামত করতে গিয়েছিলেন।

পাঁচ. বলিউড অভিনেতা হিসেবে পরিচিত হলেও ইরফান খান তার অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশনে। ‘চানক্য’, ‘ভারত এক খোঁজ’, ‘সারা জাহাঁ হামারা’, ‘বানেগি আপনি বাত’, ‘চন্দ্রকান্তা’ এবং ‘স্টার বেস্ট সেলার্সে’র মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেন।

ছয়. হলিউডের কোনও ছবির প্রস্তাব বলিউডের অভিনেতারা সাধারণত ফিরিয়ে দেন না। কিন্তু ক্রিস্টোফার নোলানের মতো নামকরা পরিচালককে ফিরিয়ে দিয়েছিলেন ইরফান। এই পরিচালকের ‘ইন্টারস্টেলার’ ছবিটিতে একটি মোটামুটি চরিত্র ইরফান ফিরিয়েছিলেন, কারণ সে সময়ে তার ‘লাঞ্চ বক্স’ এবং ‘ডি ডে’ ছবি দুটি হাতে ছিল।

সাত. আমেরিকার লস এঞ্জেলেস এয়ারপোর্টে ইরফানকে দুইবার আটকানো হয়েছিল। কারণ তার নামের সঙ্গে একজন আতঙ্কবাদীর নামের মিল ছিল।

আট. স্ত্রী সুতপা শিকদার একবার বলেছিলেন, ইরফানকে সন্তুষ্ট করতে তাকে একটি চিত্রনাট্য ১১ বার লিখতে হয়েছিল। ইরফান তখন ‘বানেগি আপনি বাত’ ধারাবাহিকটির কয়েকটি পর্ব পরিচালনা করছিলেন। সুতপা ছিলেন সেই ধারাবাহিকের চিত্রনাট্যকার।

নয়. ইরফানের অভিনয়ে আপ্লুত হয়েছিলেন জুলিয়া রবার্টসের মতো হলিউড অভিনেত্রীও। অস্কার পুরস্কারের অনুষ্ঠান চলাকালীন জুলিয়া আলাদা করে ডেকে নিয়ে মীরা নায়ার পরিচালিত ‘নেমসেকে’ ছবিতে ইরফানের অভিনয়ের সুখ্যাতি করেছিলেন।

দশ. ইরফানের একটা অদ্ভুত স্বপ্ন ছিল। তিনি মাকে স্যুটকেস ভর্তি টাকা দেবেন। ঠিক যেমন হিন্দি সিনেমায় দেখা যায়। ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও অভিনেতা হয়ে এই স্বপ্নটা ঠিকই পূরণ করেছিলেন ইরফান।

এগারো. ইরফান খানই একমাত্র বলিউড অভিনেতা, যার অভিনীত দুটি ছবি অস্কার পুরস্কার জিতেছে। একটি ২০০৮ সালের ‘স্লামডগ মিলিওনেয়ার’, অন্যটি ২০১২ সালের ‘লাইফ অফ পাই’।

The post ইরফান সম্পর্কে অজানা কিছু তথ্য appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WaoHwJ

করোনা আক্রান্ত ৬৩ জেলা: এখনও মুক্ত রাঙামাটি https://ift.tt/eA8V8J

দেশের ৬৪টি জেলার মধ্যে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত ৬৩টি জেলায় করোনাভাইরাসের ছোবল পড়েছে। দেশের একমাত্র জেলা হিসেবে রাঙামাটি এখনও করোনাভাইরাস মুক্ত রয়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর ৫৩ দিনের মাথায় এসে ৬৩টি জেলাতে করোনার প্রাদুর্ভাব ঘটলো। সর্বশেষ জেলা হিসেবে খাগড়াছড়িতে বুধবার (২৯ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ১০৩ জনের। এ সময় করোনাভাইরাসে মারা গেছেন ১৬৩ জন। সুস্থ হয়েছেন ১৫০ জন। এ সময়ে ৫৯ হাজার ৭০১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি রাজধানী ঢাকায়। ঢাকা মহানগরেই করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪২৩ জনের। ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ জেলা। দেশের প্রথম করোনা আক্রান্ত এ জেলায় এ পর্যন্ত ৮৬৩ জন শনাক্ত হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আইইডিসিআর সর্বশেষ বুধবার (২৯ এপ্রিল) যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে ৬২ জেলায় করোনা শনাক্তের কথা উল্লেখ করা হয়েছে। ৬৩তম জেলা হিসেবে বুধবারই খাগড়াছড়িতে করোনা শনাক্ত হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

আইইডিসিআর প্রতিদিন দুপুরে যে তালিকা প্রকাশ করে সেটা ওইদিন সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার শনাক্তের তথ্য সন্নিবেশ করা হয়। ফলে আইইডিসিআরের তালিকায় মূলত প্রকাশের দিন আট ঘণ্টা (দিবাগত রাত১২টা থেকে সকাল ৮টা) এবং আগের দিন ১৬ ঘণ্টার (সকাল ৮টা থেকে রাত ১২টা) তথ্য দেওয়া হয়। এতে করে আগের দিনের শনাক্ত রোগীই বেশি স্থান পায় ওই তালিকায়। অপরদিকে স্থানীয় প্রশাসন থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরপরই তা প্রকাশ করা হয়। এর ফলে অনেক ক্ষেত্রে আইইডিসিআরের প্রতিবেদনে উল্লেখ করা কোনও জেলার শনাক্তের সময় ও স্থানীয় প্রশাসনের দেওয়া সময়ের মধ্যে একদিন আগপিছ হয়ে থাকতে পারে।

বাংলাদেশে করোনাভাইরাসে শনাক্তের ১০দিনের মাথায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ই মার্চ। এদিকে ১৯শে মার্চ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য প্রথম লকডাউন ঘোষণা করা হয় মাদারীপুরের শিবচর উপজেলা।

করোনা শনাক্তের শুরুর দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আক্রান্তদের তথ্য প্রকাশ করা হতো না। এমনকি তারা কোন এলাকার অধিবাসী সেই তথ্যও প্রকাশ করা হতো না। রোগীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদফতর এ গোপনীয়তা রক্ষা করে। করোনা শনাক্তের ১৫দিনের মাথায় ২৩ মার্চ আইইডিসিআর সর্বপ্রথম রোগীদের জেলার নাম জানায়। ওইদিন জানানো হয়, ৭ জেলার মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেই জেলাগুলো ছিল ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, গাইবান্ধা, চুয়াডাঙ্গা ও গাজীপুর।

অবশ্য ওই সময় কুমিল্লা জেলায় করোনা শনাক্ত হয়নি। বিদেশ ফেরত একব্যক্তি ঢাকায় আক্রান্ত হয়ে ঢাকায়ই মারা যাওয়া ব্যক্তিকে কুমিল্লার বলে উল্লেখ করা হয়। ওই ব্যক্তির স্থায়ী ঠিকানা কুমিল্লা হওয়ার কারণেই এমনটি হয়েছে বলে কুমিল্লার সিভিল সার্জন জানান।

গত ৮ মার্চ নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। দুটি জেলাতেই সংক্রমণ হয় ইতালিফেরত প্রবাসীর মাধ্যমে। নারায়ণগঞ্জে ইতালিফেরত প্রবাসীর পাশাপাশি তার সংস্পর্শে থাকা এক নারী করোনা আক্রান্ত হন। গত ৮ মার্চ দেশে করোনা শনাক্তের ১০দিনের মাথায় ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এদিকে প্রথম করোনা শনাক্তরে পর ৬দিনের মাথায় আবারও করোনা শনাক্তের তথ্য পাওয়া যায়। ১৪ মার্চ এক জার্মান ফেরত প্রবাসী যুবকের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। ওইদিন জার্মান ফেরত ওই যুবকের পাশাপাশি ইতালি ফেরত একজনের শরীরে করোনা শনাক্ত হয়। ফয়সাল নামের জার্মান ফেরত ওই যুবক পরে সুস্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তার সুস্থ হওয়ার ঘটনা তুলে ধরেছিলেন।

ঢাকার পর ১৭ মার্চ গাজীপুরে প্রথম করোনা শনাক্ত হয়। গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা ইতালিফেরত ব্যক্তি করোনা শনাক্ত হন। তার বাড়ি নরসিংদী জেলায়। জেলার বাসিন্দা হিসেবে প্রথম করানো শনাক্ত হয় ২৯ মার্চ। গাজীপুর সদরের এক বাসিন্দা ইতালি ফেরত আত্মীয়ের সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়।

চুয়াডাঙ্গায় প্রথম করা শনাক্ত হয় ১৯ মার্চ। ইতালিফেরত এই যুবক খুলনা বিভাগের প্রথম করোনা রোগী। ২২ মার্চ গাইবান্ধায় করোনা শনাক্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের করোনা শনাক্ত হয়। কক্সবাজারে ২৪ মার্চ প্রথম করোনা পজিটিভ রোগী পাওয়া যায়। আক্রান্ত বয়স্ক নারীও বিদেশ ফেরত।

শরীয়তপুরে প্রথম শনাক্ত হয় ৪ এপ্রিল। করোনা উপসর্গ নিয়ে ৯০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। বগুড়ায় প্রথম করোনা শনাক্ত হয় ৪ এপ্রিল। আক্রান্ত ব্যক্তির বাড়ি রংপুরে। ওই ব্যক্তি ২৮ মার্চ নারায়ণগঞ্জ থেকে ট্রাকে করে রংপুর যাচ্ছিলেন। কিন্তু করোনা সন্দেহে তাকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাসস্ট্যান্ডে নামিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় প্রশাসন তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করান। নমুনা পরীক্ষার পর ৪ এপ্রিল করোনা পজিটিভ পাওয়া যায়।

গত ৫ এপ্রিল একইদিনে পাঁচটি জেলায় করোনা শনাক্ত হয়। জেলাগুলো হলো মানিকগঞ্জ, জামালপুর, সিলেট শেরপুর এবং মৌলভীবাজার। নরসিংদীতে প্রথম করোনা চিহ্নিত হয় ৬ এপ্রিল। জেলার পলাশ উপজেলার ইসলামপাড়া গ্রামে।

কিশোরগঞ্জের করোনা সংক্রমণের তথ্য পাওয়া যায় ৭ এপ্রিল। জেলার করিমগঞ্জ উপজেলা আক্রান্ত ওই ব্যক্তি ঢাকার মুদি দোকানী। উপসর্গ নিয়ে ৬ এপ্রিল মারা গেলে নমুনা পরীক্ষার পর ৭ এপ্রিল যে রিপোর্ট পাওয়া যায় তাতে কোভিড ১৯ পজিটিভ আসে। একইদিনে টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৭ এপ্রিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় করোনা শনাক্ত হয়। আক্রান্ত ওই ব্যক্তি পেশায় চিকিৎসক। তিনি ঢাকা থেকে সেখানে যান। কুমিল্লায়ও প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ৭ এপ্রিল। এর আগে আইইডিসিআর থেকে ২৩ মার্চ কুমিল্লায় কোভিড-১৯ শনাক্তের কথা জানালেও সেটি কুমিল্লার ঘটনা নয় বলে সিভিল সার্জন জানান। তিনি বলেন, ওই আক্রান্ত ব্যক্তিটি কানাডা থেকে এসেছিলেন। ঢাকায় অবস্থানকালে তার কোভিড শনাক্ত হয় এবং ঢাকায় থেকেই তিনি মারা যান। তবে, তার স্থায়ী ঠিকানা কুমিল্লা। এজন্য আইইডিসিআর তাকে কুমিল্লা জেলার আক্রান্ত হিসেবে হয়তো চিহ্নিত করেছিল।

বাংলাদেশে করোনা শনাক্তের একমাস পর গত ৮ এপ্রিল রংপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলার মিঠাপুকুর উপজেলার এক যুবক করোনা আক্রান্ত হন। ওই যুবক নারায়ণগঞ্জে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ৯ এপ্রিল। দম্পতির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। টুঙ্গিপাড়ার বাসিন্দা ওই দুই ব্যক্তি মাদারীপুর থেকে বাড়িতে যান। একইদিনে চাঁদপুর ও পটুয়াখালী জেলার প্রথম করোনা শনাক্ত হয়। এ দুটির জেলার সংক্রমণ হয়েছে নারায়ণগঞ্জ থেকে।

গত ১০ এপ্রিল মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও বরগুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে বরগুনার আক্রান্ত ব্যক্তিটির রিপোর্ট আসার আগেই মারা যান।

রাজবাড়ীতে করোনা শনাক্ত হয় ১১ই এপ্রিল। একদিনে জেলার পাঁচজনকে করোনা পজিটিভ পাওয়া যায়। একই দিনে লালমনিরহাট, ঠাকুরগাঁও, নোয়াখালী ও হবিগঞ্জে করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে নোয়াখালীর ব্যক্তি ইতালিফেরত বাকিরা নারায়ণগঞ্জ থেকে গিয়েছে। নোয়াখালীর আক্রান্ত ব্যক্তিটি রিপোর্ট পাওয়ার আগেই মারা যান।

দেশে করোনা শনাক্তের ৩৬তম দিনে ১২ এপ্রিল একযোগে আট জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়। এদিন রাজশাহী, ফরিদপুর, ঝালকাঠি, খুলনা, যশোর, লক্ষ্মীপুর, বরিশাল ও সুনামগঞ্জে করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে রাজশাহী, ফরিদপুর, ঝালকাঠির সংক্রমণ হয়েছে নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুরের হয়েছে খুলনার মাধ্যমে। বাকিদের সংক্রমণের কারণ জানা যায়নি। এদের মধ্যে একজন ছিলেন তাবলিগ জামাত ফেরত।

পিরোজপুর, নড়াইল ও কুড়িগ্রামে প্রথম করোনা পজিটিভ হয় ১৩ এপ্রিল। এদের মধ্যে পিরোজপুর ও নড়াইলের আক্রান্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জ থাকতেন এবং কুড়িগ্রামে আক্রান্ত ব্যক্তি সাভারে থেকে গিয়েছিলেন। দিনাজপুর ও জয়পুরহাটের প্রথম করোনা শনাক্ত হয় গত ১৪ এপ্রিল। একই দিনে দিনাজপুরে তিন উপজেলার ৭ জন ও জয়পুরহাটে দুইজনের করোনা পজিটিভ পাওয়া যায়। পার্বত্য জেলা বান্দরবানে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ১৫ এপ্রিল। কয়েকদিন আগে নারায়ণগঞ্জ তাবলিগ থেকে আসেন। ফেনী, বাগেরহাট ও পাবনায় প্রথম করোনা শনাক্ত হয় ১৬ এপ্রিল। এর মধ্যে ফেনীর আক্রান্ত ব্যক্তি ঢাকা, পাবনার আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ও বাগেরহাটের আক্রান্ত ব্যক্তি ফরিদপুর থেকে এলাকায় যান।

দেশের উত্তর-পশ্চিমের সর্বশেষ জেলা পঞ্চগড়ে ১৭ এপ্রিল করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি ঢাকার মিরপুর থেকে লকডাউনের সময় এলাকায় যান। গত ১৯ এপ্রিল সিরাজগঞ্জে প্রথম করোনা শনাক্ত হয়। বেলকুচির বাসিন্দা ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে উপসর্গ নিয়ে নিজের এলাকায় গিয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে জেলায় প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০ এপ্রিল। ওই ব্যক্তি ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসে। মাগুরায় প্রথম শনাক্ত হয় ২১ এপ্রিল। সদর উপজেলায় গাজীপুরে গার্মেন্টে চাকরি করতেন। মেহেরপুরে প্রথম করার শনাক্ত হয় ২২ এপ্রিল। জেলার মুজিবনগর উপজেলায় বসবাসকারী এক ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন তার করোনা সংক্রমণের কারণ জানা যায়নি।

গত ২২ এপ্রিল কুষ্টিয়ায় প্রথম করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি মাদারীপুর সোনালী ব্যাংকে চাকরি করেন। নওগাঁয় প্রথম করোনা শনাক্ত হয় ২৩ এপ্রিল। তিনি রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স । অবশ্য এর আগে এ জেলায় ২০ এপ্রিল প্রথম করোনা শনাক্তের কথা বলা হয়েছিল। তবে রিপোর্টে তার নাম নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

২৩ এপ্রিল ভোলায় দুইজন করোনা শনাক্ত হয়। আক্রান্তদের একজন মনপুরা উপজেলার বাসিন্দা ,ঢাকায় হোটেল শ্রমিকের কাজ করতো। অপরজন ৮ বছরের শিশু। ঝিনাইদহে ২৫ এপ্রিল করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রথম শনাক্ত হওয়া দুইজনের একজন পুরুষ ও একজন নারী। তারা দুইজনই অন্য এলাকা থেকে এখানে আসে।

গত ২৬ এপ্রিল সাতক্ষীরা জেলায় এক মেডিক্যাল টেকনেশিয়ান নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওই ব্যক্তি সাতক্ষীরা থেকে নিয়মিত কর্মস্থলে যেতেন। সেখান থেকে তার সংক্রমণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গত মঙ্গলবার ২৮ এপ্রিল নাটোর জেলায় প্রথম করোনা শনাক্ত হয়। জেলার সদর উপজেলায় এক জন, গুরুদাসপুর উপজেলায় দুজন এবং সিংড়া উপজেলায় পাঁচ জনের করোনা পজিটিভ পাওয়া যায় বলে ওইদিন রাতে জেলার সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান। এর আগে ২৩ এপ্রিল আইইডিসিআর তাদের প্রতিবেদনে নাটোর জেলায় একজন করোনা শনাক্ত বলে উল্লেখ করে। তবে, পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তির বাড়ি নাটোরে কিন্তু তিনি ঢাকায় অবস্থানকালে করোনা শনাক্ত হয়েছেন এবং ঢাকাতেই অবস্থান করছেন।

বাংলাদেশে করোনা সংক্রমণ শুরুর ৫৩তম দিনে ২৯ এপ্রিল (বুধবার) খাগড়াছড়ি জেলায় প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ওই ব্যক্তি সস্ত্রীক নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ি গেলে তাকে স্থানীয় একটি বিদ্যালয়ে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পরে তার নমুনা পরীক্ষা করা হলে পজিটিভ পাওয়া যায়।

The post করোনা আক্রান্ত ৬৩ জেলা: এখনও মুক্ত রাঙামাটি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Yl2UFo

কপিলমুনিতে আর্তমানবতার সেবায় আ.লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস ও যুগোল কিশোর দে https://ift.tt/eA8V8J

পাইকগাছার কপিলমুনিতে করোনায় কর্মহীনদের মাঝে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী দিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।
তাঁর কপিলমুনিস্থ নিজ কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় ওয়ার্ড পর্যায়ে নিজ হাতে একে একে এ খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি যুগোল কিশোর দে, লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন প্রমূখ।
এদিকে পাইকগাছার কপিলমুনিতে ২২০ টি অসহায় পরিবারের দুঃসময়ে নিজস্ব অর্থায়নে সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন কপিলমুনি ইউনিয়ন আ.লীগের সভাপতি যুগোল কিশোর দে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় তার নিজ প্রতিষ্ঠানে পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, আলু ও সাবান বিতরণ করেন। এসময় তার ছেলে হিমাদ্রী শেখর দে উপস্থিত ছিলেন।

আব্দুস সবুর আল আমীন, কপিলমুনি (খুলনা):

The post কপিলমুনিতে আর্তমানবতার সেবায় আ.লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস ও যুগোল কিশোর দে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Siiduv

রমজানের ৬ষ্ঠ দিনে ফেরেশতাদের সাথে বাইতুল মামূর তাওয়াফের সাওয়াব https://ift.tt/eA8V8J

চলছে পবিত্র রমজান মাস। সিয়াম-সাধনার এ মাস জুড়েই রয়েছে রহমত, বরকত ও নাজাতের সাওগাত। মুমিনের জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসে এ মাস। ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর রাজি-খুশি হাসিলের বড় সুযোগ এ মহান মাসে।

মুসলিম উম্মাহ তাই মাসটি পরম যতনে খোদা তা’লার নৈকট্য হাসিলে ব্যয় করে থাকেন।

পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে- প্রিয় নবীজি (সা.) এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা (রা.) বলেছেন, রাসুল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলিম)

অপর হাদিসে এসেছে, হযরত শাহ্ ইবনে সা’দ (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) এরশাদ করেছেন, বেহেশতের ৮টি দরজা রয়েছে। এর মধ্যে ১টি দরজার নাম রাইয়ান। রোজাদার ব্যতিত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বুখারী, মুসলিম)

আজ রমজানের ৬ষ্ঠ দিন। এ দিনটিতে ফেরেশতাদের সাথে ৭ম আকাশে অবস্থিত বাইতুল মামূর তাওয়াফের সাওয়াব প্রদান করা হয়।

বস্তুত, ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধির যে সুযোগ বছরের এ মাসটিতে মুমিনের জন্য থাকে, তা সারাবছর আর কখনো পাওয়া যায় না। তাই তো প্রত্যেকের উচিত বেশি বেশি ক্ষমা প্রার্থনার মাধ্যমে নাজাতের পথ প্রশস্ত করা। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের ওসিলায় মাফ করুন। রহমত দান করুন। আমিন।

The post রমজানের ৬ষ্ঠ দিনে ফেরেশতাদের সাথে বাইতুল মামূর তাওয়াফের সাওয়াব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aWap8A

কর্মহীন শ্রমিকের মাঝে খুলনার সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

    করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা নিউমার্কেট বাইতুন নূর মসজিদের পিছনের সড়ক চত্বরে খুলনা জেলা মোটরযান মেকানিক ইউনিয়নের দুইশত ৪১ কর্মহীন শ্রমিকের মাঝে সাত কেজি করে চালসহ, শাক, লাউ, করলা ও ঢেঁড়শসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ২১ এপ্রিল থেকে আজ ৩০ এপ্রিল পর্যন্ত খুলনা মহানগীরর বিভিন্ন এলাকা, যোগীপোল ইউনিয়ন এবং আড়ংঘাটা ইউনিয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ, পাটকল শ্রমিক, লেদার শ্রমিক, হর্কাস, মোটর শ্রমিক, মোটরযান শ্রমিক, ট্রাক চালক, বেবিট্রেক্সি চালক, ইটভাটা, স’মিলস শ্রমিক, হোটেল, দর্জি শ্রমিক, স্বর্ণশিল্পী শ্রমিক, দোকান কর্মচারীসহ নিম্নআয়ের প্রায় ১৫ হাজার কর্মহীনদের মাঝে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    পরে খুলনা সিটি মেয়র বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সর্পোর্টাস এ্যাসোসিয়েশন খুলনার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে বিএফএফই’র বিভিন্ন সদস্য ও প্রতিষ্ঠানের এক হাজার একশ ৫০কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিএফএফই’র প্রেসিডেন্ট কাজী বেলায়েত হোসেন, ভাইস প্রেসিডেন্ট সেখ আব্দুল বাকী, পরিচালক মোঃ আব্দুল জব্বার মোল্যা, ডাঃ সৈয়দ আব্দুল আসফাক, সদস্য মোঃ জালাল উদ্দিন, মোঃ কামরুল হাসান, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যবিবরণী    

The post কর্মহীন শ্রমিকের মাঝে খুলনার সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35gp9h8

করোনা থেকে সেরে উঠেছেন ১০ লাখ মানুষ https://ift.tt/eA8V8J

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৩০৩ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪১১ জন, স্পেনে এক লাখ ৩২ হাজার ৯২৯ জন, ইতালিতে ৭১ হাজার ২৫২ জন, ফ্রান্সে ৪৮ হাজার ২২৮ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৭৯১ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ২০ হাজার ৪০০ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৮ হাজার ২১৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২০ হাজার ১৪৮ জন। অপরদিকে ১০ লাখ ৩০৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

The post করোনা থেকে সেরে উঠেছেন ১০ লাখ মানুষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YiUfTL

আক্রান্ত ছাড়ালো ৩২ লাখ, মৃত্যু দুই লাখ ২৮ হাজার https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্তি বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ংকর রূপ নিয়েছে। কয়েকদিন মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও মঙ্গল ও বুধবার সেই সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। বুধবার একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৬৫৯৩ জনের।

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৮ হাজার ২১৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২০ হাজার ১৪৮ জন। অপরদিকে ১০ লাখ ৩০৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ৫৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৬১ হাজার ৬৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ২৭৫ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৮২ জনের।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

The post আক্রান্ত ছাড়ালো ৩২ লাখ, মৃত্যু দুই লাখ ২৮ হাজার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2xkvTOu

এবার জার্মানিতে করোনার সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে সফল প্রয়োগ https://ift.tt/eA8V8J

জার্মানিতে করোনাভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিন স্বেচ্ছাসেবীদের দেহে প্রয়োগ করা শুরু হয়েছে। ভ্যাকসিনটির নাম- বিএনটি১৬২।

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি পিজফারের সঙ্গে যৌথ উদ্যোগে জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োএনটেক এ ভ্যাকসিনটি প্রস্তুত করেছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জার্মানির ভ্যাকসিন নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন লাভের পর গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশটিতে ১২ জন স্বেচ্ছাসেবীর দেহে সম্ভাব্য ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

এ বিষয়ে বুধবার ভ্যাকসিনটির নির্মাতা বায়োএনটেক জানিয়েছে, মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে তারা। পরবর্তী ধাপে ১৮ থেকে ৫৫ বছর বয়সী আরও ২০০ স্বেচ্ছাসেবীর দেহে এটি প্রয়োগ করা হবে। সে বিষয়টি এখন প্রক্রিয়াধীন। সেই ধাপ শেষ হলে করোনাঝুঁকিতে থাকা মানুষের দেহে ভ্যাকসিনটির ওপর প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, বিএনটি১৬২-এর আগে করোনাভাইরাস প্রতিরোধে চারটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হয়েছে।

সবগুলোরই ‘ফেজ ওয়ান ক্লিনিক্যাল ট্রায়াল’ অর্থাৎ প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। গত ২৩ এপ্রিল সম্ভাব্য একটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করে যুক্তরাজ্য।

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন আগে অন্য কোনো প্রাণীর ওপর প্রয়োগের পর তা নিয়ে গবেষণা চালালেও করোনার বেলায় সে নিয়ম মানা হচ্ছে না।

এখন পর্যন্ত দুই লাখ ২৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া ভাইরাসের কার্যকরী ভ্যাকসিন তৈরিতে কোনো বাড়তি সময় নিতে চাইছেন না বিজ্ঞানীরা।

জানা গেছে, যুক্তরাজ্যে জিএসকে এবং ফ্রান্সের সানোফি যৌথভাবে করোনার আরও একটি সম্ভ্যাব্য ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এ ছাড়া ইতালির রেইথেরা, জার্মানির লিউকোকেয়ার ও বেলজিয়ামের ইউনিভার্সেলস কোম্পানিও ভ্যাকসিন তৈরিতে কাজ শুরু করেছে।

The post এবার জার্মানিতে করোনার সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে সফল প্রয়োগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cZg0fC

৩ মন্ত্রীসহ করোনায় আক্রান্ত গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী https://ift.tt/eA8V8J

সাংবাদিকদের সঙ্গে গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী, করোনা আক্রান্তের আগে ছবি।

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনিসহ দেশটির আরও তিন মন্ত্রীর শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার রাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনার উপসর্গ দেখা দিলে গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম ও তার মন্ত্রিপরিষদের তিন সদস্যের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়। মঙ্গলবার তাদের চারজনেরই ফল পজিটিভ আসে।

রিপোর্ট হাতে আসার পর পরই প্রধানমন্ত্রী নুনো ও তার তিন মন্ত্রীকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যান্তোনিও দুয়েনা নাগরিকদের সতর্ক করেছেন, গিনি-বিসাউয়ে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া করোনাবিষয়ক সব নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার এ দেশটিকে মহামারীর সংক্রমণ এখনও প্রকট আকারে শুরু হয়নি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ২০৫ জন। মারা গেছেন একজন। সুস্থ হয়েছেন ১০ জন। ১৮৫ জন চিকিৎসাধীন থাকলেও তাদের কারও অবস্থা তেমন গুরুতর নয়।

The post ৩ মন্ত্রীসহ করোনায় আক্রান্ত গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35jXThR

কোভিড-১৯ কেড়ে নিল আরও দুই পুলিশ সদস্যের প্রাণ https://ift.tt/eA8V8J

কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছেন আরও দুই পুলিশ সদস্য। ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত এই দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন।

আইসোলেশনে থাকাবস্থায়ই বুধবার রাতে ও ‍বৃহস্পতিবার ভোরে তারা না ফেরার দেশে পারি জমান।

মারা যাওয়া দুজনের একজন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। অন্যজনের নাম আশেক মাহমুদ (৪২)। তিনি ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন।

দুই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।

আবদুল খালেদ মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি মসজিদের ইমামও ছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে।

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। আশেক মাহমুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এর আগে বুধবার করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু হয়।

The post কোভিড-১৯ কেড়ে নিল আরও দুই পুলিশ সদস্যের প্রাণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2zB1nR9

তালায় সাংবাদিক সালামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক https://ift.tt/eA8V8J

তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামের সিরাজ মোড়লের পুত্র, জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার তালা প্রতিনিধি আব্দুস সালাম (২৭) বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে মৃত্যু বরণ করেন (ইন্না ……………রাজিউন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন ও করোনা ভাইরাসের কারনে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তালা প্রেস ক্লাব এক শোক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জলিল আহমেদ, সিনিয়র সহ- সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, যুগ্মসম্পাদক এমএ মান্নান, কোষাধাক্ষ সৈয়দ জুনায়েত আকবর, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম- দপ্তর এস,এম, হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, কাযানির্বাহী কমিটির সিনিয়র সদস্য এস,এম, আকরামুল ইসলাম, মোঃ বাহারুল ইসলাম, মোঃ সোহাগ হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ রুহুল আমিন মোল্যা, সাধারণ সদস্য এড. কবির আহমেদ, বি,এম, বাবলুর রহমান, মোঃ আফজাল হোসেন, কাজী জীবন, মোঃ লিটন হোসাইন, মোঃ জহর হাসান সাগর। প্রেস বিজ্ঞপ্তি

The post তালায় সাংবাদিক সালামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bSBrif

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের ‘বাদ্যযন্ত্র’ বললেন ট্রাম্প https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের সংক্রমণ অপ্রতিরোধ্য হয়ে উঠার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনকে বরাবরই দায়ী করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের ‘পাইপ অরগান’(এক ধরনের বাদ্যযন্ত্র) বলে বর্ণনা করেছেন।

হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ট্রাম্প জানান, খুব শিগগিরিই যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে একটি সুপারিশ পেশ করতে যাচ্ছে। এছাড়া চীনকে নিয়েও যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে,সে বিষয়ে আবারও হুশিয়ারি দিলেন ট্রাম্প। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে যুক্তরাষ্ট্র দাবি করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরিস্থিতি নিয়ে তাদের বিভ্রান্ত করেছে। দেশটির প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে মোটেও সন্তুষ্ট নই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ে কিছুই জানে না মন্তব্য করে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা জানে, করোনা সম্পর্কে তার চেয়ে বেশি জানা উচিত ছিল সংস্থাটির। ট্রাম্প সংস্থাটিকে চীনের চেয়ে বেশি অর্থ সহায়তা দেয়ার বিষয়টিও সামনে আনেন। কিন্তু এরপরও সংস্থাটি কেন করোনাভাইরাসের বিষয়ে তদন্ত করতে আরও আগে চীনে গেল না, সে প্রশ্ন তোলেন ট্রাম্প। চীনকে নিশানা করে ট্রাম্প প্রশ্ন তোলেন, কেন চীন করোনার আবহে নিজের দেশে বিদেশি উড়োজাহাজ আসতে দিল না ? অথচ নিজের দেশ থেকে বিদেশে ফ্লাইট যাওয়ার অনুমতি দিল। তিনি বলেন, চীনের উহান শহর থেকে ইতালিসহ সারা বিশ্বে ফ্লাইট গেল, কিন্তু চীনে কোনো ফ্লাইট যেতে দেয়া হলো না।

করোনাভাইরাসকে শুরুর দিকে গুরুত্ব না দেয়া মার্কিন প্রেসিডেন্টের এ ইস্যুতে চীনকে দোষারুপ নতুন নয়।এসব দোষারুপের জবাবে বেইজিংয়ের জবাব, ট্রাম্প নিজের ব্যর্থতা আড়াল করতেই অন্যকে দোষারুপ করছে।

The post বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের ‘বাদ্যযন্ত্র’ বললেন ট্রাম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aRoFPA

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি চালুর সিদ্ধান্ত https://ift.tt/eA8V8J

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আজ বৃহস্পতিবার থেকে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার বিকালে নোম্যানসল্যান্ডে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকের জট কমাতে দুই দেশের চেকপোস্টের নোম্যানসল্যান্ডে ভারত থেকে আমদানীকৃত পণ্য লোড-আনলোডের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।

তবে প্রশাসনের সবার সঙ্গে কথা বলে চালু করা হবে আমদানি-রফতানি কার্যক্রম। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, অতিপ্রয়োজনীয় ও পচনশীল পণ্য দিয়ে ভারত রফতানি শুরু করবে। পরে অন্যান্য পণ্য আমদানি-রফতানি হবে।

ভারতের পক্ষে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী ও বনগাঁ আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি পরিতোষ বিশ্বাস বলেন, করোনাভাইরাসের কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি চালু করতে পারছে না পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বন্দরের সেন্ট্রাল পার্কিং থেকে বনগাঁ পৌরসভার কালীতলা পার্কিং পর্যন্ত ২২১৪ পণ্যবোঝাই ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে।

তিনি জানান, ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতপার্থক্যের জন্য আগের মতো বাণিজ্য চালু করা যাচ্ছে না। ফলে পাটবীজসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য ও শিল্প কলকারখানায় ব্যবহৃত কাঁচামাল আটকে পড়েছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

একই সঙ্গে দুই দেশের প্রায় ৩০-৪০ হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। আমদানি-রফতানি চালু হলে বেনাপোল-পেট্রাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বন্দর ব্যবহারকারীদের স্বাস্থ্য সচেতনতামূলক হ্যান্ডগ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবানপানির ব্যবস্থা থাকবে এন্ট্রি পয়েন্টে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, করোনাভাইরাসের জন্য ভারত সরকার দফায় দফায় লকডাউন বৃদ্ধি করায় আমদানি-রফতানি চালু করা সম্ভব হচ্ছে না।

লকডাউন ঘোষণার পর গত ২৩ মার্চ থেকে ভারত-বাংলাদেশের মধ্যে সবপ্রকার আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখবে পেট্রাপোল পুলিশ।

তাই ভারতীয় ট্রাক নোম্যানসল্যান্ড পর্যন্ত যাবে। বাংলাদেশি ট্রাকচালক ও শ্রমিকরা সেখান থেকে মালামাল লোড-আনলোড করে নেবেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, অতিপ্রয়োজনীয় ও পচনশীল পণ্য দিয়ে রফতানি শুরু হবে। পরে অন্যান্য পণ্য রফতানি হবে। পরিস্থিতি ভালো হলে আগের মতো কাজ শুরু হয়ে যাবে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার আবদুল ওয়াহাব বলেন, নোম্যানসল্যান্ড ব্যবহার করতে হলে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আমরা কথা বলার পর আপনারা কাজ করতে পারবেন।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, ভারত যদি পণ্য রফতানি করে; সেই পণ্য বাংলাদেশি ব্যবসায়ীরা যদি নোম্যানসল্যান্ড থেকে গ্রহণ করে তা হলে বন্দরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

The post বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি চালুর সিদ্ধান্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35oo0UP

মোদিকে আনফলো করলেন ট্রাম্প, ১৮ দিনেই শেষ বন্ধুত্ব! https://ift.tt/eA8V8J

আমেরিকাকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডল ফলো করেছিল হোয়াইট হাউস।

কিন্তু তার পর তিন সপ্তাহও কাটল না, মোদির টুইটার আনফলো করে দিল হোয়াইট হাউস। তার সঙ্গে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী মোদির অফিস এবং ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকেও আনফলো করে দিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়। খবর আনন্দবাজার পত্রিকার।

হোয়াইট হাউসের টুইটার হ্যান্ডলের ফলোয়ার সংখ্যা দুই কোটি ২০ লাখেরও বেশি। তবে হোয়াইট হাউস সাধারণত অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে ফলো করে না। কিন্তু গত ১০ এপ্রিল থেকে কিছুটা নজিরবিহীনভাবেই নরেন্দ্র মোদির ব্যক্তিগত এবং প্রধানমন্ত্রীর অফিসের টুইটার হ্যান্ডল ফলো করে হোয়াইট হাউস। তার পর এসব অ্যাকাউন্টকে ‘ফলোইং’-এর তালিকা থেকে বাদ দিয়ে দিল হোয়াইট হাউস।

কেনইবা ফলো এবং এখন কেনইবা ‘আনফলো’? মার্কিনমুলুকে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক হওয়ার পর ভারতের কাছে করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারত এই ওষুধ না দিলে ফল ভালো হবে না বলে হুশিয়ারিও দিয়েছিলেন ট্রাম্প। তার পর ভারত সেই ওষুধ আমেরিকায় পাঠিয়েছিল গত ৮ এপ্রিল।

ওষুধ পৌঁছাতেই ভারতবাসী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর তার দুদিন পর মোদি, প্রধানমন্ত্রীর অফিস এবং অন্য ভারতীয় অ্যাকাউন্টগুলো ফলো করতে শুরু করে হোয়াইট হাউস।

কিন্তু কেন ‘আনফলো’ করা হয়েছে, তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।

The post মোদিকে আনফলো করলেন ট্রাম্প, ১৮ দিনেই শেষ বন্ধুত্ব! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3f6VOtU

ইরফান খান: বলিউডের যেই অভিনেতাকে হলিউডও মনে রাখবে https://ift.tt/eA8V8J

সাম্প্রতিক সময়ে ভারতের সিনেমা জগতের সেরা অভিনেতাদের একজন ছিলেন ইরফান খান এবং হলিউডে কাজ করা ভারতের সবচেয়ে সফলদের একজন।

প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করা অভিজ্ঞ ইরফান খানের বয়স যখন ত্রিশের কোঠায়, সেসময় প্রায় এক দশক টেলিভিশন ইণ্ডাস্ট্রিতে সাফল্য না পেয়ে ভেবেছিলেন অভিনয়ই ছেড়ে দেবেন।

বলিউডের প্রথাগত রোমান্টিক সিনেমার নায়ক হওয়ার মত মুখশ্রী ইরফান খানের না থাকলেও হিন্দি সিনেমার পাশাপাশি লাইফ অব পাই, স্লামডগ মিলিয়নিয়ার ও জুরাসিক ওয়ার্ল্ডের মত হলিউড ফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি।

চরিত্রগতভাবে অন্তর্মুখী ও দার্শনিক ধাঁচের ইরফান মাঝে মাঝেই ইসলাম ধর্ম ও তার কাজ করা সিনেমা ইন্ডাস্ট্রিগুলো নিয়ে বিতর্কিত মন্তব্য করতেন।

গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি সবসময় বলিউড নামটার বিরুদ্ধে। এই ইন্ডাস্ট্রির নিজস্ব স্টাইল আছে, হলিউডের অনুকরণে এর নামকরণ করার কোনো যৌক্তিকতাই নেই। এর উৎপত্তি পার্সি থিয়েটার থেকে।”

“হলিউড অত্যন্ত পরিকল্পনামাফিক। ভারতের কোনো পরিকল্পনাই নেই। এটি অনেকটাই স্বতঃস্ফূর্ত এবং ঘরোয়া। ভারত আরেকটু আনুষ্ঠানিক এবং হলিউড আরেকটু স্বতঃস্ফূর্ত হলে ভাল হত।”

বাস্তব জীবনে, ইরফান খানের মত দুই ঘরানাতেই সাফল্য অর্জন করতে খুব কম অভিনেতাই পেরেছেন।

প্রথম জীবন

রাজস্থানের টঙ্ক গ্রামে ১৯৬৭ সালের ৭ই জানুয়ারি জন্মগ্রহণ করেন সাহাবজাদা ইরফান আলী খান।

তার মায়ের পরিবারের রাথে রাজপরিবারের সম্পর্ক ছিল এবং তার বাবা ছিলেন একজন স্বপ্রতিষ্ঠিত একজন টায়ারের ব্যবসায়ী।

নাম থেকে পরিবারের গৌরবময় অতীতের পরিচায়ক ‘সাহেবজাদা’ অংশটি ইরফান খান পরিত্যাগ করেন। তিনি মনে করতেন তার পরিবারের পরিচয় তার প্রতিষ্ঠিত হওয়ার পথে বাধা দেবে।

তার বাবা মারা যাওয়ার পর পরিবারের প্রত্যাশা অনুযায়ী তিনি বাবার টায়ারের ব্যবসায় বসেননি। অভিনেতা হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি, যদিও তার পরিবার ও বন্ধুরা এই পেশায় ইরফানের কোনো ভবিষ্যত দেখেননি।

“কেউ চিন্তাও করেনি যে আমি অভিনেতা হতে পারবো। আমি খুবই লাজুক ও শুকনা ছিলাম। কিন্তু আমার ইচ্ছা ছিল প্রবল।”

১৯৮৪ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় স্কলারশিপ আবেদন করেন তিনি। সেখানে ভর্তির সময় থিয়েটারে অভিজ্ঞতা আছে বলে মিথ্যা তথ্য দেন তিনি।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয়েছিল ভর্তি হতে না পারলে আমার দমবন্ধ হয়ে যাবে।”

তার ভবিষ্যত স্ত্রী’র – লেখক সুতপা সিকদার – সাথে তার দেখাও হয় একটি ড্রামা স্কুলে।

স্মৃতিচারণ করতে গিয়ে তার স্ত্রী বলেন, “সে সবসময় লক্ষ্যে স্থির ছিল। সে কাজ শেষে ঘরে এসে সোজা বেডরুমে গিয়ে বই পড়া শুরু করতো। পরিবারের বাকি সদস্যরা তখন আড্ডা দিতাম।”

কর্মজীবনের নৈতিকতা

সমসময় সিনেমায় কাজ করার জন্য আগ্রহী হলেও ইরফান খানের শুরুর দিকের চরিত্রগুলো ছিল ভারতীয় টিভি সোপ অপেরার বা সিরিয়ালের।

ভারতে বহু টিভি চ্যানেল থাকায় এবং সেসব চ্যানেলের প্রতিটিতে অনেকগুলো করে ধারাবাহিক নাটক থাকার কারণে অভিনয়ের কাজ পাওয়া যেতো সহজেই, কিন্তু তা দিয়ে শিল্পির মনের খোরাক মিটতো না। এক দশক ধরে ইরফান খান জি এবং স্টার প্লাস নেটওয়ার্কে ‘মধ্যবিত্ত গৃহবধু’দের পেছনেই ছুটেছেন।

সেসময় অভিনয় ছেড়ে দেয়ার কথা ভেবেছিলেন তিনি।

ইরফান একবার বলেছিলেন, “একটি কাজের পর তারা আমাকে টাকাও দেয়নি কারণ তারা বলেছিল আমার অভিনয় খুবই খারাপ।”

বড় পর্দায় ইরফান খানের অভিষেক আরো হতাশাজনক ছিল।

মিরা নায়ারের অস্কার মনোনয়ন পাওয়া সালাম বোম্বে সিনেমায় তরুণ চরিত্র হিসেবে কাজ করলেও শেষপর্যন্ত তার চরিত্রটি মূল সিনেমায় জায়গাই পায়নি।

বড় পর্দায় তারকাখ্যাতি

তার ব্রেক থ্রু আসে ব্রিটিশ ইন্ডিয়ান সিনেমা ‘দ্য ওয়ারিয়র’এর মাধ্যমে। হিমালয়ে এবং রাজস্থানে শুটিং করা হয়েছিল সিনেমাটির।

ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া ঐ সিনেমাটিতে কোনো প্রতিষ্ঠিত হলিউড অভিনেতার খরচ বহন করতে সক্ষম ছিলেন না, তাই অচেনা কোনো প্রতিভাবান অভিনেতা খুঁজছিলেন।

ঐ সিনেমাটি বাফটায় সেরা ব্রিটিশ ফিল্ম হিসেবে আলেক্সান্ডার কোরডা পুরস্কার পায়।

অস্কারের জন্য যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক তালিকার শর্টলিস্টেও আসে সিনেমাটি, তবে ব্রিটেনের দেশীয় ভাষা হিন্দি না হওয়ায় শেষপর্যন্ত শর্টলিস্ট থেকে বাদ পড়ে।

‘দ্য ওয়ারিয়র’ সমালোচকদের প্রশংসা কুড়ায়, আর এই বিষয়টিই ইরফান খানের ক্যারিয়ার তৈরিতে বড় ভূমিকা রাখে। পরের দুই দশকজুড়ে প্রতি বছরই তিনি পাঁচ থেকে ছয়টি করে সিনেমায় অভিনয় করতে থাকেন।

ড্রামা স্কুলেই ইরফানের প্রতিভাকে কদর করা মিরা নায়ারে – সাথে সম্পর্ক রাখেন ইরফান, যিনি সালাম বোম্বে সিনেমা থেকে তাকে বাদ দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৬ সালে ‘দ্য নেমসেক’ ও ২০১০ সালে ‘নিউ ইয়র্ক, আই লাভ ইউ’ তৈরি করেন তারা।

যে কারণে হলিউডও মনে রাখবে তাকে

২০০৭ সালে ইরফান খান নিউ ইয়র্কে যান তার অভিনিত মাইকেল উইন্টারবটমের ‘এ মাইটি হার্ট’ সিনেমার প্রচারে। ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়া প্রতিনিধি ড্যানিয়েল পার্লের অপহরণ ও হত্যার ঘটনা ও তদন্ত নিয়ে তৈরি করা ঐ সিনমোয় তার সহ অভিনেতা ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি।

নিউ ইয়র্কের সিনেমা হলগুলোতে ঐ সময় ইরফান খানের দু’টি সিনেমা চলছিল। নতুন রিলিজ হওয়া ‘এ মাইটি হার্ট’এর পাশাপাশি ২০০৬ এ বের হওয়া মিরা নায়ারের ‘দ্য নেমসেক’ও চলছিল কয়েকটি হলে।

এর পরের বছর বের হওয়া ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছিল তার সবচেয়ে সফল সিনেমাগুলোর একটি। ঐ সিনেমোর সাফল্য ইরফান খানকে হলিউডে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রে তিনি একজন ম্যানেজার ও একজন এজেন্ট নিয়োগ দেন।

এরপর কিছুদিনের মধ্যেই ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান (২০১২)’, ‘ইনফার্নো (২০১৬)’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড (২০১৫)’-এর মত সিনেমায় অভিনয় করেন ইরফান খান।

জুরাসিক ওয়ার্ল্ডের প্রচারণার সময় সাংবাদিকদের একটি ঘটনা বলেছিলেন ইরফান খান।

১৯৯৩ সালে জুরাসিক পার্ক সিরিজের প্রথম সিনেমাটি যখন বের হয়, তখন তিনি বোম্বের (বর্তমান মুম্বাই) টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। সেসময় টিকিট কেটে ঐ সিনেমা দেখতে যাওয়ার সামর্থ্য ছিল না তার। ২২ বছর পর তিনি ঐ সিরিজেরই এক সিনেমায় অভিনয় করেন, যেটি বিশ্বব্যাপী ১৭০ কোটি ডলারের ব্যবসা করে।

হঠাৎ করেই ইরফান খান হলিউডে অভিনয় করা সবচেয়ে জনপ্রিয় ভারতীয় অভিনেতা হয়ে যান।

তবে অ্যাং লি’র ‘লাইফ অব পাই (২০১২)’ – এর মত বিখ্যাত সিনেমায় অভিনয় করলেও ইরফান খানকে বেশ কয়েকবার সিদ্ধান্ত নিতে হয়েছে যে তিনি হলিউডের সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করবেন নাকি বলিউডের সিনেমায় মূল চরিত্রে অভিনয় করবেন।

মূলত স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার পর এই সমস্যা শুরু হয় ইরফানের।

তবে শুধু শীর্ষ পর্যায়ে নয়, হলিউডে ছোটোখাটো সিনেমাও করেছেন ইরফান। ২০১৮ সালে অ্যামেরিকান ইন্ডি সিনেমা ‘পাজল’-এ কেলি ম্যাকডোনাল্ডের সাথে অভিনয় করেন তিনি।

ইসলামের সাথে সম্পর্ক

সিনেমার যেসব চরিত্রের সাথে ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয়ের নিবিড় সংযোগ রয়েছে, সেসব চরিত্রে কাজ করতেন না ইরফান খান – যেমন দীপা মেহতার ‘মিডনাইট’স চিলড্রেন’ এবং মিরা নায়ারের ‘রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট।’

নিউ ইয়র্কে ৯/১১’-র হামলা হওয়ার পর দু’বার তাকে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে আটক করা হয়, কারণ তার নামের সাথে একজন সন্দেহভাজন হামলাকারীর নামের সাদৃশ ছিল।

একসময় পারিবারিক নাম ‘খান’ও বাদ দিতে চেয়েছিলেন তিনি।

শিয়া ধর্মের উৎসব মহররমের সময় পশু কোরবানির সমালোচনা করে ইসলামিক নেতাদের রোষানলেও পড়েন একসময়।

তিনি বলেছিলেন, “আমরা এসব রীতি পালন করি এর পেছনের অর্থ না জেনেই।”

অসুস্থতা

২০১৮ সালে তার দেহে নিউরোএন্ডোক্রাইন টিউমার শনাক্ত হয় – যা রক্তে হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে।

তার অসুস্থতার জন্য লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি এবং তার ফলোয়ারদের জন্য ইনস্টাগ্রামে একটি কবিতা পোস্ট করেছিলেন – যেখানে ইঙ্গিত দিয়েছিলেন যে তার অসুস্থতার সাথে মানিয়ে নিতে তার ধর্ম বড় একটা ভূমিকা পালন করেছে।

২০১৮ সালে – ইরফান খান যখন বিশ্বের সামনে তার প্রতিভা তুলে ধরতে শুরু করেছেন কেবল – তখনই জানা যায় যে তিনি নিউরোএন্ডোক্রনিক টিউমারের রোগী।

দুই বছর ক্যান্সার চিকিৎসা চালানোর মধ্যেই ‘আংরেজি মিডিয়াম (২০২০)’ সিনেমার কাজ শেষ করেন তিনি।

ভবিষ্যতে তার আরো অগণিত চরিত্রে অভিনয় করার সম্ভাবনা ছিল, কিন্তু সৌভাগ্যবশত তিনি তার ভক্তদের দেখার জন্য তার শিল্পকর্মের বিশাল রত্নসম্ভার রেখে গেছেন।

The post ইরফান খান: বলিউডের যেই অভিনেতাকে হলিউডও মনে রাখবে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3f3KBdD

Wednesday, April 29, 2020

বাংলাদেশে ২০ লাখ গার্মেন্ট শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে https://ift.tt/eA8V8J

অর্ডার কমিয়ে দেয়ার ফলে বাংলাদেশে প্রায় ২০ লাখ গার্মেন্ট শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে। লকডাউনের কারণে সারা বিশ্বের হাইস্ট্রিট ফ্যাশন এম্পোরিয়ামগুলোর দরজা বন্ধ। কিন্তু গ্লাস আর স্টিলে তৈরি এসব শপিং মলগুলো থেকে হাজার হাজার মাইল দূরে এর শিকারে পরিণত হচ্ছেন যারা, তাদের কথা ভুলেই যাওয়া হয়েছে। অনলাইন বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

যেসব শ্রমিক এমন অবস্থার শিকার তার মধ্যে অন্যতম সাবিনা আকতার। ইউরোপের মার্কেটে বাংলাদেশে তৈরি শার্ট সরবরাহ দেয় ঢাকার বাইরে এমন একটি গার্মেন্ট কারখানায় কাজ করেন তিনি। কয়েকদিন আগে তার বস ঘোষণা দেন যে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ইউরোপের ক্রেতারা অর্ডার বাতিল করেছে। ফলে তার পক্ষে আর কারখানা চালু রাখা সম্ভব হবে না।

এমন অবস্থার শিকারে পড়া সাবিনা বলেন, জানি না কিভাবে বেঁচে থাকবো। আমি চাকরি হারিয়েছি। জানি না, কি দিয়ে খাবার কিনবো।

একই অবস্থার শিকারে পরিণত হয়েছেন আনিসা বেগম। ঢাকার উপকণ্ঠে পরিবারের সাত সদস্যকে নিয়ে বসবাস করেন তিনি। আনিসা বলেছেন, তার স্বামী ও তিনি দিনে একবেলা খাবার খেয়ে বাঁচতে পারবেন। কিন্তু বাচ্চারা তো তা পারবে না। তার ভাষায়, যদি আমাদেরকে বাঁচাতে সরকার এগিয়ে না আসে, তাহলে বাঁচার কোনোই পথ নেই।
খালেদা পারভীন নামে এক শ্রমিক বলেছেন, তার কারখানার মালিক কোনো সতর্কতা নোটিশ না দিয়েই লে-অফ করে দিয়েছেন। তার ভাষায়, ছুটি থাকায় আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম। ৫ই এপ্রিল কারখানা খোলার কথা ছিল। সেদিন কাজে যাওয়ার পর দেখি কেউ একজন একটি সাইনবোর্ড ঝুঁলিয়ে দিয়েছে। তাতে বলা হয়েছে, সব কর্মীকে লে-অফ দেয়া হয়েছে।

চীনের পরই বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাকের রপ্তানিকারক বাংলাদেশ। এ ব্যবসা খুব বেশি নির্ভরশীল ইউরোপ ও আমেরিকার অর্ডারের ওপর। বাংলাদেশ রপ্তানি খাত থেকে যে রাজস্ব আয় করে তার শতকরা ৮৩ ভাগই আসে গার্মেন্ট শিল্প থেকে। বছরে এর মোট পরিমাণ ৩২০০ কোটি ডলারের বেশি। এই শিল্পে কর্মরত কমপক্ষে ৪০ লাখ শ্রমিক। তার মধ্যে বেশির ভাগই নারী। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিশাল অংশে দোকানপাট বন্ধ থাকায় বৈশি^ক খুচরা বিক্রেতা ব্রান্ডগুলো ভীতশঙ্কিত এবং তারা কমপক্ষে ৩০০ কোটি ডলার মূল্যের বেশি অর্ডার বাতিল করেছে।

শ্রমিকদের বেতন দেয়ার জন্য বাংলাদেশ সরকার ৫৮ কোটি ৮০ লাখ ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই অর্থ শতকরা ২ ভাগ হার সুদে ঋণ হিসেবে পাবেন কারখানা মালিকরা। এই অর্থ শ্রমিকদের মধ্যে ভাগ করে দেয়া হলে তা দিয়ে শুধু এক মাসের বেতন দেয়া যাবে। যদি কারখানা বন্ধই থাকে তাহলে আনিসা, খালেদা ও সাবিনারা জানেন তাদের জন্য কোনো সামাজিক নিরাপত্তা থাকবে না।

পশ্চিমা পোশাকের কিছু ব্রান্ডের মনোভাবের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। কোন রকম আর্থিক বা নৈতিক দায়িত্ব ছাড়াই অর্ডার বাতিল করার জন্য খুচরা ক্রেতাদের সমালোচনা করেছে তারা। এমনকি তাদের জন্য অনেক শ্রমিক পোশাক তৈরির কাজ শেষ করেছে।  ক্রমবর্ধমান সমালোচনা ও চাপের পরে এইচঅ্যান্ডএম এবং জারা’র মালিকানাধীন ইন্ডিটেক্সের মতো কিছু ব্রান্ড পোশাক প্রস্তুতকারকদের বর্তমান অর্ডারের পূর্ণাঙ্গ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সেন্টার ফর গ্লোবাল ওয়ার্কার্স রাইটসের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, অর্ডার বাতিল করা এই ব্যবসা এবং কর্মীদের ওপর ভয়াবহ এক প্রভাব ফেলবে। ওই জরিপে বলা হয়েছে, যখন অর্ডার বাতিল করা হয়, তখন সরবরাহকারীরা তার মধ্যেই যেসব কাঁচামাল কিনে ফেলেছেন তার মূল্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন শতকরা ৭২.১ ভাগ ক্রেতা। আবার ‘কাট-মেক-ট্রিম’-এর দাম অথবা উৎপাদন খরচ দিতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেতাদের শতকরা ৯১.৩ ভাগ। ফল হিসেবে জরিপে অংশ নেয়া কারখানাগুলোর শতকরা ৫৮ ভাগ হয়তো পুরোপুরি না হয় বেশির ভাগ কর্মকান্ড বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) প্রেসিডেন্ট রুবানা হক সতর্ক করেছেন যে, এসব কারণে কমপক্ষে ২০ লাখ গার্মেন্ট শ্রমিক কাজ হারাতে পারেন। কোনো ক্রেতাই এখন শার্ট বা ট্রাউজার কিনছেন না। ক্রেতারা এখন করোনা ভাইরাস মহামারিতে তাদের খাদ্য ও ওষুধ খাতেই খরচ বৃদ্ধির দিকে মনোযোগী হয়েছেন।

২০১৩ সালে রানা প্লাজা ট্রাজেডিতে মারা যান কমপক্ষে ১০০০ শ্রমিক।  এর পর গার্মেন্ট শিল্পে নিরাপত্তার মান উন্নয়নে বৈশি^ক প্রচেষ্টা সফল হয়। একই সঙ্গে সাপ্লাই চেইন আরো বেশি স্বচ্ছ হয়। বার্ষিক ২.৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ড রাজস্ব আয় করে বৈশি^ক ফ্যাশন ইন্ডাস্ট্রি। পক্ষান্তরে গড়ে বাংলাদেশে একজন শ্রমিক মাসে ১০০ ডলারের কিছু বেশি অর্থ উপার্জন করেন। এসব ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরো অনেক কিছু করার বাকি এখনও। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এরই মধ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। তারা খুচরা বিক্রেতা, কারখানা মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে। চেষ্টা করবে বর্তমান সঙ্কট সমাধানে একটি পন্থা বের করতে।   

ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (আইটিইউসি) শারণ বারো এক বিবৃতিতে বলেছেন, ব্যবসা অব্যাহত রাখার সুবিধা হলো কাজ, আয় ও সামাজিক সুরক্ষা। এই বিবৃতিতে একটি জরুরি তহবিলের আহ্বান জানানো হচ্ছে। আমাদের দরিদ্র দেশগুলোতে গার্মেন্ট শিল্প টিকে থাকার জন্য শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আহ্বান জানাই।

এ আহ্বানে প্রতিশ্রুতি দিয়েছে ইন্ডিটেক্স ও এইচঅ্যান্ডএম। জারা মালিকানাধীন ইন্ডিটেক্স এক বিবৃতিতে বলেছে, মূল শর্ত অনুযায়ী আমরা আমাদের সরবরাহকারীদের প্রতি দায়বদ্ধতা পুরোপুরি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অর্ডারের যেসব পণ্য তৈরি করা হয়ে গেছে অথবা বর্তমানে প্রডাকশনে আছে তার পূর্ণাঙ্গ অর্থ পরিশোধ করা হবে।

এইচঅ্যান্ডএম বলেছে, সব দেশে গার্মেন্ট প্রস্তুতকারক ও সরবরাহকারীদের প্রতি প্রতিশ্রুতির প্রতি অটল থাকবে তারা। যদি যৌক্তিক সময়সীমার মধ্যে উৎপাদিত গার্মেন্ট সরবরাহ করা হয় তাহলে তারা উৎপাদিত এবং উৎপাদনে আছে, এমন পোশাক সরবরাহ নেবে।

কিন্তু সময় এবং গতি এ দুটি বিষয় বাংলাদেশী মালিকদের জন্য খুব জরুরি বিষয়। মিসামি গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিরণ আলি। ১৯৯১ সালে যাত্রা শুরুর পর তার কারখানায় তৈরি হয় এইচঅ্যান্ডএমের পোশাক। তিনি বলেন, আমরা ভয়াবহ আর্থিক সঙ্কটের মুখোমুখি। সুনির্দিষ্ট এক ধ্বংসের মুখোমুখি আমরা। তার কারখানায় কাজ করেন প্রায় ১৬,০০০ শ্রমিক। তিনি শিগগিরই চালু করতে চান। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হবে। কারণ, শ্রমিকরা সাধারণত দলবদ্ধ হয়ে, কাছাকাছি বসে কাজ করেন।

২৬ শে মার্চ থেকে লকডাউনের অধীনে রয়েছে বাংলাদেশ। গণপরিবহন চলাচল ও ব্যবসা বন্ধ রয়েছে। ২৮ শে এপ্রিল মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৬২। মারা গেছেন ১৫৫ জন। লকডাউন থেকে ছাড় দেয়া হয়েছে গার্মেন্ট শিল্পকে। তবে কিছু কারখানা পিপিই তৈরির জন্য খোলা ছিল। এখন দেখা যাচ্ছে, প্রায় দুই লাখ গার্মেন্ট কর্মী কাজে ফিরেছেন। তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। একই সঙ্গে হাইজিন সচেতন থাকতে বলা হয়েছে।

কিন্তু শ্রমিকরা বলছেন, কিছু কারখানায় এই আহ্বান তোয়াক্কাই করা হয় না। একজন শ্রমিক বলেছেন, প্রতিদিন কাজে যাচ্ছি। কিন্তু ভীতি শঙ্কার মধ্যে রয়েছি। আমার কারখানায়, ছোট্ট একটি স্থানে আমাদের অনেকজনকে কাজ করতে হয়। এ জন্য সেখানে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি। ফলে আমার জীবন নিয়ে শঙ্কায় আছি।

The post বাংলাদেশে ২০ লাখ গার্মেন্ট শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WfxRs5

আশাশুনি সদর ইউনিয়নে ভ্রাম্যমান বাজার উদ্বোধন https://ift.tt/eA8V8J

আশাশুনি উপজেলা সদর ইউনিয়নে ভ্রাম্যমাণ বাজারে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে এ বাজারের উদ্বোধন করা হয়। আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন এর সার্বিক ব্যবস্থাপনায় আশাশুনি উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর আলিফ রেজা ভ্রাম্যমান বাজার উদ্বোধন করেন। বাজার উদ্বোধনকালে তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে আশাশুনি সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষ যাহাতে শাকসবজি কাঁচামালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বাড়িতে থেকে ক্রয় করতে পারে তার জন্য এই ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন বাড়িতে থাকুন সুস্থ থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং সরকারি নির্দেশ মেনে চলুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার ইউনিয়ন কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম ও ইউপি সদস্য বৃন্দ।

আব্দুস সামাদ বাচ্চু,আশাশুনি সংবাদদাতাঃ

The post আশাশুনি সদর ইউনিয়নে ভ্রাম্যমান বাজার উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2W8WRB2

টার্নিং পয়েন্ট মে, আমরা কি বেশি ঝুঁকি নিচ্ছি? https://ift.tt/eA8V8J

উহান থেকে রোম। লন্ডন, নিউ ইয়র্ক, মৃত্যুর মিছিল সর্বত্র। সবকিছু ছাপিয়ে মানুষের অসহায়ত্ব। অসহায় চিকিৎসা বিজ্ঞানও। বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ প্রশ্ন সর্বত্র। অঘোষিত লকডাউন এরইমধ্যে কিছুটা শিথিল করা হয়েছে।
মোটাদাগে বেশ কয়েকটি দৃশ্যপট এখানে পরিষ্কার। সব ঠিক আছে পার্টি আগের মতোই তৎপর। অনলাইন বা টিভি পর্দায় তাই বলা হচ্ছে।

রাস্তায় মানুষের ভিড়। পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। জীবন আর জীবিকার লড়াইয়ে তারা অসহায়। করোনার জন্য হটস্পট হিসেবে চিহ্নিত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরেই আবার পোশাক কারখানার বড় একটি অংশ। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা একের পর এক আক্রান্ত হচ্ছেন। চারশ’র বেশি চিকিৎসক এরই মধ্যে আক্রান্ত। অন্যদিকে, হাসপাতালগুলোতে মানুষ চিকিৎসা পাচ্ছেন না এ সত্য অনেকটাই পরিষ্কার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য বেশ শেয়ার হচ্ছে। যার মূল কথা অনেকটা এরকম- আপনি চাইলেই করোনা টেস্ট করতে পারবেন না। আর করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকলে কোন হাসপাতাল আপনাকে ভর্তি নিবে না। অ্যাম্বুলেন্সে, অ্যাম্বুলেন্সেই আপনার জীবন শেষ হয়ে যেতে পারে।
নিষ্ঠুর এপ্রিল প্রায় শেষ। এ মাসে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। বুধবারই রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৪১ জন। এসময়ে মারা গেছেন আট জন।
এখন প্রশ্ন হচ্ছে কেমন যাবে মে মাস? আরো বেশি নিষ্ঠুর? সম্প্রতি এক আন্তমন্ত্রণালয় সভায় বিশেষজ্ঞদের একটি প্রক্ষেপণ তুলে ধরা হয়। প্রক্ষেপণের প্রথমটি রক্ষণশীল। এ প্রক্ষেপণ অনুযায়ী, আগামী ৩১শে মে পর্যন্ত ৪৮ থেকে ৫০ হাজার মানুষ আক্রান্ত হতে পারেন। আর মারা যেতে পারেন ৮০০ থেকে এক হাজার মানুষ। আরেকটি প্রক্ষেপণ অনুযায়ী, এই আক্রান্তের সংখ্যা হতে পারে প্রায় এক লাখ।
এই যখন অবস্থা তখন পরিস্থিতি আমরা কি দেখছি। এটা সত্য বহু মানুষ ক্ষুধায় কাতর। সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণ সত্ত্বেও। এসব মানুষ বাধ্য হয়েই রাস্তায় আসছে। পোশাক কারখানা খুলে দেয়ার কারণে অনেককে বেরুতে হচ্ছে। কিন্তু এরবাইরেও বহু মানুষ বের হচ্ছেন। বাজারে ভিড় কিছুতেই কমছে না। সামাজিক দূরত্বের বালাই নেই বললেই চলে। উল্টো রেস্টুরেন্টগুলোকে অনুমতি দেয়া হয়েছে ইফতারি বিক্রির। যেন এক বছর রেস্টুরেন্টের ইফতার না খেলে জীবন চলবে না। লকডাউনের কথা বলা হলেও একজেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করা যায়নি। নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে বিভিন্ন জেলায় লোকজন যাওয়ায় কারণেই করোনা আরো ছড়াচ্ছে তা অনেকটাই পরিষ্কার। মানুষের মধ্যে একধরনের গাছাড়া দেয়া ভাব।
মুখে যাই বলি না কেন আমাদের অর্থনীতির জনভিত্তি কতটা তা পরিষ্কার হয়ে গেছে। পেটে খাবার না থাকলে মানুষ কিছুই মানবে না এটা সত্য। কিন্তু এই পরিস্থিতিতেও মানুষের জীবনই সবচেয়ে গুরুত্ব দেয়া উচিত। সাবধান হওয়া দরকার মানুষের নিজেরই। কারণ হাসপাতালে গেলে কী ধরনের চিকিৎসা পাবেন তা যদি আপনি এখন না বুঝেন কোনোদিনও বুঝবেন না। স্বাস্থ্যমন্ত্রী বারবার টেস্ট এবং টেস্টের কথা বললেও বাস্তব পরিস্থিতি সবারই জানা। বহুমানুষ এখনো চেষ্টা করে টেস্ট করাতে পারছেন না। অনেককে স্যাম্পল দেয়ার পর কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় ফল পাওয়ার জন্য। এই পরিস্থিতিতেও বিশেষজ্ঞরা বলছেন, টেস্টের সংখ্যা বাড়ানো উচিত আরো কয়েকগুণ। রোগীদের চিহ্নিত আর আলাদা করা প্রয়োজন। সূচক নিম্নমুখী না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতে নেয়া প্রয়োজন কঠোর পদক্ষেপ। সিদ্ধান্ত নেয়া উচিত আরো সতর্কভাবে। আমরা যেন বেশি ঝুঁকি না নেই। জীবনতো একটাই।

The post টার্নিং পয়েন্ট মে, আমরা কি বেশি ঝুঁকি নিচ্ছি? appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aN8piQ

নড়াইলের করোনা আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি!! https://ift.tt/eA8V8J

নড়াইলে করোনা আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি। জেলায় মোট ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এর মধ্যে সদর ও লোহাগড়া সাস্থ্য কমপ্লে*ক্সের ৬জন চিকিৎসক, ১জন উপ-সহকারি চিকিৎসক ও ২ জন সাস্থ্য বিভাগের কর্মচারী রয়েছে। বাকি ৪ জন সাস্থ্য বিভাগের বাইরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের আক্রান্তের সবার ৫ দিনে করোনা উপসর্গ পরিলক্ষিত হয়নি। স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-কর্মচারিদের রুটিন চেকআপ করার সময় করোনা পজিটিভ ধরা পড়ে। নড়াইলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে করোনা রিপোর্টের গুণগতমান ঠিক আছে কিনা !

জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার সুজন নামে এক যুবকের করোনা নমুনা খুলনা মেডিকেল কলেজে পাঠানো হলে প্রথম ১৩এপ্রিল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এরপর ২২ এপ্রিল যশোর প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো করোনা নমুনা রিপোর্টে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে*ক্সের ৩ চিকিৎসক, ১ উপ-সহকারি চিকিৎসক এবং ১ টিকাদান কর্মীর পজিটিভ আসে।

২৫ এপ্রিল লোহাগড়া স্বাস্থ্য কমপ্লে*ক্সের দন্ত বিভাগের ১ ডেন্টাল টেকনোলজিষ্ট এবং ২৬ এপ্রিল জেলা প্রশাসকের গোপনীয় সহকারি এবং লোহাগড়া উপজেলায় ২জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

সর্বশেষ ২৭ এপ্রিল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এক চিকিৎসক ও অ*জ্ঞানের চিকিৎসকের করোনা নমুনা পজিটিভ এসেছে।

নড়াইলের সিভিল সা*র্জন ডাঃ আব্দুল মোমেনের সাথে করোনা রিপোর্টের বিভিন্ন বিষয় নিয়ে ফোনে কথা হলে তিনি জানান, প্রথমাবস্থায় ঢাকা আইইডিসিআর, পরে খুলনা মেডিকেল হাসপাতাল এবং সর্বশেষ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি জানান, ঢাকা আইইডিসিআর কর্তৃপক্ষ প্রথমাবস্থায় দেশের বিভিন্ন জায়গায় করোনা পরীক্ষা হলে এর কোয়ালিটি নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। নড়াইলে কারো কারো করোনা উপসর্গ না থাকলেও পজিটিভ রিপোর্ট এসেছে। তবে এখন অনেকেই কোনো উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হচ্ছেন। তারপরও নড়াইলের করোনা রিপোর্টের গুণগত মান নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে কথা বলেছি।

তিনি আরও বলেন, নড়াইলে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি সৈয়দ সুজন ইতি মধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা মোটামুটি ভালো আছেন। তারা নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:

The post নড়াইলের করোনা আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি!! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2yX4eU6

করোনা রোধে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার উদ্যোগ https://ift.tt/eA8V8J

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বাজার থেকে পুরনো টাকা তুলে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছেড়ে বাজার থেকে পুরনো টাকা তুলে নেয়া হবে। এর পরও নগদ টাকার প্রয়োজন হলে আরো ৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে বাজার থেকে ব্যবহূত পুরনো নোটগুলো তুলে নেয়া দরকার। সবদিক বিবেচনা করেই নতুন নোট ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে। যদিও এবারের ঈদুল ফিতরে নতুন টাকার চাহিদা কম থাকবে।

সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ৬০ হাজার কোটি ইউয়ান মূল্যমানের কাগুজে নোট পুড়িয়ে ফেলেছিল চীন। পৃথিবীর অনেক দেশই চীনের পথ অনুসরণ করেছে।

বাজারে নতুন নোট ছেড়ে ব্যবহূত নোট তুলে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও। এবার বাংলাদেশ ব্যাংকও এ তালিকায় যুক্ত হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে টাকা ছাপানো ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ। বিভাগটির তথ্যমতে, আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংকের হাতে ১ হাজার টাকার বিপুল পরিমাণ নোট মজুদ ছিল। ফলে নতুন করে ১ হাজার টাকার নোট ছাপানো হচ্ছে না। এবার সবচেয়ে বেশি ছাপানো হবে ৫০০, ২০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোট। এর মধ্যে ৫০০ টাকার নোট ছাপানো হচ্ছে ৩৭ কোটি। এ হিসাবে সাড়ে ১৮ হাজার কোটি টাকা মূল্যমানের ৫০০ টাকার নোট ছাপানো হবে। মুজিব বর্ষ উপলক্ষে চালু করা ২০০ টাকার নোট ছাপানো হচ্ছে ২০ কোটি। এছাড়া ৩৫ কোটি নোট ছাপানো হচ্ছে ১০০ টাকার। তবে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ছাপানো হচ্ছে ৫০, ২০ ও ১০ টাকার নোট।

ব্যাংকাররা বলেন, করোনা কাগুজে নোটের মাধ্যমে গণহারে ছড়ানোর বিষয়টি প্রমাণিত নয়। তার পরও সতর্কতা হিসেবে বিশ্বের অনেক দেশই বাজার থেকে পুরনো নোট তুলে নিয়ে নতুন নোট ছাড়ছে। বাংলাদেশ ব্যাংকও সেই পথে হাটছে। এটা ভালো উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা মূল্যের কাগুজে নোট প্রচলিত রয়েছে। স্বাভাবিক সময়ে কাগুজে নোটের চাহিদা ১ লাখ ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকায় সীমাবদ্ধ থাকে। তবে করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে ফেব্রুয়ারির শুরু থেকেই নগদ টাকা তুলতে ব্যাংকে বাড়তে থাকে গ্রাহকদের ভিড়। মার্চ থেকে গ্রাহকদের এ ভিড় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বিপরীতে ব্যাংকে টাকা জমা দেয়ার প্রবণতা কমেছে প্রায় ৯০ শতাংশ। ব্যাংকগুলোকে চাহিদা অনুযায়ী নগদ টাকা সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককেও।

করোনা ভাইরাসে সৃষ্ট বিপর্যয় থেকে উত্তরণে কৃষক, ছোট-বড় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। স্বল্প সুদে ঋণ হিসেবে এসব প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ৩৮ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। সে হিসাবে অর্থনীতিতে এই ৩৮ হাজার কোটি টাকা নতুন করে যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ডিমান্ড-সাপ্লাই নীতি অনুসরণ করে কেন্দ্রীয় ব্যাংক সারা বছরই বাজারে নোট সরবরাহ করে। প্রতি ঈদের আগেই বাজারে নতুন টাকা ছাড়া হয়। তবে এবারের ঈদের পরিস্থিতি সম্পূর্ণ ব্যতিক্রম। করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগ ও অন্য সবদিক পর্যালোচনা করেই বাজারে নতুন নোট ছাড়া হবে। তিনি বলেন, গত ঈদেও বাংলাদেশ ব্যাংক প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট ছেড়েছিল। এবার এর পরিমাণ ২৫ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। তবে পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রস্তুতি আমাদের রয়েছে।

The post করোনা রোধে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার উদ্যোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bL9cC5

করোনা চিকিৎসায় কার্যকর ওষুধ পাওয়া গেছে? https://ift.tt/eA8V8J

অপেক্ষায় সারা দুনিয়া। বিজ্ঞানীদের দিনরাত প্রচেষ্টা। করোনা ভাইরাসের কাছ থেকে কীভাবে বাঁচা যায়। বিশ্বের দেশে দেশে ল্যাবরেটরিতে পরীক্ষা চলছে করোনা ভাইরাসের ওষুধ নিয়ে। অবশেষে যুক্তরাষ্ট্র থেকে সুখবর এসেছে। যদিও বিস্তারিত রিপোর্ট পাওয়া যায়নি। এ ব্যাপারে  কোন অকাট্য দলিলও হাজির করা হয়নি। তবে বিবিসির স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জেমস গ্যালাহার লিখছেন, ঔষধটি “হয়তো” পাওয়া গেছে।

এ নিয়ে বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে, আমেরিকান সরকারের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলছেন করোনাভাইরাসের পরীক্ষমূলক চিকিৎসায় ট্রায়াল রান দিয়ে অর্থাৎ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে প্রাথমিক যে ফলাফল পাওয়া গেছে তাতে তিনি আশাবাদী। জিলেড নামের একটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের উৎপাদিত ওষুধ রেমডিসিভির নিয়ে এক বিবৃতি দিয়েছে, তবে কোন তথ্য-প্রমাণ দেয়নি। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যালার্জি এ্যান্ড ইনফেকশাস ডিজিজেস – এর চালানো এক পরীক্ষা বা ট্রায়াল রানের পর “ইতিবাচক উপাত্ত” পাওয়া গেছে, এবং তাদের এই পরীক্ষা তাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করতে পেরেছে। রেমডিসিভির হচ্ছে একটি অ্যান্টি ভাইরাল ওষুধ যা ইবোলা রোগের চিকিৎসার জন্য তৈরি হয়েছিল। বিবিসির জেমস গ্যালাহার এই বিবৃতি ব্যাখ্যা করে বলছেন, কঠিন মেডিক্যাল শব্দ বাদ দিয়ে সোজা কথায় বলা যায়, জিলেড জানাচ্ছে যে রেমডিসিভিরে কাজ হয়। তবে আমরা যা জানি না, তা হলো কতটা ভালোভাবে এটা কাজ করে এ্বং তাদের তথ্য প্রমাণ কতটা জোরালো।
তবে কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে যে রেমডিসিভির যত আগে আগে দেয়া যায় ততই কার্যকর। জিলেড বলছে, “আগেভাগেই চিকিৎসা দেয়া হয়েছে এমন শতকরা ৬২ ভাগ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া সম্ভব হয়েছে। আর যেসব রোগীকে দেরিতে দেয়া হয়েছে তাদের শতকরা ৪৯ ভাগ হাসপাতাল ত্যাগ করেছে।
অবশ্য এ ঘোষণার আগে বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট চীনে রেমডিসেভিরের একটি পরীক্ষার ফল উদ্ধৃত করে জানায় যে এতে কাজ হয় নি – তবে এ জরিপ সম্পূর্ণ হয় নি কারণ তখন যথেষ্ট রোগী ছিল না।
জেমস গ্যালাহার বলছেন, নিশ্চিতভাবে জানতে হলে আমাদের যুক্তরাষ্ট্র থেকে পূর্ণাঙ্গ উপাত্ত পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিনান্সিয়াল টাইমস জানাচ্ছে, বুধবার এ খবর বেরুনোর পর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘ইতিবাচক’ বলে এর প্রশংসা করার পর জিলেডের শেয়ারের দাম ৬ শতাংশেরও বেশি বেড়ে যায়।
আমেরিকার করোনাভাইরাস টাস্ক ফোর্সের ডাক্তার এ্যান্থনি ফাউচি বলেন, প্রাথমিক ফল খুবই আশাব্যঞ্জক।

The post করোনা চিকিৎসায় কার্যকর ওষুধ পাওয়া গেছে? appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YfMONj

অভিনেতা ঋষি কাপুরও চলে গেলেন https://ift.tt/eA8V8J

বলিউডের প্রতিভাময় অভিনেতা ইরফান খানের মৃত্যুর একদিনের মধ্যেই চলে গেলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা। বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে অভিনেতা অমিতাভ বচ্চন ও কোমল নাহাতা টুইটারে ঋষি কাপুরের মৃত্যুর খবর জানিয়ে টুইট করেছেন। সংবাদমাধ্যমকে তাঁর বড় ভাই অভিনেতা  রণধীর কপুর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এই খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
গত  বুধবারই ঋষি কাপুরকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিনেতাকে রাখা হয়েছিল আইসিসিইউতে ।  অভিনেতার সঙ্গে হাসপাতালে ছিলেন স্ত্রী নীতু কাপুর।  বুধবারই রণধীর কাপুর জানিয়েছিলেন, হ্যাঁ, ঋষির হাসপাতালে ভর্তি হওয়ার খবর সত্যি। ও ভালো নেই। তবে ঋষি কাপুরের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা কাপুর পরিবারের তরফে প্রথমে কিছু স্পষ্টভাবে জানানো হয়নি।

গত ফ্রেব্রুয়ারি মাসেও ঋষি কাপুর দিল্লিতে বোনের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। ফুসফুসের সংক্রমণ নিয়ে সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা  হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠেছিলেন।  অবশ্য ঋষি অনেকদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন । ২০১৯-এর সেপ্টেম্বর মাসে তিনি স্ত্রী নীতু কাপুরের সঙ্গে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছিলেন। তবে এরপর থেকে মাঝেমাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে পরিবার সুত্রে জানা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় ঋষি কাপুরকে গত ২ এপ্রিলের পর আর কোনও পোস্ট করতে দেখা যায় নি। কাপুর পরিবারের ধারাবাহিকতায় শিশু বয়সেই ঋষি কাপুর অভিনয় শুরু করেছিলেন। পিতা রাজ জকাপুরের ’মেরা নাম জোকার ’ ছবিতে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করে ঋষি কাপুর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পিতার আরও একটি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তাঁকে দেখা গিয়েছিল।  তিনি ছিলেন একাধারে অভিনেতা  পরিচালক ও প্রযোজকও। ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর মুম্বাইতে জন্ম ঋষির। ১৯৭৩ সালে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ’ববি’ ছবিতে প্রথম তিনি নিয়মিত বলিউডের চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। স্ত্রী নীতু সিংয়ের সঙ্গেও ঋষি কাপুর ১২টি ছবিতে অভিনয় করেছিলেন। ১৯৭০ সাল থেকে ২০২০ পর্যন্ত টানা তিনি অভিনয় করে গিয়েছেন। এই সময়ের মধ্যে নায়ক হিসেবে তিনি ৫১টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ‘হাম কিসিসে কম নাহি’, ’অমর আকবর অ্যান্টনি’,সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরবর্তী সময়ে অবশ্য তিনি পার্শ্ব চরিত্রেই বেশি অভিনয় করেছেন। অভিনয়ের জন্য তিনি একাধিকবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

The post অভিনেতা ঋষি কাপুরও চলে গেলেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Sn3LBB

কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করলেন জেলা যুবলীগ নেতা মান্নান https://ift.tt/eA8V8J

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গোদা জেলার মানুষ এখন গৃহবন্দি। তাই এমন সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলা ও পৌর যুবলীগের নির্দেশে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে কর্মহীন মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে ইফতার সামগ্রী উপহার বিতরন করেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। এসময় জেলা, পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিজস্ব প্রতিনিধিঃ 

The post কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করলেন জেলা যুবলীগ নেতা মান্নান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2y2PDqs

দ্রুত ৫ লাখ করোনা টেস্টিং কিট সংগ্রহের পরামর্শ https://ift.tt/eA8V8J

কোভিড-১৯ মোকাবিলায় স্বল্প মেয়াদে পাঁচ লাখ টেস্টিং কিট সংগ্রহ করা জরুরি বলে মনে করে বাংলাদেশে করোনাভাইরোসের কমিউনিটি ট্রান্সমিশন এর পরিপ্রেক্ষিতে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) কমিটির দ্বিতীয় সভায় পাঁচটি সাব-কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই সুপারিশ করা হয়।

সুপারিশে বলা হয়, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে টেস্ট আরও বাড়ানো দরকার। যে জায়গাগুলোতে এখন পরীক্ষা করা হচ্ছে সেখানে টেস্টের পরিমাণ আরও বাড়াতে হবে এবং টেস্টের জন্য স্থানও বাড়াতে হবে; যাতে আক্রান্তরা দ্রুত শনাক্ত হন। বর্তমানে শুধু করোনার উপসর্গ নিয়ে আসাদেরই পরীক্ষা করা হচ্ছে। 

এ রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করার জন্য কমিউনিটিতে যেসব মানুষের উপসর্গ আছে, কিন্তু রোগ নির্ণয় কেন্দ্রে আসছেন না, তাদের খুঁজে বের করে টেস্ট এর আওতায় আনতে হবে।

টেকনিক্যাল কমিটির সুপারিশে বলা হয়, রেফারেন্স ল্যাবরেটরিতে প্রয়োজনীয় সংখ্যক নমুনা পাঠিয়ে প্রতিটি ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স করা জরুরি। স্যাম্পল কালেকশন, ট্রান্সপোর্টেশন স্টোরেজ যথাযথ হওয়ার জন্য জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। ল্যাবরেটরি যাতে প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকে তার ব্যবস্থা করতে হবে। টেস্ট এর কেন্দ্র সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনে উন্নয়ন সহযোগীদের সাহায্য নিতে হবে।

The post দ্রুত ৫ লাখ করোনা টেস্টিং কিট সংগ্রহের পরামর্শ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Si0K5M

সিরিয়ায় ভয়াবহ ট্যাংকার হামলায় নিহত ৪০ https://ift.tt/eA8V8J

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তেল ট্যাংকার হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত ও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) শহরটির একটি ব্যস্ত সড়কে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও তুরস্কের দাবি, এর সঙ্গে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত। ওয়াইপিজি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রশাখা বলে জানিয়েছে আঙ্কারা।

১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্ক ও অনেক পশ্চিমা দেশই তাদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে মনে করে।

সিরিয়ান কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় তেলের ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পুড়ে গেছে। এসময় ঘটনাস্থলের বেশিরভাগ মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন, অনেকেই গাড়িতে আটকা অবস্থাতেই পুড়ে গেছেন।

এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

The post সিরিয়ায় ভয়াবহ ট্যাংকার হামলায় নিহত ৪০ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VJxneC

সাগরে নিম্নচাপ, বৃষ্টি থাকবে আরো ৫দিন https://ift.tt/eA8V8J

বঙ্গোপসাগরের অদূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ তৈরি হয়েছে। ফলে বুধবার (২৯ এপ্রিল) এটা নিম্নচাপে পরিণত হতে পারে। এতে করে কয়েকদিন ধরে চলা বৃষ্টি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।  

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, নিম্নচাপটি আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসতে পারে। এর প্রভাব বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যত্র মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে তারা। ফলে সারা দেশে যে বৃষ্টি চলছে, তার স্থায়িত্ব আরও চার থেকে পাঁচ দিন বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, পাঁচ দিন ধরে যে ধরনের বৃষ্টি হচ্ছে, তা আজ বুধবারও অব্যাহত থাকতে পারে। দেশের অনেক স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে, ৭৭ মিলিমিটার। আর রাজধানীতে চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের উপকূলীয় জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি হয়েছে। আজও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

The post সাগরে নিম্নচাপ, বৃষ্টি থাকবে আরো ৫দিন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2zH8OXd

করোনাভাইরাস: খুলনায় দুস্থদের মধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে খুলনায় দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার খুলনা জেলা পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা পরিষদ ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
খুলনার ৯টি উপজেলার প্রায় ৫শ’ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টু, নির্বাহী সদস্য আবু জাফর, ফারহানা হালিম, এজাজ আহম্মেদ, জয়ন্তী রানী সরদার, ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ সময় শেখ হারুনুর রশীদ বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে যে কোন সংকট ও দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং কার্যক্রম অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

The post করোনাভাইরাস: খুলনায় দুস্থদের মধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aHCnVi

দেবহাটায় ড্রোন ব্যবহার করে আড্ডাবাজদের শনাক্ত করছে পুলিশ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার দেবহাটায় উন্নত প্রযুক্তির ড্রোন ক্যামেরা ব্যবহার করে বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঘরের বাইরে ঘোরাফেরা ও আড্ডা দিতে বের হওয়া বখাটে আড্ডাবাজদের শনাক্ত করে আইনের আওতায় আনছে পুলিশ। পাশাপাশি বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতেও সাম্প্রতিক সময়ে ড্রোন ক্যামেরার ব্যবহারে বেশ সাফল্য পেয়েছে পুলিশ বাহিনী।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় এবং দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলীর নেতৃত্বে দেবহাটা থানার পুলিশ সদস্যরা বুধবার সকাল থেকে উপজেলার গাজীরহাট বাজার এলাকায় আড্ডাবাজদের শনাক্তকরণে ড্রোন ক্যামেরার ব্যাবহার করেন। একই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি মানুষকে ঘরে ফেরাতে মহড়াও দেন পুলিশ সদস্যরা।
এসময় ড্রোন ক্যামেরার সাহায্যে বেশ কিছু আড্ডাবাজকে শনাক্তসহ জিজ্ঞাসাবাদ ও আইনের আওতায় আনে পুলিশ।
অভিযানকালে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, এসআই হানিফ, এএসআই রশিদুল আলম, ড্রোন অপারেটর সাকিব জামানসহ থানা পুলিশের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
ড্রোন ক্যামেরার ব্যাবহারের পাশাপাশি এসময় জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।
দেবহাটা থানা এলাকায় আড্ডাবাজি বন্ধের পাশাপাশি বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিয়মিত ড্রোন ক্যামেরার ব্যবহার অব্যাহত থাকবে জানান দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।

দেবহাটা ব্যুরো:

The post দেবহাটায় ড্রোন ব্যবহার করে আড্ডাবাজদের শনাক্ত করছে পুলিশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aKaWdl

কলারোয়ায় পানি থেকে কৃষকের ধান কেটে তুলে দিলো ছাত্রলীগ https://ift.tt/eA8V8J

কলারোয়ায় রোজা রেখে পানি থেকে কৃষকের ধান কেটে তুলে দিলো ছাত্রলীগ।
বুধবার (২৯এপ্রিল) সকালে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের
দারিদ্র কৃষক হাসানের ১৪ শতক জমির ধান কেটে পানি থেকে উঠিয়ে দেয়।
সাম্প্রতিক বৃষ্টিতে ফসলী মাঠে পানি জমে যায়। সেই পানির মধ্য থেকে ধান
কেটে দেয়ার কাজে সহায়তা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তাদের অনেকেই
ছিলেন রোজা। রোজা রেখেই পানি থেকে ধান কেটে রাস্তা পর্যন্ত তুলে দেয়ার
কাজে সহায়তা করায় কৃষক হাসান কৃতজ্ঞতা পোষন করেন।
জানা গেছে, ‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ’- এই শ্লোগানকে সামনে রেখে মাননীয়
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মেনে কলারোয়া উপজেলা
ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান তুহিনের তত্বাবধানে
১০ সদস্যের ছাত্রলীগের একটি দল কুশোডাঙ্গা ইউনিয়নের কৃষক হাসানের ১৪
শতাংশ জমির ধান কেটে পানি থেকে রাস্তায় উঠিয়ে দেন।
কৃষক হাসান জানান- ‘খারাপ অবস্থার মধ্যে লোকজন না পেয়ে ধানগুলো পানিতে
ভাসছিলো। ছাত্রলীগ ধান কাটবে জেনে আমি তাদেরকে বলি। তারা ১০ জন ছেলে এসে
আমার ধান কেটে আমার অনেক উপকার করলো। আমি তাদের জন্য দোয়া করি।’
এসময় উপজেলা ছাত্রলীগ নেতা তুহিনের সাথে ধান কাটায় অংশ নেন কলারোয়া
সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সিজান, টিপু, নাহিদ, কাজীরহাট কলেজ ছাত্রলীগ
নেতা দিপু, জীবন, তামজিদ, মহিনূর, হুসাইন প্রমূখ।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়ায় পানি থেকে কৃষকের ধান কেটে তুলে দিলো ছাত্রলীগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Yc9ttX

শ্যামনগরের পদ্মপুকুরে বৃদ্ধ মুক্তিযোদ্ধার হাত ভেঙে দিল প্রতিবেশী https://ift.tt/eA8V8J

ছাগলে ফসল খাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সত্তোরোর্ধ্ব মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে তারই প্রতিবেশী। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালী গ্রামে। ভাইকে উদ্ধারে এগিয়ে এসে প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে মারাত্মকভাবে আহত হয় তার ছোট ভাই মাহাবুবর রহমান শামিম। ঘটনার পর রাতে আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের আগ্নে ইয়াছিন জানায় প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছাগল বৃদ্ধ মোস্তাফিজুর রহমানের ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। এসময় উত্তেজিত হয়ে আব্দুর রাজ্জাক এবং তার দুই ছেলে আবু হাসান ও মিঠুসহ স্ত্রী আঞ্জুয়ারা বেগম ধারালো দা এবং শাবল নিয়ে মোস্তাফিজুর এর উপর হামলা করে। এক পর্যায়ে বৃদ্ধ বড় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে মাহাবুবর রহমান শামিমের মাথায় দায়ের কোপ বসিয়ে দেয় হামলাকারীরা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। পত্রদূত রিপোর্ট:

The post শ্যামনগরের পদ্মপুকুরে বৃদ্ধ মুক্তিযোদ্ধার হাত ভেঙে দিল প্রতিবেশী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bMkHZT

১৭৩ টি নেগেটিভ: সাতক্ষীরায় গরুর গাড়ির গতিতে আসে করোনা টেস্টের রিপোর্ট! https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা জেলা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ৩১৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট এসেছে ১৭৩টি। সবগুলোর রিপোর্টই নেগেটিভ। তবে প্রতিদিন যেসব নমুনা পাঠানো হয় তার রিপোর্ট আসে কয়েকদিন পরে এবং প্রথম থেকে বিপুল পরিমান টেস্টের রিপোর্ট পেইন্ডিং থেকে গেছে। রিপোর্ট আসার এই ধীর গতিকে অনেকে গরুর গাড়ির গতির সাথে তুলনা করেছেন।
এদিকে সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৫৪২ জনকে। এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালের আসোলেশনে রয়েছে ১ জন ও যুব উন্নয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরো ৭ জন। অনলাইন ডেস্ক:

The post ১৭৩ টি নেগেটিভ: সাতক্ষীরায় গরুর গাড়ির গতিতে আসে করোনা টেস্টের রিপোর্ট! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35gZ29V

সাতক্ষীরার চৌবাড়িয়ায় মৃত ভ্যানচালকের বাড়ি লক ডাউন, নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়ায় মৃত্যুবরণকারী ভ্যান চালক খায়রুল ইসলামের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা। ইতিমধ্যে সাতক্ষীরা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে তার স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। তবে, দেরীতে মৃত্যুর খবর পাওয়ায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার ।
মৃত ব্যক্তির ছেলে আবু বক্কর সিদ্দিক জানান, তার পিতার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তবে, তার সর্দি ও কাশি দীর্ঘদিনের রোগ। অনলাইন ডেস্ক:

The post সাতক্ষীরার চৌবাড়িয়ায় মৃত ভ্যানচালকের বাড়ি লক ডাউন, নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YhDbxp

নিম্নআয়ের কর্মহীনদের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

    খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় আজ (বুধবার) সকালে খুলনার যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চারশত নিম্নআয়ের কর্মহীনদের মাঝে সাত কেজি করে চালসহ, শাক, লাউ, করলা ও ঢেঁড়শসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজ-আল-আসাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চারশত নিম্নআয়ের কর্মহীনদের মাঝে সাত কেজি করে চাল, শাক, লাউ, করলা ও ঢেঁড়শসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    এর আগে খুলনা সিটি মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে  চারশত ৬০ কর্মহীন বেবীট্রেক্সি চালকদের মাঝে আট কেজি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে সিটি মেয়র ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে পাঁচশত কর্মহীন ইটভাটা এবং স’মিলস শ্রমিকদের মাঝে আট কেজি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

The post নিম্নআয়ের কর্মহীনদের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WbJNej

জনপ্রিয় অভিনেতা ইরফান খান মারা গেছেন https://ift.tt/eA8V8J

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইরফান খান (৫৪) মারা গেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মারা যান। সেখানেই কোলন ইনফেকশন সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। হিন্দুস্তান টাইমসের খবর।

জানা গেছে, বর্তমানে হাসপাতালে ইরফান খানের সঙ্গে তার স্ত্রী সুতপা ও দুই সন্তান ছিলেন।

এর আগে ২০১৮ সালে ইরফান খান নিউরোনডকট্রিন টিউমারে আক্রান্ত হন। উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের জয়পুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খানের মা সাইদা বেগম। লকডাউনের কারণে মায়ের শেষবিদায়ে অংশগ্রহণ করা হয়নি তার।

The post জনপ্রিয় অভিনেতা ইরফান খান মারা গেছেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2KJUejO

করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ https://ift.tt/eA8V8J

মহামারী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশিত হয়েছে। করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও ৬০ শতাংশ বেশি বলে ১৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

সংবাদমাধ্যমটি জানায়, বিশ্বের ১৪টি দেশে করোনায় মৃত্যুহারের সংখ্যা আনুষ্ঠানিক হিসাবের চেয়ে ৬০ শতাংশ বেশি। করোনায় ওই দেশগুলোতে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবে ৭৭ হাজার দেখানো হয়েছে।

অথচ সমীক্ষায় দেখা গেছে, এ সংখ্যা আসলে ১ লাখ ২২ হাজারের বেশি। যদি এই হার সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তবে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ১০ হাজার নয়, ৩ লাখ ৩৬ হাজার।

এ সমীক্ষায় এফটি ২০২০ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই দেশগুলোর মৃত্যুর সংখ্যার সঙ্গে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত একই সময়ের মৃত্যুহার পর্যালোচনা করে।


এফটি জানিয়েছে, ১ লাখ ২২ হাজার মৃত্যু ওই স্থানগুলোর পূর্বের সময়ের স্বাভাবিক মৃত্যুহারের চাইতে ৫০ শতাংশ বেশি। এফটি অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ইংল্যান্ড ও ওয়েলস, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অন্য ১৩টি স্থানের মৃত্যুহার পর্যালোচনা করে।

বিশ্লেষণে বলা হয়, পূর্ববর্তী বছরের চাইতে গত মার্চ থেকে এপ্রিলে বেলজিয়ামে মৃত্যুহার ৬০ শতাংশ, স্পেনে ৫১ শতাংশ, নেদারল্যান্ডসে ৪২ শতাংশ ও ফ্রান্সে ৩৪ শতাংশ বেশি।

ইকুয়েডরের গায়ানা প্রদেশে ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কোভিড-১৯ জনিত মৃত্যু আনুষ্ঠানিক হিসাবে বলা হয়েছে ২৪৫ জন। কিন্তু তথ্য বলছে, এ সময়ে দেশটিতে গত বছরের চাইতে ১০ হাজার ২০০ জন বেশি মানুষ মারা গেছেন, যা স্বাভাবিকের চেয়ে ৩৫০ শতাংশ বেশি।


করোনার এপিসেন্টার চীনের উহানে মৃত্যুহার ৫০ শতাংশ বেশি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড স্পিগেহায়টা বলেন, ‘ব্রিটেনে করোনায় মৃত্যুহার বাস্তবের চাইতে অনেক কম। কারণ এখানে শুধু হাসপাতালে হওয়া মৃত্যুই গণনা করা হচ্ছে।’ ইন্দোনেশিয়ায় সরকারি হিসাবের বাইরে আরও ২ হাজার ২০০ জনের বেশি লোক করোনায় মারা গেছে।

মৃত্যুর তালিকায় তাদের নাম নিবন্ধিত হয়নি। ১৬টি প্রদেশ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা পাওয়া গেছে। তিন চিকিৎসা বিশেষজ্ঞ বলেছেন, আনুষ্ঠানিকভাবে ৭৬৫ জনের মৃত্যুর খবর জানা গেলেও তা আসলে কল্পনার চেয়েও বেশি।

আন্তর্জাতিক ডেস্ক:

The post করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2W7cmtk

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ছাড়ালো ১০ লাখ https://ift.tt/eA8V8J

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা এখন ৫৭ হাজারের বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টার থেকে সর্বশেষ এই তথ্য জানানো হয়েছে।

আর এর মধ্য দিয়ে ২০১৯ সালের শেষপ্রান্তে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে প্রথমবারের মতো কোনো দেশে আক্রান্ত ১০ লাখ ছাড়াল। যুক্তরাষ্ট্র এর আগে প্রথম দেশ হিসেবে করোনায় ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর তালিকায় নিজেদের নাম লেখায়। যার ধারেকাছেও কেউ নেই।

যুক্তরাষ্ট্রে মাত্র ১৮ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলো। অর্থাৎ আজ থেকে ১৮ দিন আগে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ। শুধু যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যেই আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি। দেশটির মোট আক্রান্তের মধ্যে যা ৩০ শতাংশ। জনবহুল নিইউয়র্কে করোনায় মারা গেছে প্রায় ২৩ হাজার।

আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে নিউইয়র্কের পর যথাক্রমে রয়েছে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনিসেলভেনিয়া অঙ্গরাজ্য। নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ ১৪ হাজারের মধ্যে ৬ হাজার ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ম্যাসাচুসেটসে আক্রান্ত ৫৬ হাজারের মধ্যে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।

এমন অবস্থার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতি পুনরায় চালু করার জন্য তোড়জোর শুরু করে দিয়েছেন। সোমবার তিনি হোয়াইট হাউসে করোনা পরিস্থিতি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রাজ্য পর্যায়ের নেতাদের স্কুল চালু করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। লকডাউন বিরোধীদের প্রকাশ্যে সমর্থন দিতে দেখা যাচ্ছে তাকে।

গত পাঁচ সপ্তাহে ২ কোটি ৬০ লাখ মার্কিনি চাকরি হারিয়েছেন। বেকার থাকায় সরকার কর্তৃক প্রদেয় সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছেন তারা। ১৯৩০ সালে মহামন্দার পর দেশটিতে এত মানুষের বেকার হওয়ার নজির নেই। কেন্দ্রীয় সরকার ২ ট্রিলিয়নের বেশি ডলারের প্রণোদনা দিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না।

ট্রাম্প সোমবারের প্রেস ব্রিফিংয়ে বলেছেন, দেশের অর্থনীতি পুনরায় চালুর দিকে ‘বুবুক্ষু হয়ে তাকিয়ে রয়েছে দেশের মানুষ’। তবে এই অবস্থায় দেশটিতে যদি সব কিছু পুনরায় খুলে দেওয়া হয় তাহলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে শুরু করবে বলে আগাম সতর্কতা করে দিয়েছেন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা।

গত ২৩ এপ্রিল মার্কিন সংবাদমাধ্যম সিবিএস একটি জরিপ প্রকাশ করেছে। তাতে যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ মত দিয়েছেন, মহামারি করোনা প্রতিরোধ করতে হলে লকডাউন অব্যাহত রাখার বিকল্প নেই। তা না হলে পরিস্থিতি ভয়াবহ হবে। অপরদিকে ৩০ শতাংশ মার্কিনির মত অর্থনীতি বাঁচাতে হলে লকডাউন তুলে নিয়ে কাজে ফেরাতে হবে মানুষকে।

The post যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ছাড়ালো ১০ লাখ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35jcxGe

মহামারীতে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১০ বাংলাদেশির মৃত্যু https://ift.tt/eA8V8J

বৈশ্বিক মহামারী কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ২১৬ বাংলাদেশির মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জনেরই বয়স ৬০-এর বেশি। চারজনের বয়স ৮০ বছরের বেশি।

মারা যাওয়া ১০ বাংলাদেশি হলেন- বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), আলী হোসেন বেপারি (৮৪), এবায়েদ উল্লাহ (৮২), মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), মাওলানা মোহাম্মদ ইউসুফ (৬০) লোকনাথ সাহা (৫৬), কামরুল বাশার জামি (৬১)।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১০ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। ৫৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো ২৮ এপ্রিল তার রাজ্যে মৃত্যুর তালিকায় ৩৩৫ জনের নাম যুক্ত হয়েছে বলে জানান। নিউইয়র্কে সাড়ে ১৭ হাজার পেরিয়ে গেছে মোট মৃত্যুর সংখ্যা এবং রাজ্যের প্রায় তিন লাখ মানুষ এখনও করোনাভাইরাসে সংক্রমিত। বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোভিড ১৯-এ মারা গেছেন দুই লাখ ১৮ হাজার ১০ জন।

করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩১ লাখ ৩৮ হাজার ৭৮৫ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৬৪ হাজার ১২১ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৯৬৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

The post মহামারীতে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১০ বাংলাদেশির মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2yNWrrP

Tuesday, April 28, 2020

কলারোয়ার কেরালকাতায় টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন https://ift.tt/eA8V8J

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে শুরু হয়েছে সরকার অনুমোদিত টিসিবি’র পণ্য বিক্রয়। বুধবার সকাল ৯ টায় কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুল ময়দানে এই পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার। এখানে সোয়াবিন তেল লিটার প্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা, ছোলা কেজি ৬০ টাকা,  চিনি কেজি প্রতি ৫০ টাকা ও খেজুর কেজি প্রতি ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। করোনার প্রভাবে বাজারে দ্রব্য সামগ্রীর স্বল্পতা ও উচমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন টিসিবি’র সাশ্রয়ী মূল্যের এই পণ্যসামগ্রী কিনতে। তবে যেটা ভালো দিক, সেটা হলো- লোকজনের সংখ্যা বেশি হলেও সকলেই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনছেন। টিসিবি’র এই পণ্য বিক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, নিউজ অফ কলারোয়া’র  সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জুলফিকার আলী, ফারুক হোসেন প্রমুখ। 

কলারোয়া প্রতিনিধি:

The post কলারোয়ার কেরালকাতায় টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SdZdNS

গণমাধ্যমের বিজ্ঞাপন বিল পরিশোধের নির্দেশ https://ift.tt/eA8V8J

সরকারের কাছে বিজ্ঞাপন বিলসহ গণমাধ্যমের সব ধরনের পাওনা পরিশোধ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এমনকি বিল পরিশোধের বিষয়টি যেন মন্ত্রিপরিষদকে অবহিত করা হয় সে বিষয়েও চিঠিতে নির্দেশনা দেয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

চিঠিতে বলা হয়, ‘সরকারি বিভিন্ন ক্রয়, সেবা, বিজ্ঞাপন ও কাজ সম্পাদন করা হলেও এ সব বিষয়ে বিল পরিশোধ করা হয়নি। ফলে অনেক ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠান সমস্যার সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় যে সব সরকারি বিজ্ঞাপন দিয়ে এখনও পাওনা পরিশোধ করা হয়নি, তা শিগগিরই প্রদানপূর্বক নির্দেশ মোতাবেক মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হল।’

দেশের ‘লকডাউন’ পরিস্থিতিতে সরকারের সঙ্গে কাজ করে এমন নির্মাণ প্রতিষ্ঠান, ঠিকাদার ও সরবরাহকারী এবং গণমাধ্যমের আয় বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমসহ এসব প্রতিষ্ঠান প্রতিশ্রুত কাজ করে দিলেও এখন পর্যন্ত কাক্সিক্ষত পাওনা পরিশোধ করেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।

গণমাধ্যমের পাওনার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন সংশ্লিষ্টরা। এরপর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে অনুরোধ জানানো হয়। এরপর সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

The post গণমাধ্যমের বিজ্ঞাপন বিল পরিশোধের নির্দেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Yrt1L5

করোনা প্রতিরোধে যেভাবে সফল ভিয়েতনাম, মারা যায়নি একজনও https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অভিনব সাফল্য পেয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনাম।

বিবিসি জানিয়েছে, বুধবার ভিয়েতনামে নতুন করে কোনো ভাইরাস আক্রান্ত ধরা পড়েনি। গত ১৩ দিনে কোনো কমিউনিটি ট্রান্সমিশনও হয়নি ভিয়েতনামে।

প্রায় ৯ কোটির ওপর জনসংখ্যার ওই দেশটিতে করোনাভাইরাস রোগী পাওয়া গেছে ২৭০ জন, এর মধ্যে একজনও মারা যায়নি।

বিশ্বে প্রতি মিলিয়নে আক্রান্তের সংখ্যা এ দেশেই সবচেয়ে কম। দেশটির প্রধানমন্ত্রী তবু জনগণকে সজাগ থাকতে বলেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত সব রোগীকে সুস্থ করে তোলায় ভিয়েতনামের চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

হুর কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি বিস্তারের প্রাথমিক পর্যায়েই তা মোকাবেলায় দেশটির সরকারের নেয়া নানা জরুরি পদক্ষেপ বেশ ভালোভাবে কাজ করেছে বলেই এমনটি সম্ভব হয়েছে।

দেশটির প্রতিবেশী চীনসহ এশিয়ার দেশগুলোয় করোনায় আক্রান্ত রোগীর মৃতের সংখ্যা চিকিৎসক, সাধারণ মানুষ ও সরকারকে ভাবিয়ে তুলেছে। ভিয়েতনাম কীভাবে করোনা সংক্রমণ প্রতিরোধ করে রেখেছে এবং আক্রান্ত রোগীদের মৃত্যু শূন্যের কোঠায় ধরে রেখেছে– সেই রহস্য তুলে ধরেছে নিউইয়র্ক টাইমস।

ভিয়েতনাম সরকারিভাবে স্বাস্থ্য খাতের বিনিয়োগ ও রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করার যে কর্মসূচি বহুদিন ধরে চর্চা করে আসছে করোনা প্রতিরোধ সেটি বড় ঢাল হিসেবে কাজ করেছে।

আর ‘কোভিড-১৯’ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগেই ভিয়েতনাম পুরো দেশটাই লকডাউন করে দিয়েছিল। এতে ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়েছে। প্রায় ১০ কোটি অধ্যুষিত ভিয়েতনামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০। এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

চীনের উহান থেকে ফেরা ৬৬ বছর বয়সী এক ভিয়েতনামি প্রথম করোনাভাইরাসে শনাক্ত হন। আনুষ্ঠানিকভাবে ২৩ জানুয়ারি প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবর প্রকাশ করে ভিয়েতনাম সরকার।

ওই দিন থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কোভিড-১৯’ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৪ জনে।

এর মধ্যে দুজন চীনা নাগরিক ছাড়া বাকি সবাই ভিয়েতনামি। ব্যাপক আকারে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে তখনই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। পাশাপাশি করোনা নিয়ে ব্যাপক প্রচারণা চালায় সাধারণ মানুষের মধ্যে। কীভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ে, কী করলে সুস্থ থাকবে, এটাই ছিল প্রচারের মূল্য বক্তব্য।

এসবের পাশাপাশি দেশটির স্বাস্থ্য বিভাগ সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে খুঁজে পরীক্ষা করেছে। তবে গত ২ মার্চ সর্বনাশটা ঘটায় দেশটির একজন প্রভাবশালী নারী ব্যবসায়ী।

ইউরোপের তিন দেশ ঘুরে ওই ব্যবসায়ী ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরের দায়িত্বরত কর্মচারীদের পরীক্ষা ফাঁকি দিয়ে ঢুকে পড়েন দেশে।

বিমানবন্দরের পরীক্ষায় ফাঁকি দিলেও ভিয়েতনামের পুলিশ তাকে ঠিকই আটক করে। এর পর জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। এর পর ভিয়েতনাম সরকার একটা বড় পদক্ষেপ নেয়। সেটি হলো– ওই নারী যে বিমানে এসেছিলেন, তার সব যাত্রীকে কোয়ারেন্টিনে রাখা হয়।

তিনি যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, সেই রাস্তা জীবাণুমুক্ত করা হয়, সেই পথের ধারে বাস করা প্রত্যেককে পরীক্ষা করা হয়।

ভিয়েতনামের স্বাস্থ্য বিভাগ মনে করে, যদি ইউরোপফেরত নারী বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষা ফাঁকি না দিতেন, তাহলে আক্রান্তের সংখ্যা এত বাড়ত না। তবে চীন, দক্ষিণ কোরিয়া, জাপানের তুলনায় ভিয়েতনাম এখন পর্যন্ত করোনা মোকাবেলায় যা করেছে, তা পুরো বিশ্বের জন্য অনুকরণীয়।

The post করোনা প্রতিরোধে যেভাবে সফল ভিয়েতনাম, মারা যায়নি একজনও appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VMOyfb