সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজার পদাঙ্ক অনুসরণ করে পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলছেন আরও চার ক্রিকেটার। তারা হলেন- তাসকিন আহমেদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে গরিব-দুঃখীদের আর্থিক সহায়তা করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সম্প্রতি ‘অকশন ফর অ্যাকশন’র ফেসবুক পেজে নিজের প্রিয় ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তোলেন সাকিব। সেটি কিনতে দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া পড়ে। শেষ পর্যন্ত অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটটি ২০ লাখ টাকায় কেনেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। এবার আরও চার ক্রিকেটার নিজেদের পছন্দের ক্রিকেট স্মারক নিলামে তুলতে যাচ্ছেন। তবে কোন সরঞ্জামাগুলো নিলামে তুলছেন, তা এখনও নিশ্চিত করেননি তারা।
এর আগে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন মুশফিক। তবে সেটি কোন প্লাটফর্মের নিলামে তুলবেন তা এখনও জানাননি তিনি।
আশরাফুল নিজের দুটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে একটি হলো টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ব্যাটটি। যেটি দিয়ে অভিষেকে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। অন্যটি হলো ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি।
এ ছাড়া নিজের কাছে রাখা ১৬ বছরের ক্রিকেট স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মাশরাফি।
The post ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলছেন আরও ৪ ক্রিকেটার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2zBSwip
No comments:
Post a Comment