ছাগলে ফসল খাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সত্তোরোর্ধ্ব মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে তারই প্রতিবেশী। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালী গ্রামে। ভাইকে উদ্ধারে এগিয়ে এসে প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে মারাত্মকভাবে আহত হয় তার ছোট ভাই মাহাবুবর রহমান শামিম। ঘটনার পর রাতে আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের আগ্নে ইয়াছিন জানায় প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছাগল বৃদ্ধ মোস্তাফিজুর রহমানের ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। এসময় উত্তেজিত হয়ে আব্দুর রাজ্জাক এবং তার দুই ছেলে আবু হাসান ও মিঠুসহ স্ত্রী আঞ্জুয়ারা বেগম ধারালো দা এবং শাবল নিয়ে মোস্তাফিজুর এর উপর হামলা করে। এক পর্যায়ে বৃদ্ধ বড় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে মাহাবুবর রহমান শামিমের মাথায় দায়ের কোপ বসিয়ে দেয় হামলাকারীরা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। পত্রদূত রিপোর্ট:
The post শ্যামনগরের পদ্মপুকুরে বৃদ্ধ মুক্তিযোদ্ধার হাত ভেঙে দিল প্রতিবেশী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bMkHZT
No comments:
Post a Comment