দেশের এ সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরো বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সবার ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।’ সরকারি বাসভবনে ব্রিফিংকালে আজ মঙ্গলবার সকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ের মধ্যে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘এ লড়াইয়ে জিততে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধরলে বিজয় হবেই ইনশা আল্লাহ। নিজেদের অসহায় ভাববেন না, শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন। এ লড়াই সবার ঐক্যবদ্ধ থাকার লড়াই, এ লড়াই সবার বাঁচা-মরার লড়াই।’
এ সময় পবিত্র রমযান মাসে ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
The post বিভেদের রাজনীতি করোনাকে আরো বিধ্বংসী করবে : ওবায়দুল কাদের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/35cSzga
No comments:
Post a Comment