Wednesday, September 30, 2020

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার লাঙ্গলঝাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল সেবন কার্যক্রমে স্বাস্থ্যসেবী কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক রেজাওনুল হক কিবরিয়া, আশরাফ হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও স্বাস্থ্য সহকারি খোদেজা খাতুন, পপি খাতুন, পরিবার কল্যান সহকারি মনজুয়ারা খাতুন, সাজেদা খাতুন, রিতা সাহা, আব্দুল হামিদ, ইউপি সচিব আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল সেবন কার্যক্রমে অংশগ্রহণের জন্য ৪৮ জন স্বেচ্ছাসেবী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বলে জানা যায়।

The post কলারোয়ার লাঙ্গলঝাড়ায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33gdpM6

আর্ন্তজাতিক রিকভারী দিবস উদযাপন https://ift.tt/eA8V8J

বিশ্বব্যাপী সেপ্টেম্বর মাসকে আর্ন্তজাতিক রিকভারী মাস বলা হয়। মাদক থেকে সুস্থতা প্রাপ্তদের অনুপ্রাণিত করতে আন্তর্জাতিকভাবে সকল দেশে এই মাসে রিকভারী মাস পালন করা হয়। মাসটি উদযাপনে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। বক্তব্য রাখেন ডাম আইআরএসওপি প্রকল্পের আমির হোসেন, ফায়রুজ জিহান, ফারজানা আক্তার সুইটি এবং মমতাজ খাতুন। প্রেসবিজ্ঞপ্তি

The post আর্ন্তজাতিক রিকভারী দিবস উদযাপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2GdjyQD

কৈখালীতে জরুরী খাদ্য স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: পুলিশের পৃথক অভিযানে দুটি তাজা বোমা ও দুটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার হয়েছে। এ সময় পুলিশ শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে আটক করেছে।

আটককৃত শাহরিয়ার এনাম কিংসান (৩৯) আশাশুনির গদাইপুর গ্রামের এনামুল হকের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর এলাকা থেকে বোমাসহ শাহরিয়ার এনাম কিংসান নামের ওই যুবককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরিদ হোসেন, এএসআই জসীমউদ্দিন, এএসআই প্রদীপ কুমার ও এএসআই ইদ্রিস আলিসহ ডিবি পুলিশের একটি দল আশাশুনির গদাইপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি তাজা বোমাসহ শাহরিয়ার এনাম কিংসানকে আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাতে মামলা দিয়ে তাকে আদালতে পাঠনোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এছাড়া পরিত্যক্ত অবস্থায় তালা থেকে দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের জাফরের পুকুর থেকে ওই দুটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

The post কৈখালীতে জরুরী খাদ্য স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ihhOTA

তালায় ২৬ সিআইজি সদস্যদের মাঝে উপকরণ বিতরণ https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসে উন্নত ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর প্রদর্শনীর আওতায় ২৬ জন সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) সদস্যদের মাঝে প্রদর্শনী উপকরণ গতকাল বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতায় উক্ত প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদ পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। এসময় উপকারভোগি সিআইজি সদস্য ছাড়াও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৬ জন সিআইজি সদস্যদের মধ্যে ১০ জন গাভী পালন, ১০ জন গরু পালন ও ৬ জন মুরগী পালনকারীর মধ্যে উক্ত উপকরণ বিতরণ করা হয়।

The post তালায় ২৬ সিআইজি সদস্যদের মাঝে উপকরণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3l1nuTn

কালিগঞ্জে পারুলগাছা মসজিদে নগদ অর্থ প্রদান https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ইতালী প্রবাসী রনি আহম্মেদের পক্ষ থেকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছায় অবস্থিত বাইতুর নূর জামে মসজিদে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

সাংবাদিক আতিকুর রহমান প্রবাসী রনি আহম্মেদের পক্ষে বাইতুর নূর জামে মসজিদ কর্তৃপক্ষের হাতে অনুদান হিসেবে নগদ ১৮ হাজার টাকা প্রদান করেন। এসময় মসজিদের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব জিএম কওছার আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। ইতালী প্রবাসী রনি আহম্মেদ এর পক্ষ থেকে দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

The post কালিগঞ্জে পারুলগাছা মসজিদে নগদ অর্থ প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/349EwrK

প্রতাপনগর যুবলীগ সভাপতির মায়ের জানাযা https://ift.tt/eA8V8J

প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: প্রতাপনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল বারিকের মাতা জেলেমান বিবি (১০০) বুধবার সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন পুত্র, চার কন্যাসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংসারিক জীবনে তিনি সহজ সরল সদালাপী একজন মানুষ ছিলেন।

বুধবার বিকাল জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুম্ভজিৎ মন্ডল, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, প্রভাষক শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

The post প্রতাপনগর যুবলীগ সভাপতির মায়ের জানাযা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jjNlVZ

কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী ও আলোচনা সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।

কন্যাশিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে। ‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’- এ প্রতিপাদ্য সামনে রেখে এবার কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

The post কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী ও আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ie1VNH

চুকনগরের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শহীদ মিনার আড়াল করে দোকনঘর নির্মাণ! https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে স্থাপিত শহীদ মিনারে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। সেই শহীদ মিনারকে আড়াল করে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় দোকান ঘর তৈরি করা হচ্ছে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই স্থানটি আড়াল করার প্রতিবাদ করায় রোষানলে পড়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রতাপ কুমার রায়। এদিকে বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মান কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

 

স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায় খুলনা, যশোর ও সাতক্ষীরা মিলনস্থল চুকনগর। সেই চুকগরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের মাঠে ১৯৫৩ সালে ভাষা শহীদদেও স্মরণে স্থাপপিত হয় একটি শহীদ মিনার। যতদুর জানা যায় এই শহীদ মিনারটিই ডুমুরিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সর্বপ্রথম শহীদ মিনার। ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ওই শহীদ মিনারের উপরে দাড়িয়ে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান ভাষন দিয়েছিলৈন। ওই ভাষনে যশোর জেলার কেশবপুর, সাতক্ষীরা জেলার তালা, খুলনার ডুমুরিয়াসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ বঙ্গবন্ধুর ভাষন শোনেন। সেই শহীদ মিনারটির কোন সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে আজও কেউ ব্যবস্থা নেয়নি। করোনার কারণে স্কুল পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় আপদকালিন এডহক কমিটি গঠণ করা হয়।

 

ওই কমিটির সভাপতি মনোনীত হন আওয়ামী লীগ আটলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ইউপি মেম্বর মোস্তাফিজুর রহমান দুলু। তিনিসহ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম শহীদ মিনারকে আড়াল করে দোকান নির্মান করে ভাড়া দেয়ার উদ্যোগ নেন। শহীদ মিনারকে আড়াল করায় স্থানীয়রা এর প্রতিবাদ করে। প্রতিবাদকারীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার দুপুরে সংঘবদ্ধ হয়ে নির্মাণাধীন ভবনের স্থাপনা আংশিক ভেঙে ফেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. প্রতাপ কুমার রায়ও মহীদ মিনারকে আড়াল করার প্রতিবাদ করেন। এতে রোষানলে পড়েন তিনি। তাকে নানাভাবে হেনস্থা করার এবং মামলায় জড়ানোর হুমকি দেয়া হচ্ছে বলে জানান চেয়ারম্যান প্রতাপ কুমার রায়। দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্তে দোকান নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্কুলের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে বলে জানান তিনি। স্কুল পরিচালনার এডহক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, স্কুলের আয় বৃদ্ধির জন্য কমিটির সভায় দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। নির্মান কাজ শেণ হলে উন্মুক্তভাবে দোকান ভাড়া বা বরাদ্দ দেয়া হবে। আটলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রতাপ কুমার রায় বলেন, জাতির পিতার স্মৃতি সম্বলিত ঐতিহাসিক শহীদ মিনারকে আড়াল করে দোকান ঘর নির্মাণ করা জাতির জনক শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের অবমূল্যায়ন করা।

 

এ ঘটনার নিন্দা জানিয়ে এর সাথে যুক্তদের শাস্তির দাবি জানান তিনি। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাশ বলেন, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থাপিত ভাষা শহীদদের নির্মিত শহীদ মিনারকে অবমূল্যায়ন করে দোকান নির্মাণ করা হচ্ছে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন, পর্যবেক্ষণ ও স্থানীয়দের সাথে আলাপ করেছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

The post চুকনগরের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শহীদ মিনার আড়াল করে দোকনঘর নির্মাণ! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3n69qd6

শ্যামনগরের ঈশ্বরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: রাস্তার দুপাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে জন চলাচলে বিঘœ সৃষ্টি করায় ভ্রম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ঈশ্বরীপুর ইউনিয়নের কালিমন্দির সংলগ্ন রাস্তার দুধারে স্থাপিত একাধিক স্থাপনা ভ্রাম্যমাণ আদালতে উচ্ছেদ করা হয়। এসময় ভ্রম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকি। রাস্তার দুধারে অবৈধ স্থাপনা নির্মাণ না করার জন্য তিনি স্থানীয়দের পরমার্শ দেন। এধরনের অভিযান অব্যাহত থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান। এদিকে দীর্ঘদিন পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় জনগণ কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।

The post শ্যামনগরের ঈশ্বরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33eJyDO

আশাশুনিতে ভাই রাব্বি পালিয়ে বাঁচলেও দু’টি বোমাসহ গ্রেপ্তার হলো নিরীহ বড় ভাই শাহারিয়ার https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: বিক্রির জন্য মজুত রাখা দু’টি বোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে তাকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম শাহাররিয়ার হোসেন কিংসান। তার বাবার নাম এনামুল হক।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান, বিক্রির জন্য বোমা মজুত করে রাখা হয়েছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার দুপুর দেড়টার দিকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের এনামুল হকের বাড়িতে অভিযান চালায়। এসময় এনামুলের ছেলে বোমা প্রস্তুতকারি দিদারুল ইসলাম রাব্বি পালিয়ে যায়। ঘরের মধ্যে অবস্থানকারি তার ভাই শাহারিয়ারকে দু’টি তাজা বোমসহ গ্রেপ্তার করা হয়। বোমা দু’টি বিক্রির জন্য তারা মজুত রেখেছিল বলে জানান শাহারিয়ার।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘ নয় বছর খাজরা ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মোজাহার রাজাকারের ছেলে শাহানেওয়াজ ডালিম অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে অঢেল সম্পদেও মালিক হয়েছেন। তার বিপক্ষে অবস্থানকারি রমজান মোড়ল, আলতাফ হোসেন বকুলসহ বিভিন্ন লোকজনের নামে পরিকল্পিত বোমা হামলা মামলা, চাঁদাবাজি মামলা দিয়েছে। তার বাহিনীর অত্যাচারে অনেকেই পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে। আবার অনেকেই পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এমন এক পরিস্থিতিতে গত ১১ এপ্রিল আওয়ামী লীগ নেতা শরবৎ মোল্যা হত্যা মামলায় চেয়ারম্যান ডালিমসহ তার পক্ষের ৫৭ জনের নামে মামলা হয়। মামলায় অনেকে গ্রেপ্তার হয়, অনেকে জামিন পায় আবার কয়েকজন পালিয়ে রয়েছে। শরবত হত্যা মামলার পর থেকে অহিদুল ও কুদ্দুস বাহিনীর সদস্যরা ডালিম সমর্থকদের ঘেরে লুটপাট চালাতে থাকে।

 

এমন এক পরিস্থিতিতে গত সোমাবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত থেকে চেয়ারম্যান ডালিমকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা আরও জানান, ডালিম চেয়ারম্যানের দুর্গে ভাঙন ধরেছে বুঝতে পেরে আগামি ২০২১ সালের মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান ও খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস খুলনার প্রতিষ্ঠিত ঠিকাদার গদাইপুরের অহিদুলকে প্রতিদ্বন্দ্বীতার আশ্বাস দেন। চেয়ারম্যান ডালিমকে প্রতিহত করতে সার্বিক সহায়তা দিতে থাকেন অহিদুল। কিন্তু ডালিমের প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাপষ-া গ্রামের রমজান মোড়লকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ধরে নিয়ে তাকে খতম করার পরিকল্পনা নেয় কুদ্দুস ও অহিদুল। এরই অংশ হিসেবে ডালিমের কাছের লোক বলে পরিচিত বোমাবাজ ইউনুস ও শরবত হত্যা মামলার আসামী তার দু’ ছেলেকে নিজেদের দলে ভিড়িয়ে তাদেরকে ব্যবহার করে সোমবার রাতে কাপষ-ার মিজানুর রহমানের খাসটিয়া বিলে বোমা মেওে মাছ লুটের নাটক সাজিয়ে রমজানসহ ১১জনের নামে বিষ্ফোরক দ্রব্যআইনে মামলা দেওয়া হয়। কাপষ-া বাজারে রমজান মোড়লের

নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগের অফিস ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের অফিস ভাঙচুর করা হয়। রমজান সমর্থক ব্যবসায়িদের বাজার ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পিটিয়ে জখম করা হয় রমজানের বোন হামিদা ও Ÿ্যবসায়ি আব্দুল মজিদকে। হামিদা আশাশুনি হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুল মজিদকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব ও পুলিশের ভুমিকার কারণে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এরপরও গদাইপুরের এনামুলের ছেলে বোমাবাজ রাব্বিকে দিয়ে কুদ্দুস ও অহিদুলের পথের কাঁটা রমজানকে হত্যার পরিকল্পনা করা হয়। এর প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশ রাব্বির বাড়ি থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করেছে। তবে রাব্বি পালিয়ে গেলেও তার নিরীহ বড়ভাই শাহারিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তবে ডালিমকে মামলায় দিয়ে রমজানকে মামলায় মামলায় জর্জরিত করে এলাকা ছাড়া করতে উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের এক শীর্ষ পর্যায়ের নেতা অহিদুলের কাছ থেকে বড় অংকের টাকা লুটে নিচ্ছেন বলে তারা মনে করেন। তবে রুহুল কুদ্দুস ও অহিদুল ইসলাম বলেন, এলাকায় কোন অনৈতিক কাজের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই। যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলী চৌধুরী বলেন, বিক্রির প্রস্তুতিকালে শাহারিয়ার নামে এক যুবককে দু’টি বোমাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় শাহারিয়ার ও তার ভাই রাব্বির নাম উল্লেখ করে উপপরিদর্শক ফরিদ হোসেন বাদি হয়ে রাতেই আশাশুনি থানায় মামলা করবেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর বলেন, খাজরার পরিস্থিতি নিয়ে সব সময় পুলিশ সজাগ রয়েছে। মিজানুর রহমানের ঘেরের বোমা হামলা মামলায় যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কাপষন্ডা গ্রামের হামিদা বানু ও আব্দুল মজিদকে পিটিয়ে জখম করার ঘটনায় হামিদা বানুর দেওয়া এজাহারটি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে গদাইপুরে বোমাসহ এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোন এজাহার দেওয়া হয়নি।

The post আশাশুনিতে ভাই রাব্বি পালিয়ে বাঁচলেও দু’টি বোমাসহ গ্রেপ্তার হলো নিরীহ বড় ভাই শাহারিয়ার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33gJpjx

আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস পালন https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। সভায় অন্যদের মধ্যে মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার সারমিন চৌধুরী ও ট্রেইনার আফরোজা সুলতানা আলোচনা করেন। উপজেলা মহিলা দপ্তরের ট্রেনিং সেন্টার ভেঙে ফেলানো হলেও প্রশিক্ষাণার্থীদের জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা না করায় চরম সমস্যার কথা তুলে ধরে সভার সভাপতি দাবী করেন, ট্রেনিং রুমের ব্যবস্থা না করে ট্রেনিং সেন্টার ভেঙে ফেলানোয় নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম বিঘিœত হচ্ছে। এব্যাপারে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

The post আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jiTFNJ

জেলা আ. লীগের সভাপতি মুনসুর আহমেদের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া https://ift.tt/eA8V8J

জেলা যুবলীগের আয়োজনে, জেলা যুবলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী সদস্য জিএম ওয়াহিদ পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ জননেতা মুনসুর আহমেদের সহধর্মিণী নুরজাহান আহমেদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বুধবার বিকাল ৪টায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সাঈদুজ্জামান সাঈদ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম, জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান লিটু, সিদ্দিকুর ইসলাম সিদ্দিক, জেলা ক্রিড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ বদিউজ্জামান বদি, জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুবনেতা শেখ আব্দুল হালিম, যুবনেতা শেখ আলমগীর হোসেন, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, যুবনেতা এম জাহাঙ্গীর আলম, সাবেক সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র লীগ সভাপতি মিঠুন ব্যানার্জী, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, সাবেক ছাত্র নেতা ইসতিয়াক জনিসহ সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

The post জেলা আ. লীগের সভাপতি মুনসুর আহমেদের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jhAMuD

শ্যামনগরের শংকরকাটি ব্লকে আলোর ফাঁদ স্থাপন https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের শংকরকাটি ব্লকে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলতি আমন মৌসুমে ধানের ক্ষতিকর ও উপকারি পোকার উপস্থিতি অবগতির জন্য আলোক ফাঁদ স্থাপন করা হয়।

 

কাশিমাড়ীর শংকরকাটি ব্লক (গোবিন্দপুর) উপস্থিত ছিলেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা শামছুর রহমান, কামরুল ইসলাম বাচ্ছু, সিরাজুল ইসলাম এনামুল হক শহিদুল ইসলাম, উজ্জ্বল ইয়াছিন আলীসহ ২৫ থেকে ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।আলোক ফাঁদে পোকার উপস্থিতি লক্ষণীয়।

The post শ্যামনগরের শংকরকাটি ব্লকে আলোর ফাঁদ স্থাপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2GkztMT

বিশ্ব নদী দিবসে আলোচনা সভা https://ift.tt/eA8V8J

বুধবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে বিশ^ নদী দিবস-২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নদী দিবস ২০২০ এর আহবায়ক মাধব চন্দ্র দত্ত, ধারণাপত্র উপস্থাপন করেন সদস্য সচিব লুইস রানা গাইন।

এএলআরডি ঢাকা এর সহায়তায় স্থানীয় উন্নয়ন সংগঠন স্বদেশ, হেড, সিডো, ক্রীসেন্ট, অর্জন ফাউন্ডেশন, মৌমাছিসহ বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজিত মানবন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবাযক মো. আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম-সচিব আলীনুর খান, আবু জাফর সিদ্দীকি, তরিকুল ইসলাম অন্তর, নাজমুল আলম মুন্না, জয় সরদার, মনিরুজ্জামান টিটু, মহুয়া মঞ্জুরী, বাংলাদেশ ভিশনের পরিচালক অপরেশ পাল, নাগরিক ব্যক্তিত্ব জ্যো¯œা দত্ত প্রমুখ। বক্তারা বলেন, নদী জীবনের অংশ, নদীবাঁচলে মানুষ ও প্রকৃতি বাঁচবে। তাই এর সুরক্ষা অত্যান্ত জরুরী। দেশে বহমান অনেক নদী আজ ভুল নদী শাসন ও একতরফা পানি প্রত্যাহারের ফলে ভরাট হয়ে গেছে এবং যাচ্ছে। আমাদের সকল উন্নয়ন, কৃষি, বাণিজ্য এখনও নদী নির্ভর। তাই আমাদের নিজেদের টিকে থাকতে ও বেঁচে থাকার জন্য সকল খাল ও নদী দখল ও দুষণমুক্ত করে এর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে হবে। প্রেসবিজ্ঞপ্তি

The post বিশ্ব নদী দিবসে আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36lgc8I

ভোমরা স্থলবন্দরের মতবিনিময় করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান লেবার বিল দুইবার না নেয়ার দাবী ব্যবসায়ীদের https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও ভোমরা স্থলবন্দরের আয়োজনে বুধবার দুপুরে স্থলবন্দর প্রশাসনিক ভবনের হলরুমে ওই সভা মতবিনিময় সভা হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) একেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরার উপ-পরিচালক মো. জাকির হোসেন, ডিজিএফআই’র সহকারী পরিচালক খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, ভোমরা বন্দরের সহকারি কমিশনার (রাজস্ব) মো. আমির মাহমুদ, ভোমরা সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এইচএম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা স্থলবন্দর’র সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, আমদানীকারকদের পক্ষে রাম কৃষ্ণ চক্রবর্তী, দীপঙ্কর ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম।

ভোমরা বন্দরের ব্যবসায়ীরা এ সময় বন্দরের লেবার বিল ডাবল না নেয়ার দাবী জানিয়ে বলেন, এ বন্দরে উপযুক্ত অবকাঠামো ও মালামাল আনলোডের ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহার করতে পারেন না। ব্যবসায়ীদের দাবীর মুখে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম তারিকুল ইসলাম ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মনিরুল ইসলামকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশ দেন।

The post ভোমরা স্থলবন্দরের মতবিনিময় করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান লেবার বিল দুইবার না নেয়ার দাবী ব্যবসায়ীদের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33e10Zb

কপিলমুনিতে ৪ জুয়াড়ী আটক https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে ৪ জুয়াড়ীকে আটক করছে কপিলমুনি ফাঁড়ী পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ীর এএসআই এনামুল হক ও এটিএসআই শফিকুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ৮টায় কপিলমুনি বাজারের বালির মাঠে অভিযান চালায়।

এসময় তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়াড়ীকে করে আটক করে। আটককৃতরা হলো-কপিলমুনির মো. আইনুদ্দীন সরদারের ছেলে মো. আজিজ সরদার (৩০), একই গ্রামের সাত্তার মোড়লের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৪), নগর শ্রীরামপুর গ্রামের মো. আকিল ঢালীর ছেলে মো. জুলফিক্কার জুয়েল (২৮) ও একই গ্রামের মৃত রফিক গাজীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৩০)। কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, ‘জুয়াড়ীদের আটকের পর পাইকগাছায় থানায় সোপর্দ করা হয়েছে। জুয়া আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার নম্বর ২৪, তাং ৩০-৯-২০২০।

The post কপিলমুনিতে ৪ জুয়াড়ী আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kYCoK4

বিশ্ব নদী দিবসে জনসচেতনতা সৃষ্টিতে বেতনার বিনেরপোতা ব্রীজের উপর মানববন্ধন https://ift.tt/eA8V8J

‘নদী একটি জীবন্ত সত্তা-প্রকৃতিকে বাঁচাতে, নদী বাঁচান’ স্লোগানে বিশ্ব নদী দিবস উপলক্ষে জনসচেতনতা সৃষ্টিতে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় হিউম্যান রাইটস এন্ড এনভাইরনমেন্ট এ্যাকশন ডেভলপমেন্ট (হেড) ও স্বদেশ’র যৌথ উদ্যোগে এবং সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিনেরপোতা বেতনা ব্রিজের উপর এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মো. আনিছুর রহিমের সভাপতিত্বে জন সমাবেশে বিশ্ব নদী দিবসের উপর ধারণাপত্র পাঠ করেন হিউম্যান রাইটস এন্ড এনভাইরনমেন্ট এ্যাকশন ডেভলপমেন্ট (হেড)’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।
বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক একেএম আবু জাফর ছিদ্দিকী, বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপরেশ পাল, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান টিটু, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুল, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, সবুজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোছা. আয়েশা খাতুন, যুবনেতা তরিকুল ইসলাম অন্তর প্রমুখ।
বক্তারা বলেন, ‘নদী অববাহিকায় গড়ে ওঠা মানব সভ্যতাই এখন নদীর বেঁচে থাকার কাল হয়ে দাঁড়িয়েছে। নিজেদের প্রয়োজনে তারা নদীর উপর বাঁধ, স্লুইসগেট, রাস্তা, সেতু, অবকাঠামো নির্মাণ করে নদীর প্রাকৃতিক গতিপথ ও প্রবাহকে বাঁধাগ্রস্ত করছে। নদী নির্ভর জনগোষ্টির জীবন প্রণালীকে ক্ষতিগ্রস্ত করছে, পরিবেশ-প্রতিবেশকে সংকটাপন্ন করছে। নদীর উপর কর্পোরেট আগ্রাসনের ফলে সমগ্র বিশ্ব এখন পানি সংকটের মুখে দাঁড়িয়ে। এছাড়াও দেশের ভিতরে শিল্পাঞ্চল ও আবাসনের জন্য নদী, খাল-বিল ও অন্যান্য জলাশয় ভরাট হচ্ছে। নদীর নব্যতা সংকট কাটানোর জন্যও কোনো সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আমাদের দেশের সেচ নির্ভর চাষাবাদ ব্যবস্থা পর্যাপ্ত পানির অভাবে শোচনীয় চ্যালেঞ্জের মুখে পড়ছে। শিল্প কলকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি, হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক মৎস্য সম্পদ। নদীর দুই পার ভরাট করে সংকুচিত করে ফেলা হচ্ছে। স্থানীয় পর্যায়ে নদ-নদী সুরক্ষা দাবীর আন্দোলন জোড়দার করে জনসচেতনতার মাধ্যমে নাগরিক সমাজ ও সরকারের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নদীর সুরক্ষা নিশ্চিত করার দাবী জানান।’ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। অনলাইন ডেস্ক:

The post বিশ্ব নদী দিবসে জনসচেতনতা সৃষ্টিতে বেতনার বিনেরপোতা ব্রীজের উপর মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30jVGBI

শ্যামনগরের ঈশ্বরীপুর কালিমন্দির সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ https://ift.tt/eA8V8J

রাস্তার দুপাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে জন চলাচলে বিঘœ সৃষ্টি করায় ভ্রম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় ঈশ্বরীপুর ইউনিয়নের কালিমন্দির সংলগ্ন রাস্তার দুধারে স্থাপিত একাধিক স্থাপনা ভ্রাম্যমান আদালতে উচ্ছেদ করা হয়।

এসময় ভ্রম্যমান আদালত পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকি। রাস্তার দুধারে অবৈধ স্থাপনা নির্মাণ না করার জন্য তিনি স্থানীয়দের পরমার্শ দেন।

এধরনের অভিযান অব্যাহত থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান। এদিকে দীর্ঘদিন পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় জনগণ কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।

শ্যামনগর (সদর) প্রতিনিধি:

The post শ্যামনগরের ঈশ্বরীপুর কালিমন্দির সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30gA3lK

যবিপ্রবির শিক্ষার্থীরা পাচ্ছেন প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস https://ift.tt/eA8V8J

 অনলাইনে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সেমিস্টারে ক্লাস শুরু ১ অক্টোবর

(যশোর: ২৮ সেপ্টেম্বর ২০২০): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনলাইনে আগামী ১৭ অক্টোবর পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডাটাবেজ ও ব্যবস্থাপনায় ক্লাস নেওয়ার প্রস্তুতি হিসেবে সকল শিক্ষককে কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের দেওয়া হবে প্রাতিষ্ঠানিক ‘জি-সুইট’ইমেইল অ্যাড্রেস।

আজ বুধবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৬২তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈশি^ক মহামারীর কারণে সদস্যদের অনেকে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি এবং অনেকে স্বশরীরে রিজেন্ট বোর্ডের সভায় অংশ নেন।

রিজেন্ট বোর্ডের বিশেষ সভায় জানানো হয়, করোনা অতিমারীতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী যবিপ্রবি পরবর্তী সেমিস্টারের ক্লাসসমূহ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৭ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর পূর্বে আগামী ৫ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে শিক্ষার্থীদের ‘কোর্স বণ্টন’ সমাপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন, সেমিস্টার ফিস ও অন্যান্য ফি সমূহ জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। শিক্ষার্থীরা স্বশরীওে বিশ্ববিদ্যালয়ে এসে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি সমূহ জমা দিতে পারবেন।

রিজেন্ট বোর্ডের সভায়, আগামী ১০ নভেম্বরের মধ্যে যবিপ্রবির সকল নিয়মিত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ‘জি-সুইট’ ইমেইল অ্যাড্রেস দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ জন্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সকল কারিগরি প্রস্তুতি সম্পন্ন করছে। শিক্ষার্থীরা এ ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ (আনলিমিটেড স্টোরেজ সুবিধা), গুগল ক্লাসরুম, গুগল মিটসহ অন্যান্য ২৮টি সার্ভিস ব্যবহার করতে পারবেন। এ ‘জি-সুইট’ ইমেইল অ্যাড্রেসের মেয়াদ হবে কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী এক বছর পর্যন্ত। এর আগে অনলাইন ক্লাসের নেওয়ার বিষয়ে যবিপ্রবির ৩২তম একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে গৃহীত সিদ্ধান্তসমূহ ও আলোচ্য বিষয়গুলো ৬২তম রিজেন্ট বোর্ডের বিশেষ সভায় পাশ করা হলো।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) এ কে এম আফতাব হোসেন প্রামানিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো: সলিমুল্লাহ, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মতিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট ডা. এম. এ. রশীদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমির হোসেন, যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি সিটি কলেজের অধ্যক্ষ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

The post যবিপ্রবির শিক্ষার্থীরা পাচ্ছেন প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34aPeOz

রিফাত হত্যা: স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড https://ift.tt/eA8V8J

বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভূবন চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। ২ জুলাই মামলার প্রধান আসামি নয়ন বন্ড সন্ত্রাসীর গুলিতে নিহত হন।

The post রিফাত হত্যা: স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30jTWIM

বাবার সঙ্গে আদলতে মিন্নি, রায় ঘিরে নিরাপত্তা জোরদার https://ift.tt/eA8V8J

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে জজ আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আদালত পাড়ায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান সকাল সোয়া ৭টার দিকেই কড়া নিরাপত্তার মধ্যে আদালতে এসেছেন। বিচারপ্রার্থী ও আইনজীবীদের তল্লাশি করে আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

অপরদিকে সকাল ৯টার আগে আগে রিফাতের স্ত্রী, এ মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নি তার বাবা মোজাম্মেল হক কিশোরের মোটরসাইকেলে করে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। মামলার আসামিদের মধ্যে কেবল তিনিই জামিনে আছেন।

মামলার বাদী রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফসহ তার পরিবারের কয়েকজন সদস্যও রায়ের জন্য উপস্থিত হয়েছেন আদালতে।

মামলার ১ নম্বর আসামি রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজীসহ কারাগারে থাকা আসামিদেরও আদালতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মামলার ১০ আসামির মধ্যে একজন পলাতক।

জোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কারাগারে থাকা আট আসামিকে সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আদালতে আনা হবে। সাড়ে ১১টার দিকে রায় হতে পারে বলে আমরা আশা করছি।

প্রায় ১৫ মাস আগে পুরো বাংলাদেশকে স্তম্ভিত করে দিয়েছিল প্রকাশ্যে দিবালোকে বরগুনার তরুন রিফতকে বর্বরভাবে কুপিয়ে হত্যা করার সেই নারকীয় দৃশ্য। ওই হত্যাকাণ্ডের পর পুলিশ যে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল, তাদের মধ্যে ১০ জনের বিচার চলে জজ আদালতে। বাকি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বরগুনার শিশু আদালতে আলাদাভাবে তাদের বিচার চলছে।

১৬ সেপ্টেম্বর যুক্ততর্ক শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান প্রাপ্তবয়স্ক দশ আসামির রায়ের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ঠিক করে দিয়েছিলেন।

মামলার আসামিরা হলেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩) আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

এদের মধ্যে মুসা পলাতক, মিন্নি আছেন জামিনে। বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

মামলার বাদী রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিন্নিসহ সব আসামির শাস্তি চাই আমরা। দেশের বিচার ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। আদালত রিফাতের খুনের সঙ্গে জড়িতদের এমন শাস্তি দিক যাতে আমরা স্বস্তি পাই।

এদিকে সন্তানের হত্যাকারীদের ফাঁসি চেয়ে রিফাতের মা ডেইজি আক্তার বলেন, আমি সব আসামির ফাঁসি চাই। এমন জঘন্য হত্যাকাণ্ড যেন আর না হয়। আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।

অন্যদিকে রিফাতের স্ত্রী মিন্নিকে নির্দোষ দাবি করছে তার বাবা-মা। মিন্নির নাম এ মামলার এজাহারে ছিল এক নম্বর সাক্ষী হিসেবে। পুলিশের তদন্তের পর তাকে আসামি করা হয়।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমরা আসলেই হয়রানির শিকার। জীবন বাজি রেখে মিন্নি তার স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। অথচ মিন্নি প্রধান সাক্ষী থেকে এখন আসামির কাঠগড়ায়। এটা অত্যন্ত দুঃখজনক। মিন্নি বেকসুর খালাস পাবে বলে আমরা আশা করি।

একই প্রত্যাশা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলামেরও। তিনি বলেন, যে যুক্তি আমরা আদালতে উপস্থাপন করেছি, তা খণ্ডন করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। মিন্নি যে নির্দোষ এটা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছেন আমাদের আইনজীবীরা। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মিন্নি এ মামলা থেকে বেকসুর খালাস পাবেন।

চাঞ্চল্য এই হত্যাকাণ্ডের রায় শোনার অপেক্ষায় অধীর অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

The post বাবার সঙ্গে আদলতে মিন্নি, রায় ঘিরে নিরাপত্তা জোরদার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33fpkdm

প্রবীণ দিবস এবং করোনাকালে প্রবীণ ভাবনা https://ift.tt/eA8V8J

বিশে^ প্রবীণদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্রতা বিমোচন ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রবীণদের সংখ্যা ৮ শতাংশ (২০১২)। ২০৫০ সালে এই সংখ্যা-২০-২২ শতাংশে পৌঁছাবে। (বাংলাদেশ পরসংখ্যান ব্যুরো ২২ ফেব্রুয়ারী ২০১৯)। এই দেশের উন্নয়নের প্রবীণদের অনেক ভূমিকা রয়েছে। এখনও রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা রেখে চলেছে। বয়সের কারনে প্রবীণদের শারীরিক সমস্যা দেখা দেয়।

যেমন হাড়ের ক্ষয় জনিত সমস্যা, উচ্চরক্তচাপ, ডায়বেটিস, হার্টের অসুখ, কিডনির ক্ষমতা হ্রাস, ব্রেইন ষ্ট্রোক ও ক্যানসার রোগের প্রকোপ বেড়ে যায়। এর ফলে তাদের সক্ষমতা হ্রাস পায়। সমাজে তাদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি সমাজের সকলের দায়বদ্ধতা আছে এটা জানানোর ও প্রবীণদের সুস্থ্য রাখার জন্য এবং প্রবীণ বান্ধব পরিবেশ তৈরীর লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগীতার বিষয়ে সচেতনতা করা বা উদ্বুদ্ধ করা প্রবীণ দিবসের তাৎপর্য্য।

২০২০ সালে কোভিড-১৯ মহামারীতে প্রবণীদের উপর বড় চ্যালেঞ্জ এসেছে। বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক ক্রিয়া কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। বাংলাদেশে ২০ শতাংশ বয়স্করা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়, ৫০ শতাংশ প্রবীণ বিভিন্ন অসুখে আক্রান্ত থাকে যেমন ফুসফুসের রোগ, হৃদযন্ত্র ও রক্তনালীর অসুখ (এথেরোস্কেলেরেসিস) দীর্ঘস্থায়ী কিডনীর অসুখ (সিকেডি), লিভারের অসুখ (সিএলডি) ব্রেইন ষ্ট্রোক, ক্যানসার ও অপুষ্টি (৭৬ শতাংশ)। এ সব কারণে প্রবীনদের অসুস্থ্য হওয়ার ঝুকি প্রবলভাবে বেড়ে যায়। রোগ থেকে সুস্থ্য হতে অনেক সময় লেগে যায়, অনেকে অক্ষম হয়ে পড়েন।

২০২০ সালে কোভিড-১৯ বিশ^ মহামারীতে প্রবীণদের মৃত্যু হার ৮-১৬ শতাংশ পর্যন্ত হয়েছে। যারা সুস্থ্য হয়েছেন অনেকে অকর্মন্য হয়ে পড়েছেন। যারা আক্রান্ত হন নাই তাদেরও জীবনযাত্রা কষ্টকর অবস্থায় আছে।

কেভিড-১৯ বিস্তার কমানোর জন্য ও সংক্রমন থেকে মুক্ত থাকার জন্য ঘরে আবদ্ধ থাকতে হচ্ছে মাসের পর মাস ঘরে। হাটার ব্যবস্থা হচ্ছে না, কর্মক্ষেত্রে যেতে পারছেনা, চাকুরী থেকে অবসর প্রাপ্তদের খাবার যোগানের সমস্যা, ব্যাংকে টাকা উঠানোর জন্য দীর্ঘক্ষণ সেখানে মানুষের ভিড়ে সময় কাটানোর ফলে রোগের সংক্রমনের ঝুকি থাকে। তাদের জন্য অর্থ ও খাদ্য সরবরাহ করা খুবই সমস্যা হচ্ছে। তারা সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, জীবনযাত্রার একঘেয়েমিতা তৈরী হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে। মানসিক চাপও বৃদ্ধি পাচ্ছে।

এসবের ফলে রক্তচাপ বেড়ে যাচ্ছে, ডায়বেটিস নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না। পঙ্গু রোগীদের পূর্ণবাসন করতে পারছে না, স্বাস্থ্যসেবা সঠিক ভাবে নিতে পারছে না। তাছাড়া লকডাউনে পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতার অভাব হয়েছে। সামাজিক বিচ্ছিন্নতা হয়ে একাকীত্ব জীবন যাপন করতে হচ্ছে। পারিবারিক দ্বন্দ্ব বা ঝগড়া বেড়ে যাচ্ছে ফলে মানসিক চাপ বেড়ে যাচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে এখনও অনেক সময় লাগবে বিশেজ্ঞদের মতে।

উক্ত সমস্যাগুলোর মোকাবেলা করার জন্য ও প্রবীণদের ভাল রাখার জন্য রাষ্ট্র ও সমাজের দায়িত্ব অনেক বেড়ে গেছে। রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগে এসব সমস্যাগুলো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সহযোগিতা আরও দীর্ঘস্থায়ী করার প্রয়োজন। বিশ^ প্রবীণ দিবসে বিভিন্ন কর্মসূচী গ্রহনের মাধ্যমে প্রবীণদের সুস্থ্য রাখার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে এগিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে।
লেখক: মেডিসিন বিশেষজ্ঞ ও সভাপতি, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

ডা. সুশান্ত ঘোষ

The post প্রবীণ দিবস এবং করোনাকালে প্রবীণ ভাবনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2G3HSEJ

শহরের বাটকেখালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম https://ift.tt/eA8V8J

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। সাতক্ষীরা পৌর ৫ নং ওয়ার্ডের বাটকেখালী গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা ব্যক্তিরা হলেন বাটখেখালী গ্রামের আনছার আলীর পুত্র সেলিম হোসেন (৩৩) ও সেলিম হোসেনের স্ত্রী শিখা পারভীন(২৫)।

আহত ব্যক্তিরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের সদস্যেরা জানান, সেলিম হোসেনের আপন ভাই আলিম এর বাড়িতে যাতায়াত করতেন আলিমের বন্ধু আলাউদ্দীন। সেই কারনে ওই বন্ধু আলাউদ্দীনকে বাড়িতে আসতে আলিমকে নিষেধ করেন সেলিম হোসেন ও তার স্ত্রী শিখা পারভীন।

কিন্তু আলিম এসব ব্যাপারে কোনো কর্ণপাত করতো না। একপর্যায় সেলিম ও তার স্ত্রী শিখা পারভীন এবিষয়ে প্রতিবাদ করায় গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সেলিম হোসেনের বাড়ির ভিতর আলিম ও তার বন্ধু আলাউদ্দীন ঢুকে সেলিম ও তার স্ত্রীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন।

এসময় স্থানীয় লোকজন ছুটে এসে তাদের হাত থেকে রক্ষা করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার।

নিজস্ব প্রতিনিধি:

The post শহরের বাটকেখালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jjoDVK

Tuesday, September 29, 2020

শ্যামনগরে অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ঢাকার সহযোগিতায় মাধ্যমিক পর্যায়ে অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ। উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে অনলাইনে কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

The post শ্যামনগরে অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3igyDOl

তালায় নারী ও শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত https://ift.tt/eA8V8J

তালা প্রতিনিধি: তালায় নারী ও শিশু সুরক্ষা কমিটির (প্রেশার গ্রুপ) সভা মঙ্গলবার সকালে তালাস্থ ভূমিজ ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নেট টু রাইটস ও দি সোয়ালজ ইন ডেনমার্ক’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রেশার গ্রুপের সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা টুম্পা।

ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী প্রধান প্রভাষক অচিন্ত্য সাহা’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য ও জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সূর্য্যকান্ত পাল, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, ইমাম আলহাজ¦ মাওলানা তাওহিদুর রহমান, ইউপি সদস্য নাসিমা ময়না, রেহেনা বেগম, ভূমিজ ফাউন্ডেশ’র প্রকল্প কর্মকর্তা শ্যামল দেবনাথ, বিবাহ রেজিস্ট্রার মো. নেসার উদ্দীন ও অন্ত্যজ নেত্রী সোমা সরকার প্রমুখ বক্তৃতা করেন। সভায়, নারী ও শিশু সুরক্ষা, জেন্ডার বৈষম্য কমানো ও পারিবারিক সহিংসতা রোধসহ করোনা ভাইরাস প্রতিরোধ’র উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

The post তালায় নারী ও শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cJ4kyH

তালায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে ডিইএফ’র মতবিনিময় https://ift.tt/eA8V8J

তালা প্রতিনিধি: নিয়োমিত সভার অংশ হিসেবে তালা উপজেলার একাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) ও মানুষের জন্য ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে সোমবার সকালে ডিইএফ’র অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

ডিইএফ’র পাওয়ার প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ডিইএফ’র প্রোগ্রাম সমন¦য়কারী ফারজানা কবির। সংস্থার ফিল্ড ফ্যসিলিটেটর বাহারুল ইসলাম’র পরিচালনায় সভায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, ইউপি সদস্য মোহাম্মাদ আলী, মোকাম আলী, জাকিয়া ইতি, মঞ্জুয়ারা খালেক, শিরিনা খাতুন, রেহেনা বেগম, মুক্তি ফাউন্ডেশন’র কো-অর্ডিনেটর সুনন্দা ভদ্র, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক জয়ন্তী রানী ও সঞ্জিবন পরিচালক শেখ শফিউল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। এসময় এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, গ্রাম আদালত সহকারী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায়, দলিত নারীদের সক্ষমতা বৃদ্ধির, সহিংসতা ও বর্ণবৈষম্য রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মানবাধিকার বাস্তবায়নের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

The post তালায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে ডিইএফ’র মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33b5gZr

কাশিমাড়ীতে মাহমুদপুর গণহত্যা দিবস পালিত https://ift.tt/eA8V8J

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে মাহমুদপুর গণহত্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে এ উপলক্ষে কাশিমাড়ী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শামীম আল মাসুদের সভাপতিত্বে প্লাকার্ড হাতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ইউনিয়ন তাঁতীলীগের কার্যালয় হতে শুরু হয়ে কাশিমাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এসএম সাহজাহান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। র‌্যালি শেষে ইউনিয়ন তাঁতীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর পাক হানাদার বাহিনীর একটি দল দুই শতাধিক রাজাকার ও আল বদরকে নিয়ে গোপালপুর উপজেলা সদর থেকে মাহমুদপুর গ্রামে গণহত্যা শুরু করে। এসময় পাক হানাদার বাহিনী শতাধিক নিরীহ মানুষ আটক করে পানকাতা গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে ব্রাশ ফায়ার করে। এদের মধ্যে ১৮জন শহীদ হন। সেই হিসেবে এই দিনটিকে মাহমুদপুর গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।

The post কাশিমাড়ীতে মাহমুদপুর গণহত্যা দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ifXpOq

শ্যামনগরে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলাধীন গাবুরা ইউনিয়নে চকবারা বাইতুন নুর জামে মসজিদের সাবেক সভাপতি জি,এম আকছেদুর রহমানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি জি,এম মাকছুদুল আলম তদন্তপূর্বক প্রতিকার চেয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বায়তুন নুর জামে মসজিদের সাবেক সভাপতি আকছেদুর রহমানের কাছে মসজিদ মুসুল্লিদের দানের ৯২ হাজার টাকা গচ্ছিত ছিলো। পরবর্তীতে গচ্ছিত টাকার হিসাব চাইলে তিনি তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে সাবেক সভাপতি আকছেদুর রহমান সম্পূর্ণ টাকা অস্বীকার করেন।

তাছাড়া তিনি মসজিদের টয়লেটের যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে মসজিদের মুসুল্লিদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবিষয়ে সাবেক সভাপতি আকছেদুর রহমানের সাথে কথা হলে সার্বিক বিষয়টি অস্বীকার করেন।

The post শ্যামনগরে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mZQz3j

যশোরের শার্শা সীমান্তে ১৩টি স্বর্ণেরবারসহ নারী আটক https://ift.tt/eA8V8J

যশোর প্রতিনিধি: বেনাপোল ভারতে পাচারকালে যশোরের শার্শা পাচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোজি ওজনের ১৩টিঁ স্বর্ণের বারসহ পপি খাতুন নামের এক নারীকে আটক করেছে বিজিবি। তিনি পুটখালি গ্রামের কালাম হোসেনের স্ত্রী।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর ই এলাহি জানান, পাটভুলোট সীমান্ত দিয়ে একটি সংঘবদ্ধ পাচারকারীদল ভারতে স্বর্ণ পাচার করছে জানতে পারে বিজিবি। মঙ্গলবার বিকালে একদল বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটক করে পপিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১কেজি ৫০০ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানায় বিজিবি। আটককৃত স্বর্ণসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

The post যশোরের শার্শা সীমান্তে ১৩টি স্বর্ণেরবারসহ নারী আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cIEsTA

আশাশুনিতে ইউএনও’র ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলিফ রেজা।

মঙ্গলবার দুপুরে তিনি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে ক্লিনিকের সকল রেজিস্ট্রার্ড ঔষধ আছে কিনা এবং সাধারণ মানুষ সঠিক সেবা পাচ্ছে কিনা তিনি তা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। কমিউনিটি ক্লিনিকের সেবা নিতে আসা সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন, আমরা এই কমিউনিটি ক্লিনিক থেকে যথেষ্ট সেবা এবং প্রয়োজনীয় ঔষধ পাচ্ছি যার ফলে আমাদের অনেক কষ্ট লাঘব হয়েছে।

 

কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সেবা গ্রহণ করবেন এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল কাজ সম্পাদন করার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বজলুর রহমান বাবু।

The post আশাশুনিতে ইউএনও’র ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2G3JEpk

জেলা পুলিশের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টায় পাটকলেঘাটা থানার কুমিরা নিউ মার্কেট চত্তরে এলাকার অবহলেতি বেদে সম্প্রদায়ের ২৩টি পরিবারের ৮৯ সদস্যের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

 

এসময় তিনি বলেন বেদে সম্প্রদায়কে সৎ কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য তাদেরকে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হবে। যাদের স্থায়ী বসবাসের জন্য কোন ঘর নেই সেই সব অবহেলতি মানুষের জন্য ঘরের ব্যবস্থা করা হবে।

 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার এএসপি মো. সাইফুল ইসলাম, এসপি সার্কেল তালা মো. হূমায়ন কবীর, পাটকলেঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, কুমিরা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।

The post জেলা পুলিশের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2S8btim

তালায় জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীদের সাথে মতবিনিময় https://ift.tt/eA8V8J

তালায় শাহাপুর পশ্চিমপাড়া জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীদের সাথে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপর ১২টায় শাহাপুর পশ্চিম পাড়া জাতীয় ছাত্র সমাজের সভাপতি শেখ রাসেলের সভাপত্বিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি, তালা সদর ইউপি সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

সাধারণ সম্পাদক ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, সহ-সভাপতি কাজী আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান, মীর কাউয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, জাপা নেতা সাংবাদিক আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, জেলা ছাত্র সমাজে প্রচার সম্পাদক কাজী এমদালুল বারী জীবন, তালা সরকারি কলেজ সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন শাহাপুর (পশ্চিমপাড়া) জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি জাহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক বাবু শেখ, ক্রীড়া সম্পাদক শামিম মোড়ল, সদস্য শান্ত বিশ^াস, সজিব সরদার।

মতবিনিময় সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা সদর ইউপি সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী করার জন্য জাতীয় ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার অভিমত ব্যাক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি

The post তালায় জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীদের সাথে মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2GdiITT

স্কুল ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: ঢাকার সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার সকালে তালা-পাটকেলঘাটা সড়কের গোপালপুর গ্রামের প্রধান সড়কের উপর ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পল্লী সমাজের সভা প্রধান অনিমা রানী রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী সমাজের সাধারণ সম্পাদক কুলছুম বেগম, কোষাধ্যক্ষ শ্যামলী রানী রায় প্রমুখ। উক্ত মানববন্ধনে স্কুল ছাত্রী নীলা রায় হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

The post স্কুল ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nabcdp

করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে বৃদ্ধের মৃত্যু https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সেমাবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন অন্তত ১০৬ জন আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন।

 

মৃত ওই বৃদ্ধ হলেন, সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাগুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৭৫)।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, শ^াসকষ্ট, ডায়াবেটিস, প্রেসার ও হার্টের সমস্যাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম গত ২৩ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তিনি আরো জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। সাতক্ষীরার সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

The post করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে বৃদ্ধের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33aZDue

মানবপাচার প্রতিরোধে মতবিনিময় https://ift.tt/eA8V8J

কলারোয়াতে মানবপাচার প্রতিরোধ কমিটির কর্মপরিধির সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা ইনসিডিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কলারোয়া উপজেলা অফিসার্স ক্লাবে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার।

ইনসিডিন বাংলাদেশ’র প্রতিনিধি সাকিবুর রহমান বাবলার সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন।

সভায় অংশগ্রহণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শোভা রায়, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশীদ, সীমান্তবর্তী চন্দনপুর, সোনাবাড়ীয় ও কেঁড়াগছি ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, এসএম মনিরুল ইসলাম ও এসএম আফজাল হোসেন, সচিব মো. আমিনুর রহমান, মো. আব্দুল আজিজ ও মো. নুরুজ্জামান, বিট পুলিশ এসআই মো. ইস্রাফিল হোসেন, কেএম রেজাউল করিম ও সুবীর কুমার ঘোষ, বিজিবি মাদরা, হিজলদি চান্দুড়িয়া ও কাকডাংগা কোম্পানি কমান্ডার মো. ওমর ফারুক ও মো. আরিফ হোসেন, এনজিও প্রতিনিধি মাহমুদুল হাসান, আল ফারুক, লতিফা আক্তার, সাংবাদিক মেহেদী নেওয়াজ, সদস্য মাসুদ রানা মিঠু ও রাজ রায়হান। প্রেসবিজ্ঞপ্তি

The post মানবপাচার প্রতিরোধে মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2G9xV8C

করোনা সম্পর্কে সচেতনতার জন্য জেলা প্রশাসনের সাথে সংলাপ https://ift.tt/eA8V8J

মঙ্গলবার অগ্রগতি সংস্থার আয়োজনে অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে কোভিড-১৯ সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করার জন্য যৌথ উদ্যোগ গ্রহণে জেলা প্রশাসনের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, টিটিসি’র অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস ইনচার্জ শেখ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আলাউদ্দীন ফারুকী প্রিন্সসহ আরও অনেকে। সংলাপ সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ। প্রেসবিজ্ঞপ্তি

The post করোনা সম্পর্কে সচেতনতার জন্য জেলা প্রশাসনের সাথে সংলাপ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3n1pw7E

জিএম স্পর্শের মহতি উদ্যোগ https://ift.tt/eA8V8J

দেবহাটা উপজেলাতে যারা গরীব, অসহায় ব্যক্তি চিকিৎসা এবং শিক্ষার্থীরা কলেজ, ভার্সিটিতে ভর্তি ও চাকরি সংক্রান্ত বিষয়ে ঢাকাতে যাবেন, তাদের জন্য কমপক্ষে দুই তিন দিনের বিনামূল্যে থাকা ও খাওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। স্পর্শ বলেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জিএম সৈকতের সহযোগিতায় ইতিমধ্যে ঢাকাতে দুটি রুম নেয়া হয়েছে। বিপদগ্রস্থ মানুষের সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ।
পর্যায়ক্রমে সাতক্ষীরার সব উপজেলায় এই সুবিধার আওতায় আনার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।

The post জিএম স্পর্শের মহতি উদ্যোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kYbS3v

দেবহাটায় মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরির অভিযোগে ৩ জন আটক https://ift.tt/eA8V8J

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে ২জনসহ মোট ৩জনকে আটক করা হয়েছে। আটককৃত সকল আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে ২৯-০৯-২০২০ তারিখে এসআই আসিফ মাহমুদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানা সদর এলাকা থেকে পিকআপযোগে মোবাইল টাওয়ারের ব্যাটারী ও জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জামাদী চুরি করে নিয়ে যাওয়ার সময় আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।

আটককৃতরা হলো খুলনার দৌলতপুর থানার মহেশ^রপাশা এলাকার আলম মোল্লার ছেলে আসলাম মোল্লা (৩৪) ও একই এলাকার আনোয়ার মল্লিকের ছেলে রুবেল মল্লিক (৩২)। তাদের নিকট থেকে ৬টি ব্যাটারী ও জেনারেটর যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়। চোরাই ব্যাটারী, জেনারেটর উদ্ধার।

 

এছাড়া বিশেষ অভিযান পরিচালনাকালে ২৮-০৯-২০২০ তারিখ এসআই নয়ন কুমার চৌধুরী দেবহাটা থানাধীন সিআর ৪১/২০ (দেব:) পি-১৫৯/২০, পি-১৬১/২০, পি-১৬২/২০ এর আসামী আব্দুর রশিদ (৫৭), আব্দুর রহমান (৩৩) ও রহিমা বেগমকে গ্রেপ্তার করেন।

The post দেবহাটায় মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরির অভিযোগে ৩ জন আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3idR5Y2

আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী https://ift.tt/eA8V8J

মহামারী করোনা মোকাবেলায় দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

 

এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে জাতিকে খাদ্য সংকট থেকে রক্ষায় কৃষকদের মনোবল বৃদ্ধির পাশাপাশি ফসল উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে নগদ আর্থিক সহায়তা ও উন্নত মানের ফল ও সবজির বীজ। এছাড়াও প্রায় প্রতিদিনই দেশের প্রত্যন্ত অঞ্চলে হত দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা। করোনা মোকাবেলায় সেনাবাহিনী নিজস্ব অর্থায়নে ত্রাণ তৎপরতা, গণপরিবহন মনিটারিং, সচেতনতামূলক প্রচারণা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ সকল প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের মানুষদের বন্যা এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে খুলনার বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। প্রেসবিজ্ঞপ্তি

The post আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2EIezGQ

শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি! https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: শহরে আবারও একের পর এক চুরির ঘটনা ঘটছে। চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্নতায় রাত কাটছে শহরবাসির। অথচ এ এলাকায় রয়েছে পুলিশ ফাঁড়ি। পৌরসভার ইটাগাছা পূর্বপাড়া, গড়েরকান্দা, কুখরালি, চালতেতলা, কামালনগর এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে জানান বাসিন্দারা।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে ইটাগাছা পূর্বপাড়ার ইয়াসিন মোল্যা বাবুর চায়ের দোকান থেকে চার্জার ব্যাটারি, একইরাতে ওই এলাকার মারুফ হোসেনের বাড়ি থেকে বাইসাইকেল চুরি হয়। একই রাতে পাশের ঢালী বাবুর বাড়ি থেকে হাঁস চুরি হয়। এছাড়া রবিউল ইসলামের বাড়ি থেকে হাঁস চুরির সময় স্থানীয় টের পায়। এসময় চোর হাঁস ফেলে পালিয়ে যায়।
রবিবার একই এলাকার ই¯্রাফিলের বাড়িতে চুরি হয়। এর আগে ইটাগাছা পূর্বপাড়ার গণেশ পালের বাড়ি থেকে কার্তিক পালের ইজিবাইকের ব্যাটারি, ফ্যান ও অন্যান্য জিনিষপত্র চুরি হয়। এছাড়া গড়েরকান্দা বুশরা প্রিক্যাডেট স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এভাবে প্রায় প্রতি রাতে কোন না কোন বাড়িতে ঘটছে চুরির ঘটনা। এলাকাবাসি এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

The post শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33ddQa7

আশাশুনির শরবত হত্যা মামলার চেয়ারম্যান ডালিম ঢাকায় গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরবত মোল্যা হত্যা মামলার প্রধান আসামী খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমকে পুলিশ গ্রেপ্তার করেছে।

 

সোমবার দিবাগত রাত একটার দিকে তাকে ঢাকার খিলখেত থানাধীন একটি ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ এপ্রিল গদাইপুর বিলে মঞ্জুরুল মোল্যার চিংড়ি ঘেরের দু’কর্মচারিকে বেঁধে রেখে মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ দিলে ক্ষুব্ধ হন গদাইপুর গ্রামের মোজাহার সরদারের ছেলে শাহানেওয়াজ ডালিম ওরফে ডালিম ডাকাত। এরই জের ধরে ডারিমের দু’ভাই ও তাদের লোকজন ৯ এপ্রিল সবেবরাতের রাতে গদাইপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরবৎ মোল্যা ও মঞ্জুরুল মোল্যার চিংড়ি ঘেরে লুটপাট চালায়। ১০ এপ্রিল সকালে ওই মাছ চেয়ারম্যান, তার ভাই গদাইপুর মাছের সেটে বিক্রি করতে গেলে শরবত মোল্যার সঙ্গে বচসা বাঁধে। এনিয়ে হাতাহাতিও হয়। একপর্যায়ে চেয়ারম্যান তার ভাই টগরকে হত্যার চেষ্টা করা হয়েছে এমন প্রচার দিয়ে তার পক্ষের লোকজনকে সংগঠিত করে শরবত মোল্যাকে তার বাড়ির পাশের পুরাতন কবরস্থানের পাশে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ডালিম ও তার লোকজন। শরবতকে রক্ষায় এগিয়ে গেলে স্ত্রী শরিফা খাতুন ও প্রতিবেশি আরিফা খাতুন, তুয়ারডাঙার সুবিমল বিশ্বাসসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। ভাঙচুর করা হয় তাদের বাড়িসহ পাঁচটি বাড়ি। শুক্রবার সকালে তার দু’ছেলে সবুজ ও শিমুল, তাকে ও স্বামীকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পওে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। ১১ এপ্রিল গভীর রাত একটার দিকে শরবৎ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় গ্রামের ক্ষুব্ধ মানুষজন ডালিম ও তার কয়েকজন সহযোগী বাড়ি ভাঙচুর করে। নিহত শরবতের ছেলে সবজু বাবাকে হত্যার অভিযোগে ১১ এপ্রিল শনিবার রাতেই ডালিমকে প্রধান আসামী করে ৫৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। রাতেই পুলিশ চেয়ারম্যানের ভাই জুলফিকার জুলি, আব্দুস সালাম বাচ্চুসহ ১০জনকে গ্রেপ্তার করে।

জুলি ও বাচ্চুকে রিমা-ে নেয় পুলিশ। ডালিম চেয়ারম্যানের ভাইআহসান হাবিব টগরের উপর হামলা ও চেয়ারম্যানের বাড়ি ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যানের ভাই ওবায়দুল্লাহ ডাবলু বাদি হয়ে থানায় পৃথক দু’টি মামলা করেন। মামলা দু’টিতে শরবতের ছেলে সবুজ, শিমুল ও কয়েকজন সাক্ষীকে অসামী করা হয়। অসামী করা হয়েছে ডালিমের বিরুদ্ধে ইতোপূর্বে দায়েরকৃত কয়েকটি মামলার বাদিদেরকেও। এছাড়াও এক মুক্তিযোদ্ধা নুরুল শেখের স্ত্রী জামেলা বাদি হয়ে তার বাড়ি ঘর ভাঙচুরের ঘটনায় আরো একটি মামলা দায়ের করেন।

জানতে চাইলে মামলার সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেতা শরবৎ হত্যা মামলার আসামী শাহানেওয়াজ ডালিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে সাতক্ষীরায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

The post আশাশুনির শরবত হত্যা মামলার চেয়ারম্যান ডালিম ঢাকায় গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2G8TBBK

দেশে একদিনে ২৬ মৃত্যু, আক্রান্ত দেড় হাজারের কম https://ift.tt/eA8V8J

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনের।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৬২৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

The post দেশে একদিনে ২৬ মৃত্যু, আক্রান্ত দেড় হাজারের কম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/347Uy5k

বিভীষাকার সেই ক্রাইস্টচার্চে খেলবে বাংলাদেশ https://ift.tt/3ie5OlF

আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী বছরের ১৭ মার্চ ক্রাইস্টচার্চের হেগলি ওভালে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে রয়েছে। এই ক্রাইস্টচার্চের নাম উচ্চারিত হলেই বুক কেঁপে ওঠে বাংলাদেশের ক্রিকেটারদের।

ক্রাইস্টচার্চে হামলা থেকে বেঁচে পার্কের মধ্য দিয়ে হেটে যাচ্ছেন টাইগাররা

ক্রাইস্টচার্চে হামলা থেকে বেঁচে পার্কের মধ্য দিয়ে হেটে যাচ্ছেন টাইগাররা

কারণ টাইগার দলের গেল নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। স্থানীয় দু’টি মসজিদে জুমার নামাযের জন্য অপেক্ষা থাকা মুসল্লিদের এলোপাথাড়ি গুলি করে খুন করে এক সন্ত্রাসী। এর মধ্যে একটি মসজিদে জুমার নামায পড়তে যাচ্ছিলেন তামিম-মুশফিকরা। সেই ভয়ংকর স্মৃতিকে মাথায় রেখে আবারো নিউজিল্যান্ড সফরে যেতে হবে টাইগারদের।

ক্রাইস্টচার্চে মসজিদে সেই সন্ত্রাসী হামলায় ৫১জন মুসলিমের মৃত্যু ও ৪০জন আহত হন।

গেল বছরের ১৫ মার্চ দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনের নামার আগে জুমার নামায আদায় করতে হেগলি ওভালের বিপরীতে অবস্থিত আল নুর মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছিলো বাংলাদেশ দল। এর মধ্যে ঐ মসজিদে প্রবেশ করে বন্দুক দিয়ে গুলি বর্ষন শুরু করেন সন্ত্রাসী।

ক্রাইস্টচার্চে হামলার পর নিরাপদে টাইগাররা

ক্রাইস্টচার্চে হামলার পর নিরাপদে টাইগাররা

বাংলাদেশের খেলোয়াড়রা মসজিদে প্রবেশের কয়েক মিনিট আগে এক মহিলা দৌঁড়ে যাবার সময় তামিম-মুশফিকদের সর্তক করে বলেন, সামনে গোলাগুলি হচ্ছে। তাতেই সর্তক হয়ে যায় বাংলাদেশ দল। তাদের বিপদমুক্ত করতে সহায়তা করেন ঐ মহিলা। এতে খেলোয়াড়রা বিস্মিত হয়েছিলো এবং বাসের মেঝেতে শুয়ে নিজেদের রক্ষার চেষ্টা করে।

ঐ ঘটনায় যদিও কোন খেলোয়াড়ের ক্ষয়ক্ষতি হয়নি এবং টেস্ট পরিত্যক্ত ঘোষণার পরদিনই দেশে ফিরেছিলো দল। কিন্তু ঐ দুঃস্মৃতি দীর্ঘদিন তাড়া করে বেড়িয়েছে খেলোয়াড়দের।

ঐ দিন হামলা থেকে বেঁচে যাওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, এটা ছিল আমার দেখা সবচেয়ে জঘন্য হামলা।  এটা আমাকে এত কস্ট দিয়েছিল এবং সেই দুঃস্মৃতি দীর্ঘদিন আমাকে তাড়া করেছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহি ডেভিড ওয়াইট জানান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য এখনো সরকারের অনুমোদন পায়নি, তবে সিরিজের ব্যাপারে তারা আশাবাদি।

ক্রাইস্টচার্চে হামলা থেকে বেঁচে পার্কের মধ্য দিয়ে হেটে যাচ্ছেন টাইগাররা

ক্রাইস্টচার্চে হামলা থেকে বেঁচে পার্কের মধ্য দিয়ে হেটে যাচ্ছেন টাইগাররা

গেল সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য সবুজ সংকেত দেয় নিউজিল্যান্ডের সরকার। করোনা কারণে দেশের পরিস্থিতি বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে সেখানে পৌঁছে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ওয়াইট বলেন, ‘আমি আজ এ ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। গত ছয় মাস ধরে অনিশ্চিয়তা ও সমস্যার মধ্যে কেটেছে। এই জটিল পরিস্থিতিতে প্রক্রিয়াটি চালিয়ে যেতে আমরা নিউজিল্যান্ড সরকারের কাছে ঋণী।

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দু’টি করে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এছাড়াও দু’টি দলের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি সিরিজও খেলবে কিউইরা।

The post বিভীষাকার সেই ক্রাইস্টচার্চে খেলবে বাংলাদেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ifjD3l

দেশে একদিনে ২৬ মৃত্যু, আক্রান্ত দেড় হাজারের কম https://ift.tt/eA8V8J

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনের।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৬২৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

The post দেশে একদিনে ২৬ মৃত্যু, আক্রান্ত দেড় হাজারের কম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2EJeZwN

করোনাকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের বিষয়ে প্রতিবেদন চাইলেন প্রধানমন্ত্রী https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস মহামারির পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কী কী ধরনের কাজ করেছে, সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোভিড-১৯ এর সময়কালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কী করেছে, সে বিষয়ে তারা  একটি রিপোর্ট দিয়েছে কেবিনেটে।’

তিনি বলেন, ‘সেই সময়ে আমরাও অংশগ্রহণ করি এবং জানাই যে, পররাষ্ট্র মন্ত্রণালয় কী করেছে। আমরা সমন্বয় করে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র, ত্রাণ, বিমান, আর্মড ফোর্সেস ডিভিশন, কৃষি, অনেকের সঙ্গে আমরা বৈঠক করেছি। যে সমস্যা তৈরি হয়েছে— সেটি সমাধানের চেষ্টা করেছি।’

বিদেশে যাতে বাংলাদেশিরা না খেয়ে থাকে তারজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং বিভিন্নজনের সঙ্গে বৈঠক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যখন ভয় ছিল অনেক লোক আসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ১০ শতাংশ লোকও আসছে না।’

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সব শুনে বললেন— ‘আপনারা অনেক ভালো কাজ করছেন। এটি আপনারা জনগণকে জানান না কেন? একটি প্রতিবেদন দেন। কারণ, এটি একটি ঐতিহাসিক রেকর্ড হিসেবে থাকবে।’ তিনি বলেছেন, ‘আপনারা একটি প্রতিবেদন দেন কী কী কাজ করেছেন।’

সৌদি আরব সংকট

সৌদি আরবে প্রবাসীদের সংকট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা যাওয়ার তারা চলে যাচ্ছেন। কিছু কিছু লোককে তাদের চাকরিদাতারা নিতে চাচ্ছেন না। ফলে তারা কোনও ক্লিয়ারেন্স পাচ্ছে না। অর্থাৎ চাকরিদাতারা তাদের এখন চাকরি দিতে চাচ্ছেন না। কিন্তু বাকি লোকেরা যাচ্ছেন এবং টিকিটও পাচ্ছেন। অনেক ফ্লাইট চালু হয়েছে।’

The post করোনাকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের বিষয়ে প্রতিবেদন চাইলেন প্রধানমন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33bxkf9

সাতক্ষীরার মাধবকাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৩ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটিতে মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রলিটি জব্দ করেছে।
নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনী এলাকার মোফাব্বর আলীর ছেলে রাকিবুর রহমান (২৪) ও শহরের মুনজিতপুর এলাকার আমজেদ আলীর ছেলে মোখলেছুর রহমান (২৮)।
আহতরা হলেন, শহরের বদ্দিপুর কলোনী এলাকার শামসুর রহমনের ছেলে আসাদুল ইসলাম ও সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে শাহজান কবিরসহ তিন জন। আহতদের মধ্যে আসাদুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য দুই জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মাটিবহনকারী ট্রলিটি মাধবকাটি বাজার মোড় পেরিয়ে প্রধান সড়কে উঠছিল। এ সময় যশোর অভিমুখে যাওয়া তিন আরোহীসহ একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই জন। এ সময় আহত হন আরো তিন জন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জব্দ করা হয়েছে ট্রলিটি।

পত্রদূত ডেস্ক:

The post সাতক্ষীরার মাধবকাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৩ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jdRYRC

Monday, September 28, 2020

আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবসে ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে ফটোগ্রাফি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বিআরডিবি হল রুমে ‘সবে মিলি এক সাথে-সৌহার্দ্য ও শান্তির পথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্রগতি সংস্থার বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় ও পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় পিস ক্লাবের আয়োজনে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান।

 

প্রকল্পের ফিল্ড অফিসার ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ^জিৎ কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, প্রচার সম্পাদক আকাশ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সদস্য মইনুল ইসলাম প্রমুখ।

The post আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবসে ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36j0ATh

কালিগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুর রাশেদ ঢালীর রূহের মাগফিরাতে দোয়া https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও পারুলগাছা প্রগতি সংঘের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাশেদ ঢালীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ জোহর উপজেলার পারুলগাছা গ্রামে মরহুমের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের কর্মময় রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করেন চৌমুহনী দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুস সামাদ, মরহুমের বড় ভাই অবসরপ্রাপ্ত ওসিএলএসডি আব্দুর রশিদ ঢালী প্রমুখ। চাঁচাই রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইউনুস আলীর সঞ্চালনায় মিলাদ মাহফিল পরিচালনা ও মরহুম আব্দুর রাশেদ ঢালীর রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন পানিয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা রবিউল ইসলাম।

 

এসময় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার, দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্যা কলেজের সহকারী অধ্যাপক আজিজুর রহমান, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব, ৩নং ওয়ার্ডের মেম্বার আফসার উদ্দীন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চুসহ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

The post কালিগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুর রাশেদ ঢালীর রূহের মাগফিরাতে দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iik7G0

কালিগঞ্জের রতনপুরে ছাত্রলীগের এক নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দীন বাপ্পীসহ ৪জনকে কুপিয়ে জখমের অভিযোগে উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া এলাকায়। এঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রতনপুর ইউনিয়নের তেরুলিয়া গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে সাজ্জাত হোসেন (৩৮) গং এর সাথে ওই এলাকার মৃত আব্দুল জব্বার তরফদারের ছেলে মুজিবর রহমানের জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে গত গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে সাজ্জাত হোসেন গং পূর্বপরিকল্পিতভাবে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে মুজিবুর রহমানের মৎস্যঘেরে প্রবেশ করে নেটজাল দিয়ে মাছ ধরে আত্মসাৎ করতে থাকে।

 

এসময় মুজিবর রহমানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন বাপ্পীসহ তার সাথে কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে সাজ্জাত হোসেন গং ছাত্রনেতা বাপ্পীসহ তার সাথে থাকা টিএম আল মামুন, ফারুক হোসেন ও নাজমুল হোসেনকে কুপিয়ে জখমসহ হত্যা চেষ্টা করে। এসময় তারা একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে আত্মসাত করে। পরবর্তীতে সাজ্জাত গং নাজমুল হোসেনকে প্রাণনাশেন ভয় দেখিয়ে ১শ’ টাকার নন-জুডিশিয়াল ৩ টি সাদা স্ট্যাম্পে ও কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর করে নেয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post কালিগঞ্জের রতনপুরে ছাত্রলীগের এক নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30hxsbb

দেবীশহর সোসাইটির নির্বাচন সম্পন্ন https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটার দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং সোসাইটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দেবীশহরস্থ সোসাইটির কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে উক্ত নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে শরৎ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক পদে তার আপন সহোদর সুভাস চন্দ্র ঘোষ বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতায় উত্তম কুমার ধাড়া নির্বাচিত হন। আর সদস্য পদে প্রতিদ্বন্দীতাকারী ৮জন প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে জয়ন্ত অধিকারী, রবীন্দ্রনাথ ব্যানার্জী, লক্ষণ বাগ, ধীরেন্দ্র নাথ সরকার, সিরাজুল ইসলাম লক্ষী, হারুন অর রশিদ ও গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৭৩ জন ভোটারের মধ্যে ২৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

The post দেবীশহর সোসাইটির নির্বাচন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jbeYk1

জয়নগর ইউপি চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল https://ift.tt/eA8V8J

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল-মাসুদ (বাবু)সহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, মারধর ও ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার।

 

তদন্ত প্রতিবেদনে স্বাক্ষীগণ তাদের জবানবন্দিতে জানান, বিগত ১৭জুন তারিখে রাত ৮টার দিকে আসামী শামছুদ্দিন আল-মাছুদ (বাবু)সহ আসামী উপজেলার মানিকনগর গ্রামের আজিবর গাজির ছেলে ইউপি মেম্বর আমিরুল ইসলাম (৩৫), একই গ্রামের বাবু সানার ছেলে আবু তালেব (৫০), কাদের গাজির ছেলে মুস্তাজুল (৩০), বিলাত মোড়লের ছেলে শাহিনুর (৩২) ও মানিহার গাজির ছেলে আলম গাজি(৩৫)একযোগে বাদিনীসহ তাদের চার বোনের শ্লীতাহানীর জন্য জাপটাইয়া ধরেএবং অসৎ উদ্দেশ্যে যৌন কামনা চরিতার্থ করিবার জন্য বাদিনীসহ স্বাক্ষীদের পরিধানের কাপড় ছিড়ে তাদের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে এবং ধর্ষণে ব্যর্থ হয়ে তারা বাদিনীসহ স্বাক্ষীদের লোহার রড ও ধারালো অস্ত্রসহ আঘাত করে। বাদিনীসহ স্বাক্ষীগণ মারত্মকভাবে জখম হয় বলে তারা জানান এবং হাসপাতালের সার্টিফিকেট প্রদর্শন করেন। আসামী মোস্তাজুল স্বাক্ষী ফাতেমা খাতুনের নিকট থেকে অপ্পো এফ-১৫ মোবাইল, স্বর্ণের চেইন, স্বর্ণের হার ছিনিয়ে নেয় এটা স্বাক্ষীরা তাদের জবানবন্দিতে উল্লেখ করেছেন। বাদিনী কলারোয়া থানায় এজাহার দায়ের করতে গেলে প্রত্যাখাত হয়েছে কিনা এবিষয়ে কলারোয়া থানা কর্তৃপক্ষ বিষয়টি অস্পষ্ট বলে জানান। মামলাটি অধিকতর সুস্পষ্টকরণের জন্য তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন সরেজমিনে তদন্তে যান। তদন্তে স্থানীয় জনগণ ঘটনা সর্ম্পকে জানান, আরজিতে উল্লেখিত ঘটনা ঘটেছে বলে তাদের জানা নেই। তবে কার্যক্ষেত্রে আসামী শামছুদ্দিন আল-মাসুদ (বাবু) মাঝে মধ্যে এই এলাকায় আসতো এটা আমরা জানি।

উল্লেখ্য, কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের আব্দুর রশীদ গাজির মেয়ে বেবী আক্তার বাদী হয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে জয়নগর ইউপি চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামছুদ্দীন আল মাসুদ বাবুসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে ১৮১ নং পিটিশন মামলা দাখিল করেন। পিটিশনটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক তদন্তকারি কর্মকর্তা মামলাটি তদন্ত করে তাঁর অফিসের ৪১.০১.৮৭৪৩.০০০.১৬.০২০.১৬.১৮৪ নং স্মারকে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

The post জয়নগর ইউপি চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3n0WYve

কপিলমুনিতে জেলা পরিষদ সদস্য নাহার আক্তারকে সম্পত্তি থেকে উচ্ছেদ ও মানহানীর চেষ্টা! https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের ক্রয়কৃত সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ ও সম্মানহানির চেষ্টা করছে প্রতিপক্ষ সাত্তার গোলদার। শুধু তাই নয়, সাত্তার গোলদার নিজের ক্ষমতা জাহির করে আদালতের ১৪৪ ধারার ভঙ্গ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

রবিবার বিকাল ৪টায় জেলা পরিষদ সদস্য নাহার ঘটনার আলোকে কপিলমুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উক্ত পরসম্পদ লোভী সাত্তার গোলদারের বিচার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সম্প্রতি একটি অফিসগৃহ নির্মাণের জন্য পাইকগাছা উপজেলার মামুদকাটি বাজারে নজরুল জোয়ার্দারের ভোগ দখলীয় দোকানঘরসহ একখন্ড সম্পত্তি ক্রয় করি। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমার প্রতিপক্ষ সাত্তার গোলদারের উপস্থিতিতে আমিন দিয়ে মেপে আমার দখল বুঝিয়ে দেন জমি মালিক নজরুল জোয়ার্দার। এমতাবস্থায় পাকা পিলার দ্বারা জমির আইল সীমানা নির্ধারণ পুর্বক সেখানে ভোগদখল করাকালে পার্শ^বর্তী প্রভাবশালী জমিমালিক সাত্তার গোলদার আমাকে দখল থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠে। বর্তমানে সাত্তার গোলদার একটি ষড়যন্ত্র মূলকভাবে ১৪৪ ধারার মামলা করেই আমার আইল সীমানা নির্ধারণের সীমানা পিলার রাতের আঁধারে তুলে ফেলে ১৪৪ ধারার আদেশ নিজেই ভঙ্গ করেছে। একইভাবে চরম শান্তিভঙ্গের পায়তারা করছে। এমতাবস্থায় উক্ত জায়গার বিরোধকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতির আশংকা রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

তপশীল সম্পত্তির বিবরণে তিনি বলেন, আমার বৈধ ও ক্রয়কৃত সম্পত্তির কাগজপত্রের বর্ণনার আলোকে পাইকগাছা উপজেলার মামুদকাটি মৌজার সাবেক খতিয়ান নং ১২৯ এর আটআনা অংশে মোট ১.১০ শতক জমি উজির আলী গোলদারের নামে চুড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়। এরপর বিআরএস ৯৬ খতিয়ানে উজির আলীর নামে উক্ত জমির রেকর্ড চুড়ান্ত করা হয়। উজির আলীর মৃত্যুঅন্তে ২ পুত্র সবুর গোলদার ও আমার প্রতিপক্ষ সাত্তার গোলদার ও ৩ কন্যা মমতাজ বেগম, সকিনা বেগম ও সরবানু খাতুনকে রেখে যান। যে সম্পত্তির পজিশান সমানভাবে বণ্ঠন হওয়ার কথা। কিন্তু ধুর্ত ও দুর্ধর্ষ সাত্তার গোলদার উক্ত জমির পজিশান জোরপূর্বক দখল করে দোকান নির্মান করে পজিশান গুলি দখলে নিয়েছে। আপন ভাই সবুর গোলদারের পজিশানগুলি আত্মসাত এর পায়তারা করছে। তার আপন ভাই সবুর গোলদার বিগত ৯-১২-০৪ তারিখে দু’পুত্র আলতাফ হোসেন গোলদার, আতাউর রহমান গোলদার টুটুল ও ভাগনে নজরুল ইসলাম জোয়াদ্দার কে দানপত্র মুলে উক্ত ৪৭৫ দাগের সম্পত্তি তুল্যাংশে হস্তান্তর করেন। এরপর ভাগনে নজরুল ইসলাম উক্ত জমির মিউটেশন করে রেকর্ড প্রস্তুত করেন। যাহা গত ২৯-১১-১৮ তারিখ আদেশে উজির আলী গোলদারের নাম ও অংশ হতে কর্তন পুর্বক নজরুল ইসলাম জোয়াদ্দারের নামে আরএস ৯৬ খতিয়ানের ৪৭৫ দাগের মধ্যে ০.০১৬৬ শতক জমির রেকর্ড প্রস্তুত হয়। উক্ত ০.০১৬৬ শতক সম্পত্তি নজরুল জোয়ার্দারের কাছ থেকে খরিদা সুত্রে প্রাপ্ত হয়ে আইল সীমানা নির্ধারণপূর্বক সেখানে ভোগদখল করাকালে প্রতিপক্ষ সাত্তার গোলদার আমাকে নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে উক্ত সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা করে চলেছে। উল্লেখ্য যে, আমি উক্ত সম্পত্তি ন্যায্য মুল্যে ক্রয় করার কারণে সে ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্র মুলকভাবে মিথ্যা মামলা ও কাহিনী উপস্থাপন করে আমাকে দখলচ্যুতি ঘটানোর অপচেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি সাত্তার গোলদার বাহুবলে আমার দখলে থাকা দোকানঘর জবরদখল করার হুমকি প্রদান করলে আমি গত ১৩ সেপ্টম্বর সাত্তার ও তার ছেলেকে আসামী করে পাইকগাছা থানায় একটি অভিযোগ করি। যার নং-৬৩৫। যার প্রেক্ষিতে থানা পুলিশ বিষয়টি মিমাংসার স্বার্থে তাকে নোটিশ করলেও তারা সেখানে হাজির হয়নি।

 

পরবর্তীতে আমি নিরুপায় হয়ে আদালতে সাত্তার সহ ৫ জনের বিরুদ্ধে ১৪৪ ধারার একটি মামলা করি। সে ক্ষেত্রে আদালত আমলে নিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে আমার সাইনবোর্ডসহ আইল সীমানা পিলার ভেঙে গুড়িয়ে দেয় সাত্তার বাহিনী। জেলা পরিষদ সদস্য নাহার প্রশ্ন রেখে বলেন, আমি কি উক্ত জমি জবর দখল করেছি? নাকি আমার বৈধ কাগজপত্র আছে? বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

The post কপিলমুনিতে জেলা পরিষদ সদস্য নাহার আক্তারকে সম্পত্তি থেকে উচ্ছেদ ও মানহানীর চেষ্টা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30hYPSq

আশাশুনির কাদাকাটি সরকারি প্রাইমারি স্কুলে অভিভাবক সদস্য নির্বাচন https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পুরুষ অভিভাবক পদে আমিনুর রহমান ও সব্রত কুমার দাশ এবং মহিলা অভিভাবক পদে আজমিরা খাতুন (মিনুকা) ও রেকছনা খাতুন নির্বাচিত হয়েছেন।

 

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত অভিভাবক সদস্য পদে নির্বাচনে সর্বমোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দাায়িত্ব পালন করেন, সহকারী শিক্ষা অফিসার গৌরঙ্গ গাইন। সহকারী প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন, আবু সেলিম ও শাহজাহান আলী।

The post আশাশুনির কাদাকাটি সরকারি প্রাইমারি স্কুলে অভিভাবক সদস্য নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3n2eGOL

আশাশুনিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস পালনের লক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী ছাইফুল ইসলাম, একাউন্টস অফিসার শেখ তাজুল আযম, মহিলা ও শিশু বিষয়ক অফিসার ছাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

The post আশাশুনিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3n10JR5

সাংবাদিক কচির বোনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার দ্য এডিটর্স এর সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচির একমাত্র বোন মোছা. আনোয়ারা খাতুন (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজেউন)। শনিবার খুলনায় চিকিৎসাধী অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আনোয়ারা খাতুন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক বর্তমান ও বাংলাদেশ নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ ও সদস্য বাংলানিউজের সাতক্ষীরা প্রতিনিধি শেখ তানজির আহমেদ’র ফুফু।

 

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্য। প্রেসবিজ্ঞপ্তি

The post সাংবাদিক কচির বোনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36daLIW

শ্যামনগরে কৃষক সমাবেশ https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নবলোকের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপত্বিতের কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসনাত, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এসএম মোস্তফা কামাল, উপসহকারী কৃষি কর্মকর্তা নূরুজ্জামান, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু নবলোক প্রকল্প কর্মকর্তা মো. আবু কাসেদ, প্রকল্প সমন্বয়কারী আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কৃষক সমাবেশে কৃষকদের কৃষি কাজে আধুনিকতায় উদ্বুদ্ধ করণ, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার আগ্রহ সৃষ্টি, জলবায়ু প্রভাবের ফলে খাপ খাওয়ানো কৌশল আয়ত্ব করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা ও কৃষি বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শ ও সহায়তা গ্রহণ করা।

The post শ্যামনগরে কৃষক সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2HF8yfi

পাইকগাছায় তথ্য অধিকার দিবস ও ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, তথ্যসেবা কর্মকর্তা তম্বী দাশ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, জয়া রানী রায়, উত্তরণ সফল প্রকল্পের নাজমুল বাশার ও আন্দ্রীয় ডি রোজারিও প্রমুখ।

 

এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

The post পাইকগাছায় তথ্য অধিকার দিবস ও ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/344ndbj

মাঠ পর্যায়ে প্যারেন্টাল কন্ট্রোল প্রযুক্তি পৌঁছাতে এ্যাডভোকেসি মিটিং https://ift.tt/eA8V8J

সোমবার অগ্রগতি সংস্থার আয়োজনে ট্রেনিং সেন্টারে মাঠ পর্যায়ে প্যারেন্টাল কন্ট্রোল প্রযুক্তি পৌঁছানোর জন্য টেকনিক্যাল এক্সপার্ট, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার অনলাইনের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ প্রকল্পের আওতায় এই এ্যাডভোকেসি মিটিংয়ের আয়োজন করা হয়।
মিটিংয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টোগো কোম্পানির সিও শেখ শরীফ হাসান, এডিটর মো. জাহিদুর রহমান, কম্পিউটার এক্সপার্ট ও ইন্টারনেট সেবা প্রদাণকারী হিসেবে মো. আবুল হোসেন, নাসির হোসেন, মাহমুদুর রহমান, আতিকুর রহমান, শাহরিয়ার হোসেন, ইফতেকার আলমসহ আরও অনেকে। মিটিংয়ে বিভিন্ন এলাকা থেকে যুব প্রতিনিধিরাও উপস্থিত ছিল।

এমনকি ওয়েবসাইটও ঝুঁকির মধ্যে পড়ে। এই যে সামগ্রিকভাবে ঝুঁকিটা বাড়ছে, এই ঝুঁকিটা কমানোর অন্যতম উপায় হচ্ছে সচেতনতা। এই সচেতনতার জায়গাটাকে, বিশেষ করে নতুন প্রজন্মের জন্য আমার এই প্যারেন্টাল গাইডেন্স। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্ল¬াহ সোহাগ।

The post মাঠ পর্যায়ে প্যারেন্টাল কন্ট্রোল প্রযুক্তি পৌঁছাতে এ্যাডভোকেসি মিটিং appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kSVCke

ডুমুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড় ১জন নিহত ও ১আহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালি টার্নিং পয়েন্টে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্র জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা নম্বর বিহীন একটি পালসার মোটরসাইকেল যোগে তিন জন আরোহী চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনা স্থলে পৌছুলে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে টার্নিং স্থানে সড়কের পাশে থাকা পিলারের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল চালক পাইকগাছা উপজেলার সাহাপাড়া এলাকার মৃত, চিত্তরঞ্জন সরকারের ছেলে দেবব্রত সরকার (৪০) ঘটনা স্থলে তার মৃত্যু হয়। সাথে থাকা দুই আরোহীর মধ্যে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বারইখালি এলাকার মৃত আব্দুল গনি খানের পুত্র সেলিম খান (৪৫) গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতের উদ্ধার করে।

এ প্রসংগে খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা জানান, আহতকে করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়া হয়েছে।

The post ডুমুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jdzXTh

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হোন: উপাচার্য https://ift.tt/30f0jwU

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ, বৃক্ষরোপন, কেক কাটা, কর্মচারীদের মধ্যে পুনর্ব্যবহার উপযোগী মাস্ক বিতরণসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। অনুষ্ঠানে অতীতে নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের প্রতি আহ্বান জানান যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যবিপ্রবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

যবিপ্রবিতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা ছাত্রী হল প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে। এ সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব। এরপর শেখ হাসিনা হল প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়ার চারা রোপন করা হয়।

সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলো প্রাঙ্গণে দুটি ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়। সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে যবিপ্রবি শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটে। এ সময় যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সহসভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির সকল সদস্যের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আসুন আমরা অতীতের সকল ভেদাভেদ ভুলে যাই। বাংলাদেশের মধ্যে এ বিশ্ববিদ্যালয়কে একটি অনুকরণীয় বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলি। দেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। এ বিশ্ববিদ্যালয়কে এমন একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলি, যে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধু তনয়াকে ভালোবাসে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিক্ষকগণ আপনারা এক হোন। তাহলেই এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। তা না হলে বিশ্ববিদ্যালয় এগোবে না। আলোচনা পর্ব শেষে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান।

বেলা ১১টায় প্রশাসনিক ভবনের নিচে যবিপ্রবি কর্মকর্তা সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে উন্নতমানের পুনর্ব্যবহার উপযোগী মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। এ সময় কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ রেজা, অর্থ সম্পাদক পার্থ সারথি দাস, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা মছুয়াদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে পুনর্ব্যবহার উপযোগী এই মাস্ক তৈরি করা হয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিক্ষক সমিতির আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, ছাত্রলীগ নেতা আফিকুর রহমান অয়ন প্রমুখ। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।

পরে বেলা সোয়া ২টার সময় বিশ্ববিদ্যালয়ের দোগাছিয়া বাহ্রুল উলুম কওমিয়া মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে সুবিধা বঞ্চিত দেড় শতাধিক শিশু ও ব্যক্তিকে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রলীগের পক্ষ থেকে কয়েকটি ফলদ বৃক্ষের চারাও রোপন করা হয়। এ সময় যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী মো. আমজাদ হোসেন, যবিপ্রবি ছাত্রলীগ নেতা আফিকুর রহমান অয়ন, সোহেল রানা, নাজমুস সাকিব, নাজমুল হাসান পলাশ, শিলা আক্তার, রুহুল কুদ্দুস রোহিত, নূর মোহাম্মদ টনি, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

The post প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হোন: উপাচার্য appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2EDZHJx