Tuesday, April 28, 2020

নেই কিছু হারানোর ভয়/ রুদ্র অয়ন https://ift.tt/eA8V8J

বুকের গভীরে

আকাশ রেখেছি লুকিয়ে;

বৃষ্টির জন্যে তাই

এখন আর প্রার্থনা নেই।

দেবীর কাছে নেইআত্মার আকুতি।

 চোখের কোণে

লুকিয়ে রয়েছে 

এক সাগর। 

জলের প্রেমে তাই

পদ্মপাতায় লিখিনা

শিশিরের গল্প।

বুকের গভীরে

লুকিয়ে আছে

এক আগ্নেয়গিরি ;

পুড়ে যাওয়ার

ভয় করিনা আর। 

মহাশুন্য বুকে নিয়ে

পাড়ি দেই জীবনের পথ।

নেই কিছু হারানোর ভয়। 

The post নেই কিছু হারানোর ভয়/ রুদ্র অয়ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35gRdkz

No comments:

Post a Comment