Friday, December 17, 2021

কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটে ৮ জন অভিভাবক ও ৩জন শিক্ষক প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে ৪জন অভিভাবক ও ২ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। তিনি গণমাধ্যমকে বলেন, সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমূখর পরিবেশে তাদের ভোট প্রদান করেছেন। দুপুরের দিকে ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর। ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

নির্বাচনে শিক্ষকদের ভোটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন- সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী ও জি.এম সেলিম রেজা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন সহকারী শিক্ষক মো: শওকত আলী।
অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত ৪ সদস্য হলেন- মোঃ আনারুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৭১), মো: মনিরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২১১), মো: নবীছদ্দীন (প্রাপ্ত ভোট ২১০), শরীফুজ্জামান উজ্জল (প্রাপ্ত ভোট ১৫৯)।

নিকটতম অপর ৪ প্রার্থীরা হলেন-মো: রেজাউল ইসলাম (প্রাপ্ত ভোট ১৫৫), মো: আলতাফ হোসেন (প্রাপ্ত ভোট ১৫৩), রনজিৎ কুমার (প্রাপ্ত ভোট ১৫২), শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৪৬)।
এদিকে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন- দাতা সদস্য মো: নূরুল ইসলাম, নারী শিক্ষক প্রতিনিধি রোকসানা খাতুন, নারী অভিভাবক সদস্য রেশমা পারভীন। উল্লেখ্য, বিগত ১৮ নভেম্বর সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের তফসীল ঘোষণা করা হয়।

 

The post কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3F9y5pE

পাটকেলঘাটায় বিজয়ের ৫০বছর পূর্তিতে গণসমাবেশ https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: বিজয়ের ৫০বছর পূর্তিতে তালা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসমাবেশ পাটকেলঘাটা ঐতিহাসিক ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়।

 

১৬ ডিসেম্বর সকাল থেকে পাটকেলঘাটা থানার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা জমায়েত হয়।

এদিকে সকাল ১০টায় সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড: শেখ আব্দুস সামাদ, স ম আক্তারুল আলম, কৃষকলীগ নেতা স ম আতিয়ার রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফ্ফর, প্রধান শিক্ষক বাবলুর রহমান মল্লিক, শ্রমিক নেতা আব্দুর রব পলাশ, আমিনুজ্জামান, আনছার আলী, আনোয়ার বিশ্বাস, গৌতম কর্মকার, ইকরামুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান।

The post পাটকেলঘাটায় বিজয়ের ৫০বছর পূর্তিতে গণসমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3FcuJST

সাতক্ষীরা জেলা পরিষদে মহান বিজয় দিবস পালিত https://ift.tt/eA8V8J

আব্দুস সামাদ: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় জেলা পরিষদ চত্ত্বরে পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের নেতৃত্বে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা ও শেখ আমজাদ হোসেন এবং জেলা পরিষদের হিসাব রক্ষক আবু হোরায়রাসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

The post সাতক্ষীরা জেলা পরিষদে মহান বিজয় দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3q6sGJJ

প্রধানমন্ত্রীর সাথে সাতক্ষীরা স্টেডিয়ামে শপথ বাক্য পাঠ করেছেন হাজারো মানুষ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় শপথ বাক্য পাঠ করেছেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে অনলাইনে যুক্ত হয়ে এই শপথ বাক্য পাঠ করেন তারা। শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের সব জেলা ও বিভাগীয় শহর থেকে একযোগে সবাই এই শপথ পাঠ করেন। সাতক্ষীরা ষ্টেডিয়ামে এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, সাবেক এমপি মুজিবুর রহমান জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শপথ বাক্যে যা ছিল, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’ শপথ বাক্য পাঠ করানোর আগে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

The post প্রধানমন্ত্রীর সাথে সাতক্ষীরা স্টেডিয়ামে শপথ বাক্য পাঠ করেছেন হাজারো মানুষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3p5fWE1

বাংলাদেশ কংগ্রেসের সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা শহরের কুখরালির মোড়ে অবস্থিত জেলা কার্যালয়টি উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় মহাসচিব এড: মো: ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এড: মো: শফিকুল ইসলাম।

জেলা কমিটির আহবায়ক মো: আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক মাও: আজিজুর রহমান, কলারোয়া উপজেলা কমিটির আহবায়ক ফিরোজ কামাল শিমুল, কালীগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক নন্দিতা রাণী মন্ডল, সমাজ সেবক মো: সফিউর রহমান ও সাংবাদিক আমিরুল ইসলাম।
বাংলাদেশ কংগ্রেসের জেলা কমিটির সদস্য সচিব মো: আদম আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর কমিটির আহবায়ক অধ্যাপকএ এইচ এম নাজমুছ সাদত, সদর উপজেলা কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মাস্টার, কালীগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব মো: অলিউর রহমান প্রমুখ।
সভাশেষে জেলা কমিটির প্রয়াত সাবেক আহবায়ক মিজানুর রহমান বাবলু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দলের কার্যক্রমের উর্ধগতি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post বাংলাদেশ কংগ্রেসের সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3m9ii2P

বলাডাঙ্গা একতা সংঘের কার্যনির্বাহী কমিটি গঠন: আবুল হোসাইন সভাপতি ও সাহিন সম্পাদক নির্বাচিত https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গায় একটি অ-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে বলাডাঙ্গা একতা সংঘের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইছাক আলী। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সাংবাদিক জিএম আবুল হোসাইনকে সভাপতি ও সাহিনুর রহমান সাহিনকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো. বাবলু সরদার, ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো. রবিউল ইসলাম, মাধবকাটি বাজার কমিটির সভাপতি আবুল খায়ের বিশ্বাস, তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী হোসেন, সাবেক সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মো. মনিরুজ্জামান, শিক্ষক মো. মিলন হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মফিজুর রহমান।

The post বলাডাঙ্গা একতা সংঘের কার্যনির্বাহী কমিটি গঠন: আবুল হোসাইন সভাপতি ও সাহিন সম্পাদক নির্বাচিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3IYbXkm

আনিসুর রহমানের অকাল মৃত্যুতে সাংবাদিক ঐক্য’র শোক https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম আনিসুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় দুবাইয়ের একটি হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তিনি হৃদরোগ ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে সাতক্ষীরা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দুবাই থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।

একেএম আনিসুর রহমান সাতক্ষীরার সিবি হাসপাতাল, চায়না বাংলা শপিং মল ও চায়না বাংলা ফুডস এর ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্ত্বাধিকারী ছিলেন। এছাড়াও তিনি ‘বরসা’ নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন। সাতক্ষীরার সুন্দরবন এলাকার বরসা রিসোর্টেরও মালিক ছিলেন তিনি। একেএম আনিসুর রহমান একজন সামাজিক ও সফল ব্যবসায়ী ব্যক্তিত্ব হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। দুবাই থেকে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার পর জানাযা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে সুপ্রভাত সম্পাদক একেএম আনিসুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য। সাংবাদিক ঐক্যর আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে সুভাষ চৌধুরী ও শরিফুল্লাহ কায়সার সুমনসহ শোক বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ(সম্পাদক দৈনিক কালের চিত্র), সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম (দৈনিক পত্রদূত), সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি (দৈনিক ইত্তেফাক ও ইটিভি), সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (চ্যানেল আই), সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী (আরটিভি), সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশেক ই এলাহী (সম্পাদক দৈনিক দক্ষিণের মশাল), সাবেক সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠর মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সময়ের খবরের রুহুল কুদ্দুস, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, দৈনিক পত্রদূত এর বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, দৈনিক প্রবাহর এড. খায়রুল বদিউজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দৈনিক কালের কন্ঠর মোশাররফ হোসেন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আহবায়ক ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার আবুল কাশেম, সদস্য সচিব চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, বাংলাদেশ নিউজের আব্দুস সামাদ, চ্যানেল নাইনের কৃষ্ণ ব্যানার্জি, তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল প্রমূখ সাংবাদিক।

শোক বিবৃতিতে তারা বলেন আমরা একজন সম্পাদককে হারালাম। একজন সফল ব্যবসায়ী ও সম্পাদক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে জনকল্যাণে কাজ করেছেন। তার মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। বিবৃতিদাতারা তার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেসবিজ্ঞপ্তি

The post আনিসুর রহমানের অকাল মৃত্যুতে সাংবাদিক ঐক্য’র শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30yHhou