Sunday, October 31, 2021

দস্যুমুক্ত সুন্দরবন দিবস উপলক্ষে হেলিকপ্টারে র‌্যাবের লিফলেট বিতরণ https://ift.tt/eA8V8J

 

সংবাদদাতা: সাতক্ষীরায় হেলিকপ্টার থেকে লিফলেট বিতরণ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে ওই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে লিখা রয়েছে-২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে ‘দস্যুমুক্ত সুন্দরবন’ ঘোষণা করেন। আগামীকাল সোমবার (১নভেম্বর) এর তৃতীয় বর্ষপূর্তি। প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দিকনির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত¡াবধান ও র‌্যাবের কর্মতৎপরতায় দস্যুমুক্ত হয় সুন্দরবন। এই সাফল্য অর্জনে র‌্যাব পেয়েছে দেশবাসীর আকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা। ২০১২সালে প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাব মহাপরিচালককে প্রধান সমন্বয়কারী করে সুন্দরবনে জলদস্যু দমনে টাস্কফোর্স গঠনের মাধ্যমে গোড়াপত্তন ঘটে জলদস্যু মুক্তকরণ প্রক্রিয়ার।

 

২০১২সাল থেকে লিড এজেন্সি হিসেবে র‌্যাবের জোরালো অভিযানে কোণঠাসা হয়ে পড়ে জলদস্যুরা। উপর্যুপরি অভিযানে ফেরারি জীবনের অবসান ঘটিয়ে আত্মসমর্পণের পথ বেছে নেয় জলদস্যুরা। ২০১৬ সালের ৩১মে থেকে ২০১৮ সালের ১নভেম্বর পর্যন্ত সুন্দরবনের ৩২টি দস্যু বাহিনীর ৩২৮জন সদস্য, ৪৬২টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আত্মসমর্পণ করে। ফলে সম্পূর্ণরূপে জলদস্যুমুক্ত হয় সুন্দরবন। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী এই সাফল্যের ঘোষণা দেন। গত তিন বছর র‌্যাব এই সাফল্য ধরে রেখেছে। এছাড়া আরো অনেক কিছু লেখা রয়েছে। উল্লেখ্য, দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে আজ সোমবার বাগেরহাটের রামপালে আত্মসমর্পণ করা সাবেক দস্যুদের পুনর্বাসন সহায়তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ২০১৮ সালের ১নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

 

এরপর থেকে র‌্যাবের আয়োজনে দিবসটি পালিত হয়ে আসছে। রামপাল উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন জানান, আগামীকাল বেলা ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে র‌্যাব ফোর্সেসের ব্যবস্থাপনায় এই পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু-এমপি, খুলনা ২এর এমপি সালাউদ্দিন, স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান, স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীর ফজলুর রহমান, এমপি গেøারিয়া ঝর্ণা সরকার, স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম (বিজিবি এম-বার) এনডিসি, পিএসসি), অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন-র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ-আল-মামুন (বিপিএম, পিপিএম), স্বাগত বক্তব্য দিবেন-র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ (বিপিএম, পিএসসি) সহ র‌্যাব-৬ ও র‌্যাব ৮-এর অধিনায়ক, বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রামপাল উপজেলা পরিষদ চত্ত¡রে দস্যুমুক্ত সুন্দরবন দিবসে আত্মসমর্পণ করা সাবেক দস্যুদের মধ্যে অনেকে পুনর্বাসন সহায়তা হিসেবে পাচ্ছেন এসব গবাদি পশু। ইউএনও আরও জানান, আত্মসমর্পণ করা ৩২৬ জন সাবেক দস্যুর হাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন তুলে দিবেন পুনর্বাসন সহায়তা সামগ্রী। পুনর্বাসন সহায়তা হিসেবে আত্মসমর্পণ করা ৩২৬জনকে দেওয়া হবে বসতঘর, দোকানঘর, নৌকা-ট্রলার ও গবাদি পশু। পুনর্বাসন সহায়তার বসত ও দোকানঘর সাবেক দস্যুদের পছন্দনীয় জায়গায় ইতোমধ্যে র‌্যাবের ব্যবস্থাপনায় নির্মাণ সম্পন্ন হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হবে ঘর ও দোকানের চাবি। আর অনুষ্ঠানস্থলে প্রস্তুত রয়েছে নৌকা-ট্রলার, জাল ও গরু। যা আনুষ্ঠানিকভাবে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হাতে তুলে দিবেন। এরমধ্যে ঘর পাচ্ছেন ১০২জন, দোকান ৯০ জন ও ২০ জন পাচ্ছেন ট্রলার। আর বাকিরা পাচ্ছেন গবাদি পশু গরুসহ নানা সহায়তা। রামপাল উপজেলা পরিষদ চত্ত¡রে দস্যুমুক্ত সুন্দরবন দিবসে আত্মসমর্পণ করা সাবেক দস্যুদের ২০জন পাচ্ছেন পুনর্বাসন সহায়তা হিসেবে ২০টি ট্রলার। পহেলা নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান সফল করতে রামপালে চলছে নানা প্রস্তুতি। উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠানস্থলে র‌্যাবের ব্যাপক কার্যক্রম চলছে। সেখানে কাজের তদারকি করছেন র‌্যাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। র‌্যাব জানান, দস্যুমুক্ত সুন্দরবন দিবস উদযাপনের লক্ষে র‌্যাব হেডকোয়ার্টার থেকে একটি দল হেলিকপ্টারে করে সচেতনতামূলক এ সব লিফলেট বিতরণ করেন।

The post দস্যুমুক্ত সুন্দরবন দিবস উপলক্ষে হেলিকপ্টারে র‌্যাবের লিফলেট বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mvmLgL

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক https://ift.tt/eA8V8J

 

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১অক্টোবর) বেলা ১২টার দিকে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সাবেক সাংসদ ও বর্তমান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম নজরুল ইসলাম।

 

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স. ম মোরশেদ আলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি শেখ মোসলেম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার আনছার আলী, কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল হক প্রমুখ।

The post কলারোয়ার লাঙ্গলঝাড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CwQn2J

কলারোয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া কেন্দ্রীয় শহিদ মিনারের বাউন্ডারী ওয়াল ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১অক্টোবর) সকালের দিকে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কাজের উদ্বোধন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন ঘোষনা করেন।

 

এডিবি’র অর্থায়নে ৩লাখ ৪৭ হাজার ৬৭২ টাকা মূল্যের বাউন্ডারি ওয়াল সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি, ফ্লোর ঢালাই, ফোল্ডিং গেট নির্মাণ, তিনপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের টব বসানো, স্টিক লাইট স্থাপন করার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী অসীম চন্দ্র, ওয়ার্ক এ্যাসিট্যান্ট কার্য সহকারী ইমরান হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিথী খাতুন ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

The post কলারোয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZAZd0X

জমে উঠেছে আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচন https://ift.tt/3jQ8J7S

 

ইব্রাহিম খলিল: সাতক্ষীরায় জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সম্মিলিতভাবে বা ব্যক্তিগতভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। আবার কেউ কেউ ভোটারদের আকৃষ্ট করতে ডিজিটাল প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছে। আগামী ৫ নভেম্বর শুক্রবার এ ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ।

নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ভুক্ত হয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন ২৩ জন প্রার্থী। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভবনে অবস্থিত নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন। যার একদিকে আছে সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের পরীক্ষীত আম্পায়ার নবীন-তারুণ সমন্বয়ে গঠিত সম্মিলিত আম্পায়ার ঐক্য পরিষদ। অপরদিকে সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের অভিজ্ঞ আম্পায়ারদের সমন্বয়ে গঠিত শফি-মুকুল-হিরন পরিষদ। দুটি প্যানেল থেকে সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফি মনোনয়নপত্র সংগ্রহ করায় সে বিনা প্রতিদ্ব›দ্বীতায় জয়লাভ করেন। সেক্ষেত্রে দুটি প্যানেলে ১১টি পদে নির্বাচন হবে।

 

সম্মিলিত আম্পায়ার ঐক্য পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি (বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী),সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সহকারী সাধারণ সম্পাদক, টাউন স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের নিয়মিত মুখ, সাজেক্রীস সদস্য মো. ইদ্রিস আলী বাবু, সহকারী সাধারণ সম্পাদক পদে সুলতান পুর ক্লাবের সাবেক ক্রিকেটার খন্দকার কবির হাসান দিপু, কোষাধ্যক্ষ পদে সাবেক কৃতক্রিকেটার টাউন স্পোর্টিং ক্লাবের উইকেটরক্ষক সাজেক্রীস যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক পদে সুলতান পুর ক্লাবের শেখ আখেরুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য পদে একসময়ে জেলাসহ দেশের বিভিন্ন ক্রিকেট ক্লাবের হয়ে খেলা আল আমিন কবির চৌধুরী ডেভিড, সাইফ উদ্দীন আহমেদ মুকুল, মো. লুৎফর রহমান সৈকত, মো. আশরাফুল হুদা, মো. অহিদুজ্জামান শামীম, শেখ দারুজ্জামান রুবেল ও মনজুরুল হাসান আকাশ ত্রি-বার্ষিক নির্বাচনে জোর প্রতিদ্ব›দ্বীতা করছেন। অপরদিকে, শফি-মুকুল-হিরন পরিষদের সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফি (বিনা প্রতিদ্ব›দ্বীতায় জয়ী),

 

 

সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সা. সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় সভাপতি, পিকে ইউনিয়ন ক্লাবের সাবেক ক্রিকেটার, সাজেক্রীস সদস্য আ ম আক্তারুজ্জামান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক পদে শেখ আসিফ কবির হিরন, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক পদে কাজী মো. ফরহাদ ও কার্যনির্বাহী সদস্য পদে শেখ রফিকুর রহমান লাল্টু, মো. সাইফুল হুদা খান তুহিন, মো. জেহাদ হোসেন, মো. মহসীন আলী, মো. ফরহাদ হোসেন, শেখ মোস্তফা আজাদ নয়ন ও মো. আসাদুজ্জামান জোর প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

এর আগে ঘোষিত তফশীল অনুযায়ী ১৯ অক্টোবর থেকে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। সেদিন ১২টি পদের বিপরীতে ২৫ মনোনয়ন পত্র সংগ্রহ করে প্রার্থীরা এবং মনোনয়ন পত্র জমাদেন ২৩ অক্টোবর। এছাড়া নির্বাচনে প্রতিদ্ব›দ্বীকারী বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৫ অক্টোবর এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮ অক্টোবর। নির্বাচনে ২টি প্যানেলে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২৯ অক্টোবর। আগামী ৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভবনে অবস্থিত নির্বাচন কমিশনারের কার্যালয়ে। একই দিন ভোট গ্রহণ শেষে গননা ও ফলাফল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মো.আশরাফুজ্জামান আশু। নির্বাচনে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবে। আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে।

The post জমে উঠেছে আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31k6x1Z

তালার খলিষখালীতে মাছ চুরির অভিযোগে আটক এক https://ift.tt/eA8V8J

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: গত ৩০ অক্টোবর গভীর রাতে তালার খলিষখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত বীরেন্দ্রনাথ মন্ডল (বাটুল) এর পুত্র তরুণ মন্ডল তারই গ্রামের ভীম মন্ডল ও নিতাই মন্ডলের মৎস্য ঘেরে মাছ চুরি করার সময় হাতে নাতে আটক হয়। এ সময় তরুণ মন্ডলকে মারধর করে ছেড়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা শালিস ডেকে তরুণ মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

The post তালার খলিষখালীতে মাছ চুরির অভিযোগে আটক এক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BuA4Cf

বিনা-১৭ জাতের আমন চাষ করে লাভবান সাতক্ষীরার ১৫০ কৃষক https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১১০ দিনের ব্যবধানে বিঘাপ্রতি ২৫ মণ ধান পেয়ে খুশি সাতক্ষীরার চাষীরা। বিনা-১৭ জাতের এই আমন ধান কাটার পর একই জমিতে রবিশস্য এবং আউশও চাষ করতে পেরেছেন তারা। সময়, পানি এবং সার সাশ্রয়ী বিনা-১৭ জাতের ধান চাষ করে চাষীরা লাভবান হওয়ায় তাদের দেখাদেখি অনেকেই এগিয়ে আসছেন।

রোববার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মাঠে আয়োজিত এক মাঠ দিবসে এসব তথ্য জানান কৃষকরা। তারা বলেন, আমন চাষে আমাদের সময় লাগে ১৫০ থেকে ১৬০ দিন। অথচ মাত্র ১১০ দিনে বিনা-১৭ জাতের ধান পেয়ে আমরা সরিষা ও বিভিন্ন জাতের ডাল উৎপাদনের সুযোগ পেয়েছি। এরপর একই জমিতে আউশ ধান লাগিয়ে আমরা অনেকটাই লাভবান হয়েছি।

কৃষক ইউসুফ আলী, জাহাঙ্গীর আলম, সমীর সরদার ও নার্গিস বেগমসহ কৃষকরা জানিয়েছেন, বিনা-১৭ জাতের ধান চাষে ৪০ শতাংশ পানি কম লাগে। একইভাবে ইউরিয়া সারও লাগে ৩০ শতাংশ কম। উচ্চ ফলনশীল এই জাতের ধান গাছের প্রতিটি ছড়ায় গড়ে ২৫০-২৬০টি ধান থাকে এবং তা ঝরে যায় না। একইসাথে ধানগাছ গুলো সবসময় খাড়া থাকে। এর চালও সরু বলে উল্লেখ করেন তারা। কৃষকরা বলেন, অন্যান্য জাতের ধান চাষে যে ফলন আমরা পেয়ে থাকি তার তুলনায় বিনা-১৭ জাতে অনেক বেশী ফলন লাভ করছি। একইসাথে কৃষকরা এক বছরে একই জমিতে ৪টি ফসল তুলতে পারেন বলে জানিয়েছেন।

সাতক্ষীরার বিনেরপোতা পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার বলেন, চলতি মওসুমে সাতক্ষীরা জেলার ১৫০ জন চাষী বিনা ১৭ জাতের ধান চাষ করেছেন দেড় হাজার একর জমিতে। তারা প্রত্যেকেই বিঘাপ্রতি গড়ে ২৫ মণ ধান পেয়ে এখন খুশি। এই জাতের ধানের বীজ সরকারিভাবে সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া অভিজ্ঞ চাষীরাও এই বীজ সংরক্ষণ করে তা অন্যদের মাঝে বিলিবন্টন করে আসছেন। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধির নীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিনা-১৭ জাতের ধান একটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।
মাঠ দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা-১৭ এর উদ্ভাবক ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক জিএমএ গফুর, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নূরুল ইসলাম, খুলনা জেলা উপপরিচালক মো: হাফিজুর রহমান, মো: নজরুল ইসলাম, মো: ওয়ারেশ কবির প্রমুখ।

মাঠ দিবসে কৃষক আবু মুসা বলেন, আমি বীজধান সংরক্ষন করেছি। যেকোন কৃষক আমার কাছ থেকে চাহিদামতো বীজধান ক্রয় করতে পারেন। তিনি বিনা-১৭ জাতের ধান চাষে অনেক সাশ্রয় বলে উল্লেখ করেন।

The post বিনা-১৭ জাতের আমন চাষ করে লাভবান সাতক্ষীরার ১৫০ কৃষক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZP1upH

কলারোয়ায় এসএম কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কলারোয়ার জয় https://ift.tt/eA8V8J

 

এম আইউব হোসেন, খোরদো (কলারোয়া): কলারোয়া ফুটবল মাঠে এস এম গ্রæপ কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৩১ অক্টোবর বিকালে প্রথম রাউন্ডের খেলায় কলারোয়া ফুটবল একাডেমী বনাম বাবুলিয়া সপ্তম গ্রাম রিক্রিয়েশন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয। খেলায় ২-০ গোলে কলারোয়া ফুটবল একাডেমী বিজয়ী হয়।

 

কলারোয়ার হাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। কলারোয়া বাজারের সাঈদ টেলিকমের সাঈদ হাফিজুরের হাতে ১টি মোবাইল সেট তুলে দেয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা পরিচালনা করেন জিএম মাসুদ পারভেজ মিলন। সহকারী পরিচালক ছিলেন মোসারাফ হোসেন ও রুহুল আমিন। ধারা ভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও রুস্তম আলী।

The post কলারোয়ায় এসএম কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কলারোয়ার জয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y1GWJM

দলিত ওয়াস এসডিজির প্রকল্পের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: দলিত ওয়াস এসডিজির প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাত ধোয়ার উপরে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে ঝাউডাঙ্গা বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দলিত ওয়াস এসডিজির প্রকল্পের ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাস, ফিল্ড ফ্যাসিলিটেটর মহাদেব কুমারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমূখ। বিশ্ব হাত ধোয়ার উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

The post দলিত ওয়াস এসডিজির প্রকল্পের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jShH4v

আসুন মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা গড়ে তুলি https://ift.tt/eA8V8J

মো. সাজেদুল ইসলাম
হাসপাতালের এক ভবনের অত্যন্ত পরিচ্ছন্ন ও নতুন সংস্কার করা এক কক্ষে আট মাসের প্রসূতি ‘তন্নিমা আক্তার’ সিনিয়র নার্স আনজুয়ারা বেগমের সাথে কথা বলছিলেন। আনজুয়ারা আবার একজন প্রশিক্ষিত ধাত্রীও। তিনি তন্নিমার শরীর পরীক্ষা করে এই সময়ে তার কি কি করণীয় সে বিষয়ে তাকে উপদেশ দিলেন। এরপর সবকিছু ঠিকঠাক আছে বলে নার্স তন্নিমাকে জানান যে, তিনি আগামী পাঁচ সপ্তাহের মধ্যে বাচ্চা প্রসব করতে পারেন। উপকূলের প্রত্যন্ত জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসবপূর্ব সেবাকক্ষের বাইরে গর্ভধারণের বিভিন্ন পর্যায়ের নারীরা তাদের সেবার সময়ের জন্য অপেক্ষা করছিলেন। এই হাসপাতালে যে ধরণের মাতৃস্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে, এটা প্রত্যন্ত এলাকায় খুঁজে পাওয়া সত্যি কঠিন।

বর্ণিত এই ঘটনাটি মাতৃস্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি ইতিবাচক সংবাদ হলেও এই বিষয়ে পীড়াদায়ক কিছু বিষয়ও আছে। বিগত এক দশকে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস পেলেও বিশে^র অনেক দেশের তুলনায় বাংলাদেশে মাতৃমৃত্যুর হার এখনও অনেক বেশি। তার কারণ হিসাবে গর্ভাবস্থায়, প্রসবকালে এবং প্রসব-পরবর্তী সময়ে দক্ষ সেবাদানকারীর নিকট হতে সেবা না নেওয়া এবং সেবা না পাওয়া এবং বাড়িতে প্রসবকে অনেকাংশে দায়ী করা হয়। অশিক্ষা, অজ্ঞতা, দারিদ্র, অস্বাস্থ্যকর পরিবেশ, কুসংস্কার, নারীর ক্ষমতায়নের অভাব, মা ও নবজাতকের মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী। সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশেষ করে শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে যে কয়েকটি উন্নয়নশীল দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম, যদিও উন্নত দেশের তুলনায় এখনও বাংলাদেশে নবজাতক এবং শিশুমৃত্যুর হার অনেক বেশি।

বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি এন্ড হেল্থ কেয়ার সার্ভে (বিএমএমএস-২০১০) এর পরিসংখ্যান থেকে জানা যায়, প্রতিদিন ২০-২৫ জন মা কোনো না কোনো প্রসব-পরবর্তী দীর্ঘমেয়াদী জটিলতায় ভোগেন; অন্যদিকে নবজাতকের স্থাস্থ্যের অবস্থাও উন্নত দেশের তুলনায় নাজুক; বছরে প্রায় ১২০,০০০ শিশু জন্মের ২৮ দিনের মধ্যে মারা যায়; পাঁচ বছরের কম বয়সী যত শিশু মারা যায় তার শতকরা ৫৭ ভাগ মারা যায় ০-২৮ দিনের মধ্যে, প্রায় ৭৫ ভাগ নবজাতকের মৃত্যু হয় জন্মের ৭ দিনের মধ্যে এবং এর মধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু হয় জন্মের ২৪ ঘন্টার মধ্যে। প্রতিদিন প্রায় ২০ জন মা গর্ভজনিত কারণে মারা যায়, যার বেশীরভাগই সময়মতো যথাযথ সেবা/ব্যবস্থা নিলে প্রতিরোধ করা সম্ভব।

ইউনিসেফ এর তথ্য মতে, বাংলাদেশের নারীদের দীর্ঘমেয়াদী অপুষ্টির হার শতকরা ৩৭.৯। খাবারের অপ্রতুলতা, অপুষ্টি ও সচেতনাতার অভাবে প্রতিনিয়ত ঘটছে মাতৃমৃত্যু। অপুষ্টিজনিত মাতৃমৃত্যুর ২৫ ভাগই ঘটে রক্তক্ষরণ ও রক্তস্বল্পতার জন্য, যার অন্যতম কারণ কিশোরী মাতৃত্ব।

শিশুকে মায়ের দুধ খাওয়ালে শিশুমৃত্যু হ্রাস পায়। শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুকে সঠিক নিয়মে বুকের দুধ খাওয়ালে শিশুমৃত্যু ২০ শতাংশ হ্রাস পায়। পাশাপাশি শিশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

বিশ^ স্বাস্থ্য সংস্থা’র ওয়েবসাইটে প্রদত্ত এক তথ্যে বলা হয়েছে, শিশুকে জন্মের পর থেকে প্রথম ছয়মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। এসময় এমনকি পানিরও প্রয়োজন নেই। মায়ের দুধেই রয়েছে ছয়মাস বয়স পর্যন্ত শিশুর প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলসহ সব ধরণের খাদ্যগুণ। ছয়মাস বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী খাবার নরম করে খাওয়াতে হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর এক তথ্যে জানা যায়, বর্তমানে ৬৪ শতাংশ শিশুকে জন্মের পর থেকে প্রথম ছয়মাস মায়ের দুধ খাওয়ানো হয়। অর্থাৎ ৩৬ শতাংশ শিশু মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে।

বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন এর চেয়ারপার্সন প্রফেসর ডা. এস কে রায় বলেন, বুকের দুধবঞ্চিত শিশুদের সংক্রমণ বেশি হয় এবং তারা ঘনঘন অসুস্থতায় ভোগে। তাই মায়েদেরকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বুঝাতে হবে যে, শিশুকে নিয়মমতো বুকের দুধ খাওয়ানো খুবই জরুরী।

মায়ের ক্ষেত্রে সুবিধা হলো জন্মের পর পরই মায়ের দুধ খাওয়ালে মায়ের রক্তক্ষরণ কম হয় তাই মা রক্তস্বল্পতার ঝুঁকি থেকে রক্ষা পায়। মায়ের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের সম্ভাবনা কমে। পূর্ণ ছয়মাস দিনে ও রাতে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ালে পুনরায় গর্ভধারণের সম্ভাবনাও হ্রাস পায়।

সকল গর্ভবতী মাকে উন্নত এবং নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করলে নিরাপদ প্রসব ও সুস্থ শিশুর জন্মদান নিশ্চিত করা যায়। ফলে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার হ্রাস পায়। গর্ভাবস্থায় মাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশী করে পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে (খাবারের তালিকায় সাধ্যমতো ফল-মূল, সবুজ শাক-সবজি, ডাল, সীম, মাংস, ডিম, দুধ, ছোট মাছ ইত্যাদি থাকতে হবে)।
মাতৃত্বকালীন অপুষ্টি মায়ের স্বাস্থ্যহানি ঘটায়, এমনকি অনেক সময় মা ও নবজাতকের মৃত্যুর আশংকা দেখা দেয়। শিশু বিয়ে, অপরিকল্পিত গর্ভধারণ, কিশোরী মায়ের পুষ্টিহীনতা, রক্তস্বল্পতা, গর্ভাবস্থায় রক্তক্ষরণ, সুচিকিৎসার অভাব প্রভৃতি কারণে নারীদের নিরাপদে মা হওয়ার স্বপ্ন দু:স্বপ্নে পরিণত হয়। সুতরাং, নবজাতক ও মাতৃমৃত্যু রোধ করতে হলে গর্ভধারণের আগে থেকেই নারীর প্রতি যতœশীল হওয়া প্রয়োজন।
বাংলাদেশে ২০১৮ সালে বিভিন্ন রোগ ও নানা কারণে ১লাখ ১৯ হাজারের বেশী শিশুর মৃত্যু হয়েছে। পৃথিবীর যে দশটি দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর সংখ্যা বেশী, বাংলাদেশ তার একটি। যুক্তরাজ্যভিত্তিক জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট এর ১০ই নভেম্বর, ২০১৬ এর সংখ্যায় এই তথ্য দেওয়া হয়েছে। ল্যানসেট এর তথ্যে বলা হয়েছে, বাংলাদেশে শিশুমৃত্যুর প্রধান কারণ সময়ের আগে জন্মানোর জটিলতা (২০ শতাংশ) এবং নিউমোনিয়ায় (১৫ শতাংশ)। একই সংখ্যক শিশু মারা যায় জন্মকালীন বা প্রসবকালে নানা জটিলতায় (১৫ শতাংশ)। ডায়রিয়ার প্রাদুর্ভাব কমে গেছে, এমন কথা বলা হলেও ৬ শতাংশ শিশু এখনও মারা যাচ্ছে ডায়রিয়ায়। ১৪ শতাংশ শিশুর মৃত্যু হচ্ছে সেপসিস ও মেনিনজাইটিসে। জন্মগত ত্রæটির কারণে ৯ শতাংশ শিশুর মৃত্যু হচ্ছে। পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই ৬ শতাংশ শিশু মারা যায় নানা আঘাতজনিত কারণে।
প্রসবের পর থেকে ৪২ দিন পর্যন্ত মা ও শিশুর অবস্থা নিরুপন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে প্রসব পরবর্তী সেবা বলা হয়। জন্মের পর পর বিশেষ করে প্রথম তিন দিনের মধ্যে দুইবার প্রসব পরবর্র্তী সেবা গ্রহণ, মা ও শিশু নবজাতকের জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মতে, প্রসব পরবর্তী মা ও নবজাতকের অকাল মৃত্যুর অধিকাংশই যথাযথ প্রসব পরবর্তী সেবা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। কারণ, নবজাতকের মৃত্যুর ৫০ শতাংশই ঘটে জন্মের ২৪ ঘন্টার মধ্যে, আর প্রায় ৭৫ শতাংশ ঘটে জন্মের ৭ দিনের মধ্যে। মাতৃমৃত্যুর বেশির ভাগই ঘটে প্রসব পরবর্তী রক্তক্ষরণ, খিচুনি, সংক্রমণ ইত্যাদি কারণে এবং বেশীরভাগ মাতৃমৃত্যু প্রসব পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঘটে থাকে। তাই মা ও নবজাতকের জীবন রক্ষায় প্রসব পরবর্তী সেবা গ্রহণ করা জরুরী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের স্ত্রীরোগ বিভাগ এর সাবেক চেয়ারম্যান অধ্যাপিকা ডা. সুলতানা জাহান তার এক নিবন্ধে বলেন, প্রসবোত্তর সংক্রমণ প্রতিরোধ করা খুব সহজ যদি দেশের প্রতিটি গ্রাম পর্যায়ে ধাত্রীদের স্বাস্থ্যসম্মতভাবে প্রসব সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। প্রতিটি ঘরে ঘরে পরিবারের কল্যাণের কথা পৌঁছে দিতে পারলে এবং প্রতিটি গর্ভবতীর উপযুক্ত অ্যান্টিনেটাল চেক আপ ও প্রসবের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশে এসব প্রতিরোধযোগ্য রোগে মায়ের মৃত্যুহার অনেকটা কমিয়ে আনা যায় বলে তিনি মনে করেন।
সরকারের নানামূখী পদক্ষেপের ফলে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার সন্তোষজনকভাবে কমেছে। মায়েদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর স্বাস্থ্যসেবা ২০০১ সালে পাঁচ শতাংশ থেকে বেড়ে ২০১৬ সালে ৪৩ শতাংশে দাড়িয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে প্রসব ২০১০ সালে ২৩% থেকে বৃদ্ধি পেয়ে ২০১৬ সালে ৪৭ শতাংশে দাড়িয়েছে। ভিশন ২০২১ অনুযায়ী মাতৃমৃত্যুর হার ১.৪৩ এ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর মাধ্যমে ২০২২ সালে মধ্যে মাতৃমৃত্যুর হার ১.১২ শতাংশে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
মাতৃমৃত্যু হার হ্রাসের লক্ষ্য অর্জনে সারাদেশে সকল পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান ও পরিধি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশে গত প্রায় এক দশকে (২০০১-২০১০) মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। ২০৩০ সালের মধ্যে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে অধিকতর টেকসই ও সুন্দর বিশ^ গড়ার প্রত্যয় নিয়ে সর্বজনীনভাবে একগুচ্ছ সমন্বিত কর্মসূচী গৃহীত হয়েছে। এতে ১৭ টি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও ১৬৯টি লক্ষ্যমাত্রা রয়েছে। টেকসই অভীষ্টের ৩.২ হলো ২০৩০ সালের মধ্যে নবজাতক ও পাঁচ বছর বয়স এর নিচে শিশুদের প্রতিরোধযোগ্য মৃত্যু নাশ করা। এটি বাস্তবায়নের মূল দায়িত্ব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের।
সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স¦াস্থ্য কেন্দ্রের মাধ্যমে সরকার স্বাস্থ্যসেবাকে প্রান্তিক মানুষের হাতের কাছে পৌছে দিয়েছে। গর্ভবতী মায়ের প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসবোত্তর সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স¦াস্থ্য কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কেন্দ্র থেকে অন্যান্য স্বাস্থ্যসেবার পাশাপাশি গর্ভবতী মহিলাদের অত্যাবশ্যকীয় সেবা প্রদান এবং কোনো জটিলতা দেখা দিলে যত দ্রুত সম্ভব প্রসূতিকে জরুরী প্রসূতি সেবা কেন্দ্রে পাঠানো নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

The post আসুন মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা গড়ে তুলি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mtpzuU

আশাশুনি ইপিআরসি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা https://ift.tt/eA8V8J

 

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি ইপিআরসি’র অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত। রবিবার ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে আশাশুনি এতিম ও প্রতিবন্ধী কারীগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইউনিসেফের অর্থায়নে ইপিআরসি সংস্থার দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নিরাপদ পানি নিয়ে আলোচনা করা হয়।

 

ইপিআরসি’র এরিয়া কো-অর্ডিনেটর আহসানুল কবিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপাংকর কুমার সরকার, ওয়াশ অফিসার মাহামুদুন্নী, ইউনিয়ন সুপার ভাইজার রায়হান উদ্দীন প্রমুখ। সমগ্র মিটিং সঞ্চালনা করেন ওয়াশ ফ্যাসিলিটেটর শরিফুল ইসলাম। এসময় উপজেলার ৫ ইউনিয়নের  ইউপি বৃন্দ উপস্থিত ছিলেন।

The post আশাশুনি ইপিআরসি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bpYm5U

কাশেমপুরে তুচ্ছ ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রসহ একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর আহতদের দ্রæত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে সদর থানা পুলিশ। আহতরা হলেন কাশেমপুর গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে আব্দুল মাজেদ (৬২), মাজেদের ছেলে আবু সাঈদ (৪২) ও তার স্ত্রী নাজমা আক্তার তামান্না (৩০)। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভূক্তভোগী পরিবারের সদস্যরা। স্থানীয় ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আবু সাঈদের বসতবাড়ির সীমানার ইটের প্রাচীরের উপরে একই এলাকার মৃত শহর আলী বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলামদের কুলগাছের ডাল এসে পড়ে। প্রাচীরের উপরের কুলগাছের ডালগুলো বহুবার কেটে নেওয়ার কথা বললেও সিরাজুলরা কারো কথায় কর্ণপাত করেননা। এমতাবস্থায় তিনদিন আগে আবু সাঈদ বাধ্যহয়ে তার প্রাচীরের উপরে থাকা কুলগাছের ডাল ছাঁটাই করে দেন।

 

এনিয়ে উভয়পক্ষের ভিতরে বিরোধ সৃষ্টি হলে সিরাজুলরা একটি গ্রাম্য সালিশ ডাকেন। তবে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হওয়ার আগেই রবিবার সকালে কোনকিছু বুঝে ওঠার আগেই সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, বিলাল হোসেন, হিল্লাল হোসেনসহ আরও ৪-৫ জন ব্যক্তি আবু সাঈদের বসতবাড়িতে গিয়ে আবু সাঈদকে এলোপাথাড়িভাবে কোপানো শুরু করে। এসময় আবু সাঈদের পিতা আব্দুল মাজেদ সরদার এগিয়ে আসলে তাকেও কুপাতে থাকেন তারা। এসময় আবু সাঈদ, আব্দুল মাজেদ সরদার, নাজমা আক্তার তামান্নাসহ তার প্রতিবন্ধী সন্তানকেও মারপিট করেন তারা। পরবর্তীতে প্রাণভয়ে আবু সাঈদরা ঘরের ভিতরে অবস্থান নিয়ে দরজা লক করলেও পার্শ্ববর্তী ঘরের আসবাবপত্র ভাংচুরসহ লুটপাট করতে থাকে। উপায়ন্তর না দেখে আবু সাঈদ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে গুরুতর আহত অবস্থায় আবু সাঈদ, আব্দুল মাজেদ ও নাজমা আক্তার তামান্নাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, ভূক্তভোগী পরিবার ৯৯৯ এ ফোন দেওয়ার সাথে সাথে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

The post কাশেমপুরে তুচ্ছ ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3GE19qA

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার জরুরি সভা https://ift.tt/eA8V8J

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বাকশিস জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলামের পরিচালনায় সভার শুরুতে বাকশিস জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আরশাদ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, হারুন উর রশিদ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ: গফফার, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অধ্যাপক মহিউদ্দীন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক নারায়ন চন্দ্র, প্রভাষক বাসুদেব সিংহ, প্রভাষক শফিউল ইসলাম, প্রভাষক নাজমুল, প্রভাষক হাবিব, প্রভাষক আমজাদ, প্রভাষক আশরাফ, প্রভাষক ভৈরব প্রমুখ।
সভায় ২২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষক সম্মেলন এবং শিক্ষা জাতীয়করণের বিষয়ে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার জরুরি সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BxvOBW

উপকুলের সফল নারী চন্দ্রিকা ব্যানার্জী পেলেন জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণ পদক https://ift.tt/eA8V8J

 

রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলা সাতক্ষীরার প্রত্যন্ত এলাকার সফল নারী নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী পেলেন জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণ পদক-২০১৩।

৩১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) আগারগাঁও ঢাকায় প্রধান অতিথি হিসেবে স্বর্ণপদকসহ সম্মননাপত্র তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম -এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য-এমপি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: মশিউর রহমান এনডিসি। জাতীয় পল্লী উন্নয়ন পদক ২০১৩ সালের পল্লী উন্ন্য়নে সফল নেতৃত্ব শ্রেণিতে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীকে জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণপদক ও সম্মাননাপত্র প্রদান করা হয়। তিনি ইতোপূর্বে জয়িতা পুরস্কার, সফল সংগঠক পুরস্কারসহ অন্যান্য সম্মাননা গ্রহণ করেন।

তিনি জানান ১৯৯৪ সালে সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সকল ক্ষেত্রে নারীদের অধিক মাত্রায় প্রাধান্য দিয়ে বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় ৬২টি পরিবারে সুপেয় পানি সংরক্ষনে বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তি, ২৩০৬টি পরিবারের জন্য ২২টি পুকুর ফিল্টার স্থাপন, ১২৭৯টি ঝরে পড়া শিশুকে উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিশু শিক্ষা প্রদান, ৫৫০টি পরিবারে বয়স্ক শিক্ষা প্রদান, ৪০০ নারী প্রধান কৃষি পরিবারে লবন সহিষ্ণু ধান বীজ বিতরন, ১০০০টি পরিবারের মধ্যে পুষ্টির চাহিদা পূরনে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে ক্লাব গঠন ও প্রশিক্ষণ, ১৬০টি পরিবারে প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান, ৭৮০টি পরিবারে হস্তশিল্প ও  কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়। ৯৬টি নারী প্রধান ভূমিহীন পরিবারকে খাস জমি পেতে অস্থায়ী/স্থায়ী বন্দোবস্ত সহযোগিতা সহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং অনেক প্রকল্প চলমান রয়েছে। তিনি স্বর্ণ পদকটি উপকূলীয় এলাকার মানুষের জন্য উৎসর্গ করেছেন।

The post উপকুলের সফল নারী চন্দ্রিকা ব্যানার্জী পেলেন জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণ পদক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3GOFaNV

কয়রায় বাবা-মা ও মেয়ে হত্যার ক্লু উদঘাটনে চলছে চেষ্টা https://ift.tt/eA8V8J

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের বামিয়া গ্রামে বাবা-মা ও মেয়ে নৃশংস হত্যাকান্ডের ৬ষ্ঠ দিন অতিবাহিত হলেও কোন ক্লু উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। ক্লু উদ্ধার করতে ওই এলাকায় কঠোর নজরদারি রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা বলেন, উপজেলায় ইতোপূর্বে এমন নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেনি। এদিকে এলাকার মানুষ সন্ধ্যার পর কেউ বাজারে বা চায়ের দোকানে থাকছেন না। সন্ধ্যার আগে সবাই ঘরে ফিরছেন।

এ ঘটনার পর ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। এর মধ্যে তিনজনকে বুধবার বিকেলে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার বামিয়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে জিয়াউর, আবদুল কুদ্দুসের স্ত্রী রাজিয়া সুলতানা ও মহেশ্বরীপুর ইউপির ভাগবা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আবদুল খালেক সরদার।
২৮ অক্টোবর সকালে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৩০ অক্টোবর রাতে রিমান্ড শেষে জিয়াউর, সুলতানা ও আবদুল খালেক সরদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার এসআই আসাদুল ইসলাম। তিনি বলেন, হত্যার প্রকৃত রহস্য শীঘ্রই উদঘাটন করা যাবে বলে আশা করছি

The post কয়রায় বাবা-মা ও মেয়ে হত্যার ক্লু উদঘাটনে চলছে চেষ্টা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jVn173

কেশবপুরে চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর মটরসাইকেল শোভাযাত্রা https://ift.tt/eA8V8J

কেশবপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেশবপুর উপজেলার ৮নং সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান এসএম মঞ্জু তার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিদিন সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।

 

শনিবার সন্ধায়  তিনি  এই শোভাযাত্রা নিয়ে সুফলাকাটি,কলাগাছি, কাটাখালি বাজার পরিদক্ষিণ শেষে আড়–য়া শান্তির মোড়ে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। কার্তিক বৈরাগির সভাপতিত্বে ও রফিকুল ইসলামের  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী এসএম মঞ্জুর রহমান।

The post কেশবপুরে চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর মটরসাইকেল শোভাযাত্রা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Cz9PvR

গুচ্ছ পরীক্ষার ‘সি’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়েছে ৮৯৯ জন ভর্তিচ্ছুর https://ift.tt/eA8V8J

(যবিপ্রবি: ৩১ অক্টোবর ২০২১ খ্রি.): ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সোমবার ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘সি’ ইউনিটের ৮৯৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন পড়েছে।

গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয়। ইতিমধ্যে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়েছে। জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে, ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠেয় সকল ভবনের প্রবেশমুখে বিএনসিসিসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ থাকবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ক্রীয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সহায়তা করবে।

পরিবহন প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত পালবাড়ি-ক্যাম্পাস রুটে চারটি এবং চুড়ামনকাটি-ক্যাম্পাস রুটে দুটি গাড়ি অনবরত চলাচল করবে।

ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তুতির বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউই মুঠোফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন না। যদি কেউ ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে বা অসাধুপায় অবলম্বন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষা, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রেসবিজ্ঞপ্তি

The post গুচ্ছ পরীক্ষার ‘সি’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়েছে ৮৯৯ জন ভর্তিচ্ছুর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3w1qANU

পরীমনির দফায় দফায় রিমান্ড: হাইকোর্টে ক্ষমা প্রার্থনা দুই বিচারকের https://ift.tt/eA8V8J

মাদক মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের ব্যাখ্যা চাওয়ার বিষয়ে হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম । আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে এ ক্ষমা চাওয়ার আবেদন করেন তারা।
সাংবাদিকদের জানিয়েছেন পরীমনির আইনজীবী জেড আই খান পান্না।
এ বিষয়ে রোববার (৩১ অক্টোবর) নির্ধারিত দিনে ব্যাখ্যা দাখিলে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ২৪ অক্টোবর নায়িকা পরীমনির রিমান্ড মঞ্জুরের বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক হাইকোর্টে এক সপ্তাহ সময় চেয়েছিলেন। ওই আবেদন শুনানি নিয়ে তাদের ব্যাখ্যা দাখিলে দুই বিচারককে আরও এক সপ্তাহ সময় দেন হাইকোর্ট।

The post পরীমনির দফায় দফায় রিমান্ড: হাইকোর্টে ক্ষমা প্রার্থনা দুই বিচারকের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZHSbI4

জামিন পেলেন নাসির-তামিমা https://ift.tt/eA8V8J

ডিভোর্স ছাড়াই প্রতারণা করে অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগের মামলায় জামিন পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি বেগম। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তারা। বিচারক শুনানি শেষে প্রত্যেক আসামির ১০ হাজার টাকার বন্ডে জামিনের আদেশ দেন। নাসিরের আইনজীবী মোরশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাদের আদালতে উপস্থিত হওয়ার জন্য ৩১শে অক্টোবর দিন ধার্য করেন।
গত ২৪ ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

The post জামিন পেলেন নাসির-তামিমা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CrcCat

খুলনা বিভাগের ৪ জেলা আ.লীগের সম্মেলন জানুয়ারীর মধ্যেই https://ift.tt/eA8V8J

আগামী ডিসেম্বরের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত উপজেলা ও পৌরসভা এবং জানুয়ারির মধ্যে সব জেলার সম্মেলন শেষ করতে চায় আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক টিম। পাশাপাশি এই সময়ের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ বিভেদ বা দ্বন্দ্বও দূর করতে চান টিমের সদস্যরা। শনিবার বিভাগীয় টিমের বৈঠকে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম মিলন, পারভীন জামান কল্পনা ও অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সভা শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। সভায় খুলনা বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বৈঠকে চারটি জেলার সম্মেলনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিনটির তারিখ আগেই চূড়ান্ত ছিল। বাকি একটি জেলার বর্ধিত সভার তারিখ চূড়ান্ত হয়েছে। সেটির সম্মেলনের তারিখও দ্রুত হয়ে যাবে। তিনি বলেন, সম্মেলনগুলো সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকব। তাদের কীভাবে আরও ঐক্যবদ্ধ করা যায়, নির্বাচনে কীভাবে জনসমর্থন আরও বাড়ানো যায়-এসব বিষয় নিয়ে আমরা কাজ করব।

জানা যায়, খুলনা বিভাগে আওয়ামী লীগের ১১টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে। সেগুলো হলো-মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাঘেরহাট, খুলনা মহানগর, খুলনা জেলা ও সাতক্ষীরা। এর মধ্যে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের আগে এবং পরে কুষ্টিয়া, যশোর, নড়াইল, বাঘেরহাট, খুলনা মহানগর, খুলনা জেলা ও সাতক্ষীরা জেলার সম্মেলন হয়েছে। এগুলোর কমিটিও পূর্ণাঙ্গ করা হয়েছে।

এখনো চারটি জেলায় সম্মেলন বাকি আছে। সেগুলো হলো-মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা। এর মধ্যে তিনটি জেলার সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে আগামী ৮ জানুয়ারি। ২২ সেপ্টেম্বর এই জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে ১৫ জানুয়ারি। একই সঙ্গে এই জেলার দুই উপজেলা-শৈলকুপা ও কোটচাঁদপুরের সম্মেলন হবে ২৯ ও ৩০ ডিসেম্বর।

এছাড়া মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে ৬ ডিসেম্বর। এই জেলার কয়েকটি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ১৮ নভেম্বর মুজিবনগর উপজেলা, ১৯ নভেম্বর সদর উপজেলা, ২০ নভেম্বর মেহেরপুর পৌর আওয়ামী লীগ এবং ৫ ডিসেম্বর গাংনী উপজেলা সম্মেলন হবে। খুলনা বিভাগে একমাত্র চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ এখনো ঠিক হয়নি। ৪ নভেম্বর এই জেলার বর্থিত সভা হবে। সেখান থেকেই চূড়ান্ত হবে সম্মেলনের তারিখ। একই সঙ্গে জেলার মেয়াদোত্তীর্ণ উপজেলা শাখাগুলোর সম্মেলনের তারিখ নিয়েও আলোচনা হবে।

সূত্র জানায়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকের কারণে ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ মাগুরা, মেহেরপুর, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন না। শনিবারের সভায় ওই বর্ধিত সভাগুলোর আলোচনা ও সিদ্ধান্ত সম্পর্কে তাকে অবহিত করা হয়। পাশাপাশি বিভাগীয় সাংগঠনিক টিমের বৈঠকে ওই বিভাগের জেলা, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, জেলা সম্মেলনের আগেই উপজেলা, থানা ও পৌরসভার সম্মেলনের কাজ শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে। আর আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন এবং জানুয়ারির মধ্যে জেলা সম্মেলনগুলো শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় কয়েকটি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে এটা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই সময়ের মধ্যে নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ বিভেদ বা দ্বন্দ্ব থাকলে সেগুলোও দূর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

The post খুলনা বিভাগের ৪ জেলা আ.লীগের সম্মেলন জানুয়ারীর মধ্যেই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jP2GQY

Saturday, October 30, 2021

খুলনায় স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর মৃত্যুদন্ড https://ift.tt/eA8V8J

স্ত্রী হত্যার দায়ে স্বামী রফিক শেখকে মৃত্যুদন্ড তদুপ‌রি ৫০ হাজার টাকা জারমানা দিয়েছেন আদালত। অপর এ‌কটি ধারায় তা‌কে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জ‌রিমানা এবং অনাদায়ে আরও এক বছ‌রের কারাদন্ড দেয়া হ‌য়ে‌ছে।

রবিবার (৩১ অক্টোবর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত র‌ফিক রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবেদ শেখের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে আসামি রফিক শেখের সাথে ফকিরহাট উপজেলার হালিমা বেগমের ছোট মেয়ে মরিয়মের বিয়ে হয় ২০১৭ সালে। বিয়ের পর তারা বেশ সুখে ছিল। মরিয়ম একটু বেশী মোবাইলে কথা বলতো পরিবারের সদস্যদের সাথে। এটি তার জীবনে কাল হয়ে দাড়ায়। মোবাইলে কথা বলাকে সন্দেহ করত নিহতের স্বামী। এ নিয়ে তাদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে তারা উভয় নেহালপুর থেকে ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় রকি শেখের ভাড়া বাড়িতে এসে ওঠে। সেখানে এসেও তার ওপর একই অভিযোগে নির্মম অত্যাচার করা হয়।

আসামি রফিক শেখ কবুতর পালন ও মোটরসাইকেল চালিয়ে সংসার চালা‌তো। ২০২০ সালের ১২ আগস্ট দুপুর ১২ টায় বাড়ি এসে রফিক তার স্ত্রীকে না পেয়ে সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। বাইরে থাকার কারণ জানতে চায় সে। উত্তর দিতে না পারায় স্ত্রীকে হত্যার জন্য পরিকল্পনা করতে থাকে। পরিকল্পনা অনুযায়ী ওই দিন সকালে রফিক রূপসা উপজেলার দেবীপুর গ্রামের দীপক দাসের পানের বরজের মধ্যে পেট্রোল ও একটি বস্তার মধ্যে কয়েকটি ইট রেখে আসে। রাতে বেড়ানোর কথা বলে দু’জন রূপসা ব্রীজসহ বিভিন্ন জায়াগায় ঘুরতে থাকে। রাত ১০ টায় উভয় ঘটনাস্থলে পৌছালে রফিক পানের বরজের সামনে এনে ছলনার আশ্রায় নিয়ে কিছু বুঝে উঠার আগেই ভিকটিমকে ইট দিয়ে মাথায় আঘাত করতে থাকে।

একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করে ভিকটিমের শরীরে বস্তা পেচিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর আসামি রফিক শেখ বাড়ি ফিরে গিয়ে মরিয়মের মাকে প্রতিবেশী রঞ্জন বৈরাগীর মাধ্যমে জানায়, মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। মরিয়মের মা সম্ভাব্য আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিতে থাকে। এর দু’দিন পর তার অর্ধগলিত ও পোড়া লাশ পাওয়া যায় রূপসা উপজেলার দেবীপুর গ্রামে দীপকের পানের বরজের মধ্যে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরাতহাল রির্পোট তৈরি করে মর্গে প্রেরণ করে। হালিমা বেগম লাশ উদ্ধারের খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে গিয়ে তার মেয়েকে সনাক্ত করে।

এ ব্যাপরে নিহতের মা রূপসা থানায় বাদী হয়ে রফিক শেখসহ অজ্ঞাতনামা আরও চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা এসআই মো: শাহাবুদ্দিন গাজী রফিক শেখকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

The post খুলনায় স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর মৃত্যুদন্ড appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pTmfeI

পুতিনের ক্ষোভ, টিকা নিয়ে চলছে অসৎ প্রতিযোগিতা https://ift.tt/eA8V8J

করোনা ভাইরাসের টিকা নিয়ে জি২০ শীর্ষ সম্মেলনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, টিকা নিয়ে চলছে অসৎ এক প্রতিযোগিতা। কারণ, তার দেশ থেকে আবিষ্কার করা টিকা স্পুটনিক-ভি এর স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক মহল। এ নিয়ে জি২০ শীর্ষ সম্মেলনে ক্ষোভ ঝারলেন পুতিন। করোনা ভাইরাসের টিকা নিয়ে সারাবিশ্বে যখন কাড়াকাড়ি চলছে তখন রাশিয়ায় তৈরি টিকার আন্তর্জাতিক অনুমোদন পেতে ব্যর্থতার কথা ক্ষোভের সঙ্গে তুলে ধরেন তিনি। সম্মেলনে তিনি ভিডিও বার্তা পাঠান। এর মাধ্যমে শনিবার যুক্ত হন জি২০ শীর্ষ সম্মেলনে। এতে এসব দেশের স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ রাখেন তার দেশে উদ্ভাবিত টিকার স্বীকৃতি দিতে পারস্পারিক আলোচনা ও যত দ্রুত সম্ভব টিকার সনদ দিতে।

ভিডিও বার্তায় পুতিন বলেন, জি২০-এর অনুমোদন সত্ত্বেও যেসব দেশে টিকার খুব প্রয়োজন, যেসব দেশ এই টিকা পাচ্ছে না। পুতিনের এই ভাষণ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এতে পুতিন বলেন, অনেক দেশ টিকা পাচ্ছে না। এর কারণ, অসৎ প্রতিযোগিতা, সংরক্ষণবাদিতা। তার দেশের টিকার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, কিছু দেশ, বিশেষ করে জি২০-এর, এখনও টিকা ও টিকার সনদের বিষয়ে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়।

এ মাসের শুরুতে দক্ষিণ আফ্রিায় টিকার ভয়াবহ সঙ্কট থাকা সত্ত্বেও তারা রাশিয়ায় তৈরি টিকা অনুমোদন দিতে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এতে পুরুষদের মধ্যে এইচআইভি সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বৃদ্ধি পায়। এ ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি স্পুটনিক-ভি।

পুতিনের মতো জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রোমে যাননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনিও ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্মেলনের সঙ্গে যুক্ত হয়েছেন। শি জিনপিংও টিকার স্বীকৃতি দিতে পুতিনের মতো আহ্বান জানান। তার এ ভাষণও চীনের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচার করা হয়েছে। নিজেদের দেশে করোনা ভাইরাস ইস্যুতে কঠোর বিধিনিষেধ থাকার কারণে ইতালি সফর এড়িয়ে চলছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। এর মধ্যে স্পুটনিক-ভি টিকার সহজপ্রাপ্যতা থাকা সত্ত্বেও রাশিয়ায় নতুন করে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। এর প্রেক্ষিতে এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করতে শনিবার থেকে সপ্তাহব্যাপী ছুটি ঘোষণা করেছেন পুতিন। কর্তৃপক্ষ বলেছে, করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে একদিনে রাশিয়ায় রেকর্ড ৪০,২৫১ জন আক্রান্ত হয়েছেন। সেখানে শতকরা মাত্র ৩২.৫ ভাগ মানুষকে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে।

যেসব মানুষকে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে তাদেরকে বুস্টার ডোজ হিসেবে স্পুটনিক লাইট নামের টিকা দেয়ার সুপারিশ করেছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে স্পুটনিক লাইট অনুমোদন করেছে রাশিয়া। এটি হলো স্পুটনিক-ভি টিকার দুটি ডোজের সমন্বয়। একে কার্যকর টিকা হিসেবে দেখা হচ্ছে। দেখা হচ্ছে বুস্টার ডোজ হিসেবেও। বার্তা সংস্থা তাস’কে স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, যেহেতু ডেল্টা ভ্যারিয়েন্ট সামনে এগিয়ে আসছে, তাই টিকা প্রয়োগের বিষয়টিতে অবশ্যই পরিবর্তন আনতে হবে। নতুন করে শুধু স্পুটনিক লাইট দিলেই চলবে। তিনি আরো বলেছেন, দুই ডোজ টিকা দেয়ার পরে আমরা উচ্চ মাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা দেখেছি। বিষয়টি স্বাস্থ্য সুরক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ।

তবে জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজক ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, ২০২১ সাল শেষ হয়ে যাওয়ার আগেই বিশ্বের শতকরা ৪০ ভাগ মানুষকে টিকা দেয়ার টার্গেট নির্ধারণ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই টার্গেট পূরণের খুব কাছাকাছি আন্তর্জাতিক সম্প্রদায়। এখন আমাদেরকে দেখতে হবে ২০২২ সালের মধ্যভাগের মধ্যে শতকরা ৭০ ভাগ টিকা নিশ্চিত করতে পারি কিনা। এটা আমাদেরকে করতেই হবে।

সম্মেলনের আলোচনা শেষে, সূত্র বলেছেন, সব নেতাই মারিও দ্রাঘির টার্গেট মেনে নিতে প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।

The post পুতিনের ক্ষোভ, টিকা নিয়ে চলছে অসৎ প্রতিযোগিতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Bvek9w

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী https://ift.tt/eA8V8J

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
প্রধানমন্ত্রী ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটির আজ দুপুর ২:৪৫টায় (স্থানীয় সময়) গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
গ্লাসগোতে অবস্থানকালে, ১ নভেম্বর (সোমবার) সকালে, প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘সিএফভি- কমনওয়েলথ হাই লেভেল প্যানেল ডিসকাশন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক একটি সাইড ইভেন্টে যোগ দেবেন।
শেখ হাসিনা কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি’র সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী কপ ২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। শেখ হাসিনা শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায় রাজাপাকসে’র সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী বৃটিশ প্যাভিলিয়নে ‘এ্যাকশন এন্ড সলিডারিটি- দ্য ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক বৈঠকে অংশগ্রহণ করবেন।
একই দিন বিকেলে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী ‘কপ-২৬’ এর ভিভিআইপি সংবর্ধনায় যোগ দেবেন।
সন্ধ্যায় স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশী কমিউনিটি কতৃর্ক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
২রা নভেম্বর (মঙ্গলবার) সকালে প্রধানমন্ত্রী স্কটিশ প্যাভিলিয়নে ‘ওমেন এন্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন। শেখ হাসিনা দুপুরে স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টার্জন’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সংবর্ধনায় যোগ দেবেন।

বিকেলে প্রিন্স চার্লস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এরপরেই ইউকে সভাকক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি সভাকক্ষ-৪ এ ‘ফোর্জিং এ সিভিএফ কপ ২৬ ক্লাইমেট ইমার্জেন্সি প্যাক্ট’ শীর্ষক সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন। এরপরই প্রধানমন্ত্রী ‘ওয়াল্ড লিডার্স সামিট’র সমাপনী পর্বে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় শেখ হাসিনা স্কটিশ পার্লামেন্টের স্পিকার অ্যালিসন জনস্টোন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী স্কটিশ পার্লামেন্টে ‘এ বাংলাদেশ ভিশন ফর গ্লোবাল ক্লাইমেট প্রসপারিটি’ শীর্ষক ভাষণ দেবেন।
৩রা নভেম্বর (বুধবার) স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট যোগে গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।

ওই দিন লন্ডনে পৌঁছার পর বৃটিশ পার্লামেন্টের স্পিকার স্যার লিন্ডসে হোইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী সেখানে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’, লন্ডনে বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের নাগরিক সংবর্ধনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন।

৯ই নভেম্বর সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন। শেখ হাসিনা ওই দিন এলিসি প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গে ফ্রান্সের সরকারি বাসভবন ম্যাটিগননে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ইউনেস্কো সদর দফতরে ‘ইউনেস্কো-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একই স্থানে ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী অনুষ্ঠানেও যোগ দেবেন। শেখ হাসিনা আগামী ১৩ই নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন। প্রধানমন্ত্রী ১৩ই নভেম্বর ঢাকার উদ্দেশে প্যারিস ত্যাগ করবেন। ১৪ই নভেম্বর সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

The post যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vYDKeF

ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি https://ift.tt/eA8V8J

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর এটিই হবে তার প্রথম বাংলাদেশ সফর।

শনিবার ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ পাঠিয়েছেন। ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে এখনও দুদেশের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলেও জানান এ কর্মকর্তা।

কূটনৈতিক সূত্র বলছে, ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর তিন দিনের হতে পারে। তিনি ১৫ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। এরপরের দিন তিনি দেশে ফিরে যাবেন।

কূটনৈতিক সূত্র বলছে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল নিকট প্রতিবেশী ভারত। দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন।

৬ ডিসেম্বর দিনটিতে ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

The post ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CvFxdn

বিশ্বে সুখী দেশের তালিকায় এগিয়েছে বাংলাদেশ https://ift.tt/eA8V8J

বিশ্বে সুখী দেশের তালিকায় এগিয়েছে বাংলাদেশ। পিছনে ফেলেছে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও মিয়ানমারকে। ২০২১ সালের নতুন এই সূচকে গত বছরের তুলনায় ছয় ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০১ তম।

২০২০ সালে বাংলাদেশ ছিল ১০৭ তম অবস্থানে। তবে ২০১৯ থেকে ২০২০ সালে এক লাফে অনেকটাই এগিয়েছিল বাংলাদেশ। ২০১৯ সালে ছিল ১২৫ তম অবস্থানে।

বিশ্বের শতাধিক দেশে জরিপ চালিয়ে মোট ১৪৯টি সুখী দেশের তালিকা প্রকাশ করেছে কান্ট্রিইকোনোমি.কম এর ওয়েবসাইটে। সেখানে প্রথম অবস্থানে আছে ফিনল্যান্ড। এছাড়া ভারত ১৩৯তম, পাকিস্তান ১০৫তম, শ্রীলংকা ১২৯তম ও মিয়ানমার ১২৬তম স্থানে অবস্থান করছে। তবে এই তালিকায় তলানিতে গিয়ে ঠেকেছে রাজনৈতিকভাব বিধ্বস্ত আফগানিস্তানের অবস্থান।

এই তালিকা মূলত বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে করা হয়। এর মধ্যে একটি দেশে আইনের শাসন, জনগণের মাথাপিছু আয় ও জীবন ধারণের মানসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত। এর ওপর ভিত্তি করে বিভিন্ন দেশকে নির্দিষ্ট পয়েন্ট দেয়া হয়। আর এর মাধ্যমেই তালিকার ক্রম সাজানো হয়ে থাকে।

২০২১ সালের এই তালিকায় বাংলাদেশ পেয়েছে ৫.০২৫ পয়েন্ট। এর আগে, ২০২০ সালে ৪.৮৩৩ এবং ২০১৯ সালে বাংলাদেশের দখলে ছিল ৪.৪৫৬ পয়েন্ট।

The post বিশ্বে সুখী দেশের তালিকায় এগিয়েছে বাংলাদেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3muB31h

পাটকেলঘাটায় কমিউনিটি পুলিশিং ডে পালিত https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানা পুলিশের আয়োজনে ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (পাকেলঘাটা-তালা) হুমায়ুন কবীর, কমিউনিটি পুলিশিং কমিটির সহ সভাপতি ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, দপ্তর সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন এস আই জয়বালা, এস আই তারিকুল ইসলাম, এস আই জ্যোতির্ময়, এএসআই নারায়ন চন্দ্র মন্ডল, এএসআই জিল্লুর রহমান, এএসআই আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ সময় সহকারী পুলিশ সুপার বলেন এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কেঊ অপরাাধ করে পার পাবেনাা। আমরা পরস্পর ভাই ভাই। সবাই একসাথে মিলেমিশে চলবো এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবো।

The post পাটকেলঘাটায় কমিউনিটি পুলিশিং ডে পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mrX1lg

শ্যামনগরে ইজিবাইক ছিনতাই চক্রের ৪ সদস্য আটক https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট খন্তকাটা স্লুইসগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‌্যাব এ তথ্য জানায়।

আটকরা হলেন- শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন ঢালী (২০), গফুর মোল্লার ছেলে কামরুজ্জামান মোল্লা (২৫), আব্দুর গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিছুর গাজী (২৫)।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ জানান, শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্যামনগর থানা সদরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে তিনজন যাত্রী ৫০০ টাকা দিয়ে ভাড়ায় নিয়ে যায়। এরপর বড়কুপট খন্তকাটা স্লুইসগেট এলাকায় পৌঁছালে চালককে কিল ঘুষি মেরে ইজিবাইকটি ছিনতাই করে।

তিনি বলেন, ঘটনাটি জানার পর দুপুর ২টার দিকে র‌্যাবের একটি দল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক ও ইজিবাইকটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

The post শ্যামনগরে ইজিবাইক ছিনতাই চক্রের ৪ সদস্য আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Gx3mEa

অলিক স্বপ্ন রাত্রি https://ift.tt/eA8V8J

সুদয় কুমার মণ্ডল

পাখির কলরব আলোর বন্যায় ধ্বংসগন্ধ
দিন অন্ধ চামচিকা বাদুড় আড়ালে লুকায়
রাত্রির গহর জুড়ে করে অবাধ বিচরণ
খাদ্য অন্বেষণে জীবিকার তাগিদে ব্যস্ত।

পৃথিবীর রূপ রং অনাদিকাল সৃষ্টি রহস্য
ঘেরা সর্বনাশা কাল স্রোত বয় অবিরাম
আলো বায়ু জল সৃষ্টি রক্ষায় অবিচল
ভাসমান জঞ্জালে ঘটে অনাকাঙ্খিত সংঘাত।

বিচিত্র প্রকৃতির শোভনীয় বৈচিত্র্য
অর্ন্তঘাতের অগ্নি স্ফুলিঙ্গে ধুম্র কুণ্ডলী
শুদ্ধ পররিমণ্ডল আহত করে ঘুম ঘোরে
শিশিরের কান্না ঝরে শান্ত সাগরে।

অলিক স্বপ্ন রাত্রি প্রহর গুনে সংকীর্ণতায়
দুশমনের মগজে ঢুকে চিরন্তনী সত্যের ঘাড়
মটকায়,অনাবিলে আবিল জড়িয়ে
সুন্দর পৃথিবীর সুখনিদ্রা কেঁড়ে নেয়
অপরিচ্ছন্ন ধারণায়।

অসুরের পদভরে ইন্দ্রাসন টলমল
শ্বাশতকাল ভৈরবী তাণ্ডবে অসুস্থ ধরা
আদ্যাশক্তি নানা প্রহরণে রুখেছে অসুর
রক্ষা করেছে মানবের কল্যাণে শান্তির ধরা
ধর্ম রক্ষিত ধার্মিকং।

The post অলিক স্বপ্ন রাত্রি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nJpC4Z

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি:  কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সাতক্ষীরায়  র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি  এ প্রতিপাদ্যে শনিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি বের করা হয়।
 র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায়  মিলিত হয়।
জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর সংসদ সদস্য,  জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী,  ডা. মোনোয়ার হোসেন, প্রমুখ।
এ সময় বক্তরা অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার পাশাপশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এ কর্মসূচিতে জেলা পুলিশের কর্মকর্তা, সদস্য, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে।

The post সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EoVena

কলারোয়ায় ২০ টাকার নাপা সিরাপ ৫০ টাকা! জরিমানা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ২০ টাকা মূল্যের এক বোতল নাপা সিরাপ ৫০ টাকা করে বিক্রির অভিযোগে সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালত এক খুচরা ঔষুধ ব্যবাসায়ীকে আর্থিক জরিমানা করেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রজবাকসা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ব্রজবাকসা বাজারের খুচরা ঔষুধ ব্যবসায়ী নাপা সিরাপ (সর্দি, জ্বর, ব্যথা, যন্ত্রনার ঔষুধ) নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন মূল্যে বিক্রি করার অপরাধে শিমু ফার্মেসির স্বত্ত্বাধিকারী মাহমুদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে মজুদকৃত নাপা সিরাপের বোতলগুলি জব্দ তালিকায় রাখা হয়েছে। আদালতের কাজে সহায়তা করেন থানার এসআই ইসমাইল হোসেন, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলারোয়া উপজেলার ব্রজবাক্স বাজারে নাপা সিরাপ নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে। সংবাদ পেয়েই মোবাইল কোর্ট নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। গিয়ে দেখি ২০.৭০ টাকা এক বোতল নাপা সিরাপ ৫০ টাকা বিক্রি করছে। মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীকে আর্থিক জরিমানা করা হয়েছে।’

তিনি আরো জানান ‘দ্রব্যমূল্য নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয়, ওজন ও পরিমাপে কম, ভেজাল দ্রব্য রাখাসহ ভোক্তা অধিকার আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

The post কলারোয়ায় ২০ টাকার নাপা সিরাপ ৫০ টাকা! জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pPMgeN

Friday, October 29, 2021

অর্ধেক সময় পার হলেও অগ্রগতি নেই ৪৭৫ কোটি টাকার প্রকল্প https://ift.tt/eA8V8J

পানিতে হাবুডুবু কাচ্ছে সাতক্ষীরার কয়েক লাখ মানুষ

এম জিললুর রহমান: সাতক্ষীরা শহর ও পার্শ¦বর্তী এলাকার জলাবদ্ধতা নিরসনে সরকার গৃহীত প্রকল্প বাস্তবায়নের অর্ধেক সময় পার হতে চললেও এখনো ভালোভাবে কাজ শুরুই করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ৪৭৫ কোটি ২৬ লাখ ১৬ হাজার টাকার এই প্রকল্পে থাকা জলাবদ্ধতা নিরসনে সহায়ক নয়-এমন দুটি বেড়িবাঁধ সংস্কার কাজ গত অর্থ বছরে শুরু হয়। প্রায় ১০ কোটি টাকার ওই দুটি প্রকল্প স্থানীয় জনগণ ও বিএসএফ’র বাঁধার কারণে বন্ধ হয়ে আছে। এছাড়া সম্প্রতি কিছু কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, শুস্ক মৌসুমে এসব কাজ শুরু হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। তবে, স্থানীয় নাগরিক সমাজের বক্তব্য পলি ব্যবস্থাপনা, নদ-নদীর আন্ত:সংযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত স্লুইসগেট, পোল্ডারের অভ্যন্তরে থাকা খালগুলো উদ্ধারসহ চিংড়ি ঘেরের অপরিকল্পিত বাঁধ অপসারণের কোন ব্যবস্থা না রাখায় গতানুগতিক এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

‘সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১, ২, ৬-৮, ৬-৮ (এক্সটেনশন)-এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বিগত ২০২০ সালের ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী ২জুন একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলাবাসীর জলাবদ্ধতা নিরসনে জরুরীভাবে ৪৭৫ কোটি ২৬ লাখ ১৬ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন করেন। প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভা সদর উপজেলা ও আসপাশের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড ১ ও ২ এর আওতায় বেতনা নদী ৪৪ কি: মি: ও মরিচ্চাপ নদীর ৩৭ কি: মি: ড্রেজিং ও পুন:খনন, এই সীমানায় অভ্যন্তরীণ ৮২টি খালের ৩৪৪.২২ কি: মি: পুন:খনন ও সংস্কার, ২১টি স্লুইসগেট সংস্কার/নির্মাণ, ১১৩.১২ কি: মি: বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার, ৪টি আরসিসি ঘাটলা নির্মাণসহ ১.৭০ কি: মি: ঢাল প্রতিরক্ষার কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, বরাদ্দের টাকা আগামী ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত তিন বছর মেয়াদী এই প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়নের কাজ চলমান থাকবে। বরাদ্দকৃত টাকার মধ্যে ২০-২১ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকার দুটি প্রকল্প শুরু হয়। এরমধ্যে সদরের ফিংড়ী ইউনিয়নের ফিংড়ী, এল্লারচর ও ভোমরা এলাকায় ৯ কিলোমিটার ৪০০ মিটার বেড়িবাধ নির্মাণের জন্য ঠিকাদার নিযুক্ত করা হয়। এছাড়া এবছর আরো ৪০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, কেন্দ্রীয় পানি কমিটি, উত্তরণ, জেলা ওয়ার্কার্স পার্টি, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন এই প্রকল্পের ভবিষ্যত নিয়ে বিভিন্ন সময়ে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছে। আইডব্লিউএম এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী প্রকল্পে টিআরএম যুক্ত করার দাবীতে সভা সমাবেশ করেছে জেলা ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় পানি কমিটিসহ বিভিন্ন সংগঠন। অপরদিকে জেলা নাগরিক কমিটিও টিআরএমসহ অন্যন্য বিষয় নিয়ে ১৩ দফা সুনিদিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম জানান, গত ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকার মানুষকে নদীর বেড়িবাঁধ ভাঙন ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষার দাবীতে ১০ হাজার ৮৮৭ জনের গণস্বাক্ষরসহ সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত স্মারকলিপি প্রদানকালে তৎকালীন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ঐদিন রাতেই জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে একটি জুম কনফারেন্সের আয়োজন করেন। উক্ত জুম কনফারেন্সে নাগরিক কমিটির পক্ষ থেকে সমস্যা ও সমাধান সম্পর্কে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন। জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ড গৃহীত ‘সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১, ২, ৬-৮, ৬-৮ (এক্সটেনশন)-এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্প সম্পর্কে নাগরিক কমিটিকে লিখিতভাবে প্রস্তাবনা উপস্থাপনের অনুরোধ জানান এবং প্রকল্পের যাবতীয় কাগজপত্র জেলা নাগরিক কমিটির কাছে সরবরাহ করতে পানি উন্নয়ন বোর্ডকে নিদের্শনা দেন।

মো. আনিসুর রহিম আরো বলেন, এর প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর জেলা নাগরিক কমিটির সভায় তিন সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটি প্রকল্পভূক্ত বিভিন্ন এলাকার বাস্তব অবস্থা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেন এবং স্থানীয় জনগণের মতামত সংগ্রহ করেন। অতীতের বাস্তবায়নকৃত প্রকল্পগুলো পর্যালোচনা করেন। এ সম্পর্কে কেন্দ্রীয় পানি কমিটি, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের প্রস্তাবনা সমূহ বিশ্লেষণ করেন।

প্রকল্পভূক্ত এলাকা সম্পর্কে আইডব্লিউএম এর সমীক্ষা রিপোর্ট ও প্রস্তাবনা পর্যালোচনা করেন। এনিয়ে টেকনিক্যাল কমিটি কয়েকদফা বৈঠকের পর গত ১৪ নভেম্বর-২০২০ সাতক্ষীরা পুরাতন বার লাইব্রেরীতে অনুষ্ঠিত জেলা নাগরিক কমিটির বর্ধিত সভায় সুনিদিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেন। এনিয়ে বিস্তারিত আলোচনান্তে জেলা প্রশাসকের নিকট দাখিলের জন্য ১৩টি প্রস্তাব চুড়ান্ত করা হয়। গত ২৯ নভেম্বর জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে উক্ত প্রস্তাবনা পেশ করেন।

মো. আনিসুর রহিম আরো বলেন, গত ২ আগস্ট-২০২১ তারিখে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করে পুনরায় উক্ত ১৩ দফা প্রস্তাবনা পেশ করেন। কিন্তু এই প্রস্তাবনা আদৌ পর্যালোচনা না করেই পূর্বের ধারা অনুসরণ করেই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকীন আহমেদ চিশতী বলেন, জলাবদ্ধতায় পৌরবাসীর বাড়ি-ঘর ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ছে। জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে ১৮টি পাম্প বসিয়ে রাতদিন পানি সেচ দিয়ে জলাবদ্ধতা কমানোর চেষ্টা অব্যাহত আছে। তবে এটি কোন স্থায়ী সমাধান নয়। যতদিন বেতনা মরিচ্চাপ নদীসহ সংযোগ খালগুলো খনন ও সংস্কার করা না হবে, ততদিন জলাবদ্ধতার নিরসন হবে না। তিনি বলেন, আমরা জেনেছি পানি উন্নয়ন বোর্ডে প্রায় ৪৭৬ কোটি টাকা বরাদ্দ এসেছে। আগামী শুস্ক মৌসুমে কাজ শুরু করে তা যথাযথ তদারকির মাধ্যমে বাস্তবায়ন হলে পৌরসভাসহ আসপাশের জলাবদ্ধতা কমবে। তবে সেই বরাদ্দ কতখানি স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু বলেন, সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৪৭৫ কোটি টাকা বরাদ্দ এসেছে-আমরা শুনেছি। তবে এই বর্ষায় কবে কখন কোথায় ১০ কোটি টাকার কাজ শুরু হলো-তা আমরা জানিনা। আমাদেরকে অন্ধকারে রেখেই বিপুল অংকের এই বরাদ্দ ভাগবাটোয়ারা ছাড়া আর কিছুই হবেনা। আর জনগণের দুর্ভোগ জলাবদ্ধতা থেকেই যাবে। তিনি আরও বলেন, বেতনা ও মরিচ্চাপ নদীর ৮১ কিলোমটির খনন, সংযোগ ৮২টি খালের খননসহ অন্যান্য কার্যক্রম হবে। তবে কি হবে তা বলা যাচ্ছেনা এখনি। কারণ বেতনা মরিচ্চাপ নদীসহ ৮২টি খাল একাধিকবার কাটা হয়েছে গত ১০ বছরে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

তিনি প্রাণ সায়র খালের পাশে দাঁড়িয়ে বলেন, এই প্রাণ সায়র খাল ১৪ কোটি টাকা ব্যয়ে অন্য প্রকল্পের অর্থে এখন খনন হচ্ছে। এখনও যা শেষ হয়নি। ৮২টি খালের মধ্যে এটিও আছে। তাহলে এই টাকা কোথায় যাবে এসব নানা প্রশ্ন তুলে তিনি বলেন, সাতক্ষরায় জলাবদ্ধতার নামে বরাদ্দ আসে আর কতিপয় রাজনীতিক আর পানি উন্নয়ন বোর্ড নামমাত্র ছালচামড়া আর আগাছা চেছে-ছুলে বরাদ্দের বাস্তবায়ন দেখিয়ে সবই হয় ভাগবাটোয়ারা। এবারো তার বাইরে হবে বলে আমরা মনে করিনা। পানি উন্নয়ন বোর্ড পূর্বের মতো কোন কিছু করলে এবার সাতক্ষীরাবাসী তার দাতভাঙ্গা জবাব দেবে এমন হুশিয়ারি উচ্চারণ করে এখন পানি উন্নয়ন বোর্ডকে সতর্ক হওয়ার তাগিদ দেন এই নেতা।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, পানি উন্নয়ন বোর্ড ২ এর আওতায় সদর এবং আশাশুনির কিছু অংশ। অপরদিকে পাউবো-১ এবং ২ মিলেই সাতক্ষীরা শহরের পশ্চিম সাইডটি পাউবো-১ এর আওতায়। আর পূর্ব সাইডটি ২এর আওতায় ভাগকরা। এই প্রকল্পের আওতায় জেলার দুটি বড় নদী বেতনা এবং মরিচ্চাপ। বেতনা নদীর ৪৪ কিলোমিটার এবং মরিচ্চাপ নদীর ১৭ কিলোমটার পওর-২এর আওতায় বাস্তবায়িত হবে। পাশাপাশি সংযোগ ৮২টি খালের ৬৬টি খাল পওর-২ এর আওতায় রয়েছে। জলাবদ্ধতা নিরষনে বরাদ্দের প্রায় দেড় বছরে বেতনা নদীর ১৫কিলোমিটার খনন কাজের জন্য ঠিকাদার নিয়োগ হয়েছে আর মরিচ্চাপ নদীর ১৭ কিলোমিটার খননের জন্য দরপত্র মূল্যায়নের কাজ চলছে। চলমান বর্ষা মৌসুম শেষ হলেই খনন কাজ শুরু হবে বলে জানান এই নির্বাহী প্রকৌশলী।

তিনি আরও বলেন, ইন্টারনাল খালগুলোর সার্ভে কাজ চলমান রয়েছে। তবে সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যাকে মাথায় রেখেই প্রধানমন্ত্রী এই প্রকল্প অনুমোদন করেছেন। গত ১০ বছরে একাধিকবার খননে জলাবদ্ধতা অন্তত দশগুন বেড়েছে সেক্ষেত্রে ৪৭৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে জনগণ কতটা সুবিধা পাবে এমন প্রশ্নের জবাবে রাশিদুর রহমান বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে অবশ্যই জনগণ সুবিধা পাবে। কারণ এ যাবতকাল বড় দুটি নদীর সাথে সংযোগকৃত খালগুলোর যদি ৫টি খনন করার দরকার হতো, সেখানে খনন হতো দুটি। ফলে বাকি ৩টি খনন না হওয়ায় আশানুরুপ ফল জনগন পাইনি। এবার বড় দুটি নদীসহ ৮২টি খাল একসঙ্গে খনন হলে অবশ্যই জনগণ তার সুফল পাবে এমন আশা প্রকাশ করেছেন এই নির্বাহী প্রকৌশলী।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ শুনে বলেন, সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের জন্য দুটি নদীসহ ছোট বড় ৮২টি খাল খনন অত্যন্ত জরুরী। ৩বছর মেয়াদী ৪৭৫ কোটি টাকার এই প্রকল্পে গত বছর ৩কোটি টাকা বরাদ্দ ছিল আর এবার ৪০ কোটি টাকা এডিবির বরাদ্দ রাখা হয়েছে।

ইতোমধ্যে টেন্ডারও আহবান করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে ডিজাইন ও স্টিমেট অনুযায়ী যাতে এই প্রকল্প বাস্তবায়ন হয়, স্বচ্ছতা ও জবাবদিহীতা যেন নিশ্চিত করা হয় সে বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে এবং মনিটরিং করা হচ্ছে। এই কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসনের ওয়েব পোর্টালে আপলোড করা হবে। যাতে সাধারণ মানুষসহ গণমাধ্যমকর্মীরা জানতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে জনগন আশানুরুপ ফল পাবে এবং এ জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা দুর হবে এমন আশা প্রকাশ করলেন জেলার শীর্ষ এই কর্মকর্তা।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন, উজানের পানি প্রবাহ বন্ধ, নদীর তলদেশ উঁচু হওয়া, নদী বা খাল খননের নামে ছোট করে ফেলা ও পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খননে নদী-খালের আন্ত:সংযোগ বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক প্রবাহ রুদ্ধ হওয়ায় একটু বৃষ্টি হলেই হাবুডুবু খাচ্ছে হাজার হাজার পরিবারের মানুষ। এর থেকে পরিত্রাণ পেতে বৃহৎ প্রকল্পটির সঠিক বাস্তবায়ন চায় সাতক্ষীরাবাসী।

 

The post অর্ধেক সময় পার হলেও অগ্রগতি নেই ৪৭৫ কোটি টাকার প্রকল্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XXcSiq

ধুলিহর ইউপিতে নৌকার নির্বাচনী জনসভায় ভোট চাইলেন নজরুল ইসলাম https://ift.tt/eA8V8J

১১ নভেম্বর ধুলিহর ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউপি নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী কোমরপুর ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। তিনি বলেন, মিজানুর রহমান বাবু সানা প্রধানমন্ত্রীর নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে নির্বাচিত করতে হবে।

ধুলিহর ইউপির উন্নয়নে নৌকার বিকল্প নেই। আগামী ১১ নভেম্বর নৌকার ভোট দিয়ে মিজানুর রহমান বাবুকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু। তিনি বলেন, ধুলিহর ইউপি নির্বাচনে নৌকার মাঝি মিজানুর রহমান বাবুর বিকল্প নেই। তাকে জয়যুক্ত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আজাহারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,

৮ ধুলিহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: মিজানুর রহমান বাবু। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ সাড়ে ৫বছর যাবত আপনাদের সুখে দু:খে পাশে থেকে আপনাদের হক আপনাদের ইউনিয়ন পরিষদের সেবা আপনাদের দোর গোঁড়ায় পৌছে দিয়েছি। আমার ইউনিয়নে অসংখ্য পাকা রাস্তা করেছি। গ্রাম আদালতের মাধ্যমে কাজ করেছি। প্রধানমন্ত্রীর স্বপ্নের গ্রামকে শহরে পরিণত করেছি।

জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে দলমত নির্বিশেষে হাজারো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

The post ধুলিহর ইউপিতে নৌকার নির্বাচনী জনসভায় ভোট চাইলেন নজরুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vZPH3O

বিদ্রোহী প্রার্থী কালামকে প্রার্থীপদ প্রত্যাহারের অনুরোধ https://ift.tt/eA8V8J

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম আবুল কালামকে নাম প্রত্যাহারের জন্য নোটিশ প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ-সম্পাদক শাহাজাহান আলী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম আবুল কালাম আজাদ নৌকার প্রার্থীর বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশনারের নিকট নাম প্রত্যাহারের কথা থাকলেও নাম প্রত্যাহার করেননি তিনি। বরং নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আনারস প্রতিকের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

একারণে আগামী ৩১ অক্টোবরের ভিতরে সাংবাদিক সম্মেলন করে নাম প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে আবুল কালাম আজাদকে। অন্যথায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দল থেকে তাকে বহিস্কার করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post বিদ্রোহী প্রার্থী কালামকে প্রার্থীপদ প্রত্যাহারের অনুরোধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3blh7ra

আশাশুনিতে সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদানে ফিরেছে শিক্ষার পরিবেশ https://ift.tt/eA8V8J

আহসান হাবিব, আশাশুনি: আশাশুনি সরকারি কলেজে শিক্ষার পরিবেশ ফিরে আসায় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হতে দেখা গিয়েছে। কলেজ ক্যাম্পাসের একটি অংশ দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় কলেজের পরিবেশ কর্দমাক্ত ছিল। ক্যাম্পাসে তলিয়ে থাকা জায়গায় অবশেষে বালি ভরাট কাজ শুরু হওয়ায় কলেজ সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

কলেজে সদ্য বিদায়ী অধ্যক্ষ ড. মিজানুর রহমান থাকাকালে কলেজে চরম অচলাবস্থা, অভ্যান্তরীন ও বাইরের মানুষের সাথে অন্ত:দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছিল। ফলে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র সংগঠন, অভিভাবক, সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা অঘটনের উদ্ভব হয়েছিল।

অধ্যক্ষ কাম্য যোগ্যতাহীন শিক্ষকদের নিয়ে একটি পক্ষে জড়িয়ে পড়ে তাদের পরামর্শ অনুযায়ী শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরী করে প্রায়ই সময় কারনে অকারনে অন্য পক্ষকে প্রতিপক্ষ হিসেবে ধরে শিক্ষকদের বিরুদ্ধে শো-কজ, চিঠি চালাচালিসহ নানা সমস্যার অবতারণায় শিক্ষক, অভিভাবক, এলাকার সচেতন মানুষের মধ্যে হতাশা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অনাকাঙ্খিত ঘটনা ও পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় কলেজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছিল। কলেজের উন্নয়ন মূলক কাজসহ স্বাভাবিক কাজে স্থবিরতা বা প্রশ্নবিদ্ধ কার্যক্রম নিয়ে দিন দিন সকল মহলে অসন্তোষ দানাবাধতে থাকে। সরকারিভাবে ও এনজিও এর ব্যবস্থাপনায় ইতোপূর্বে মাঠ ভরাট, পুকুর ভরাটসহ বেশ কিছু কাজ চলমান থাকলেও কলেজ ক্যাম্পাসসহ পাশের নীচু স্থানে মাটি ভরাট প্রয়োজন থাকলেও তা হয়নি।

সম্প্রতি অধ্যক্ষ মিজানুর রহমানকে বদলি করার পর অধ্যাপক আবুল কালাম আজাদ নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। যোগদানের বয়স মাস না পুরলেও কলেজের পরিবেশ পাল্টে যেতে শুরু করেছে। শিক্ষার পরিবেশ, শিক্ষকদের মধ্যে শৃংখলা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান কলেজের সার্বিক অবস্থার পরিবর্তন দেখা দিয়েছে। অধ্যক্ষ আবুল কালাম আজাদ ইতোমধ্যে কলেজের উন্নয়ন, শিক্ষার নতুন পরিবেশ সৃষ্টিতে পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণসহ নানাবিধ কর্মসূচী বা পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছেন।

যা ধিরে ধিরে দৃশ্যমান হতে শুরু করেছে। এরই অংশ হিসাবে কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং ক্যাম্পাসে স্বাস্থ্য সম্মত ও নান্দনিক পরিবেশ তৈরিতে কাজ শুরু করা হয়েছে। এজন্য ক্যাম্পাসে বালি ভরাট দিয়ে ক্যাম্পাস সর্বোচ্চ ব্যবহারের উপযোগি সৃষ্টির কাজ শুরু করা হয়েছে। শিক্ষকবৃন্দ তার প্রশংসনীয় উদ্যোগকে এগিয়ে নিতে আন্তরিকতার সাথে সহযোগিতা ও শিক্ষার্থীরা অনাগত ভবিষ্যতে সুন্দর পরিবেশে কলেজ ক্যাম্পাস পেতে আশার সঞ্চার হয়েছে।

বিশ^স্ত সূত্রে জানাগেছে, বিদায়ী অধ্যক্ষ মিজানুর রহমানের সাথে থাকা পক্ষটি বর্তমান অধ্যক্ষ আবুল কালাম আজাদকে বিপথগামী করার অপচেষ্টা পদে পদে ব্যর্থ হচ্ছেন। শুধুমাত্র বর্তমান অধ্যক্ষের সুচারু দূরদর্শীতা ও জন্মভূমির টানে কলেজের অবকাঠামোসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে তিনি দৃঢ়ভাবে অনড় থাকায় সকল জল্পনা কল্পনা, তরায় উৎরিয়ে উন্নয়ন শুধুই হাতছানী দিতে শুরু করেছে।

নবাগত অধ্যক্ষের উন্নয়নমুখী কর্মকান্ডের ফলে সকল শিক্ষার্থীর মধ্যে কলেজগামী হতে আগ্রহ সৃষ্টি হতে দেখা গেছে। অধ্যক্ষ ইতোমধ্যেই কলেজের উন্নয়নে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সরকার দলীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন এবং করার যোগাযোগ অব্যহত রেখেছেন বলে জানা গেছে।

The post আশাশুনিতে সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদানে ফিরেছে শিক্ষার পরিবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EwGC5d

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম আবারও শুরু https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা খরচে আবারও সিজারিয়ান কার্যক্রম নতুন করে উদ্বোধন হতে যাচ্ছে। হাসপাতালের প্যাথলজীসহ নানাবিধ সমস্যার কারণে সিজারিয়ান কার্যক্রম বন্ধ ছিল।

বিশেষ করে বিভিন্ন সময়ে এ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় কার্যক্রম বন্ধের মূল কারণ ছিল। বর্তমানে এ্যানেসথেসিয়া ডাক্তার নিয়োগ হওয়ায় সিজারিয়ান কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদেষ্ণা সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুব দ্রুত সময়ের মধ্যে সপ্তাহে তিন দিন অর্থাৎ রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সম্পূর্ণ বিনা খরচে প্রথম সিজারিয়ান অপারেশন (২য় সিজার নয়) করা হবে। ইউএইচএ ডাঃ সুদেষ্ণা সরকার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

The post আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম আবারও শুরু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Bt2zQI

আশাশুনির বদরতলা টু মজগুরখালী রাস্তা সংস্কার কাজ শুরু https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির শোভনালী ইউনিয়নের অবহেলিত মজগুরখালী এলাকায় যাতয়াতের একমাত্র রাস্তার সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মজগুরখালী গ্রামে যাতায়াতের জন্য বদরতলা বাজার থেকে একটি ছোট্ট ইটের সোলিংকৃত রাস্তা ছিল। কিন্তু রাস্তা দিয়ে যাতায়াতের পরিবেশ একেবারেই ভেঙে পড়ে। এলাকার মানুষ প্রায় সারা বছর রাস্তাটি ব্যবহারে চরম ঝুঁকিতে ছিল।

স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাসহ সকল মানুষকে রীতিমত ভোগান্তিতে পড়তে হয়। সাইকেল, মোটর সাইকেলে যাতয়াতের মত করে তৈরি রাস্তার অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে, স্বাভাবিকভাবে যানবাহন চলাচল কঠিন ছিল। এলাকাবাসির দীর্ঘদিনের দাবী ছিল রাস্তাটি প্রশস্ত করণের।

অবশেষে এলাকাবাসীর দাবীর মুখে চলাচলের পথ সুগম করতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শোভনালী ইউপি চেয়ারম্যান প্রার্থী শম্ভুজিত মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় বদরতলা বাজার টু মজগুরখালী যাতায়াতের রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হয়েছে। ফলে গ্রামবাসীর মধ্যে স্বস্তির নি:শ^াস ফিরে এসেছে।

The post আশাশুনির বদরতলা টু মজগুরখালী রাস্তা সংস্কার কাজ শুরু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XXAKCF

কুশুলিয়া ইউপির ২নং ওয়ার্ডের ভোটকেন্দ্র পরিবর্তন https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতেই কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার পরিবর্তে কালিগঞ্জ সরকারি কলেজ নির্ধারণ করা হয়েছে।

গত ২০ অক্টোবর জেলা নির্বাচন অফিসার বরাবর দাখিলকৃত আবেদনে বলা হয়েছে, বর্তমানে নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নির্মাণ কাজ চলছে এবং মাদ্রাসাটিতে বাউন্ডারি ওয়াল না থাকায় উন্মুক্ত অবস্থায় আছে। যা নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া ওই কেন্দ্রের একই সীমানায় একজন প্রার্থীর বাড়ি অবস্থিত।

আবেদনে স্বাক্ষর করেছেন, শেখ নাজমুল হোসেন, নাদির আহমেদ, শেখ মহাসীন আলী, ফাতেমাতুজজহরা কেয়া, শেখ মহিউদ্দীন, শেখ ওসমানসহ ৩৩জন।

জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, আমি কেন্দ্রটিতে একবার গিয়েছিলাম। প্রয়োজনে আবারও সেখানে যাবো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সবকিছুই করা হবে।

এদিকে, ভোট কেন্দ্র পরিবর্তনের বিষয়টি একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে আবেদনকারীরা অভিযোগ করেছেন।

The post কুশুলিয়া ইউপির ২নং ওয়ার্ডের ভোটকেন্দ্র পরিবর্তন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZH4XXs

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি আলোচনা সভা আজ https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: কমিউিনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ বেলা ১১টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে উক্ত র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হবে। সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন।

The post কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি আলোচনা সভা আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bm3NTp

মনিরামপুর চাকলায় নৌকার নির্বাচনী সভা https://ift.tt/eA8V8J

খোরদো (কলারোয়া) প্রতিনিধি: আগামী ২৮ নভেম্বর যশোর জেলার মনিরামপুর উপজেলার ১০নং মশ্বিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সমনে নিয়ে শুক্রবার বিকাল ৪টায়,

উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হোসেনের নির্বাচনী কর্মী সমাবেশে ও বর্ধিত সভা করা হয়।

আওয়ামী লীগ নেতা প্রভাষক ইউছুপ আলীর সভাপতিতে বক্তব্য রাখেন সাংবাদিক ইছাহাক আলী পাটোয়ারী, কৃষকলীগ সভাপতি মামুনুর রশিদ, যুবলীগের সভাপতি দীপংকর বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পদক মেহেদী হোসেন,

সাবেক মেম্বর আব্দুল বারিক, মেম্বর আজব আলী, আব্দুস সোবহান, সাবেক মেম্বর সহিদুল ইসলাম গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আবুল হোসেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকা মার্কায় ভোট চান।

The post মনিরামপুর চাকলায় নৌকার নির্বাচনী সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Bm2QoI

জমে উঠেছে হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচন https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: আগামী ২ নভেম্বর পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউপি নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে। ইউনিয়নে সর্বত্রই চলছে এখন নির্বাচনী আলোচনা। এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার, ব্যনার, ফেস্টুনে ছেয়ে গেছে। সকাল থেকে রাত অবধি ভোটারদের দৃষ্টি আকর্ষণে মাইকিংয়ে চলছে নির্বাচনী প্রচারনার গান বাজনাসহ নানান বৈচিত্র্যময় কথামালা। নাওয়া খাওয়া বন্ধ করে ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষার জন্য ছুটছেন প্রার্থীরা। অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন।

চলতি বছরের গত ২০ সেপ্টেম্বর পাইকগাছা উপজেলার মোট ১০ টি ইউনিয়নের ৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সরদার গোলাম মোস্তফার মৃত্যুজনিত কারণে এই ইউনিয়নে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। অবশেষে ৪২ দিন পর আগামী ২ নভেম্বর এ ইউনিয়নে ভোট গ্রহণের ঘোষণা দেন নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে চেয়াম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ মনোনীত শেখ বেনজির আহম্মেদ বাচ্চু নৌকা প্রতিক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (ইশা) প্রার্থী জিএম কামরুজ্জামান বাবলু হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: আবু জাফর সিদ্দিকী রাজু আনারস প্রতিক নিয়ে লড়ছেন।

৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৪৮ জনসহ মোট ৬০ জন মেম্বর পদে প্রার্থী হয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন জানান। তিনি আরও জানান, এ ইউনিয়নে মোট ২২ হাজার ৫ শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর জন্য মোট ১০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহন চলবে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে।

গতবার নির্বাচনের আগে এ ইউনিয়নে একাধিক নির্বাচনী সহিংস ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কোন সহিংস ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ইউনিয়নের বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নৌকার প্রতিকের শেখ বেনজির আহম্মেদ বাচ্চু ও বর্তমান চেয়ারম্যান মো: আবু জাফর সিদ্দিকীর আনারস প্রতিকের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে। তবে তারা আরও জানান,

পদ্মার এপারের সবচেয়ে অবহেলিত এ ইউনিয়নের বেহাল রাস্তাঘাটের উন্নয়ন, ইউনিয়নবাসির সেবার নিশ্চয়তা ও মাদক মুক্ত ইউনিয়ন গড়তে যিনি কাজ করবেন তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়।

The post জমে উঠেছে হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZEpKuw

রমজাননগরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন দোলন https://ift.tt/eA8V8J

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগর দারুস সুন্নাহ আর্দশ দাখিল মাদ্রাসার ফুটবল মাঠ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।

২৮ অক্টোবর বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের রমজাননগর ব্রিজ সংলগ্ন মাঠ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদউজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা সাবেক ছাত্র নেতা নুরুজ্জামান টুটুল, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন,

৬ নং রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুন, ৪ ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে মাঠে মনোজ্ঞ জারি গানের আযোজন করা হয়।

The post রমজাননগরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন দোলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XVUmH9

তালায় গাঁজাসহ আটক এক https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: তালায় মাদকদ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনাকালে ১০০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামী হলেন উপজেলার চাদকাটি গ্রামের নুর উদ্দীন বিশ^াসের পুত্র আজিবর বিশ^াস (২৫)।

থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টার দিকে তালা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আবু জাহিদ ফকরুল আলম খানের নেতৃত্বে মাদকদ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার মাগুরা এলাকা হতে ১০০ গ্রাম গাঁজাসহ আজিবর বিশ্বাসকে আটক করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহিদ ফকরুল আলম খান জানান, আসামীকে গ্রেপ্তারপূর্বক মাদক আইনে মামলা করা হয়েছে।

 

The post তালায় গাঁজাসহ আটক এক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vXBbtc

হাড়দ্দাহে এমাদুল হকের মোটরসাইকেল শোডাউন https://ift.tt/eA8V8J

সীমান্ত প্রতিনিধি: ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নং ভোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমাদুল হক তার পক্ষে নেতৃত্বদানকারি মো: শহিদুল ইসলাম, আবারুল ইসলাম,

মোসলেম আলীদের দিক নির্দেশনায় শতাধিক নির্বাচনী মোটরসাইকেল নিয়ে শুক্রবার বিকালে শোডাউন ও ভোটারদের বাড়িতে গিয়ে তালা প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করা হয়।

The post হাড়দ্দাহে এমাদুল হকের মোটরসাইকেল শোডাউন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3GyQcXq

ঔষুধি গুণে ভরা হরিতকি ফল https://ift.tt/eA8V8J

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): হরিতকি একটি ভেষজ উদ্ভিদ। বাংলাদেশের বিভিন্ন জেলায় কমবেশি হরিতকি গাছ পাওয়া যায়। হরিতকি ফল বিভিন্ন রোগের চিকিৎসায় এবং রন্ধনশিল্পে বহুল ব্যবহৃত হয়।

ভেষজ চিকিৎসকরা হরিতকি গাছকে মায়ের সঙ্গে তুলনা করে থাকেন। তারা বলেন, মানুষের কাছে এ বৃক্ষ মায়ের মতই আপন। মানুষের শরীরে সংক্রমিত প্রায় সব রোগ-ব্যাধির ঔষধ হিসেবে হরিতকির ব্যবহার রয়েছে। সব রোগ হরণ করে বলেই প্রাচীন শাস্তকাররা এর নাম দিয়েছেন হরিতকি।
হরিতকি স্বাদে খুব তিতা। এটি ট্যানিন, অ্যামাইনো এসিড, ফ্রুকটোজ ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ একটি ফল।

হরিতকি দেহের রক্ত পরিষ্কার করে; একইসঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়। হৃদপিন্ড ও অন্ত্রের অনিয়ম দুর করে হরিতকি। এটি পরজীবীনাশক, পরিবর্তনসাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক। হরিতকি কোষ্ঠকাঠিন্য, স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়।

আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরতকি। এর নানা গুণ আছে। স্বাদ তিতা। এটি ট্যানিন, অ্যামাইনো এসিড, ফ্রুকটোজ ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ। হরতকি দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়। হৃদপিন্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। এটি পরজীবীনাশক, পরিবর্তনসাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক। হরতকি কোষ্ঠকাঠিন্য, স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়।
হরিতকির ৭টি গুরুত্বপূর্ণ ঔষধী গুণাগুণ রয়েছে। হরিতকিতে অ্যানথ্রাইকুইনোন থাকায় রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্য দূর করে। অ্যালার্জি দুর করতে হরিতকি বিশেষ উপকারী। হরিতকি ফুটিয়ে সেই পানি খেলে অ্যালার্জি কমে। হরিতকি গুঁড়া নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগালে চুল ভালো থাকে। হরিতকির গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরিতকি পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে আরাম পাওয়া যায়। দাঁতে ব্যথা দুর করতে হরিতকির গুঁড়া লাগানো যেতে পারে। রাতে শোয়ার আগে অল্প বিট লবণের সঙ্গে দুই গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরিতকির গুঁড়া-মিশিয়ে সেবন করা যেতে পারে। এতে পেট পরিষ্কার হবে।

হরিতকি একটি বৃক্ষ জাতিয় সপুষ্পক উদ্ভিদ। বাংলাদেশ ও ভারত হরিতকির আদিনিবাস। এ গাছ ৩০/৪০ ফুট পর্যন্ত উঁচু হয়। ফেব্রুয়ারি ও মার্চে পাতা ঝরে নতুন পাতা গজাতে থাকে। বাকলের গায়ের রং বাদামি, বাকলের লম্বা ফাটল তাকে। পাতা লম্বা-চেপ্টা, কিনার চোখা, লম্বয় ৫/৬ ইঞ্চি। আষাঢ়-শ্রাবণ মাসে হরিতকির ফুল ফোটে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গাছ থেকে পাঁকা ফল সংগ্রহ করা হয়।

ডালের শেষ প্রান্তে ফুল ফোটে। রং হালকা হলুদাভ। ফল লম্বাটে, মোচাকৃতি। ফল লম্বয় প্রায় দেড় ইঞ্চি পর্যন্ত হয়। কাঁচা ফল সবুজ, পরিপক্ষ হলে হালকা হলুদ আর শুকালে কালচে খয়েরি রঙ্গের হয়। ফলের ত্বক ভিষণ শক্ত। ফলের এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত ৫/৬টি শিরা থাকে। ফলের ভিতর একটি মাত্র বীজ থাকে। বীজ থেকে চারা তৈরী হয়। এই ফল বছরের পর বছর ভালো থাকে।

The post ঔষুধি গুণে ভরা হরিতকি ফল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3w4jnN1

পাটকেলঘাটা জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের মানববন্ধন https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: চলমান প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে জাতীয় রবীন্দ্র সংগীত সস্মিলন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে শুক্রবার বিকাল ৫টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক প্রশান্ত রায়ের সভাপতিত্বে জাসদ নেতা জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,

তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ মিলন, সাবেক সভাপতি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, পুলক কুমার পাল, আশীষ কুমার দাশ, ইন্দ্রজিৎ সাধু, শেখ তরিকুল ইসলাম, শংকর কুমার, উৎপল সাধু, জুয়েল, বিজয় কুমার চক্রবর্তী প্রমুখ।

The post পাটকেলঘাটা জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BpOt2z

‘আমার চোখেও চোখ রেখেছে কবিতা’ https://ift.tt/eA8V8J

প্রণবকুমার মুখোপাধ্যায়

বেদ ও উপনিষদের ভাষা, রামায়ণ ও মহাভারতের ভাষা, ত্রিপিটকের ভাষা, ব্রহ্মবৈবর্তপুরাণের ভাষা, চর্যাপদের ভাষা, রামচরিতমানসের ভাষা, রাজতঙ্গিনীর ভাষা,কালিদাসের ভাষা, চৈতন্যচরিতামৃতের ভাষা, গীতগোবিন্দের ভাষা,শ্রীকৃষ্ণকীর্তনের ভাষা, আবুলফজলের ভাষা, কবিরের ভাষা, অমরখৈয়ামের ভাষা, খনার ভাষা, অন্নদামঙ্গলের ভাষা, মেঘনাদ বধ কাব্যের ভাষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষা, বঙ্কিমচন্দ্রের ভাষা, রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষা, রামপ্রসাদের ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, অবনীন্দ্রনাথের ভাষা, নজরুলের ভাষা, সৈয়দ মুজতবা আলির ভাষা, অদৈত্যমল্লবর্মনের ভাষা,সতীনাথ ভাদুড়ীর ভাষা, সুকুমার রায়ের ভাষা, শরৎচন্দ্রের ভাষা, তারাশঙ্কর ও বিভূতিভূষণের ভাষা,, মানিকের ভাষা,জীবনানন্দের ভাষা,সুভাষ মুখোপাধ্যায় ও বুদ্ধদেব বসুর ভাষা, সত্যজিৎ রায়ের ভাষা,কামিনী রায়, রাজলক্ষ্মী দেবী, আশাপূর্ণাদেবীর ভাষা এবং তার পরের প্রথিতযশা কবিসাহিত্যিকদের ভাষা….। এবং এই সময়ের কবিদের ভাষা। [ এটুকু ঠিকঠাক সাজিয়ে লিখতে পারলাম না ]

প্রকৃতি, সমাজ, বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্য, ইতিহাস-
সভ্যতার ভেতরের আরও অনেক কিছু নিয়ে ক্রম বিবর্তনের পর আমাদের আর্য ও অনার্য মিশ্রিত যে ভাষা —এই সবটাই আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রহণ করেছি। ভাষা ও সংস্কৃতির এই কয়েক হাজার বছরের ইতিহাস নিয়ে লেখা বই যদি পাঠ করা যেত, তাহলে এ জন্মে আর এক লাইনও লেখার সময় থাকতো না আমার মতো একজন সাধারণ মানুষের। তাই আমি আমার মতো একটি ভাষা তৈরি করে নিয়ে লিখে চলেছি আগডুম বাগডুম। টাকডুম টাকডুম।

একবিংশ শতাব্দীতে বাঙালির কাব্যভাষা ও সংস্কৃতির যে তরঙ্গ বয়ে চলেছে — সেই তরঙ্গও বিবর্তিত হতে হতে আজ যে জায়গায় এসে দাঁড়িয়ে আছে, তা হলো আমাদের মতো অপ্রথিতযশা কলমশ্রমিকের কাব্যভাষা তার নিজের মতো করে তৈরি হয়েছে। তাই আমরা সকলেই এখন এক একজন কাব্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। এবং আমরা আমাদের মতো পছন্দের বন্ধুদের সঙ্গে নিয়ে হেঁটে চলেছি। এই ছোট ছোট প্রতিষ্ঠানকে কেউ কেউ বলেন গোষ্ঠী। মাঝে মাঝে গোষ্ঠী কোন্দলও দেখা যায়। তা হলে ধরে নিতে কোনো অসুবিধে নেই, আমরা এখন গোষ্ঠীভাষায় কথা বলতে ও লিখতে অভ্যস্ত। এই গোষ্ঠীভাষার মধ্যে নানারকম ভাষার প্রলেপ লাগানো চলছে নিরন্তর। ফলে এখন কোনো একজন বিখ্যাত কবি বলতে পারবেন না—দেখো আমি যেমন করে কাব্যভাষা সৃষ্টি করেছি, সেই মতো এসো — আমাকে অনুসরণ করো। আমার মতো লেখো। আমার পথেই বাংলা সাহিত্য এগোবে।

এই মুহূর্তে তেমন কবির কাব্যভাষাকে আমরা নিশ্চিত খুঁজে চলেছি। যে ভাষা বিপুল আলোড়ন ফেলবে। এবং সেই কাব্যভাষা অন্তত ৫০ বছর টিকে থাকবে। আর যদি প্রতিভার জোরে ১০০ বছর সেই কাব্যভাষা টিকে যায়, তাহলে তো কোনো কথাই নেই। তিনি মনীষী হয়ে যাবেন।
এ প্রসঙ্গে একটি লেখার কথা মনে এলো। কয়েক বছর আগে একটি প্রত্রিকায় এক মহা পপুলার কবি আক্ষেপের কথা বলেছিলেন, তখনো তিনি ঠিক মতো কাব্যভাষা সৃষ্টি করতেই পারেননি!
এই আক্ষেপ আমাদের অনেকের মধ্যেও। কিন্তু ওই যে বললাম, আমরা অনেকেই নিজেদের মতো একটা ভাষা তৈরি করে নিয়ে লিখে চলেছি। যে ভাষার, বৃহৎ সমাজকে প্রভাবিত বা অনুপ্রাণিত করার কি কোনো ক্ষমতাই নেই? যে ভাষা লেখার পর ৭২ ঘন্টা পরেই আইসিইউতে চলে যায়? তারপর শ্মশানে?

ধরুন, দশকের হিসেব বাদ দিয়ে পাঁচজন কবির কবিতা কবির নাম না দিয়ে লিখে দেখাই আগে। বলতে হবে কোনটা কোন কবির কবিতা।
১.
” ..সবার মুখেই আলকাতরা, মধ্যমেধার ভীড়ে
পৃথিবীতে সাম্যবাদ এসে গেছে। ”

২.
” চাহিদা নামক অত্যাশ্চর্য পেন্ডুলামের কাছে
তুমি কেবল যোগান দিয়ে যাচ্ছ
সাতরঙের ইচ্ছাসমূহ। ”

৩.
” আমি সাজিয়েছি একান্ত আমারই ঘর্মকলি
খেলা শেষের খেলায় আজ বাজে হসংধ্বনি। ”

৪.
” হাতে হাত রেখে যে সম্পর্কের শুরু
প্রদীপের আলোয় ধরা পড়ে তার প্রতিচ্ছবি –”

৫.
” রগচটা কোন্ পদ্য ছিল,
খানিক উতল হাস্নুহানায় —
কে দিল তার ভাত বেড়ে আর
জাদুর ছিটে দানায় দানায়! ”

এই পাঁচ জন কবির মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। এখন কবির নাম না জেনে,শুধু কাব্যভাষা চিনে বলা যাবে কি এটি অমুকের, ওটি তমুকের। বলা যায় না। অথচ কবিতাগুলির বয়স হয়তো ৭ থেকে ৮ বছর।
কেন বলা যায় না? তাহলে কি এই সব কবির
” নিজস্ব কোনো কাব্যভাষা নেই, যা অন্য কারুর মতো নয়? ”
তাহলে কী আছে। কেন পড়ি এই সব কবিতা। নিশ্চয় কিছু আছে।
কী আছে, তা যিনি পড়বেন, তিনিই বুঝবেন। অন্য কেউ না।
আর হ্যাঁ, কবিও বুঝেসুঝেই লিখেছেন। না হলে তিনি লিখতে যাবেন কেন?
” পাঠক মনে রাখবেন, কী রাখবেন না, সেটা পাঠকের ব্যাপার — এমন কথা কবি বলতেই পারেন। ”

এখন উদাহরণ হিসাবে পাঁচজন বিখ্যাত কবির কবিতা এখানে লেখা যায়। তা লিখলাম না। তার বদলে কবিতা সম্পর্কে সুব্রত গঙ্গোপাধ্যায়ের একটি গদ্য অনুসরণ করছি। ‘ শর্ত একটাই, কবিতা হল কিনা ‘ প্রবন্ধে তিনি লিখেছেন –” এই যে তকমা এঁটে দেওয়া, লেবেল সেঁটে দেওয়া, এরা কি একদিন কবিতার পক্ষে রক্ষাকবচের কাজ করবে? আমরা তো বরং একসময়ের চিহ্নিত করণের যে প্রচলন ছিল –প্রেমের কবি, প্রকৃতির কবি, বিদ্রোহী কবি, প্রতিবাদী কবি–তা থেকে সরে এসেছি অনেক, খসিয়ে দিয়েছি কবির নামের আগে এসে হাজির হওয়া এইসব অকিঞ্চিতকর যাবতীয় বিশেষণ। পরিচয় তো তাঁর একটাই — তিনি খাঁটি অর্থে কবি কিনা। তাহলে তাঁরাই কবিতার আগে কেন তার আগাম চরিত্র ঘোষণা নিয়ে এত আয়োজন, এত মাতামাতি, এত নীরস আনুষ্ঠানিকতা? ধরা যাক, কুলপরিচয় দেওয়ার পর প্রতি কবিতার সূত্র হিসেবে নির্দেশিত হল কয়েকটি অনুজ্ঞা, গোটা আটেক কিংবা অধুনান্তিক কবিতার সূত্র সংখ্যা দাঁড়ালো ডজন খানেক। যুগপৎ ধরা যাক এটাও, একজন কবি দাঁড়ালেন এ দুয়ের একটি ঘরাণার নির্দেশনামার সামনে। কী করবেন তিনি। দেখবেন কি এটাই যে ওই ধরাকাটের মধ্যে আবদ্ধ থেকেই তিনি লিখে উঠতে পারছেন কি না তাঁর প্রত্যাশিত কবিতাটি…। ”

এটাই বড়ো কথা — কবি তাঁর প্রত্যাশিত কবিতাটি লিখতে পারছেন কি না। না হলে এখনকার ভাষার যা ট্রেন্ড বাজারজাত করা হচ্ছে, তার মধ্যে সবই তো দেখা যাচ্ছে ‘অসাধারণ ‘ ‘ বাহ ‘ ‘ দারুণ ‘ ‘ ফাটাফাটি ‘ ইত্যাদি।
বোধহয় এখন নিজস্ব কাব্যভাষা এগুলোই। না হলে ফটাফট এতো ‘ ফাটাফাটি ‘ সৃষ্টি হতো না…।

The post ‘আমার চোখেও চোখ রেখেছে কবিতা’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZIWEu5