করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে খুলনায় দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার খুলনা জেলা পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা পরিষদ ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
খুলনার ৯টি উপজেলার প্রায় ৫শ’ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টু, নির্বাহী সদস্য আবু জাফর, ফারহানা হালিম, এজাজ আহম্মেদ, জয়ন্তী রানী সরদার, ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ সময় শেখ হারুনুর রশীদ বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে যে কোন সংকট ও দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং কার্যক্রম অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি
The post করোনাভাইরাস: খুলনায় দুস্থদের মধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3aHCnVi
No comments:
Post a Comment