কলারোয়ায় রোজা রেখে পানি থেকে কৃষকের ধান কেটে তুলে দিলো ছাত্রলীগ।
বুধবার (২৯এপ্রিল) সকালে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের
দারিদ্র কৃষক হাসানের ১৪ শতক জমির ধান কেটে পানি থেকে উঠিয়ে দেয়।
সাম্প্রতিক বৃষ্টিতে ফসলী মাঠে পানি জমে যায়। সেই পানির মধ্য থেকে ধান
কেটে দেয়ার কাজে সহায়তা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তাদের অনেকেই
ছিলেন রোজা। রোজা রেখেই পানি থেকে ধান কেটে রাস্তা পর্যন্ত তুলে দেয়ার
কাজে সহায়তা করায় কৃষক হাসান কৃতজ্ঞতা পোষন করেন।
জানা গেছে, ‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ’- এই শ্লোগানকে সামনে রেখে মাননীয়
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মেনে কলারোয়া উপজেলা
ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান তুহিনের তত্বাবধানে
১০ সদস্যের ছাত্রলীগের একটি দল কুশোডাঙ্গা ইউনিয়নের কৃষক হাসানের ১৪
শতাংশ জমির ধান কেটে পানি থেকে রাস্তায় উঠিয়ে দেন।
কৃষক হাসান জানান- ‘খারাপ অবস্থার মধ্যে লোকজন না পেয়ে ধানগুলো পানিতে
ভাসছিলো। ছাত্রলীগ ধান কাটবে জেনে আমি তাদেরকে বলি। তারা ১০ জন ছেলে এসে
আমার ধান কেটে আমার অনেক উপকার করলো। আমি তাদের জন্য দোয়া করি।’
এসময় উপজেলা ছাত্রলীগ নেতা তুহিনের সাথে ধান কাটায় অংশ নেন কলারোয়া
সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সিজান, টিপু, নাহিদ, কাজীরহাট কলেজ ছাত্রলীগ
নেতা দিপু, জীবন, তামজিদ, মহিনূর, হুসাইন প্রমূখ।
আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:
The post কলারোয়ায় পানি থেকে কৃষকের ধান কেটে তুলে দিলো ছাত্রলীগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Yc9ttX
No comments:
Post a Comment