Tuesday, June 30, 2020

২০২০-২১ অর্থবছরের বাজেট পাস https://ift.tt/eA8V8J

প্রস্তবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে জাতীয় সংসদে। আজ মঙ্গলবার (৩০ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২০) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এরপর সংসদে উপস্থিত সবাই টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে ৪২১টি ছাটাঁই প্রস্তাব আসে। দেশের মন্ত্রণালয় ও বিভাগের ৫৯টি দাবির বিপরীতে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির নয়জন সংসদ সদস্য এই ছাটাঁই প্রস্তাব দিয়েছেন।

যেসব সংসদ সদস্য ছাটাঁই প্রস্তাব দিয়েছেন তারা হলেন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, মুজিবুর রহমান (চুন্নু) ও রওশন আরা মান্নান। বিএনপির হারুনুর রশীদ ও রুমিন ফারহানা।

৫৯টি দাবির মধ্যে সংসদ সচিবালয় এবং লেজিলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে কোনো ছাটাঁই প্রস্তাব নেই।

অর্থমন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একটি করে ছাটাই প্রস্তাব রয়েছে। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের চার থেকে ৯টি করে ছাঁটাই প্রস্তাব রয়েছে।

সংসদের বৈঠকের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, এসব দাবির মধ্যে সময় বিবেচনা করে দুই/তিনটির ক্ষেত্রে আলোচনার কথা বলেন। এক্ষেত্রে তিনি আইন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ে বক্তব্য দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রস্তাব পেয়েছেন এ দু’টি মন্ত্রণালয়ের দাবির বিপরীতে ৯টি করে ছাঁটাই প্রস্তাব রয়েছে।

ছাটাই প্রস্তাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে এর বেশিরভাগই নীতি অনুমোদন ছাঁটাই প্রস্তাব এবং কিছু রয়েছে মিতব্যয়ী ছাটাই। বেশিরভাগই নীতি অনুমোদন ছাঁটাই প্রস্তাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের বরাদ্দ কমিয়ে একশ টাকা করার প্রস্তাব এবং মিতব্যায়ী চাঁটাই প্রস্তাবে বরাদ্দ একশ থেকে ১০০০ টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

১০ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। এর পরের দিন আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের শিরোনাম— অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা।

The post ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2BnPe3o

লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর উদ্ধার সুমন বললেন, ‘রড ধরে খাড়ায় ছিলাম’ https://ift.tt/eA8V8J

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার হওয়া সুমন ব্যাপারী হাসপাতালের বেডে বসে দুর্ঘটনার প্রসঙ্গে বলছিলেন, ‘লঞ্চ যখন ডোবে, তখন আমি ঘুমাচ্ছিলাম। লঞ্চটি ডুবে যাওয়ার সময় ঘুম ভাঙে। শুধু বুঝতে পারলাম, লঞ্চটি ধাক্কা খাইলো। আর কিছু খেয়াল নাই। কিসের মধ্যে ছিলাম আল্লাহ জানেন, তবে ভেতরে এক জায়গায় খাড়ায় ছিলাম রড ধইরা।’ দুর্ঘটনায় ডুবে যাওয়া লঞ্চটি সোমবার সকাল পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জ ছেড়ে আসে, সেসময় তিনি ইঞ্জিন রুমের সাইডে বসা ছিলেন বলেও জানান।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডে কথা হয় তার সঙ্গে। এসময় সুমন ব্যাপারী জানান, মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে তার বাড়ি। তিনি একজন ফল ব্যবসায়ী। সদরঘাটের বাদামতলী ফলের আড়তেই ব্যবসা। ব্যবসার কাজেই ঢাকায় ফিরছিলেন তিনি।

দুর্ঘটনার প্রসঙ্গে সুমন বলেন, ‘আমার কাছে মনে হইলো ১০ মিনিট ছিলাম, আল্লাহ যে ক্যামনে ১২-১৩ ঘণ্টা পার কইরা দিলো বলতে পারি না। আমি ভেতরে কিসের মধ্যে ছিলাম, কিচ্ছু বুঝতে পারি নাই, তবে পানির তলে ছিলাম এইটুক জানি।’

সেখান থেকে বের হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আল্লাহ বাইর কইরা নিয়ে আসছে। বের হওয়ার সময় কিচ্ছু বুঝি নাই। বের হওয়ার পর আমারে উদ্ধার কইরা নিয়ে আসছে। পানির মধ্যে যখন ছিলাম, তখন সাঁতার কাটার ফোম দেখসিলাম চোখের সামনে, হাতরায় নিতে পারতেসিলাম না, পরে লোহার রড ধরে বসে ছিলাম।’

নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল কিনা জানতে চাইলে সুমন ব্যাপারী বলেন, ‘নিঃশ্বাস আল্লাহ দিসে। না দিলে তো মইরাই যাইতাম। ওপরে যখন উঠি, তখন কিছুই বুঝতে পারি নাই, ক্যামনে উঠলাম কীভাবে উঠলাম।’

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা এম এ সাত্তার সরকার জানান, সুমনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এখনও। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করছেন, কথাবার্তা বলছেন। আমরা কিছু টেস্ট করবো, তারপর সিদ্ধান্ত নেবো।’

এর আগে, বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন সোমবার (২৯ জুন) রাতে বলেন, ‘আমরা ধারণা করছি উদ্ধার হওয়া এই ব্যক্তি সম্ভবত ইঞ্জিন রুমে ছিলেন। সাধারণত ইঞ্জিন রুম এয়ারটাইট হওয়ার কারণে সেখানে পানি প্রবেশ করে না। ১০টা ১০ মিনিটের দিকে কুশন পদ্ধতি ব্যবহার করে জাহাজ ভাসানোর চেষ্টা করা হলে সম্ভবত ইঞ্জিন রুম খুলে যায়। সে সময় তিনি বের হয়ে আসেন এবং উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন।

The post লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর উদ্ধার সুমন বললেন, ‘রড ধরে খাড়ায় ছিলাম’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ihK9KE

যশোর বাঘারপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন https://ift.tt/eA8V8J

যশোরের বাঘারপাড়া উপজেলায় আপন বড় ভাইয়ের হাতে তার ছোট ভাই খুন হয়েছেন। খুন হওয়া যুবকের নাম রিপন হোসেন (৩০)। খুনি এবং খুন হওয়া দুইজন উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের হরমুজ আলীর ছেলে। খুনের পর অভিযুক্ত বিপ্লব হোসেনকে (৩৫) কে আটক করেছে থানা পুলিশ।
রিপনের স্ত্রী সুকুরন খাতুন জানান, তার ভাসুর বিপ্লব হোসেন প্রায়ই নেশা করে বাড়িতে ঢুকতেন। এ নিয়ে তার স্বামীর সঙ্গে প্রায়ই গন্ডগোল হতো। বড় ভাই কয়েকবার মারপিটও করেছে তার স্বামীকে।
সোমবার রাত ১২টার দিকে রিপন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় তার বড় ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে রিপনের মাথার পেছনে আঘাত করে। এতে রিপন মাটিয়ে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম রুবেল বলেন, রাত একটার দিকে রিপনকে হাসপাতালে আনা হয়েছিল। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কান দিয়ে রক্ত ঝরছিল। বাম চোখের নিচে রক্ত জমে ছিল।
বাঘারপাড়া থানার ইনসপেক্টর (তদন্ত) রাসেল সরোয়ার জানান, অভিযুক্ত বিপ্লব হোসেনকে আজ মঙ্গলবার সকালে পাশের জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোর প্রতিনধি:

The post যশোর বাঘারপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CW49Cn

সাতক্ষীরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় দেড়’শ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে মঙ্গলবার বেলা ১১টায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন, বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ইউপি সদস্য হাবিবুর রহমান, শামসুর রহমান, মনিরুজ্জামান, কহিনুর বেগম, লিলিমা খাতুন, ছামসুর রহমান প্রমূখ।
এ সময় প্রত্যেক পরিবারকে তিনটি করে সাবান, এক কেজি ব্লিচিং পাউডার ও ৫টি করে মাস্ক প্রদান করা হয়। একই সাথে করোনায় ক্ষতিগ্রস্ত ৫৮টি পরিবারের মাঝে সরকার প্রদত্ত ৩০০ টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়। অনলাইন ডেস্ক:

The post সাতক্ষীরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31wF0s6

বাজেট পাস https://ift.tt/eA8V8J

২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। আগামীকাল ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে। সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ আলোচনার ইতিহাস থাকলেও এবার আলোচনা হয়েছে মাত্র দুইদিন।
মঙ্গলবার ড. স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে ২০২০-২১ অর্থবছরের এই বাজেট প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে।

গত ১১ জুন সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাভাইরাস মহামারির মধ্যে এবার বাজেট অধিবেশন ছিল অন্য যেকোনো সময়ের চেয়ে ভিন্ন।

অর্থমন্ত্রীর বাজেট পেশের পর অধিবেশনজুড়ে এর ওপর আলোচনা করেন এমপিরা। তবে এবার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হয়েছে খুব সীমিত আকারে। যা দেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড।

এবার সম্পূরক বাজেটের ওপর একদিন আলোচনা করে সেদিনই তা পাস করা হয়। মূল বাজেটের ওপর আলোচনা হয় দুইদিন।

সচরাচর বাজেট অধিবেশন দীর্ঘ হয়। অধিবেশনে সম্পূরক বাজেটের উপর দুই থেকে চারদিন এবং সাধারণ বাজেট এবং উপর ১২ থেকে ১৫ দিন আলোচনা হয়। বাজেট নিয়ে ৫০ থেকে শুরু করে ৬৫ ঘণ্টার মতো আলোচনা রেকর্ড রয়েছে। এর আগে ১৯৯৮ সালের বাজেট অধিবেশন ২০ কার্যদিবস চলেছিলো।

এবার সম্পূরক ও মূল বাজেটের ওপর সব মিলিয়ে পাঁচ ঘণ্টার মতো আলোচনা হয়েছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে বসা অধিবেশনে সংক্রমণ এড়াতে প্রতিদিন ৮০-৯০ জন আইনপ্রণেতাকে নিয়ে কার্যক্রম চলে। মঙ্গলবার পর্যন্ত মোট সাত কার্যদিবস চলে সংসদের অধিবেশন।

সোমবার অর্থ বিল পাস করার পর মঙ্গলবার মহামারিকালের বাজেট জাতীয় সংসদে পাস হলো।

The post বাজেট পাস appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gcrnSU

করোনায় পাঁচ লাখ ৮ হাজারের বেশি মৃত্যু https://ift.tt/eA8V8J

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় বিশ্বে পাঁচ লাখ ৮ হাজার ৭৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন এক কোটি ৪ লাখ ৮ হাজার ৪৩৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৪০৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৮৫ জনের। আর আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৪৮৮ জন।

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৫৭৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৯৬৫ জন।

এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৪৩৬ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৮১৩ জনের মৃত্যু ও ১ লাখ ৬৪ হাজার ২৬০ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৫৩১ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

The post করোনায় পাঁচ লাখ ৮ হাজারের বেশি মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3icdE0i

ঝটপট কম্পিউটার বা ল্যাপটপ পরিষ্কার করার সঠিক কৌশল! https://ift.tt/eA8V8J

লকডাউনের কারণে অনেকেই ঘরে বসেই অফিসের কাজ করছেন। এতে ব্যবহার হচ্ছে কম্পিউটার কিংবা ল্যাপটপ। এছাড়া অফিসেও এই দুটি যন্ত্র ব্যবহার হয়ে থাকে। কাজ তো করছেন, তবে এর যত্ন নিচ্ছেন কি?

হ্যাঁ, প্রতিদিন ব্যবহার করার কারণে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন ও কি-বোর্ডে প্রচুর জীবাণু জমে থাকে। এছাড়া ধুলাবালির তো রয়েছেই। ধুলাবালি ও জীবাণু দূর করার জন্য তাই কম্পিউটার নিয়মিত পরিষ্কার করা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঝটপট পরিষ্কার করবেন কম্পিউটার বা ল্যাপটপ- 

> সামান্য সাদা ভিনেগার দিয়ে মাইক্রোফাইবার ক্লথ (পরিষ্কার করার কাপড়) ভিজিয়ে সাবধানে মুছে নিন কম্পিউটার কিংবা ল্যাপটপের কি-বোর্ড।

> মনিটরের আলগা ধুলাবালি নরম ও শুকনা কাপড় দিয়ে মুছে নিন।

> মনিটরের স্ক্রিনে দাগ পড়ে গেলে গ্লাস ক্লিনারের সাহায্যে মুছুন।

> কি-বোর্ডের আনাচে কানাচে পরিষ্কার করতে তুলার টুকরা ভিজিয়ে নিন সাদা ভিনেগারে এবং এর সাহায্যে পরিষ্কার করুন। 

> প্রতিদিন ব্রাশের সাহায্যে কি-বোর্ডে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করুন।

> তাছাড়া সাদা ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে পরিষ্কারক দ্রবণ তৈরি করে মুছে ফেলতে পারেন পুরো কম্পিউটার বা ল্যাপটপ।

> রাবিং অ্যালকোহলের সাহায্যেও পরিষ্কার করতে পারেন কি-বোর্ড ও মনিটর।

The post ঝটপট কম্পিউটার বা ল্যাপটপ পরিষ্কার করার সঠিক কৌশল! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2AeP7qb

বিরক্তিকর উকুন থেকে সহজেই নিস্তার মিলবে এই উপায়ে https://ift.tt/eA8V8J

মাথায় উকুনের সমস্যায় কম-বেশি সবাই ভুগে থাকেন। বিরক্তিকর এই উকুনের হাত থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলে না। অপরিষ্কার চুলই উকুন সৃষ্টির মূল কারণ। মাথায় উকুন আসার পর ৭ থেকে ১০ দিনের মধ্যে ডিম পাড়ে। এরপর ১০ দিন সময় লাগে উকুন বড় হতে। একসঙ্গে ডিম থেকে উকুন হওয়ার কারণে অনেক দ্রুত চুলে উকুন ছড়িয়ে পড়ে। 

অনেকেই উকুননাশক প্রসাধনী ব্যবহার করলেও তা কাজ দেয় না। উকুন বারবার ফিরে আসে। তাছাড়া এসব প্রসাধনীতে নানা ধরনের রাসায়নিক দ্রব্য থাকার কারণে চুলেরও মারাত্মক ক্ষতি হয়। তাই ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে। মাত্র একটি পাতার ব্যবহারে নিমিষেই উকুনের সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন তবে জেন নেয়া যাক সেই উপায়টি- 

প্রথমে কিছু ঝাল জাতীয় পান সংগ্রহ করুন। এবার এই পান ও সামান্য পানি ব্লেন্ডারে ব্লেন্ড করে রস করে নিন। এবার গোসলের কিছুক্ষণ আগে পান পাতার রস মাথায় ভালোভাবে লাগিয়ে নিন। দেখবেন কিছুসময় পরই উকুন সব মারা যাচ্ছে। এভাবে ২০ থেকে ৩০ মিনিট রেখে চুল ভালোভাবে শ্যম্পু করে নিন। ব্যস, এই পদ্ধতিতে সহজেই উকুন থেকে নিস্তার মিলবে।

The post বিরক্তিকর উকুন থেকে সহজেই নিস্তার মিলবে এই উপায়ে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZlmSyO

সব রেকর্ড ছাপিয়ে করোনায় একদিনে ৬৪ মৃত্যু https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৮৪৭ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৩ হাজার ৬৮২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন এবং মোট সুস্থ ৫৯ হাজার ৬২৪ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

The post সব রেকর্ড ছাপিয়ে করোনায় একদিনে ৬৪ মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YP4aAF

দেবহাটায় কথিত মাদক ব্যবসায়ীর আত্মহত্যা! https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার দেবহাটায় রাকেশ বিশ্বাস (৩০) নামের এক কথিত মাদক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। সে দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সকালে ভাতশালা গ্রামের তার ঘরের ভিতর থেকে ঘরের চালের সাথে গলায় প্লাস্টিকের নেট দিয়ে ঝুলন্ত অবস্থায় রাকেশের লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বাড়ি হওয়ার সুবাদে নিয়মিত ভারত থেকে মাদক চোরাচালান ও মাদকের ব্যবসা চালিয়ে আসতো রাকেশ। ইতোপূর্বে ফেন্সিডিলের চালানসসহ র‌্যাব সদস্যদের হাতে আটকও হয় সে। ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে।
পারুলিয়ার জনৈক মহাসিন ও আলাউদ্দীন সহ বেশ কিছু কালোবাজারী ব্যাক্তিদের সাথে মাদক চোরাচালান ও হুন্ডির টাকা সংক্রান্ত লেনদেনও রয়েছে তার। বিগত কয়েকমাস ধরে রাকেশের মাদক ব্যবসা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে দেবহাটা থানা পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলো রাকেশ বিশ্বাস। ফলে সাম্প্রতিক সময়ে ভারত থেকে মাদকের চালান না আনতে পারায় মাদক ও হুন্ডি ব্যবসায়ীদের পাওনা টাকা শোধ করতে না পেরে মানসিকভাবে দুঃচিন্তাগ্রস্থ হয়ে পড়ে সে।
এরই মধ্যে অন্যান্য মাদক ব্যবসায়ী ও হুন্ডি ব্যবসায়ীরা তাদের টাকা ফেরত দেয়ার জন্য রাকেশকে চাপপ্রয়োগ করতে থাকে। একপর্যায়ে সোমবার রাতের কোন এক সময়ে রাকেশ বিশ্বাস নিজের ঘরের চালের সাথে প্লাস্টিকের নেট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, রাকেশ বিশ্বাসের মরদেহটি উদ্ধার পরবর্তী ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

দেবহাটা ব্যুরো:

The post দেবহাটায় কথিত মাদক ব্যবসায়ীর আত্মহত্যা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31uCnHp

শ্যামনগরে এসিল্যান্ড সহ ১২ ইউপি চেয়ারম্যান হোম কোয়ারেন্টাইনে https://ift.tt/eA8V8J

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল হাই সিদ্দিকি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন সহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১২ জন চেয়ারম্যানকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে আগামী ৭ দিনের জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা জানান, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জি, এম শোকর আলীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হওয়ায় তার সাথে একত্রে মিটিং করার কারনে সবাইকে সতর্কতা মূলক হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সভায় উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করে অতি প্রয়োজনীয় কাজ করার জন্য বলা হয়েছে। ৭ দিন পর্যবেক্ষণে থাকার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তিনি জানান।

শ্যামনগর (সদর) প্রতিনিধি:

The post শ্যামনগরে এসিল্যান্ড সহ ১২ ইউপি চেয়ারম্যান হোম কোয়ারেন্টাইনে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g6DPU8

শ্যামনগরে চুনা নদীতে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক https://ift.tt/eA8V8J

শ্যামনগরে আটুলিয়া চুনা নদীতে মাটি ভরাট করে সরকারী সম্পত্তি অবৈধ স্থাপনা গড়ে উঠছে। নদীর প্রবাহমান ¯্রােতধারা বির্ঘিত। জনগনের ব্যাপক ক্ষতির সম্মুখিন। সরেজমিনে দেখা যায়, শ্যামনগর নওয়াবেঁকী রোডে আটুলিয়ায় চুনা নদীর ব্রিজের দক্ষিন পার্শে¦ গাজী বাড়ী জামে মসজিদের সন্নিকটে ছাত্তার গাজী ও মোহাম্মাদ আলীর বাড়ীর সামনে চুনা নদীতে অবৈধভাবে মাটি ভরাট করে স্থাপনা নির্মিত হচ্ছে। বাঁশের পাইলিং দিয়ে মাটি ভরাট করে চুনা নদীতে সরকারী সম্পত্তি অবৈধভাবে দখলের হিড়িক পড়েছে। স্থানীয়রা জানান, একই এলাকার ছাত্তার গাজীর সহযোগীতায় সুরাত গাজীর পুত্র বাবলু গাজী চুনা নদীতে মাটি ভরাট করে কয়েকটি ঘর বাড়ি ও ফসল ক্ষেত তৈরি করেছে। এভাবে অবৈধ স্থাপনা চলতে থাকলে চুনা নদী বিলীন হয়ে যাবে। থাকবে না প্রবাহমান ¯্রােতধারা। সৃষ্টি হবে জলাবদ্ধতা। ক্ষতি হবে লক্ষ লক্ষ জনগনের। দক্ষিন পশ্চিম আটুলিয়া, হাওয়ালভাঙ্গী, তালবাড়িয়া, গুমানতলী, কাঁঠালবাড়িয়া, কাচিহারানিয়া, দেওল, জাওয়াখালী, শংকরকাটি, পাটনিপুকুর, চন্ডিপুর, শ্যামনগর, খুটিকাটা সহ বিভিন্ন হাজার হাজার একর ফসলী জমি ও মৎস্য ঘেরের পানি সরবরাহের একমাত্র মাধ্যম চুনা নদী। অবৈধ স্থাপনায় এ চুনা নদীর আসল মহিমা হারাতে বসেছে। এ ব্যাপারে দ্রুত যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদদাতা:

The post শ্যামনগরে চুনা নদীতে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ig7g8k

গাবুরায় দৃষ্টি নন্দনের পানি চলাচলের প্রতিবন্ধকতা https://ift.tt/eA8V8J


শ্যামনগরে গাবুরার ৯ নং সোরা গ্রামের সরকারী দৃষ্টিনন্দন প্রকল্পে পানি চলাচলের পথ বন্ধ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতির সম্মুখীন গাবুরার ইউনিয়নের একমাত্র প্রধান সুপেয় নিরাপদ পানির আধার দৃষ্টিনন্দন পুকুর দিঘির পানি, খাল, কবরস্থান, মসজিদ ও এলাকার জলাবদ্ধতা। দৃষ্টিনন্দনের পুকুর ও খালের পানি বের হওয়ার সম্মুখে অবৈধভাবে নদীর চরে বালি ভরাট করে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মোস্তফা মোল্যার স্ত্রী জয়নাব খাতুন। শ্যামনগর উপজেলার অন্তর্গত ১২ নং গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের ওয়াপদার রাস্তার বাহিরে ১২ একর জমির উপরে সরকারী দৃষ্টিনন্দন অবস্থিত। এখানে একটি জামে মসজিদ, একটি খাওয়ার পানির পুকুর, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি হাফিজিয়া মাদ্রাসা ও একটি সরকারী কবরস্থান রয়েছে। দৃষ্টিনন্দনের পুকুর ও খালের পানি বের হওয়ার সম্মুখে অন্যায়ভাবে জোর প্রয়োগ পূর্বক দৃষ্টি নন্দনের পশ্চিমে রাস্তার গায়ে বালি ভরাট করে আসতে থাকে। যার কারনে যার কারনে এ জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি আশু সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে জলাবদ্ধতা নিরসনকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদদাতা:

The post গাবুরায় দৃষ্টি নন্দনের পানি চলাচলের প্রতিবন্ধকতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gcHTlX

কলারোয়ায় জাতীয় কৃষি প্রযুক্তির আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় এআইএফ-২ ম্যাচিং প্রাপ্ত সিআইজির সমিতির কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস কার্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে সিআইজির চারটি কৃষি গ্রুপের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষি প্রযুক্তির যন্ত্রপাতি বিতরণ করেন তালা – কলারোয়া সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি এগ্রিকালচার ফান্ড ২ এর উপজেলার চারটি গ্রুপ এর সমিতির সদস্যদের মাঝে ৫ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ২টি পাওয়ার টিলার, ১টি রিপার মেশিন (ধান কাটার যন্ত্র), ১টা ব্রী -ওপেন ড্রাম পাওয়ার থ্রেসার বিতরণ করেন।

The post কলারোয়ায় জাতীয় কৃষি প্রযুক্তির আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2BMlrRL

বল্লী ইউপির উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় দেড়শ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান বজলুর রহমান এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ইউপি সদস্য হাবিবুর রহমান, শামসুর রহমান, মনিরুজ্জামান, কহিনুর বেগম, লিলিমা খাতুন, ছামসুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম প্রমূখ।
এ সময় প্রত্যেক পরিবারকে তিনটি করে সাবান, এক কেজি ব্লিচিং পাউডার ও ৫টি করে মাস্ক প্রদান করা হয়। পরে, একই স্থানে করোনায় ক্ষতিগ্রস্ত ৫৮টি পরিবারের মাঝে সরকার প্রদত্ত ৩০০ টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

The post বল্লী ইউপির উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NJ8z1E

করোনা পরিস্থিতি মোকাবেলায় বল্লী, লাবসা ও ঝাউডাঙ্গায় জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ https://ift.tt/eA8V8J

করোনা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী, লাবসা ও ঝাউডাঙ্গা ইউনিয়নের দেড়শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে জেলা পরিষদ।
মঙ্গলবার বেলা ১২টায় বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এই অর্থ বিতরণ করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টুর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজান আলী, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, মনিরুল ইসলাম মাসুম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লাল্টু প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় বল্লী ইউনিয়নের ৫০জনের মাঝে এক হাজার টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে সদর উপজেলার লাবসা ও ঝাউডাঙ্গা ইউনিয়নের আরও একশ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

The post করোনা পরিস্থিতি মোকাবেলায় বল্লী, লাবসা ও ঝাউডাঙ্গায় জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YN5tQy

চীনে শনাক্ত নতুন ভাইরাসে ‘মহামারির শঙ্কা’ https://ift.tt/32Z4lJH

facebook sharing button twitter sharing button linkedin sharing button blogger sharing button pinterest sharing button email sharing button sharethis sharing button
নতুন এক ধরনের ফ্লু ভাইরাস চিহ্নিত করেছেন চীনের বিজ্ঞানীরা। যা মহামারি হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। 
বিজ্ঞানীরা বলছেন, সম্প্রতি এই ভাইরাসের উৎপত্তি হয়েছে। যা শূকর বহন করে। কিন্তু এই ভাইরাস মানুষকেও আক্রান্ত করতে পারে।
গবেষকদের আশঙ্কা, নতুন এই ফ্লু ভাইরাস মানুষ থেকে মানুষে সহজে ছড়িয়ে পড়তে আরও অভিযোজিত হয়ে উঠতে পারে। সেই সঙ্গে বিশ্বজুড়ে নতুন মহামারিতে পরিণত হতে পারে।
বিশ্ব যখন করোনা ভাইরাসে বিপর্যস্ত ঠিক এই মুহূর্তে চীনের বিজ্ঞানীরা নতুন আরও এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করলেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকেই করোনার উৎপত্তি ঘটে।
নতুন এই ফ্লু ভাইরাস নিয়ে বিজ্ঞানীরা আরও জানান, মানুষকে সংক্রমিত করার জন্য এতে সব ধরনের লক্ষণ আছে। এছাড়া ভাইরাসটি নতুন হওয়ায় মানুষের সুস্থ হওয়ায় সম্ভাবনা খুব কম।
তবে বিজ্ঞানীরা ধারণা করছেন, এই নতুন ভাইরাস নিয়ে এখনে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে তাদের ভাষ্য, এটি নিবিড় পর্যবেক্ষণে রাখা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের সোয়াইন ফ্লুর সঙ্গে মিল রয়েছে নতুন এই ভাইরাসের। তবে নতুন কিছু পরিবর্তন হয়েছে।
এই ভাইরাস নিয়ে গবেষণা করা প্রফেসর কিন-চো চ্যাং এবং তার সহকর্মীরা বলছেন, এর ওপর নজর রাখা দরকার।
গবেষকেরা নতুন এই ফ্লু ভাইরাসটিকে জি৪ইএএইচ১এন১ নামে অভিহিত করছেন। এই ভাইরাস মানুষের শ্বাসযন্ত্রের মধ্যে বেড়ে উঠতে এবং বিস্তার ঘটাতে পারে।
গবেষকেরা জানান, সম্প্রতি এই ভাইরাস মানুষকে আক্রান্ত করা শুরু করেছে যারা চীনের শূকর ও কসাইখানা কারখানায় কাজ করছেন।
বর্তমানে ফ্লুর যে ভ্যাকসিন/টিকা রয়েছে তা নতুন এই ভাইরাসটির সংক্রমণ রোধ করতে পারছে না।
যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন চো-চ্যাং বিবিসিকে বলেন, এই মুহুর্তে আমরা করোনা নিয়ে হতভম্ব। তবে আমাদের অবশ্যই নতুন ভাইরাসগুলোর প্রতি ওপর থেকে চোখ সরানো চলবে না। বিবিসি।

The post চীনে শনাক্ত নতুন ভাইরাসে ‘মহামারির শঙ্কা’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2BSWSm4

‘১৩ ঘণ্টায় ১০ মিনিট’ অলৌকিকভাবে বাঁচার বর্ণনা দিলেন সুমন https://ift.tt/eA8V8J

পানির নিচে ১৩ ঘণ্টাই জ্ঞান ছিল বলে জানিয়েছেন সদরঘাটের শ্যামবাজারে লঞ্চডুবি থেকে অলৌকিকভাবে উদ্ধার হওয়া যুবক সুমন ব্যাপারী। মঙ্গলবার (৩০ জুন) সকালে মিটফোর্ড হাসপাতালের করিডরে গণমাধ্যমের কাছে বেঁচে ফেরার ঘটনা তুলে ধরেন তিনি।

উদ্ধার হওয়ার পর থেকে সুমন ব্যাপারী সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। ১৩ ঘণ্টা পুরো সময়টাতেই প্রার্থনা করে কাটিয়েছেন বলে জানান তিনি।

সুমন ব্যপারী জানান, প্রথমে দিকে পেটে একটু পানি প্রবেশ করলেও বাকি পুরো সময়টা নিরাপদে ছিলেন। এসময় লঞ্চডুবির পুরো ঘটনা বর্ণনা করেন।

তিনি বলেন, আমি তো মনে করেছি ১০ মিনিটি হয় আটকে আছি! পানির উপর উঠে এসে শুনি ১৩ ঘণ্টা হয়েছে। আল্লাহপাক যা চায় তাই হয়। কারণ আমি তো ওইখানে মৃত্যুবরণ করতে পারতাম। পানির নিচে থাকা অবস্থায় পানি খেয়েছিলাম। কিন্তু প্রস্রাব করার পর পেট ক্লিয়ার হয়ে গেছে। এরপর উপরে উঠে আসি!

সুমন ব্যাপারীর ভাষ্যমতে, ঘটনার দিন মুন্সিগঞ্জের কাটপট্টি লঞ্চঘাট থেকে লঞ্চে উঠিছিলেন তিনি। নিজেকে একজন ক্ষুদ্র  ফল ব্যবসায়ী বলে পরিচয় দেন তিনি। তাকে কখন হাসপাতালে থেকে ছাড়পত্র দেয়া হবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাননি হাসপাতালের পরিচালক।

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়। এঘটনায় ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই মুন্সীগঞ্জের। এছাড়া লঞ্চটি ডুবে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টার সোমবার রাত ১১টার দিকে সুমন ব্যাপারী উদ্ধার হন। 

এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এছাড়া, মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা ও তাৎক্ষণিক ভাবে দাফন করা জন্য ১০ হাজার টাকা দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

The post ‘১৩ ঘণ্টায় ১০ মিনিট’ অলৌকিকভাবে বাঁচার বর্ণনা দিলেন সুমন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31uYsFy

যশোরে চিকিৎসাধীন কোভিড রোগীর মৃত্যু https://ift.tt/eA8V8J

যশোরে এক কোভিড-১৯ রোগী মারা গেছেন। তাঁর নাম লুৎফর রহমান (৭০)। গতকাল সোমবার বিকেলে যশোরে করোনা সংক্রমিতদের জন্য নির্ধারিত হাসপাতাল গ্রিন ড্রিম লিমিটেডে (জিডিএল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে যশোরে করোনায় ১১ জন মারা গেলেন।

জিডিএলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পলাশ কুমার দাস বলেন, যশোর উপশহর ই-ব্লক এলাকার লুৎফর রহমান ২৪ জুন এ হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগে ভুগছিলেন। পাশাপাশি তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। গতকাল বিকেলে সাড়ে চারটার দিকে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফন করার জন্য তাঁর পরিবারের সদস্যদের বলা হয়েছে।

পলাশ কুমার দাস আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ২২ জন কোভিড রোগী চিকিৎসাধীন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় যশোরে নতুন শনাক্ত হয়েছেন ৩৯ জন।

The post যশোরে চিকিৎসাধীন কোভিড রোগীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eKAiuJ

খুলনায় তিন ঘণ্টায় ৪ কোভিড–১৯ রোগীর মৃত্যু https://ift.tt/eA8V8J

খুলনায় কোভিড-১৯ চার রোগীর মৃত্যু হয়েছে। খুলনার করোনা হাসপাতালে তিনজন এবং হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন চিকিৎসক শেখ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট মো. বাবর আলী (৩৭) হাসপাতালে ভর্তি হন ১৯ জুন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। নগরের দোলখোলা এলাকার সমর দাস (৬৭) গতকাল রাত পৌনে আটটার দিকে মারা যান। জেলার ফুলতলা উপজেলার যুগ্মিপাশা এলাকার আনোয়ারা বেগম (৮৫) রাত সোয়া সাতটার দিকে মারা যান।

এ ছাড়া খুলনা নগরের বাবু খান রোডের আনিসুর রহমানকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ছয়টার দিকে মারা যান বলে নিশ্চিত করেছেন তাঁর বন্ধু সৈয়দ আমিনুল ইসলাম পারভেজ।

The post খুলনায় তিন ঘণ্টায় ৪ কোভিড–১৯ রোগীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NEXVIW

Monday, June 29, 2020

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ https://ift.tt/eA8V8J

ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়তে পারে তাপমাত্রা।আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

The post যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NCq8jQ

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫৬ লক্ষাধিক https://ift.tt/eA8V8J

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। আজ মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী অজানা এই ভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৪০৭ জন। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটার আরো জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি চার লাখ ৮ হাজার ৪৩৩ জন। এছাড়াও বিশ্বে সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৮ জনের।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। টানা তিন দিন সংক্রমণে রেকর্ডের পর সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ৮১ হাজার ৮১১ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৮৩ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। তবে দশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ১৭ হাজার ১৭৭ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৭০ হাজার ৪৮৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৮৫ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৭ হাজার ৪৬২ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ায় মোট ৬ লাখ ৪১ হাজার ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর দেশটিতে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৪৩০ জন।

লকডাউন শিথিলের পর থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। ভারতে করোনায় সংক্রমিত হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫৩৬ জন আর করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯০৪ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭১ জন।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৮০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৭৮০ জন।

The post সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫৬ লক্ষাধিক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38amV4u

সামনে আরও ভয়াবহ দিন আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস মহামারির ছয় মাস পার হলেও এখনো কমার লক্ষণ দেখা যাচ্ছে না। কোটির উপর আক্রান্ত এবং পাঁচ লক্ষাধিক মৃত্যুর পর প্রথম ধাপে এর প্রভাব বিভিন্ন দেশে কিছুটা কমে এসেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার প্রভাব কমার আপাতত কোনো সম্ভাবনা নেই বরং ভাইরাসটির সংক্রমণের ভয়াবহ দিন সামনে অপেক্ষা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মহামারি করোনা ভাইরাসের প্রকোপ তো শেষ হয়নি, শেষ হওয়ার কাছাকাছিও যায়নি। অবস্থা এমন চলতে থাকলে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান মহাপরিচালক টেডরোস আধানোম গেব্রেয়াসুস। খবর বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। এই রকম পরিবেশ ও অবস্থা চলতে থাকলে, আমরা সেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি।’

টেডরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘সব দেশের সরকারকে সঠিক পদক্ষেপ বাস্তবায়ন শুরুর সঙ্গে পূর্বের মতোই পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টাইন করতে হবে। আমরা চাই চলমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাই প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এ পরিস্থিতির অবসান হচ্ছে না।’

তিনি বলেন, ‘কিছু দেশে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণের অগ্রগতি হলেও মহামারি আরও দ্রুত তার বিস্তার ছড়াচ্ছে এবং সামনের মাসগুলোতে বিশ্বের আরও বেশি সহনশীলতা, ধৈর্য ও উদারতার প্রয়োজন হবে। ছয় মাস আগে, আমরা কেউই ভাবতে পারিনি যে না যে কীভাবে গোটা বিশ্ব এবং আমাদের জীবনকে এই নতুন ভাইরাস মারাত্মক এক টালমাটাল অবস্থার মধ্যে ফেলে দেবে।’

মঙ্গলবার (৩০ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি চার লাখ ৭ হাজার ৮৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৮৫ জন। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১৫ জন। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ জন।

The post সামনে আরও ভয়াবহ দিন আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38d9all

পাটকেলঘাটায় জেলা পরিষদের অর্থায়নে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার পাটকেলঘাটায় জেলা পরিষদের পক্ষ থেকে তালার ১৫০ জন গরীব অসহায় মানুষের মাঝে এক লক্ষ টাকা ও প্রকল্পের চাঠি বিতরণ করা হয়। বেলা ১১ টায় পাটকেলঘাটা ডাকবাংলোয় জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে ও তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হালিম টুটুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবাদুল হাই, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, মহসিন আলী, নিজাম উদ্দীন ভুইয়া, স্বজল নন্দী, সেচ্ছােসবকলীগ নেতা শাহীদুজ্জ্মান পাইলট, আনোয়ার হোসেন প্রমুখ।

পাটকেলঘাটা প্রতিনিধি:

The post পাটকেলঘাটায় জেলা পরিষদের অর্থায়নে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dKTabz

খুলনার রেডজোনে মুদিদোকান বন্ধ থাকবে https://ift.tt/eA8V8J

খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রেডজোনে ওষুধের দোকান ও কাঁচাবাজার ব্যতীত মুদিদোকানসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ জুন থেকে খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নকে রেডজোন হিসেবে চিহ্নিত করে দোকানপাট, শপিংমল, যান চলাচল ও জনসাধারণের চলাচলের উপর বিভিন শর্ত আরোপ করা হয়েছিলো। পূর্বে জারি করা শর্তসমূহ বলবৎ থাকার পাশাপাশি রেডজোনে ওষুধের দোকান ও কাঁচাবাজার ব্যতীত অন্যান্য সকল দোকানপাট বন্ধ থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ আগামীকাল (মঙ্গলবার) থেকে কার্যকর হবে। সকল জনসাধারণ, ক্রেতা, বিক্রেতা এবং ব্যবসা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলার জন্য খুলনা জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করেছে। তথ্য বিবরণী

The post খুলনার রেডজোনে মুদিদোকান বন্ধ থাকবে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eH5r28

৮২ দিন পর ভারতে আটকে থাকা বাংলাদেশীরা ভোমরা দিয়ে দেশে ফিরছেন https://ift.tt/eA8V8J


দীর্ঘ দুই মাস ২২ দিন পর আজ সোমবার সকাল থেকে ভারতে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন দিয়ে দেশে প্রবেশ করছেন। একই সাথে শুরু হয়েছে বন্দরের রপ্তানী কার্যক্রম। এর আগে গত ২০ জুন থেকে শুরু হয় আমদানী কার্যক্রম। আমদানী ও রপ্তানী দুটি কার্যক্রমই চালু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। তবে, নতুন করে কোন পাসপোর্ট যাত্রীদের যাতায়াত করতে দেয়া হচ্ছেনা। শুধুমাত্র যে সমস্ত পাসপোর্ট যাত্রী ভারতে আটকে আছেন তাদের দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি বিশ^জিত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য সনদ দেয়ার পর তাদের গ্রহণ করা হয়েছে। ভারত ফেরত কারও শরীরে যদি কোনো উপসর্গ থাকে চিকিৎসকের মাধ্যমে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলে জানান তিনি। সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত ভারতে আটকে থাকা ৮ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। যদিও বেনাপোল বন্দরসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে পাসপোর্টধারিদের দেশে ফেরত আসার সুযোগ ছিল বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান। উল্লেখ্য, গত ৬ এপ্রিল সর্বশেষ পাসপোর্টধারি যাত্রীরা ভোমরা বন্দর দিয়ে দেশে আসার সুযোগ পান। এর পরদিন ৭ এপ্রিল বিজিবি’র আপত্তির কারনে এ বন্দর দিয়ে সকল যাত্রীদের আসা বন্ধ হয়ে যায়।
ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, গত ২০ জুন থেকে এ বন্দরের আমদানী কার্যক্রম শুরু হয়। এরপর অজ থেকে শুরু হয়েছে বন্দরের রপ্তানী কার্যক্রম। তিনি আরো জানান, এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। অনলাইন ডেস্ক:

The post ৮২ দিন পর ভারতে আটকে থাকা বাংলাদেশীরা ভোমরা দিয়ে দেশে ফিরছেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CL7u72

সাতক্ষীরা শহরের সুলতানপুরে করোনায় স্বামীর মৃত্যুর একদিন স্ত্রীও মারা গেলেন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৭০ ববছর বয়সের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের সুলতারপুর কাজীপাড়ার নিজ বাড়িতে তিনি মারা যান। এ আগে গতকাল সকালে তার স্বামী কাজী আব্দুল মতিনও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত ওই নারীর নাম সখিনা খাতুন (৭০)। তিনি শহরে শহরের সুলতারপুর কাজীপাড়ার কাজী আব্দুল মতিনের স্ত্রী।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার জানান, জ¦র ও শ^াস কষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে গত কয়েকদিন আগে তাদের স্বামী স্ত্রী দুজনেই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরপর গতকাল তাদের দুজনেরই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গতকাল ওই নারীর স্বামী করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর আজ দুপুরে ওই নারী নিজেও মারা যান। তিনি আরো জানান, তাদের দুজনকেই মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার জন্য বলা হলেও তারা সেখানে না ভর্তি হয়ে বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরো জানান, ইতিমধ্যে করোনা আক্রান্তদের বাড়ি লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ টি রিপোর্ট পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান।
এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৯ জনসহ মোট ১৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। অনলাইন ডেস্ক:

The post সাতক্ষীরা শহরের সুলতানপুরে করোনায় স্বামীর মৃত্যুর একদিন স্ত্রীও মারা গেলেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NGBjI5

নদীর তলদেশে লঞ্চটি উল্টে আছে https://ift.tt/eA8V8J

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চটি নদীর তলাদেশে উপুর হয়ে আছে। ভেতরে কত জনের লাশ আছে তা বোঝা যাচ্ছে না এখনও। শেষ ৭-৮টি মরদেহ ডুবে থাকা লঞ্চটির আশেপাশে ভাসমান অবস্থায় পেয়েছেন ডুবুরিরা।

সোমবার (২৯ জুন) দুপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডুবুরিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটি-এর হয়ে কাজ করছেন ডুবুরি জাহাঙ্গীর আলম শিকদার। ৯টি মরদেহ লঞ্চ থেকে উদ্ধার করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি সকাল ১০টার দিকে খবর পেয়ে এখানে আসি। এসে দেখি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ড্রাইভে রয়েছে। আমাকে তারা কাজ করতে বললো। এরপর আমি নামলাম। লঞ্চটি ৬০-৭০ ফুট পানির নিচে কাত হয়ে রয়েছে। একটু তল্লাশি করার পরই দু’টি মরদেহ পেলাম। এরপর আবার যখন যাই তখন দেখে লঞ্চটি উপুর হয়ে আছে। এরপর একে একে শিশুসহ আরও সাতটি মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। এর মধ্যে দু’জন নারী রয়েছে।’

আরেক বেসরকারি ডুবুরি মো. কালু ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন। তিনি বলেন, ‘পানির নিচে লঞ্চটি উপুর হয়ে আছে। আমি দু’টি লাশ লঞ্চের বাইরে পেয়েছি। ধারণা করছি, কিছু লাশ হয়তো বের হয়েছে।’

নজরুল ইসলাম নামে আরেক ডুবুরি বলেন, ‘আমি দু’টি লাশ উদ্ধার করেছি। ভেতরে আর লাশ দেখলাম না। তবে লঞ্চটি উপুর হয়ে রয়েছে অন্যকোথাও থাকতে পারে।’

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম সুমনা ঘটনাস্থলে লাশ গ্রহণ ও লাশ তীরে হস্তান্তর করছেন। তিনি বলেন, ‘আমরাদের ডুবুরিরা কাজ করছেন। সব প্রতিষ্ঠান মিলে কাজ করছে। অভিযানের শেষ পর্যন্ত আমরা কাজ করবো।’

বিআইডব্লিউটি-এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনও ঘটনাস্থলে এসে পৌঁছাতে পারিনি। জাহাজটি পোস্তগোল ব্রিজের কাছ পর্যন্ত এসে আর আসতে পারছে না।

প্রসঙ্গত, সোমবার সকালে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট্ট দোতালা লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দেয় ময়ূর-২ নামে আরেকটি লঞ্চ। এখন পর্যন্ত নারী, শিশুসহ ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

The post নদীর তলদেশে লঞ্চটি উল্টে আছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g0T3u2

সমুদ্র উপকূলে ভেসে এলো বিশালকার বিরল প্রাণী! https://ift.tt/eA8V8J

ভারতের পশ্চিমবঙ্গের মন্দারমণি সমুদ্র উপকূলে ভেসে এলো বিশালকার একটি প্রাণী। দেখতে ব্যাঙাচির মতো হলেও একে তিমি বলে দাবি করছেন স্থানীয় ও বিশেষজ্ঞরা। এ খবর রাজ্যে ছড়িয়ে পড়লে ছবি তুলতে উপকূলে ভিড় করেন উৎসুক জনতা।

সোমবার সকালে উপকূলে মৃত তিমিটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মৎস্যজীবী ও স্থানীয়রা। পরে খবর পেয়ে বন দফতরের কর্মী ও কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দৈত্যাকার তিমির দৈর্ঘ্য ৩৫ ফুট ও প্রশস্ত ১০ ফুট।

বন দফতরের কর্মী-কর্মকর্তারা জানান, এ প্রাণীটি তিমি গোত্রের বলে ধারণা করা হচ্ছে। তবে অনুসন্ধান করে তা বুঝতে হবে। জাহাজের ধাক্কায় বা অন্য কোনো কারণে আহত হয়ে সমুদ্রের ঢেউয়ে প্রাণীটি উপকূলে ভেসে আসতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি হাম্পব্যাক প্রজাতির তিমি। খানিকটা ব্যাঙাচির মতো দেখতে তিমিটি। উপকূলে আসা তিমিটির ওজনে প্রায় দেড় টন হবে। এর আগে এ ধরণের তিনি কখনো উপকূলে দেখা যায়নি। এমনকি এ তিমি বঙ্গোপসাগরেও দেখা যায় না।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

সূত্র-আনন্দবাজার অনলাইনজি নিউজ। 

The post সমুদ্র উপকূলে ভেসে এলো বিশালকার বিরল প্রাণী! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eI5yul

ঘরে বসে খুব সহজেই তৈরি করুন অ্যালোভেরা সাবান! https://ift.tt/eA8V8J

বর্তমানে রুপচর্চায় সবাই বেশ সচেতন। যাদের ত্বক তেলতেলে তারা অ্যালোভেরার জেল ব্যবহার করে বেশ উপকার পেয়ে থাকেন। তবে সমস্যা হলো এই অ্যালোভেরা জেল বেশি দিন ভালো থাকে না। এক্ষেত্রে অ্যালোভেরা সাবান বেশ উপকারী।

সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা সাবান খুবই কার্যকর। এটি ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি ব্রণ ও বলিরেখা দূর করে ত্বক উজ্জ্বল করে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক অ্যালোভেরা সাবান তৈরি করার ঘরোয়া পদ্ধতি-

এক কাপ পানি ফুটিয়ে কয়েক চামচ কস্টিক সোডা দিন। একটি কাঠের চামচ দিয়ে ঘনঘন নাড়তে থাকুন। অ্যালোভেরার পাতা থেকে শাঁস বের করে আমন্ড অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মেশান। এটি ত্বকের শুষ্কতা দূর করবে। তেলমিশ্রিত অ্যালোভেরার শাঁস পাত্রের পানিতে দিয়ে দিন। ঘনঘন নাড়বেন যেন দলা হয়ে না যায়। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মেশান। মিশ্রণটি সাবানের ছাঁচে রেখে ঠাণ্ডা করুন। ৫ ঘণ্টা পর এটি ডিপ ফ্রিজে রাখুন। সারারাত রেখে পরদিন ফ্রিজ থেকে বের করুন। ব্যস, আপনার সাবান ব্যবহারের জন্য প্রস্তুত!

The post ঘরে বসে খুব সহজেই তৈরি করুন অ্যালোভেরা সাবান! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dHPasg

বাফুফের তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত সাতক্ষীরার মেয়ে সাবিনা ও জামাল https://ift.tt/eA8V8J

মহামারি করোনাভাইরাসের কারণে উলটে গেছে ক্রীড়া বিশ্ব। তবে মাঠে ফুটবল ফেরাতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এবার জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও সাতক্ষীরার কৃতি সন্তান সাবিনা খাতুনকে তৃণমূল ফুটবল কার্যক্রমের শুভেচ্ছাদূত মনোনীত করেছে বাফুফে।

রোববার বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানান, ‘জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন দুইজনই এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন। তারা এই চারটি জেলায় গিয়ে সেখানে তৃণমূল ফুটবল উন্নয়নে সবাইকে কাজে উদ্বুদ্ধ করবেন’।

তৃণমূলের ফুটবল কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য বাফুফে প্রাথমিকভাবে চারটি জেলাকে বেছে নিয়েছে- ঢাকা, ফেনী, নীলফামারী ও মাদারীপুর।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) গ্রাসরুট চার্টারে তিনটি ক্যাটাগরি রয়েছে- ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড। এরইমধ্যে এশিয়ার ২৮ টি দেশ এই গ্রাসরুট কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী ডিসেম্বরে এএফসির কাছে ব্রোঞ্জ ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত হওয়ার জন্য আবেদন করবে।

বাফুফের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমরা এএফসির গ্রাসরুট কর্মসূচিতে অন্তর্ভূক্ত হতে পারলে সে আওতায় গ্রাসরুট কার্যক্রমগুলো সম্পাদন করতে পারবো। এ জন্যই আমরা দুই জন অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছি। তাদের প্রধান কাজ হবে বাফুফের তৃণমূল কার্যক্রমের আওয়াতাধীন কাজে সম্পৃক্ত থাকা’।

The post বাফুফের তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত সাতক্ষীরার মেয়ে সাবিনা ও জামাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gc5Xpd

সিরিজ বাই সিরিজ পরিকল্পনা করছে বাংলাদেশ https://ift.tt/eA8V8J

ক্রিকেট বিশ্বে ওয়ানডেতে বাংলাদেশ এক শক্তিশালী নাম। যে কোন দলের সঙ্গেই ফাইট করার সক্ষমতা টাইগারদের আছে। তবে লংগার ভার্সনে ঠিক তার উলটো। তাই টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য কিছু ছোট ছোট পরিকল্পনা কঠোর ভাবে বাস্তবায়নের পরিকল্পনা করছে বাংলাদেশ। অধিকাংশ ক্রিকেট জাতির ন্যায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনার পরিবর্তে কোন সুনির্দিষ্ট সিরিজ নিয়েই পরিকল্পনা করতে চায় বাংলাদেশ।

সিরিজ বাই সিরিজ পরিকল্পনায় বাংলাদেশ বেশী স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানিয়েছেন টাইগার দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার বিশ্বাস এই পরিকল্পনাই খেলোয়াড়দের সুনির্দিষ্ট বিষয়ে মনোনিবেশ করার সুযোগ করে দেয়।

এই বছর আটটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কোভিড-১৯ ভাইরাস মাহামারি আকার ধারণ তা অনেকটাই ভেস্তে গেছে।  
মুমিনুল বলেন,‘ আমাদের দীর্ঘ মেয়াদি কোন পরিকল্পনা নেই। বরং সিরিজ বাই সিরিজ পরিকল্পনা রয়েছে। যা আমাদের খেলোয়াড়দেরকে একই সময় একটি বিষয়ে মনোযোগী থাকার সুযোগ করে দেবে বলে আমরা মনে করি।

দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় আপনাকে সামগ্রিক বিষয়ে চিন্তা করার স্বাধীনতা দেবে। তবে আমরা এখনো সুনির্দিষ্ট ছোট ছোট বিষয়ে মনোযোগী থাকার পরিকল্পনা করছি। যা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই। আমরা জানি টেস্টে আমরা খুব ভাল নই। তবে আমরা এটিও জানি যে আমাদের মধ্যে ভাল সম্ভাবনা রয়েছে। তাই সিরিজ বাই সিরিজ এগুনোই বরং ভাল’।

বাংলাদেশ দলের টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুমিনুল বলেন,‘ আত্মবিশ্বাস ফেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টি খুবই দরকার ছিল। পাকিস্তান ও ভারতের কাছে হেরে আমাদের আত্মবিশ্বাসে ভাটা পড়েছিল।  এটি ঠিক যে অধিানয়ক হিসেবে আমার শুরুটা ভাল হয়নি। তবে আমি মনে করি এটি একটি আশীর্বাদ। প্রথম সুযোগেই নিজেদের ঘাটতি কোথায় রয়েছে সেটি বুঝে নেয়ার অভিজ্ঞতা হয়েছে’।

মুমিনুল আরো বলেন,‘ ওই বড় পরাজয়ের পর আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা নিজেদের ঘাটতি খুঁজে নিয়ে তা পুষিয়ে নেয়ার চেষ্টা করেছি। আমরা বেশ ভালভাবেই সেটি পুষিয়ে নিয়েছি। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আমরা খুব ভাল করেছি। এটি একটি ভাল দিক। আমরা পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দিকে তাকিয়ে ছিলাম। কারণ সেখানেই নিজেদের সঠিক ভাবে জানার সুযোগ ছিল। বুঝতে পারতাম আমরা সঠিক পথে আছে কিনা’।

The post সিরিজ বাই সিরিজ পরিকল্পনা করছে বাংলাদেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YIvLmX

শাকিবের বিরুদ্ধে অভিযোগ এবং ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি https://ift.tt/eA8V8J

নব্বই দশকের সাড়া জাগানো গান ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’। আহমেদ কায়সারের লেখা গানটির সুর করেছেন আশরাফ উদাস। এতে কণ্ঠ দেন সংগীতশিল্পী দিলরুবা খান। গানটি রিমেক করে ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহার করা হয়। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেন শাকিব খান। কথা পরিবর্তন করে রিমেক করার পর এ গানটিও ব্যাপক সাড়া ফেলে।

কিন্তু অনুমতি ছাড়া গান ব্যবহার করার কারণে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান। 

এ বিষয়ে কথা বলেছেন দিলরুবা খান বলেন, গানটি অনুমতি না নিয়ে সিনেমায় ব্যবহার করেছেন। এতে আমাদের মিউজিক ও গানের কিছু অংশ ব্যবহার করা হয়েছে। এরপর এটি রবিতে দিয়ে দিয়েছেন। আমাদের দেশের শিল্পীদের বুড়ো বয়সে ভিক্ষা করতে হয়। তাদের অধিকার সঠিকভাবে দিলে আর শেষ বয়সে ভিক্ষা করতে হতো না। এই গানের গীতিকার, সুরকার ও আমি মিলে এই অভিযোগ করেছি। বিষয়টি নিয়ে আমাদের আইনজীবী আইনিভাবে লড়বেন।

দিলরুবা খানের আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন জানান, রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়ে এ অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে ৭ মার্চ শাকিব খান এবং গানটির বিপণন প্রতিষ্ঠান রবি’র কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছিল। তার কোনো সদুত্তর না দেয়ায় এবার সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করা হলো।

‘পাসওয়ার্ড’ সিনেমাটি নির্মাণ করেছেন মালেক আফসারি। ছবির ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’ গানে কণ্ঠ দেন অশোক সিং। এতে ঠোঁট মেলান ছবির নায়ক-নায়িকা শাকিব খান ও শবনম বুবলি।

The post শাকিবের বিরুদ্ধে অভিযোগ এবং ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g9Mkhy

বিশ্বের স্বাস্থ্যকর্মীদের সম্মানে বিশাল ভাস্কর্য বানালো লাটভিয়া https://ift.tt/eA8V8J

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে বিশাল এক ভাস্কর্য তৈরি করেছে ইউরোপের দেশ লাটভিয়া।

সম্প্রতি দেশটির রাজধানী রিগায় জাতীয় জাদুঘরের সামনে ২০ ফুট উচ্চতার এই ভাস্কর্যটি উন্মোচন করা হয়। এটি তৈরি করেছেন দেশটির প্রখ্যাত ভাস্কর্য শিল্পী এইগার্স বিকসে।

ভাস্কর্যটিতে দেখা যায়, ঘাড়ে স্টেথোস্কোপ, শরীরে সাদা অ্যাপ্রোন, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরিহিত একজন নারী চিকিৎসক তার দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছেন।

ভাস্কর্যটি তৈরি করা প্রসঙ্গে বিকসে জানান, মূলত জীবনের ঝুঁকি নিয়ে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীরা অভিভূত করেছে তাকে। তাই তাদের সম্মানে দীর্ঘ তিন মাসের প্রচেষ্টায় এটি তৈরি করেছেন তিনি।

এদিকে বিশ্বের স্বাস্থ্যকর্মীদের সম্মানে বিশাল ভাস্কর্য বানিয়ে নিজের দেশসহ গোটা বিশ্ব থেকে প্রসংশিত হয়েছেন বিকসে। আন্তর্জাতিক ডেস্ক

The post বিশ্বের স্বাস্থ্যকর্মীদের সম্মানে বিশাল ভাস্কর্য বানালো লাটভিয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YIrVKl

বাজারে এল প্রথম সোশ্যাল ডিসট্যান্সিং বাইক, খুব স্বল্প টাকায় বুকিং https://ift.tt/31vnpkf

অনেক দিন ধরেই বাজারে আসার কথা ছিল সোশ্যাল ডিসট্যান্সিং বাইকের। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের বাজারে পা রাখল জেমোপাই মিসো ইলেকট্রিক স্কুটার। বলা যায় এটিই সর্বপ্রথম সোশ্যাল ডিসট্যান্সিং স্কুটার।

এই সোশ্যাল ডিসট্যান্সিং বাইকের প্রস্তুতকারক সংস্থার নাম জেমোপাই ইলেকট্রিক। সংস্থাটির পক্ষ থেকে স্কুটারটির শো-রুম মূল্য ধার্য করা হয়েছে ৪৪ হাজার টাকা। সবচেয়ে মজার বিষয় হল, এই স্কুটার চালাতে কোনো লাইসেন্স লাগবে না।

এই মিনি স্কুটারে দুটি ভ্যারিয়েন্টস আছে। এক, এই মিনি ই-স্কুটারে থাকছে একটি মাত্র সিট। মালপত্র বহন করার জন্য রয়েছে একটি ক্যারিয়ারও। জানা গেছে, ক্যারিয়ারে ১২০ কেজি পর্যন্ত ওজনের যে কোনো বস্তু বহন করা যাবে। আর অন্য ভ্যারিয়েন্টটিতে কোনো ক্যারিয়ারের অপশন নেই। এই ই-স্কুটারে লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। মাত্র দুই ঘণ্টায় ফুল চার্জ করলে ৭৫ কিলোমিটার অবধি ছুটতে পারবে এই মিনি স্কুটার। গতি হতে পারে  ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার।

এরইমধ্যে অসাধারণ এই মিনি স্কুটারের বুকিংও শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকেই ডেলিভারিও শুরু হয়ে যাবে।

বাইকটির প্রস্তুতকারী সংস্থাটির মালিক অমিত রাজ সিংহ সংবাদমাধ্যমকে বলেন, করোনার কারণে বহু মানুষ ঘরবন্দি। এদিকে গণপরিবহণে চেপে কাজের জায়গায় পৌঁছনো আদৌ সুরক্ষিত নয়। এই পরিস্থিতিতে মিসো স্কুটারই আগামী দিনে বহু মানুষের ভরসা হতে চলেছে। আন্তর্জাতিক ডেস্ক

The post বাজারে এল প্রথম সোশ্যাল ডিসট্যান্সিং বাইক, খুব স্বল্প টাকায় বুকিং appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31s7aEs

আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিচ্ছে ইসরায়েল https://ift.tt/eA8V8J

আমেরিকাভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সরকার। তেল আবিব দাবি করছে, গড টিভির শেলানু স্টেশন থেকে এমন কিছু প্রচার করা হচ্ছে যাতে গোপন মিশন রয়েছে বলে মনে করা হচ্ছে।

রোববার ইসরায়েলের ক্যাবল অ্যান্ড স্যাটেলাইট ব্রডকাস্টিং কাউন্সিলের চেয়ারম্যান আশের বিটন বলেন, গড টিভি আগামী সাতদিনের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে গত বৃহস্পতিবার নোটিশ দেয়া হয়েছে।

তিনি বলেন, একটি টিভি চ্যানেল ইহুদি জনগণের মধ্যে যিশুর জীবনকাহিনী প্রচারের চেষ্টা চালাচ্ছে অথচ ইসরায়েল কখনো এগুলো প্রচার করে না; এসব বিষয় গড টিভি চ্যানেলের প্রধানের জানা আছে।

বিটন আরো বলেন, টেলিভিশন চ্যানেল খ্রিস্টান জনগোষ্ঠীকে লক্ষ্য করে সম্প্রচারিত হচ্ছে কিন্তু এটা খুবই জটিল এবং স্পর্শকাতর বাপার। ফলে যাতে কোনো রকমের স্বচ্ছতা লঙ্ঘন না হয় এজন্য টিভি চ্যানেলটি বন্ধ করে দেয়া হচ্ছে।

তিনি দাবি করেন, যখন টেলিভিশন চ্যানেলের লাইসেন্স ইস্যু করা হয় তখন তারা ধর্ম প্রচারের কথা বলেনি। খ্রিষ্ট ধর্ম প্রচারের অজুহাতে এই প্রথম ইসরায়েল কোনো টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দিচ্ছে।

সূত্র: পার্সটুডে

The post আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিচ্ছে ইসরায়েল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31ptCOy

‘মর্নিং বার্ড’ লঞ্চ ডুবি পরিকল্পিত হত্যাকাণ্ড: নৌ প্রতিমন্ত্রী https://ift.tt/eA8V8J

ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

দুর্ঘটনা কবলিত লঞ্চটি উদ্ধার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা নৌ বহিনী, কোস্ট গার্ডসহ সবার সঙ্গে কথা বলেছি। এটি একটি ছোট লঞ্চ। তাদের কাছে যেসব উদ্ধার উপকরণ আছে তা দিয়েই ম্যানুয়াল পদ্ধতিতে লঞ্চটি তোলা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় গত কয়েক বছরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নৌ দুর্ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। কিন্তু করোনকালীন সময়ে পরিকল্পিতভাবে এই দুর্ঘটনাটি ঘটানো হয়েছে।

তিনি বলেন, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের ভেতর তারা রিপোর্ট দেবেন। পরে সেই অনুযাযী ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরো বলেন, লঞ্চ পরিচালনার ক্ষেত্রে যদি এর মালিকদের কোনো গাফিলতি পাওয়া যায় তবে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। 

প্রতিমন্ত্রী বলেন, এই দুর্ঘটনার সিসি ফুটেজ দেখে মনে হয়েছে- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের দাফন ও সৎকারে জন্য ১০ হজার টাকা করে দেয়া হচ্ছে। এছাড়া নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে।

The post ‘মর্নিং বার্ড’ লঞ্চ ডুবি পরিকল্পিত হত্যাকাণ্ড: নৌ প্রতিমন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Bk3qdH

করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৪ https://ift.tt/eA8V8J

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনার দিনে করোনাভাইরাসে দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৭৮৩ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৪ হাজার ১৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন এবং মোট সুস্থ ৫৭ হাজার ৭৮০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ঘণ্টায় ১৪ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৭ হাজার ৮৩৭টি নমুনা পরীক্ষা করে ৪ হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৭৮৩ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ ৫৭ হাজার ৭৮০ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৬ মারা এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে একজন, সিলেটে ৩ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৩ জন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩০ জন ও বাড়িতে ১৪ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

The post করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৪ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31vn8Of

বাক স্বাধীনতার হুমকি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের https://ift.tt/eA8V8J

ডিজিটাল নিরাপত্তা আইনকে বাক স্বাধীনতার জন্য হুমকি আখ্যায়িত করে এই আইনকে বাতিলের দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

আজ ২৯ জুন ২০২০ সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ সামছুল আলম, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডাঃ এম. এ. সামাদ ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ও কৃষক মোর্চার আহ্বয়ক মোহাম্মদ মাসুম এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন একটি ব্যক্তি স্বাধীনতা হরণ কারী আইন। গণতান্ত্রিক রীতিনীতির সাথে সাংঘর্ষিক এবং বর্তমান সংবিধানের মৌলিক অধিকার রক্ষা করার জন্য যে আইন আছে তার পরিপন্থি এই আইন বাতিল করে মানুষের মৌলিক অধিকার ফেরত দেওয়ার সরকারের প্রতি আহ্বান জানাই।”

তাঁরা আরো বলেন, “সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘রাষ্ট্রচিন্তা’র সমন্বয়ক দিদারুল ভুইয়া, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদসহ বিভিন্ন সাংবাদিক, শিক্ষক, গৃহিনী, নবম শ্রেণীর ছাত্র সহ যারা গ্রেফতার হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করছি।  এছাড়া এ মামলায় গ্রেফতার ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তি ও দায়েরকৃত মামলা থেকে অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদসহ সকলকে জামিন দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

প্রেস বিজ্ঞপ্তি

The post বাক স্বাধীনতার হুমকি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VsCpvE

সুন্দরবনে দুই মাস মাছ ধরা বন্ধ https://ift.tt/eA8V8J

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আওতায় সকল নদ-নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করেছেন। ইতোমধ্যে গত ২৪ জুন থেকে মাছ ধরার জন্য জেলেদের অনুমতি পত্র প্রদান বন্ধ করা হয়েছে। মাছের প্রজনন বৃদ্ধির জন্য আগামী ১লা জুলাই থেকে ৩০ আগষ্ট দুই মাস পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে-তথ্য সংশ্লিষ্ট বন বিভাগের।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান বলেন, সুন্দরবনে ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানস (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী প্রতি বছরের ১লা জুলাই থেকে ৩০ আগষ্ট পর্যন্ত সুন্দরবনে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। মাছের প্রজনন মৌসুমে জেলদের অনুমতি পত্র বন্ধ করা হয়েছে। তবে, জেলেরা নদ-নদীতে কাঁকড়া আহরণ করতে পারবেন। আগামী ৩০ জুনের পরে যদি কোন জেলে সুন্দরবনে অবস্থান করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাছের প্রজনন বৃদ্ধিতে নদীতে টহল জোরদার করা হবে তিনি জানান।

শ্যামনগর (সদর) প্রতিনিধি:

The post সুন্দরবনে দুই মাস মাছ ধরা বন্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CRUpcf

সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন (ভিডিও) https://ift.tt/eA8V8J

জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন সাতক্ষীরা পৌরবাসি। পৌরসভার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবং সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে অপরিকল্পিত মাছের ঘের করার কারণে সামান্য বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, নদী ভরাটের কারণে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতার কবলে নাকাল হয়ে পড়েছেন এলাকাবাসী।
এ অবস্থা থেকে মুক্তি কামনা করে শহরের ইটাগাছা এলাকার শত শত মানুষ সোমবার (২৯ জুন) বেলা ১১টায় জলাবদ্ধতার উপর দাঁড়িয়ে মানববন্ধন করেছেন। সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে ও নাগরিক নেতা আলীনূর খান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, নাগরিক নেতা অধ্যক্ষ আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ, এডভোকেট আজাদ হোসেন বেলাল, মাধাব চন্দ্র দত্ত, অধ্যক্ষ আশেক ই এলাহী, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, নারী নেত্রী লায়লা পারভীন সেঁজুতি, আনোয়ার জাহিদ তপন, শেখ ওবায়দুস সুলতান বাবলু, এডভোকেট মুনিরউদ্দিন, অধ্যাপক ইদ্রিস আলী, মোজাম্মেল হক মোজাম, মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা জলাবদ্ধতায় নাগরিকদের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা, কামালনগর, বদ্দিপুর, পুরাতন সাতক্ষীরা, ঘুড্ডির ডাঙ্গি,; রসুলপুর, মেহেদিবাগ, বকচরা, সরদারপাড়া, পলাশপোলসহ জেলার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ খাল দখল, নদী ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে পানি অপসারণ ব্যবস্থা। ফলে গত কয়েকদিনের সামান্য বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, চারদিকে পানি জমে থাকায় ডেঙ্গু অতঙ্কে আছেন। এ ছাড়া অনেক কাঁচা ঘর ধসে পড়ার উপক্রম হয়েছে। শতাধিক মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণেই এ অবস্থা। বক্তারা জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত বছর ঐ একই এলাকায় জলাবদ্ধতার প্রেক্ষিতে মাননীয় জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তি দিয়ে জেলার সকল নদী খালের ইজারা বাতিল করেন এবং পৌর এলাকায় অবৈধ মাছ চাষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। কিন্তু গত একবছরেও সেই ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় এবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে গত ২৬ জুন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি ইটাগাছা এলাকায় উপস্থিত হয়ে পানি নিস্কাশনের জন্য কয়েকটি মাছের ঘেরের বাধ কেটে দিলে দ্রুত পানি কমে যায়। কিন্তু রাতের আধারে ঘের মালিকরা পুনরায় সেই বাধ বাধার কারণে ফের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

The post সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2AbEe8z

সাতক্ষীরার ৯ জনসহ যবিপ্রবি’র পরীক্ষায় আরো ৬৯ জনের করোনা শনাক্ত https://ift.tt/eA8V8J

যশোর জেলায় নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫৫৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে মারা গেছেন দশজন। সুস্থ হয়েছেন ১৬২ জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, আজ সোমবার যশোরের ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের পজেটিভ রেজাল্ট এসেছে।
এছাড়া মাগুরার ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, বাগেরহাটের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের এবং সাতক্ষীরার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনা পজিটিভ হয়েছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে রোববার মোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা পজেটিভ এবং ২০৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এবিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪২ জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। এর মধ্যে ফলোআপ আছেন তিনটি নমুনা।
তিনি বলেন, যারা আক্রান্ত হয়েছেন, তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হবে।

যশোর প্রতিনিধি:

The post সাতক্ষীরার ৯ জনসহ যবিপ্রবি’র পরীক্ষায় আরো ৬৯ জনের করোনা শনাক্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YGVRqp

সাতক্ষীরা জেলা আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা জেলা (গ্রাম ডাক্তার) আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মোঃ শফিকুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি গ্রাম ডাঃ মোঃ আব্দুল হক, কেন্দ্রীয় মহাসচিব গ্রাম ডাঃ মোঃ আমিনুল ইসলাম। এছাড়া বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও যশোর জেলা সভাপতি গ্রাম ডাঃ মোঃ অলিউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও যশোর জেলা সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মোঃ মহীদুল ইসলাম, সাতক্ষীরা জেলা আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গ্রাম ডাঃ আব্দুল বারী খান, সহ-সভাপতি গ্রাম ডাঃ মোঃ মিজানুর রহমান ডাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ হাসান সিদ্দিকী লাবু, গ্রাম ডাঃ শেখ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ হুমায়ন কবীর, কোষাধ্যক্ষ গ্রাম ডাঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক গ্রাম ডাঃ রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা গ্রাম ডাঃ নাসরিন ফেরদৌসী, গ্রাম ডাঃ আমিনুর রহমান, গ্রাম ডাঃ ইবাদুল ইসলাম, গ্রাম ডাঃ মাহবুবুর রহমান রনি, গ্রাম ডাঃশেখ শাহাদাত হোসেন, অনুরূপভাবে বিবৃতি প্রদান করেছেন তালা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ এম এ মান্নান, সহ-সভাপতি গ্রাম ডাঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মাহাবুবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মনিরুল ইসলাম, গ্রাম ডাঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আবু সাঈদ সরদার, কোষাধ্যক্ষ গ্রাম ডাঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক গ্রাম ডাঃ রবিউল ইসলাম মোড়ল, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন, এরশাদ আলী, মাহাবুবুর রহমান, আব্দুর রাজ্জাক, কাজী ফেরদাউস, রেজাউল ইসলাম প্রমুখসহ তালা উপজেলার সকল গ্রাম ডাক্তারবৃন্দ। উল্লেখ্য গত শনিবার সকাল ৯টার দিকে করোনা উপসর্গ নিয়ে তিনি সাতক্ষীরায় মারা যান। প্রেস বিজ্ঞপ্তি

The post সাতক্ষীরা জেলা আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dJuEaC

শ্যামনগরে যুবলীগ নেতা, ইউপি চেয়ারম্যান আইনজীবীসহ করোনা আক্রান্ত ৪ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঈশ্বীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. শোকর আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে ফার্মাসিস্ট মনোদ্বিপ গাইন, ঈশ্বীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক গৃহবধুর করোনা পজিটিভ হয়েছে। গত ২৫ জুন বৃহস্পতিবার নমুনা সংগ্রহের পর ২৯ জুন রোববার সকালে তাদের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লগডাউন করা হবে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত শ্যামনগরের মোট ১৮জন করোনা পজিটিভ হয়েছে। আক্রান্ত সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক চৌধুরী।

শ্যামনগর প্রতিনিধি:

The post শ্যামনগরে যুবলীগ নেতা, ইউপি চেয়ারম্যান আইনজীবীসহ করোনা আক্রান্ত ৪ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VueifT

সাতক্ষীরার আশাশুনিতে স্বপ্নসিঁড়ির উদ্যোগে রান্না করা খাবার বিতরণ https://ift.tt/eA8V8J

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য ধারণ করে সাতক্ষীরা জেলার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি পরিবার প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে উপকুলীয় ভেড়িবাধ ভেঙে প্লাবিত হয়ে অর্ধহারে-অনাহারে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে। আম্পানে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা গ্রামে এ খাবার বিতরণ করা হয়। স্বপ্নসিঁড়ির সদস্যদের আর্থিক সহযোগিতা ও খাদ্য বিতরণ উপকমিটির আহবায়ক সালাউদ্দীন রানার প্রত্যক্ষ তত্ত্ববধানে বানভাসী মানুষের মাঝে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সদস্য সচিব অতুন বোস, সদস্য মুক্তাদির হোসেন, সদস্য (আইটি) ফাহাদ হোসেন, মীর খায়রুল আলম, মইনুর ইসলাম, আব্দুল কাদের, রাশেদুল ইসলাম রাহুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

The post সাতক্ষীরার আশাশুনিতে স্বপ্নসিঁড়ির উদ্যোগে রান্না করা খাবার বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g91jYV

ঘরে থাকা নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ https://ift.tt/eA8V8J

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (সোমবার) সকালে খুলনা নগরীর ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে ঘরে থাকা কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম চৌধুরী সজল, সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল ইসলাম টিটো প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ওয়ার্ডের চারশত ২৮ জনের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

The post ঘরে থাকা নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dGQKLc

Sunday, June 28, 2020

ফিফায় দুর্নীতি, ফের তদন্তের মুখে প্লাতিনি https://ift.tt/eA8V8J

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনে (ফিফা) দুর্নীতির অভিযোগে আবারো তদন্তের মুখোমুখি হয়েছেন উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। সরকারিভাবে সুইস আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন তিনি। এই কিংবদন্তি ফুটবলার ২০১১ সালে ফিফার কাছ থেকে ২ মিলিয়ন মার্কিন ডলার পান। এই টাকার উৎস জানতেই বিচারের মুখোমুখি করা হয়েছে তাকে। 

২০১১ সালে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন প্লাতিনি। একইসময়ে ফিফার প্রেসিডেন্ট ছিলেন সেপ ব্লাটার। সুইস আদালত জানিয়েছে, ফিফা কি কারণে প্লাতিনিকে হঠাৎ এত টাকা দেয় সেটা জানতে চায় তারা। এ লক্ষ্যে প্লাতিনির বিপক্ষে ফৌজদারি মামলা দায়ের করা ছাড়াও আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে।

আলোচ্য সময়ে ফরাসি ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্লাতিনি ফিফায় দুই মিলিয়ন মার্কিন ডলার দাবি করে একটি রশিদ দাখিল করেন। এই অর্থ তিনি তৎকালীন ফিফা প্রেসিডেন্ট ব্লাটারের প্রথম পর্বে (১৯৯৮-২০০২) পরামর্শদাতা হিসেবে কাজ করার জন্য বেতন হিসেবে চেয়েছিলেন। এই টাকা দেয়ার ক্ষেত্রে কোনো চুক্তি ছিল না। কিন্তু তা সত্ত্বেও এই রশিদ দেয়ার পরের সপ্তাহেই প্লাতিনির দাবি করা অর্থ মিটিয়ে দেয় ফিফা।

এরপর ২০১৫ সালের সেপ্টেম্বরে সুইস আদালতে অভিযোগ দায়ের করা হয়। এছাড়া আরো পাঁচটি বিভিন্ন আদালতে প্লাতিনির বিরুদ্ধে তদন্ত ও মামলা শুরু হয়। এগুলোর মধ্যে রয়েছে ফিফার নীতি-নির্ধারক কমিটি, আন্তর্জাতিক ক্রীড়া আদালত এবং ইউরোপের মানবাধিকার আদালত। 

এই ঘটনার পরপরই প্লাতিনি ও ব্লাটার ফিফা থেকে নির্বাসিত হন। তার আগে জুরিখে ফিফার সদর দফতরে দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেখানে তারা নিজেদের দোষ অস্বীকার করেন।

The post ফিফায় দুর্নীতি, ফের তদন্তের মুখে প্লাতিনি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Vn5kRp

বিশ্বের সেরা কোচ শাস্ত্রী! https://ift.tt/eA8V8J

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ রবি শাস্ত্রী। তার অধীনে নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বিরাট কোহলির দল। দলকে সামলানোর দারুণ সক্ষমতার কারণে শাস্ত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। তার মতে, শাস্ত্রীই বর্তমান বিশ্বের সেরা কোচ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রবি শাস্ত্রীকে নিয়ে কথা বলেছেন বাসিত আলি। সেখানে তিনি বলেন, ‘শাস্ত্রী ক্রিকেটার হিসেবেও যেমন বড় মাপের, কোচ হিসেবেও সেরকম। যদি এখন অ্যান্ডি ফ্লাওয়ার কোচিং করাতেন, তা হলে আমি তার কথাই বলতাম। কিন্তু ফ্লাওয়ার তো কোচিং করাচ্ছেন না। তাই শাস্ত্রীকেই আমি এই মুহূর্তে সেরা কোচ বলছি।’

বাসিত আলি আরো বলেন, ‘শাস্ত্রীর কোচিং স্টাইল অন্য রকম। আমি একবার শাস্ত্রীর একটা প্রেস কনফারেন্স দেখেছিলাম। সেখানে শাস্ত্রীর উদ্দেশ্যে কঠিন কঠিন সব প্রশ্ন উড়ে এসেছিল। তার জবাবও কড়া ভাষায় দিয়েছিল শাস্ত্রী। সেই উত্তরেই বুঝতে পেরেছিলাম, তিনি খুব কঠিন মনের মানুষ।’

তারকা ক্রিকেটারদের সামলাতে অনেক কোচকেই বেগ পেতে হয়। শাস্ত্রী এ ব্যাপারে দারুণ দক্ষ জানিয়ে বাসিত আলি যোগ করেন, ‘নামী তারকাদের কিভাবে সামলাতে হয়, সেটা কোচের জানা দরকার। পাকিস্তানে শোয়েব আখতারের মতো ক্রিকেটারকে সামলানোর মতো কেউ ছিল না। সেই সময়ে শোয়েবকে ঠিকমতো সামলাতে পারলে, ও আরও অনেক দূর যেত। কিন্তু তারকায় ঠাসা ভারত দলে শাস্ত্রী দারুণভাবে এই কাজ করে যাচ্ছে।’

The post বিশ্বের সেরা কোচ শাস্ত্রী! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Vn5kAT

করোনায় ফেনী আ. লীগ সভাপতির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক https://ift.tt/eA8V8J

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকরামুজ্জামান নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি আজ রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘জনমানুষের নেতা হিসেবে’ আকরামুজ্জামান বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তিনি মারা যান।

আকরামুজ্জামান জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। তিনি ফেনীতে রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা।

The post করোনায় ফেনী আ. লীগ সভাপতির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31rv4A2

করোনা পরীক্ষা করাতে যত টাকা লাগবে https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষা আর বিনামূল্যে থাকছে না। সরকারি হাসপাতাল ও বুথে গিয়ে নমুনা পরীক্ষা করালে ফি দিতে হবে ২০০ টাকা। আর বাসায় গিয়েও নমুনা সংগ্রহ করে পরীক্ষার ক্ষেত্রে ফি দিতে হবে ৫০০ টাকা।

সরকারের তরফ থেকে এমন পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

সুত্র জানায়, এ বিষয়ে এরইমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নেয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেন, নমুনা পরীক্ষার ক্ষেত্রে আমরা একটি ফি নির্ধারণ করেছি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কবে নাগাদ প্রজ্ঞাপন জারি হতে পারে-জানতে চাইলে সচিব বলেন, চলতি সপ্তাহের মধ্যে ফি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করছি।

দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন মানুষ। আর মোট মৃতের সংখ্যা এক হাজার ৬৯৫ জন।

শনিবার করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে নতুন করে আরো একটি করোনা পরীক্ষার ল্যাব যুক্ত হয়েছে। এতে মোট ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭টি।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে এক কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যাও ৫ লাখ ছুঁই ছুঁই করছে। তবে ৫৩ লাখের বেশি রোগী এরইমধ্যে সুস্থ হয়েছেন।

The post করোনা পরীক্ষা করাতে যত টাকা লাগবে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CRVwJ7

চীনকে মোদির হুঁশিয়ারি https://ift.tt/eA8V8J

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন সম্প্রতি লাদাখ সীমান্তে চীনা সেনাদেরকে যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনারা। যারাই ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা করবে, তাদেরকে কড়া জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। রবিবার (২৮ জুন) মান কি বাত-অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি এ হুঁশিয়ারি দেন। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। এতে ভারতের ২০ সেনা নিহত ও অপর ৭৬ জন আহত হয়। ভারত দাবি করে আসছে, চীনের অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তবে চীন সরকারিভাবে কোনও হতাহতের খবর জানায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ এনেছে।

চীন-ভারত সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে শুরু থেকেই নীরবতা পালন করে আসছিলেন মোদি। এ নিয়ে বিরোধী দলগুলোর তোপের মুখেও পড়েন তিনি। এরমধ্যেই রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদি বলেন, ‘লাদাখে যারা আমাদেরকে চ্যালেঞ্জ করেছে তাদেরকে যথাযথ জবাব দেওয়া হয়েছে। আমাদের বীররা সর্বোচ্চ পর্যায়ের আত্মোৎসর্গ করেছে, তবুও শত্রুপক্ষকে প্রভাব খাটাতে দেয়নি। তাদের এ হারানোর যন্ত্রণা আমরা অনুভব করি। তাদের বীরত্ব, ভারতের শক্তি।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ১৫ জুন যে ২০ সেনা সদস্য গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের হাত থেকে ভারতের সীমান্তকে সুরক্ষা দিতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে দেশের মানুষ কখনও ভুলবে না।

চীনের নাম উল্লেখ না করে মোদি হুঁশিয়ার করেন, ‘যারাই ভারতের এলাকা দখলের চেষ্টা করবে, তারা যেন কড়া প্রত্যাঘাতের অপেক্ষায় থাকে। কারণ ভারত এই চেষ্টার কঠিন জবাব দেবে। কোনওভাবেই সীমান্তে জওয়ানদের বলিদানকে ব্যর্থ হতে দেবে না ভারত।’

The post চীনকে মোদির হুঁশিয়ারি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eL1n0I

২ দিনের রিমান্ডে ফ‌টো সাংবা‌দিক কাজল https://ift.tt/eA8V8J

হাজারীবাগ থানায় এক যুব ম‌হিলা ল‌ীগ নেত্রীর করা মামলায় নি‌খোঁজ হওয়ার পর য‌শোর সীমান্ত থে‌কে গ্রেফতার ফ‌টো সাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লের দুই দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত।

রোববার (২৮ জুন) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট দেবদাস চন্দ্র অ‌ধিকারী রিমা‌ন্ডের এই আ‌দেশ দেন। 

এর আ‌গে, তদন্ত কর্মকর্তা ডি‌বির সি‌রিয়াস ক্রাইম ইন‌ভে‌স্টিগেশন টি‌মের উপ-প‌রিদর্শক (এসআই) রা‌সেল মোল্লা সাংবা‌দিক কাজ‌লের ১০ দি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রেন। রিমান্ড শুনা‌নি উপ‌ল‌ক্ষে কেরানীগ‌ঞ্জের কেন্দ্রীয় কারাগার থে‌কে ভি‌ডিও কনফা‌রেন্সের মাধ‌্যমে যুক্ত করা হয় সাংবা‌দিক কাজল‌কে। একইস‌ঙ্গে রিমান্ড বা‌তিল ক‌রে জা‌মিন চান আসামি প‌ক্ষের আইনজীবী ব‌্যা‌রিস্টার জ্যো‌তির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া। 

শুনা‌নি শে‌ষে বিচারক দুই দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন। সিএমএম আদাল‌তে হাজারীবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক (এসআই) আশ্রাব আলী বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গত ১১ মার্চ রাজধানীর সাংবা‌দিক কাজ‌লের বি‌রু‌দ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হাজারীবাগ থানায় মামলাটি করেন যুব মহিলা লীগের নেত্রী ইয়াসমিন আরা ওরফে বেলী।  

এর আ‌গে, গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরে বাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে প্রথম মামলা‌টি ক‌রেন মাগুরা-১ আস‌নের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর। গত ২৪ জুন ওই মামলায় তার জা‌মিন আ‌বেদন নামঞ্জুর হয়। 

এরপর ১০-১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে আরও দু‌টি মামলা হয়। এর ম‌ধ্যে হাজারীবাগ থানার মামলায় এবার তা‌কে রিমা‌ন্ডে পাঠা‌নো হ‌লো। 

সংসদ সদস্য শেখ‌রের মামলার পর ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নি‌খোঁজ হন। তাই ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। 

গত ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় তার পরিবার। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।

ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফ‌টো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি।

পর‌দিন (০৩ মে) অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 

The post ২ দিনের রিমান্ডে ফ‌টো সাংবা‌দিক কাজল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gabVH7

করোনায় আরও ৪৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩৮০৯ https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৭৩৮ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৩ হাজার ৮০৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন এবং মোট সুস্থ ৫৫ হাজার ৭২৭ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

The post করোনায় আরও ৪৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩৮০৯ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/388Ihiw

মার্কিন-ব্রিটিশ সেনা হত্যায় তালেবানদের অর্থ দিয়েছে রাশিয়া https://ift.tt/eA8V8J

ফগানিস্তান মিশনে থাকা ন্যাটোর মার্কিন ও ব্রিটিশ সেনাদের হত্যার জন্য গোপনে আফগান তালেবানদের মদদপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনকে অর্থ সহায়তা ও পুরষ্কার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। শুধু তাই নয়, রুশ সেনাবাহিনীর বিশেষ একটি গোয়েন্দা ইউনিটের প্রত্যক্ষ তৎপরতায় এই গোপন হত্যাচুক্তির ব্যাপারে একাধিকবার অর্থ বিনিয়োগের ঘটনাও ঘটেছে। 

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর বিশেষ অনুসন্ধানে এসকল তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

শনিবার (২৭ জুন) ব্রিটিস সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত খবরের তথ্য মতে, শুক্রবার (২৬ জুন) গোয়েন্দাদের একটি সূত্রকে উল্লেখ করে আমেরিকার এই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, গত বছর আফগানিস্তানে মার্কিন সেনাদের উপর হামলা চালানোর জন্য গোপনে তালেবানদের সঙ্গে যোগাযোগ করেছিল রাশিয়া। তাদের মদতপুষ্ট বিভিন্ন আফগান জঙ্গি সংগঠনের সাহায্যে হামলা চালানো হয়। এর জন্য ইউরোপে সক্রিয় থাকা রাশিয়ান সেনার একটি গোয়েন্দা ইউনিট জঙ্গিদের পুরস্কারও দেবে বলে প্রস্তাব দিয়েছিল। ইসলামিক জঙ্গি বা অন্য স্বশস্ত্র দুষ্কৃতীরা ওই রাশিয়ান গোয়েন্দাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলে। এমনকি মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর জন্য ইতিমধ্যে টাকাও নিয়েছে তারা।

দ্য গার্ডিয়ান বলছে, ২০১৮ সালে স্যালিসবারিতে রুশ গোয়েন্দাদের মদদে পরিকল্পিতভাবে সের্গেই স্ক্রিপ্যাল নামে দেশটির হয়েকাজ করা এক গুপ্তচরকে হত্যা করা। নিহত এই গুপ্তচরের মাধ্যমে একাধিকবার মার্কিন ও ব্রিটিশ সেনাদের হত্যার জন্য তালেবান জঙ্গীদের অর্থ প্রদান করে রাশিয়া।

প্রতিবেদনের তথ্য মতে, রুশ সেনা-গোয়েন্দা বিভাগের ‘২৯১৫৫ জিআরইউ’ নামের বিশেষ শাখার তদারকিতে এই গোপন পরিকল্পনা কার্যকর করা হচ্ছিলো। কয়েক মাস আগে হোয়াইট হাউসে দেয়া এক বিবৃতিতে এমন ইঙ্গিত প্রদান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার নথি ব্রিটিশ সরকারের হাতে পৌঁছে গত সপ্তাহে। স্পর্শকাতর এই গোপন গোয়েন্দা নথির ব্যাপারে এত বিলম্বে জানানোর কারণে ক্ষোভ প্রকাশ করেছে ব্রিটেন।

এদিকে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের তথ্য বানোয়াট ও মিথ্যা দাবি করে মার্কিন ও ব্রিটিশ সেনা হত্যায় তালেবানদের সঙ্গে গোপন চুক্তি সম্পাদনের এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এছাড়া এ সকল তথ্য অসত্য বলে দাবি তুলেছে তালেবান নেতারাও। তবে ন্যাটোর একাধিক গুরুত্বপূর্ণ পদস্থদের দাবি, ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার নেতিবাচক মনোভাব নতুন কিছু নয়।

ব্রিটিশ কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এ প্রসঙ্গে আরো আগে থেকেই অবগত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পুতিনের মদদ নিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প ব্যক্তিগত স্বার্থ রক্ষায় রাশির বিরুদ্ধে পাওয়া এসকল গোয়েন্দা তথ্য প্রকাশ করেননি। আর ট্রাম্পের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের রিপোর্ট গত অক্টোবরে মাসেই সম্পন্ন করা হলেও সময় সব  আড়ালে রেখেছিলেন থেরেসা মে ও বরিস জনসন।

বিস্ফোরক এই প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে ক্ষমতাসীন বরিস জনসন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগলে দিতে শুরু করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা। 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাংসদ ও ব্রিটেনের পররাষ্ট্র বিষয় ছায়া মন্ত্রী লিসা নন্দি সরাসরি অভিযোগ তুলে বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ সকল গোয়েন্দা নথি প্রসঙ্গে এবং রুশ পরিকল্পনার ব্যাপারে তথগ জেনেও নিরব ছিলেন। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কথা বলতে ভয় পান।
জানা গেছে, মার্কিন সংবাদমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশিত হলেও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি হোয়াইট হাউস। চুপ করে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারাও। তবে শীঘ্রই এ ব্যাপারে হোয়াইট হাউসের নির্দেশনা আসবে বলে আশেয়াস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২০ বছরের রক্তক্ষয়ী লড়াইয়ের পর এই বছরের ২৯ ফেব্রুয়ারি আমেরিকা ও তালিবানদের মধ্যে শান্তি চুক্তি হয়। তার আগে ২০১৯ সালে ২০ জন মার্কিন সেনাকে হামলা চালিয়ে হত্যার ঘটনার পিছনে রাশিয়ার হাত ছিল বলে অভিযোগ মার্কিন গোয়েন্দাদের। এরই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ ও মার্কিন সেনাদের হত্যা সংক্রান্ত রুশ গুপ্ত পরিকল্পনার এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলো নিউ ইয়র্ক টাইমস।

The post মার্কিন-ব্রিটিশ সেনা হত্যায় তালেবানদের অর্থ দিয়েছে রাশিয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fXNDjs

রাজধানীতে মানববন্ধন: ঘূর্ণিঝড় আম্পান দূর্গত উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি https://ift.tt/eA8V8J

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে ঘূর্ণিঝড় আম্পান দূর্গত উপকূলীয় এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক সমাজ ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি বাঁধ রক্ষণাবেক্ষনের জন্য জরুরী তহবিল গঠন ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্ত্বরে নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি তুলে ধরা হয়। করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র মিহির বিশ্বাস, উন্নয়ন ধারা ট্রাস্টের আমিনুর রসুল বাবুল, কেএনএইচ জার্মানির প্রতিনিধি মনিরুজ্জামান মুকুল, স্ক্যান সভাপতি জাহাঙ্গীর নাকির, সাংবাদিক আব্দুল্লাহ মুয়াজ ও তৌফিক অরিন, এনসিসিবি’র মাহবুবুর রহমান অপু, লিডার্সের খাদিমুল ইসলাম, উন্নয়ন কর্মী ইমরান হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আম্পান আবারো জানান দিলো, যতই সংস্কার করা হোক না কেন, ৬০ দশকে তৈরি করা আয়তনে ছোট উপকূলীয় বেড়িবাঁধ কোন ভাবেই ওই অঞ্চলকে সুরক্ষা দিতে পারবে না। তাই দ্রুত জলবাযু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগকে বিবেচনায় রেখে নতুন পরিকল্পনায় বাঁধ নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে বাঁধের নিচে ১০০ ফুট ও উপরে ৩০ ফুট চওড়া করতে হবে। যার উচ্চতা ৩০ ফুট করার সুপারিশ করেন তারা।
বক্তারা বলেন, করোনা পরিস্থিতির মধ্যে ঘূর্ণিঝড় আম্পান ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। দূর্গত এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। কিন্তু সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেই। তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের বাঁধ রক্ষণাবেক্ষণে তাদের কোন ভূমিকা নেই। অথচ এই বাঁধ ভেঙে গেলে যে চরম দুর্যোগ তৈরী হয় তার ধকল স্থানীয় সরকারকে পোহাতে হয়। তাই বাঁধ ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের আওতায় একটি জরুরী তহবিল গঠন করতে হবে। বাঁধ ব্যস্থাপনায় স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করতে হবে।
সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, উপকুলীয় এলাকায় লবণ পানির বাগদা চিংড়ি রপ্তানী করে সরকার প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু সেই চিংড়ি চাষ এলাকায় লবণপানি উত্তোলনের জন্য যে দীর্ঘমেয়াদী সুপেয় পানির সংকট তৈরী হয়েছে, সেই সংকট উত্তরণে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। সুপেয় পানি প্রাপ্তির জন্য উপকূলীয় জনগণকে এনজিওদের ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এটি অমানবিক ও অমর্যাদাকর।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যে গত ২০ মে সুপার সাইক্লোন আম্পান উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড় ও জ্বলোচ্ছাসে বেড়িবাঁধ ভেঙ্গে খুলনা-সাতক্ষীরা অঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপকূলীয় এলাকায় সুপেয় পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ফলে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। এমতাবস্থায় ঘূর্ণিঝড় দুর্গত উপকূলীয় মানুষের দুর্ভোগ লাঘবে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন কর্মসূচী রেখেছে বিভিন্ন সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি

The post রাজধানীতে মানববন্ধন: ঘূর্ণিঝড় আম্পান দূর্গত উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YFCI8k

অপরাধী দলের হলেও ছাড় পাবে না: ওবায়দুল কাদের https://ift.tt/eA8V8J

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী দলীয় পরিচয়ধারী কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেয়া হবে না।
সেতুমন্ত্রী রোববার সকালে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।
সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্যখাতেই নয়, যেকোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। সুতরাং কেউ দুর্নীতি কিংবা অপরাধ করে পার পাবে না, সে যত ক্ষমতাবানই হোক না কেন।
কোভিড-১৯ সংকটের মধ্যেই দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়ায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহবান জানান দলটির সাধারণ সম্পাদক।
হাসপাতাল সমূহের ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধিতে স্বাস্থ্যবিভাগের দৃষ্টি আকর্ষণ করে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন, তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারী পরামর্শ পেতে টেলি-মেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়ানোর অনুরোধ করছি।
করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাফনে আত্মীয় স্বজনদের না আসা প্রসঙ্গে তিনি বলেন, করোনার এমন সংক্রমণ কাছের মানুষও দূরে চলে যায়, মূহুর্তেই প্রিয়জন অচনা হয়ে যায়।
মা-বাবা কিংবা স্বামী-স্ত্রী কে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। আবার মৃত্যুর পর কেউ কাছে আসছে না। পুরোটা জীবন প্রিয়জনের জন্য করে শেষ বিদায় নিচ্ছেন প্রিয় মানুষের স্পর্শহীনতায়, মমতার বন্ধনহীন এসব দৃশ্য খুবই কষ্টদায়ক।
মন্ত্রী বলেন, রোগীর মৃত্যুর ৩ ঘন্টা মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই। এ রোগ অভিশাপ নয়, নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্হার নিয়ম মেনে দাফন কাফন করতে পারেন আপনজনেরা।
সরকারি হাসপাতালসহ চিকিৎসা বিষয়ক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন. সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের ক্ষেত্রে কোনো বৈষম্য নয়, সবাইকে সমান চেখে দেখে চিকিৎসা করুন।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়, সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে।
বর্তমানে ৬৬ টি ল্যাবে টেস্ট করোনা টেস্ট হচ্ছে জানিয়েছে মন্ত্রী বলেন, এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ অন্যান্য সংশ্লিষ্টদের জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপপনে উদ্যোগ নেয়ারও আহবান জানান মন্ত্রী।

The post অপরাধী দলের হলেও ছাড় পাবে না: ওবায়দুল কাদের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dHhx9U

দিল্লির আকাশে পঙ্গপাল: ‘আকাশে যেন হলুদ রঙের মেঘ ছেয়ে গেছে আর একটানা শব্দ’ https://ift.tt/eA8V8J

ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় শনিবার সকালে লক্ষ লক্ষ পঙ্গপাল ঢুকে পড়েছে। দিল্লি লাগোয়া গুরগাঁওয়ের ওপর দিয়ে পঙ্গপালের দল উড়ে যায়।

কোনও ক্ষতি তারা করে নি গুরগাঁও বা দিল্লির, কিন্তু যেদিকে তাদের যেতে দেখা গেছে, সেই উত্তরপ্রদেশে ফসলের বড়সড় ক্ষতি তার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেলা তখন এগারোটা পনেরো। গুরগাঁওয়ের বহুতলের পনেরো তলার ঘরে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন জয় ভট্টাচার্য। হঠাৎই তিনি একটানা ঝিঁঝি পোকার ডাকের মতো, কিন্তু তার থেকে কয়েকশো গুন জোরালো শব্দ শুনতে পেয়েছিলেন।

‍”তারপরে জানলা দিয়ে তাকিয়ে দেখি হাজারে হাজারে পঙ্গপাল ঠিক জানলার বাইরেই। আমার বন্ধুও গুরগাঁওতেই থাকে। ওকে বলি দেখ, পঙ্গপাল হানা দিয়েছে আমাদের এখানে। তাড়াতাড়ি জানলা, দরজা সব বন্ধ করে দিয়েছিলাম। খুব ভালই জানি একবার ঘরে ঢুকে পড়লে বিপদ হবে।

”তারপরে আমি যখন ছবি তুলতে শুরু করি, আকাশে যেন হলুদ রঙের মেঘ ছেয়ে গেছে আর একটানা শব্দ। ক্যামেরার লেন্সে কারও আঙ্গুলের ছাপ পড়লে যেরকম আবছা হয়ে যায়, সেরকম ছিল ব্যাপারটা।”

“যে পোকাগুলো জানালার কাছে চলে এসেছিল, সেগুলো দেখছিলাম বেশ বড়ো। কিন্তু দু-একটা ছাড়া কোনওটাই নীচের দিকে নামছিল না। প্রায় মিনিট দশ পনেরো ধরে ওগুলো দিল্লির দিকে চলে গেল,” বলছিলেন মি. ভট্টাচার্য।

তবে গোটা গুরগাঁওয়ের মানুষ এই দৃশ্য দেখতে পান নি। একটি নির্দিষ্ট এলাকা দিয়েই পার হয়েছে পঙ্গপালের দল। ওই দৃশ্য ক্যামেরা বন্দী করেছেন অনেক মানুষ আর সামাজিক মাধ্যমে তা ভরে গেছে।

গুরগাঁওয়ের আরেক বাসিন্দা কৌশিক মুখার্জী তখন বাড়ির বাইরেই ছিলেন।

“আমি কিন্তু দেখতে পাই নি পঙ্গপালের হানা। যে অঞ্চল দিয়ে গেছে বলে পরে শুনলাম, তার কাছেই ছিলাম আমি। বাড়িতে ফিরে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে জানতে পারলাম যে বেশ কাছাকাছি দিয়েই গেছে পঙ্গপাল। অনেক ছবি আর ভিডিও এসেছে আমার বাড়ির কাছাকাছি প্রতিবেশীরাই পাঠিয়েছেন। অনেকে সাবধান হতে বলেছেন। কিন্তু সরকারীভাবে আগে থেকে কোনও সতর্ক বার্তা কিন্তু আমার কাছে আসে নি,” বলছিলেন কৌশিক মুখার্জী।

হরিয়ানার ঝর্ঝর থেকে যে পঙ্গপালের দল গুরগাঁও আর দিল্লির দিকে আসছে, সেটা শুক্রবার রাতেই বোঝা গিয়েছিল।

এরা হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে কয়েক দশক পর পর উড়ে আসে খাবারের খোঁজে। মানুষের ক্ষতি না করলেও ফসলের ব্যাপক ক্ষতি করে এই পঙ্গপালের দল।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিজ্ঞানের অধ্যাপক অম্লান দাস ব্যাখ্যা করছিলেন, “এই পঙ্গপালের হানাকে প্লেগ বলা হয়। কয়েক দশক পর পর এরা আসে মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তান হয়ে রাজস্থানে ঢোকে এরা। ক’দিন ধরেই রিপোর্ট পাওয়া যাচ্ছিল যে গুরগাঁও, দিল্লি এই অঞ্চল দিয়ে যাবে এরা। মূলত ভূট্টা, গম, ধানের মতো ফসল খেতে এরা ভালবাসে। আবার উষ্ণ এবং আর্দ্র অঞ্চলও চাই এদের। যদি একটা প্যাটার্ন দেখেন, তাহলে দিল্লির পর এরা গঙ্গা অববাহিকা অঞ্চল, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্তও আসতে পারে।”

“তবে সেটা থিওরিটিক্যালি। এতদূর এরা নাও আসতে পারে। কারণ পঙ্গপাল ডানা গজানোর পরে গড়ে ৩৬ থেকে ৪০ দিন বাঁচে। এই যে দলগুলো, হানা দিয়েছে তারা আগে থেকেই উড়ছে। আর গড়ে প্রতিদিন ১০০ কিলোমিটার মতো উড়তে পারে ওরা। সূর্যোদয় আর সূর্যাস্তের আগে পরেই এরা ওড়ে। সেই হিসাব করলে আরও দিন পনেরো লাগতে পারে পশ্চিমবঙ্গে আসতে। কিন্তু ততদিন এত পঙ্গপাল জীবিত থাকবে কী না, সেটা বলা কঠিন,” ব্যাখ্যা করছিলেন অধ্যাপক দাস।

গুজরাত আর রাজস্থানে সরকারি গবেষণাগার আছে, যারা পঙ্গপালের হানা নিয়ে আগাম সতকর্তা দেয়। সেই অনুযায়ী প্রশাসন সাধারণ মানুষকে সতর্কও করেছিল। বলা হয়েছিল দরজা জানলা বন্ধ রাখতে, আর থালা বাটি বাজিয়ে শব্দ করতে, যাতে পঙ্গপালের দল দূরে সরে যায়। তৈরি রাখা হয়েছে পতঙ্গনাশক স্প্রে।

“শব্দ করা বা সাইরেন বাজালে অথবা গাড়ির হর্ণ বাজালে পঙ্গপাল সরে যায়, আর পতঙ্গনাশক ওষুধও স্প্রে করা যায়। এখন তো ড্রোন ব্যবহার করা হচ্ছে। সবটাই করতে হয় রাতের বেলা, যখন পঙ্গপাল গাছের ভেতরের দিকে ঢুকে আশ্রয় নেয়। ওরা রাতে উড়তে পারে না,” বলছিলেন ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের পতঙ্গবিজ্ঞান বিভাগের প্রাক্তণ প্রধান গোভিন গুজার।

কীভাবে পঙ্গপালের আক্রমণ থেকে ফসল বাঁচানো যায়, তা নিয়ে গবেষণা করেছেন তিনি।

মি. গুজারের কথায়, “গবেষণায় দেখা গেছে কৃষক যদি জৈব পদ্ধতিতে ফসল রক্ষা করতে চান, তাহলে নিম ফল থেকে তৈরি ওষুধও ব্যবহার করতে পারেন।”

গুরগাঁও একেবারেই দিল্লির লাগোয়া, তাই ওই পঙ্গপালের প্লেগ যদি রাজধানীতে হানা দেয়, তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, তা নিয়ে জরুরি বৈঠকে বসেছে দিল্লি প্রশাসন।

গুরগাঁওয়ের পাশেই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর। দিল্লির এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সব বিমানের পাইলটদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

The post দিল্লির আকাশে পঙ্গপাল: ‘আকাশে যেন হলুদ রঙের মেঘ ছেয়ে গেছে আর একটানা শব্দ’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Z9wiNu

সীমান্তে পাকিস্তানের সেনা সমাবেশ, হুঁশিয়ারি ভারতের https://ift.tt/eA8V8J

গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘাতের পর উত্তেজনা ছড়িয়ে পড়ছে কাশ্মীরে। গালওয়ানের লাদাখে ২৩ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় ভারত কোনো প্রতিশোধ নিতে না পারায় কাশ্মীরে সেই ক্ষোভ ছাড়তে পারে বলে শঙ্কা পাকিস্তানের। এর মধ্যেই নিয়ন্ত্রণরেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা রোববার (২৮ জুন) এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, পাকিস্তান কোনো অভিযানে নামলে উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছে ভারতীয় সেনা।

ভারতের ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেছেন, ‘লাদাখ পরিস্থিতির কোনো প্রভাব এখনও কাশ্মীরে পড়েনি। ১৪ নম্বর কোর সেখানকার পরিস্থিতি সামলাচ্ছে। অতিরিক্ত বাহিনী কাশ্মীর হয়ে লাদাখ গেছে। কারণ সেটাই লাদাখ যাওয়ার স্বাভাবিক পথ। তবে পাকিস্তানও সেনা সমাবেশ করছে।’

তিনি বলেন, ‘পাকিস্তান সম্প্রতি জানিয়েছিল তারা ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে। হয়তো তারা নিজেদের সুরক্ষার জন্যই সেনা সমাবেশ করেছে। তবে আমরাও সতর্ক আছি।’

জম্মু-কাশ্মীরে সংযুক্ত কমান্ডের বৈঠকে সেনার পক্ষ থেকে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এলাকায় দ্রুত বাঙ্কার তৈরির ওপরে জোর দেয়া হয়েছে বলে জানিয়েছেন ১৫ নম্বর কোরের কমান্ডার।

এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেল এক সপ্তাহে অন্তত ১০ জনের প্রাণহানী ঘটেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘাতের আশঙ্কায় বড়সড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।

দেশটির সেনা প্রধান  জেনারেল কমর জাভেদ স্বাস্থ্যমন্ত্রীর কাঠে একটি চিঠি পাঠিয়ে সেনাবাহিনীর সদস্যদের জন্য হাসপাতালে ৫০ শতাংশ বেড সংরক্ষিত রাখার অনুরোধ করেছেন।

ভারতীয় সংবাদমধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে,  চিঠিতে বাজওয়া স্বাস্থ্যমন্ত্রী ডা মুহাম্মদ নাজিব নাকি খানকে লিখেছেন, ‘আজাদ কাশ্মীরের সব হাসপাতালে পাক সেনাদের জন্য ৫০ শতাংশ বেড সংরক্ষিত রাখুন। রক্তের ব্যবস্থা করুন। যে কোনও জরুরি পরিস্থিতিতে তার প্রয়োজন হতে পারে।’

এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেল কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গোয়েন্দা রিপোর্টের বরাতে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কাশ্মীরে এখনো আত্মগোপন করে আছে বেশ কিছু অস্ত্রধারী। সেই সাথে যুবসমাজকে নিজেদের দলে টানতে চাইছে পাক মদদপুস্ট জঙ্গিগোষ্ঠী।

এর জের ধরেই ২০০ যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সবার পাকিস্তানের ভিসা রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা সূত্র বলছে, একাধিকবার পরিকল্পনা ব্যর্থ হলেও  যুবসমাজকে বাগে আনতে মরিয়া হয়ে লেগেছে জঙ্গি গোষ্ঠীগুলো। সে প্রেক্ষিতে ২০০ জনের নিখোঁজ হওয়া নতুন আশঙ্কার বার্তা তৈরি করেছে।

গোয়েন্দাদের দাবি নিখোঁজ হয়ে যাওয়া যুবকদের ব্যবহার করে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ জোরদার করতে জঙ্গিরা। ঘটনার জের ধরে এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে।

The post সীমান্তে পাকিস্তানের সেনা সমাবেশ, হুঁশিয়ারি ভারতের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eHoJUO

লাদাখে চীনের আরো সেনা ছাউনি, স্যাটেলাইটে যুদ্ধ প্রস্তুতির ছবি https://ift.tt/eA8V8J

লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনা দিন দিন শুধু বাড়ছেই। সব রকম খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত দুই দেশ। সীমান্তে পৌঁছে গেছে ভারতের ৪৫ হাজার সেনা, টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, জমি থেকে আকাশমুখী ক্ষেপণাস্ত্র। বসেছে এয়ার সার্ভেল্যান্স সিস্টেম।

এরই মধ্যে উপগ্রহচিত্রে গালওয়ান উপত্যকায় নতুন করে চীনের আরও ১৬টি সেনা ছাউনির ছবি ধরা পড়েছে। তাতেই চিন্তার মাত্রা আরো বেড়ে গিয়েছে ভারতের।

গত ২২ জুনের উপগ্রহচিত্রে গালওয়ানে চীনের তৈরি পাকা পরিকাঠামোর হদিস মিলেছিল। এবার ২৫ ও ২৬ জুনের ছবিতে আরও ১৬টি কালো ত্রিপলে ঢাকা সেনাছাউনি দেখা যাচ্ছে, যা আগের ছবিতে ছিল না। অর্থাৎ চীন সেনা মোতায়েন আরো বাড়িয়েছে।

ভারতের বিরোধী রাজনৈতিক শিবিরের প্রশ্ন চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ১৮ কিলোমিটার এলাকা দখল করেছে, তাদের ফেরত পাঠানোর কোনও উপায় কি আদৌ রয়েছে? সেটা না থাকলে সেনা-প্রস্তুতি দিয়ে অতি-জাতীয়তাবাদী দেখানোর অর্থ কী?

দেশটির বিরোধীদের মতে, ভারত এখন যে সামরিক প্রস্তুতি নিচ্ছে তার মূল লক্ষ্য চীন যাতে নতুন করে আর জমি দখল করতে না পারে। ফিঙ্গার চার থেকে আট এবং গালওয়ান উপত্যকার মতো এলাকা যাতে হাতছাড়া না হয়। কিন্তু গালওয়ানে দখল হওয়া কয়েকশো বর্গ কিলোমিটার জমির কী হবে?

কূটনৈতিক স্তরে নানা ভাবে চীনকে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে ঠিকই। কিন্তু এত সহজে যে তা হবে না ঘরোয়াভাবে স্বীকার করছেন ভারতের সরকারি কর্তারাই। দু’দিন আগে চীনের সঙ্গে যুগ্মসচিব স্তরে বৈঠকের পরে ভারতের বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদি, দ্রুত মেটার নয়।

দু’টি বৃহৎ পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ কার্যত অসম্ভব। সেটা এমনকি চীনেরও লক্ষ্য নয়। চীনের লক্ষ্য, দৌলত বেগ ওল্ডি সড়কের বাকি থাকা ১৮ কিলোমিটার রাস্তা যাতে শেষ না করেই ফিরে যায় ভারত। কারণ ওই সড়কের সুবাদে কারাকোরাম পাস আর অন্য দিকে আকসাই চীন ভারতীয় সেনার নাগালে আসুক, তা চায় না বেইজিং। ভারতের উপর সেই চাপ বাড়াতেই গালওয়ান উপত্যকা আঁকড়ে পড়ে থাকার নীতি নিয়েছে চীন। জট কাটাতে দীর্ঘমেয়াদি আলোচনা ছাড়া বিকল্প নেই বলেই ধারণা বিশেষজ্ঞদের।

The post লাদাখে চীনের আরো সেনা ছাউনি, স্যাটেলাইটে যুদ্ধ প্রস্তুতির ছবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2B7VmwI