Friday, July 31, 2020

ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ ও এতিম শিশুদের মাঝে পশু বিতরণ https://ift.tt/eA8V8J

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসন খুলনার ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’ এর উদ্যোগে আজ (শুক্রবার) সকালে খুলনা সার্কিট হাউজে বিভিন্ন এতিমখানার অসহায়, দুস্থ ও এতিম শিশুদের মাঝে গরু, ছাগল ও ম্যাংগো জুস বিতরণ করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এতে প্রধান অতিথি ছিলেন।

সরকারি শিশু পরিবার (বালক), সরকারি শিশু পরিবার (বালিকা), শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র (বালক), শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা), ছোট সোনামনি নিবাস ও পিএইচটি এতিম শিশুদের হাতে চারটি গরু ও একটি ছাগল তুলে দেওয়া হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোছা: শাহনাজ পারভীন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোঃ মোতাহার হোসেন প্রমুখ।

তথ্যবিবরণী

The post ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ ও এতিম শিশুদের মাঝে পশু বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XfnjKI

আমাদের প্রিয় কবি নজরুল/ অধ্যাপক ইদ্রিস আলী https://ift.tt/eA8V8J

প্রিয় কবি নজরুল, আপনারে আমরা
জাতীয় কবির আখ্যা দিয়েছি
আপনার লেখা কয়েকটি কবিতা স্কুল কলেজের
ছেলে মেয়েদের পড়ার জন্য দিয়েছি।
কিন্তু খুব মন দিয়ে এই সুবোধরা পড়ছে না তা
কেন বলুন তো কবি?
আজকে আমাদের এমন দশা কেন হল?
ভাই ভাইকে বিশ্বাস করতে পারছি না,
ভাই বোনের অভিশাপ কুড়াচ্ছি,
ভাই হয়ে বোনকে ঠকানো এখন মামলি ব্যাপার
সমাজে সত্যের মৃত্যু হচ্ছে
মিথ্যাবাজ কঠিন এর আঘাতে
কেউ কাউকে বিশ্বাস হচ্ছে না
এ কেমন পৃথিবী?
শুনেছি মানুষের বিশ্বাস হারানো পাপ!
বলুন কবি! কথাটা কি সত্যি?
দেশে দেশে, সারাবিশ্বে আমাদেরকে
ভয় দেখানো হচ্ছে, বাইরে যেও না
ঘরে থাকো, সুরক্ষিত থাকো।
তাহলে আপনি কেন লিখলেন
‘থাকব নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে’
আমরা এখন কি করব?
আমাদের এই ছোট একটি দেশ
আমাদের এই বাংলাদেশ।
এখান থেকে লক্ষ লক্ষ কোটি
টাকা বিদেশে পাচার হয়েছে,
শেয়ার বাজার লুট হয়েছে,
হাসপাতালের চিকিৎসা যন্ত্র
চুরি হয়েছে
কিন্তু এগুলো আমরা তো মেনে নিচ্ছি।
আজ মাঝে মাঝে আপনার দু’একটা
গান, বা কবিতা শুনে বা পড়ে
আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছি।
হে আমাদের প্রিয় কবি নজরুল
কেন লিখেছিলেন এমন কথা
যারা কেড়ে খায় তেত্রিশ কোটি
মানুষের মুখের গ্রাস
আমার রক্তে যেন লেখা হয় তাদের ইতিহাস
আর আজ এটা কি হচ্ছে?
আমাদের একটি দেশ আছে, পতাকা আছে,
আছে ১৮ কোটি মানুষ।
কিন্তু এদেশে কি আর আসবে আপনার মতো এমন কবি?
যিনি আমাদের সাহসের বাণী শুনাবেন, বলবেন
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার অথবা
বল বীর, বল উন্নত মম শীর।
যে কবিতা শুনে আমাদের স্কুল-কলেজের
অতি আধুনিক ডিজিটাল ছেলে মেয়েরা
ফেসবুকে আসক্ত হবে না, সাধারণত
ও সারাদিন মোবাইলের ঘোরে
আধ আধ মুখের খোঁজে
দিন কাটাবে না।
দেশে হাসপাতাল আছে, চিকিৎসা নেই,
ডাক্তার আছে, দায়িত্ব নেই
স্কুল কলেজ আছে, লেখাপড়া নেই
চোখ কান মাথা সবই আছে
কিন্তু কোন কাজ নেই
আমাদের আদরের ছেলে মেয়েরা
সবাই ঘুমের ঘোরে আছে
তার দারুন ভয়ের মধ্যে আছে
কোন কথা বললে যদি ক্রসফায়ারে
অথবা বন্দুক যুদ্ধে জীবনটা যায়।
এভাবে কি আমরা পার পাব?
প্রিয় কবি!
আপনার গান- ‘কারার ঐ লোহ কপাট
ভেঙ্গে ফেল কররে লোপাট
এখনকার ছেলে মেয়েদের তো
ভাল লাগে না।
হয়ত এমনই হয়, এমনই হতে হয় সবাইকে।
কিন্তু আমি তো হিসাব মিলাতে পারছি না
খাদ্যে ভেজাল, বাণিজ্যে ভেজাল
কথায় ভেজাল, ভাষণে ভেজাল
এ যে ভেজালের কারখানা।
এখানে কি আপনার কবিতায়
আমরা আবার জেগে উঠব?

মনের ঘুড়ি
মন যা চায় তাই করে যায়
যে মোটেই থামবার উপায় নাই
এ কেমন গতি বুঝি না মনের মতি গতি
অবিরাম চলে যাই এই মন মাঝিরে নিয়ে
বহু দূর যাব, বহু দেশ ঘুরে
দেখব এই জগৎ সংস্কারকে
ইচ্ছা আছে যত, ঘুরব কত শত
দেশ নদী পথ
আকাশ পাতাল খুঁজে খুঁজে
আমার ইচ্ছের পাখিটারে ধরে
মনের খাঁচায় বন্দী কবে
সকাল সন্ধ্যায় গল্প করে করে
জেনে নেব আমি যে
কতশত পৃথিবীর

The post আমাদের প্রিয় কবি নজরুল/ অধ্যাপক ইদ্রিস আলী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33cVLt3

পুরাতন জামায় ঈদের আনন্দ https://ift.tt/eA8V8J

আবু রাইহান
এমনিতেই আমার একটু রাত করে ঘুমানোর অভ্যাস! হোস্টেলে থেকে পড়াশুনা করার ফলে এই রাত জাগার বদভ্যাসটি তৈরি হয়েছে! সারাদিনের পেশেন্ট দেখার ব্যস্ততায় নিজস্ব পড়াশোনার ফুরসতই মেলে না! তাই রাতের নির্জনতায় নিজের পেশাগত পড়াশোনা করার পাশাপাশি অন্যান্য সাহিত্য বইয়ের পড়াশোনা না করলে আমার ঘুমই আসতে চায় না!

আজকে ছুটির দিন ছিল! তাই ঈদের নতুন জামা কাপড় কেনার জন্য মার্কেটিং এ গিয়েছিলাম! শীততাপ নিয়ন্ত্রিত শপিং মল থেকে কেনাকাটা সেরে ফেরার পথে, হঠাৎ মনে পড়লো ছেলের জন্য গেঞ্জি কিনতে ভুলে গেছি! আবার শপিংমলে ফিরে না গিয়ে রাস্তার পাশে ফুটপাতের একটি দোকান থেকে গেঞ্জি কিনতে গিয়ে অদ্ভুত এক ঘটনা আমার চেতনায় অদ্ভুত ধাক্কা দিল!

বছর-দশেকের একটি মেয়ে দোকানের ভেতর নতুন একটি জামা আঁকড়ে ধরে বসে রয়েছে! হেঁচকি তুলে কাঁদছে আর চোখ দিয়ে টপটপ করে অশ্রু ঝরে পড়ছে! মেয়েটির বাবার কেনাকাটা শেষ হযেছে এবার তিনি দোকান থেকে বেরিয়ে যেতে চাইছেন! কিন্তু মেয়েটির নতুন জামা না কিনে কিছুতেই দোকান থেকে বেরোতে রাজি ছিল না! মেয়েটির বাবা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব আদরের সঙ্গে বোঝাচ্ছিল, মা এবারের রোজার ঈদে তোর ছোট ভাইয়ের জন্য জামা কিনেছি! বকরি ঈদে তোর জন্য নতুন জামা কিনে দেবো!

লোকটির কথা শুনে বুঝতে পারছিলাম মেয়েকে জামা কিনে দেওয়ার ইচ্ছে থাকলেও তার সেই মুহূর্তে সামর্থ্য ছিল না! নিজের আর্থিক অসহায়ত্বে লোকটি অদ্ভুত বিষণœভাবে মুখ নিচু করে বসেছিলেন! আর ছোট্ট অবুঝ মেয়েটি বুকের কাছে জামাটি পরম মমতায় আঁকড়ে রেখেছিল! আমি লক্ষ্য করছিলাম দোকানদার কিংবা মেয়েটির বাবা কেউই মেয়েটির কাছ থেকে জোর করে জামাটি কেড়ে নিচ্ছিল না! আমি নিজেও বুঝতে পারছিলাম না এরকম পরিস্থিতিতে ঠিক কি করা উচিত! নিজের ছেলের গেঞ্জি কেনার কথা ভুলে গিয়ে আমি অবাক বিস্ময়ে মেয়েটির দিকে তাকিয়ে ছিলাম!

এরকম এক হৃদয়বিদারক পরিস্থিতিতে দোকানদারটি মহানুভব হয়ে দেখা দিলেন! তিনি একটি জামার টাকার বিনিময় দুটি জামা মেয়েটির হাতে তুলে দিয়ে চূড়ান্ত মানবিক লাঞ্ছনার হাত থেকে বাঁচালেন এই আর্থিকভাবে অসহায় দরিদ্র পিতাকে!

দোকানদারটি জানালো কত পয়সাওয়ালা মানুষই তো ধারে জামা কাপড় কিনে নিয়ে গিয়ে আর সে টাকা ফেরত দেয় না! আপনার তো দেওয়ার সামর্থ্য নেই! আপনার মেয়েকে আমি ভালোবেসেই জামাটি দিলাম! আমি চোখের সামনে দেখলাম নতুন জামা হাতে পেয়ে মেয়েটি চোখের অশ্রু মুছে হাসতে হাসতে বাবার হাত ধরে দোকান থেকে বেরিয়ে গেল!

ফুটপাতের এক সাধারণ দোকানদারের মানবিক সহমর্মিতায় আমি হতভম্ব হয়ে গেলাম! কোনরকমে ছেলের গেঞ্জি কিনে নিয়ে ওখান থেকে পালিয়ে বাঁচলাম! কিন্তু বাড়ি ফিরে এসে কেন জানি না কিছুতেই বিবেকের দংশন থেকে মুক্তি পাচ্ছিলাম না! ফুটপাতের দোকানদারের পাশে সারাক্ষণ নিজেকে খুব ক্ষুদ্র এবং নিচু স্তরের মানুষ হিসেবে মনে হতে লাগল! রাতে স্ত্রী ও সন্তানকে পাশে বসিয়ে নিজের মানসিক যন্ত্রণার কথা খুলে বললাম! স্ত্রী নিলুফার সবকিছু শুনে বলল এবার ঈদে আমাদের যে নতুন পোশাক কেনা হয়েছে সেগুলি সকাল হলেই প্রতিবেশী গরিব মানুষদের হাতে তুলে দেব! আমার ছেলেটাও দেখলাম মায়ের কথায় হাততালি দিয়ে সমর্থন জানালো! অন্যকে দানের মধ্য দিয়ে যে এত আনন্দ পাওয়া যায় এই প্রথম নিজের মনে তা অনুভব করলাম! পরের দিন সকালে ঈদগা ময়দান থেকে পুরনো পায়জামা-পাঞ্জাবি পরে ছেলে এবং আমি যখন রাস্তা দিয়ে হেটে বাড়ি ফিরে আসছিলাম, তখন প্রতিবেশী ছোট ছেলে মেয়েদের নতুন জামা কাপড় পড়ে আনন্দে কলরব করা দেখে এক অপার্থিব পবিত্র অনুভূতিতে হৃদয়ের মন ভরে উঠেছিল।

The post পুরাতন জামায় ঈদের আনন্দ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Xhem3v

কুরআন-সুন্নাহর আলোকে কুরবানির হাকিক্বাত https://ift.tt/eA8V8J

মাওলানা মো. ওবায়দুল্লাহ
কুরবানির পরিচয়: কুরবানির আরবী প্রতিশব্দ উদহিয়া।যার শাব্দিক অর্থ কুরবানির পশু, কুরবানি, উৎসর্গ, ত্যাগ ইত্যাদি (মু’জামুল ওয়াফি, ড. ফজলুর রহমান)। উদহিয়া বলা হয় কুরবানির ঐ পশুকে যা ঈদের দিন তথা জিলহজ্ব মাসের দশ, এগার, বারো তারিখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জবেহ করা হয়। আশ্্ শাফী গ্রন্থের গ্রন্থকার আল্লামা কাজী ইয়াজ (রহ.) বলেন-এই নামকরণের কারণ হলো সময়ের বিবেচনায়। কেননা পশু জবেহ করার কাজটি দ্বিপ্রহরের সময় সংগঠিত হয়। আর দু’হা অর্থ সূর্য উঁচু হওয়া ও দিনের আলো প্রখর হওয়া।
শরীয়তে কুরবানির বিধান: কুরবানির শরঈ সম্মত হওয়ার বিষয়টি কুরআন, হাদিস, ইজমা দ্বারা প্রমাণিত। কুরআনে এই বৈধতা ও আদেশ এসেছে সুরা আল কাউসারে।ইরশাদ হচ্ছে-“ফা’ছল্লিলি রব্বিকা অনহার” (সুরাহ কাউসার, আয়াত নং-০২)। মুফাসসিরগণ বলেছেন, এ আয়াতে ঈদের দিনে নামাজ আদায় করার পর কুরবানির আদেশ করা হয়েছে। আর সুন্নাত হচ্ছে-হাদিসে এসেছে হযরত আনাস (রা.) হতে বর্ণিত-রাসুলুল্লাহ (সা.) দুটি শিং বিশিষ্ট কালো ও সাদা মিশ্রিত দুম্বা জবেহ করেন। তিনি জবেহ করার সময় তাকবীর ‘আল্লাহু আকবার’ বলেন এবং ‘বিসমিল্লাহ’ পাঠ করেন।
কুরবানির বিধান: কুরবানি মুসলিম মিল্লাতের পিতা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম (আ.) দ্বারা প্রতিষ্ঠিত একটি সুন্নাত যা উম্মাতে মুহাম্মাদির উপরও আল্লাহ তায়ালা জারি রেখেছেন। আর উম্মতের মধ্যে এর বিধানগত বিষয়ে কতিপয় মতভেদ আছে। যেমন: ইমাম শাফেয়ী, আহমাদ এবং এক রেওয়াত অনুযায়ী ইমাম মালেক (রহ.) এর মতে, কুরবানি করা সুন্নাতে মুওয়াক্কাদা। হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন- কুরবানি শরীয়াত ও দ্বীনের অংশ হওয়ার ব্যাপারে কোন মতোভেদ নেই। ইমাম শাফেয়ী ও জমহুর ফকিহগণের মতে, কুরবানী করা সুন্নাতে মুওয়াক্কাদায়ে কিফায়া। শাফেয়ী মাযহাবের কারো কারো মতে, তা ফরজে কেফায়া। আর ইমাম আজম আবু হানিফা (রহ.) এর মতে, সক্ষম মুকিম ব্যক্তির জন্য তা ওয়াজীব। ইমাম মালেক (রহ.) থেকে ও অনুরুপ বর্ণনা পাওয়া যায়। (সূত্র: ফাতহুল বারি, ১০ম খন্ড, ইবন হাজার রহ.)। হানাফি মাযহাবের বিখ্যাত ইসলামী আইন শাস্ত্রের কিতাব ‘হেদায়া’ গ্রন্থকার বলেন-“সকল সক্ষম স্বাধীন মুকিম ব্যক্তির ওপর জিলহজ¦ তথা ঈদুল আযহার দিন নিজের ও নিজের শিশু বাচ্চার তরফ থেকে পশু কুরবানি করা ওয়াজিব”।
কুরবানি ওয়াজিব হওয়ার দলিল: কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে রাসুল (সা.) এর সুন্নাহ দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। সুনানে ইবনে মাজাহ এর সহীহ হাদিসে স্পষ্ট বর্ণিত আছেÑ “সক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না,সে যেন আমাদের ঈদগাহে না আসে” (সুত্র: ইবনে মাজাহ হাদিস নং-৩১২৩,মুসনাদে আহমাদ হাদিস নং-৮২৭৩,মুস্তাদারকে হাকিম হাদিস নং-৭৫৬৫)।এই ধরনের কঠোরতা ও নিষেধাজ্ঞা কেবলমাত্র ওয়াজীব বিধান ছাড়া অন্য কোন বিধান এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুনানে তিরমিযির একটি হাসান হাদিসে বর্ণিত আছে যে, হযরত আব্দুল্লাহ ইবন উমার (রা.) হতে বর্ণিত: তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) মদিনায় দশ বছর থেকেছেন এবং প্রত্যেক বছরই তিনি কুরবানি করেছেন। (তিরমিযি হাদিস নং-১৫০৭, আবু ঈসা বলেন, হাদিসটি হাসান)।হানাফি মাযহাবের বিখ্যাত ফকীহ আল্লামা বদরুদ্দীন আইনী (রহ.) বলেন- রাসুল (সা.) এর দশবছর অবিচ্ছিন্নভাবে এই আমল দ¦ারা প্রমাণ হয় যে, কুরবানী একটি ওয়াজীব আমল।
কুরবানি ওয়াজিব হওয়ার শর্তাবলী ও চামড়ার হুকুম: কুরবানি স্বাধীন মুকিম মুসলমান যার উপর কুরবানির দিনে ৭.৫০ তোলা স্বর্ণ বা ৫২.৫০ তোলা রৌপ্য বা এর সমমূল্যের নগদ অর্থ অথবা ব্যবসার মাল কিংবা প্রয়োজন অতিরিক্ত সামানপত্র থাকে, তাহলে তাঁর উপর কুরবানি ওয়াজিব হবে (অর্থাৎ যা বর্তমান রৌপ্যের বাজার মূল্যে হিসাবে ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা যদি কারোর মালিকানায় থাকে, তাঁর উপর কুরবানি করা ওয়াজীব)। যাকাতের ক্ষেত্রে যেমন সম্পদ একবছর মালিকানা থাকা শর্ত থাকে কিন্তু কুরবানির ক্ষেত্রে তা নয়।এককথায় যে পরিমাণ সম্পদের অধিকারি হলে ঈদুল ফিতরের দিনে ফিতরা ওয়াজীব সেই পরিমাণ সম্পদ কুরবানির দিনে তথা যিলহজ্ব মাসের ১০, ১১ ও ১২ তারিখে সম্পদ হস্তগত হলেই তাঁর উপর তিন দিনের যেকোন দিনে কুরবানি করা ওয়াজিব। একবছর বয়েসের একটি বকরি, কিংবা দুই বছর বয়সের গরু বা মহিষ সাত ভাগের অন্তত এক ভাগ অংশে শরীক হয়ে কুরবানি করা ওয়াজিব। আবার, একা একটা পশু কুরবানি করা অধিক উত্তম যা সহীহ হাদিস দ্বারা প্রমাণিত। আর কুরবানির চামড়ার হুকুম হলো, এটি পাকা করে নিজে ব্যবহার করা যায় বা অন্যকে হাদিয়াও দেওয়া যায়।তবে চামড়া বিক্রয় করলে তার মূল্য গরিব-মিসকিনকে তাঁর টাকা দান করে দিতে হবে।(সুত্র: হিদায়া, ১ম খন্ড, ২৩২ পৃষ্ঠা)।
উট বা গরু সাতজনের পক্ষ থেকে এবং মেষ-ছাগি একজনের পক্ষ থেকে হবে: আর এ বিষয়ে ছিয়া ছিত্তার চারটি হাদিস গ্রন্থে একযোগে নস এসেছে। বিশিষ্ট হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত জাবির ইবন আব্দুল্লাহ (রা.) বলেন, হুদায়বিয়ার বছরে আমরা রাসুল (সা.) এর সাথে কুরবানির পশু জবেহ করলাম উট সাত জনের পক্ষ থেকে এবং গরু সাত জনের পক্ষ থেকে। (সুত্র: সহীহ মুসলিম হাদিস নং-১২১৩, ১৩১৮, আবু দাউদ হাদিস নং-২৮০৯, তিরমিযি হাদিস নং-১৫০২, ইবনে মাজাহ হাদিস নং-৩১৩২)।
কুরবানির মাসনুন তরীকা: আর এ বিষয়ে সহীহ আল বুখারির কুরবানি অধ্যয়ে চমৎকার রুপে বর্ণিত আছেÑ “হযরত বারা রাঃ হতে বর্ণিত তিনি বলেন রাসুল (সা.) বলেছেন, আমাদের এই দিনে আমরা সর্বপ্রথম যে কাজটি করবো, তাহলো সালাত আদায় করবো। এরপর ফিরে এসে আমরা কুরবানি করবো। যে ব্যক্তি এভাবে তা আদায় করলো সে আমাদের নীতি অনুসরণ করলো। আর যে ব্যক্তি নামাজের আগেই জবেহ করলো তা এমন গোশতরুপে গণ্য, যা সে তার পরিবার পরিজনের জন্য আগাম ব্যবস্থা করল। (একথা শুনে), রাসুল (সা.) সাহাবী হযরত আবু বুরদা ইবনু দিনার (রা.) দাঁড়ালেন, আর তিনি ঈদের নামাজের আগেই জবেহ করেছিলেন।তিনি (সাহাবী) বললেন- আমার নিকট একটি বকরির বাচ্ছা আছে, রাসুল (সা.) বল্লেন, তুমি তাই ই জবেহ করো। তবে তোমার পরে তা আর কারোর জন্য যথেষ্ট হবে না। মুতররাফ, বারা (রা.) হতে বর্ণনা করেন, নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি সালাতের পর জবেহ করলো তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলমানদের রীতি পালন করলো। (সুত্র: সহীহ আল বুখারি, হাদিস নং-৫১৭২)।
কুরবানির গোস্তের বন্টন: কুরবানি দাতার জন্য কুরবানির গোস্ত বন্টন করার মুস্তাহাব পন্থা হলো তিন ভাগ করে, একভাগ নিজের জন্য, একভাগ আত্মীয় স্বজনদের জন্য হাদিয়া দিবে, আরেক ভাগ গরিব মিসকিনদের দান করবে। এটা মুস্তাহাব বা উত্তম। (সুত্র: আদ্্দুররুল মুক্তার, ৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা-৩২৮)। কুরবানির দাতার জন্য কুরবানির গোশত বিক্রি করা হারাম, (ফাতাওয়া শামী-৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা-৩১৩)।
কুরবানি প্রদানকারীর মর্যাদা: এ বিষয়ে আম¥াজান আয়েশা সিদ্দিকা (রা.) হতে সহীহ সনদে বর্ণিত আছে যে, “রাসুল (সা.) বলেছেন, কুরবানির দিনে আদম সন্তান যত কর্ম করে তন্মধ্যে আল্লাহর নিকট প্রিয়তম কর্ম হলো রক্ত প্রবাহিত করা। কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, খুর ও পশমসহ উপস্থিত হবে। আর কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকট মর্যাদার স্থানে স্থিত হয়। অতএব তোমরা আনন্দচিত্তে কুরবানি করো (সুত্র; ইবনে মাজাহ হাদিস নং-৩১২৬, সুনানে তিরমিযি হাদিস নং-১৪৯৩, মুস্তাদারকে হাকিম হাদিস নং-৭৫২৩)। সুরাহ হজ্বের মধ্যে কুরবানির গ্রহণযোগ্যতার বিষয়ে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে, “আল্লাহ তায়ালার কাছে তোমাদের কুরবানির রক্ত, গোশত কিছুই পৌছায় না বরং আল্লাহ তায়ালার কাছে তোমাদের তাকওয়া তথা অন্তরের ইখলাছপূর্ণ নিয়ত বা উদ্দেশ্য পৌছায়” (সুরাহ হজ্ব-আয়াত নং-৩৭)। লেখক: বি.এ অনার্স, এম.এ, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

The post কুরআন-সুন্নাহর আলোকে কুরবানির হাকিক্বাত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XgK1SB

ভালোবাসা https://ift.tt/eA8V8J

কাশীনাথ মজুমদার পিংকু

দুই বুড়া-বুড়ির মধ্যে ভালোবাসাটা অন্যদের থেকে একটু বেশিই। একজনের বয়স আশির কাছাকাছি। অন্যজনের সত্তরের উপরে। বয়স বাড়ার সাথে সাথে স্বামী-স্ত্রী’র ভালোবাসাও না-কি বাড়তে থাকে। মজুমদার দম্পতির ক্ষেত্রেও হয়েছে তাই। দু’জনেই অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক। ভালোবাসাটা গাঢ় হয়েছে তাদের অবসরের পর থেকেই। একজন আরেকজনকে এক মুহূর্তের জন্যও না দেখে থাকতে পারে না। আবার একসাথে থাকলেও একজনের বিরুদ্ধে আরেকজনের হাজারো অভিযোগ। তবে কেউই সেটা স্বীকার করে না। যদিও বিষয়টা নিয়ে ছেলে-মেয়ে, বৌমা-মেয়ের জামাই আর নাতিনদের কৌতুহলের শেষ নেই। শুধু ভালোবাসা না, দিনের প্রতিটি প্রহরে তাদের মধ্যে দু’চারবার করে ঝগড়াও হয়। ঝগড়ার বিষয় খুবই মামুলি। একজন রাতে ফ্যান দিয়ে ঘুমাবে তো অন্যজনের না। একজন টিভি-তে নিউজ চ্যানেল দেখবো তো আরেকজন নাটকের চ্যানেল। দু’জনেই কানে কম শুনলেও একজন আরেকজনকে কানে কম শোনার অভিযোগ করে। একজন বাসার এক রুমে গান করতে বসলে আরেকজন অন্য রুমে বসে সেই গানের ভুল ধরে। ঔষধ খেতে মাসে কার বেশি টাকা খরচ হয় সেটা হিসেব নিকেশ করা। ইত্যাদি ইত্যাদি। আর প্রতিবার ঝগড়ার ক্ষেত্রে বিচারক তাদের একমাত্র ছেলের বউ। মাঝে মাঝে মেয়ে এসেও বিচারকের ভূমিকা পালন করে যায়। তবে ছেলের সামনে তাদের দু’জনের ঝগড়াটা একটু কম হয়। এক্ষেত্রে তারা আবার একটু বেশি সচেতন। কারণ ছেলে তাদের এইসব টুকটাক ব্যাপারে খুব বেশি পাত্তা দেয় না। আর নয় বছর বয়সী একমাত্র নাতিন ঠাম্মা-দাদনের ঝগড়ার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে। কারও পক্ষে রায় দিতেও সে তখন বিব্রত বোধ করে।

একদিন হঠাৎ করেই মিসেস মজুমদারের মনে হলো স্বামীকে জাত করার জন্য একটা কিছু করা দরকার। তাদের মেয়ের জামাই-ও গ্রামের বাড়িতে গেছে। আসতে দু’একদিন দেরি হবে। মেয়েকে এত বড় ফ্ল্যাটে একা থাকতে হবে। সেই অজুহাতেই একদিন সকালে ঘুম থেকে উঠে স্নান খাওয়া শেষ করে মিসেস মজুমদার চলে গেল তার মেয়ের বাসায়। যাওয়ার সময়ও বাসার প্রত্যেককে আলাদা করে ডেকে ডেকে যাওয়ার কথা বললো সে। না, ছেলে-বৌমা-নাতিন কারও কোনো আপত্তি নেই। মিসেস মজুমদার হয়তো মনে মনে চাইছিল কেউ একজন তাকে ‘না’ বলুক। কিন্তু তার সে ক্ষীণ আশাও যেন সমুদ্রের জলে পরে লবনের মতই বিলীন গেল। কী আর করা? হাতে একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল সে। মেয়ের বাসা একই এলাকার পরের গলিতেই। চার-পাঁচ মিনিটের মধ্যে মেয়ের বাসা থেকে ফোন করে পৌছাসংবাদও জানালো। তখনই নাতিনের কাছে একবার খবর নিলো-‘দাদন কী করে? বাড়ির সবাই কী করে?’ ইত্যাদি বলে। ঠাম্মা-নাতিনের ফোনালাপ শুনে ছেলে আর ছেলের বউ মনে মনে তখন হাসছে। মজা পাচ্ছে নাতিনও। তবে তারা কেউই মি. মজুমদারের কাছে কিছু বলছে না। মজুমদারেরও উৎকন্ঠার শেষ নেই। তার বউ ঠিক মতো পৌছালো কি-না। শাশুড়িমা যে সেদিন আর বাড়িতে আসবে না, একথা নিশ্চিত জেনেও দুপুরে খাওয়ার আগে ছেলের বউ একবার ফোনও করলো । তখনও একই খবর জানতে চাইলো শাশুড়ি। তার স্বামীর স্নান-খাওয়া হয়েছে কি-না। দুপুরে কী কী দিয়ে ভাত খেয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুযোগ পেলেই মি. মজুমদার নাতিনকে ফোন করে তার ঠাম্মার খোঁজ খবর নিতে বলে। সন্ধ্যার আগে আরও একবার নাতিনকে ফোন করলো তার ঠাম্মা। ফোনের মূল কথা হচ্ছে- তার মেয়ে তাকে কিছুতেই আসতে দিতে চাইছে না। রাতে থাকলে কোন অসুবিধা হবে কি-না। বাবা-মা’র শিখানো কথা মত নাতিনও তাকে রাতে থেকে আসতে বললো। রাতে মেয়ের বাসায় থেকেও গেলো মিসেস মজুমদার। কিন্তু এই খবর যেন মি. মজুমদারের কাছে বিনা মেঘে বজ্রপাত। না পারছে কাউকে কিছু বলতে,না পারছে সইতে। রাতে আরও বেশ কয়েকবার দফায় দফায় ফোনে খোঁজ খবর নেওয়া। দূরে থাকলে ভালবাসা যে আরও গভীর হয়- সেটা মি. মজুমদারের রাতে ভাল ঘুম না হওয়াতেই বুঝে গেলো তার ছেলে আর বৌমা। পরের দিন ভোর না হতেই আবার ফোনে স্বামীর খবর নিলো মিসেস মজুমদার। এভাবে পরেরদিনও মাঝ রাত পর্যন্ত দফায় দফায় চললো ফোন পর্ব। প্রতিবারই বিষয়বস্তু ঐ একই। সেদিনও ফিরলো না মিসেস মজুমদার।

মি. মজুমদার ফোন না করলেও মন খারাপ করে এক রুম থেকে আরেক রুমে বসে থাকে, টিভি দেখে, বারান্দা দিয়ে হেঁটে বেড়ায় । নাতিন গিয়ে বললেও মন খারাপের কথা সে কিছুতেই স্বীকার করে না। দ্বিতীয় দিন ভোর না হতেই আবার ছেলের কাছে মায়ের ফোন। ছেলের বাবার কথা কিছু না বললেও নাতিন তার কথা কিছু বলে কী-না, নাতিনের জন্য তার মন অনেক খারাপ, নাতিনকে খুব দেখতে ইচ্ছে করছে, আজ একবার এসে কিছুক্ষণ থেকে আবারও চলে যাবে সে- ইত্যাদি ইত্যাদি। ছেলে তার মায়ের ফোনের সারমর্ম স্ত্রীর সাথে শেয়ার করতেই এবার শাশুড়িকে তার বউমা’র ফোন- ‘ দিদিকে নিয়ে চলে আসেন। দুপুরে খেয়ে-দেয়ে আবার না হয় সন্ধ্যায় চলে যাবেন।’ শাশুড়ি যেন এই ফোনের অপেক্ষাতেই ছিলো। বৌমা’র এই কথা শুনে শ^শুড়মশাই মহা খুশী। তার মনের কথাই যেন বলেছে বৌমা। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে । সেই দুঃশ্চিন্তাও আাছে শ^শুড়ের মনে। বৃষ্টির কারণে যদি আবার সিদ্ধান্ত পাল্টায়। না, দুপুরের খাবারের আগেই বৃষ্টিকে উপেক্ষা করে মিসেস মজুমদার তার মেয়েকে নিয়ে এসে হাজির। বাড়ির সবাই তখন মনে মনে খুবই খুশী আর সবার খুশীর বহি:প্রকাশটা প্রকাশ পেলো নাতনির আনন্দের মধ্য দিয়ে। তাদের বাসায় তখন ঈদ ঈদ ভাব।

The post ভালোবাসা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gkP3Fo

আজব দেশ https://ift.tt/eA8V8J

কাশীনাথ মজুমদার পিংকু

আয় রে তোরা দেখবি যদি
খোকা-খুকির দল
ডুমুর গাছে ফুল ফুটেছে
বিষবৃক্ষে ফল।

আয় রে তোরা যাবি যদি
আজব দেশে চল
বিড়াল খেলে ক্রিকেট সেথায়
কুকুর খেলে বল।

আয় রে সবে ঘুরে আসি
এমন আজব দেশে
বাতাস সেথায় হেঁটে চলে
মানুষ চলে ভেসে।

The post আজব দেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CXf2Es

ত্যাগের ঈদ https://ift.tt/eA8V8J

আশরাফুল হক রাজ্জাক

বনের পশু থাকুক সুখে
বনে
কেন তাকে রাখবো পুশে
মনে
সুখ সাবলীল পেতে পারি
ত্যাগে
দীক্ষিত হোক হৃদয় সবার
আগে।

The post ত্যাগের ঈদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3k0ur7h

ভিডিওবার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর https://ift.tt/eA8V8J

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী সবাইকে কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত ভিডিওবার্তায় তিনি ঈদ শুভেচ্ছা জানান।

ভিডিওবার্তায় সরকারপ্রধান বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের মহামারীর এই দুঃসময়ে সব আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

তিনি বলেন- আসুন, কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশি ভাইবোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।

ভিডিওবার্তায় করোনার বিস্তার রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।

এর আগে মোবাইল ফোনে এক অডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

The post ভিডিওবার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Xc08RC

করোনা মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করছে সেনাবাহিনী https://ift.tt/eA8V8J

মরণব্যাধি করোনা মোকাবেলায় নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের সাধারণ মানুষের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫পদাতিক ডিভিশন।

 

সরকারী নির্দেশনা বাস্তবায়নে করোনা সংক্রমন রোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ অন্যান্য কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনী। প্রাণঘাতী এই সংক্রমণ থেকে মুক্তি পেতে করণীয় বিষয় সম্পর্কে জনগণকে ক্রমাগত মনোস্তাত্ত্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে। পাশাপাশি সকল সুবিধা বঞ্চিত মানুষদের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও রশদ পৌঁছে দিচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সবসময় মুখে মাস্ক ব্যবহার, প্রয়োজনীয় ক্ষেত্রে হাতে গ্লাভস ব্যবহার করতে পরামর্শ অব্যাহত রয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় গণপরিবহন চলাচল তদারকি, সচেতনতামূলক মাইকিং কার্যক্রম এবং সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তি

 

The post করোনা মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করছে সেনাবাহিনী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39KJmy4

তালা তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক https://ift.tt/eA8V8J

বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলার ৫ নং তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে মো.মোস্তাফিজুর রহমান মোস্তাকের নাম ঘোষণা করা হয়েছে। আজ ৩১ জুলাই তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান সুমন এর সাক্ষরিত দলীয় প্যাডে এ ঘোষণা দেওয়া হয়। স্বাক্ষরিত প্যাডে উল্লেখ করা হয় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তাকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য ৫ নং তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবাগত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এর আগে ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

The post তালা তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39MXQ0m

ব্রহ্মরাজপুরে পাকা স্থাপনা, টিনের চাল ও বেড়া ভাংচুর করে আসবাবপত্র লুট https://ift.tt/eA8V8J

পুরাতন সাতক্ষীরায় ভোগদখলীয় জমি দখলের উদ্দেশ্যে আধা পাকা বাড়ি, টিনের চাল, টিনের বেড়া ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সদর উপজেলার ব্রহ্মরাপপুরে প্রধান সড়কের পাশে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতি লক্ষ্য করে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, জমির উপর বসত ঘর ও গাছ গাছালি রয়েছে। প্রতিপক্ষরা দফায় দফায় উক্ত জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে আজহারুল ইসলামের ছেলে মেহেদী হাসান, রবিউল ইসলাম, মো. হোসেনসহ কতিপয় ভাড়াটে লোকজনকে সাথে নিয়ে বসত বাড়ির উপর অতর্কিত হামলা চালিয়ে আধা পাকা বাড়ি, টিনের চাল, টিনের বেড়া ভাংচুর করে। গৃহ নির্মাণের বিভিন্ন সামগ্রী ও ঘরের আসবাবপত্র লুটপাট করে।
জমির মালিক জিএম মিজানুর রহমান বলেন, গত ৯ জুলাই শামসুর রহমান সরদারের ছেলে আছাদুল ইসলাম (৫০), রবিউল ইসলাম (৪০), আজহারুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬), মৃত সেকেন্দার সরদারের ছেলে শামছুর সরদার (৬৫), শামছুর সরদারের ছেলে আজহারুল ইসলাম (৪৩)সহ ১৫-২০ জন মিলে আমাদের সম্পত্তির সীমানা বেড়া ভাংচুর করে ৩০টি আম গাছ, ১০টি মেহগনি গাছ এবং ২০টি লেবু গাছ কেটে ফেলে। এব্যাপারে সাতক্ষীরা সসদর থানায় মামলা কররা হয়েছে।
এলাকাবাসী আরো জানান, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও সক্রিয় এই ভূমিদস্যুরা। স্থানীয়রা বাঁধা দিতে গেলে তাদেরও অস্ত্রের ভয় এবং জীবননাশের হুমকি দেয়। এব্যাপারে জেলা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

নিজস্ব প্রতিনিধি:

The post ব্রহ্মরাজপুরে পাকা স্থাপনা, টিনের চাল ও বেড়া ভাংচুর করে আসবাবপত্র লুট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/315MmRt

কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নে নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করলেন ইউএনও https://ift.tt/eA8V8J

আম্পানে বিধ্বস্ত খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাটমারচর, হাজতখালি, কাটকাটা এলাকার পানি উন্নয়ন বোর্ড কতৃক কপোতাক্ষের তীরের ভাঙ্গন কবলিত এলাকা ও নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ্বাস।
শুক্রবার বেলা ১২ টায় বাঁধ নির্মাণ ও নদী রক্ষা কাজের বিভিন্ন বিষয় খোঁজ-খবর নেন। ঠিকাদার ও বাঁধ তত্ত্বাবধায়নের কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন এবং উত্তর বেদকাশী ইউনিয়নের পানিবন্ধি অসহায় ১ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী সিমাই, চিনি, দুধ, কিচমিচ ও বাদাম বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকি।

নিতিশ সানা, কয়রা (খুলনা):

The post কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নে নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করলেন ইউএনও appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39H5pFA

কাশিমাড়ীতে ঈদ উপহার সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য কানাডা প্রবাসী প্রফেসর মুজিবুর রহমানের অর্থায়নে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সহযোগিতায় আম্পান ক্ষতিগ্রস্ত কাশিমাড়ীর বানভাসি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১জুলাই) সকাল ৮টায় জয়নগর মোল্যা কমপ্লেক্স থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, সাংগঠনিক সম্পাদক ডিএম মফিজুর রহমান, ছাত্রদলের সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা শাহিনুর রহমান গাজী, আব্দুল মান্নান সানা, রমজান পাড়, আবু মুছা, ছাত্রদল নেতা তাহমিদ হাসান সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় ৩৫০জন ব্যক্তির মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ব্যতিক্রমধর্মী ঈদ উপহার হিসেবে মসলা সামগ্রী বিতরণ করা হয়।

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি:

The post কাশিমাড়ীতে ঈদ উপহার সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ffKjj0

শোকের মাস আগষ্ট উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি https://ift.tt/eA8V8J

আগস্ট মাস ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। দলের জেলা সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
চিঠিতে জাতীয় শোক দিবসসহ আগস্ট মাসব্যাপী কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে তা জেলার চিঠিতে উল্লেখ করা হয় এবং অনুরূপ কর্মসূচি পালন করার আহবান জানানো হয়।
কর্মসূচি সমূহঃ
* ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথ সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।
* জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
* বাদ জোহর সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল ও সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন।
* ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা, স্বাস্থ্যবিধি মেনে শোক র‌্যালী, আলোকচিত্র প্রদর্শনী ও দুস্থ এতিমসহ সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণ।
* মুজিব বর্ষ উপলক্ষে চলমান বৃক্ষরোপন কর্মসূচি এবং করোনাজনিত দুর্দশাগ্রস্ত বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা।
* ৫ আগস্ট জাতীর পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর জন্মদিনে দোয়া ও বিশেষ প্রার্থনা।
* ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ প্রার্থনা।
* ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস পালন।
* ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন।
প্রত্যেক উপজেলাসহ বিভিন্ন ইউনিটে যথাযথ মর্যদার সাথে উক্ত দিবসগুলি পালন করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। অনলাইন ডেস্ক:

The post শোকের মাস আগষ্ট উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2BQE33y

অনলাইন হাট থেকে কোরবানির গরু কিনলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে ক্রমেই ই-কমার্সের ব্যবহার বাড়াতে জোরালো পদক্ষেপ গ্রহণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এরই অংশ হিসেবে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তিনি অনলাইন গরুর হাট চালু করার উদ্যোগ নেন। গত ২৩ জুলাই সাতক্ষীরা অনলাইন গরুর হাট (brandszone.com.bd) এর উদ্বোধন করেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
জেলা প্রশাসক শুক্রবার নিজেই অনলাইন গরুর হাট থেকে কোরবানির উদ্দেশ্যে পছন্দমত গরু ক্রয় করেছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনলাইন গরুর হাট থেকে কেনাকাটা করোনা সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে চালুকৃত অনলাইন গরুর হাট থেকে এ পর্যন্ত এক হাজার ৩৫১টি কোরবানির পশু বিক্রি হয়েছে।
এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৮৭৫টি কোরবানির পশুর তথ্য আপলোড করা হয়েছিল, বিক্রি হয়েছে ৫৮১টি। যার মূল্য ৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।
কালিগঞ্জে ৮৭৪টি পশুর তথ্য আপলোড করা হয়। বিক্রি হয়েছে ৫৬২টি। যার মূল্য ৩ কোটি ৯৩ লাখ টাকা। আশাশুনিতে ২৩৩টি পশুর তথ্য আপলোড করা হয়। এর মধ্যে ৩৮ টি বিক্রি হয়েছে। যার মূল্য ১৮ লক্ষ ৮৪ হাজার টাকা। শ্যামনগরে ৪৭৫ টি পশুর তথ্য আপলোড করা হয়েছে। এর মধ্যে বিক্রি হয়েছে ১১৭টি পশু। যার মূল্য ৯৭ লাখ ৬৬ হাজার টাকা।
দেবহাটায় ২১০টি পশুর তথ্য আপলোড করা হয়, এর মধ্যে ৫৩টি বিক্রি হয়েছে। যার মূল্য ৩৬ লাখ ১৩ হাজার ৬৬৬ টাকা।
এছাড়া কলারোয়ায় ৪৫৬ ও তালায় ২৭২টি পশুর তথ্য আপলোড হয়েছে। অনলাইন ডেস্ক:

The post অনলাইন হাট থেকে কোরবানির গরু কিনলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XexIGo

সাতক্ষীরায় সাংবাদিক, র‌্যাব-পুলিশ সদস্য, স্বাস্থ্য কর্মীসহ আরো ৩৫ জন করোনা পজেটিভ https://ift.tt/eA8V8J

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক সাংবাদিক, তিন র‌্যাব সদস্য ও পাঁচ স্বাস্থ্য কর্মী ও দুই পুলিশ সদস্যসহ ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৭১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
শুক্রবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ৯৯২ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৭১৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৩৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ৩১ জুলাই, ঘোষিত করোনার টেস্টের ফলাফলে মোট ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা পজিটিভ এবং ২২২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষণ দলের সদস্য ও অনুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম এসব তথ্য জানান।
এর মধ্যে যশোরের ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের, মাগুরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের, সাতক্ষীরার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের ও বাগেরহাটের ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
পত্রদূত ডেস্ক:

The post সাতক্ষীরায় সাংবাদিক, র‌্যাব-পুলিশ সদস্য, স্বাস্থ্য কর্মীসহ আরো ৩৫ জন করোনা পজেটিভ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fi0lsD

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৭২, মৃত্যু ২৮ জনের https://ift.tt/eA8V8J

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা ও শনাক্ত বেড়েছ। নতুন করে ২ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় ২৮ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ১১১ জন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৬ জন।

সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭০ জন।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ২হাজার ৬৯৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৮ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, আগের নমুনাসহ ১২ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৮০৯টি নমুনা।

দেশে ৮২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘রোগ প্রতিরোধে সচেষ্ট থাকুন, সচেতন থাকুন। তাহলে রোগ প্রতিরোধ করা সম্ভব।’

The post করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৭২, মৃত্যু ২৮ জনের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3geRXvi

শোকের মাসে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের https://ift.tt/eA8V8J

শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, শোকের মাস আগস্ট শুরু হচ্ছে।

এ শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না। কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।শুক্রবার (৩১ জুলাই) রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে শেষ মুহূর্তের ঈদ প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেতুমন্ত্রী সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রায় সচেতনতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।

The post শোকের মাসে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39JpNGn

সাতক্ষীরায় বাংলাদেশ সেনা বাহিনীর স্বাস্থ্য সুরক্ষ, খাদ্য সমগ্রী ও নগদ অর্থ বিতরণ https://ift.tt/eA8V8J

বাংলাদেশ সেনা বাহিনী যশোর সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গল এর তত্বাবধায়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হত দরিদ্র ও আম্পানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষ, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
আজ শুক্রবার সকালে সমাজিক দুরুত্ব বজায় রেখে ক্যাম্পেটন মোঃ শামসের নেতৃত্বে সেনা বাহিনীর সদস্যরা কর্মহীন হত দরিদ্র ও আম্ফানে ক্ষতিগ্রস্থ মাসুষের বাড়িতে বাড়িতে এসব সমগ্রী পৌছে দেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সেনা বাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মোঃ আতিক, পৌর আয়োমী লীগের সভাপতি শেখ নাসিরুল হক, ৭নং ওয়ার্ডের কাউন্সিলার মোঃ জাহাঙ্গীর হোসেন কালুসহ আয়োমী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অনলাইন ডেস্ক:

The post সাতক্ষীরায় বাংলাদেশ সেনা বাহিনীর স্বাস্থ্য সুরক্ষ, খাদ্য সমগ্রী ও নগদ অর্থ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33bCaJT

দেবহাটায় ১৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার দেবহাটাতে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ মো. রইয়া হোসেন (২৩) ও বিল্লাল সরদার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রইয়া হোসেন দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ার শুকুর আলী মোড়লের ছেলে এবং অপর বিল্লাল হোসেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মালিয়া রাজপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে।
বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই হানিফ, এএসআই রশিদুল ও এএসআই হুমায়ুনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন জনকে আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-০৮) দায়ের হয়েছে।

দেবহাটা ব্যুরো:

The post দেবহাটায় ১৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2DiRvh1

বাড়িতে বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিচ্ছে ওয়াইএসএফ ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি https://ift.tt/eA8V8J

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দুস্থ পরিবারগুলোতে ঈদ বাজার পৌঁছে দিচ্ছে ওয়াইএফসি এবং সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এবং শক্রবার (৩১জুলাই) দুইদিন ব্যাপি শেখ শাকিল হোসেনের তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর, গোবরদাড়ি ও জোড়দিয়া, শেখ মুমতারিণ অথৈ এবং মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে কলারোয়া উপজেলার মুরারিকাটি ও গণপতিপুর, শাহরিয়ার মুন্না এবং মাসুদ রানার তত্ত্বাবধানে তালা উপজেলার সরুলিয়া ও খলিশখালী, মিনহাজুল ইসলাম নাইমের তত্ত্বাবধানে কালীগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় অসহায় পরিবারগুলোতে ঈদ বাজার পৌঁছে দেয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক মাসুদ রানা বলেন, আমরা ওয়াইএসএফের আর্থিক সহযোগিতায় অসহায় পরিবারে প্রয়োজনীয় ঈদের বাজার পৌঁছে দিচ্ছি। মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি।
প্রতিষ্ঠালগ্ন থেকে ওয়াইএসসি এবং সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি

The post বাড়িতে বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিচ্ছে ওয়াইএসএফ ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gjvjBK

পবিত্র ঈদুল-আজহা: ৬ দিন ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ ঘোষণা https://ift.tt/eA8V8J

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। আগামি ৪ জুলাই মঙ্গলবার পর্যন্ত ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ৫ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে ৬ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী ৫ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানী কার্যক্রম শুরু হবে। অনলাইন ডেস্ক:

The post পবিত্র ঈদুল-আজহা: ৬ দিন ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ ঘোষণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2P9dMQL

আশাশুনিতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে যেয়ে এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু https://ift.tt/eA8V8J

সেফটি ট্যাংক পরিষ্কার করতে যেয়ে বাতাসে অক্সিজেন কমে যাওয়ায় এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার পুঁইজালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের পুঁইজালা গ্রামের লক্ষীকান্ত সানার ছেলে ও পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা (৫৬), একই গ্রামের পরিমল সানার ছেলে তপন কুমার সানা (৪০) ও সোনা দাসের ছেলে মদন দাস (৩০)।
চন্দন সানা জানান, সেফটি ট্যাংক পরিষ্কারের জন্য সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন। সকাল ৯টার দিকে তার কোন সাড়া না পাওয়ায় বাবা জগদীশ সানা সেফটি ট্যাংকের ভিতরে দেখতে থাকেন। বাবার কোন সাড়া না পাওয়ায় তার চাচাত ভাই তপন সানা সেফটি ট্যাঙ্কের ভিতর মুখ ঢোকান। কিছুক্ষণ পর তার কোন সাড়া না মেলায় পরে তারা জানতে পারেন ট্যাংকের ভিতর বাতাসে অক্সিজের কমে যাওয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে একে একে তিনজন মুমুর্ষ অবস্থায় অবস্থান করছেন। তবে তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক বিধান মন্ডলের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অনলাইন ডেস্ক:

The post আশাশুনিতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে যেয়ে এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3geItQI

Thursday, July 30, 2020

মহাপ্রতারক সাহেদকে নিয়ে ফের শাঁখরা সীমান্তে র‌্যাব https://ift.tt/eA8V8J

মহামারী করোনা ভাইরাসের ভুয়া টেস্ট ও জাল সনদ প্রদানসহ বহু প্রতারণার মামলার আসামী ও দেশব্যাপী আলোচিত মহাপ্রতারক রিজেন্ট হাসপাতালের পরিচালক মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারস্থল শাঁখরা কোমরপুর সীমান্তে এনেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকাল ৪টা ১১ মিনিটে কোমরপুরের লাবন্যবতী খালের বেইলী ব্রিজের ওপর নিয়ে আসে র‌্যাব সদস্যরা। এরপর উৎসুক সাধারণ মানুষকে সরিয়ে এবং স্থানীয় সাংবাদিকদের ব্রিজ থেকে নির্দিষ্ট দুরত্বে সরিয়ে ৫-৭ মিনিট সাহেদের সাথে কথাবার্তা বলে আবারও র‌্যাব সদস্যরা তাকে গাড়ীতে ওঠায়। এসময় সাহেদের মুখমন্ডল ছিল হেলমেটে ঢাকা, গায়েছিল গেঞ্জি ও র‌্যাবের নিরাপত্তা জ্যাকেট।
প্রথমে সাহেদকে বহনকারী সাদা রঙয়ের মাইক্রো বাসটিকে লাবণ্যবতীর ব্রিজের ওপর নেয়া হয়। সেখানে তাকে নামিয়ে কিছুক্ষন কথা বলার পর আবার সেখান থেকেই সাহেদকে গাড়িতে উঠিয়ে ফের খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেয় র‌্যাব। এসময় তদন্তের স্বার্থে র‌্যাব উপস্থিত সংবাদকর্মীদের কোন ধরনের প্রশ্ন করার চেষ্টা থেকে বিরত থাকতে বলেন।
র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, এসময় সেখানে উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এসআই রেজাউল ইসলামসহ সাহেদের নিরাপত্তায় নিয়োজিত র‌্যাব সদস্যরা।
উল্লেখ্য: এর আগে গত ১৫ জুলাই বুধবার ভোর ৫টা ১০ মিনিটে করোনা টেস্ট প্রতারণা ও জালিয়াতি মামলাার আসামী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় একটি অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানান, র‌্যাব-৬ এর এসআই রেজাউল ইসলাম। সাতক্ষীরার আমলী আদালত-৩ এর বিচারক (ভার্চুয়াল) রাজীব কুমার রায় এ রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত সোমবারই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব কার্যালয়ে নিয়ে আনা হয়।
করোনা রিপোর্ট জালিয়াতির ঘটনায় রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা এবং রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ও এমডিসহ বেশ কয়েকজনকে আসামী করে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এরপর থেকে কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন মহাপ্রতারক সাহেদ।
পরবর্তীতে গত ১৫ জুলাই (বুধবার) ভোররাতে ভারতে পালানোর প্রস্তুতিকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্তের লাবণ্যবতী নদীর পাশ থেকে বোরকা পরা অবস্থায় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মহাপ্রতারক সাহেদ করিমকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।
এঘটনায় দেবহাটা থানায় সাহেদসহ তিন জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে র‌্যাব। মুলত ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাহেদকে সম্প্রতি ১০ দিনের রিমান্ডে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে নেয়ার পর বৃহস্পতিবার বিকালে তাকে আবারো আটকস্থলে নিয়ে আসা হয়।দেবহাটা ব্যুরো:

The post মহাপ্রতারক সাহেদকে নিয়ে ফের শাঁখরা সীমান্তে র‌্যাব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2EAwSgQ

কাল ঈদ: কামার শিল্পীরা কর্মব্যস্ত https://ift.tt/eA8V8J

ঈদ-উল-আযহা সমাগত। তাই এই সময় কর্মব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা। কামারশালায় দিন-রাত টুং-টাং শব্দের মুখরিত হচ্ছে। কোরবানি পশু জবাই, মাংস তৈরী আর চামড়া ছাড়ানোর কাজে ব্যবহারিত চাপাতি, দা, ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাইকগাছার কামার শিল্পীরা।
হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন কামার শিল্প যেন প্রাণ ফিরে পেয়েছে। এখন দম ফেলারও ফুরসত নেই কামার পাড়ার শিল্পীদের। দিন-রাত সমান তালে লোহার টুং-টাং শব্দ আর হাতরের ফুঁসফাঁস শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি কামারশালা।
রাত পোয়ালে ঈদুল-আযহা। উপজেলার সদর, নতুন বাজার, গদাইপুর, আগড়ঘাটা, কপিলমুনি, বাঁকা, চাঁদখালী, কাটিপাড়া, বোয়ালিয়ার মোড়সহ বিভিন্ন হাট বাজার সহ কামার বাড়ীতে কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের ছোরা, চাপাতি, চাকু, দা, বটি, কুড়াল সহ বিভিন্ন সরজ্ঞাম তৈরি করছে কামাররা। তাছাড়া ক্রেতাদের পছন্দমত বিভিন্ন মাপের পশু জবাই করার ছোট-বড় ধারালো অস্ত্র তৈরী করছে। সারা বছর টুক-টাক কাজ থাকলেও কোরবানির ঈদেও সময় কামার শিল্প মুখরিত হয়ে ওঠে। কামার শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসময় দোকানে পুরাতন ও নতুন ধারালো অস্ত্র বানানো ও মেরামতের ভীড় শুরু হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই ব্যস্ততা থাকে। বর্তমানে আধুনিকতার ছোয়া লেগেছে কামার শিল্পে। বৈদ্যুতিক সান দিয়ে বিভিন্ন সরঞ্জাম সান দেওয়া হয় ও জাতা দিয়ে বাতা দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে মটর। বোয়ালিয়া মোড়ে অবস্থিত কামার শিল্পী বিমল কর্মকার ও মনোরঞ্জন কর্মকতার বলেন, লোহা ও কয়লার দাম বেড়ে গেছে। সাধারণ লোহা ৫০ টাকা থেকে ৭০ টাকা ও গাড়ীর পাতি ৮০ টাকা দরে প্রতি কেজি ক্রয় করতে হয়। পশু জবাই করার ছোট-বড় বিভিন্ন সরজ্ঞাম সাইজের উপর দাম নির্ভর করে। ছোট চাপাতি ৫শত টাকা, বড় চাপাতি ৭ শত থেকে ৮ শত, বড় ছোরা ৩ শত থেকে সাড়ে ৩ শত, চাকু ৫০ টাকা থেকে দেড় শত টাকা, বটি আড়ই শত থেকে ৩ শত টাকা দরে বিক্রি হচ্ছে। হরি গোপাল কর্মকার জানান, এই পেশায় আমরা খুব অবহেলিত। বর্তমান দ্রব্যমূল্য বেশি হলেও সেই অনুযায়ী দাম পাই না। ফলে সারাবছর সংসার চালাতে খুবই কষ্ট হয়। কোরবানির ঈদের সময় পশু জবাইয়ের সরজ্ঞামের চাহিদা থাকায় কাজও বেশি হয়। আর সারাবছর তেমন কোন কাজ থাকে না। টুক-টাক কাজ করে সংসার চালাতে হয়, তাই কামার শিল্পীরা বর্তমান এ পেশায় তাদের অবহেলিত মনে করেন। তারপরও পেশা টিকে রাখতে সবাই মিলে কাজ করে যাচ্ছে।প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা):

The post কাল ঈদ: কামার শিল্পীরা কর্মব্যস্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/316nPMl

মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক https://ift.tt/eA8V8J

পাইকগাছায় মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন কয়রা-পাইকগাছার সাবেক সংসদ এড. শেখ মো. নূরুল হক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিএমএ সালাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শেখ মোহাম্মাদ শহীদ উল্লাহ, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাও. আখম তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা অসিত বরন বিশ্বাস, শেখ মো. আবু হানিফ, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, উপাধ্যক্ষ আফসার আলী, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রুহুল, এনামুল হক, রুহুলামিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম রেজাউল সরদার গোলাম মোস্তফা, মুনসুর আলী গাজী, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এমএম আজিজুল হাকিম, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।
জানাজার পূর্বে মরহুমের কফিনে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জেলা ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, পাইকগাছা সরকারি কলেজ ও ফসিয়ার রহমান মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

The post মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gg1Dp8

গাবুরা চেয়ারম্যান মাসুদুল আলমের করোনা রিপোর্ট নেগেটিভ https://ift.tt/eA8V8J

শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম করোনা ভাইরাসমুক্ত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০জুলাই) দুপুরে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
হুদা মালী, গাবুরা (শ্যামনগর):

The post গাবুরা চেয়ারম্যান মাসুদুল আলমের করোনা রিপোর্ট নেগেটিভ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2BHDOYj

সাহেদ করিমকে গ্রেপ্তারস্থল সীমান্তবর্তী শাখরা-কোমরপুর এলাকায় আনা হয় https://ift.tt/eA8V8J

রিমান্ডের চতুর্থ দিনে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে খুলনার র‌্যাব কার্যালয় থেকে তার গ্রেপ্তারস্থল সাতক্ষীরার সীমান্তবর্তী শাখরা-কোমরপুর এলাকায় নিয়ে যাওয়া যায়। বিকেলে তাকে লাবণ্যবতি নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের ওপর মিনিট দশেক রাখা হয়। পরে তাকে আবারো খুলনায় র‌্যাব-৬ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

তবে তদন্তের স্বার্থে রিমান্ডের প্রাপ্ত তথ্য না জানানো হলেও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সাহেদ করিম মাঝে মাঝে খুব ক্ষ্যাপাটে আচরণ করছেন। আবার কখনো কখনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। তবে গ্রেপ্তার হওয়ার আগে সাতক্ষীরায় তার অবস্থান ও অস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তথ্য দিয়েছেন।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল ইসলাম জানান,গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে অধিকতর তদন্তের স্বার্থে প্রকাশ করা সমীচীন হবেনা।

জানা যায়, দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন সাতক্ষীরার আমলী আদালত- ৩ এর বিচারক (ভার্চুয়াল) রাজীব রায়। মামলার তদন্তকারি কর্মকর্তা খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল করিমের ১০ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে এ আদেশ দেন। পরের দিন সোমবারই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবন্যবতী নদীর উপর নির্মিত ব্রেইলী ব্রীজ এর নীচ থেকে সাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতে র‌্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ উপধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় দেবহাটা থানায় একটি মামলা(৫নং) করেন। মামলায় সাহেদ করিমসহ তিনজনকে আসামী করা হয়। অনলাইন ডেস্ক:

The post সাহেদ করিমকে গ্রেপ্তারস্থল সীমান্তবর্তী শাখরা-কোমরপুর এলাকায় আনা হয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gkbSZS

দেলুটিতে রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন উপকরণ বিতরণে এমপি আক্তারুজ্জামান বাবু https://ift.tt/eA8V8J

পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৩৪০টি দরিদ্র পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী, ঔষধ ও স্বাস্থ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে দেলুটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শহিদ-উল্লাহ, উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যন রিপন কুমার মন্ডল, মোঃ আব্দুল মান্নান গাজী, প্রভাষক মাইনুল ইসলাম, দিপ্তী রানী চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন বাবু, জেলা যুবরীগ নেতা শামীম সরকার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ ফরহাদুজ্জামান তুষার, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, অনীল কৃষ্ণ মল্লিক, রাম চন্দ্র টিকাদার, অঞ্জন মন্ডল, বিদ্যুৎ চন্দ্র বিশ্বাস, মেরি রানী মন্ডল, ¯েœহেন্দু বিকাশ মন্ডল, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, শেখ মোঃ শাকিল, রমজান সরদার, পার্থ প্রতিম রায়, জাহিদুল ইসলাম জাহিদ, পুষ্পেন সরদার, রিপন রায় ও সুলতান ইনাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

The post দেলুটিতে রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন উপকরণ বিতরণে এমপি আক্তারুজ্জামান বাবু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g8UIOy

কয়রায় ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আশাশুনির এক যুবক গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

খুলনার কয়রায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মোঃ বায়েজিদ সরদার (২২)। সে আশাশুনি উপজেলার খাজুরা গ্রামের মোঃ ইছাহাক সরদারের ছেলে।
খুলনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তার নেতৃত্বে এসআই রাজিউল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। এ সময় আমাদী খেয়াঘাটস্থ যাত্রী ছাউনির পশ্চিম পাশের রাস্তার উপর থেকে উক্ত ব্যক্তিকে মাদকসহ আটক করা হয়। এ ব্যাপারে খুলনা জেলা গোয়েন্দা শাখার এসআই রাজিউল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে কয়রা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

পত্রদূত ডেস্ক:

The post কয়রায় ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আশাশুনির এক যুবক গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gd3vip

র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর পৃথক অভিযানে ১৮৩ বোতল ফেন্সিডিল ও এক কেজি ৫০০ গ্রাম গস্খঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর ও গাজীপুর এলাকায় পৃথক অভিযানে উক্ত মাদকসহ আসামীদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৬ সাতক্ষীরা অফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার রাত ১০ টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন গাজীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গাজীপুর গ্রামস্থ মোঃ মনিরুল ইসলাম এর বাড়ির ৪০ গজ পূর্বে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ খোরশেদ আলম (৪০) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮৩ বোতল ফেন্সিডিল। আসামী মোঃ খোরশেদ আলম সাতক্ষীরা সদর থানার ভাড়–খালী গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা নং-১০৪, তারিখঃ ৩০/০৭/২০২০ ইং দায়ের করা হয়েছে।
র‌্যাব সদস্যরা বুধবার সন্ধ্যায় অপর এক অভিযান চালায় সাতক্ষীরা বাইপাস সড়কের বড় জামতলা চৌরাস্তা এলাকায়। এ সময় সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. শামীম ওরফে সামিরুল মোল্লা (২২) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি ৫০০ গ্রাম গাঁজা। আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলা নং-১০৩, তারিখঃ ৩০/০৭/২০২০ ইং দায়ের করা হয়েছে।

পত্রদূত ডেস্ক:

The post র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30d5huA

কলারোয়ার হেলাতলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন https://ift.tt/eA8V8J

কলারোয়ার হেলাতলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ পুলিশিং বিট কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হেলাতলা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বলেন, পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি, দুর্নীতি বা উৎকোচ প্রদান করা যাবে না। যদি কেউ এ ধরনের কার্যকলাপ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আলোনা করেন ও উপস্থিত ছিলেন এস আই ইস্রাফিল হোসেন, এসআই রুবেল হোসেন, এএসআই মফিজুর রহমান, এএসআই মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা তৌফিকুর রহমান, ইউপি সদস্য আব্দুস সাত্তার, শেখ খায়রুল ইসলাম, শেখ আসলাম হোসেন দুলাল, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জান জিল্লু, আতাউর রহমান, কেএম আনিছুর রহমান, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, জুলফিকার আলী, এস এম ফারুক হোসেন, ফারুক রাজ, শিক্ষক আব্দুল গফুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধিবৃন্দ। এছাড়া একই দিনে যুগিখালি, জয়নগর, কয়লা, কেরালকাতা ইউনিয়নে অনুরূপ বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয় বলে জানা গেছে।

কলারোয়া প্রতিনিধি:

The post কলারোয়ার হেলাতলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30bL346

জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা https://ift.tt/eA8V8J

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে এক প্রস্তুতি সভা আজ (বৃহস্পতিবার) বিকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন ঢাকা প্রান্ত হতে সভায় যুক্ত হন। এছাড়া জেলা পর্যায়ের স্ব স্ব দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সুশিলসমাজের প্রতিনিধিরা অনলাইনে এই প্রস্তুতি সভায় অংশ নেন।

সভায় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নিদের্শনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে,স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও ভার্চুয়াল মাধ্যমকে অগ্রধিকার দিয়ে সকল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিবসটির বিস্তারিত কর্মসূচি পরবর্তি সময়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সূর্যাস্তের পূর্বে নামানোসহ অন্যান্য কর্মসূচি পালিত হবে।

তথ্যবিবরণী

The post জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gc4tvy

কলারোয়ায় সাড়ে চার শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার কলারোয়ায় করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত চার শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কেরালকাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় কাজীরহাট গার্লস স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরন করেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, অধ্যক্ষ রইচ উদ্দিন, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, যুব নেতা আশরাফুজ্জামান পলাশ প্রমূখ।
প্রধান অতিথি সাবেক এমপি হাবিব এ সময় বলেন, বিএনপি জনগনের পাশে আছে, আগামীতেও থাকবে। বিএনপি বিপদের সময় মানুষের পাশে থাকে। বর্তমানে মহামারি করোনা ভাইরাস ও সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিএনপি পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে ত্রান বিতরন অব্যাহত রেখেছেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, সিমাই, চিনি ও শাড়ি। অনলাইন ডেস্ক:

The post কলারোয়ায় সাড়ে চার শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33aYvY2

দেবহাটায় যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচী পালিত https://ift.tt/eA8V8J

দেবহাটায় সাতক্ষীরা জেলা যুবলীগের নির্দেশনায়, উপজেলা যুবলীগের উদ্যোগে ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। উক্ত বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন জায়গা, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।

দেবহাটা প্রতিনিধি:

The post দেবহাটায় যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hQCoKG

দেবহাটায় সমাজসেবা অফিসের অসহায় রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান https://ift.tt/eA8V8J

দেবহাটা সমাজসেবা অফিসের আয়োজনে অসহায় রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ৭ জন অসহায় অস্বচ্ছল রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমাজসেবা মন্ত্রণালয়ের আওতায় দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান প্রকল্পের মাধ্যমে অসহায় ও অস্বচ্ছল রোগীদেরকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইতিমধ্যে প্রায় শতাধিক রোগীদেরকে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং তারই আলোকে বৃহষ্পতিবারও চেকের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সাংবাদিক আর.কে.বাপ্পা, ইউপি সদস্য আকবর আলীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল ও দুঃস্থ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ৭ জন রোগীকে সমাজসেবা মন্ত্রণায়নের অনুদানকৃত প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের অধীনে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে এলাকার বহু মানুষ সরকারের বিভিন্ন সেবা পেয়ে যাচ্ছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসময় মানবতার সেবায় যতটুকু সম্ভব সকলকে এগিয়ে আসার আহবান জানান।

দেবহাটা প্রতিনিধি:

The post দেবহাটায় সমাজসেবা অফিসের অসহায় রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jRrINv

তথ্যমন্ত্রী মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি পরিদর্শন করলেন https://ift.tt/eA8V8J

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি পরিদর্শন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার বিকেলে তিনি সাগরদাঁড়ির মধুপল্লী, কবির স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছ তলা ও কপোতাক্ষ নদের পাড় ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাবান মাহমুদ, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, সিনিয়র জেলা তথ্য অফিসার এ এস এম কবির, সহকারী তথ্য অফিসার এলিন সাইদুর রহমান, মধুপল্লীর কাস্টোডিয়ান মো: যায়েদ ও চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দিপক দত্ত।
মন্ত্রী মধুপল্লীতে উপস্থিত হলে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তাদের সাথে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক শেখ শাহিনুর ইসলাম, গ্রন্থাগার সম্পাদক শাহীনুর রহমান, সদস্য নুরুল ইসলাম খান ও আব্দুল্লাহ আল ফুয়াদ। পরে মন্ত্রীকে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল ও সাধারণ সম্পাদক মমতাজ খাতুন কেশবপুরের কুটির শিল্পের তৈরি কাঠের নৌকা উপহার দেন। সাগরদাঁড়ির আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু তার সম্পাদনায় প্রকাশিত মহাকবির স্মৃতিবিজড়িত এ্যালবাম মন্ত্রীকে উপহার দেন।

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর):

The post তথ্যমন্ত্রী মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি পরিদর্শন করলেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jQCwLU

সাতক্ষীরা মেডিকেলে হাই-ফ্লো নেজ্যাল ক্যানোলা দিলেন উপজেলা চেয়ারম্যান বাবু https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তের হাই-ফ্লো নেজ্যাল ক্যানোলা দিয়েছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. মো. রফিকুল ইসলামের হাতে এ চিকিংসা সামগ্রী তুলে দেন তিনি। এসময় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল, মেডিকেল টেকনোলোজিষ্ট আব্দুল হালিম, হেলথ এডুকেটর মুরাদ হোসেন, ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ উপস্থিত ছিলেন।
চিকিৎসা সামগ্রী তুলে দেওয়ার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, করোনার মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। একারনে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বাংলাদেশ মেডিকেল হাসাপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ড. ফখরুল ইসলাম, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন, প্রাইড ফাউন্ডেশন ঝাউডাঙ্গা, বিবিসি ফাইন্ডেশন, সাতক্ষীরা ও ফ্যাশান পয়েন্ট লিমিটেড, সৌদি প্রবাসী তরিকুল ইসলাম, ভোমরা এলাকার হাজী আফছার আলী, ইকবলসহ আরো অনেকের সার্বিক সহযোগিতায় করোনা রোগীর জরুরী মুহূর্তে অক্সিজেন সরবরাহের জন্য হাই-ফ্লো নেজ্যাল ক্যানোলাটি দেওয়া হয়েছে। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সহায়তাকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম করোনাকালীন সময়ে চিকিৎসক ও রোগীদের পাশে যারা দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনায় আক্রান্তদের জরুরী মুহূর্তে অক্সিজেন সরবরাহের জন্য হাই-ফ্লো নেজ্যাল ক্যানোলাটি উপকার করবে। হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা করোনা রোগ চিকিৎসায় জরুরী একটি যন্ত্র। এর ফলে সাতক্ষীরার রোগীরা আরো উন্নত সেবা পাবেন। এর মাধ্যমে প্রতি মিনিটে ৭০ লিটার অক্সিজেন সাপ্লাই করা যায়। করোনায় আক্রান্ত রোগিদের শ্বাসকষ্ট শুরু হলে এই মেশিনের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করা হয়। সে ক্ষেত্রে মৃত্যুঝুকি কমবে বলেও জানান তিনি। অনলাইন ডেস্ক:

The post সাতক্ষীরা মেডিকেলে হাই-ফ্লো নেজ্যাল ক্যানোলা দিলেন উপজেলা চেয়ারম্যান বাবু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jWXfO0

জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির তৃতীয় দিনে দোয়া ও খাদ্য বিতরণ https://ift.tt/eA8V8J

গত ২৮ জুলাই ২০২০ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারি বাবু(৪৯) ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদল তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। সে কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তৃতীয় দিনে বাবু ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় মাগুরা পূর্বপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে বাবু ভাইয়ের মাগফেরাত কামনায় ও দোয়া চেয়ে দুস্থদের মাঝে সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বরে খাদ্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ গোলাম সরোয়ার, ইসমাইল হোসেন নিরব, এড. আব্দুল হামিদ, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম, সাহাদাত হোসেন, আসলাম পারভেজ শাহীন, আব্দুল মাজেদ, উজ্জ্বল, নূর হোসেন, মফিজ, সাদ্দাম, নিজাম উদ্দিন, মামুন, রাশেদ, আশরাফুল, খলিল, আব্দুল মজিদ, আনিছুর রহমান, মিজানুর রহমান, সাইজুদ্দিন, আমিনুর রহমান, নূরুজ্জামান, শাহরিয়ার মাসুদ, আনিছুর রহমান, মিলন,জহিরুল, কাজী সোহেল, শাকিল হোসেন, সালাউদ্দিন কবির, জি এম জাকির হোসেন মিঠু, আক্তারুজ্জামান, সবুর সানা, শহীদুল ইসলাম বাবু, আবুল কালাম, লাভলু রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

The post জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির তৃতীয় দিনে দোয়া ও খাদ্য বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2PaAFTX

সুন্দরবনে দুই নৌকাসহ তিন জেলে আটক, পৃথক অভিযানে চোরাই কাঠ উদ্ধার https://ift.tt/eA8V8J

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে প্রবেশ করে নিষিদ্ধ কাঁকড়া ধরার সময় মালামালসহ ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সুন্দরবনের কোবাতক স্টেশন কর্মকর্তা (এসও) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে সুন্দরবনে বাটুলা নদী সংলগ্ন আড়পাঙ্গাশীয়া এলাকা থেকে জেলেদের আটক করা হয়। আটককৃত ৩ জেলেরা হলো শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামের মৃত ওমর আলীর ছেলে আবিয়ার রহমান (৫৫) ও তার ছেলে শাহাপরান (২৫) একই গ্রামের মৃত ইদ্রিস তরফদারের ছেলে শরিফুল ইসলাম তরফদার (১৯)।
সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে সংরক্ষিত অঞ্চলে জেলেদের কাঁকড়া আহরণ করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ২ টি নৌকা, ৩০ কেজি কাঁকড়া ও ৪০০ মিটার জালসহ আনুসঙ্গিক দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে। আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবন থেকে পাচার করার সময় অভিযান চালিয়ে কাঠ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরের দিকে কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে সুন্দরবনের ভারানির খালের মুখ থেকে কাঠ উদ্ধারের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত সুন্দরবনে পালিয়ে যায়।
সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, কাঠ পাচারের খবর গোপনে নিশ্চিত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে সুন্দরবনে কর্তন নিষিদ্ধ দেড় শতাধিক গরান কাঠ উদ্ধার করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।

আজিজুর রহমান/আদুল হালিম, শ্যামনগর:

The post সুন্দরবনে দুই নৌকাসহ তিন জেলে আটক, পৃথক অভিযানে চোরাই কাঠ উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/337eo1x

খুলনায় নিজের ঘরে যুবকের গলা কাটা লাশ https://ift.tt/eA8V8J

খুলনায় নিজ ঘর থেকে মো. বাচ্চু শেখ (৩২) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে নগরের আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়া নামের স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত বাচ্চু শেখ ওই এলাকার মো. আমজাদ শেখের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, আজ ভোরের দিকে তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে খুনের বেশ কিছু মোটিভ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ গতকাল বুধবার রাতে তেলিগাতী মধ্যপাড়ার নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তাঁর চিৎকার শুনে পাশে থাকা স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

The post খুলনায় নিজের ঘরে যুবকের গলা কাটা লাশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2DdC75n

সাতক্ষীরায় ৫ সাংবাদিকের সুস্থ্যতা কামনা করেছে জেলা নাগরিক কমিটি https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় কোবিড-১৯ পজেটিভ সনাক্ত হয়ে ও অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৫জন সাংবাদিক। কোভিড-১৯ আক্রান্ত ও অসুস্থ্য সাংবাদিকরা হলেন দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক মো. হাবিবুর রহমান, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, দৈনিক ভোরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ড. দিলিপ কুমার দেব, দৈনিক মানব কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি ও আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও চ্যানেল ৭১’র সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী।
করোনা আক্রান্ত ও অসুস্থ্য সাংবাদিকদের দ্রুত সুস্থ্যতা ও সকলের দোয়া-আশীর্বাদ কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহিম, যুগ্ম-আহ্বায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম-সদস্য সচিব আলী নূর খান বাবুলসহ জেলা নাগরিক কমিটির সকল সদস্য। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় ৫ সাংবাদিকের সুস্থ্যতা কামনা করেছে জেলা নাগরিক কমিটি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39ClkoM

করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহার করতেই হবে: মেয়র তালুকদার আব্দুল খালেক https://ift.tt/eA8V8J

খুলনা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে আজ (বৃহস্পতিবার) সকালে খালিশপুর নিজস্ব চত্বরে ১৩ নম্বর ওয়ার্ডের পাঁচশত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাই ও দুইশ গ্রাম গুড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহার করতেই হবে। এখন পর্যন্ত করোনার কোন ঔষধ তৈরি হয়নি। এ কারণে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তিনি বলেন, সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ, অসহায়, শ্রমজীবী মানুষকে নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রণোদনা প্যাকেজও বাস্তবায়ন ইতোমধ্যে শুরু করেছেন। মেয়র এই দুর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ডেপুটি প্রকল্প পরিচালক মোঃ হাসমত আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ এজাজ মামুন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মেয়র নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে নগরীর ৮, ১১, ১২, ৭, ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের মোট সাড়ে সাতশত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চালসহ ডাল, আলু, তেল, চিনি, সেমাই, গুড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

দুপুরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক দৌলতপুর ঈদগাহ মাঠে ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের একশত ২০ জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

তথ্যবিবরণী

The post করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহার করতেই হবে: মেয়র তালুকদার আব্দুল খালেক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3f7eatK

Wednesday, July 29, 2020

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যবসায়ির মৃত্যু https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আব্দুল খালেক নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার ভোর রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তিনি মারা যান।
মৃত আব্দুল খালেক (৬০) কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফকির আহম্মেদের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ জুলাই মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছিলেন কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেক। বৃহষ্পতিবার ভোর রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তার বাড়ি লক ডাউন করা হয়েছে।
এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। অনলাইন ডেস্ক:

The post করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যবসায়ির মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39F1V6q

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান নিহত https://ift.tt/eA8V8J

র‍্যাবের  সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫২) নিহত হয়েছেন। আজ ভোরে বাগেরহাটের রামপাল থানাধীন খুলনা-মোংলা মহাসড়কের ভেকুটিমারি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

র‍্যাব-৬ এর অধিনায়ক রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভোর ৪টা ৫০ মিনিটে রামপালের ভেকুটিমারি এলাকায় অভিযানে যান। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালালে তারাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে গুলিবিদ্ধ কামালকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, ছুরি ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫টি মামলা রয়েছে।

রামপাল থানার ডিউটি অফিসার এসআই আনছার উদ্দীন খান জানান, বন্দুকযুদ্ধের পর র‍্যাব সদস্যরা মিনা কামালকে সকাল ৬টার দিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সাড়ে ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের পীর হুজুর খ্যাত মিনহাজ উদ্দিন ওরফে মিনা মৌলভির ছেলে মিনা কামাল। তিনি রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

The post খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান নিহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Pe5Q0B

সাতক্ষীরার কয়ারবিলে দু’দল মাদকব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে মাদকব্যবসায়ী  লিয়াকত আলী নিহত https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা সদর উপজেলার বাশদহার কয়ারবিল হতে লিয়াকত আলী নামের এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পাশে পড়ে থাকা অস্ত্র,গুলি ও মাদকও জব্দ করে পুলিশ। পুলিশের দাবি, লিয়াকত আলী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং কয়ারবিল এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে লিয়াকত আলী মারা যেতে পারেন। তিনি সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে এঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, সদর থানা পুলিশ খবর পায়, কয়ারবিল এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। কয়ারবিল এলাকায় পৌছালে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এছাড়া তার পাশে একটি রিভলবার,দু’রাউন্ড গুলি,একটি হাসুয়া,৫০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবা পাওয়া যায়। পুলিশ বুলেটবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি সদর উপজেলার উত্তর তলুইগাছা গ্রামের বাসিন্দা। সদর থানায় তার বিরুদ্ধে দশটি মাদক আইনে মামলাও রয়েছে। পুলিশের ধারণা,মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে কয়ারবিলে দু’দল মাদকব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ঘটতে পারে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।  নিজস্ব প্রতিনিধিত্ব

The post সাতক্ষীরার কয়ারবিলে দু’দল মাদকব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে মাদকব্যবসায়ী  লিয়াকত আলী নিহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30cDzOg

কুল্যা ও বুধহাটায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন https://ift.tt/eA8V8J

আশাশুনির কুল্যা ইউনিয়নের জন্য বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়নের গুনাকরকাটি বাজারে ৩ নম্বর বিট কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। এসময় তিনি বলেন, কুল্যা ইউপিতে বিট অফিসার হিসেবে এসআই শরীফ এনামুল হক ও সহকারী হিসেবে এএসআই রিয়াজুদ্দীন দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া, একই দিনে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে আশাশুনি থানা পুলিশের আয়োজনে স্কুল কার্যালয়ে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম।
আশাশুনি সংবাদদাতা:

The post কুল্যা ও বুধহাটায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gdkBN5

২টি ইউনিয়নে জলাবদ্ধতা সমাধান করলেন উপজেলা ইউএনও https://ift.tt/eA8V8J

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সহায়তায় ২টি ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনের সমাধান করা হয়েছে। বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য মঙ্গলবার সকালে আলিপুর ও আড়–য়াখালী এলাকায় পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। তিনি ২টি ইউনিয়নের আলিপুর ও আড়–য়াখালী এলাকায় সরজমিনে গিয়ে স্থানীয় ঘের মালিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিততে মাছের ঘেরের ভেড়িবাঁধ কেটে পানি নিষ্কাশনের পথ বের করে দিয়েছেন। এসময় সদর উপজেলার এসিল্যান্ট(ভূমি) কর্মকর্তা আসাদুজ্জামান, সদর থানার ওসি আসাদুজ্জামান, এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি:

The post ২টি ইউনিয়নে জলাবদ্ধতা সমাধান করলেন উপজেলা ইউএনও appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/315lS2K

কুলিয়ায় উন্মুক্ত ভাতা যাচাই বাছাইকরণে মাইকিং https://ift.tt/eA8V8J

দেবহাটার কুলিয়া ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবা, অস্বচ্ছল, প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচনে মাইকিং করা হয়েছে। বুধবার কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বয়স্ক ভাতা পুরুষদের ক্ষেত্রে ৬৫ বছর, মহিলাদের ক্ষেত্রে ৬২ বছর, ভাতা প্রত্যাশিদের যাচাই বাছাই করনের জন্য ইউনিয়নব্যাপী মাইকিং করেন। প্রচারে প্রয়োজনীয় কাগজপত্রাদী যেমন আইডি কার্ডের ফটোকপি/জন্মনিবন্ধন ও মোবাইল নং, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিবন্ধী সূবর্ণ নাগরিক কার্ডের ফটোকপি আনার কথা বলা হয়েছে। কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:

The post কুলিয়ায় উন্মুক্ত ভাতা যাচাই বাছাইকরণে মাইকিং appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2EtpoMt

সাবেক এমপি নুরুল হকের মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাহবুবুল আলমের শোক https://ift.tt/eA8V8J

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সাবেক সংসদ সদস্য, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, শেখ মো. নুরুল হক (৮৬) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধক্ষ্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম।

The post সাবেক এমপি নুরুল হকের মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাহবুবুল আলমের শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/308qTYQ

কলারোয়ার চন্দনপুরে গ্রামীণ ব্যাংক লকডাউন https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের কার্যালয় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে সেবা গ্রহীতা ও সেবাদানকারীদের নিরাপদ রাখতে বুধবার লকডাউন করা হয়েছে। কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বুধবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গয়ড়া-হিজলদী রোডে গ্রামীণ ব্যাংকের ম্যানেজারসহ পরিবারের সকলে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো জানান, ব্যাংকের ম্যানেজারের অবস্থা ভালো না হওয়ায় অ্যাম্বুলেন্সযোগে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ম্যানেজার অমিতোষ সরকার (৪০)। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরে। তাঁর স্ত্রী শাপলা সরকার (৩৫) ও দুই ছেলে ঐশ্বর্য সরকার (১২) এবং সৌন্দর্য্য সরকার (৭) করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসা নেয়ার একপর্যায়ে অবস্থা সবারই শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্ত্রী ও দুই পুত্র উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে যশোরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে গ্রাম পুলিশকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই গ্রামীণ ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি পুরো ব্যাংকটি লকডাউন করে দেন বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান।

The post কলারোয়ার চন্দনপুরে গ্রামীণ ব্যাংক লকডাউন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2P8z0yc

আশাশুনির শ্রীউলায় একতা বন্ধু সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে একতা বন্ধু সংঘের উদ্যোগে সংগঠনের দুর্যোগ তহবিল থেকে করোনা সংকট মোকাবেলা ও আম্পান পরবর্তী সময়ে ইউনিয়নের ১০০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের মাড়িয়ালা মোড়স্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১শত পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক, গণমাধ্যম কর্মী মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় এবং সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা বন্ধু সংঘের উপদেষ্টা, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক আবু হাসান, গ্রাম্য ডাক্তার আখতারুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক লিটন হোসেন, অর্থ সম্পাদক নাইম হোসেন, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, সদস্য মনিরুল, আসিফ, সুমন, ইব্রাহিম, সাইফুল্লাহ, আকিদুল ইসলাম প্রমুখ।

The post আশাশুনির শ্রীউলায় একতা বন্ধু সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/333dG5z

কলারোয়ার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ, কোরবানীর গরু ও নগদ অর্থ বিতরণ https://ift.tt/eA8V8J

করোনা ভাইরাসের কারণে কলারোয়া উপজেলার চন্দন পুর ইউনিয়নে হত দরিদ্র, কর্মহীন মানুষের মাঝে সমাজিক দূরত্ব বজায় রেখে বিদেশ ফাউন্ডেশন ও নুরিশ বাংলাদেশের অর্থয়ানে খাদ্য ও কোরবানীর গরু এবং সুখে দুখে রইব পাশে বুয়েট-৮৭ ব্যাচের ইউএস প্রবাসীদের পাঠানো নগদ ২লাখ ৫০ হাজার টাকা আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৫টায় চন্দপুর ইউনিয়নের বুঝতলা মাদ্রাসা চত্তরে আসিয়াব সংস্থা পাবনার বাস্তবায়নে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করেন তালা-কলারোয় ১ আসনের সংসদ সদস্য প্রধান অতিথি এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তার সভাপতিত্বে প্রধান সমন্বয়ক যশোর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জান, আসিয়াব সংস্থার প্রোগ্রাম ম্যানাজার মুন্সি মাহবুবুর রহমানসহ ইউনিয়ান আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদেশ ফাউন্ডেশন ও নুরিশ বাংলাদেশের অর্থয়ানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামের হতদরিদ্র ২৫০টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ১ কেজি লবণ, ১লিটার সয়াবিন তেল, ২টি মাস্ক ও ১টি সাবান এবং ১৫টি কোরবানীর গরু বিতরণ করা হয়।
এছাড়া বুয়েট-৮৭ ব্যাচের ইউএস প্রবাসী বন্ধুদের পাঠানো নগদ ২লাখ ৫০ হাজার টাকা ৫০টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার করে বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়ার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ, কোরবানীর গরু ও নগদ অর্থ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30WjQ4I

দেবহাটা সদরে উপকারভোগীদের তালিকা যাচাই https://ift.tt/eA8V8J

দেবহাটা সুশীলন কর্তৃক সদর ইউনিয়নের ৮টি গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে কভার রেসপন্স কার্যক্রমের ২য় পর্যায়ের উপকারভোগীদের প্রাক-প্রাথমিক তালিকা যাচাই বাছাইয়ের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সভায় সম্ভাব্য উপকারভোগীদের প্রাক-প্রাথমিক তালিকা চুড়ান্ত করা হয়।
দেবহাটা ব্যুরো:

The post দেবহাটা সদরে উপকারভোগীদের তালিকা যাচাই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2BLhVYk

আশাশুনির আনুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ https://ift.tt/eA8V8J

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে এ চাল বিতরণ উদ্বোধন করেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগাক্রান্ত, দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারের ভিজিএফ খাদ্যশস্য (চাল) সহায়তা প্রদানের ভিজিএফ কার্ডধারীগণকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বিতরণকালে ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। আজ ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এভাবে প্রতিদিন ৩টি করে মোট ৯টি ওয়ার্ডে ভিজিএফ কার্ডধারীদের মাঝে এ চাউল বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শওকত হোসেন, রফিকুল ইসলাম, আলম প্রমুখ।আশাশুনি সংবাদদাতা:

The post আশাশুনির আনুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/339PgY2

মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচি https://ift.tt/eA8V8J

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন। বুধবার বেলা ১১ টার দিক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নবনির্মিত ভবনের সামনে নিজে হাতে বকুল ফুল গাছের চারা রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক জনাব রওশন আরা জামান।
এসময় সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নকিবুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সামিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মাছুম বিল্লাহ উপস্থিত ছিলেন। পরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.লিপিকা বিশ্বাসের সার্বিক আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গাছের চারা রোপণ করেন। পরে আলিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গেটের সামনে বকুল ফুলের চারা রোপণ করেন উপপরিচালক রওশন আরা জামান।নিজস্ব প্রতিনিধি:

The post মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2D39xUq

ভারতের সাবেক অধিনায়ক এখন দিনমজুর! https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেটাঙ্গনও। অনেক ক্রিকেটারই জীবিকা নির্বাহের প্রধানতম পথ হারিয়ে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন। এর সর্বশেষ উদাহরণ ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজেন্দ্র সিং ধামি। বর্তমানে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি!

উত্তরখন্ডের পিথোরাগড় জেলায় বাস করেন ধামি। তার শরীরের ৯০ শতাংশই প্যারালাইসিসের কারণে কাজ করে না। এতদিন ক্রিকেট খেলে যে আয় হতো তা দিয়ে সংসার চালাতেন। কিন্তু করোনার কারণে ক্রিকেট খেলা বন্ধ থাকায় নিজের পেট চালানোই তার জন্য দায় হয়ে পড়েছে। ফলে স্থানীয় একটি উন্নয়ন প্রকল্পে পাথর ভাঙার কাজ করছেন ধামি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন এই ক্রিকেটার। ধামি বলেন, ‘মার্চে কোভিড-১৯ লকডাউন ঘোষণা করার সময় আমি রুদ্রপুরে অনুশীলন করছিলাম। এরপর নিজ গ্রাম রায়কোটে চলে আসি। আমি ভেবেছিলাম লকডাউনটা অল্প কদিনের জন্য, কিন্তু এটা অনেক দীর্ঘ হয়। মূলত তখন থেকেই আমার পরিবারে সমস্যার শুরু।’

পরিবারে ধামি ছাড়াও তার ভাই এবং ষাটোর্ধ্ব বয়সী দিনমজুর বাবা উপার্জন করতেন। কিন্তু করোনার কারণে সব বন্ধ থাকায় তারাও এখন কর্মহীন। তাই অনেকটা বাধ্য হয়েই পাথর ভাঙার কাজ শুরু করেছেন এই ক্রিকেটার।

এ ব্যাপারে ধামি বলেন, ‘আমার এক ভাই আছে, সে হোটেলে কাজ করতো। লকডাউনের কারণে তাকে বাড়িতে চলে আসতে হয়। এছাড়া আমার বৃদ্ধ বাবার পক্ষে এখন দিনমজুরের কাজ করা সম্ভব নয়। তাই আমিই কাজটা করছি।’

এমতাবস্থায় সরকারের কাছে সহায়তা চেয়েছেন ধামি। যোগ্যতা অনুযায়ী একটি চাকরি প্রত্যাশা করছেন তিনি। এ ব্যাপারে সরকারের কাছে অনুরোধ জানিয়ে ধামি বলেন, ‘আমাদের একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটা স্থগিত হয়ে গেছে। আমাকে যোগ্যতা অনুসারে একটা চাকরির ব্যবস্থা করে দিতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।’

The post ভারতের সাবেক অধিনায়ক এখন দিনমজুর! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2X8WpnF

এসব গাছ থাকলে ঘরে আর মশা ঢুকবে না https://ift.tt/eA8V8J

মশা তাড়ানোর জন্য সবাই নানা রকম স্প্রে, ধূপ, কয়েল ইত্যাদি ব্যবহার করে থাকেন। তবুও মশা ঘর থেকে যেতে চায় না। এই বর্ষাকালে মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। তাই মশা তাড়াতে ঘরোয়া উপাদানে ভরসা রাখুন।

> মশা তাড়ানোর একটা ভালো উপায় হলো রসুন। এর কড়া গন্ধে মশা আপনার ধারে কাছেও ঘেঁষবে না। এজন্য কয়েকটি রসুনের কোয়া একটু থেঁতো করে পানিতে ফুটিয়ে নিন। এরপর সেই পানি স্প্রে বোতলে ভরে ঘরে ছিটিয়ে দিন।

> ঘরের এক কোণায় কর্পূর জ্বালিয়ে ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর ঘরে গিয়ে একটাও মশা খুঁজে পাবেন না।

> পুদিনাও মশা দূরে রাখে। মশা তাড়াতে পুদিনাকে অনেক ভাবে ব্যবহার করা যায়। পুদিনার তেল ভেপোরাইজারে ব্যবহার করতে পারেন। বাড়ির বাইরে পুদিনা গাছ লাগালেও মশা মাছি দূরে থাকবে। এমনকি মিন্ট দেয়া মাউথ ওয়াশ পানির সঙ্গে মিলিয়ে ঘরে স্প্রে করতে পারেন।

> নিম তেল লাগালে শরীরে মশা কামড়াবে না। সমপরিমাণ নিম ও নারকেল তেল গায়ে মেখে নিন (শরীরের খোলা অংশে)। অন্তত আট ঘণ্টা আপনাকে আর মশা কামড়াবে না। নিম গাছ ঘরে রাখলেও উপকার পাবেন।

> তুলসি পাতা মশার ডিম এবং মশা মেরে ফেলে।জানালার কাছে তুলসি গাছ লাগান। বাড়ির কাছে তুলসি গাছ থাকলে মশা ঘরের ভিতর ঢুকবে না।

> টি-ট্রি অয়েল শরীরের খোলা অংশে লাগাতে পারেন বা কয়েক ফোঁটা তেল ভেপোরাইজারে দিয়ে ব্যবহার করতে পারেন। এই তেলের গন্ধ আর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদািন মশা তাড়িয়ে দেয়।

লাইফষ্টাইল ডেস্ক

The post এসব গাছ থাকলে ঘরে আর মশা ঢুকবে না appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2X7Jxhx

খুলনায় ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল আটটায় https://ift.tt/eA8V8J

খুলনায় ঈদ-উল-আযহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় টাউন জামে মসজিদে। এবারে করোনাভাইরাস সংক্রমণের কারণে উন্মুক্ত স্থানে বা মাঠে কোন ঈদের জামাত হবে না। খুলনায় পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূিচ গ্রহণ করা হয়েছে।
ঈদ-উল-আযহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় খুলনা টাউন জামে মসজিদে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। একই স্থানে দ্বিতীয় ও শেষ জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা (২য় ফেজ) বায়তুল্লাহ জামে মসজিদসহ খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে নিজেদের সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার সকল মসজিদে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আদায় করা যাবে।

সরকারি নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের জামাতের কাতারে দাঁড়াতে হবে। এক কাতার অন্তর এক কাতার করে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। মসজিদের অযুর স্থানে সাবান ও স্যানিটাইজার রাখতে হবে। মুসুল্লিদের বাসা থেকে অযু করে এবং মাস্ক পরে মসজিদে আসতে হবে। অযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো যাবে না। মসজিদে কার্পেট বিছানো যাবে না। মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে এবং মুসুল্লিগণ বাসা থেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। মসজিদের টুপি এবং জায়নামাজ ব্যবহার করা যাবে না। শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি, অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করা হবে।

ঈদের দিন সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনে সকালে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। জাতীয় পতাকা ও ঈদ মোবারক বাংলা ও আরবি খচিত ব্যানার দ্বারা শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ, সড়কদ্বীপ ও সার্কিট হাউজ সজ্জিত করা হবে।

ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা এবং স্থানীয় সংবাদপত্রসমূহ বিশেষ সংখ্যা প্রকাশ করবে। বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণকেন্দ্র ও দুস্থ কল্যাণকেন্দ্রে ঈদ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

ঈদে আইনশৃংঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও পকেটমারদের তৎপরতা বন্ধে বিভিন্ন স্থানে সাদা পোশাকধারী পুলিশ মোতায়ন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ঈদ-উল-আযহার সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক, ড্রাম বাজানো, রঙিন পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মটর সাইকেল চালানো যাবে না।

ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠানের সময় মুসল্লিদের অযুর জন্য টাউন জামে মসজিদ, কোর্ট মসজিদ ও নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদে খুলনা ওয়াসা পানির ব্যবস্থা রাখবে।

উপজেলাসমূহেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি অনুযায়ী ঈদ-উল-আযহা উদযাপন করা হবে।

তথ্যবিবরণী

The post খুলনায় ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল আটটায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30TZAAR

নজরুল ইসলামের সুস্থ্যতা কামনায় বাস্তহারালীগের দোয়া https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের আশু সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা আওয়ামী বাস্তহারালীগের আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী বাস্তহারালীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরাবাসীর জন প্রিয় নেতা মো. নজরুল ইসলামের আশু সুস্থ্যতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

The post নজরুল ইসলামের সুস্থ্যতা কামনায় বাস্তহারালীগের দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39CFFKL

Tuesday, July 28, 2020

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন https://ift.tt/eA8V8J

মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও পুলিশিং সেবা জনগণের দৌড় গোড়ায় পৌছে দিতে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে ওই বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথির বক্তব্যে (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, পুলিশিং সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌছে দিতে হবে। তবে এক্ষেত্রে যেন একজন সেবা প্রার্থীও হয়রানির শিকার না হয়। এমনটি হলে সংশি¬ষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
৫নং কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিংয়ের দায়িত্ব পেলেন এসআই সুবীর কুমার ঘোষ, এএসআই আসলাম সিকদার, এএসআই মোহাম্মদ সোহেল রানা।
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি:

The post কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CX5N6T

নগরঘাটায় জমে উঠছে কোরবানির শেষ পশুর হাট https://ift.tt/eA8V8J

আর মাত্র কয়েক দিন পর মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা পালিত হবে। তাই বাকী ঈদের দিনকে সামনে রেখে ক্রমেই জমে উঠছে তালা উপজেলার নগরঘাটার ঈদ পূর্ববর্তী পশুর হাট।
চার মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ১জুন থেকে তালা উপজেলা বিভিন্ন ছোট বড় শপিংমল, মার্কেট, বিপণী বিতান খুলে দেয়া হয়েছে। তবে করোনা রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কায় প্রথম দিকে মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। কিন্তু গত দুইদিন ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেটগুলোতে নারী-পুরুষের পাশাপাশি শিশু ক্রেতাদের আগমন বেড়ে চলেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সরেজমিনে দেখা গেছে নগরঘাটা পোড়ার বাজারের পশুহাটে ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভিড়। সামাজিক দূরত্ব মানতে প্রশাসনের নির্দেশ থাকলেও অনেকে মেনে চলছেন, অনেকে আবার মানছেন না। করোনা ভাইরাসের কারণে অনেকে আর্থিক সমস্যায় আছেন। তাই এই ঈদে অনেকে গরু কিনতে না পেরে ছাগল কোরবানি দেওয়ার জন্য নগরঘাটা পোড়ার বাজারে ঈদের শেষ হাটে ভিড় করছেন। কেনা-বেচা হচ্ছে ভাল।
বাজারে আসা ক্রেতা জুলফিকার আলি ভুট্ট বলেন, আজ হাটে প্রছুর পরিমাণ ছাগল উঠেছে, পছন্দও হয়েছে। দর-দাম ঠিক হলে দুইটি ছাগল কিনবো।
ব্যাপারী মফিজুল ইসলাম বলেন, বাজারে ক্রেতার সংখ্যা বেশি আছে। আমার একটি ছাগল ভাল দামে বিক্রয় করেছি। আরও দুইটি আছে দামাদামি চলছে, ভাল দামে বিক্রয় হবে বলে মনে হচ্ছে।
মো. মামুন হোসেন, নগরঘাটা (তালা):

The post নগরঘাটায় জমে উঠছে কোরবানির শেষ পশুর হাট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2X4sQ6M

কয়রায় করোনা আক্রান্ত ৩৬ https://ift.tt/eA8V8J

কয়রা উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যে দিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রুগির সংখ্যা। সাধারণ মানুষ মানছে না সামাজিক দূরত্ব। ক্রমান্বয়ে করোনা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম অঞ্চলে। গত ২৭ মে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রায় ২ মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ৩৬ জনে ঠেকেছে। এরমধ্যে স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, এনজিও কর্মীসহ দোকানের বিক্রয় প্রতিনিধিরাও রয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে উপজেলায় ২ জনের মৃত্যু ও ১৫ জন সুস্থ্য হয়েছে।
কয়রা (খুলনা) প্রতিনিধি:

The post কয়রায় করোনা আক্রান্ত ৩৬ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Ded2HD