Monday, May 31, 2021

বিশ্ব দুগ্ধ দিবস আজ https://ift.tt/eA8V8J

আজ বিশ্ব দুগ্ধ দিবস। ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্ত করাকে উৎসাহিত করতে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর এ বছর দেশব্যাপী দিবসটি পালন করছে। এর অংশ হিসেবে ১ থেকে ৭ জুন পর্যন্ত ‘দুগ্ধ সপ্তাহ’ পালিত হবে। এর অংশ হিসেবে সোমবার ০১ জুন থেকে ০৭ জুন পর্যন্ত দুগ্ধ সপ্তাহ পালন করবে সংস্থাটি। আজ বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এদিন সকালে রাজধানীর খামারবাড়ি মোড়সহ অন্যান্য স্থানে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম, টি-শার্ট বিতরণ ও দরিদ্রের দুধ খাওয়ানো কর্মসূচি পালন করা হবে। একইদিন বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উপলক্ষে প্রাণীসম্পদ অধিদফতর ও জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
বিশ্বজুড়ে দুধ একটি স্বীকৃত পুষ্টিকর খাবার। এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মানুষকে নিয়মিত দুধ পান করার পরামর্শ দেয়। দুধে আছে ক্যালসিয়াম, যা হাড় ও দাঁতের গঠনের জন্য জরুরি। দুধের আমিষ শরীরে শক্তি জোগায়। দুধ মানুষের শরীরে পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন ডি, ভিটামিন বি১২, ভিটামিন এ, জিংকসহ নানা ধরনের পুষ্টি উপাদানের জোগান দেয়।
পুষ্টিবিদরা বলছেন, করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবকালে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে নিয়মিত দুধের মতো পুষ্টিকর খাবার খাওয়া দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী একজন মানুষের দৈনিক গড়ে ২৫০ মিলিলিটার দুধ পান করা উচিত। কিন্তু তার চেয়ে অনেক কম দুধ পান করে বাংলাদেশের মানুষ। বিশেষজ্ঞদের মতে, এ দেশের মানুষ প্রয়োজনের তুলনায় তিন ভাগের এক ভাগ দুধ পান করে।
প্রাণিসম্পদ অধিদফতরের হিসাবে, দেশে দৈনিক মাথাপিছু দুধ গ্রহণের পরিমাণ ১৬৫ মিলিলিটার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী, মাথাপিছু দৈনিক দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণের পরিমাণ ২৭ গ্রামের কিছু বেশি।
বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরামের (বিডিডিএফ) তথ্য মতে, গত ১০ বছরে দেশে তরল দুধের উৎপাদন চার গুণেরও বেশি বেড়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।

The post বিশ্ব দুগ্ধ দিবস আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uBAIKL

ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত https://ift.tt/eA8V8J

৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা দেখা দেওয়ায় নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে কোথাও দুই নম্বর সতর্ক সংকেত, কোথাও এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।  এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়েছে-মঙ্গলবার (০১ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

The post ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uIxoxr

আশাশুনি সদরে খাদ্য সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন।

The post আশাশুনি সদরে খাদ্য সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yOL1i7

দেবহাটায় ঘের থেকে মাছ চুরির অভিযোগে একজন আটক: মুচলেকায় মুক্ত https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুরের মৎস্যঘের থেকে মাছ চুরির অভিযোগে মনিরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। আটককৃত মনিরুল ইসলাম নাজিরের ঘের এলাকার আনছার উদ্দীন মোড়লের ছেলে এবং উত্তর সখিপুর শেখপাড়া গ্রামের বর্তমান বাসিন্দা। সোমবার ভোর রাতে সখিপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর সখিপুর বিলে একটি মৎস্য ঘেরে মাছ চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে ইউপি সদস্যকে বিষয়টি জানালে ধৃত মনিরুলকে গ্রাম পুলিশদের সহায়তায় ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করলে ঘের ব্যবসায়ী ও গ্রামবাসীর মতামতের ভিত্তিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

The post দেবহাটায় ঘের থেকে মাছ চুরির অভিযোগে একজন আটক: মুচলেকায় মুক্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yQLP6c

রমজাননগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা https://ift.tt/eA8V8J

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১০টায় রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হায়াত আলী, প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মো: আব্দুল মাজেদ, মো: মহাসীন গাজী, মো: আব্দুল হামিদ লাল্টু, মো: ফারুক হোসেন, ইউপি সদস্যা মোছা: জয়নুর বেগম, মোছা: কুলসুম বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় চেয়ারম্যান শেখ আল মামুন উপস্থিত সকলের সামনে ২ কোটি ৩৪ লক্ষ ৫৬ হাজার ৭৮১ টাকার বাজেট ঘোষণা করে সকলের সহযোগিতা কামনা করেন।

The post রমজাননগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fBrFpd

কলারোয়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্যা আমীর হোসেনের মতবিনিময় https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোল্যা আমীর হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোল্যা আমীর হোসেন কেন্দ্র থেকে ওএমআর স্ক্যান করে পরীক্ষার্থীর তথ্য অনলাইনে প্রেরণ, ভিডিও ক্লাস আপলোড ও প্রশ্নব্যাংকে প্রশ্ন আপলোড বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যশোর বোর্ডকে দুর্নীতিমুক্ত বোর্ড হিসেবে ঘোষণা দেন এবং শিক্ষকদের যে কোন সমস্যায় সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। এছাড়া, এখন থেকে বোর্ডের যে কোন কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার জন্য অনুরোধ করেন। বিদ্যালয়ের সভাপতি ইউপি সদস্য মো: নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুন হাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, জয়ন্ত কুমার, গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার, শিক্ষা যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান এর সহধর্মিণী, শিক্ষা বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, সিদ্ধেশ্বর চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যনিজিং কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

The post কলারোয়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্যা আমীর হোসেনের মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uxcnpH

কলারোয়ার রায়টায় সরকারি রাস্তার দখল করে প্রচীর নির্মাণের অভিযোগ https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের জনৈক রানা তার বাড়ির সমানে সরকারি রাস্তার কিছু অংশ দখল করে পাকা প্রচীর নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকালে ওই গ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী মুনছুর আলী জানান, তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। রানা নামের ওই ব্যক্তি গায়ের জোরে সরকারি রাস্তার কিছু অংশ দখল করে পাকা প্রচীর নির্মাণ করেছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তাকে রানা জানায়, জমি মাপজরিপ করে সরকারি রাস্তায় প্রাচীর পড়ে তাৎক্ষণিকভাবে ভেঙে নেয়া হবে। সেই থেকে ওই রাস্তায় আর মাপজরিপ করা হয়নি। যে কারণে প্রচীর রাস্তার উপরে রয়েছে। এদিকে এই প্রাচীর নির্মাণ করায় ওই রাস্তা দিয়ে বর্তমানে একটি ভ্যান গাড়ীও যেতে পারছেনা। এঘটনায় গ্রামবাসী সরেজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থান গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপ কামনা করেছেন।

The post কলারোয়ার রায়টায় সরকারি রাস্তার দখল করে প্রচীর নির্মাণের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uBmx8J

সাতক্ষীরা শ্যামনগরে বন্যার্তদের মাঝে খাদ্য উপহার দিলেন নাফিজা আনজুম খান https://ift.tt/eA8V8J

ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এবং আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের হাজারো মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে। ৩১ মে (সোমবার) দুপুর ২টা থেকে শ্যামনগর উপজেলার নওয়াবেকি বাজার থেকে এ কার্যক্রম শুরু করেন নাফিজা আনজুম খান। তিনি ঢাকা থেকে সাতক্ষীরা উপকূলের মানুষের জন্য এ খাদ্য সামগ্রী নিয়ে আসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান স্বেচ্ছাসেবকবৃন্দ। এসময় নাফিজা আনজুম খান বলেন- আমি সবসময় চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে সহযোগিতার জন্য অনেক মানুষ আমার ডাকে সাড়া দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা এইভাবে আমার ডাকে অসহায় মানুষের পাশে থাকবে সব সময়-এটাই আমার প্রত্যাশা। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরা শ্যামনগরে বন্যার্তদের মাঝে খাদ্য উপহার দিলেন নাফিজা আনজুম খান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SMxCX5

যবিপ্রবির ল্যাবে স্থানীয় ৮ জনের শরীরে করোনার ভারতীয় ধরণ শনাক্ত https://ift.tt/eA8V8J

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোরের স্থানীয় ৮ জন রোগীর শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরণ শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কারোরই ভারতে যাওয়ার কোনো সম্পর্ক বা ইতিহাস নেই। তাঁদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন নারী। তাদের সকলের বয়স ৫৬ বছরের নিচে।

যবিপ্রবির জিনোম সেন্টারে আজ সোমবার জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে একদল গবেষক সিকুয়েন্সির মাধ্যমে করোনা ভাইরাসের ভারতীয় এ ধরণ শনাক্ত করেন। ইতিমধ্যে ভারতীয় ধরণ শনাক্তের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, যশোরের স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

জিনোম সেন্টার থেকে জানানো হয়েছে, গত ২৯ মে ৪ জনের নমুনা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩ জনের নমুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং অপরজনের নমুনা ঝিকারগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যবিপ্রবির ল্যাবে পাঠানো হয়। সম্প্রতি ভারত ফেরত কোয়ারিন্টিনে থাকা পরবর্তী সময়ে পজিটিভ হওয়ার হার যশোর জেলায় গড়ে ১০ শতাংশ থেকে ১৯ শতাংশে উন্নীত হওয়ায় স্থানীয় সংক্রমন হয়েছে কি না সেটি জানার জন্য স্থানীয় ৩৬ জনের নমুনা সিকোয়েন্সিং করে ভারতীয় ধরণ শনাক্ত করা হয়।

যবিপ্রবির গবেষক দলটি জানান, ই১.৬১৭.২ নামের ধরণটি জিনোম সেন্টারে শনাক্ত করা হয়েছে। গত ৮ মে যবিপ্রবির ল্যাবে সর্বপ্রথম ২ জন করোনা রোগীর নমুনায় ভারতীয় এ ধরণ শনাক্ত করা হয়। যাশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ভারত ফেরত ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা পজিটিভ পায়। ভারত ফেরত রোগীদের মধ্যে ৭ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়ান্ট ই.১.৬১৭.২ পাওয়া যায়। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ হয়েই দেশে আসেন। কেউ কেউ উপসর্গহীন অবস্থায়ও পজিটিভ হন। যবিপ্রবির ল্যাবে এ পর্যন্ত ভারত ফেরত ও স্থানীয়সহ ১৫ জনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরণ শনাক্ত করা হলো।

গবেষক দলটি জানিয়েছে, গত ২০ ডিসেম্বর এ ধরণটি সর্বপ্রথম ভারতে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত এ ধরণটি ইতোমধ্যে বিশে^র ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরণটিসহ সকল ভারতীয় ধরণকে উদ্বেগের ধরণ বলে আখ্যা দিয়েছে। ইতোমধ্যে ভারতীয় এ ধরনটি  যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে গেছে। তাঁরা জানিয়েছেন, ফাইজারের ভ্যাকসিন অন্যন্য টিকার তুলনায় ৩ থেকে ৬ গুণ অকার্যকর। ভারতের একটি হাসপাতালে এটি ৪৮ ভাগ পর্যন্ত এটি শনাক্ত হয়েছে। অ্যাস্ট্রোজেনেকা টিকার ক্ষেত্রে এটি ৬০ ভাগ কার্যকর। তাঁদের মতে, ভারতীয় এ ধরণটি ৫০ শতাংশের বেশি সংক্রমনের সক্ষমতা রাখে। ভ্যাকসিন পরবর্তী ‘সেরাম এবং মনোক্লোনাল অ্যান্টিবডি’ এ ধরণকে কম শনাক্ত ও নিষ্ক্রিয় করতে পারে। সুতরাং মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সীমান্তবর্তী জেলাগুলোর অধিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনার সুপারিশ করছে গবেষক দলটি।

গবেষক দলটি ভারত থেকে আগত সবাইকে করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া ভারতীয় ধরণ শনাক্ত হওয়ায় সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ, বাণিজ্যিক বা অন্য কোনো কারণে চালক ও সহকারীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও পরীক্ষা করার প্রয়োজন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত বছর এপ্রিল হতে করোনা পরীক্ষা করছে। তার পাশাপাশি করোনার ভ্যারিয়ান্ট নিয়েও কাজ করছে। ভারতীয় নমুনায় পজিটিভ হওয়া মাত্র তার প্রথমে স্যাংগার সিকুয়েন্সিং করা হয়। সেখানে প্রাথমিক ধারনা পেলেই সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়। তারপর হোল জিনোম সিকোয়েন্সিং করে করোনার ধরণ শনাক্ত করা হয়।

জিনোম সেন্টারে ভারতীয় ধরণ শনাক্তকরণের গবেষক দলের অন্যান্য সদস্যরা হলেন- ড. তানভীর ইসলাম, ড. হাসান মোহাম্মদ আল-ইমরান, অভিনু কিবরিয়া ইসলাম, শোভন লাল সরকার, এ. এস. এম. রুবাইয়াত-উল-আলম, মো: সাজিদ হাসান, আলী আহসান সেতু প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

 

The post যবিপ্রবির ল্যাবে স্থানীয় ৮ জনের শরীরে করোনার ভারতীয় ধরণ শনাক্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i2wvNP

সাতক্ষীরার মোমিনুর রশিদ শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সন্তান মোঃ মোমিনুর রশিদ শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের আব্দুল কাদের মোড়লের পুত্র তিনি। তিনি ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

The post সাতক্ষীরার মোমিনুর রশিদ শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2RX7by1

১২ জেলায় নতুন ডিসি: মোহাম্মদ হুমায়ুন কবির আসছেন সাতক্ষীরায় https://ift.tt/3wFRnyc

 দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে ডিসি নিয়োগ দিয়ে সোমবার (৩১ মে) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন মোহাম্মদ হুমায়ুন কবির।

The post ১২ জেলায় নতুন ডিসি: মোহাম্মদ হুমায়ুন কবির আসছেন সাতক্ষীরায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wQa0zP

একদিনে আরো ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৮ লাখ ছাড়িয়েছে https://ift.tt/eA8V8J

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭১০ জন। মোট শনাক্ত ৮ লাখ ৫৪০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৫৬৭জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ১৭৮ট নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

The post একদিনে আরো ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৮ লাখ ছাড়িয়েছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3p7qPmU

শ্যামনগরে গৃহবধুকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যার প্রচার: স্বামীসহ ছয়জনের নামে মামলা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: যৌতুকের দাবিতে এক অন্তঃস্বত্বা গৃহবধুকে নির্যাতন চালিয়ে হত্যার পর গলায় ওড়ান জড়িয়ে আত্মহত্যার প্রচার দেওয়ার অভিযোগে স্বামীসহ ছয়জনের নামে মামলা দায়ের করা হয়েছে। খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশি গ্রামের মোকছেদ শেখ বাদি হয়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। বিচারক গোলাম আযম তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেসটিগেশন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মোস্তফা গাজীর ছেলে মারুফ বিল্লাহ, মুনসুর গাজীর ছেলে মোস্তফা গাজী, তার স্ত্রী ফরিদা পারভিন, জিএম মহিবুল্লাহ, কয়রা উপজেলার বেদকাশি গ্রামের বাচ্চু ঢালী ও তার স্ত্রী আলেয়া বেগম।

মামলার বিবরণে জানা যায়, দু’ বছর আগে খুলনার কয়রা উপজেলার বেদকাশি গ্রামের মোকছেদ শেখের মেয়ে সাদিয়া খাতুনের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মোস্তফা গাজীর ছেলে মারুফ বিল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে মারুফ বিল্লাহ ও তার পরিবারের সদস্যরা সাদিয়াকে নির্যাতন করতো।

সাদিয়া বর্তমানে অন্তস্বত্বা ছিল। গত ১৫ মে বিকেল ৬টার দিকে সাদিয়া বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করায় কাঠ ও বাঁশের লাঠি দিয়ে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশের গলায় ওড়না পেচিয়ে রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার দেওয়া হয়।

পরদিন খবর পেয়ে মেয়ের লাশ দেখার পর থানায় এজাহার দিলেও জিএম মহিবুল্লাহ এ ঘটনায় থানায় ৮নং অপমৃত্যু মামলা করেছেন বলে নতুন করে মামলা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন। থানা মামলা না নেওয়ায় আদালতে মামলা করা হয়। সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. অসীম কুমার মন্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

The post শ্যামনগরে গৃহবধুকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যার প্রচার: স্বামীসহ ছয়জনের নামে মামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i5OumA

আম্পানে ক্ষতিগ্রস্থ কলারোয়ায় আম চাষিরা পেল সরকারি প্রণোদনায় ৪% মুনাফায় ঋণ https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় আম্পানে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক আম চাষীদের আর্থিক সমস্যা মেটাতে সরকারি প্রণোদনায় (৪% মুনাফায়) বিনিয়োগ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ( ৩১ মে) সকালে পৌরসভার হলরুমে নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরনী চক্র ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে (সাসটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজ) সফল প্রকল্পের বাস্তবায়নে সল্প মুনাফায় বিনিয়োগের এসব অর্থ কৃষকদের মাঝে বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও প্রান্তিক আম চাষীদের কৃষিকাজে আর্থিক সমস্যা মেটাতে সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান গুলো থেকে প্রণোদনা প্রাপ্তিতে কার্যকারী সহযোগিতা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সরকারের প্রণোদনা সহায়তার আওতা (৪% মুনাফায়) সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সহযোগিতায় এ অঞ্চলের ৪৪ জন আম চাষিদের মাঝে প্রায় ৫৭ লক্ষ টাকা ঋণ প্রদানের প্রস্তাব দেয়া হয় যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক আলোচনা সাপেক্ষে অনুমোদন পায়। এই ৪৪ জন চাষির মধ্যে আজ প্রথম ধাপে ১৯ জন (মোট ১৮.৬ লক্ষ টাকা) প্রণোদনা পাচ্ছে এবং বাকিরা আগামী সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। স্বল্প মুনাফায় (৪% হারে) ঋণের এ অর্থ চাষিরা ১ বছর ৬ মাসের মধ্যে পরিশোধ করতে পারবে।

সাশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরার সহযোগিতায় কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরার এভিপি এন্ড ম্যানেজার রাশিদুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কমোডিটি ম্যানেজার কৃষিবিদ ড: নাজমুননাহার, উত্তরণ ও সফল প্রকল্পের খুলনা অঞ্চলের প্রকল্প ব্যাবস্থাপক কৃষিবিদ ইকবাল হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার সাপ্লাই চেইন কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, উত্তরণ সাপ্লাই চেইন অফিসার শহীদুল ইসলাম প্রমূখ।

উপজেলার হেলাতলা ইউনিয়নের আম চাষি নজরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবের পর করোনার প্রাদূর্ভাবে কৃষি কাজে আর্থিক অবস্থার খুবই নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। প্রান্তিক কৃষকদের মাঝে স্বল্প মুনাফার এ ঋণ অনেক বড় পাওয়া যা কৃষি ও দেশের অর্থনৈতিক অবস্থাকে আরও প্রবৃদ্ধি অর্জন করতে সহায়তা করবে।

উল্লেখ্য, সফল প্রকল্পটি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার ৭৫ হাজার দরিদ্র ও প্রান্তিক কৃষকের সবজি-ফল মাছ ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও টেকসই বাজারজাতকরণের লক্ষ্যে ২০১৩ সাল থেকে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে চলেছে।

The post আম্পানে ক্ষতিগ্রস্থ কলারোয়ায় আম চাষিরা পেল সরকারি প্রণোদনায় ৪% মুনাফায় ঋণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uzpHcT

সাতক্ষীরায় এখনই লকডাউন নয়, জেলায় করোনা রেড এলার্টের আওতায় রয়েছে https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: ‘এখনই লকডাউন নয়’ সবদিক বিবেচনা করে আগামী ৩ জুন তারিখের মিটিংয়ে সাতক্ষীরায় লকডাউন হবে কি হবে না সে সম্পর্কে জেলা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি জানান, করোনা সংক্রমন রোধে সাতক্ষীরা জেলায় বেশকিছু বাধা নিষেধ আরোপ করা হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক। এতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উপ-পরিচালকসহ কর্মকর্তারা।

সভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে অবৈধ লোকজনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এজন্য সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা সাতক্ষীরা সদর, কলারোয়া, কালিগঞ্জ, দেবহাটা এবং শ্যামনগরের কৈখালি ইউনিয়ন সংলগ্ন সীমান্ত পাহারায় স্থানীয়ভাবে প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকছেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, বিজিবি প্রতিনিধি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ।

প্রতিরক্ষা কমিটি সীমান্তের চোরাচালানী, মানুষ পাচারকারী এবং অবৈধ যাতায়াতকারীদের চিহ্নিত করবে। একইসাথে তাদের বাড়িঘর এবং চলাফেরার ওপর কড়া নজরদারি রাখা হবে। এ প্রসঙ্গে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, বিজিবি সদস্যরা কয়েক সপ্তাহ যাবত সাতক্ষীরা সীমান্ত দিয়ে লাগাতার টহল চালিয়ে যাচ্ছেন। অবৈধ লোকজনের যাতায়াত রোধে এই সপ্তাহ পালিত হচ্ছে। তিনি বলেন, প্রথমদিকে কয়েকজন লোককে গ্রেপ্তার করা হলেও বর্তমান সময়ে অবৈধ যাতায়াত দৃশ্যমান হচ্ছে না।

জেলা প্রশাসক বৈঠকে আরও বলেন, সাতক্ষীরা জেলা করোনা রেড এলার্টের আওতায় রয়েছে। এছাড়া সীমান্ত গলিয়ে লোকজনের অবৈধ পারাপার রোধ করতে বিজিবি মাঠে রয়েছে। তিনি জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন আসা ৩০০ পন্যবাহী গাড়ির ৫ শতাধিক চালক ও হেলপার যাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে না পারে সে ব্যাপারেও বাধানিষেধ জারি করা হয়েছে।

এদিকে করোনা সংক্রমন রোধে প্রত্যেককে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে ভ্রাম্যমান আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করতে পারবে। বৈঠকসূত্র আরও জানিয়েছে, বর্তমান করোনা সংক্রমনের হার কতটা তা নিশ্চিত করে আগামী ৩ জুন তারিখে সাতক্ষীরা জেলায় লকডাউনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, সাতক্ষীরায় আজ দুপুর পর্যন্ত ১৩৫ জন করোনা রোগী রয়েছেন। তাদের মধ্যে ৫৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা রোগীর ধারন ক্ষমতা না থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

The post সাতক্ষীরায় এখনই লকডাউন নয়, জেলায় করোনা রেড এলার্টের আওতায় রয়েছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ibl4n7

বেনাপোল ১৬৭ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ৫৬ জনের https://ift.tt/eA8V8J

এম এ রহিম, বেনাপোল (যশোর): দিন যতই যাচ্ছে বেনাপোল সীমান্তে করোনা সংক্রমনে আক্রান্তের হার বাড়ছে। গত এক বছরে যেখানে শার্শা-বেনাপোলে মোট আক্রান্তের পরিমান ছিল ৩৯০জন। সেখানে গত ২০দিনে আক্রান্ত হয়েছে ৫৬জন। ১৬৭জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ আসে ৫৬ জনের। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় আসে এ রিপোর্ট। ১০মে থেকে শুরু হয় পরীক্ষা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম জানান, বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত থেকে আসছে পাসপোর্ট যাত্রী। বেনাপোলের বিভিন্ন হোটেলে অধিকাংশ যাত্রীর প্রাতষ্টানিক কোয়ারেনটাইন করা হচ্ছে। পাসপোর্ট যাত্রীসহ স্থানীয়দের উপজেলাতে করোনার পরীক্ষায় শনাক্তের হার বাড়ছে। করোনা সু’রক্ষায় জোর দিচেছন স্বাস্থ্য বিভাগ।

ইমিগ্রেশন ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, ২৬এপ্রিল সীমান্ত বন্ধের পর গত ৩৪দিনে ভারত থেকে বেনাপোল স্থলপথে দেশে ফিরেছে ৪১শ’ ২জন। ১৫জন করোনা পজেটিভ। এসময়ে লাশ হয়ে ফিরেছে২০জন। দেশে ফিরে পজিটিভ ধরা পড়েছে আরো ১৬জনের। বেনাপোলে হোটেল, বন্দর,ব্যাবসা প্রতিষ্টান ও ব্যাংক গুলোতে মানছে না করোনা সু রক্ষা ও সামাজিক দুরত্ব। ফলে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেনাপোল বন্দর ও ইমিগ্রেশন খোলা থাকায় বাড়ছে করোনা ঝুকি। নেই ভ্রাম্যমান আদালতের অভিযান। পোর্ট ও শার্শা থানা পুলিশ করোনা সু’রক্ষায় কাজ করলেও বাড়ছেনা গণসচেতনতা। লকডাউন ছাড়ায় প্রশাসনের কঠোর নজরদারীর দাবী বন্দরবাসির।

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান দেশ ও জাতির স্বার্থে পোর্ট খোলা রাখা হলেও ভারত থেকে আসা ড্রাইভার ও হেলপারদের গতিবিধি সর্বচ্ছ গুরুত্ব দিতে হবে। কোন ভাবেই বন্দরের বাহিরে প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে। ভারত থেকে আসা যাত্রীদের সব রকমের সুযোগ সুবিধা দেখবেন বন্দর সংশ্লিষ্টরা। ব্যাবসায়িদেরকে আরো করোনা সু রক্ষা মেনেই কাজ করতে হবে বলে জানান তিনি।

ভয়াবহ এ মুহুর্ত থেকে রক্ষা পেতে হলে গন সচেতনতা বৃদ্ধি সহ ম্যাক্সপরিধান ও সেনিটাইজারসহ সামাজিক দুরত্ব মানতে হবে। মতিয়ার রহমান আরো বলেন ব্যাক্তিগত ভাবে তিনি করোনা সু রক্ষায় স্প্রে, মাক্সও সেনিটাইজার বিতরন অব্যাহত রেখেছেন। সাধ্য অনুযায়ি করছেন সহযোগিতা। সাংগঠনিকভাবে ও বিভিন্ন এনজিও সংগঠনকে করোনা সু রক্ষায় এগিয়ে আসার আহব্বান জানান তিনি।

তবে ভারতে আটকে থাকা যাত্রীরা দেশে ফেরার করুন আর্তি জানান সরকারের কাছে। ভারত থেকে ফেরা যাত্রী গোপালগজ্ঞের নিখিল চন্দ্র ও ঔশি বিশ্বাস জানান, ভারতে চিকিৎসা করতে যেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। নেই টাকা, অতিষ্ট ভারতের স্বজনেরা। ভারতে লকডাউনে চলেনা পরিবহন। জেলের ন্যায় কষ্টে ছিলেন তারা। যারা আসতে পারেনি তাদেরকে মুক্তির দাবী জানান সরকারের কাছে। দেশে ফেরায় স্বস্তির কথা জানান তারা।
বন্দর উপ পরিচালক মামুন তরফদার জানান করোনা সু রক্ষা মেনেই বন্দর দিয়ে আমদানি রপ্তানি সচল রাখার চেষ্টা করছেন তারা। স্বারাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসলেই বিস্তারিত জানাতে পারবেন তিনি। তবে এখনও পর্যন্ত পোর্ট বন্ধের সরকারি অফিসিয়ালি কোন নির্দেশনা পায়নি তারা।

নাভারন সার্কেল যশোর সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান জানান করোনা সু রক্ষায় সব এজেন্সির সদস্যদের নিয়ে মনিটরিং সহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তবে বেনাপোল শার্শা সহ বিভিন্ন এলাকায় গণ সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। সবাইকে সু রক্ষা মানার আহব্বান জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম আরো জানান ৩০ মে ৪৭জনের পরীক্ষা করে পজেটিভ এসেছে ২জন। তবে ল্যাবে পরীক্ষায় সনাক্তর হার কমছে বলে জানান তিনি। চলতি সপ্তাহে করোনা সনাক্তের হার বাড়ায় সবাইকে সুরক্ষা মেনে চলার উপর জোরদেন তিনি।

The post বেনাপোল ১৬৭ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ৫৬ জনের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uAQypg

সাতক্ষীরাসহ ‘সীমান্তবর্তী ৭ জেলায় দ্রুত লকডাউনের নির্দেশনা প্রধানমন্ত্রীর’ https://ift.tt/eA8V8J

সীমান্তবর্তী সাত জেলায় দ্রুত বিশেষ লকডাউনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মন্ত্রী পরিষদ সচিবকে লকডাউন দেওয়ার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিসভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্‌বেগজনক। এই জেলাগুলোতে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে, তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।’

এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের টিকা এলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনা টিকা আসবে মোট দেড় কোটি। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে তিন মাসে আসবে এই টিকা। এই টিকা প্রথমেই অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’

এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী জানান, রাশিয়ার টিকার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই তা রাশিয়ায় পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আজ ফাইজারের যে টিকা আসবে, তা যাদের রেজিষ্ট্রেশন আছে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। গত শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করে।

The post সাতক্ষীরাসহ ‘সীমান্তবর্তী ৭ জেলায় দ্রুত লকডাউনের নির্দেশনা প্রধানমন্ত্রীর’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yMwVxE

খুলনায় মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতার বড়ই অভাব https://ift.tt/eA8V8J

খুলনা প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে করোনা ভয়ানক আকার নিয়েছে। আক্রান্ত হওয়ার পাশাপাশি বহু মানুষ মারা যাচ্ছেন। কিন্তু মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতার বড়ই অভাব। সচেতনতার জন্য নানা উদ্যোগের কথা বলা হচ্ছে৷ বলা হচ্ছে কার্যকর ব্যবস্থার কথা৷ কিন্তু এত আয়োজনের মাঝেও আছে বিভ্রান্তি৷ আছে ‘অতি সচেতনতার’ বাড়াবাড়ি৷
সচেতনতার অভাব, স্বাস্থ্যবিধি না মানাসহ নানা করণে খুলনা জেলায় কোভিড আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে শঙ্কিত জেলার চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে সংক্রমণ ও বাড়ছে মৃত্যু । করোনা আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাচ্ছে। অথচ এখন চূড়ান্ত অসচেতন ভাবে চলাফেরা করছে সাধারণ মানুষ। মাস্ক ছাড়া বহু মানুষকে বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব কেউ মানছেন না।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের (১ থেকে ৩০ মে) বিভাগে ২ হাজার ৯২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে শনাক্ত ১ হাজার ৯৪ জনই খুলনা জেলার। তার মধ্যে আবার খুলনা শহরের ৯৪৮ জন। এ সময়ে খুলনায় মারা গেছেন ২৫ জন। তাদের মধ্যে মহানগরীর ২০ জন।

জেলায় মাসের প্রথম ১৫ দিনে (১ থেকে ১৫ মে) ৪শ’৪৬ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে নগরীর ৩শ’ ৯৫ জন। এ সময়ে মারা যান ১২ জন। এরপরের ১৫ দিনে (১৬ থেকে ৩০ মে) পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৪৮ জন। এর মধ্যে নগরীর ৫৫৩ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে রোগীর সংখ্যা বর্তমানে ৭০ জন।

করোনা প্রতিরোধ ও চিকিৎসা কমিটির খুলনার সমন্বয়কারী ডাঃ মেহেদী নেওয়াজ বলেন, আগের করোনার চেয়ে বর্তমান করোনা শক্তিশালী। ফলে বর্তমান করোনার বৈশিষ্টের কারণেই বেশি রোগী মারা যাচ্ছে। এছাড়া কঠোর স্বাস্থ্যবিধি না মানা সহ একাধিক কারণ রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশিদা সুলতানা বলেন, এপ্রিলের শুরুর থেকে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। মে মাসের শুরুর দিকে কিছুটা কম থাকলেও ঈদের পরে ফের আবার বেড়েছে।

উল্লেখ্য, খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭২ জন। এদিকে জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ১৭৪ রোগীর মধ্যে খুলনা নগরেই শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৪। অর্থাৎ জেলার প্রায় ৮১ শতাংশ রোগীই খুলনা নগরের। খুলনা নগরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৩৬ জন।

The post খুলনায় মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতার বড়ই অভাব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gcM0jN

পাইকগাছায় স্ত্রীকে হত্যা মামলার চার আসামী গ্রেপ্তার হয়নি, শাস্তির দাবিতে মানববন্ধন https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: নির্যাতন চালিয়ে হত্যার ঘটনার চার মাস ১৪ দিন পর অবশেষে মৃতের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খুলনার পাইকগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহারিয়ার কবীরের উপস্থিতিতে সোমবার সকাল ১০টায় উপজেলার চাঁদখালি ইউনিয়নের কালুয়া গ্রাম থেকে এ লাশ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার উপপরিদর্শক তাপস কুমার দত্ত, উপপরিদর্শক বন্দনা রানী পাল, উপপরিদর্শক নিরুপম নন্দী, উপপরিদর্শক আল আমিনসহ কালুয়া, লক্ষীখোলা, কাটাবুনিয়া, ব্দাুড়িয়া, গজালিয়া, হাড়িয়ারডাঙা, কমলাপুর ও মৌখালি এলাকার কয়েক হাজার এলাকাবাসী।

এদিকে ভাটা শ্রমিকের মেয়েকে হত্যা ও ছোট মেয়েকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে দক্ষিণ গজালিয়া বাজারে মানববন্ধন করেছে গ্রামবাসি। মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, চাঁদখালি ইউপির প্যানেল চেয়ারম্যান আক্কাজ ঢালী, কলেজ ছাত্র শাহীন আলম, মাছুম বিল্লাহ, মানবাধিকার কর্মী মুনসুর আলী, যুবলীগ নেতা বিএম ইকরামুল ইসলাম, নিহতের পিতা প্রমুখ।

মানববন্ধন চলাকালে নিহতের পিতা বলেন, তার মেয়েকে হত্যা করা হলেও থানায় অভিযোগ করলেও পুলিশ আসেনি। পরে ৯৯৯ এ ফোন করেন। তার বড় মেয়ে হত্যাকারি ও ছোট মেয়েকে অপহরণের পর ধর্ষণকারি মশিয়ারের আত্মীয় উপজেলা ভাইস চেয়ারম্যান সিহাবউদ্দিন ফিরোজ বুলুর কারণে চার আসামী এখনো গ্রেপ্তার হয়নি। এমনকি আসামীরা প্রভাবশালী হওয়ায় ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেহনসিক প্রতিবেদন পরিবর্তন হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এক মেয়েকে হত্যা ও এক মেয়েকে অপহরণের পর দু’দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির জন্য রোববার রাতে শেষ সম্বল ১০ কাঠা জমি বন্ধক রেখেছেন। গ্রামবাসি তাকে সহযোগিতা করছেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি গভীর রাতে নির্যাতন চালিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালি ইউনিয়নের কালুয়া গ্রামের এক ভাটা শ্রমিকের মেয়ে ও একই গ্রামের ব্যবসায়ি মশিয়ার রহমানের স্ত্রীকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। প্রভাব খাটিয়ে বিষয়টি আত্মহত্যার প্রচার দিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

পরবর্তীতে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে গত ৪ মে মৃতের বাবা ভাটা শ্রমিক বাদি হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ৬ মে মামলার তদন্তকারি কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক তরুন কুমার দত্ত লাশ উত্তোলন ও জেল হাজতে থাকা মশিয়ারকে ৯ মে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানান। আদালত লাশ উত্তোলনের পর ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত রিমান্ড আবেদন শুনানী স্থগিত করেন।

মামলায় চাঁদখালি ইউনিয়নের কালুয়া গ্রামের মশিয়ার রহমান সরদার, মশিয়ারের ভাই মহসিন সরদার, তার বাবা কামরুল ইসলাম সরদার, মা সানোয়ারা বেগম ও তাদের আত্মীয় চাঁদমুখী গ্রামের মোজাম সরদারের ছেলে মান্নান সরদারকে আসামী করা হয়।

অপরদিকে স্ত্রীকে হত্যার পর মশিয়ার রহমান শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক রাখে। গত ১১ এপ্রিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙা গ্রামের অসুস্থ শ্বাশুড়িকে দেখতে নিয়ে যাওয়ার কথা বলে কাটাবুনিয়ার একটি বাড়িতে আটক রেখে দু’দিন আটক রেখে শালিকাকে ধর্ষণ করে মশিয়ার। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে মশিয়ারের নাম উল্লেখ করে ২০ এপ্রিল পাইকগাছা থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন তৎসহ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এ জিআর-১০৭ নং মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ মামলায় পুলিশ তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

মামলার তদন্তকারি কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক তাপস কুমার দত্ত নিহতের বোনকে অপহরণকে ধর্ষণ মামলায় জেল হাজতে থাকা মশিয়ার রহমানকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬ মে লাশ উত্তোলন করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। জ্যেষ্ট বিচারিক হাকিম পলাশ কুমার দালাল আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলা প্রশাসককে নির্দেশ দেন।

গত ৯ মে মামলার তদন্তকারি কর্মকর্তা একই আদালতে মশিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানান। মঙ্গলবার শুনানী শেষে লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রিমান্ড শুনানীর জন্য নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ি সোমবার লাশ উত্তোলন শেষে ময়না তদন্তের জন্য খুলনা ৫০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা তিনি।

 

The post পাইকগাছায় স্ত্রীকে হত্যা মামলার চার আসামী গ্রেপ্তার হয়নি, শাস্তির দাবিতে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3c78LUN

৯ বছরে বেড়িবাঁধ সংস্কারের ১৯ হাজার কোটি টাকা গেল কই: প্রশ্ন নাগরিক কমিটির https://ift.tt/eA8V8J

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির মানববন্ধন

পত্রদূত ডেস্ক: ‘উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ চাই’ স্লোগানে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন এবং জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ২১দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। সোমবার (৩১ মে) বেলা ১১টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাতক্ষীরা ডিসি অফিস সংলগ্ন সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সর্বস্তরের মানুষ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের নামে দুর্নীতির মাধ্যমে শতশত কোটি টাকা লুটপাট করা হয়। উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে চলে সীমাহীন দুর্নীতি। আর এসকল দুর্নীতির সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। সরকার বিগত ৯ বছরে বেড়িবাঁধ সংস্কারে ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও কাজের কাজ কিছুই হয়নি। বাঁধা হয়নি উপকূলীয় বাঁধ। সাতক্ষীরার উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে সরকার শতশত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অথচ পানি উন্নয়ন বোর্ডের সীমাহীন দুর্নীতির কারণে সেই বাঁধ সংস্কার করা হয়নি।

যেকারণে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায়। চরম দুর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করে দক্ষিণ জনপদের কয়েক লক্ষ মানুষ। শুধু তাই নয়, স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করে আর বিল তুলে নেয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, সরকার বরাদ্দ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার নিয়োগ করেন। সেই ঠিকাদার কাজ না করে অপেক্ষা করতে থাকেন আরও একটি প্রাকৃতিক দুর্যোগের। দুর্যোগের পরে ওই ঠিকাদার বলেন কাজ তো করেছিলাম কিন্তু সব ভেসে গেছে জলোচ্ছ্বাসে। এভাবে প্রতিবারই কাজ না করে বিল তুলে নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু সরকারের কোন সংস্থা এ ব্যাপারে ব্যবস্থা নেয়না। স্থানীয় জনপ্রতিনিধিরাও এব্যাপারে মুখে ছিপি মেরে রাখে। তারাও দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেনা। বক্তারা বলেন, উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারের নামে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা ভাগবাটোয়ারা করে নেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সিডর, আইলা, বুলবুল, মহাসেন, ফণী, আম্পান, ইয়াসের মতো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করে উপকূলের মানুষ আজও বেঁচে আছে। প্রতিবছর প্রায় ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে অন্যত্র চলে যাচ্ছে। ত্রাণের নামে চলে চরম দুর্নীতি। কখনো কখনো ত্রাণের যে তালিকা করা হয় তার চেয়েও কম মানুষ ওই এলাকায় বসবাস করে। একটি বিশেষ মহলের দ্বারা বলানো হয়-‘আমরা ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই।’ বক্তারা বলেন, আমরা ত্রাণও চাই, টেকসই বেড়িবাঁধও চাই।

উপকূল রক্ষা করতে হলে টেকসই বেড়িবাঁধের কোন বিকল্প নেই। কিন্তু সেই বাঁধ বাঁধতে হলে বন্ধ করতে দুর্নীতি। বিগত সময়ে যারা বাঁধের টাকা দুর্নীতির মাধ্যমে নয়-ছয় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বক্তারা।

বক্তারা এসময় প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন ও জলাবন্ধতা কবলিত উপকূলীয় এলাকাকে ‘দুর্যোগ প্রবন এলাকা’ হিসেবে ঘোষণা, এলাকার উন্নয়নে পৃথক অথরিটি গঠন, দুর্যোগের কারণে এই এলাকা থেকে ব্যাপকহারে অভিবাসন বন্ধ করে বিশেষ বরাদ্দ ও অর্থনৈতিক প্রকল্প গ্রহণ, জলাবদ্ধ ও ভাঙন কবলিত এলাকার দরিদ্র মানুষের জন্য স্থায়ী রেশনের ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী, মজবুত ও টেকসই বেড়িবাঁধ পুন:নির্মাণ, সামগ্রীক উন্নয়ন অংশিদার সুনির্দিষ্ট এসডিজি অর্জনে অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত ডেল্টা ও ব্লু প্লানের আওতায় টেকসই উন্নয়ন নিশ্চিতসহ ২১ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম-সদস্য সচিব এড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উত্তরণের এড. মুনিরউদ্দিন, সুশীলনের দেবরঞ্জন বিশ্বাস, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, আক্তারুজ্জামান মহব্বত, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, পানি কমিটির নেতা আবেদার রহমান, নাগরিক নেতা মফিজুর রহমান, সূর্যের আলোর বার্তা সম্পাদক মুনসুর রহমান প্রমুখ। সমগ্র মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব আলী নূর খান বাবুল। দুর্যোগপূর্ণ বৃষ্টিমূখর আবহাওয়া মধ্যে মানববন্ধন কর্মসূচিতে জেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The post ৯ বছরে বেড়িবাঁধ সংস্কারের ১৯ হাজার কোটি টাকা গেল কই: প্রশ্ন নাগরিক কমিটির appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i5DUMo

অনিয়ন্ত্রিত যাতায়াতেই সীমান্তবর্তী জেলায় করোনা পরিস্থিতির অবনতি https://ift.tt/eA8V8J

ভারত থেকে মহানন্দা নদী পার হয়ে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করা যায় বাংলাদেশে। এই জেলার বেশিরভাগ সীমান্তই অরক্ষিত। তাই চোরাচালানকারীদের জন্য কিছুটা নিরাপদ রুট এই অরক্ষিত সীমান্ত এলাকা। তার সঙ্গে যুক্ত হয়েছে জেলার অভ্যন্তরীণ অবাধ যাত্রা। দুই মিলে অনিয়ন্ত্রিত যাতায়াতে অবনতি হয়েছে দেশের ৮টি জেলার করোনা পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের পর এখন করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে সাতক্ষীরা। তাই চাপাইনবাবগঞ্জ ছাড়া ৭ জেলায় লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কেবল চাঁপাইনবাবগঞ্জ নয় সীমান্তবর্তী সবগুলো এলাকা নিয়েই এ ধরনের অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন।

সীমান্তবর্তী কোন জেলার কী পরিস্থিতি

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা বিভাগের ভারত সীমান্তবর্তী সাতক্ষীরা জেলাকে লকডাউনের আওতায় আনার প্রস্তাব দিতে বলেছে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। রবিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর জেলার এপ্রিল মাসের চেয়ে মে মাসে সংক্রমণের হার কমেছে বলে জানিয়েছেন সেখানকার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। তিনি জানান, এপ্রিলে এখানে সংক্রমণের হার ছিল ২৫ শতাংশের মতো, মে মাসে সেটা ১৫ থেকে ২০ শতাংশের মতো ছিল।

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত যশোর নিয়ে আমি সেভাবে দুশ্চিন্তাগ্রস্ত নই। তবে পর্যবেক্ষণে রয়েছে এই জেলা। আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহ না যাওয়া পর্যন্ত তার জেলাকে অ্যালার্মিং বলে ভাবছেন না তিনি।

নাটোর জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, সেখানকার সংক্রমণের হার গত দুইদিন ২৫ শতাংশ। তবে ১৪ দিনের গড়ে তা দাঁড়িয়েছে ৩৫ শতাংশে। এটি কখনও বাড়ে আবার কখনও কমে যায়।

এদিকে নওগাঁর সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ বলেন, সামগ্রিকভাবে এখানকার পরিস্থিতি অতটা খারাপ নয়। গত ১৪ দিনে সংক্রমণের হার ২৪ শতাংশের কাছাকাছি। গত দুই সপ্তাহ যাবত আমরা এইরকম একটা বৃদ্ধি দেখতে পারছি। নওগাঁয় নমুনা সংগ্রহের হার এমনিতেই কম। তাই ৭-৯ শতাংশের মধ্যেই থাকতো সংক্রমণের হার।

ভারত থেকে শিবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ সহজ

রাজশাহী জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারত থেকে মানুষ পদ্মা ও মহানন্দা নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। এর মধ্যে মহানন্দা প্রায় শুকিয়ে গেছে। এই দিক দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা এখন খুব সহজ। আর শিবগঞ্জ উপজেলা সীমান্ত পুরোটা সুরক্ষিত নয়। তাই সংক্রমণ বাড়ার শুরুর দিকেই নজরদারি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে বিজিবি এবং পুলিশকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিবগঞ্জের সীমান্ত অনেকটাই অরক্ষিত। এখানে দিয়ে মানুষের অবাধ যাতায়াত আছে। বিশেষ করে স্বর্ণ ও মাদক চোরাচালানকারীদের দৌড়াত্ম্য বেশি এই সীমান্ত এলাকায়। তাছাড়া বৈধভাবে যারা প্রবেশ করছে তাদেরও পরীক্ষার সুযোগ ছিল না।

বেনাপোল দিয়ে আসা ভারত ফেরত যাত্রীর কোয়ারেন্টিন সাতক্ষীরার হোটেলে

সাতক্ষীরাকে করোনার নতুন হটস্পট হিসেবে ধারণা করছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা। ২৪ ঘন্টায় জেলায় ৬৬ জনের মধ্যে ৩৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শতকরায় তা ৫৬ শতাংশ। সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা জানতে ৪ দিন আগে নমুনার জিনোম সিকোয়েন্সের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেটির ফলাফল এখনও পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ বলছে, ভারত ফেরত ৩৩৭ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হলেও এখনও কারওর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি। তাছাড়া বেনাপল দিয়ে আসা ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে সাতক্ষীরার হোটেলে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো: হুসাইন শাফায়াত বলেন, ঈদুল ফিতরের পর থেকে দেশে সংক্রমণ বেড়েছে। ঈদেরও আগে থেকে ভারতফেরত পাসপোর্ট যাত্রীদের কোয়ারিন্টেনে রাখা হয়েছিল তখন কিন্তু এত করোনা শনাক্ত হয়নি। ঈদের সময় সরকারের বিধিনিষেধ না মেনে শপিং ও গ্রামের বাড়ি যাওয়ার ঘটনায় ঈদের পর আবারও সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।এখানকার কেউ মাস্ক পরতে আগ্রহী না। দিন দিন জেলার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মানুষ এখনই সতেচন না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

তিনি আরও বলেন, ঈদের আগে জেলায় করোনার সংক্রমণের হার ছিলো ১৩ শতাংশ। তবে ঈদ পরবর্তী করোনার সংক্রমণের হার ১৭ শতাংশ বেড়ে যেয়ে ৪৫ শতাংশ হয়েছে। এভাবে চলতে থাকলে জেলার চিকিৎসা ব্যবস্থা ভেঙে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। একারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সাতক্ষীরাকে লকডাউনের আওতায় আনা হবে।

স্বাস্থ্য অধিদফতর যা বলছে

স্বাস্থ্য অধিদফতর বলছে, সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে ভারতে মানুষের অবৈধ যাতায়াতই সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন একথা জানান।

সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বাড়ার কারণ কী প্রশ্নে তিনি বলেন, ‘যেসব এলাকায় পাসপোর্ট নিয়ে ভারতে যাতায়াত হচ্ছে, তাদেরকে খুব ভালোভাবে স্ক্রিনিংসহ কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে। পরবর্তীতে করোনা শনাক্ত হলে তাদের আইসোলেশনে নেওয়া হচ্ছে। কিন্তু এসব এলাকায় বৈধ ছাড়াও অবৈধভাবে অনেকে ভারতে যাতায়াত করেন।’

আমাদের চারদিকেই ভারত। তাদের সঙ্গে আমাদের যাতায়াত বা যোগাযোগ অনেকভাবেই বিদ্যমান জানিয়ে তিনি বলেন, ‘কিছুকিছু জায়গায় কেবলমাত্র নৌকায় করেও যাতায়াত হয়।’

অবৈধভাবে যাতায়াতের মাধ্যমেও সংক্রমণ ছড়িয়ে যেতে পারে জানিয়ে রোবেদ আমিন বলেন, ‘ইতোমধ্যে ঈদের সময় অনেকেই গ্রামে গিয়েছেন এবং তারা আবার ঢাকামুখী হয়েছেন। তাদের মাধ্যমেও এটা ছড়িয়ে যেতে পারে। আর এসব কারণেই সংক্রমণ বেড়েছে বলে মনে করি।

বিশেষজ্ঞরা যা বলছেন

সরকারের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জামিল ফয়সাল বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট এবং ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে মানুষের অবাধ চলাচলের কারনেই এসব জেলাতে সংক্রমণ ছড়িয়ে গেছে। সবকিছু মিলিয়েই এ এলাকাতে সংক্রমণ বেড়েছে, কোনও কারণকে এককভাবে দায়ী করার সুযোগ নেই এখানে।ভারতীয় ভ্যারিয়েন্টেতো ছিলই, সেই সঙ্গে মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা আজকের এই অবস্থার তৈরি করেছে।

অবৈধপথে যারা যাতায়াত করছে তাদের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ভারত থেকে আসা ট্রাকগুলো এখানে আসে, তাদের জন্যও ভালো ম্যানেজমেন্ট হয়নি। পণ্য আসার পর বাংলাদেশের শ্রমিকরা সেখানে কাজ করছে। সেখানে খুব একটা ডিসট্যান্স মেনে কাজ করা হয়না। সেইসঙ্গে রয়েছে গোলমেলে লকডাউনসহ হ য ব র লপ রিস্থিতি। স্বাস্থ্য মন্ত্রণালয় সবকিছুতে হেলাফেলা করে আজ এই অবস্থা হয়েছে। সমন্বয়হীনতার কারণেই দেশের আজ এই অবস্থা বলেও মন্তব্য করেন অধ্যাপক নজরুল ইসলাম।

The post অনিয়ন্ত্রিত যাতায়াতেই সীমান্তবর্তী জেলায় করোনা পরিস্থিতির অবনতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2S03Qyf

চাঁপাইনবাবগঞ্জের কারণে বেড়েছে পুরো বিভাগের সংক্রমণ https://ift.tt/eA8V8J

 

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বেড়ে যাওয়া, স্বাস্থ্যবিধি মানতে অবহেলা ও পেশাগত কাজে এই জেলার মানুষের অন্যান্য জেলায় যাওয়া আসা অব্যাহত রাখার কারণে এখান থেকেই করোনা ছড়িয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায়। এই বিভাগের হটস্পট চাঁপাইনবাবগঞ্জ।

দেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী জেলা আছে ৩০টি। এর মধ্যে সংক্রমণ বাড়ার প্রবণতা দেখা গেছে ৮ জেলায়। তার মধ্যে অন্যতম ছিল চাঁপাইনবাবগঞ্জ। সংক্রমণ বাড়ায় এবং ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হওয়ায় সেখানে সাত দিনের বিশেষ লকডাউন চলছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের রবিবার (৩০ মে) দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহীতে সংক্রমণের হার ৩৫ দশমিক শূন্য ২ শতাংশ, নওগাঁতে ৮ দশমিক ৫১ শতাংশ, সাতক্ষীরাতে ৩৬ দশমিক ৩৬ শতাংশ এবং চাপাইনবাবগঞ্জে ২৫ শতাংশ। এর বাইরে আর কোনও জেলার তথ্য নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞ কমিটি সূত্রে জানা যায়, খুলনাতে সংক্রমণের হার ১৭ দশমিক ৮ শতাংশ এবং কুষ্টিয়াতে সংক্রমণের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

 

চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা খুবই কম বলে জানিয়েছেন খোদ জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি বলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশ কিছু লোক জেলার বাইরে ধান কাটতে যায়। তারাও ফিরে এসেছে। আবার অনেকে রাজমিস্ত্রির কাজ করেন, এরাও ফিরে চলে এসেছে। তাতে করে দুই জায়গারই সংক্রমণের হার বেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন বলেন, শনিবার রাতে পাওয়া ফলাফল থেকে জানা যায়, আরটি পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৬৪১ জনের মধ্যে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৯৬। কিন্তু এতে কোনও স্বস্তির কারণ নেই। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের যে সাতজনের শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে, তারা কখনও সীমান্তের দিকে যাননি। এটি সামাজিক সংক্রমণের ফল। তিনি আরও জানান, জেলায় ২৯ মে পর্যন্ত মোট সংক্রমিত মানুষের সংখ্যা ১ হাজার ৭২৭। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন। মারা গেছেন ৩২ জন।

পুরো বিভাগের করোনা রোগী আসে রাজশাহী মেডিক্যালে

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মে) সকাল থেকে রবিবার (৩০ মে) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান। এর আগে করোনা ইউনিটে একদিনে এত সংখ্যক রোগী মারা যাননি বলে জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮ জনের করোনা আক্রান্ত ছিলেন, বাকি চার জনের করোনা উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মারা যাওয়াদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাত জন রয়েছেন। বাকিদের মধ্যে রাজশাহীর দুই জন, নওগাঁর দুই জন ও নাটোরের একজন। এ নিয়ে গত ছয় দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১ জন।

সাইফুল ফেরদৌস আরও জানান, রবিবার পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২০৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজিটিভ রোগী ৭৫ জন। তাদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের ৯৩, রাজশাহীর ৮৪, নাটোরের ১০, নওগাঁর ৭, পাবনার ৩ ও কুষ্টিয়ার ৩ জন রয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে করোনা রোগী। বিশেষ করে, চাঁপাইবাবগঞ্জ থেকে আসা রোগী থেকে এ সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর অর্ধেকেরও বেশি এখন চাঁপাইনাববগঞ্জের।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ মে এই হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়ায় ৫৭ জন। কিন্তু ঈদের আগে ওপরে থেকেই আবার রোগী বাড়তে শুরু করে। ঈদের আগে ১২ মে রোগীর সংখ্যা বেড়ে হয় ৭৭ জন। ঈদের পর থেকে রোগী বাড়তে শুরু করে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন করে রোগী ভর্তি হয়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জের সবচেয়ে বেশি রোগী। এই উপজেলার ৩১ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহাবুবুল আলম বাদশা জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার বেশকিছু কারণ আছে। চাঁপাইনবাবগঞ্জের এখনও অনেক সীমানা আছে, যেখানে কাঁটাতারের বেড়া নেই। তারা অবাধে ভারতে যেতে পারে। ভারতের সঙ্গে পণ্য আনা-নেওয়া করে। আবার চোরাচালানও আছে। এভাবে এরা সংক্রমিত হয়ে এসে তার আশেপাশের মানুষকে সংক্রমিত করছে। এসব এলাকায় কার্যকর লকডাউন বাস্তবায়ন নাহলে রাজধানীসহ বিভিন্ন জেলায় এটা ছড়িয়ে পড়তে পারে।

রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরীফুল হক বলেন, ‘হঠাৎ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সংক্রামণের হার বেড়ে যাওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে একটি বিশেষ কারণ আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে, এই দুইজেলার মানুষের যাতায়াত ব্যবস্থা খুব সহজ। এখানকার মানুষ ওখানে যায়। আবার ওখানকার মানুষ এখানে আসে। এতে করে২৩ মে লকডাউনের আগে দুই জেলার মানুষের মধ্যে বেশি যোগাযোগ ব্যবস্থা থাকায় সংক্রমণটা দুই জেলায় ছড়িয়ে পড়েছে। তবে লকডাউনের কারণে কিছুটা হলেও রাজশাহীর সঙ্গে যাতায়াত বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় কমে আসছে। কিন্তু রাজশাহীর আগের যোগাযোগের কারণে প্রভাবটা রয়ে গেছে। এতে করে রাজশাহীতে শনাক্তের হার বেড়ে গেছে।

ভারতীয় ভ্যারিয়েন্ট নাকি মানুষের স্বাস্থ্যবিধি না মানার কারনে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ এলাকাতে করোনার সংক্রমণ এভাবে বেড়েছে জানতে চাইলে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, সীমান্ত নিয়ন্ত্রণে যেসব সরকারি এজেন্সিগুলো কাজ করে তাদেরকে এখানে স্বাস্থ্য মন্ত্রনালয় অন্তর্ভুক্ত করেনি।এখানে দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল অ্যাডমিন্টিস্ট্রেশনকে। তারা সেটা করতে পারেনি।

The post চাঁপাইনবাবগঞ্জের কারণে বেড়েছে পুরো বিভাগের সংক্রমণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fAAL5v

সাতক্ষীরার সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণে তিনদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন ইকো ট্যুরিজম সুবিধা সম্প্রসারণে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন সুন্দরবন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এম এ হাসান।
অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে কলমে বাস্তব ভিত্তিক পরিবেশ বান্ধব পর্যটন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। এ কর্মশালার আয়োজন করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়।

The post সাতক্ষীরার সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণে তিনদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3c1LQu4

ভয়াবহতার কারণেই এলএসডি নিষিদ্ধ, পরিণাম মৃত্যু https://ift.tt/eA8V8J

নিতান্তই কৌতুহল নিয়ে এলএসডি সেবন করেছিলেন এক তরুণ। পরিণতি জানা ছিল না তার। এরপর ঘটতে থাকে একের পর এক অপরাধ। আসক্তির সময় অন্যের বা নিজের ক্ষতি করা, রক্তারক্তি করার কোনও কথা মাদকের প্রভাব কেটে যাওয়ার পরও মনে করতে পারেন না। অভিভাবকরা আসক্তির কথা বুঝতে পেরে স্মরণাপন্ন হন চিকিৎসকের। কিন্তু সন্তান যে এই ভয়াবহ মাদকে আসক্ত তা আন্দাজও করেননি তারা। গল্পটা বাংলাদেশের। বেশ কয়েক বছর আগের। সেই আসক্তি থেকে বের হতে না পেরে সেই তরুণের মৃত্যু ঘটে।

৫০ এর দশকে ওষুধ হিসেবে ব্যবহার হতো এলএসডি। কিছুদিন পরে ভয়াবহতা দেখতে পেয়ে এটির ব্যবহার নিষিদ্ধ করা হয়। বৈধ কোনও ব্যবহার এটার এখন আর নেই। যারা মাদক হিসেবে এটি ব্যবহার করেছে তাদের শেষ গন্তব্য অকালমৃত্যু।

সম্প্রতি রাজধানীর একটি বাসা থেকে এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। ডিবি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে তারা এই মাদকের সন্ধান পেয়েছে। এরপরই শুরু হয় এ মাদক নিয়ে আলোচনা। রবিবার (৩০ মে) রাজধানীর দুই এলাকা থেকে এই মাদকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

বিশেষজ্ঞরা জানান, সাধারণত এলএসডি নেওয়ার পর প্রতিক্রিয়া মানুষে মানুষে ভিন্ন হয়। তবে হ্যালুসিলেশন, উদবিগ্নতা, হতাশায় নিমজ্জিত হওয়া কমন বিষয়। চোখ বন্ধ করেও এরা দেখতে পায়।

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক তাজুল ইসলাম বলেন, ‘এ ধরনের মাদক হ্যালুসিনেশন ঘটায়, ভিন্ন জগতে নিয়ে যায়, অলীক মায়াময় জগতে নিয়ে যায়। এগুলোর সোর্স বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। আমাদের জানা মতে, দূর থেকে আসে এসব। সেই পথগুলো বন্ধ করতে হবে।’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ এলএসডিতে আসক্ত রোগী সামলানোর অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, ‘এটা বাংলাদেশে এর আগেও নানাভাবে এসেছে। কিন্তু বাণিজ্যিকভাবে এর কেনাবেচার কথা রোগীদের কাছেও শুনিনি কখনও।’ এর ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, ‘এই মাদক যারা নেয় তাদের কোনও হিতাহিত জ্ঞান থাকে না। একপর্যায়ে এমন হয় যে তারা নিজেকে শেষ করে দেয়।’

এলএসডি নামক মাদক ভয়াবহ উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, ‘এই মাদক সেবনে হ্যালুসিনেশনের সৃষ্টি হয়। একবার গ্রহণ করলে প্রায় ২০ ঘণ্টার মতো সময় ধরে এর কার্যকারিতা শরীরে থাকে। এ মাদকের ভয়াবহতা অনুধাবন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে এটিকে ‘খ’ শ্রেণির মাদক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।’ তিনি বলেন, ‘বছর দুয়েক আগে আমরা এ ধরনের মাদক জব্দ করি। এরপর আর এই এলএসডি মাদক দেশে আসেনি, সম্প্রতি পুলিশের অভিযানে এই মাদক উদ্ধার হয়েছে। এ ধরনের মাদক যেন দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্কতা এবং বিশেষ নজরদারি রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।’

The post ভয়াবহতার কারণেই এলএসডি নিষিদ্ধ, পরিণাম মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i517yf

‘বিশ্ব তামাক মুক্ত দিবস’ আজ: তামাকমুক্ত দেশ গড়ায় ‘ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান’ নয় https://ift.tt/eA8V8J

রেজাউর রহমান রিজভী

আজ ৩১ মে ‘বিশ্ব তামাক মুক্ত দিবস’। প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশে দিনটি যথাযথভাবে পালিত হচ্ছে। তবে করোনার মহামারীর জন্য স্বাস্থ্যবিধি মেনে ও সতর্কতার সাথে সরকারী ও বেসরকারী বিভিন্ন তামাকবিরোধী প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে। এবারের ‘বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২১’ এর প্রতিপাদ্য হচ্ছে- ‘কমিট টু কুইট’ (Commit to quit)। যার বাংলা ভাবার্থ করা হয়েছে- ‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি”।

তামাকজাত দ্রব্য ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিপুল জনসংখ্যা, দারিদ্রতা, শিক্ষা ও সচেতনতার অভাবের কারণে বিশ্বের সর্বোচ্চ তামাকজাত পণ্য ব্যবহারকারী দশটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩)’ থাকলেও তামাক কোম্পানীগুলো এই আইনের কিছু দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে তরুণ প্রজন্মকে তামাকজাত পণ্যের প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রেখেছে। যা তামাক ও ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার অন্তরায়।

ধূমপায়ী ব্যক্তি কেবল নিজের ক্ষতি করেন তা নয়। তার দ্বারা পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হয় অন্যরা। উদাহরণস্বরূপ- পরিবার নিয়ে আপনি হয়তো রেস্টুরেন্টে গিয়েছেন। হঠাৎ খেয়াল করলেন রেস্টুরেন্টের ভেতরেই ধুমপানের জন্য একটি ‘নির্ধারিত স্থান’ হিসেবে একটি আবদ্ধ কক্ষ রাখা রয়েছে। সেখানে রেস্টুরেন্টে আগত ধূমপায়ীরা ধূমপান করেন ও আড্ডা দেন। অনেকের অধূমপায়ী বন্ধু বা আত্মীয়-স্বজন এই কক্ষে গল্প-গুজব করেন। তবে ধূমপানের জন্য স্থানটি নির্ধারিত হলেও ধূমপানের ধোঁয়া ও গন্ধ পুরো রেস্টুরেন্ট জুুড়েই পাওয়া যায়। কারণ যখনই কেউ সেই কক্ষে প্রবেশ করেন বা বের হন, তার সঙ্গে ধূমপানের ধোঁয়া ও গন্ধও বের হয়। বিষয়টা যারা ধূমপান করেন না তাদের জন্য খুবই অস্বস্তিকর। আর পরোক্ষ ধূমপানের ক্ষতির বিষয় তো রয়েছেই।

পরোক্ষ ধূমপানজনিত ক্ষতি হতে অধূমপায়ীদের রক্ষার্থে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩)-এ ‘পাবলিক প্লেস’ হিসেবে ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র (ইনডোর ওয়ার্ক প্লেস), হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্রবন্দর ভবন, নৌ-বন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন, বাস টার্নিমাল ভবন, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা বা পাবলিক পরিবহনে আরোহণের জন্য যাত্রীদের অপেক্ষার জন্য নির্দিষ্ট সারি, জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য অন্য কোন স্থান অথবা সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, সময় সময় ঘোষিত অন্য যে কোন বা সকল স্থান এবং এ সমস্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

এই আইনে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করলেও ঐসব এলাকায় ‘ধূমপান এলাকা’ রাখার বিধান করা হয়েছে। ‘ধূমপান এলাকা’ হিসেবে আইনে বলা হয়েছে, কোন পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্দিষ্টকৃত কোন এলাকাই হলো ‘ধূমপান এলাকা’।
২০১৩ সালে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে রেস্তোরাঁকে পাবলিক প্লেস হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু এক কক্ষ বিশিষ্ট নয় এমন রেস্তোঁরাসহ হসপিটালিটি সেক্টরের অন্যান্য ক্ষেত্রে ‘ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান’ (ডেজিগনেটেড স্মোকিং এড়িয়া বা সংক্ষেপে ডিএসএ) রাখার বিধান রয়েছে। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। আর এতে মানুষের বিভ্রান্তির সুযোগ নিয়ে সুযোগ-সন্ধানী রেস্টুরেস্ট মালিকরা তাদের রেস্টুরেন্টে ‘ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান’ (ডিএসএ) রাখেন। যা রেস্টুরেন্টে আগত অধূমপায়ীদেরকে ধূমপানের পরোক্ষ ক্ষতির মুখে ফেলছে।

অনেক সময়ই দেখা যায়, ধূমপান করার জন্য নির্দিষ্ট স্থানটি পুরোপুরি সুরক্ষিত নয়। ফলে ধূমপানের ধোঁয়া ধূমপান মুক্ত এলাকাতেও চলে যায়। যার ফলে অন্যরাও পরোক্ষ ধূমপানের শিকার হন।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির হিসাব মতে, বাংলাদেশে প্রায় ৫০ হাজারেরও বেশি রেস্তোরাঁ আছে। আর গ্যাটস ২০১৭ এর তথ্য মতে, ৫০% মানুষ শুধুমাত্র রেস্তোরাঁয় পরোক্ষ ধূমপানের শিকার হয়। এছাড়া হসপিটালিটি সেক্টরের অন্যান্য ক্ষেত্রেও অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের শিকার হয়। অন্যদিকে তামাক কোম্পানী বিভিন্ন রেস্তোঁরা, হোটেল, রিসোর্টে প্রচার-প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে তামাকজাত পণ্য প্রদর্শন করছে।
গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস)-এর রিপোর্ট মোতাবেক, তামাক ব্যবহারকারীর প্রায় অর্ধেক মারা যান তামাকের কারণে। আর বিশ্ব জুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান আটটি কারণের ৬টির সাথেই তামাক জড়িত। তামাক ব্যবহারকারীদের তামাকজনিত রোগ যেমন হৃদরোগ, স্ট্রোক, সিওপিডি বা ফুসফুসের ক্যান্সার হবার ঝুঁকি ৫৭% বেশি এবং তামাকজনিত অন্যান্য ক্যান্সার হবার ঝুঁকি ১০৯% বেশি। একারণে বাংলাদেশে প্রতি বছর ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার জনিত রোগে মৃত্যুবরণ করেন।

প্রাপ্তবয়স্কের মধ্যে ৩৫% তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। সংখ্যার হিসেবে যা সাড়ে তিন কোটিরও বেশি। আবার ১৩ থেকে ১৫ বছরের অপ্রাপ্তবয়স্করাও তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে পিছিয়ে নেই। শতকরার হিসেবে সেটিও প্রায় ৬.৯%।

যারা ধূমপান করেন না, কিন্তু পরোক্ষভাবে ধূমপানের ক্ষতির শিকার হন, এমন মানুষের সংখ্যা সামগ্রিক ভাবে মোট ধূমপায়ীর সংখ্যার চেয়েও বেশি। সংখ্যার হিসেবে তা প্রায় ৪ কোটি মানুষ, যা প্রত্যক্ষ ধূমপায়ীর চেয়ে বেশি। অথচ এটি নিয়ে আমরা উদ্বিগ্ন ততটা নই যতটা হওয়া উচিত ছিল।

যিনি ধূমপান করেন না তার অধিকার আছে পরোক্ষ ধূমপানের ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষার জন্য। অথচ পরোক্ষ ধূমপানে ক্ষতিগ্রস্তের সংখ্যাই বেশি। যেহেতু ধূমপানের ধোঁয়া নিয়ন্ত্রণ করা যায় না। সেজন্য রেস্টুরেন্ট সহ সব ধরনের পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা উচিত। কারণ রেস্টুরেন্টে অনেকেই পরিবারসহ যান। এখন কোন ধূমপায়ীরাই অধিকার নেই অন্য যে বা যারা ধূমপান করেন না তাদেরকে পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার করা। ধূমপানের জন্য নির্ধারিত স্থান থাকলে এতে যে কোন অধূমপায়ী পরিবারের সদস্যরাও ক্ষতির শিকার হতে পারে। কারণ ধূমপানের জন্য নির্ধারিত স্থান থেকে নির্গত ধোঁয়া শুধু যে পরিবেশেরই ক্ষতি করে তা নয়, বরং বাতাসে মিশে তা পরোক্ষ ধূমপানেরও ক্ষতির মূল উপাদান হিসেবে কাজ করতে পারে।

কানাডা, স্পেন, নেপালসহ বিশ্বের ৬৩টি দেশে পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত জায়গা নিষিদ্ধ করে আইন রয়েছে। অথচ আমাদের দেশের আইনে পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত এলাকা, চার দেয়ালে আবদ্ধ এক কক্ষ বিশিষ্ট নয় এমন রেস্টুরেন্ট, একাধিক কক্ষবিশিষ্ট গণপরিবহনে (ট্রেন, লঞ্চ) ও অযান্ত্রিক পাবলিক পরিবহনে ধূমপানের স্থান রাখা যাবে। অথচ হওয়া উচিত তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৭ সংশোধন করে সব ধরনের পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা এবং ধূমপানসহ যেকোন ধরনের তামাক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

ফলে আইনের প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে রেস্টুরেন্টগুলোতে ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান রাখার বিধান বাতিল করলে জনস্বাস্থ্যর জন্য যা অশেষ উপকারী হবে বলেই সংশ্লিষ্টগণ মনে করেন। কারণ এখন পর্যন্ত পৃথিবীর কোন দেশ তামাকমুক্ত হওয়ার নির্দিষ্ট কোন সময়ের ঘোষণা দিতে পারেনি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। তিনি ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এজন্য বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের যে ফাঁক রয়েছে সেগুলোর সংশোধন হলে এদেশের মানুষদের মধ্যে তামাক ব্যবহারের প্রকোপ আরো কমবে বলে আশা করা যায়।

রেজাউর রহমান রিজভী: মিডিয়া ম্যানেজার, তামাক নিয়ন্ত্রণ প্রকল্প, ঢাকা আহ্ছানিয়া মিশন

info@rizvibd.com

The post ‘বিশ্ব তামাক মুক্ত দিবস’ আজ: তামাকমুক্ত দেশ গড়ায় ‘ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান’ নয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fZxprt

Sunday, May 30, 2021

ডুমুরিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে রবিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, জহুরুল ইসলাম আকুঞ্জী, শেখ শাহিনুর রহমান, অরুন গোলদার, শেখ ফরহাদ হোসেন, মোল্যা মশিউর রহমান, বিএম জহুরুল হক, শহিদুল ইসলাম মোড়ল, শেখ মাহাবুর রহমান, মো: দেলোয়ার হোসেন, মাষ্টার আইয়ুব আহমেদ, খান শফিকুল ইসলাম, সরদার দৌলত হোসেন, শাহাদাত হোসেন হালদার, আব্দুস সালাম সরদার, জিএম শাহেদুজ্জামান বাবু প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মো: মতিয়ার রহমান

The post ডুমুরিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2RUzayc

স্থানীয় মেম্বরের অভিজ্ঞতায় বাঁধা হলো গাবুরার ৩নং ক্লোজারের বেড়িবাঁধ https://ift.tt/eA8V8J

মিজানুর রহমান, গাবুরা, (শ্যামনগর): ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্ল¬াবিত হয়েছে গাবুরা ইউনিয়ন। পানির নিচে তলিয়ে গেছে অন্তত ১২টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৪০হাজার মানুষ। ধ্বংস হয়ে গেছে স্যানিটেশন ব্যবস্থাসহ সুপেয় পানির উৎস ও গবাদি পশুর খাদ্য।
গত কয়েক দিন ধরে গাবুরার সাধারণ মানুষ বাঁধের চেষ্টা করলেও সফল হয়নি। নদীতে প্রবল জোয়ার আর বাতাসের তীব্রতায় বাঁধ রক্ষা সম্ভব হয়নি।
দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ২৯ মে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম ও পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদ হোসেন ৩নং ক্লোজারের বেড়িবাঁধ নির্মাণের দায়িত্ব দেন ৭নং (ডুমুরিয়া) ওয়ার্ডের সদস্য জিএম আবিয়ার রহমানকে।
জিএম আবিয়ার রহমান রবিবার সন্ধ্যায় ডুমুরিয়া খেয়াঘাট চত্ত্বরে স্থানীয়দের সাথে পরামর্শক্রমে সকাল ৭টা থেকে বাঁধের কাজ শুরু করেন এবং তাঁর সুচিন্তিত দিক নির্দেশনা ও নেতৃত্বে বাঁধটি সফলভাবে সম্পন্ন হয়। এসময় বাঁধ নির্মাণ পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, ৬নং ইউপি সদস্য মাষ্টার আব্দুর রহিম, ৪নং ইউপি সদস্য আব্দুল মান্নান খোকা, এসএম সালাউদ্দিন লিটন প্রমুখ।

The post স্থানীয় মেম্বরের অভিজ্ঞতায় বাঁধা হলো গাবুরার ৩নং ক্লোজারের বেড়িবাঁধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yOvcrw

র‌্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: র‌্যাব-৬, সিপিসি-১ এর সদস্যরা অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৪২) নামের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের কাওছার গাজীর ছেলে। র‌্যাবের এএসপি মো: মাহাবুব-উল-আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তার আসামী বরিশালের বাকেরগঞ্জে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সিআর-২২৯/১৮, সিআর-৩৫৮/১৮ এবং সিআর-১০২/১৯ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

The post র‌্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fAOnxw

হত্যাসহ একাধিক মামলার আসামী বাহার আলী গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: হত্যা, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী বাহার আলী তরফদারকে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাহার আলী তরফদার ওই গ্রামের জব্বার তরফদারের ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই শেখ তারিকুল ইসলাম ও মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ উপজেলার শংকরপুর গ্রামে অভিযান চালায়। এসময় হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী বাহার আলী তরফদারকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত বাহার আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

The post হত্যাসহ একাধিক মামলার আসামী বাহার আলী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i0Nxfa

দেবহাটার কোঁড়া আব্দুল ওহাব সড়কের বেহাল দশা: সংস্কারের দাবি https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: দেবহাটা উপজেলার কোঁড়া পাঁকড়াতলা টু চিনেডাঙ্গা গামী আব্দুল ওহাব সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। কার্পেটিং সড়কটি নির্মানের পর সংস্কার অভাবে সড়কটি বেহাল অবস্থায় পরিণত হতে বসেছে।
সরেজমিনে দেখা গেছে, কোঁড়া পাঁকড়াতলা টু চিনেডাঙ্গা গামী ২.১০ কি: মি: আব্দুল ওহাব সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া কোঁড়া জামে মসজিদের সম্মূখে পুকুর পাড়ের কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন কোঁড়া, চিনেডাঙ্গা, মোহাম্মাদালীপুরসহ আশে পাশের কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। সড়কটি চলাচলের অযোগ্য হলে দূর্ভোগের শেষ থাকবে না এলাকার মানুষের। তাই আগামী বর্ষার মৌসুমের আগে সড়কটি সংস্কার করা না গেলে যোগাযোগের ব্যাপক ভোগান্তি সৃষ্টি হতে পারে মনে করেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা শাখওয়াত হোসেন জানান, কোঁড়া পাঁকড়াতলা টু চিনেডাঙ্গা গামী আব্দুল ওহাব সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটি আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। কিন্তু কয়েক বছর আগে সড়কটি নির্মান হওয়ার পর থেকে সংস্কার না হওয়ায় এটি নষ্ট হয়ে গেছে। দ্রুত সংস্কার করা না হলে আমাদের ভোগান্তি বাড়বে।
স্থানীয় বাসিন্দা সুফিয়া খাতুন জানান, রাস্তার পিচ উঠে ইটের খোয়া ছড়িয়ে আছে। রাস্তায় ইটের খোয়া ছড়িয়ে থাকায় অনেক সময় সাইকেল, মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। তারা মারাতœক আহত হয়। তাছাড়া চলাচলের বেশ সমস্যা হয়। আমাদের এই রাস্তাটি যাতে দ্রুত সংস্কার হয় সেজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
দেবহাটা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার জানান, পর্যায়ক্রমে বিভিন্ন সড়কের কাজ চলমান আছে। পরবর্তী বাজেটে আমরা ঐ সড়কটি সংস্কারের চেষ্টা করব।

The post দেবহাটার কোঁড়া আব্দুল ওহাব সড়কের বেহাল দশা: সংস্কারের দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3c7f1fs

দেবহাটার নওয়াপাড়ায় প্রকাশ্যে বাজেট ঘোষনা https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে আয়োজনে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক (লাভলু বিশ্বাস), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, মিজানুর রহামন, আসমাতুল্লাহ গাজী আসমান, আকবর আলীসহ বিভিন্ন এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় ইউপি সচিব কামরুজ্জামান উপস্থিত সকলের সামনে আাগামী এক বছরের বাজেট ঘোষণা করেন। ২০২১-২০২২ অর্থবছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে তাতে ২ কোটি ৯০ লাখ ১৫ হাজার ২শত ৫২টাকা আয় এবং ২ কোটি ৭৬ লক্ষ ১হাজার ৫শত ৩১ টাকা ব্যয় ধরা হয়েছে।

The post দেবহাটার নওয়াপাড়ায় প্রকাশ্যে বাজেট ঘোষনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pb9lGr

কপোতাক্ষ নদের উপর সেতুর স্বপ্ন আজও পূরণ হয়নি https://ift.tt/eA8V8J

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনীতে কপোতাক্ষ নদের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে দু-পাড়ের লক্ষ মানুষ। তিন উপজেলার অর্ধ সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীর কাছে বাঁশের তৈরী টলমলে ঝুঁকিপূর্ণ এই সাঁকোটি রীতিমত এক আতঙ্কের নাম। জীবিকার তাগিদে এলাকার লোকজন এবং শিক্ষার তাগিদে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় এই বাঁশের সাঁকোর উপর দিয়ে। কপোতাক্ষ নদের উপর একটি সেতুর স্বপ্ন পূরণ হয়নি দেয়াড়া ও ত্রিমোহিনী ইউনিয়নবাসির। এই সাঁকোর উপর দিয়ে কেশবপুর উপজেলার মির্জানগর, সাতবাড়িয়া, ত্রিমোহিনী, চাদড়া, জাহানপুর, কড়িয়াখালী, বেগমপুর, কোমরপোল, মনিরামপুর উপজেলার হাজরাকাটি, ত্রিপুরাপুর, শয়লা, চালুয়াহাটি এবং কলারোয়া উপজেলা খোর্দ্দ, বাটরা, দেয়াড়া, জানখা, নতুনবাজার, গড়ানবাজার, কাশিয়াডাঙ্গা, যুগিখালী, কামারালীসহ ২১ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকেন। স্থানীয়দের অভিযোগ ভোটের সময় কপোতাক্ষ নদের উপর দিয়ে সেতু করার স্বপ্ন দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হন। এরপর নদের উপর সেতু নির্মাণের কোন উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। মানুষের পদভারে ছিন্নভিন্ন এই (খেয়া ঘাটের) কপোতাক্ষ নদের উপর সেতু না থাকায় মানুষ তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে কেউবা কাঁদে বেগুনের খাচি, কেউবা মাথায় সবজি, কারো কাঁধে ধান,পাট নিয়ে দুর্গম বাঁশের সাঁকোর উপর দিয়ে পার হতে হচ্ছে। সময়মত উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে। গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মিত হলে কেশবপুর, কলারোয়াসহ অত্র এলাকার লোকজনের জীবনযাত্রা পাল্টে যাবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারা-পার হচ্ছে। এলাকাবাসি জানান ত্রিমোহিনী কপোতাক্ষ নদের উপর সেতু নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটি সেতু নির্মাণ তাদের প্রাণের দাবি। তারা নিজেদের প্রয়োজনে প্রতিবছর ব্যক্তিগত তহবিল থেকে এই বাঁশের সাঁকোটি সংস্কার করে থাকে। এই নদের উপর একটি সেতু নির্মাণ দুটি উপজেলার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবী। কেশবপুর উপজেলার সীমান্তবর্তী ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, কপোতাক্ষ নদের উপর সেতুটি নির্মিত হলে কেশবপুর, কলারোয়া ও মনিরামপুর উপজেলার বিভিন্ন পেশার মানুষের দুর্ভোগ পোহাতে হতো না। নদের উপর দ্রুত একটি সেতু নির্মাণ আমাদের দু’পাড়ের মানুষের প্রাণের দাবি।

The post কপোতাক্ষ নদের উপর সেতুর স্বপ্ন আজও পূরণ হয়নি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pfSiTT

সখিপুরে কালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি সভাপতি আ ফ ম রুহুল হক-এমপির মাধ্যমে বরাদ্দকৃত অর্থে কালীমন্দির সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ৮টায় ৩ নং সখিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে ধোপাডাঙ্গা গ্রামের সর্বজনীন কালীমন্দির সংস্কার কাজ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন (রতন)। এসময় উপস্থিত ছিলেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীপক কুমার মন্ডল, মন্দির কমিটির সভাপতি বৈকুন্ঠ স্বর্ণকার, সাধারণ সম্পাদক ভূপাল মন্ডল, শংকর স্বর্ণকার, মহাদেব স্বর্ণকার, পরিমল, রমেশ, নারায়ণ স্বর্ণকার প্রমুখ।

The post সখিপুরে কালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34AqHms

ঘূর্ণিঝড় ইয়াস কেড়ে নিলো অসহায় বাঘ বিধবার শেষ সম্বল https://ift.tt/eA8V8J

বিলাল হোসেন: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লন্ডভন্ড উপকূলীয় জনপদ। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর (চুনা) গ্রামের বাঘ বিধবা পারভিন আক্তার। স্বামী বদরুজ্জামান (বদু) গহীন সুন্দরবনের বাঘের আক্রমণে নিহত হয়েছিলেন একযুগ আগে। তিন কন্যা সন্তান নিয়ে স্বামীর ভিটাকে আঁকড়ে ধরে কোন রকমে বেঁচে আছেন তিনি। গত ২৬ মে (বুধবার) চুনা নদীর জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। বেড়িবাঁধের উপর দিয়ে উপচে পড়া পানির ¯্রােত বাড়ির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পারভীনের বসত বাড়ি, রান্নাঘর, গবাদি পশু, হাঁস-মুরগি আসবাবপত্রসহ সব কিছুই ভাসিয়ে নিয়ে গেছে। অনেক কষ্টে রোজগারকৃত অর্থ দিয়ে সদ্য নির্মিত ঘরটিতে সন্তানদের নিয়ে বসবাসের ইচ্ছে ছিল তার। নিজের কষ্টে অর্জিত সহায় সম্বল হারিয়ে পাগলপ্রায় পারভীন বলেন, স্বামীকে বাঘে ধরেছিল ১৫ বছর আগে। এতিম ৩টা বাচ্চা নিয়ে স্বামীর ভিটাকে আঁকড়ে ধরে বেঁচে করেছিলাম। কিন্তু আর শেষ রক্ষা হলো না। নিজের পরনের কাপড় ছাড়া কিছুই নেই। সর্বনাশা ঘূর্ণিঝড় ইয়াসে আমার মৃত্যু হলোনা কেন? নিজের কষ্টার্জিত অর্থগুলো নিয়ে গেছে ঝড়ে। কিভাবে নতুন ঘর তৈরি করবো? কাল থেকে না খেয়ে আছি। নিজের কাছে একটা টাকাও নেই। বাজার না করলে খাব কি? ছোট মেয়েটাকে নিয়ে রাতে কোথায় থাকবো ? কতদিনই বা অন্যের বাড়ি থাকতে হবে? এভাবে ঘর ও সম্বলহারা বাঘবিধবা পারভীন আক্তার রোদন করে বলছিলেন আর বারবার আঁচলে দু’চোখ মুছছিলেন। প্রসঙ্গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর থেকেই পার্শ্ববর্তী মসজিদের দুই তলায় বসবাস করছেন বাঘবিধবা পারভীনসহ কয়েকটি পরিবার। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, ইতোমধ্যে এলাকাটি পরিদর্শন করেছি এবং পারভীনসহ যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে ত্রাণ সহায়তা প্রদান করা হবে। সরকারিভাবে কোনো আর্থিক অনুদান আসলে তা সংশ্লি¬ষ্ট পরিবারগুলো অবশ্যই পাবে।

The post ঘূর্ণিঝড় ইয়াস কেড়ে নিলো অসহায় বাঘ বিধবার শেষ সম্বল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3c4rjoM

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এসোসিয়েশনের অভিনন্দন https://ift.tt/eA8V8J

ড. মো: মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় বে-সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এসোসিয়েশনের পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি অধ্যক্ষ মো: নাজিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সালাউদ্দীন ভুঁইয়া, উপদেষ্টা আমিরুল ইসলাম কাগজী, বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমিন মুক্তা, আব্দুল হাকিম, অধ্যক্ষ শামসুল হক, রফিকুল ইসলাম তালুকদার, অধ্যক্ষ হাসিবুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ লতিফুন্নেছা, অধ্যক্ষ মুনসুর আহম্মেদ, অধ্যক্ষ লুৎফা খানম, অধ্যক্ষ শরিফুজ্জামান মুন্সি, অধ্যক্ষ মকবুল হোসেন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাহবুদ, অধ্যক্ষ ফাতেমা খাতুন। প্রেসবিজ্ঞপ্তি

The post বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এসোসিয়েশনের অভিনন্দন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3p2ySS2

করোনা প্রতিরোধে খুলনায় মোবাইল কোর্টের অভিযান https://ift.tt/eA8V8J

মেহেদী হাসান, খুলনা: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে খুলনা জেলা ও খুলনা মহানগরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৩০ মে) নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ টি মামলায় অর্থদ- প্রদান করা হয়।

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর ফেরীঘাট মোড়, শিববাড়ি মোড় ও সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন, সেটু কুমার বড়–য়া এবং আরিফুল ইসলাম।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮, দ-বিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লি¬ষ্ট ধারায় ১৩ টি মামলায় অর্থদ- প্রদান করা হয়।
এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয় এবং খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষকে মাস্ক বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন ও আনসারের সদস্যগণ। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

The post করোনা প্রতিরোধে খুলনায় মোবাইল কোর্টের অভিযান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34JW6Dr

সংক্রমণ পাঁচ শতাংশের নিচে না নামা পর্যন্ত লকডাউন চলবে https://ift.tt/eA8V8J

দেশে দৈনিক করোনার সংক্রমণ পাঁচ শতাংশের নিচে না নামা পর্যন্ত চলমান ‘বিধিনিষেধ’ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‍“করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই চলামান ‘বিধিনিষেধে’র মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণ হার পাঁচ শতাংশের নিচে না নামা পর্যন্ত এটি অব্যাহত থাকবে। তবে সেটিও নির্ভর করবে সংক্রমণ পরিস্থিতির ওপর।”

চলমান ‘বিধিনিষেধ’ ধাপে ধাপে নাকি একবারে স্থগিত করা হবে তা সংক্রমণ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফরহাদ হোসেন।

জীবন ও জীবিকার ক্ষতি না করে করোনা মোকাবিলায় পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি আরো বলেন, “ইতোমধ্যে আগামী ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পরামর্শক কমিটি চাঁপাইনবাবগঞ্জসহ সীমান্তবর্তী আরো পাঁচ জেলো লকডাউনের পরামর্শ দিয়েছে। এটি বিবেচনা করা হবে।”

তবে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন ফরহাদ হোসেন। তিনি বলেন, “বর্তমানে সংক্রমণ ৮ থেকে ৯ শতাংশের দিকে।”

এর আগে দুপুরে করোনা প্রতিরোধে চলামান বিধিনিষেধের মেয়দ আরো সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত জারি থাকবে এই বিধিনিষেধ।

The post সংক্রমণ পাঁচ শতাংশের নিচে না নামা পর্যন্ত লকডাউন চলবে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2R5qBjL

হাইকোর্টে জামিন পাওয়া সাত আসামীর সুপ্রিম কোর্টে সিপি দাখিলের নির্দেশ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা

পত্রদূত ডেস্ক: ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত সাত আসামীর আইনজীবীকে আগামি ২০ জুনের মধ্যে সুপ্রিমকোর্টে ক্রিমিনাল পিটিশন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকি, বিচারপতি নূরুজ্জামান ও বিচারপতি আবু বকর ছিদ্দিকির সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার উভয়পক্ষের শুনানী শেষে এ আদেশ দেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্ণি জেনারেল সুজিত চ্যাটার্জী বলেন, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলার একটি অংশে সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০জন সাজাপ্রাপ্ত আসামীর মধ্যে নয়টি মিস কেসে ১৮ জনের আবেদন শুনানী শেষে গত ২৫মে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ সাতজনকে জামিনের আদেশ দেন।

একই আদেশে আগামি ৩০ মে রোববার নজরুল ইসলাম, সঞ্জু, মোঃ মাহাফুজুর রহমান, আব্দুস সাত্তার, মোঃ হাসান আলী, আব্দুস সামাদ, তোফাজ্জেল হোসেন, মোঃ ইয়াছিন আলী, মোঃ সিরাজুল ইসলাম, শেলী ও সাবেক যুবদল নেতা কেড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের জামিন শুনানীর দিন ধার্য করে চার মাসের মধ্যে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা সম্পর্কিত দায়েরকৃত রিভিশন মামলাগুলো নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে চেম্বার জজ এর বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকি হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করে আগামি ৩০ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানীর জন্য দিন ধার্য করেন। সে অনুযায়ি রেবাবার সকাল ১০ টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ উভয়পক্ষের শুনানী শেষে আসামী পক্ষের আইনজীবীদের আগামি ২০ জুনের মধ্যে ক্রিমিনাল পিটিশন দাখিলের দিয়েছেন। ফলে হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাত আসামীর জামিনাদেশ ধার্য তারিখ পর্যন্ত স্থগিত থাকবে।

সুজিত চ্যাটার্জী আরো বলেন, হাইকোর্টে এ মামলার আরো ১১জন আসামীর জামিন শুনানীর জন্য দিন ধার্য থাকলেও সাত আসামীর জামিনাদেশ সুপ্রিম কোর্টে স্থগিত থাকায় তা সঙ্গত কারণেই পিছিয়ে যাবে। এ ছাড়া শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অন্যতম আসামী সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ও তামিম আজাদ মেরিন পৃথক দু’টি মিসকেসে হাইকোর্টের ১৯ নং বেঞ্চের বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের আদালতে জামিন আবেদন করেছেন। ওই দু’টি মিসকেসের শুনানীও পিছিয়ে যাবে।

জামিনাদেশ স্থগিত হওয়া আসামীরা হলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুস সাত্তার, গোলাম রসুল, এড. আব্দুস সামাদ, জহিরুল ইসলাম, মীর গোলাম মোস্তফার ছেলে রকিব, শাহাবুদ্দিন ও মোঃ মনিরুল ইসলাম।

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে জামিন শুনানীতে অংশ নেন এটর্ণি জেনারেল এএম আমিনউদ্দিন, অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনীর, অতিরিক্ত এটর্ণি জেনারেল মেহেদী হাসান চৌধুরী, ডেপুটি এটর্ণি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি এটর্ণি জেনারেল সুজিত চ্যাটার্জী ও সহকারি এটর্ণি জেনারেল মোঃ শাহীন মৃধা।
আসামীপক্ষের আইনজীবী ছিলেন এএম মাহাবুব উদ্দিন খোকন।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টার দিকে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার উপর জেলা বিএনপি’র সভাপতি ও তৎকালিন সাংসদ হাবিবুল ইসলামের হাবিবের নির্দেশে বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় তৎকালিন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ কমপক্ষে এক ডজন দলীয় নেতা কর্মী আহত হয়।

এ ঘটনায় ওই বছরের ২ সেপ্টেম্বর কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন বাদি হয়ে যুবদল নেতা আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চুসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০/৭৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বিভিন্ন আদালত ঘুরে মহামান্য হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলাটি এজাহার হিসেবে গণ্য করা হয়।

পরবর্তীতে মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান ৫০ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি তিনটি ভাগে ভাগ হয়ে এসটিসি ২০৭/১৫, এসটিসি ২০৮/১৫ দু’টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতে বিচারাধীন। পেনালকোর্ডের মামলাটি (টিআর-১৫১/১৫) সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে বিচারাধীন ছিল। একজন নাবালককে শিশু আইনে চার্জশীট না দেওয়ায় ২০১৭ সালের আগষ্ট মাসে এ মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত করা হয়।

১৯ জন সাক্ষী ও চার জন সাফাই সাক্ষীর জেরা ও জবানবন্দি এবং নথি পর্যালোচনা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি এ মামলার চার্জশীটভুক্ত ৫০ জন আসামীর সকলেকেই বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর। তবে ওই দিন আসামীর কাঠগোড়ায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জন। বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ তিন জনকে সর্বোচ্চ ১০ বছর সাজা দেওয়া হয়।

মামলার রায় হওয়ার কয়েকদিন আগে সাক্ষী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনুসর আহমেদ মারা যান। সম্প্রতি মারা যান মামলার বাদি মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন।

The post হাইকোর্টে জামিন পাওয়া সাত আসামীর সুপ্রিম কোর্টে সিপি দাখিলের নির্দেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SA3iyZ

বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৬ জুন পর্যন্ত https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

রোববার (৩০ মে) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

সবশেষ ঘোষিত বিধিনিষেধের মেয়াদ শেষ হতে যাচ্ছে রোববার মধ্য রাতে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এই বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়।

এদিকে লকডাউন চলাকালেই ধীরে ধীরে গণপরিবহণ চলাসহ বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। সর্বশেষ দূরপাল্লার বাস চলাচলেও অনুমতি দেওয়া হয়। তবে অবশ্যই অর্ধেক যাত্রী নিতে হবে এবং যাত্রী ও পরিবহন শ্রমিকদের যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে।

এদিকে গত ২৬ মে শিক্ষামন্ত্রী দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে জানান, ১৩ জুনে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

The post বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৬ জুন পর্যন্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34vdA6d

কোস্ট গার্ড এর অভিযানে বিপুল পরিমান গাজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: খুলনার পাইকগাছা থানার চাঁদখালী এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৩০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটক ব্যক্তির নাম শরীফুল ইসলাম (৩০)। সে সাতক্ষীরার শ্যামনগর থানার বৈন্যতলা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

The post কোস্ট গার্ড এর অভিযানে বিপুল পরিমান গাজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yRzcaL

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ https://ift.tt/eA8V8J

শহরের আমতলা মোড়ে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও করোনা এবং বন্যা দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক এর সভাপতিত্বে এ খাদ্য বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ কালে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, আব্দুল হামিদ, নিজামউদ্দিন, আব্দুল মজিদ, আলী হাসান, খান বাবলু ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম পারভেজ শাহিন, আবুল কাসেম ভুট্টো, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক আব্দুল করিম, সহ দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম শামীম, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান সেলিম, সহ-প্রচার সম্পাদক শামীম আল মামুন, তাঁতী বিষয়ক শাহাদাত হোসেন, মানবাধিকার কামরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, শিশু বিষয়ক আনারুল, সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সদস্য মেখ মেহেদী-উজ-জামান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

The post সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3c5RBa9

টেকসই বেড়িবাঁধের দাবিতে উপকুলীয় উপজেলাগুলোতে মানববন্ধন (ভিডিও) https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধের দাবিতে উপকুলীয় উপজেলাগুলোতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার কালিগঞ্জের কাকশিয়ালী নদীপাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে নারী পুরুষ অংশগ্রহণ করে।

যুব ফোরামের আয়োজনে মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন হারুন অর রশিদ। বক্তব্য রাখেন পরিবেশকর্মী মোহন কুমার মন্ডল, সুকুমার দাশ বাচ্চু, আনোয়ার হোসেন, জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।

The post টেকসই বেড়িবাঁধের দাবিতে উপকুলীয় উপজেলাগুলোতে মানববন্ধন (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SIbBbT

বেড়িবাঁধের দাবি করা তরুণদের মারধরের ঘটনায় প্রতিবাদের ঝড়, জড়িতদের শাস্তি দাবি https://ift.tt/3utpb0c

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলনের ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপকূলের দুই স্বেচ্ছাসেবককে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এড. আতাউর রহমান ও পাউবোর সেকশন অফিসার আলমগীর হোসেনের বিচারের সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ুযোদ্ধা হিসেবে পরিচিত শাহীন বিল্লাহ ও ইয়াসির আরাফাতকে লাঞ্ছিত করার প্রতিবাদে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মে) সকালে তালা ডাকবাংলোর সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়ক এস এম নাহিদের হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর কর্মকর্তা জাহিন শামস্ সাক্ষর, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সরদার সাব্বির আহম্মেদ, তালা ব্লাড ব্যাংকের এডমিন আব্দুল্লাহ আল মামুন সৈকত, গ্রীন ম্যানের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, শ্যামনগরের পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের মতো কিছু জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তারা চায় না উপকূলে টেকসই বেড়িবাঁধ হোক। এজন্য তারা জলবায়ু যোদ্ধা শাহীন বিল্লাহকে লাঞ্ছিত করেছে।

বক্তারা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে একই দাবীতে রোববার (৩০ মে) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সম্মিলিত সামাজিক সংগঠন জোট বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এসময় সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন সমন্বয়ক মইনুল আমিন মিঠুর সঞ্চালনায় ও আমরা বন্ধুর সিনিয়র সদস্য গাজী আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দ্য এডিটরস এর ডেপুটি এডিটর শেখ হারুন-উর-রশিদ, হাফিজুর রহমান, আকরামুল ইসলাম, সাতক্ষীরা স্টুডেন্টস সোসাইটির সভাপতি শাকিল হোসেন, স্বেচ্ছাসেবক হোসেন আলী, আমরা বন্ধুর সদস্য ফাহাদ হোসেন ও সাকিব হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, উপকূলের বেড়িবাঁধ জরাজীর্ণ হয়ে পড়ায় আইলার পর থেকেই সাতক্ষীরা উপকূলের মানুষ চরম অনিরাপত্তার মধ্যদিয়ে জীবনযাপন করছে। দীর্ঘদিনেও টেকসই বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়ছে উপকূলীয় এলাকায়। সেই উপকূলের মানুষের জানমালের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধের জন্য স্থানীয়রা উদ্যোগী হয়ে আন্দোলনের নামলে জনপ্রতিনিধিদের খুশি হওয়ার কথা। কিন্তু পদ্মপুকুরে তার ব্যতিক্রম ঘটলো। সেখানে আন্দোলনে নামায় ইউপি চেয়ারম্যান আতাউরা রহমান ক্ষেপে গিয়ে স্বেচ্ছাসেবকদের লাঞ্ছিত করলেন। আর পাউবো কর্মকর্তা জেলে ভরার হুমকি দিলেন। কিন্তু কেন? নিশ্চয় টেকসই বেড়িবাঁধ হলে তাদের বেড়িবাঁধ কেন্দ্রিক রুটি রুজি বন্ধ হয়ে যাবে।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্য জলবায়ু যোদ্ধা শাহিন বিল্লাহ ও ইয়াসির আরাফাতকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না হয় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
অনুরূপভাবে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সকলেই দুই তরুণ স্বেচ্ছাসেবককে মারধরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা উপকূলের জানমালের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করায় শনিবার শত শত মানুষের সামনে দুই জলবায়ু কর্মীকে মারধর করের স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাউবো কর্মকর্তা আলমগীর হোসেন।

বেড়িবাঁধের দাবি করা তরুণদের মারধরের ঘটনায় প্রতিবাদের ঝড়, জড়িতদের শাস্তি দাবি
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলনের ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপকূলের দুই স্বেচ্ছাসেবককে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এড. আতাউর রহমান ও পাউবোর সেকশন অফিসার আলমগীর হোসেনের বিচারের সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ুযোদ্ধা হিসেবে পরিচিত শাহীন বিল্লাহ ও ইয়াসির আরাফাতকে লাঞ্ছিত করার প্রতিবাদে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মে) সকালে তালা ডাকবাংলোর সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়ক এস এম নাহিদের হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর কর্মকর্তা জাহিন শামস্ সাক্ষর, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সরদার সাব্বির আহম্মেদ, তালা ব্লাড ব্যাংকের এডমিন আব্দুল্লাহ আল মামুন সৈকত, গ্রীন ম্যানের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, শ্যামনগরের পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের মতো কিছু জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তারা চায় না উপকূলে টেকসই বেড়িবাঁধ হোক। এজন্য তারা জলবায়ু যোদ্ধা শাহীন বিল্লাহকে লাঞ্ছিত করেছে।

বক্তারা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে একই দাবীতে রোববার (৩০ মে) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সম্মিলিত সামাজিক সংগঠন জোট বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এসময় সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন সমন্বয়ক মইনুল আমিন মিঠুর সঞ্চালনায় ও আমরা বন্ধুর সিনিয়র সদস্য গাজী আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দ্য এডিটরস এর ডেপুটি এডিটর শেখ হারুন-উর-রশিদ, হাফিজুর রহমান, আকরামুল ইসলাম, সাতক্ষীরা স্টুডেন্টস সোসাইটির সভাপতি শাকিল হোসেন, স্বেচ্ছাসেবক হোসেন আলী, আমরা বন্ধুর সদস্য ফাহাদ হোসেন ও সাকিব হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, উপকূলের বেড়িবাঁধ জরাজীর্ণ হয়ে পড়ায় আইলার পর থেকেই সাতক্ষীরা উপকূলের মানুষ চরম অনিরাপত্তার মধ্যদিয়ে জীবনযাপন করছে। দীর্ঘদিনেও টেকসই বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়ছে উপকূলীয় এলাকায়। সেই উপকূলের মানুষের জানমালের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধের জন্য স্থানীয়রা উদ্যোগী হয়ে আন্দোলনের নামলে জনপ্রতিনিধিদের খুশি হওয়ার কথা। কিন্তু পদ্মপুকুরে তার ব্যতিক্রম ঘটলো। সেখানে আন্দোলনে নামায় ইউপি চেয়ারম্যান আতাউরা রহমান ক্ষেপে গিয়ে স্বেচ্ছাসেবকদের লাঞ্ছিত করলেন। আর পাউবো কর্মকর্তা জেলে ভরার হুমকি দিলেন। কিন্তু কেন? নিশ্চয় টেকসই বেড়িবাঁধ হলে তাদের বেড়িবাঁধ কেন্দ্রিক রুটি রুজি বন্ধ হয়ে যাবে।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্য জলবায়ু যোদ্ধা শাহিন বিল্লাহ ও ইয়াসির আরাফাতকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না হয় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
অনুরূপভাবে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সকলেই দুই তরুণ স্বেচ্ছাসেবককে মারধরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা উপকূলের জানমালের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করায় শনিবার শত শত মানুষের সামনে দুই জলবায়ু কর্মীকে মারধর করের স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাউবো কর্মকর্তা আলমগীর হোসেন।

 

The post বেড়িবাঁধের দাবি করা তরুণদের মারধরের ঘটনায় প্রতিবাদের ঝড়, জড়িতদের শাস্তি দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34wsMjq

কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে একটি পিস্তল ও গুলি উদ্ধার https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে একটি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও দুটি খালী ম্যাগজিন আটক করা হয়েছে। ৩০ মে রাত ১টা ২০ মিনিটের সময় দক্ষিণ ভাদিয়ালী খালমুখ কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্র আটক করা হয়।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি এর অপস্্ অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে শনিবার রাতে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী খালমুখ কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি ৯ মিঃ মিঃ ইউএসএ পিস্তল ৯ রাউন্ড গুলি ও দুটি খালী ম্যাগজিন আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও খালী ম্যাগাজিন কলারোয়া থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

The post কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে একটি পিস্তল ও গুলি উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uzIVzk

সাতক্ষীরা সদরের মাধবকাটিতে র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম আশরাফুল ইসলাম (৩৮)। সে কলারোয়ার কেড়াগাছি গ্রামের জনাব আলী বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মোঃ মাহাবুব-উল-আলম জানান, তারই নেতৃত্বে ৩০ মে রাত ১০ টায় সদর থানার রেউই বাজারের তারিকুজ্জামান সিজান এর ধান মাড়াই মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় উক্ত ব্যক্তিকে ঘাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-৭১, তারিখ ৩০/০৫/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১৯(ক) ধারা।

The post সাতক্ষীরা সদরের মাধবকাটিতে র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2R5g2ND

সাতক্ষীরাসহ সীমান্তের সাত জেলায় লকডাউনের সিদ্ধান্ত হতে পারে আজ https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য–বিষয়ক কমিটির একজন সদস্য আজ বলেছেন, গতকাল শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে।

এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।

বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাবে। মন্ত্রণালয়ে আজ বিকেলে মন্ত্রিসভার এক বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

করোনার সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ মে রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে।

The post সাতক্ষীরাসহ সীমান্তের সাত জেলায় লকডাউনের সিদ্ধান্ত হতে পারে আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34uN4tJ