বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরই মধ্যে করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে উঠেছেন সাড়ে আট লাখের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় কমেছে মৃত্যু। একদিনে দেশটিতে মারা গেছেন ১১শ ৫৭ জন। যা গত এক সপ্তাহে সর্বনিম্ন। মার্চের পর সবচেয়ে কম মৃত্যু রেকর্ড করা হয়েছে নিউইয়র্কে, একদিনে প্রাণহানি হয়েছে ৩৬৭ জনের। যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা এখন ৫৫ হাজারের বেশি।
করোনায় প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে মোট মারা গেছেন ২৬ হাজারের বেশি মানুষ। তবে আগের তুলনায় মৃত্যু হার কমে যাওয়ায় আগামী ৪মে থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে দেশটি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৮ জন, যা মার্চের পর সর্বনিম্ন।
স্পেনে ২৪ ঘন্টায় মারা গেছে ২৮৮ জন। যা একমাসের মধ্যে সর্বনিম্ন। এ পরিস্থিতিতে দেশটির কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছে। তবে পুরোপুরি লকডাউন তুলে নেয়া হতে পারে মে মাসের শেষের দিকে। যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪১৩জন। আগের দিনের থেকে এ সংখ্যা প্রায় অর্ধেক।
The post বিশ্বব্যাপী করোনায় মৃতের হার কমছে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3f0a6gf
No comments:
Post a Comment