Tuesday, November 30, 2021

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ https://ift.tt/eA8V8J

যুক্তরাষ্ট্রের মিশিগানে স্কুলে সহপাঠীর বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং শিক্ষকসহ আরো কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায় সন্দেহভাজন ১৫ বছর বয়সী ওই হামলাকারী। সেসময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে স্কুলে প্রবেশ করে হামলাকারী। বন্দুকধারীকে আটকের পর তার কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোনকল আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম ফোনকল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়।

আটকের সময় ওই কিশোর কোনো বাধা দেয়নি বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য দেয়নি সে। হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মাইকেল ম্যাকক্যাবে।

তবে হামলার কারণ এখনো জানা যায়নি। হতাহতের ঘটনায় শোক জানিয়ে সমাবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

The post যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Ec6a8a

কাটাখালীর মেয়র আব্বাস আটক https://ift.tt/eA8V8J

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র‌্যাব। আজ সকালে রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে মেয়র আব্বাস আলী রাজধানীর কাকরাইলের হোটেল ঈশা খাঁতে অবস্থান করছেন। এরপর মঙ্গলবার মধ্যরাত থেকে হোটেলটি ঘিরে রাখে র‌্যাবের একটি দল। পরে সকালে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে সকাল দশটার মধ্যে ঘটনাস্থলে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের তরফ থেকে বলা হয়েছে।
২০২০ সালের ডিসেম্বরে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় মেয়াদে কাটাখালীর মেয়র নির্বাচিত হন আব্বাস আলী । ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ২৪ নভেম্বর দলীয় পদ থেকে মেয়র আব্বাসকে অপসারণের সিদ্ধান্ত নেয় পবা উপজেলা আওয়ামী লীগ। ২৬ নভেম্বর তাকে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেয় রাজশাহী জেলা আওয়ামী লীগ।

গত ২২ নভেম্বর রাতে মেয়র আব্বাস আলীর ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধুর ম্যুরাল বানালে ‘পাপ হবে’ এমন কথা বলতে শোনা গেছে মেয়র আব্বাস আলীকে।

The post কাটাখালীর মেয়র আব্বাস আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3oaUpJw

বিজয়ের মাস শুরু https://ift.tt/eA8V8J

১ ডিসেম্বর ২০২১। পূর্ণ হলো গৌরবময় বিজয়ের ৫০ বছর। ১৯৭১ সালে এ মাসে গোটা জাতি এক সাগর রক্তের বিনিময়ে মুক্তির স্বাদ লাভ করে। বাংলাদেশের বুকে স্বাধীনতার রক্তলাল সূর্যোদয়ের ভিত্তি সূচিত হয়েছিল বেশ আগেই। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্দীপ্ত বাঙালি জাতি দৃঢ় শপথ নিয়েছিল স্বাধীনতা অর্জনের। ২৫ মার্চের নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পর তারা রুখে দাঁড়িয়েছিল শোষণের বিরুদ্ধে।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খণ্ড। আর সবুজের বুকে লাল সূর্যখচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে। তবে এ মাসের প্রতিটি দিনই ছিল ঘটনাবহুল।

বাংলাদেশের এ সগৌরব অভ্যুদয় মানতে পারেনি অনেকেই। একাত্তরে যখন বাঙালি স্বাধীনতার জন্য জীবন দিয়ে লড়াই করছে, তখন কিছু মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হয়ে তাদের সহায়তা করেছে। এই স্বল্পসংখ্যক মানুষ নিয়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছিল রাজাকার ও আলবদর বাহিনী। দেশের বিভিন্ন এলাকায় এই বাহিনীর সদস্যরা ত্রাসের সঞ্চার করেছে। পাকিস্তানি হানাদার বাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চল চিনত না। তাদের পথ দেখিয়ে নিয়ে গেছে রাজাকার-আলবদর বাহিনীর সদস্যরা। হত্যা করেছে দেশের সূর্যসন্তানদের। যুদ্ধের শেষ পর্যায়ে এসে, বাঙালির বিজয় যখন নিশ্চিত প্রায় তখন বেছে বেছে দেশের সেরা বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। দেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে না পারলেও মেধাহীন করার পরিকল্পনা ছিল তাদের।

আমাদের মুক্তিযুদ্ধের শুরু থেকে যে ষড়যন্ত্রের শুরু, তা স্বাধীনতার পরও থেমে থাকেনি। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও সপিরবারে বঙ্গবন্ধু হত্যা সেই ষড়যন্ত্রেরই অংশ। যেমন দেশকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় হত্যা করা হয় জাতীয় চার নেতাকে।

স্বাধীনতাকামী বাঙালির হৃদয়ে বিজয়ের বৈজয়ন্তী উড়িয়ে এসেছিল সেই সোনাঝরা গৌরবের দিনগুলো। বছর ঘুরে আজ আবার এসেছে সেই ডিসেম্বর। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন হৃদয়ে লালন করেছে বাঙালি যুগে যুগে। ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারই হাত ধরে পূরণ হয়েছিল সেই আজন্ম লালিত স্বপ্ন।

ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতার সাক্ষর বিজয়ের মাস বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হবে। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন-সাধ পূরণ হয় এ মাসে। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ আর ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর জল, স্থল আর আকাশপথে সাঁড়াশি আক্রমণের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের খবর চারদিক থেকে ভেসে আসতে থাকে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের মুক্তিযোদ্ধা সংগঠনগুলো প্রতিবছর দিনটিকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালন করে থাকে। এবারও তারা দিনটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে।

The post বিজয়ের মাস শুরু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3oafAeU

যানজটের শহর এখন সাতক্ষীরা https://ift.tt/eA8V8J

মো. হোসেন আলী: যানজটের শহরে পরিণত হয়েছে সাতক্ষীরা। শহরের নারিকেলতলা থেকে পাকাপোলে ইজিবাইকে এ পথ পার হতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগার কথা। কিন্তু যানজটের কারণে সময় লেগে যায় ৩০ থেকে ৪০ মিনিট। প্রতিদিন এ পথে আসা-যাওয়া করতে ২ ঘণ্টা সময় নষ্ট হয়। ইজিবাইকে বসে আশরাফুল ইসলাম যানজট নিয়ে নিজের বিরক্তি ঝাড়লেন এভাবে।

তীব্র যানজট এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরা শহরে। মাত্র পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ৪০-৪৫ মিনিট। এ কারণে শহরবাসীর একদিকে মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে তারা ভোগান্তি পোহাচ্ছে। শহরের একাধিক স্থানের যানজট ছড়িয়ে পড়ে পুরো শহরে। যাত্রীদের চরম ভোগান্তি চলমান থাকলেও সংশ্লিষ্টদের টনক নড়ছে না। বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ চলে আসলেও তা নিরসনে কার্যকরী কোন পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ তুলেছেন শহরবাসী। তবে নগরবাসী এই যানজটের জন্য পৌরসভা ও ট্রাফিক পুলিশের ব্যর্থতাকেই দায়ী করছেন।

এদিকে দীর্ঘ যানজটে পড়ে যাত্রীরা যেমন ক্ষুব্ধ হয়ে উঠছে তেমনি যানবাহন চালকরাও।
পথচারী ও যাত্রীদের অভিযোগ, যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কের প্রস্থ কম হওয়াসহ বিভিন্ন কারণে সাতক্ষীরা শহরে তীব্র যানজট হচ্ছে। যানযটের অন্যতম কারণ হচ্ছে বাস, অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রীদের ওঠানো ও নামানো। অবৈধভাবে ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যান চলাচল। যত্রতত্র গাড়ি পার্কিং। সড়কের প্রস্থ কম হওয়া এবং পাশে ফুটপাত না থাকা।
সাতক্ষীরা পৌরসভা সূত্রে জানা গেছে, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা পৌরসভার আয়তন ৩১ দশমিক ১০ বর্গকিলোমিটার। লোকসংখ্যা প্রায় দুই লাখ। পৌরসভায় ২০১ কিলোমিটার পাকা সড়ক আছে। শহরের মধ্যে পড়েছে ৩০ কিলোমিটার সড়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকায় সড়কের প্রস্থ অনেক কম। সড়কের পাশে নেই ফুটপাত। তা ছাড়া সড়কে যত্রতত্র বাস, অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রীদের ওঠানো ও নামানো হয়। এসব কারণে সড়কে তীব্র যানজট হচ্ছে।

স্থানীয় কয়েকজন বলেন, সড়কের দুই পাশ দিয়ে বিদ্যুতের খুঁটি দখল করে রেখেছে অনেক জায়গা। সড়কে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। এতে শহরে যানজট হচ্ছে। শহরের শহীদ নাজমুল সরণি, শহীদ কাজল সরণি, শহীদ সিরাজ সরণি, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের শহীদ আলাউদ্দিন চত্বর থেকে ইটেগাছা পর্যন্ত, সাতক্ষীরা-যশোর সড়কের নিউ মার্কেট থেকে সার্কিট হাউস মোড় পর্যন্ত, তুফান মোড়, সুলতানপুরের কেষ্টময়রার মোড়, বড়বাজার মোড়, পুরোনো সাতক্ষীরায় যানজট বেশি থাকে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে অবস্থান করে দেখা গেছে, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক ও সাতক্ষীরা-যশোর সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট চলছে। যানজটের কারণে যানবাহন দাঁড়িয়ে থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। ফুটপাত না থাকায় মানুষ হেঁটেও যাতায়াত করতে পারছে না।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন স্কুল শিক্ষক নাসিমা আক্তার। তিনি আলিপুরের বাসিন্দা। তিনি বলেন, মেডিকেল থেকে সদরে আসতে একাধিকবার যানজটের সম্মুখীন হয়েছি। সবচেয়ে বেশি সময় যানজটে ছিলাম নিউমার্কেটের সামনে। ওখানে দেখি সবসময় যানজট লেগেই থাকে।

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার জানান, যানজটের কারণে তার ১০ মিনিটের পথ যেতে সময় লাগেছে প্রায় ১ ঘণ্টার মতো, উপরন্তু সড়কে ধুলা ওড়ার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে।
সাতক্ষীরা শহরের ব্যবসায়ী আজিজুল ইমরান জানান, সাতক্ষীরা শহরে একবার কেউ এলে আর আসবে বলে মনে হয় না। আরেক ব্যবসায়ী মেহেদি হাসান জানান, ধুলার কারণে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। প্রতিষ্ঠান খোলার পর থেকে ধুলোয় বসা যায় না।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি এড. এসএম শরিফ আজমীর হুসাইন রোকন বলেন, পৌর এলাকায় সড়কের প্রস্থ অনেক কম। সড়কের পাশে নেই ফুটপাত। তাছাড়া সড়কে যত্রতত্র বাস, অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রীদের ওঠানো ও নামানো হয়। এসব কারণে সড়কে তীব্র যানজট হয়। তিনি আরও বলেন, সাতক্ষীরা শহরে এক দশকে লোকসংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। সেই সঙ্গে যানবাহন বেড়েছে। কিন্তু সড়কের প্রস্থ বাড়েনি। অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি। বর্তমানে ছোট্ট এ শহর ঘিরে চার হাজারের মতো ইজিবাইক চলে। ইঞ্জিনচালিত ভ্যান চলে তার চেয়ে বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শহরবাসি।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ বলেন, গত ৫০ বছরে এই শহরে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়েছে ৪/৫ গুন। আর প্রতিদিন শহরে চলাচলকারী মানুষের সংখ্যা বেড়েছে ১৫/২০গুন। বিশেষ করে শহরতলীর পাশ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ চা খেতেও এখন শহরে আসে। এক সময়ে শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ উপজেলার মানুষ শহরে আসার জন্য ১৫দিন পূর্ব থেকে প্রস্তুতি নিত। নদী পথে আসতো। ২/৩দিন শহরে থেকে কাজ মিটিয়ে ফিরে যেত। কিন্তু এখন জেলার সবচেয়ে দুর্গম এলাকার মানুষও যখন মনে করছে শহরে আসছে, আবার কাজ মিটিয়ে চলে যাচ্ছে। কিন্তু ৫০ বছর পূর্বে রাস্তা ঘাট যেমন ছিল আজও তেমনই আছে। শহরের কোন রাস্তার প্রস্থ বাড়ানো হয়নি। তাছাড়া ভাঙাচোরা রাস্তার কারনে ধীর গতিতে চলাচলের কারনে সমস্যা আরো প্রকট হচ্ছে। এক সময়ে সাতক্ষীরা শহরে দুর দুরন্ত থেকে যাতায়াতের প্রধান মাধ্যম প্রাণসায়র খালের নৌপথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এসব কারনে ঢাকা শহরের চেয়েও এখন সাতক্ষীরা শহরে আরো তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি ফোন রিসিভ না করায় পৌর কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শহরের যানজট প্রসঙ্গে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পত্রদূতকে বলেন, শহরমুখী ইজিবাইকের লাইসেন্স সাতক্ষীরা পৌরসভা প্রদান করে, আমরা পৌরসভাকে বলেছি যেসব গাড়ির লাইসেন্স দেওয়া হয়নি সেগুলো আটক করার জন্য। অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে, অবৈধ যানবাহন আটক করে রাখার মতো পর্যাপ্ত যায়গা পুলিশের নেই। তিনি আরও বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিগত দুই বছর ধরে প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়া জন্য আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোন জমি বরাদ্দ প্রদান করা হয়নি। যার ফলে এসব যানবাহন আটক করা কিছুটা কঠিন হয়ে পড়েছে। তবে যানবাহন সংক্রান্ত কোন নিয়ম মানা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন ট্রাফিক পুলিশ। যানযট নিরসনের জন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।

 

The post যানজটের শহর এখন সাতক্ষীরা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DbCVRm

শিশুদের পদচারণায় মুখরিত জেলা পরিষদের শিশুপার্ক https://ift.tt/eA8V8J

 

আব্দুস সামাদ: সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হচ্ছে জেলা পরিষদের নব নির্মিত শিশুপার্ক। শিশুদের আনন্দ-উল্লাসে পুরো পার্ক এলাকার পরিবেশ যেন পরিণত হয়েছে রূপকথার রাজ্যে। হৈ-চৈ আনন্দঘন পরিবেশে জেলা পরিষদের পার্কটি শিশুদের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। উন্মুক্ত ও মনোরম পরিবেশে স্লিপার, দোলনা ও ঢেকি/ব্যান্সেসহ বিভিন্ন রাইডে চড়েও শিশুদের মধ্যে দেখা যাচ্ছে না কোন ক্লান্তির ছাপ।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা পরিষদের কম্পাউন্ডকে নান্দনিক সাজ দিতে দুই কোটি ৭৪ লাখ ৮০ হাজার ২৩৬ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্পে গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে অন্যতম হলো-২২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিস কম্পাউন্ডে শিশুদের খেলাধুলার জন্য পার্ক নির্মাণ। ইতোমধ্যে পার্ক নির্মাণ প্রকল্পের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। শিশুদের খেলার জন্য বসানো হয়েছে তিনটি স্লিপার, তিনটি দোলনা, তিনটি ঢেকি/ব্যান্সে। মনোরম পরিবেশে বসার জন্য স্থাপন করা হয়েছে গোলঘর ও বেঞ্চ। আরও বসানো হবে দু’টি নাগরদোলাসহ বিভিন্ন পশুপাখির ভাস্কর্য। চলতি ডিসেম্বর মাসেই পার্কের সকল কাজ শেষ হবে।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আসিফ এহসান বলেন, শিশুদের মেধা বিকাশের কথা বিবেচনা করে পার্কটি নির্মাণ করা হচ্ছে। পার্কে তিনটি স্লিপার, তিনটি দোলনা, তিনটি ঢেকি/ব্যান্সে ও দু’টি নাগরদোলাসহ বিভিন্ন পশুপাখির ভাস্কর্য নির্মাণ করা হবে। মনোরম পরিবেশে বসার জন্য স্থাপন করা হয়েছে গোলঘর ও বেঞ্চ। পার্কটি চলতি মাসেই পূর্ণাঙ্গ রুপ পাবে। পূর্ণাঙ্গ রুপ পেলে শিশুরা সুন্দর ও মনোরম পরিবেশে খেলাধুলা করতে পারবে।
শহরের রাজারবাগান এলাকা থেকে আসা সারিকা সায়নী শিশুপার্কে এসেছে বাবার হাত ধরে। একের পর এক রাইডে চড়ছেন। কিন্তু তার মধ্যে নেই কোন ক্লান্তি। উন্মুক্ত ও মনোরম পরিবেশে খেলতে পেরে সে খুব খুশি। খেলার ফাঁকে তার সাথে কথা হলো কিছু সময়। তার সোজা উত্তর, রাজ্জাক পার্কে শিশুদের জন্য যে পার্কটি আছে সেখানে আমরা খেলতে পারি না। ওখানে দুষ্টু লোক বেশি দেখা যায়। আমাদের খেলতে দেয় না। আমাদের ভয় লাগে। এখানে এসে খেলাধুলা করছি আমাদের কোন ভয় লাগছে না। আমারা সুন্দরভাবে খেলতে পারি।

শিশুদের নিয়ে আসা অভিভাবকরা শিশুদের সঙ্গে ঘুরতে ঘুরতে আর তাদের চাহিদা পূরণ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও সন্তানদের হাসিমুখ দেখে যেন একেবারেই ভুলে যান সব কষ্ট। শহরের ইটাগাছা এলাকা থেকে আসা এমন একজন অভিভাক বলেন, সাতক্ষীরা শহর এলাকায় শিশুদের খেলার জন্য তেমন কোন শিশুপার্ক নেই। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শিশুদের জন্য কিছু রাইড থাকলেও সেখানে মাদকসেবকী ও ছিনতাইকারীদের চলফেলা বেশি। সে কারণে সেখানে নিরাপদে শিশুদের নিয়ে যাওয়া যায় না। তাছাড়া সেখানে যে রাইডগুলো আছে সেগুলো র্দীঘ দিন সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। শিশুরা খেলাধুলা করতে গেলে আহত হয়ে যায়।

তিনি আরও বলেন, জেলা পরিষদ শিশুদের কথা চিন্তা করে যে পার্কটি নির্মাণ করেছেন সেখানে এসে শিশুরা নিরাপদে খেলাধুলা করেত পারছে। সার্বিক দিকে বিবেচনা করলে এখানের পরিবেশও অনেক ভালো। নিরাপত্তারও কোন সমস্যা নেই।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরা শহর কেন্দ্রীক শিশুদের খেলার মাঠ দিন দিন কমে যাচ্ছে। শিশুরা মাঠে গিয়ে খেলতে না পেরে মোবাইল ও মাদকের প্রতি আসক্তি হয়ে পড়ছে। তাই শিশুদের উন্মুক্ত পরিবেশে খেলার জন্য শিশু পার্কটি নির্মাণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পার্কের নির্মাণ কাজ এখানো শেষ হয়নি, এরই মধ্যে শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত জেলা পরিষদ কম্পাউন্ড। নির্মাণ কাজ শেষ হলে আরও মনোরম পরিবেশে শিশু-কিশোরা খেলাধূলা করতে পারবে বলে তিনি জানান।

The post শিশুদের পদচারণায় মুখরিত জেলা পরিষদের শিশুপার্ক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EcOr0r

শ্যামনগরে মুন্ডা নারীদের অর্থনৈতিক উন্নয়নে ছাগল পালন প্রশিক্ষণ https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার নকশীকাঁথা মহিলা সংগঠনের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে মুন্ডা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীতায় ছাগল পালন প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকার ৩৮জন মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক উন্নয়নে ছাগল পালন, ছাগলের বাসস্থান, উন্নত জাতের ছাগল পালন, ছাগলের খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের উপ সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান।

প্রশিক্ষণের উদ্বোধন করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকশীকাঁথার সমন্বয়কারী তপন কর্মকার প্রমুখ। শ্যামনগরে মুন্ডা নারীদের অর্থনৈতিক উন্নয়নে ছাগল পালন প্রশিক্ষণ
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার নকশীকাঁথা মহিলা সংগঠনের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে মুন্ডা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীতায় ছাগল পালন প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকার ৩৮জন মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক উন্নয়নে ছাগল পালন, ছাগলের বাসস্থান, উন্নত জাতের ছাগল পালন, ছাগলের খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের উপ সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান।
প্রশিক্ষণের উদ্বোধন করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকশীকাঁথার সমন্বয়কারী তপন কর্মকার প্রমুখ।

The post শ্যামনগরে মুন্ডা নারীদের অর্থনৈতিক উন্নয়নে ছাগল পালন প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZF8NAp

৭৫ বছরের পথ দুই বছর বন্ধ করায় সীমাহীন দুর্ভোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: ৭৫ বছরের যাতায়াতের পথ জোরপূর্বক দুই বছর ধরে বন্ধ করে দেওয়ায় সীমাহীন দুর্ভোগের শিকার কযেকটি পরিবার। চলাচলের পথটি উন্মুক্ত করতে গ্রামবাসি শেষ পর্যন্ত জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছেন। এর আগে গ্রামবাসি স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, থানায় প্রতিকার চেয়ে আবেদন জানালেও পথ অবরুদ্ধকারী সংশ্লিষ্ট দপ্তরে হাজির হয়নি।

এতে করে একাধিকবার নোটিশ করা হলেও বিবাদি হাজির না হওয়ায় অবরুদ্ধ অবস্থায় রয়েছেন কয়েকটি পরিবার। আলোচিত এ ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়নের উজয়মারি গ্রামের। যাতায়াতের পথ উন্মুক্ত করার দাবি জানিয়ে এ গ্রামের করিম গাজীর ছেলে জমাত আলী গাজী ২৯ নভেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। ওই আবেদনে তিনি একই গ্রামের চৈতন্য হালদারের ছেলে সনৎ হালদারকে বিবাদি করে জানান, ৭৫ বছর ধরে স্থানীয়রা যাতায়াত করে আসছে। ২০১৯ সাল থেকে সনৎ হালদার পথটি বন্ধ করে রেখেছে। এতে করে নারী-শিশুসহ স্থানীয়রা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।

এবিষয়ে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি মিমাংসার জন্য উভয়পক্ষকে কয়েকবার বসাবসির উদ্যোগ নেওয়া হলেও সনৎ হালদার হাজির হয়নি। সে সম্পূর্ণ গায়ের জোরে পথটি আটকিয়ে রেখেছে। এতে পথ দিয়ে যেতে না পেরে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।

এদিকে হয়রানীর শিকার জমাত আলী জানান, বিষয়টি নিয়ে ইউয়িন পরিষদ, উপজেলা পরিষদ ও থানায় অভিযোগ করেছিলাম। কিন্তু বিবাদি অনুপস্থিত থাকায় কেউ সমাধান করতে পারেনি। সর্বশেষ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি। পথটি উন্মুক্ত না হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ চরম হয়রানীর শিকার হচ্ছে। এবিষয়ে বিবাদি সনৎ হালদারের সাথে যোগাযোগ করা যায়নি।

The post ৭৫ বছরের পথ দুই বছর বন্ধ করায় সীমাহীন দুর্ভোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31jhXmn

আশাশুনি সদরে দলীয় মনোনয়ন পেতে শেলীর আবেদন https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলার কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও আ’লীগ নেতা এন.এম.বি রাশেদ সরোয়ার শেলী নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম সংগ্রহ করেছেন। তিনি সোমবার ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে এ আবেদন ফরম সংগ্রহ করেন।

আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্রটি পূরণ করে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিকট জমা দিয়েছেন। এন.এম.বি রাশেদ সরোয়ার শেলী দলীয় মনোনয়ন পেতে আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি যাতে দলীয় মনোনয়ন পেয়ে ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

The post আশাশুনি সদরে দলীয় মনোনয়ন পেতে শেলীর আবেদন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rp7Uan

আশাশুনির বুধহাটায় নমুনা শস্য কর্তন https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির বুধহাটায় নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সোমবার নমুনা শস্য কর্তন করা হয়।

 

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বুধহাটা ইউনিয়নের ৫নং বুধহাটা ব্লকের শ্বেতপুর গ্রামের কৃষক দলের দলনেতা মহাদেব ঘোষের ধান ক্ষেতে নমুনা শস্য কর্তন করা হয়। কৃষক মহাদেব ব্রিধান ৮৭ আমন ধান চাষ করেন। ফসলের নমুনা কর্তনকালে ৫.১০ মে: টন/হেক্টর ফসল উৎপাদন হয়েছে বলে দেখা যায়। এই জাতের জীবনকাল ১১৭ দিন পাওয়া গেল। শস্য কর্তন পরিচালনা করেন, উপ সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম। এসময় তিনি চাষীদের বীজ সংরক্ষণের পরামর্শ প্রদান করেন।

The post আশাশুনির বুধহাটায় নমুনা শস্য কর্তন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xF40eO

মুজিব বাহিনী খুলনা একাত্তরের প্রকাশনা উৎসব আজ https://ift.tt/eA8V8J

বাংলাদেশ লিবারেশন ফোর্স মুজিব বাহিনী খুলনা একাত্তর গ্রন্থের প্রকাশনা উৎসব ১ ডিসেম্বর ২০২১ বুধবার বেলা ১১টায় হাজী মহসিন রোডস্থ উদয়ন সংঘে অনুষ্ঠিত হবে। এ গ্রন্থে মুজিব বাহিনীর ২৬৩ জন বৃহত্তর খুলনার অধিনায়কদের যুদ্ধ জীবনে বিবরণ প্রকাশিত হয়েছে।

বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বৃহত্তর খুলনা মুজিব বাহিনীর প্রধান শেখ কামরুজ্জামান টুকু অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ও মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার এড. স. ম. বাবর আলী। সভাপতিত্ব করবেন গ্রন্থের রচয়িতা ও খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: আবু জাফর। প্রেসবিজ্ঞপ্তি

 

The post মুজিব বাহিনী খুলনা একাত্তরের প্রকাশনা উৎসব আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3G7uKaZ

বেনাপোলে মিষ্টি কুমড়া চাষে দ্বিগুন স্বচ্ছলতা https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা বেনাপোলে পুষ্টিগুনে ভরা সবজি সুমিষ্টি কুমড়া চাষে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকেরা। ফলন ও দাম ভাল পেয়ে খুশি তারা। ˜িগুন বেড়েছে কুমড়া চাষ। লাভবান হচ্ছে চাষী। সফলতার মুখ দেখছে কৃষকেরা। পরিবারে ফিরছে স্বচ্ছলতা।

যশোরের শার্শা ও বেনাপোলে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কুমড়া চাষ। অল্পদিনে স্বল্প খরচে কুমড়া চাষে দ্বিগুন লাভ হওয়ায় অনেকে করছেন কুমড়া চাষ। বিষমুক্ত কুমড়ার চাহিদাও ভাল। ফলে বাজারে কুমড়ার দাম ভাল পাচ্ছে কৃষকেরা। প্রতিকেজি কুমড়া বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। প্রতি বিঘায় ১ থেকে ১৫ হাজার টাকা খরচে পাওয়া যায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। ফলে কুমড়া চাষে আগ্রহী হচ্ছে চাষীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, স্থানীয় বাজারে কুমড়া চাহিদা রয়েছে ভাল। কৃষকের বিভিন্ন প্রকার সহযোগিতা ও প্রশিক্ষণ দিচ্ছেন কৃষি বিভাগ। ফলে চাষ বেড়েছে দ্বিগুন। কুমড়া চাষে কৃষকের উৎমাহ দিচ্ছেন তারা। চলতি মৌসুমে শার্শা উপজেলায় ১৮০হেক্টর জমিতে হয়েছে কুমড়া চাষ।

The post বেনাপোলে মিষ্টি কুমড়া চাষে দ্বিগুন স্বচ্ছলতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o6T5Y2

শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত ৬৮, অর্ধশত বাড়িঘর ভাংচুর: আটক ১৩ https://ift.tt/eA8V8J

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় নির্বাচন পরবর্তী সহিংশতায় বিভিন্ন স্থানে চেয়ারম্যান প্রার্থী দু’পক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে প্রায় ৬৮জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে পরাজিত প্রার্থীদের কর্মী ও সমর্থকদের ঘরবাড়ি। দেওয়া হয়েছে হত্যার হুমকি। বাড়ি ছেড়ে পালিয়েছে গোগাসহ বিভিন্ন এলাকার কর্মী সমর্থকেরা। আহতদের মধ্যে ৮জনের অবস্থা আশংকাজনক। ঘটনাস্থলে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। মেম্বর প্রার্থী সমর্থকদের মধ্যেও চলছে সংঘর্ষ।

র্শাশার কায়বা, বাগআচড়া, গোগা, উলাশি ও বাহাদুরপুর ইউনিয়নে কয়েক দফায় চলেছে সংঘর্ষ। বাগআচড়ার সামটা গ্রামে নৌকা সমর্থিত মেম্বর প্রার্থী ইদ্রিস আলী সাহাজি আনারস সমর্থক মেম্বর প্রাথীর জিয়াউল ইসলাম জিয়ার সমর্থকদের মধ্যে শনিবার চলে সংঘর্ষ।
এসময় ইদ্রিস সাহাজি পক্ষের আসমা, রওশনারা, ইসমাইল, আকতার, রাব্বি, রেবেকা ও মনজুয়ারা আহত হয়। অপরপক্ষে জিয়া সমর্থিত রেজাউল, আশরাফুল, আতিয়ার, আনারুল, ইমনরানসহ উভয় পক্ষের ১৪জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে নাভারন ও গুরুতর ৮জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ইদ্রিস সাহাজির অভিযোগ বিজয়ী প্রার্থী ও তার সমর্থকেরা তাদের বাসার সামনে এসে মারপিট ও ভাংচুর চালায়। তবে মেম্বর জিয়া বলেন, ইদ্রিস সাহাজির লোকজন সোমবার সকালে তার সমর্থকদের বাজারে পেয়ে জনসম্মুখে মারপিট করে রক্তাক্ত জখম করে। এরই জেরে বাঁধে সংঘর্ষ। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ৫জনকে রাতেই আটক করেছে।
এদিকে শার্শা পান্তাপাড়ায় সেন্টু ও তোতা সমর্থকদের মধ্যে সংঘর্ষে শাহিন ফজলু, জাহাঙ্গীর ও বেবীসহ ৫জন আহত হয়। আহতরা নাভারন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এছাড়াও উলাশি, ডুপপাড়া, বাইকোলা. দাদখালি, রাড়িপুকুর, গোগাসহ বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা হামলা ও ভাংচুর চালায়। আহত হয় অর্ধশত। অনেকে পালিয়ে যায় এলাকা ছেড়ে।
জিয়া সমর্থক ভুক্তভোগী আহত স্বজনেরা বলেন, ন্যাক্কারজনক এমন হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
ইসমাইল সিরাজি সমর্থিত আহত ও স্বজনেরা বলেন মেম্বর জিয়া নির্বাচনে জিতে মরিয়া হয়ে উঠেছে। পরিকল্পিত হামলা চালিয়েছে তারা। প্রশাসনের হস্তক্ষেপ চান আহতের পরিবার ও স্থানীযরা।
তবে গোগা ইউনিয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যান তবিবর রহমান ও বাগআচড়ার ইউনিয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যান আব্দুল খালেক মাইকিং করে সমর্থক ও কর্মীদের শান্ত থাকতে বলেছেন। কোন অশান্তি সৃষ্টি থেকে সবাইকে আন্তরিক হওয়ায় আহব্বান জানিয়েছেন তারা।
যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, উপজেলার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রশাসন সতর্ক রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের আনা হবে আইনের আওতায়। সব বিজয়ী প্রার্থীকে শান্ত থাকার আহব্বান জানান তিনি।

The post শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত ৬৮, অর্ধশত বাড়িঘর ভাংচুর: আটক ১৩ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xDlw39

খালেদা জিয়ার কিছু হলে এক মুহূর্তও সরকার ক্ষমতায় থাকতে পারবে না: গয়েশ^র চন্দ্র রায় https://ift.tt/eA8V8J

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে খালেদা জিয়াকে সুচিকিৎসা করানোর। খালেদা জিয়ার সুচিকিৎসা যে দেশে হয় তাকে সে দেশেই পাঠান। আর যদি খালেদা জিয়ার অনাকাক্সিক্ষত কোনো ঘটনা ঘটে তাহলে এক মুহূর্তও এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ৩০ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মন্ত্রীরা খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রতিবন্ধকতার ভিত্তিহীন কথাবার্তা বলছেন। এর আগে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আ স ম আব্দুর রবকে রাষ্ট্রের ৩৬ লাখ টাকা খরচ করে জার্মানিতে চিকিৎসা করানো হয়েছে। খালেদা জিয়া সম্পর্কে যে সব মন্ত্রীরা ঠাট্টা-মস্করা করছেন তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, যারা এ ধরনের মন্তব্য করছেন ভবিষ্যতে তাদের কী পরিণাম হবে তা আমি বলতে পারি না। যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, রাতের ভোটে নির্বাচিত তাদের কাছে কিসের অনুমতি চাইতে হবে। বিদেশে চিকিৎসা করাতে হলে আগে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের এই মন্তব্য সম্পর্কে তিনি বলেন, ক্ষমা চাওয়ার জন্য খালেদা জিয়ার জন্ম হয়নি। তিনি হলেন, এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। তিনি এদেশের আপোষহীন নেত্রী। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে তার অবদান রয়েছে। তিনি শুধু ক্ষমা চাইতে পারেন সৃষ্টিকর্তার কাছে। আর কারো কাছে নয়। সরকারের উদ্দেশে গয়েশ^র চন্দ্র রায় বলেন, আপনারা জানিয়ে দেন, খালেদা জিয়ার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হবে না। তারপর এক মুহূর্তও আপনার ক্ষমতায় থাকতে পারবেন না। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, অধ্যক্ষ সোহরাব উদ্দীন, মেহেদী আহমেদ রুমি, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কু-ু প্রমুখ।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা থাকলেও সকাল থেকেই দূর-দূরান্ত থেকে সমাবেশস্থলে বিএনপির মিছিল আসতে থাকে। সমাবেশস্থলের প্রবেশ পথে বসানো পুলিশের ব্যারিকেট ভেঙে মিছিলকারীরা সমাবেশে যোগ দেয়। প্রেসবিজ্ঞপ্তি

The post খালেদা জিয়ার কিছু হলে এক মুহূর্তও সরকার ক্ষমতায় থাকতে পারবে না: গয়েশ^র চন্দ্র রায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o8uIt1

মেম্বরের গন্ডগোলের দায় চাপল আছাদুল হকের ঘাড়ে! বাড়ি থেকে তুলে নিয়ে ২ঘন্টা জিজ্ঞাসাবাদ, পরে মুক্তি https://ift.tt/eA8V8J

৩৫ জনের নামে মামলা, ১৩ নেতাকর্মী কারাগারে
আজিজুল হক আরিফ, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় গোলাম রব্বানী নামের এক মেম্বর ও নির্বাচনে তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত শাহীনুজ্জামান রিপন নামের অপর মেম্বর প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যকার গন্ডগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনার দায় পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে কুলিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আছাদুল হকের ঘাড়ে। এমনটি অভিযোগ তুলেছেন আছাদুল হকসহ তার পরিবার। এছাড়া ওই ঘটনার জেরে মধ্যরাতে কুলিয়াস্থ বাগানবাড়ি থেকে চেয়ারম্যান আছাদুল হক ও তার অনুসারী ছাত্রলীগ নেতাসহ ১৩জন কর্মীকে তুলে নিয়ে যায় দেবহাটা থানা পুলিশ। থানায় নেওয়ার পর আছাদুল হক অসুস্থ হয়ে পড়লে দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে আছাদুল হককে তার পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। অপরদিকে বাগানবাড়ি থেকে তার সাথে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাসহ ১৩ কর্মীকে একটি মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে কারাগারে প্রেরণ এবং মামলাটি তার ছেলেসহ আরো ৩৫ জন নেতাকর্মীকে এহাজার নামীয় আসামী করা হয়েছে বলেও অভিযোগ আছাদুল হক ও তার পরিবারের।

সোমবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পুষ্পকাটি সরদার বাড়ির মোড়সহ আশপাশের এলাকায় দফায় দফায় এ ধাওয়া পাল্টা ধাওয়া এবং বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
দু:খজনক হলেও সত্য যে, দায়েরকৃত মামলায় যাদের বাড়িঘর ভাংচুরের অভিযোগ করা হয়েছে সেই ৬জন ভুক্তভোগীকে মামলার সাক্ষী এবং ওই হামলার ঘটনার প্রধান ভুমিকায় থাকা দুজনের মধ্যে পুষ্পকাটি ৬নং ওয়ার্ডের বর্তমান ও নব-নির্বাচিত মেম্বর গোলাম রব্বানীকে আসামী এবং পরাজিত মেম্বর প্রার্থী শাহীনুজ্জামান রিপনকে বাদী করে মামলাটি রেকর্ড করা হয়েছে।

হামলা ও বসতঘর ভাংচুরের ঘটনার ভিকটিম পুষ্পকাটি গ্রামের সাবেক সেনাকর্মকর্তা হায়দার আলী, তার ভাই গোলাম মোস্তফা টুটুলসহ অন্যান্যরা জানান, যে দু’জন ব্যাক্তির নেতাকর্মীরা হামলার ঘটনাটি ঘটিয়েছে তাদের মধ্যে পুষ্পকাটির বর্তমান মেম্বর গোলাম রব্বানী নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হকের সমর্থক এবং অপরজন পরাজিত মেম্বর প্রার্থী শাহীনুজ্জামান রিপন পরাজিত চেয়ারম্যান প্রার্থী আসাদুল ইসলামের সমর্থক। পুষ্পকাটির পরাজিত মেম্বর প্রার্থী শাহিনুজ্জামান রিপনের সাথে পূর্ব শত্রুতা ও নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে একই এলাকার রজব আলীর ছেলে হযরতকে নিয়ে সোমবার বিকেলে একটি শালিস চলছিল। শালিসের একপর্যায়ে শাহিনুজ্জামান রিপনের সমর্থকরা হযরত আলীকে ধাওয়া দিলে প্রান বাঁচাতে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য গোলাম রব্বানীর ভাই শহীদুলের দোকানে গিয়ে আশ্রয় নেয় হযরত। সেসময় শহীদুলে দোকানে ঢুকে শাহীনুজ্জামান রিপনের সমর্থকরা হযরতকে মারপিট করে। তখন তাদের হামলায় রব্বানী মেম্বরের ভাই শহীদুলও আহত হয়।

সাথে সাথে তার দোকানেরও ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি জানতে পেরে নির্বাচিত মেম্বর গোলাম রব্বানী দলবল নিয়ে তার ভাই শহীদুলের পক্ষে অবস্থান নিয়ে প্রতিপক্ষ শাহীনুজ্জামান রিপনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে এক দুপক্ষের উত্তেজিত কর্মী সমর্থকরা দফায় দফায় হামলা চালিয়ে পুষ্পকাটির ছইল উদ্দীন সরদারের ৪ ছেলে সাবেক সেনাসদস্য হায়দার আলী, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা টুটুল, গোলাম কিবরিয়া, একই গ্রামের মৃত জাহা উদ্দীনের ছেলে আজিজুল ও বজলু শেখের ছেলে আবুল হোসেনের বাড়িঘর ভাংচুর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পুলিশের হ্যান্ড মাইক ব্যবহার করে উত্তেজিত জনগণকে শান্ত এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে সহায়তা করেন কুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক। ভুক্তভোগীরা আরোও বলেন, হামলার ঘটনায় একদিকে রব্বানী মেম্বর, অপরদিকে পরাজিত মেম্বর প্রার্থী শাহীনুজ্জামান রিপন নেতৃত্ব দিয়েছিল। তাতে নব-নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী আছাদুল হকের কোন হস্তক্ষেপ বা ইন্ধন ছিলনা। এমনকি আছাদুল হকের যেসব কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের নামে মামলা দেওয়া হয়েছে তারাও হামলায় জড়িত ছিল কিনা তাও তাদের কাছে স্পষ্ট নয়।

এদিকে আছাদুল হকের স্বজনরা জানান, যে হামলার ঘটনার দায় আছাদুল হকের ঘাড়ে চাপানো হয়েছে, তাতে আছাদুল হক বা তার নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই। ওই ঘটনার সব দায় রব্বানী মেম্বর ও পরাজিত তার প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থী শাহীনুজ্জামান রিপনের। এছাড়া যেসময় দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে সেসময় জেলা পরিষদের একজন সদস্য ওই এলাকায় অবস্থান করছিলেন। সম্ভবত তারই ইন্ধনে একের পর এক হামলা হয়েছে। তারা আরও বলেন, সোমবার রাত ১১টার দিকে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দেবহাটা থানা পুলিশের সদস্যরা তাদের কুলিয়াস্থ বাগান বাড়ির গেইটে পৌঁছায়। এসময় পুলিশ সদস্যরা বাড়ির গেট খুলে আছাদুল হককে বাইরে বের হয়ে আসতে বললে তাদের কথামতো বেরিয়ে আসেন আছাদুল হক। তখন তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ ভ্যানে তুলে দেবহাটা থানায় নেয় পুলিশ। তার সাথে ওই সময় বাগানবাড়িতে উপস্থিত থাকা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডলসহ আরও ৭ নেতাকর্মীকেও তার সাথেই থানায় নিয়ে যায় পুলিশ। থানায় পৌছানোর পর বুকে ব্যথা অনুভূত হতে থাকে আছাদুল হকের।

 

একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দুঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত ২টার দিকে পরিবারের জিম্মায় আছাদুল হককে থানা থেকে ছেড়ে দিলে তাকে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে হামলা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনার ভুক্তভোগীরা আছাদুল হক এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে সম্মত না হলে, হামলার অন্যতম নেপথ্যে থাকা পরাজিত মেম্বর প্রার্থী শাহীনুজ্জামান রিপন বাদী হয়ে আগে থেকে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাগর ও অপর ৭ কর্মীসহ আছাদুল হকের আরোও ৩৫ জন নেতাকর্মীদের নাম উল্লেখ করে থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-০৮। রাতেই ওই মামলার আরও ৫জন এজাহার নামীয় আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

এব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, পুষ্পকাটিতে হামলার ঘটনায় শাহীনুজ্জামান রিপন বাদী হয়ে ৩৫ জনের নামে মামলা দায়ের করলে ১৩জন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্ররণ করা হয়। এছাড়া কুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয় বলেও জানান ওসি।

The post মেম্বরের গন্ডগোলের দায় চাপল আছাদুল হকের ঘাড়ে! বাড়ি থেকে তুলে নিয়ে ২ঘন্টা জিজ্ঞাসাবাদ, পরে মুক্তি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZCF2jw

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা: দায়রা জজ আদালতে দায়েরকৃত ১৭টি আপীলের ১২টি না-মঞ্জুর https://ift.tt/eA8V8J

বদিউজ্জামান: কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আরও এক আসামীর আপীল মামলা না মঞ্জুর করে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখার আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ওই আদেশ দেন। এ পর্যন্ত দায়রা জজ আদালতে দায়েরকৃত ১৭টি আপীলের ১২টি না-মঞ্জুর করে সবকটিতে আসামীদের বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়েছে। বাকী ৫টি আপীল মামলাও দ্রুত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন পিপি এড. আব্দুল লতিফ।

জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের একটি মামলায় চলতি বছর ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে রায় হয়। রায়ে ৫০ জন আসামীর সকলকে বিভিন্ন মেয়াদে সাজা হয়। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামী কলারোয়ার বাটরা গ্রামের নজিমুদ্দিন ওরফে নেয়ামত মোড়লের ছেলে মো: আব্দুর রউফ বিচারিক আদালতের দেয়া রায়ে খুশি হতে না পেরে ক্রিমিনাল আপীল ৪৫/২১ নম্বর মামলা দায়ের করেন জেলা ও দায়রা জজ আদালতে। মামলাটি চুড়ান্ত শুনানী শেষে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান গতকাল আপীল মামলা না মঞ্জুর করে বিচারিক আদালতের দেয়া সাজা বহাল রাখার আদেশ দেন।
এ ব্যাপারে সাতক্ষীরার পিপি অ্যাড. আব্দুল লতিফ পত্রদূতকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দায়রা জজ আদালত হতে ঘোষিত প্রত্যকটি আপীল মামলার রায়ে বিচারিক আদালতের দেয়া সাজা বহাল রাখা হয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত দায়রা জজ আদালতে মোট ১৭টি আপীল দায়ের করা হয়েছে, তার মধ্যে ১২টি আপীল ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে এবং সবগুলোতেই আসামীদের বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়েছে। বাকী আপীল মামলাগুলোও দ্রুততম সময়ে নিস্পতি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১২টার দিকে তিনি তাঁর সফর সঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌছালে তাঁকে প্রাণনাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা।

 

The post শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা: দায়রা জজ আদালতে দায়েরকৃত ১৭টি আপীলের ১২টি না-মঞ্জুর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dblhTf

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: মঙ্গলবার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শহিদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ।

The post শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31iprGw

পাইকগাছায় বিরোধপূর্ণ মৎস ঘের পরিদর্শন করলেন নিয়োগকৃত উকিল কমিশন https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: পাইকগাছায় বিরোধপূর্ণ মৎস ঘেরের জমি দখল ও বালু ভরাটের ঘটনায় আদালতের দখল ভিত্তিক স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে মৎস ঘেরের জমিতে বালি ভরাটের অভিযোগে পাইকগাছা সিনিয়র সহকারী জর্জ আদালতের এক আদেশে উকিল কমিশন নিয়োগ করেন। মঙ্গলবার উকিল কমিশন ও উভয় পক্ষের আইনজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে তদন্ত করা হয়েছে।

জানা গেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর মৌজায় এসএ ৩৭৮ খতিয়ানের ১৭৭ দাগসহ বিভিন্ন দাগে ক্রয় ও ডিড মূলে মোট ১২ বিঘা জমিতে প্রায় ৬ বছর ধরে মৎস লীজ ঘের করে আসছে হিতামপুর গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে মাকসুদুর রহমান ও তৈয়েবুর।
গত আগস্ট মাসে মেলেকপুরাইকাটী গ্রামের মৃত অধীর সাধুর ছেলে সমিরন সাধু মাকসুদুর রহমান গংদের মৎস লিজ ঘেরের মধ্য হতে মুকুল মোড়ল গংয়ের নিকট থেকে ৪ বিঘা জমি ক্রয় করেছে বলে তার ক্রয়কৃত জমি ছেড়ে দিতে বলেন। এতে মাকসুদুর রহমান ২২ আগস্ট পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন যার নং ২৫৮/২১।

জমি ছেড়ে না দেওয়ায় মেলেক পুরাইকাটী গ্রামের মৃত অধীর সাধুর ছেলে সমিরন সাধু লোকজন নিয়ে গত ৪ সেপ্টেম্বর মাকসুদুর রহমান গংয়ের ঘেরের মধ্য হতে প্রায় ৪বিঘা জমি বাঁধ দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে থানা পুলিশ এসে উভয় পক্ষকে স্থান থেকে সরিয়ে দেয়। গত ৪ নভেম্বর সিনিয়র সহকারী জজ এক আদেশে বলেন নালিশী দরখস্থ চুড়ান্তভাবে নিস্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমির দখল ভিত্তিক স্থিতি অবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দেয়া হয়। আদালতের উপরুক্ত আদেশ অমান্য করে দখল প্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধপূর্ণ মৎস ঘেরের জমিতে নতুন করে বাঁধ মেরামত, বাসা নির্মাণ, বলু ভরাট করার অভিযোগ এনে মাকসুদুর রহমান সমিরণ সাধুর বিরুদ্ধে গত ২২ নভেম্বর আদালতে রিট পিটিশন করেন।
অভিযোগের বিষয়ে গত ২৪ নভেম্বর শুনানি শেষে বিজ্ঞ আদালত পাইকগাছা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড: জিএ সবুরকে প্রধান করে উকিল কমিশন নিয়োগ করেন। মঙ্গলবার বেলা ৩টায় আদালত কর্তৃক নিয়োগকৃত উকিল কমিশন সরেজমিনে তদন্তে করেন। এ সময় উপস্থিত ছিলেন এড: আবু সাঈদ, এড: ইদ্রিসুর রহমান, এড: পঙ্কজ ধর, এড: আব্দুস সাত্তার, এড: এফ এম এ রাজ্জাক, এড: কালিপদ মন্ডল, এড: সুকল্যান মন্ডল, অনন্য আইনজীবীসহ স্থায়ীয় সাংবাদিক জি এ গফুর, স্নেহেন্দু বিকাশ, জিএম মিজানুর রহমান, মিজানুর রহমান মন্টু, বাবুল আক্তার, একে আজাদ, সেকেন্দার আলী, আসাদুল ইসলাম, ফসিয়ার রহমান, স্থানীয় মেম্বর হারুন অর রশীদ হিরু। মামলার বাদী মাকসুদুর রহমান, বিবাদী সমিরণ সাধুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

The post পাইকগাছায় বিরোধপূর্ণ মৎস ঘের পরিদর্শন করলেন নিয়োগকৃত উকিল কমিশন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31a1YXT

কলারোয়ায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া আলিয়া মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর) মাদরাসার হলরুমে আলোচনা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার, উপাধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, প্রভাষক শাহনাজ পারভীন, প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, পরীক্ষার্থীদের পক্ষে রমজান, নূর মোহাম্মদ, মেফতাহুল জান্নাত নীলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মহিদুর রহমান।

The post কলারোয়ায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3d2zORi

তালায় আইন শৃঙ্খলা কমিটির সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: তালায় উপজেলা জুড়ে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনসহ অন্যরা।
উল্লেখ্য, আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে উপজেলা সমন্বয় কমিটির সভা ও ১৬ ডিসেম্বর উদদযাপন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

The post তালায় আইন শৃঙ্খলা কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3d2Wroz

আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল https://ift.tt/eA8V8J

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ হেরে গেছে। এ থেকেই প্রমাণ হয় যে, আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দুপুরে ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ মোহাম্মাদ নেছারুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির পক্ষ থেকে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারকে বিভিন্ন দেশ থেকে চাপ দিয়েছে। সরকার মিথ্যা কথা বলছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুর আলম খন্দকার, আবদুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত আছেন।

The post আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3G3kmka

দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে শিক্ষার্থীদের আন্দোলন চলবে https://ift.tt/eA8V8J

নিরাপদ সড়কের জন্য আগে দেওয়া ৯ দফা দাবির বাকিগুলো মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবির একটি অর্ধেক ভাড়া কার্যকর করা। বাকি দাবিগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাকি দাবিগুলো মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ ঘোষণা দেন, কাল বুধবার থেকে বেসরকারি মালিকানাধীন বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা। এরপর ধানমন্ডিতে রাপা প্লাজার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভরত শিক্ষার্থীদের বিষয়টি জানায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবাইয়াত জামান বলেন, হাফ পাসের বিষয়টি সুরাহা হওয়ার কথা তারা শিক্ষার্থীদের জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে অন্তত জনদুর্ভোগের কথা বিবেচনা করে সড়কের একটি লেন ছেড়ে দিতে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।

পুলিশের অনুরোধের পর শিক্ষার্থীরা কাগজপত্র যাচাই করে একটি লেনে গাড়ি চলতে দিচ্ছে। তবে সড়কে গাড়ি আটক করে কাগজপত্র যাচাই ও অল্পসংখ্যক গাড়ি চলাচল করতে দেওয়ায় সড়কে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো ছিল:
১. নামসহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর ঘটনায় মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা
২. নাঈমসহ দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
৩. দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহনশ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা
৪. ঢাকাসহ সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে ভাড়ায় শিক্ষার্থীদের হাফ পাস প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিশ্চিত করা
৫. বৈধ-অবৈধ যানবাহনের চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনা ও বিআরটিএর সব কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং জবাবদিহি নিশ্চিত করা
৬. সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় ও আধুনিক এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা
৭. গণপরিবহনে নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা বন্ধ করা
৮. জনসাধারণের জন্য ফুটপাত, পদচারী–সেতুসহ নিরাপদ চলাচল ব্যবস্থা নিশ্চিত করা
৯. পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং নির্মাণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা

The post দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে শিক্ষার্থীদের আন্দোলন চলবে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xGPEL4

টেকসই সামাজিক উন্নয়নে গবেষনাপ্রবন কিশোর কিশোরীরা হবেন উদ্যোক্তা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সামাজিক, অর্থনৈতিক, কৃষি ও শিল্প উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রজন্মের কিশোর কিশোরীদের মধ্যে গবেষনা ও উদ্যোক্তামূলক সৃজনশীলতা গড়ে তুলতে হবে। এসব কিশোর কিশোরীরা তাদের নিজ নিজ এলাকায় সামাজিক, পরিবেশ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক নানাবিধ তথ্যউপাত্ত সংগ্রহ করে উন্নয়নের লক্ষ্যমাত্রায় কাজে লাগাতে পারে।

তাদেরকে প্রশিক্ষনের আওতায় এনে এ ধরনের কাজে নামাতে পারলে বাংলাদেশের টেকসই উন্নয়নে তা হতে পারে এক গুরুত্বপূর্ন পদক্ষেপ। মঙ্গলবার ১৫ জন কিশোর কিশোরী এই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এক প্রশিক্ষনে অংশ নিয়ে তাদের পর্যবেক্ষন এবং অভিজ্ঞতার কথা তুলে ধরেছে। এসব অভিজ্ঞতা থেকে সমস্যা তুলে এনে তা সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগী হয়েছে। সাতক্ষীরার কয়েকটি ইউনিয়ন থেকে আসা শিক্ষার্থী পর্যায়ের এসব প্রশিক্ষন গ্রহনকারীর মধ্যে রয়েছে ৮ কিশোর ও ৭ কিশোরী।

শহরের অদূরে মোজাফফর গার্ডেনে আয়োজিত ৩ দিনের এই প্রশিক্ষন পরিচালনা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’। ‘ইয়ুথ লেড ইনোভেশন ল্যাবস’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষনে সহযোগিতা দিচ্ছে সাতক্ষীরার ‘ব্রেকিং দ্য সাইলেন্স’। ৩ দিনের এই প্রশিক্ষন শেষ হবে বৃহস্পতিবার।
সেভ দ্য চিলড্রেন এর উপপরিচালক নিশাত আফরোজ বলেন, চাকরি বা কমংসংস্থানের উৎসের সাথে যুবকদের সংযোগ ঘটানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা হবার ক্ষেত্রে উৎসাহী করা এবং উদ্ভাবনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। এ ব্যাপারে প্রতিযোগিতামূলক ভাবে অংশগ্রহনকারীদের আর্থিক সহায়তা দেয়ার প্রচেষ্টা থাকবে। তিনি আরও বলেন, সারাদেশ থেকে বাছাইকৃত কিশোর কিশোরীদের নিয়ে ঢাকায় চূড়ান্ত কর্মসূচীর মাধ্যমে তাদেরকে শিল্পায়ন, কৃষি সহ বিভিন্ন বিষয়ের সাথে সমন্বয় করে দেওয়া হবে।

ব্রেকিং দ্য সাইলেন্স এর উপপরিচালক ড. মোহাম্মাদ তারেকুজ্জামান বলেন, আমরা ইয়ুথ লেড ইনোভেশনের মাধ্যমে একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে চাই, যার ফলে তরুণেরা গতানুগতিক ধারার বাইরে এসে চিন্তা করতে পারবে, পাশাপাশি স্বাধীন পেশা ও কাজের সুযোগ সৃষ্টি হবে।

কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স এর ডেপুটি ম্যানেজার সাবেরা ইয়াসমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি প্রতিনিধি সুভাষ চৌধুরী, সিনিয়র অফিসার এস.এম ইউসুফ, ডেপুটি ম্যানেজার মো: শরিফুল ইসলাম ও প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান টিটু, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র এর স্টেশন ইনচার্জ ড. মো: আরিফুর রহমান, রাইস মিল মালিক মো: মিন্টু চৌধুরী, পাখি ও কবুতর পালক উদ্যোক্তা শামসুন্নাহার রোজী প্রমুখ।

ইয়ুথ লেড ইনোভেশনের মৌলিক নীতিমালা ও কর্মকা-ের মধ্যে রয়েছে যুবকদের ক্ষমতায়ন করা, বহুসাংস্কৃতিক দলের মধ্যে থেকে কাজ করা, আত্মপ্রকাশের সুযোগ করে দেওয়া, সহায়তার মনোভাব তৈরি করা এবং নতুন উদ্ভাবনগুলোকে স্থায়ী এবং টেকসই করে তোলা।

এখানে যুবকরা তাদের নিজ নিজ এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরবে এবং সেটির সমাধান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। এই আলোচনার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট গঠনমূলক সমাধান বের করার চেষ্টা করবে।

The post টেকসই সামাজিক উন্নয়নে গবেষনাপ্রবন কিশোর কিশোরীরা হবেন উদ্যোক্তা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/316nn4J

সাতক্ষীরায় তিন বছরের শিশু সন্তানের চিকিৎসায় সাহায্যের আবেদন শ্রমিক পিতার https://ift.tt/eA8V8J

জটিল রোগে আক্রান্ত তিন বছরের শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শ্রমিক পিতা আল মামুন। অর্থ সংকটে একমাত্র সন্তান আশরাফুল আলম(৩) জটিল রোগে আক্রান্ত থাকলেও চিকিৎসা করাতে পারছেন না। সে কারণে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন রাইচ মিল শ্রমিক আল মামুন মালী।

আল মামুন জানান, তার বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে। জীবিকার তাগিদে ধুলিহর ইউনিয়নের মোস্তাকের মিলে শ্রমিকের কাজ করেন। গত ৩ বছর পূর্বে তাদের ঘরের আলো হয়ে আসেন একমাত্র সন্তান আশরাফুল(৩)। কিন্তু জন্মগতভাবে শিশু আশরাফুল টিউমার, হার্ডের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলো। এপর্যন্ত সাধ্যমত চিকিৎসা করানো হলেও তাকে সুস্থ্য করা সম্ভব হয়নি।

উন্নত চিকিৎসা করাতে পারলে সুস্থ হওয়া সম্ভব ছিলো বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু উন্নত চিকিৎসা করার মত টাকা না থাকায় সেটি সম্ভব হয়নি। পিতা হয়েও অর্থ না থাকায় একমাত্র শিশু সন্তানের চিকিৎসা করাতে না পেরে দিশেহারা পিতা আল মামুন। তার একমাত্র সন্তানের চিকিৎসা করাতে সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন তিনি। তাদের সাহায্য পাঠাতে ০১৯১৫ ৬১১৩৬৫(বিকাশ, রকেট, নগদ) এর নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আল মামুন। প্রেস বিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় তিন বছরের শিশু সন্তানের চিকিৎসায় সাহায্যের আবেদন শ্রমিক পিতার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3E3baff

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যাওয়া এক মোটর সাইকেল আরোহীর বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের নলতা চৌমুহুনীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম উত্তম কুমার ঘোষ । সে শ্যামনগর উপজেলার ব্রহ্মশাসন গ্রামের পঞ্চানন ঘোষের ছেলে। নিহতের চাচাত ভাই জয়নাল ঘোষ জানান, উত্তম মোটর সাইকেলে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার সময় কালিগঞ্জের নলতা চৌমুহুনীতে একটি ইজিবাইইকের সঙ্গে ধাক্কা লাগে।

এতে সে উল্টে রাস্তার উপর পড়ে গেলে সাতক্ষীরাগামি যাত্রীবাহি বাস সাতক্ষীরা- জ-১১-০০৫০ তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত উত্তম ঘোষের লাশ উদ্ধার করা হয়েছে।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ৩০.১১.২১

The post সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xCNewJ

সাতক্ষীরা যুব উন্নয়নে মাসব্যাপী বাটিক ব্লক প্রিন্ট এবং বিউটি ফিকেশন বিষয়ক প্রশিক্ষণ সমাপনী https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা যুব উন্নয়নে মাসব্যাপী বাটিক ও ব্লক প্রিন্ট এবং বিউটি ফিকেশন বিষয়ক প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ- পরিচালকের কার্যালয়ে এ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত পহেলা নভেম্বর শুরু হওয়া বাটিক ও ব্লক প্রিন্ট বিষয়ে ২০ জন নারী এবং বিউটি ফিকেশন বিষয়ে ২০ জন নারী প্রশিক্ষণ নেন। দেশব্যাপী নারী উন্নয়ন ও স্বাবলম্বী করতে সরকারের উদ্যোগে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুব উন্নয়নের কর্মকর্তারা।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ- পরিচালক আশীষ কুমার মন্ডল, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল কালাম আজাদ, বাটিক ব্লক প্রিন্ট এর প্রশিক্ষক তামান্না সুলতানা, বিউটি ফিকেশন এর প্রশিক্ষক সেলিনা পারভীন সহ প্রশিক্ষণ প্রাপ্তীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুটি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ৪০ জন নারীকে ভাতা ও সাটিফিকেট বিতরণ করাহয়।

The post সাতক্ষীরা যুব উন্নয়নে মাসব্যাপী বাটিক ব্লক প্রিন্ট এবং বিউটি ফিকেশন বিষয়ক প্রশিক্ষণ সমাপনী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3p6tyxy

সাতক্ষীরায় হারানো ৫৫ টি মোবাইল মালিকদের নিকট হস্তান্তর https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক:  সাতক্ষীরায় গত ছয় মাসে হারানো ৫৫টি মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,সাতক্ষীরা কর্তৃক এ মোবাইলগুলো উদ্ধার করা হয়।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, (পিপি এম বার)  এসময় তিনি বলেন, যে বিগত এপ্রিল থেকে নভেম্বর পযন্ত সাতক্ষীরায় ৮টি থানায় জিডি হয়েছে ৭৪১ টি,আর পুলিশ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করতে পেরেছে ২৪২ টি। এছাড়া সাতক্ষীরাসহ বিভিন্ন জেলাতে উদ্ধার কাজ চলমান রয়েছে আরো ২৩টি।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, ডি আই ওয়ান মিজানুর রহমান প্রমূূখ।

মোবাইল ফিরে পেয়ে সাতক্ষীরা পৌরসভার রাঁধানগরের বিশিষ্ঠ বস্ত্র ব্যবসায়ি জীতেন্দ্র নাথ বলেন,১০ আগষ্ট শহরের একটি সরকারি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় তার রিডমি-৭ ব্রান্ডের মোবাইলটি হারিয়ে যায়। মোবাইল হারিয়ে তিনি খুব বিপাকে ছিলেন। তিন মাস পরে মঙ্গলবার পুলিশী তৎপরতায় মোবাইলটি ফিরে পেয়েছি।

সদর থানার ভালুকা চাঁদপুর গ্রামের মনজুর হোসেন বলেন, মাস তিনেক আগে শহরের একটি রেস্তোরা থেকে তার স্যামসাং জে ২ ব্রান্ডের মোবাইলটি হারিয়ে যায়। তিনি অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। পুলিশ সুপার যখন তার হাতে মোবাইল তুলে দেন,তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

 

The post সাতক্ষীরায় হারানো ৫৫ টি মোবাইল মালিকদের নিকট হস্তান্তর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o4bp4b

হেলপারের হাতে স্টেয়িারিং : সাতক্ষীরায় বাস দুর্ঘটনায় জখম সাইকেল আরোহী পরিবহন শ্রমিক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক:  হেলপার বাস চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাতের পাশে রাখা ইটের স্তুপে ধাক্কা মারায় এক সাইকেল আরোহী জখম হয়েছেন। এ সময় তার সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মঙ্গলবার সকাল সাতটার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোপড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বাসটি আটক করলেও হেলপারকে (চালক) আটক করেনি। প্রত্যক্ষদর্শী পত্রিকা বিক্রেতা সাবান আলী ও মকবুল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে আশাশুনিগামি যাত্রীবাহি বাস ( খুলনা মেট্রা-জ-০৪-০০০২) এর চালকের দায়িত্ব পালন করছিল ওই বাসেরই হেলপার।

বাসটি খুলনা রোডের মোড় পার হওয়ার পরপরই ডান পাশের একটি ইটের স্তুপে ধাক্কা মারে। এ সময় বাসের সামনের চাকায় পড়ে আহত হন সাইকেল আরোহী পরিবহন শ্রমিক শহরের পলাশপোলের লিয়াকত হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করান। তবে পুলিশ বাসটি আটক করলেও তাৎক্ষণিক হেলপারকে ছেড়ে দেয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

The post হেলপারের হাতে স্টেয়িারিং : সাতক্ষীরায় বাস দুর্ঘটনায় জখম সাইকেল আরোহী পরিবহন শ্রমিক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xFkq76

প্রতাপনগরের ইউপি সদস্য প্রার্থী শহীদুল্লাহর মনোনয়নপত্র ক্রয় https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড শ্রীপুর- কুড়িকাউনিয়া ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ সানা মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাচনের দায়িত্বে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাজিবুল হাসানের হাত থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় সাংবাদিকদের ইউপি সদস্য প্রার্থী শহীদুল্লাহ বলেন, প্রতাপনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড শ্রীপুর ও কুড়িকাউনিয়া গ্রাম নদীভাঙ্গনের একটি গুরুত্বপূর্ণ স্থান। আইলা, সিডর, আম্পান ,বুলবুল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় দুই গ্রামবাসীর সাথে নিয়ে মোকাবেলা করেছি। গত পাঁচ বছর ধরে এই ওদের মানুষের সেবা করে আসছি। তাই আমি সুখে দুঃখে মানুষের পাশে থাকতে চাই । এজন্য আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এবং জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, মোঃ আবদুস সালাম মোড়ল, মৌলভী সোহরাব হোসেন, আব্দুল হাসান ঢালী, আব্দুর রহমান মোড়ল, আবু সাঈদ , আহসানুল্লাহ ছোটন, ইউনুস সরদার, ইয়াকুব আলী গাজী, আব্দুর রশিদ সানা, শহীদ মডেল প্রমূখ উপস্থিত ছিলেন।

The post প্রতাপনগরের ইউপি সদস্য প্রার্থী শহীদুল্লাহর মনোনয়নপত্র ক্রয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3I9iKY3

গাবুরায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী লেনিনের নারী সমাবেশ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৩০ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় ২৬ডিসেম্বর গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ  নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাবুরা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান জি এম শফিউল আযম লেনিন। তিনি বলেন বর্তমান সরকার নারীদের ক্ষমতায়ন সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন,
আগামীতে জনগণ আবারও শেখ হাসিনা কে  প্রধানমন্ত্রী দেখতে চায় উল্লেখ করে লেনিন বলেন তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড পৌঁছায় দেওয়ার লক্ষ্যে এবং তার হাত কে শক্তিশালী করতে আপনারা নৌকায় ভোট দিন, শেখ হাসিনার মার্কা নৌকা, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, এ নৌকা স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর নৌকা, মা বোনদের প্রিয় মার্কা হচ্ছে নৌকা। আপনারা কারোর কথায় প্রচারিত হবে না, নারীর উন্নয়ন দেশের উন্নয়ন, নারীর উন্নয়ন জাতির উন্নয়ন। গাবুরা কে আগামী প্রজন্মের বাসযোগ্য করারই আমার লক্ষ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে আপনারা দলমত নির্বিশেষে ২৬ ডিসেম্বর নৌকায় ভোট দিন।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবদুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম বাদশাহ আলম, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের  যুব ও ক্রীড়া বিষয়ক জি এম ইমাম হোসেন সাবেক ইউ’পি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আবদুল মান্নান খোকা সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গাবুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম আতাউর রহমান।

The post গাবুরায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী লেনিনের নারী সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3paqlNv

দৈনিক ঢাকা ডায়লগ পত্রিকায় নিয়োগ পেলেন আব্দুল মালেক গাজী https://ift.tt/eA8V8J

 

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঢাকা ডায়লগ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আব্দুল মালেক গাজী। সম্পাদক ও প্রকাশক মোঃ এমারাত হোসেন (সোহাগ) স্বক্ষরিত এই নিয়োগপত্রে তাকে ১ নভেম্বর ২০২১ থেকে সাতক্ষীরা জেলা প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের নবারুন গালর্স স্কুলের প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করছে।

এখন থেকে দৈনিক ঢাকা ডায়লগ এর সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

malekgazi60@gmail.com

The post দৈনিক ঢাকা ডায়লগ পত্রিকায় নিয়োগ পেলেন আব্দুল মালেক গাজী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o6Pn0F

Monday, November 29, 2021

কালিগঞ্জে জামানত হারালেন নৌকার ২ প্রার্থীসহ ৩৪ https://ift.tt/eA8V8J

নিয়াজ কওছার তুহিন: কালিগঞ্জের ১২ ইউনিয়নের বিজয়ী প্রার্থীসহ কর্মী ও সমর্থকদের মধ্যে রবিবার রাত থেকে চলছে আনন্দ উল্লাস। ভিন্ন চিত্র দেখা গেছে পরাজিত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মাঝে। পরাজয়ের কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ তারা। ১২ ইউনিয়নে এবার চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্ব›দ্বীতায় নেমেছিলেন ৬৪ প্রার্থী। এর মধ্যে পরাজিত কিছু প্রার্থী সম্মানজনক জনসমর্থন পেলেও একটি বড় অংশ প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন। এদের সংখ্যা নৌকা প্রতীকের দু’জনসহ ৩৪।
উপজেলা নির্বাচন অধিদপ্তর থেকে প্রাপ্ত ফলাফল যাচাই করে দেখা গেছে, উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে মোট ভোটার ছিল ২২১০৯। এর মধ্যে ১৬১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে ২৫১টি ব্যালট বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা ছিল ১৫৯৪০। চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতায় নামেন ৮জন প্রার্থী। নির্বাচনে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী জিএম রবিউল্যা বাহার (ঘোড়া) ও জাপা’র মনোনীত প্রার্থী সাফিয়া পারভীন (লাঙ্গল) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত বিজয়ের মালা পরলেন প্রয়াত চেয়ারম্যান একেএম মোশাররফ হোসেনের বড় মেয়ে সাফিয়া পারভীন (৭২৩৮ ভোট)। জিএম রবিউল্যা বাহার পেয়েছেন ৬৮৭৫ ভোট। এখানে নৌকার প্রার্থী শ্যামলী রানী অধিকারীসহ অপর ৬ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন, শ্যামলী রানী অধিকারী ৩৮২ ভোট, স্বতন্ত্র প্রার্থী রওশন আলী কাগুচি (মোটরসাইকেল) ৬৪৩ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী শাহাজান কবির (হাতপাখা) ৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম (চশমা) ৩৯ ভোট, আসানুর রহমান (অটোরিক্সা) ৪০ ভোট, আব্দুর রহমান মোল্যা (আনারস) ৬৩৪ ভোট।
২নং বিষ্ণুপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ৬২২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এখানে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস) ৬৮৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখানে ১৮১৪৬ ভোটারের মধ্যে ১৩১২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৭৯টি ব্যালট বাতিল হয়।
৩নং চাম্পাফুল ইউনিয়নে মোট ভোটার ছিল ১৩৮৩৩। এর মধ্যে ১০৭৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১২১টি ব্যালট বাতিল হয়। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন ৫৬৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল (আনারস) পেয়েছেন ৪৯০২ ভোট। এখানে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান গাইন (মোটরসাইকেল) ২১২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে মোট ১৪৯৬৮ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১২০৭ জন। বাতিল ব্যালটের সংখ্যা ১৩৫। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোবিন্দ মন্ডল ৪৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকট প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী জুলফিকার আলী সাপুই (মোটরসাইকেল) পেয়েছেন ৩৬১০ ভোট। এখানে জামানত হারিয়েছেন বর্তমান চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার (ঘোড়া) ৯৭৭ ভোট, সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম (চশমা) ১২৮৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম (হাতপাখা) ৩৯০ ভোট।
৫নং কুশুলিয়া ইউনিয়নে মোট ১৯২১২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪২২৯ জন। এর মধ্যে বাতিল হয়েছে ১৮৪টি ব্যালট। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ ৭২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী লতিফুর রহমান খান বাবলু (মোটরসাইকেল) পেয়েছেন ৩৩২৪ ভোট। এখানে বর্তমান চেয়ারম্যান বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী শেখ এবাদুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ২৮৮৭ ভোট। জামানত হারানো প্রার্থীরা হলেন এমএ আসফউদ্দ্যেলা খান (আনারস) ৭৩ ভোট, ইসলামী আন্দোলনের কাজী তাজুল ইসলাম (হাতপাখা) ৬৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (চশমা) ৬০ ভোট।
৬নং নলতা ইউনিয়নে ২৯১৯৩ ভোটারের মধ্যে ২১৮২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে ১৯৯টি ব্যালট। এখানে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান (চশমা) ১৬১০৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৩৫৯৪ ভোট। এখানে জামানত হারিয়েছেন সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এসএম আসাদুর রহমান (মোটরসাইকেল) ১৫৬৩ ভোট, আজমির জামান (আনারস) ১২৫ ভোট, শাহিনুর রহমান (অটোরিক্স) ১৯০ ভোট, সাইদুর রহমান (ঘোড়া) ৩৫ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী শাহাদাত হোসেন (হাতপাখা) ২০৯ ভোট।
৭নং তারালী ইউনিয়নে ১৮১৬৭ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪০৪৯ জন। এর মধ্যে বাতিল হয়েছে ২১০টি ব্যালট। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন ছোট ৬৫৯৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম সফিকুজ্জামান (আনারস) ৫২৪৪ ভোট পেয়েছেন। জামায়াত সমর্থিত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর (মোটরসাইকেল) পেয়েছেন ১৯৪০ ভোট। এখানে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মহাব্বত গাইন (হাতপাখা) ২৭০ ভোট।
৮নং ভাড়াশিমলা ইউনিয়নে ২০৬৫৮ জন ভোটারের মধ্যে ১৫৯৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে বাতিল হয় ২২৭ টি ব্যালট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম (আনারস) ৮৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৪১৬০ ভোট। বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী আফছার আলী গাজী (মোটরসাইকেল) পেয়েছেন ৩০৮০ ভোট। এখানে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস (ঘোড়া) ২০২ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী শওকাত আলী বিশ^াস (হাতপাখা) ২২৭ ভোট।
৯নং মথুরেশপুর ইউনিয়নে ২২৬৮৮ জন ভোটারের মধ্যে ১৬৭২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে বাতিল হয় ৩৮৯টি ব্যালট। স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম (রজনীগন্ধা) ৫০০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মারুফ (আনারস) ৩০৮১ ভোট পেয়েছেন। বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান গাইন (ঢোল) পেয়েছেন ২৫৩৬ ভোট। এখানে জামানত হারিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সীর ছেলে ফিরোজ আহম্মেদ ১৩৯৪ ভোট, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম (টেবিল ফ্যান) ১৮৯৮ ভোট, আকুঞ্জি বাবলুর রহমান (টেলিফোন) ২১৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী শাহাজান সিরাজ খান (মোটরসাইকেল) ১৪৪ ভোট, রমেশ চন্দ্র বিশ^াস (অটোরিক্সা) ১৭৭৮ ভোট, উপজেলা যুবদলের আহŸায়ক শেখ আলাউদ্দীন (ঘোড়া) ২৭৪ ভোট, সাম্যবাদী দলের তারিকুল ইসলাম (চাকা) ২৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী শেখ মোজাফফর হোসেন (চশমা) ১৩৫ ভোট।
১০নং ধলবাড়িয়া ইউনিয়নে ১৭৫২৩ জন ভোটারের মধ্যে ১৩৪৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে ১২৯টি ব্যালট। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (ঘোড়া) ৫৩৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী ্আওয়ামী লীগের প্রার্থী সজল মুখার্জী পেয়েছেন ৪২৬৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী আনোয়ার উস সাদাত (চশমা) পেয়েছেন ২৬৭৮ ভোট। এখানে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ ফিরোজ আলম (মোটরসাইকেল) ৭৬৬ ভোট, আব্দুল করিম (আনারস) ৩৯৭ ভোট।
১১নং রতনপুর ইউনিয়নে ১৯২১৫ জন ভোটারের মধ্যে ১৪৪০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে ১৮৪টি ব্যালট। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম আলিম আল রাজি টোকন ৮৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ (আনারস) পেয়েছেন ৭৯৭৮ ভোট। এখানে জামানত ্হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এসএম আনোয়ার হোসেন (ঘোড়া) ৯১ ভোট।
১২নং মৌতলা ইউনিয়নে ১৬১৫২ জন ভোটারের মধ্যে ১২২৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে ২০৭টি ব্যালট। এখানে স্বতন্ত্র প্রার্থী ফেরদাউস মোড়ল (ঘোড়া) ৫৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ৩৫১৩ ভোট। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রুহুল আমিন পেয়েছেন ২০৬৩ ভোট। এখানে জামানত হারিয়েছেন সাবেক চেয়ারম্যান শেখ খোরশেদ আলম (চশমা) ১০৫০ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ অয়ায়েজুর রহমান (হাতপাখা) ২৩৯ ভোট।

 

The post কালিগঞ্জে জামানত হারালেন নৌকার ২ প্রার্থীসহ ৩৪ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3IfUdRo

ঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন https://ift.tt/eA8V8J

স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৯ নভেম্বর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত একপত্রে মো: আশরাফুল আলমকে সভাপতি ও খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সদর উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post ঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZDE4ni

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদরের আবাদেরহাটে তদারকি https://ift.tt/eA8V8J

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বাজার তদারকি টিমের পক্ষ থেকে সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের আবাদেরহাট বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব জেলা সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় তদারকি পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।

বাজার তদারকি টিম সাতক্ষীরার সদর উপজেলার আবাদেরহাটের বিভিন্ন হোটেল, ঔষধ ও অন্যান্য দোকানে ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি করেন এবং প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন।

এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় ভাইভাই স্টোরে ১ হাজার, সরদার ফার্মেসিতে ৩ হাজার এবং হক্ ট্রেডার্সে ২ হাজার মিলে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ প্রতিষ্ঠানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯এর ৩৭,৩৮ ও ৫১ ধারা লংঘনের অপরাধ চিহ্নিত হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেসবিজ্ঞপ্তি

 

The post ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদরের আবাদেরহাটে তদারকি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o3VItJ

আশাশুনির টেংরাখালী দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ শুরু https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির টেংরাখালীতে দু’দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী বাছাড়পাড়া এলাকায় প্রশিক্ষন শুরু হয়েছে।

 

পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় ছাগল, ভেড়া ও পাঁঠা ছাগল পালন বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কাদাকাটি ইউনিয়নের ১জন সফল খামারীসহ সর্বমোট ২৬জন উপকারভোগী সদস্যগণ অংশগ্রহন করেন। উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও ইইউ এবং পিকেএসএফ’র সহযোগিতায় প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান, প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবির, টেকনিক্যাল অফিসার (লাইভলীহুড) বাশিরুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা’র কাদাকাটি শাখা ব্যবস্থাপক জাহিরুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার (লাইভলীহুড) শাহিনুর রহমান।

The post আশাশুনির টেংরাখালী দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ শুরু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32DjggF

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস বাংলাদেশের মডেল: সাইফুল ইসলাম https://ift.tt/eA8V8J

 

পত্রদূত রিপোর্ট: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস বাংলাদেশের একটি মডেল এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বাংলাদেশ জুডিসিয়ারীর একজন নেতা।

তিনি আরও বলেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে শেখ মফিজুর রহমান তৃণমূল মানুষের দোরগোড়ায় লিগ্যাল এইড’র সেবাকে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলার জেলা জজগন তাঁর এসকল কার্যক্রমকে অনুসরণ করে চলেছেন। তিনি গতকাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনে জেলা লিগ্যাল এইড অফিস সংলগ্ন আপোষÑমিমাংসা কক্ষ উদ্বোধন কালে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সাতক্ষীরার অসহায় দরিদ্র মানুষ আইনি সেবা পাওয়ার জন্য লিগ্যাল এইড অফিসে আসেন।

এখানে আপোষ-মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে এবং সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে আইনগত পরামর্শ দেওয়া হয়ে থাকে। বিচারপ্রার্থীদের বসার জন্য এবং পরামর্শ করার জন্য মহিলাদের সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করে আপোষ-মিমাংসা কক্ষ উদ্বোধন করা হলো। এটির মাধ্যমে সাতক্ষীরার সাধারণ মানুষ উপকৃত হবেন। এসময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সহ সাতক্ষীরা বিচার বিভাগের সকল পর্যায়ের বিচারক ও কর্মচারীবৃন্দ। সদ্য উদ্বোধন হওয়া আপোষ-মিমাংসা কক্ষে মাতৃদুগ্ধ কর্ণার, এডিআর কর্নার, পরামর্শ কক্ষ, রেকর্ড রুমসহ বেবিকেয়ার কর্নারের ব্যবস্থা করা হয়েছে।

 

The post সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস বাংলাদেশের মডেল: সাইফুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lkCpdU

লিগ্যাল এইড’র কার্যক্রম সম্প্রসারণে কোন অজুহাত চলবে না: শেখ মফিজুর রহমান https://ift.tt/eA8V8J

বদিউজ্জামান: সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, মানুষের সাধারণত হাত দুইটি, কিন্তু বাঙালিরা কোন কাজ না করার ক্ষেত্রে নতুন হাত ব্যবহার করেন সেটি অজুহাত। লিগ্যাল এইড কার্যক্রম স¤প্রসারণে কোনরূপ অজুহাত ব্যবহার করা চলবে না।

 

সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের ভরসা স্থল যেন জেলা লিগ্যাল এইড অফিস হয় সেই মর্মে তিনি সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। মামলা মোকদ্দমা নিষ্পত্তিতে আপোষ মিমাংসার ব্যবহার বাড়ানোর জন্য তিনি সকলকে অনুরোধ করেন। তিনি আরও বলেন, রাষ্ট্রের মূলচরিত্র হচ্ছে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা। অনগ্রসর মানুষের আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ অচিরেই একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলা লিগ্যাল এইড অফিস যেন ন্যায় বিচারের ফেরীওয়ালা হয় সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাবেন মর্মে প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

গতকাল বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মো: হোসাইন সাফায়াত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর, মেয়র তাজকিন আহমেদ চিশতি, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী (যুগ্ম জেলা জজ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জিপি এড. শম্ভুনাথ সিংহ, পিপি এড. আব্দুল লতিফ ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আ. ক. ম. রেজওয়ান উল্যাহ সবুজ। সভায় উন্মুক্ত আলোচনাপর্ব পরিচালনা করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এসময় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, কলারোয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদ হতে নির্বাচিত চেয়ারম্যানগণ, লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবগণ, বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সমগ্র সভাটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।

The post লিগ্যাল এইড’র কার্যক্রম সম্প্রসারণে কোন অজুহাত চলবে না: শেখ মফিজুর রহমান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xyFmfX

শিল্পকলা একাডেমী চত্ত্বরে বসেছে দু’দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা হৈমন্তী হাট https://ift.tt/eA8V8J

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্ত¡রে দু’দিনব্যাপী দেশীয় কাপড়ের তৈরী পোশাক, হ্যান্ড পেইন্ট রিক্সা পেইন্টের কাপড় ও গহনা এবং দেশীয় খাবার তৈরীকারক ক্ষুদ্র উদ্যোক্তা মেলা হৈমন্তী হাট বসেছে।
সোমবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্ত¡রে ক্ষুদ্র উদ্যোক্তা সবনম রোজ ও অদিতা আদৃতা সৃষ্টির যৌথ উদ্যোগে এবং রঙ্গন এর আয়োজনে দু’দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা হৈমন্তী হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দু’দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা ‘হৈমন্তী হাট’ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি বলেন, করোনা মহামারির কারণে সাতক্ষীরায় অনেক দিন মেলা বসেনি। ক্ষুদ্র উদ্যোক্তারা যে মেলার আয়োজন করেছে এতে জেলাবাসীকে অংশগ্রহণ করতে বলবো। কোন পণ্য না কিললেও মেলা থেকে ঘুরে বেড়িয়ে যাওয়ার আহŸান জানান তিনি।

ক্ষুদ্র উদ্যোক্তা সবনম রোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফফান রোজবাবু, সহ-সভাপতি নাসরিন খান লিপি, সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র উদ্যোক্তা সাদ্দাম হোসেন, নাহিদ হাসান লিটু, রওশন জাহান রুপা, তানজিনা আহমেদ মৃদুলা, রিক্তা প্রমুখ। দু’দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা ‘হৈমন্তী হাট’ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ১২টি স্টলে ২৩জন ক্ষুদ্র উদ্যোক্তা দেশীয় কাপড়ের তৈরী নারী, পুরুষ ও বাচ্চাদের বিভিন্ন ধরণের পোশাক, হ্যান্ড পেইন্ট রিক্সা পেইন্টের কাপড় ও গহনা, হ্যান্ডমেইড মেটালিক গহনা, বিভিন্ন ধরনের মিষ্টি পিঠা, ঝাঁল পিঠা, ফ্রোজেন ফুড, মসলা, আাঁচার, মাশরুম, পেস্ট্রিকেক, পুডিংসহ বিভিন্ন পণের পসরা সাজিয়ে বিক্রি করছেন।
দু’দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় সখের গুদাম, রুবি’স পাঁচ মেশলি, কসমিক মাশরুম পয়েন্ট, খাঁটি মশলা, সৌখিন কারুকাজ, খেরো শিল্প, প্রাণ সায়র অনলাইন সপ, খুলনার খেয়া, বনলতা ফ্যাশান, খাটিপণ্য, আফি ফ্যাশান, সাত রঙ্গের বুননসহ ১২ স্টলে ২৩জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ গ্রহণ করেছেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

The post শিল্পকলা একাডেমী চত্ত্বরে বসেছে দু’দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা হৈমন্তী হাট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o1Qwqj

সাতক্ষীরায় নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতায় পিছিয়ে নেই দলিত ও প্রান্তিক জনগোষ্ঠির মানুষ https://ift.tt/eA8V8J

সেলিম হোসেন
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী, বল্লী ও ঝাউডাঙ্গা ৩টি ইউনিয়নের ১৩টি গ্রামের দলিত ও প্রান্তিক জনগোষ্ঠির প্রায় ৮০ শতাংশ মানুষ এখন নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, ন্যাপকিন ব্যবহার ও পরিস্কার পরিচ্ছন্নতায় এগিয়ে যাচ্ছে।
২০১৮ সাল থেকে দলিত এনজিও ওয়াশ এসডিজির প্রকল্প সদর উপজেলার আগরদাঁড়ী, বল্লী ও ঝাউডাঙ্গা ৩টি ইউনিয়নে ওয়াশ কর্মসূচি বাস্তবায়নের ফলে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবহার, নারীদের মাসিক চলাকালীন সময়ে নিরাপদ ন্যাপকিন ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাবান দিয়ে হাত ধৌত করার কেন দরকার সে সম্পর্কে এলাকার দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌছে দিচ্ছে। এতে করে দলিত জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার এই ১৩টি গ্রামের ১৩টি পাড়ার দলিত জনগোষ্ঠীর ৭৩১টি পরিবারের মধ্যে ৮০ শতাংশ পরিবারের এখনো গভীর নলকুপের অভাব থাকলেও তারা নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবহার থেকে পিছিয়ে নেই। তারা বেশিভাগ মানুষ নিরাপদ পানি সংগ্রহ করে ও কিনে পান করে। এখন প্রায় সবাই স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবহার করছে। দলিত ও প্রান্তিক মানুষ এখন সাবান দিয়ে হাত ধৌত করে খাবার খায়। মহিলারা পিরিয়ডের সময় নিরাপদ ন্যাপকিন ব্যবহার করছে।

আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া ঋষিপাড়া, ইন্দ্রিরা কায়পুত্রপাড়া, চুপড়িয়া ঋষিপাড়া, রামেরডাঙ্গা ভগবেনেপাড়া ও কাশেমপুর হাজামপাড়ার প্রায় ২৫২টি পরিবারের নারী-শিশু মিলে প্রায় ১১৬০ জন মানুষের মধ্যে ৮০ শতাংশ মানুষ নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, মহিলারা মাসিক চলাকালীন সময়ে নিরাপদ ন্যাপকিন ব্যবহার, সাবান ব্যবহার ও পরিস্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে।
বল্লী ইউনিয়নের কাঁঠালতলা ঋষিপাড়া, মুকুন্দপুর কারিকরপাড়া ও রায়পুর ভগবেনেপাড়ার ১৭৫টি পরিবারের প্রায় ৮৭৫ জন মানুষ নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও পরিস্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে।
এছাড়া ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া ঋষিপাড়া, বলাডাঙ্গা কারিকরপাড়া, মাধবকাঠি কলোনীপাড়া, আখড়াখোলা মোড়লপাড়া ও ওয়ারিয়া কায়পুত্র পাড়ার ৩০৪টি পরিবারের ১৫২০ জনের মধ্যে ৮০শতাংশ মানুষ অগভীর নলকূপের পানি ব্যবহার না করলেও নিরাপদ পানি সংগ্রহ করে ও কিনে ব্যবহার করে। ৩টি ইউনিয়নের ১৩টি পাড়ার যেসব অগভীর নলকূপ আছে সেগুলোর অধিকাংশই আর্সেনিকযুক্ত। এসব পাড়ার অনেকের আর্সেনিক ও আয়রনযুক্ত নলকূপ এখনো পাকা করেনি। নলকূপের গোড়া ময়লা আবর্জনায় ভরা।
আগরদাড়ী ইউনিয়নের কাশেমপুর হাজামপাড়ার সেলিনা বেগম ও রফিকুল জানান, নিরাপদ পানির সমস্যা প্রকট এবং স্যানিটেশনের অবস্থা মোটামুটি ভালো। তাদের কাছ থেকে জানা গেছে, দলিত কর্মীদের মাধ্যমে সচেতন হওয়ার ফলে এরা ফিল্টারের পানি ক্রয় করে পান করে।
চুপড়িয়া রিশিপাড়ায়, কোন গভীর নলকুপ নেই। তারা দূর থেকে নিরাপদ পানি সংগ্রহ করে এবং কিছু সংখ্যক মানুষ পানি কিনে পান করে। কিন্তু স্যানিটেশনের অবস্থা মোটামুটি ভালো। ৯৫% সাবান দিয়ে হাত ধৌত করে খাবার খায়। এখানকার মহিলারা মাসিক চলাকালীন সময়ে সবাই নিরাপদ ন্যাপকিন ব্যবহার করছে।
বাবুলিয়া রিনা দাস, রামপ্রসাদ দাস, আশালতা দাস, দিপালী দাস, মঞ্জুরী দাস, কল্যানী দাস, সম্পা দাস জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০ জন। এই এলাকায় কোন গভীর নলকুপ নেই। কিন্তু এখানে শতভাগ মানুষ নিরাপদ পানি পান করে। স্যানিটেশনের অবস্থা আগের তুলনায় ভালো। সবাই সাবান দিয়ে হাত ধৌত করে খাবার খায়। এখানকার নারীরা পিরিয়ড চলাকালীন সময়ে সবাই নিরাপদ ন্যাপকিন ব্যবহার করছে।
ইন্দ্রিরা কায়পুত্রপাড়ার সাধনা বিশ^াস, চন্দনা বিশ^াস জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০ জন। এই এলাকায় কোন গভীর নলকুপ ছিল না। বেশিভাগ মানুষ দুর থেকে পানি সংগ্রহ করে অথবা অনিরাপদ পানি পান করতেন। স্যানিটেশনের অবস্থাও ভালো ছিল না। কেউ সাবান দিয়ে হাত ধৌত করত না। কিন্তু সরেজমিনে অনুসন্ধানকালে জানা যায়, দলিত সংস্থার কর্মীরা তাদেরকে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নের ফলে দলিত ওয়াশ কমিটির সদস্যরা উদ্বুদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদ থেকে ২টি গভীর নলকুপ স্থাপন করে। ফলে আগরদাড়ী ইউনিয়নের ইন্দ্রিরা কায়পুত্রপাড়ার সকল দলিত ও প্রান্তিক ও জনগোষ্ঠীর মানুষ এখন শতভাগ নিরাপদ পানি পান করে, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে। মানুষ সচেতন হয়েছে মহিলারা মাসিকের সময়ে সবাই নিরাপদ ন্যাপকিন ব্যবহার করছে, সকলে খাবার আগে সাবানের ব্যবহার নিশ্চিত করছে। দলিত এনজিওর উদ্যোগে মানুষ এখন এসব বিষয়ে সচেতন হয়েছে। সবাই এখন প্রাকটিশ লেবেলে আসছে।
রামেরডাঙ্গা ভবেনেপাড়ার এলাকা একই অবস্থা। তারা এসব কথা তুলে ধরেন। কিন্তু এদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। নিরাপদ পানি পান করে, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে। মানুষ সচেতন হয়েছে মহিলারা মাসিকের সময়ে সবাই নিরাপদ ন্যাপকিন ব্যবহার করছে, সকলে খাবার আগে সাবানের ব্যবহার নিশ্চিত করছে। দলিত এনজিওর উদ্যোগে মানুষ এখন এসব বিষয়ে সচেতন হয়েছে। সবাই এখন প্রাকটিশ লেবেলে এসেছে।
বল্লী ইউনিয়নের মকন্দপুর জেসমিন ও রোকছানা জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০ জন। এই এলাকায় কোন গভীর নলকুপ নেই। তবে বেশিভাগ দূর থেকে পানি সংগ্রহ করে এবং নিরাপদ পানি কিনে পান করতে হয়। কিন্তু স্যানিটেশনের অবস্থা মোটামুটি ভালো। সবাই সাবান দিয়ে হাত ধৌত করে। পিরিয়ডের সময় নারীরা সবাই নিরাপদ ন্যাপকিন ব্যবহার করে।
কাঠালতলার সন্ধা রাণী দাস ও মনিমালা জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০জন। এই এলাকায় কোন গভীর নলকুপ নেই। এখানকার পানি বেশিভাগ আর্সোনিকযুক্ত। তবে বেশিভাগ দূর থেকে পানি সংগ্রহ করে এবং নিরাপদ পানি কিনে পান করতে হয়। কিন্তু স্যানিটেশনের অবস্থা মোটামুটি ভালো। সবাই সাবান দিয়ে হাত ধৌত করে। মাসিকের সময় মহিলারা সবাই নিরাপদ ন্যাপকিন ব্যবহার করে।
রায়পুর ভগবেনেপাড়ার রোজিনা, আরতী ও মমতা জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০ জন। এই এলাকায় কোন গভীর নলকুপ নাই। এখানকার মানুষ সবাই অনিরাপদ পানি পান করত ।ইউনিয়ন পরিষদ আরতী রানীর বাড়ি একটি পানির ফিল্টার দেওয়ার ফলে মানুষ সবাই নিরাপদ পানি পান করছে। স্যানিটেশনের অবস্থা মোটামুটি ভালো। সবাই সাবান দিয়ে হাত ধৌত করে খাবার খায়।
ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া ঋষিপাড়ার সুমন দাস, সাধন দাস, রাধারানী ও আরতী রানী জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০ জন। এই এলাকায় কোন গভীর নলকুপ নেই। এখানকার মানুষ সবাই ফিল্টারের পানি পান করে। স্যানিটেশনের অবস্থার আরো ভালো অবস্থানে আনতে হবে। সবাই সাবান দিয়ে হাত ধৌত করে খাবার খায়। নারীরা সবাই নিরাপদ ন্যাপকিন ব্যবহার করে।
মাধবকাঠি কলোনীপাড়ার তহমিনা খাতুন, শাহানারা খাতুন ও সাবিনা বেগম জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০জন। এখানকার মানুষ দুর থেকে নিরাপদ পানি নিয়ে পান করে এবং অনেকেরই নিরাপদ পানি কিনে পান করতে হয়। কিন্তু স্যানিটেশনের অবস্থা ভালো। সবাই সাবান দিয়ে হাত ধৌত করে খাবার খায়। মহিলারা সবাই নিরাপদ ন্যাপকিন ব্যবহার করে।
বলাডাঙ্গার কারিকরপাড়ার মাশকুরা, পারুল, রন্তা, জামিলা ও মোসলেমা জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০ জন। এই এলাকায় কোন গভীর নলকুপ নেই। এখানকার মানুষ দুর থেকে নিরাপদ পানি নিয়ে ব্যবহার এবং নিরাপদ পানি অনেকে কিনে পান করতে হয়। কিন্তু স্যানিটেশনের অবস্থা মোটামুটি ভালো। সবাই সাবান দিয়ে হাত ধৌত করে। নারীরা সবাই ন্যাপকিন ব্যবহার করে।
ওয়ারীয়ার কায়পুত্র পাড়ার কাজল, মিনতী, সুচিত্রা, পাননা ও রুপা জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০ জন। এই এলাকায় কোন গভীর নলকুপ নেই। এখানকার মানুষ দুর থেকে নিরাপদ পানি নিয়ে পান করে এবং অনেকে নিরাপদ পানি কিনে পান করতে হয়। কিন্তু স্যানিটেশনের অবস্থা মোটামুটি ভালো। সবাই সাবান দিয়ে হাত ধৌত করে খাবার খায়। মহিলারা সবাই ন্যাপকিন ব্যবহার করে।
আখড়াখোলার নারগিজ নাহার, রুপা, আঁখি জানান, এখানে দলিত ভিলেজ কমিটির সদস্য ৩০ জন। এই এলাকায় কোন গভীর নলকুপ নেই। এখানকার মানুষ দুর থেকে নিরাপদ পানি নিয়ে পান করে এবং অনেকে নিরাপদ পানি কিনে পান করতে হয়। কিন্তু স্যানিটেশনের অবস্থা মোটামুটি ভালো। সবাই সাবান দিয়ে হাত ধৌত করে। মহিলারা সবাই ন্যাপকিন ব্যবহার করে।
আগরদাড়ী, বল্লী ও ঝাউডাঙ্গা ইউনিয়নের এসব মানুষ আরো জানান, যেসব স্থানে নিরাপদ পানির ব্যবস্থা নেই সেই সব স্থানে জরুরী ভিত্তিতে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের পাড়াতে যাওয়ার রাস্তা পর্যন্ত নেই। এই পাড়ার মানুষ সবচেয়ে হতদরিদ্র। তারা অনেক কষ্ট করে প্রান বাঁচানোর তাগিদে ফিল্টারের পানি ক্রয় করে পান করছে। কেউবা অনেক দূর থেকে গভীর নলকুপের পানি সংগ্রহ করে পান করছে। কিন্তু পায়খানার অবস্থা বেশি একটা সন্তোষজনক নয়। এই শ্রেণির মানুষের উন্নয়ন না হওয়া পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কোন ক্রমেই সম্ভব নয়।
দলিত এনজিওর সচেতনতার কারণে এখানকার মানুষগুলোও অনেক কষ্ট করে দূর থেকে পানি সংগ্রহ করে এবং ফিল্টারের পানি ক্রয় করে পান করছে। মানুষের দাবী সরকারের যারা সংশ্লিষ্ঠ দপ্তরের দায়িত্বে নিয়োজিত আছেন তারা যেন অত্র এলাকায় গভীর নলকুপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন-এটা সময়ের দাবী। তা না হলে ২০৩০ সালের মধ্যে সকলের জন্য স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে না।
দলিত এনজিও ওয়াশ কর্মসূচি বাস্তবায়নের প্রচার প্রচারণায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। তারা এখন নিরাপদ পানি পান করাসহ স্বাস্থ্যসম্মত নিরাপদ পায়খানা ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্নতা ও সাবান দিয়ে হাতধোয়ার অভ্যাসও গড়ে উঠেছে। এছাড়াও দলিত ও প্রান্তিক জনগোষ্ঠির সংবেদনশীতা বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতিনিধির অংশগ্রহণে শীর্ষক কর্মশালা প্রশিক্ষণ কাজ করছেন। এখন সবচেয়ে যেটা বেশি আলোচিত সেটা হলো করোনা মহামারী কোভিড ১৯। এটা নিয়েও দলিত এনজিও প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন।
এই তিন ইউনিয়ন ছাড়াও অন্যন্যা ইউনিয়নগুলোতে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও পরিস্কার পরিচ্ছন্নতা খুবই নাজুক অবস্থা। তাই এই তিন ইউনিয়ন ছাড়াও অন্যন্যা ইউনিয়নগুলোতে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও পরিস্কার পরিচ্ছন্নতার উপরে দলিত ওয়াশ এসডিজি কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।
সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান জানান ২০২১-২২ অর্থ বছরের জনস্বাস্থ্য প্রকৌশলী তত্বাবধানে ৩টি ইউনিয়নে ২০৭টি নিরাপদ পানি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। আগরদাড়ী ৭০টি, বল্লী ৬৯টি ও ঝাউডাঙ্গা ইউনিয়নে ৬৯টি নিরাপদ পানির নলকুপ স্থাপন করা হয়। তবে আমরা প্রত্যেক ইউনিয়নে ৯০ ভাগ নিরাপদ পানি ব্যবস্থা করেছি। যেস্থানে নিরাপদ পানির ব্যবস্থা নেই সেখানে পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা গ্রহন করা হবে বলে নিশিত করেন। সরকারকে আরো আন্তরিক হওয়ার জন্য এলাকাবাসী সবিনয়ে অনুরোধ করছেন। লেখক: সংবাদকর্মী

The post সাতক্ষীরায় নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতায় পিছিয়ে নেই দলিত ও প্রান্তিক জনগোষ্ঠির মানুষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3I1XlA1

দেবহাটায় পরাজিত প্রার্থীর পরিবারের উপর হামলার অভিযোগ: হাসপাতালে ভর্তি-৫ https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: রবিবার দেবহাটায় ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার রাতে পরাজিত প্রার্থীর পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। উপজেলার দেবহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে হামলার ঘটনাটি ঘটে। এতে পরাজিত মেম্বর প্রার্থী আরমান হোসেন ও তার ভাই মজিবর রহমান মজুর বসতবাড়ি ভাংচুর এবং পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন। অপরদিকে নির্বাচিত প্রার্থীর বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার কথা জানা গেছে।

আহত মজিবর রহমান (৫৫) জানান, নির্বাচিত ইউপি সদস্য আব্দুল হাইয়ের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করতে করতে যাচ্ছিল। সে সময় স্থানীয় আব্দুল হাবিব মন্টুর নেতৃত্বে নির্বাচিত প্রার্থীর কর্মী নবাব আলী, শহিদুল ইসলাম, জাকির হোসেন, আলাউদ্দীন, আনারুল, নুরুজ্জামান, মোহাম্মাদ আলীসহ কয়েকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদের জখম করে। একই সাথে আমাদের বসতবাড়ি ভাংচুর করে। এতে আমিসহ আমার পরিবারের সদস্য শাওন হোসেন (১৬) মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে পরিবারের বাকি সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এছাড়া শাওন হোসেনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই খুলনা ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, নির্বচিত ইউপি সদস্য ডা: আব্দুল হাই জানান, আমি নির্বাচনে জয়ী হওয়ার পর আমার কর্মীরা আনন্দ মিছিল করছিল। এসময় সাবেক মেম্বরের কয়েকজন কর্মী আমাদের মিছিলের ভিতরে ঢুকে ইট, পাটকেল ছুড়তে থাকে। পরে তাদেরকে ধাওয়া করলে সাবেক মেম্বরের বাড়িতে ঢুকে পড়ে। এসময় আমার সমর্থক রমজান আলী (৪৫), সুমন দাস (১১), রিয়াদ হোসেন (১০) সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ জন ভর্তি রয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে উভয়পক্ষকে নিয়ে বসার কথা জানিয়েছেন তারা।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দেবহাটায় নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ভোটের দিন রাতে ফলাফল ঘোষণার পর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে একটি বিশৃঙ্খলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার অভিযোগ জানিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। সঠিক ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

The post দেবহাটায় পরাজিত প্রার্থীর পরিবারের উপর হামলার অভিযোগ: হাসপাতালে ভর্তি-৫ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o4FYqz

তুজলপুরে ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ‘কৃষকের বীজ কৃষকের অধিকার’ এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বীজ ব্যাংকের উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে ফসলের বীজ বিতরণ করা হয়। কৃষকরা এ বীজ দিয়ে ৫০ বিঘা বোরো ধান চাষ করতে পারবেন। বক্তরা বলেন, কিছু প্রতারক বীজ কোম্পানি ও বীজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনুপযোগী বীজ কৃষকদের কাছে বিক্রয় করে থাকে।

এ জন্য সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামে একটি বীজ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এ ব্যাংক থেকে বিনামুল্য বীজ বিনিময় করতে পারবেন। বক্তরা বলেন, প্রতিনিয়ত কৃষকরা প্রতারিত হচ্ছে বীজ ক্রয় করে। তাই কৃষকদের মাঝে তুজুলপুর বীজ ব্যাংক প্রতি বছর উপযোগী ফসলের বীজ বিতরণের করে আসছে। কৃষকরা বিনামূল্যে ফসলের বীজ পেয়ে উচ্ছ¡সিত। স্থানীয় কৃষক আনিসুর রহমান বলেন, আমরা বিনামূল্যে ধানের বীজ পেয়ে খুবি আনন্দিত। কৃষক আব্দুল মুজিদ বলেন, বীজ ব্যাংকের মাধ্যমে এই বীজ পেয়ে আমরা খুবই উপকৃত হবো। এখানে এসে আমরা ফসল উৎপাদনের জন্য নানাবিধ পরামর্শ পেয়ে থাকি যা আমাদের অধিক ফসল উৎপাদনে সহায়তা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্ট্রিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা অমর কুমার ব্যানার্জী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরণময় সরকার, ফার্ম কর্মকর্তা অসিম কুমার বিশ্বাস, ইউপি সদস্য শরিফুল ইসলাম, কৃষি ব্যাংক ও গাছের পাঠশালার কর্ণধর সাংবাদিক ইয়ারব হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি অফিসার অমল ব্যানার্জি, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বারসিকের জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান, নয়ন মন্ডল, সজিব মন্ডল। ৫০জন কৃষকের হাতে বীজ তুলে দেওয়া হয়।

The post তুজলপুরে ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3E7u0C3

সুলতানপুর বাজার সম্প্রসারণ ও ভূমিহীন হতদরিদ্র পরিবারকে পুনর্বাসনের দাবি অধ্যক্ষ আবু আহমেদের https://ift.tt/eA8V8J

জনমানুষের নিত্যপণ্য ক্রয়ের অন্যতম স্থান সুলতানপুর বাজার। প্রতিদিন এই বাজার থেকে নিত্যপণ্যের পাশাপাশি বিভিন্ন প্রকার মাছও ক্রয় করেন জনসাধারণ। সরকার বছরে লাখো টাকা রাজস্ব পায়। অথচ স্বাধীনতা ৫০ বছর পেরিয়ে গেলেও এই বাজারটি সম্প্রসারণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। যা খুবই দু:খজনক। ভূমিহীনরা আমাদের প্রাণের একটি অংশ।

 

 

সেই ভূমিহীনদের মধ্যে কিছু হতদরিদ্র পরিবার এই বাজার সংলগ্ন প্রাণসায়ের খাল পাড়ে ঘর বানিয়ে একটু মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিল। আজ প্রাণসায়ের খাল কিছটাু প্রাণ ফিরে পেলেও আমাদের হতদরিদ্র ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেনি। অবিলম্বে এই ভূমিহীনসহ জেলার সকল ভূমিহীন হতদরিদ্র পরিবারকে পুনর্বাসন করতে সোমবার (২৯.১১.২০২১) সকাল ১০টায় আলিপুর ফিস প্রাঙ্গণে সুলতানপুর মৎস্য বাজারে ব্যবসায়িক ও ভূমিহীন নেতৃবৃন্দের এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এসব দাবি করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা শওকত, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, সদর উপজেলা মৎস্য কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপিত শিহাব উদ্দিন, সাবেক ছাত্র নেতা ফরিদ হাসান, ব্যবসায়ী শাহিনুর ইসলাম শাহিন, মিজানুর রহমান প্রমূখ। এসময় আকবর, নুর ইসলাম, দীন ইসলাম, ইব্রাহিম হোসেন, ভূমিহীন নেতা আশিকুর রহমান, সামছুর রহমান, আমিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

The post সুলতানপুর বাজার সম্প্রসারণ ও ভূমিহীন হতদরিদ্র পরিবারকে পুনর্বাসনের দাবি অধ্যক্ষ আবু আহমেদের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pc7stx

Sunday, November 28, 2021

দেবহাটায় ৫ইউপিতে চেয়ারম্যান হলেন যারা https://ift.tt/eA8V8J

আব্দুল ওহাব ও আজিজুল হক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। রোববার তৃতীয় ধাপে উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদের ১৮জন প্রার্থীসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্য মিলিয়ে মোট ২৫৩জন প্রার্থী একে অপরের প্রতিদ্ব›দ্বীতা করেন। সকাল ৮টা থেকে পাঁচ ইউনিয়নের ৫১টি কেন্দ্রের ২৬৭টি স্থায়ী এবং ১৩টি অস্থায়ীসহ ২৮০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা নির্বাচনে স্বত:স্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। উপজেলার প্রায় প্রত্যেকটি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্নের মধ্যদিয়ে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার বাহিনী ও গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্বরত থাকার পাশাপাশি উপজেলা জুড়ে ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে গঠিত মোবাইল টিম ও র‌্যাব, পুলিশ, বিজিবি’র টহল। এবারের নির্বাচনে উপজেলার মোট ভোটার ছিলেন ১ লক্ষ ৫ হাজার ৩৭ জন।
ইউনিয়নভিত্তিক পাওয়া বে-সরকারি ফলাফলে কুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছাদুল হক তার ঘোড়া প্রতীকে ৮,৫৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুল ইসলাম ৭,৯০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। পারুলিয়াতে স্বতন্ত্র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু ১২,৩৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ৭,৫১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সখিপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ৫,৮৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী আব্দুল আজিজ পেয়েছেন ৩,৯০১ ভোট। সেখানকার বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রাতীকের প্রার্থী শেখ ফারুক হোসেন রতন ৩,০৪১ ভোট পেয়ে পরাজিত এবং তৃতীয় অবস্থানে রয়েছেন। নওয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী ৮,০৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতা রেজাউল করিম ৬,৮৮৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দেবহাটা সদর ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আব্দুল মতিন বকুল ৪,৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ৩০২৭ ভোট পেয়েছেন।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী নির্বাচন প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক উপজেলার পাঁচটি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। দিনভর ভোটাররা স্বত:স্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যাতে করে বিজয়ী বা পরাজিত প্রার্থীরা নির্বাচন পরবর্তী কোন সহিংসতায় না জড়ায়, সেজন্য সকলের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

 

The post দেবহাটায় ৫ইউপিতে চেয়ারম্যান হলেন যারা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cWXneh

ইজিবাইক থেকে নামিয়ে ব্যবসায়িকে মারপিট: লক্ষাধিক টাকা ছিনতাই https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে এক ব্যাবসায়িকে ইজিবাইক থেকে নামিয়ে মারপিট করে এক লাখ ৩৫ হাজার টাকা, একটি মোবাইলসেটসহ ব্যবসা প্রতিষ্ঠানের চাবির তোড়া ছিনতাই করার অভিযোগ উঠেছে। বরিবার রাত পৌনে নয়টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ অডিটোরিয়ামের পিছনে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার পশ্চিম পার্শ্বের বই সাগর লাইব্রেরীর মালিক পুরাতন সাতক্ষীরার আব্দুর রশিদ জানান, খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের জিএম শহীদুল ইসলামের কাছ থেকে ২১০৪ সালের ১৩ মার্চ মাসিক পাঁচ হাজার টাকা ভাড়া চুক্তিতে পাঁচ বছর মেয়াদী দোকান ভাড়া নিয়ে বই সাগর লাইব্রেরী নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন তিনি। শহীদুল ইসলাম বিদেশে চলে যাওয়ার কারণে ওই ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়ার শর্তে শহীদুল ইসলামের মামা আশাশুনির খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক সাঈদার রহমান ও শহীদুলের ছোট ভাই মোস্তাফিজুর রহমান কয়েক দফায় তার কাছ থেকে ১২ লাখ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে দোকান লিখে না দেওয়ায় টাকা ফেরৎ চাইলে তাকে দোকান থেকে উচ্ছেদের পরিকল্পনা করে সাঈদুর রহমান ও মোস্তাফিজুর রহমান। তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হয়। একপর্যায়ে তিনি সদর সহকারি জজ আদালতে মামলা করেন দোকান পাওয়ার দাবিতে। একই সাথে তিনি রেন্ট কন্টোলে মামলা করে মাসিক দোকান ভাড়া আদালতে জমা দিয়ে আসছেন।এরপরও তাকে বারবার পুলিশ ও সন্ত্রাসী দিয়ে দোকান থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়। সাঈদার রহমান মারা যাওয়ার পর স¤প্রতি তার জামাতা/ভাগ্নে মোস্তাফিজুর তাকে দোকান থেকে তাড়ানোর জন্য সন্ত্রাসী ভাড়া করার পাশপাশি সদর থানার উপপরিদর্শক মঞ্জুরুল ইসলামকে দিয়ে চাপ সৃষ্টি করে আসছিলেন।
আব্দুর রশীদ অভিযোগ করে বলেন, রবিবার রাত পৌনে নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে পাকা পুলের পাশ থেকে একটি ইজিবাইকে উঠে বাসায় যাচ্ছিলেন। ইজিবাইকটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কের অডিটোরিয়ামের পিছনের দিকে পৌঁছালে পুরাতন সাতক্ষীরার হাটখোলা এলাকার বিএনপি নেতা (গত পৌরসভা নির্বাচনে তিন নং ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতা) সুমনুর রহমান সুমন ও মোস্তাফিজুর রহমানসহ ১০/১২ জন তাকে ইজি বাইক থেকে নামিয়ে জোরপূর্বক একটি মোটর সাইকেলে তোলার চেষ্টা করে। রাস্তায় লোক এসে পড়ায় তাকে সেখান থেকে তুলে এনে পানির ট্যাংকের পিছনে নিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয়। কেড়ে নেওয়া হয় তার কাছে থাকা এক লাখ ৩৫ হাজার টাকা, একটি মোবাইল সেট ও দোকনের চাবির তোড়া। এ সময় তাকে দোকান ছেড়ে না দিলে জীবনে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তার চিৎকারে একজন ভ্যান চালক ছুঁটে এলে সন্ত্রাসীরা চলে যায়। এরপর ওই ভ্যান চালকের সহায়তায় তিনি সদর হাসপাতালে চিকিৎসা নেন। এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান ও সুমনুর রহমান সুমনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 

The post ইজিবাইক থেকে নামিয়ে ব্যবসায়িকে মারপিট: লক্ষাধিক টাকা ছিনতাই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cTu4JE

কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ভোটাররা https://ift.tt/eA8V8J

ইব্রাহিম খলিল: ভোটের আনন্দে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ভোটাররা। ভোট শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরায় ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রের সামনে কোন প্রার্থীর সমর্থক ভিড় করার চেষ্টা করলে কঠোর ভূমিকায় দেখা গেছে প্রশাসনকে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন প্রাইমারী স্কুল, মাদ্রাসা, স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটাররা ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি। তারা বলেন, বাধাহীন ভোট দিতে পেরে তারা খুশি। এত সুন্দর পরিবেশে নির্বাচন আগে দেখিনি।
৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৬০ বছরের রাবেয়া বেগম বলেন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এজন্য ভোট দিতে আসলাম এসে দেখি সকলের যার যার পছন্দের প্রতীকে ভোট দিতে পারছে। দীর্ঘদিন পর সকলের মনে যেন আনন্দ ফিরে এসেছে। একই এলাকার ৩৬ বছরের ভোটার আব্দুল জলিল বলেন গত নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম। কিন্তু এত সুন্দর ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়নি।
ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। প্রতিটি কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে কিন্তু পুরুষের তেমন লাইন দেখা যায়নি।
নারীদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শামীমা বেগম বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হওয়ার কারণেই নারীদের উপস্থিতি অনেক বেশি এবং পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে ছিলেন। তবে এরকম নির্বাচন আমি আগে কখনো দেখিনি। সুন্দর পরিবেশে নির্বাচন হলে আগামীতে নির্বাচনে মানুষের মনে আস্থা পাবে।
একই ইউনিয়নের নতুন নারী ভোটার সুমাইয়া খাতুন বলেন আমার শশুর বাড়ি এখানে আমি এখানে ভোটার হয়েছি। এত সুন্দর নির্বাচন আমিও আগে কখনো দেখিনি এবং নতুন ভোটার হিসেবে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমি নিজেই অনেক আনন্দিত।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা মাদ্রাসার ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার অভিষেক কুমার মন্ডল বলেন আমার এই ভোট কেন্দ্রে অনেক সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মানুষ তাদের নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।

The post কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ভোটাররা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cTu24u