Sunday, April 26, 2020

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক ও গ্লাভস প্রদান https://ift.tt/eA8V8J

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লাভস
প্রদান করেছে ওয়ার্কার্স পার্টি।

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ
এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের কাছে তাঁর দপ্তরে মাস্ক ও গ্লাভসের
বক্স হস্তান্তর করেন কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক
কমরেড অধ্যাপক আবুল খায়ের।

সেসময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও দলটির সাতক্ষীরা
জেলা সভাপতি এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা
লুৎফুল্লাহ উপস্থিত ছিলেন।

জানা গেছে, চীনা কমিউনিস্ট পার্টি সম্প্রতি বাংলাদেশের ওয়ার্কার্স
পার্টিকে সার্জিক্যাল মাস্ক প্রদান করেন। প্রদত্ত সেই মাস্ক জনস্বার্থে
দেশের বিভিন্ন এলাকায় হস্তান্তর করা হচ্ছে। এরই অংশ হিসেবে কলারোয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক হস্তান্তর করলো দলটি।
এছাড়াও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুস্তফা
লুৎফুল্লাহ এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় মাস্ক, গ্লাভস, অক্সিজেন
সিলিন্ডার, ফ্লো-মিটার, নেবুলাইজারসহ আনুষাঙ্গিক চিকিৎসা সামগ্রি প্রদান
করা হয়েছে।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান- ‘৬বক্স সার্জিক্যাল মাস্ক
ও ২বক্স হ্যান্ড গ্লাভস হস্তান্তর করেছে ওয়ার্কার্স পার্টি। করোনা
দুর্যোগের এই ক্রান্তিকালে মাস্ক-গ্লাভস দিয়ে সহায়তার জন্য এমপি মহোদয়কে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। করোনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক ও চিকিৎসা সেবা
দিতে প্রস্তুত রয়েছি।’

সবাইকে বাড়িতে থাকার আহবান জানিয়ে ডাক্তার জিয়া আরো বলেন- ‘প্রতিরোধই
পারে আমাদেরকে করোনামুক্ত থাকতে।’

মাস্ক-গ্লাভস হস্তান্তরকালে আওয়ামীলীগ নেতা অধ্যাপক আব্দুর রহিম,
হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক ও গ্লাভস প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aHhTvM

No comments:

Post a Comment