Sunday, April 26, 2020

চোরাবালি/ ডাঃ গোলাম রহমান ব্রাইট https://ift.tt/eA8V8J

নিকষ কালো রাতের একাকিত্ব ঘিরে

হতাশা আমায় ঠিকই তাড়া করে ফেরে।

বাঁচার আকুলতায় স্পর্শকাতর ক্ষণে

তাকিয়ে রই অপলক বেখেয়ালি মনে।

কুরে কুরে খায় মোমো লালিত স্বপ্ন গুলো

অসময়ের অনু প্রান্তে চোখে দেখি ধুলো।.

শুভ্র আবরণে ধুলোয় আঁকা সব আল্পনা

ব্যবচ্ছেদে ব্যথিত মনের যত কল্পনা।

বাতাসের লুকোচুরিতে বেদনা সক্ত গান

দুঃখের নীল তরঙ্গে বিষে ভরা বান।

বিরহী গানের সুরে প্রণয়ের অভিলাষ

মৃদু সান্ত্বনা দেয় অবহেলায় ফোঁটা কাশ।

.নিষ্প্রাণ উচ্ছ্বাসের তিমিরে ম্লান কষ্টের রেখা

আকণ্ঠ নিমজ্জিত চোরাবালি! উপায় হয়নি শেখা।

প্রশান্তির বুকে আঘাত হানে প্রবঞ্চনা

ক্লান্তি ভরা বুকে সইতে পারিনা গঞ্জনা।

The post চোরাবালি/ ডাঃ গোলাম রহমান ব্রাইট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2yQqRti

No comments:

Post a Comment