Sunday, May 31, 2020

সংসদে না আসতে মাইকিং! https://ift.tt/eA8V8J

সংসদে না আসতে দুইদিন ধরে মাইকিং করা হচ্ছে। বলা হচ্ছে-সংসদ সচিবালয়ের যেসব কর্মকর্তা ও কর্মচারী ঢাকার বাইরে গিয়েছিলেন কিংবা যাদের পরিবার ঢাকার বাইরে থেকে ফিরেছেন তারা যেন সংসদ সচিবালয়ে না আসেন। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থেকে তারপর যেনো আসেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সে এভাবেই মাইকিং করে সংসদে না আসার অনুরোধ জানানো হচ্ছে। ওই আবাসিক কমপ্লেক্সের পৃথক ৮টি বিল্ডিংয়ে ৪৪৮টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটে সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব থেকে শুরু করে গাড়ির চালকরা পর্যন্ত সপরিবারে থাকেন। এর বাইরে আত্মীয় পরিচয়ে প্রায় দুই শতাধিক পরিবার থাকেন সাব-লেট নিয়ে। সবমিলিয়ে ছয় শতাধিক পরিবারের বসবাস।

এর মধ্যে ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাওয়া ৬০টি পরিবারকে চিহ্নিত করেছে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এসোসিয়েশন। তাদেরকে আপাতত হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অফিস না করতে বলা হয়েছে। এদিকে গতকাল থেকে অফিস খোলায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। স্পিকার, ডেপুটি স্পিকার থেকে শুরু করে হুইপরা এই ঝুঁকির বাইরে নন। এ প্রসঙ্গে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এসোসিয়েশনের সভাপতি আসিফ হাসান মানবজমিনকে বলেন, আমরা মিটিং করে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি। যে ৬০টি পরিবার ঢাকার বাইরে গিয়েছিল তাদেরকে সংসদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে আরো অনেকে ঢাকার বাইরে গিয়ে থাকতে পারেন অথবা তাদের পরিবার ঢাকার বাইরে থেকে ফিরতে পারেন। এসব কথা চিন্তা করে আমরা আবাসিক এলাকার মসজিদ থেকে মাইকিং করে সবাইকে অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, সংসদ সচিবালয়ে মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেক ভিআইপি যাতায়াত করেন। তাদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এসোসিয়েশনের সিদ্ধান্ত গতকাল (রোববার) সংসদ সচিব ও এস্টেট অফিসারকে জানানো হয়েছে। ওই আবাসিক এলাকায় বসবাসরত কর্মকর্তা ও কর্মচারীরা মানবজমিনকে বলেন, রোববার সকাল ৭টায় মসজিদ থেকে এই ঘোষণা দেয়া হয়। এরপর ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে হোম কোয়ারেন্টিনে যান। এবারের ঈদে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাওয়া সংক্রান্ত সরকারের ঘোষণার পর অনেকেই নিজ গাড়ি ছাড়াও ভাড়া গাড়িতে ঢাকার বাইরে গেছেন। এ জন্য সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এসোসিয়েশন থেকে এই নির্দেশ দেয়া হয়। গতকাল অফিস খোলার পর সংসদ সচিবালয়ের প্রায় সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিস করতে দেখা যায়। আগামী ১০ই জুন থেকে শুরু হতে যাচ্ছে সংসদের বাজেট অধিবেশন। এ কারণে অধিবেশন প্রস্তুতির জন্য সচিবালয়ের সব বিভাগকে নানা দায়িত্ব পালন করতে হয়।

The post সংসদে না আসতে মাইকিং! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZVwoKX

জর্জ ফ্লয়েডের হত্যা পূর্বপরিকল্পিত ছিল: আইনজীবী https://ift.tt/eA8V8J

সম্প্রতি এক শ্বেতাঙ্গ পুলিশের হাতে খুন হওয়া কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিককে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের পক্ষে কাজ করা এক আইনজীবী। মিনেসোটার মিনেপোলিস শহরে জর্জ ফ্লয়েড নামে ওই কৃষ্ণাঙ্গের হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস বিক্ষোভ চলছে গত প্রায় এক সপ্তাহ ধরে। বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে কারফিউ। ফ্লয়েডকে হত্যার দায়ে মিনেপোলিশের সাবেক পুলিশকর্মী ডেরেক চভিনের বিরুদ্ধে ‘থার্ড ডিগ্রি’ হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে সহ আরো আরো তিন পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। ফ্লয়েডের পরিবারের নিযুক্ত আইনজীবী বেনজানিম ক্রাম্প বলেছেন, চভিনের বিরুদ্ধে থার্ড ডিগ্রি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ফ্লয়েডের হত্যাটি ‘ফার্স্ট ডিগ্রি’ মামলার ঘটনা ছিল।

ক্রাম্প সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা মনে করি তার হত্যার উদ্দেশ্য ছিল। তিনি প্রায় নয় মিনিট ফ্লয়েডের ঘাড়ে নিজের হাঁটু চেপে ধরে রেখেছিলেন। ফ্লয়েড হাঁটু সরিয়ে নিতে আকুতি জানাচ্ছিলেন। শ্বাস নিতে দেয়ার জন্য আকুতি জানাচ্ছেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফ্লয়েডের ঘাড়ে হাটু চেপে ধরে রেখেছেন চভিন। ফ্লয়েডকে শ্বাসকষ্টে ভুগতে দেখা যায়। তিনি বারবার নিজের শ্বাসকষ্টের কথা জানিয়ে আকুতি করলেও শোনেননি চভিন। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিল আরো তিন পুলিশকর্মী। পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। যুক্তরাষ্ট্রে এর আগেও পুলিশের হাতে নির্মমভাবে কৃষ্ণাঙ্গদের হত্যার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৪ সালে নিউ ইয়র্কে অনেকটা একইভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় এরিক গারনার নামে অপর এক কৃষ্ণাঙ্গকে। তিনিও ফ্লয়েডের মতো মৃত্যুর আগে বারবার বলছিলেন, আমি শ্বাস নিতে পারছি না। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে কৃষ্ণাঙ্গ অধিকারের দাবিতে শুরু হয়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। ফ্লয়েড পরিবারের আইনজীবী ক্রাম্প বলেন, ফ্লয়েড জ্ঞান হারানোর পরও প্রায় তিন মিনিট চভিন তার ঘাড়ে হাঁটু চেপে ধরে রাখেন। আমরা বুঝতে পারছি না এটা কিভাবে ফার্স্ট ডিগ্রি হত্যার ঘটনা নয়। আমরা বুঝতে পারছিনা কেন এ ঘটনায় জড়িত অন্যান্য পুলিশকর্মীদের গ্রেপ্তার করা হয়নি। ফ্লয়েডের হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে চলছে সহিংস বিক্ষোভ। বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ, লুটপাট চালাচ্ছেন। ঘটেছে পুলিশ স্টেশন, পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনাও। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্য। তবে তাতেও থামেনি লুটপাট ও অগ্নিসংযোগ। সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ক্রাম্প বলেন, আমাদের কাছে এখন পুলিশের ‘বডিক্যাম’ থেকে অডিও রয়েছে। তাতে একজনকে বলতে শোনা যায় যে, তার (ফ্লয়েড) কোনো পালস নেই, হয়তো তাকে ঘুরিয়ে দেয়া উচিৎ। কিন্তু তা সত্ত্বেও চভিন বলেন, না, আমরা তাকে এভাবেই রাখবো। এটা ইচ্ছা। ক্রাম্প আরো জানান, ফ্লয়েডকে হত্যার আগ থেকেই চভিন তাকে চিনতেন।

The post জর্জ ফ্লয়েডের হত্যা পূর্বপরিকল্পিত ছিল: আইনজীবী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TZf4Rh

চীন-ভারত মুখোমুখি: দক্ষিণ এশিয়া উদ্বেগে https://ift.tt/eA8V8J

করোনা ভাইরাসের প্রেক্ষাপটে উত্তপ্ত কাশ্মীরের লাদাখ সীমান্তে ইন্দো-চীন সামরিক বাহিনী মুখোমুখি। বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। দোকলাম কাণ্ডের পর একটা বিরতিকাল কেটেছে। কিন্তু করোনোকালে পরিস্থিতি হঠাৎ করেই পাল্টে গেল। এই ঘোরতর দুর্দিনে এরকম উত্তেজনার পারদ চড়তে পারে, সেটা অনেকেরই ধারণার বাইরে ছিল।

দি ইকনোমিস্ট লিখেছে, ভারত–চীন সীমান্তে সামরিক টেনশন চরমে। চলতি মাসের গোড়ায় লাদাখের পাংগং লেকে দুই দেশের সৈন্যরা মারামারি করে হাসপাতালে ভর্তি হল, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভান বললেন, এ আর এমন কী! ঐতিহাসিকভাবে দুই দেশের সৈন্যরা এমন কত করেছে। তার কথায়, সাড়ে তিন হাজার দীর্ঘ সীমান্তে এরকম ঘটনা ‘ অস্থায়ী এবং স্বল্পমেয়াদী।’
দি ইকনোমিস্ট অবশ্য বলেছে, তখনকার মতো উভয়পক্ষই পরস্পরকে ‘নিবৃত্ত’ করেছিল।

কিন্তু এক সপ্তাহ পরেই ভারতের সেনাপ্রধানকে নিকটবর্তী লেহ এলাকায় দেখা যায়। এতেই বোঝা যায়, গুরুতর কিছু একটা ঘটেছে। ভারতীয় মিডিয়া রিপোর্ট বলছে, চীনা সৈন্যরা বিতর্কিত সীমান্তের ৩ থেকে ৪ কিমি পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছিল। তারা কথিতমতে বহু ভারতীয় চৌকি ও সেতু গুড়িয়ে দেয়। ট্রেঞ্চ খুড়েছে। তাবু ফেলেছে। অন্তত তিনটি পয়েন্টে এমনটা ঘটে। ২৭ মে ডোনাল্ড ট্রাম্প তার কথায়, এখনকার ‘উত্তপ্ত সমীন্ত বিরোধ’ মীমাংসায় মধ্যস্থতার প্রস্তাব দেন।

নিউইয়র্ক টাইমস এক রিপোর্টে বলেছে, চীন গোটা এশিয়া জুড়ে তার ক্ষমতা প্রর্শন করে চলছে। এখন বিতর্কিত হিমালয় এলাকার ইন্দো–চীন সীমান্তেও শক্তির মহড়া দেখানোর ফলে ভারত নিজকে বেষ্টনীর মধ্যে পড়ে গেছে বলে মনে করছে। উভয় পক্ষ মুখে বলছে, তারা যুদ্ধ চায় না। তবে উভয়ে সীমান্তে হাজার হাজার সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। ৩০ মে জেফরি জেটেলম্যান এবং স্টিভেন লি মেয়ার্স দিল্লি ডেটলাইনে লিখেছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের সৈন্যরা একটা মল্লযুদ্ধ করেছেন মে মাসের গোড়ায়। ১৪ হাজার ফুট উচুতে সেটা ভয়ংকর কিছু ছিল না। কিন্তু ভয়ংকরটা পরে ঘটেছে। এর কয়েকদিন পরে একাধিক সীমান্ত পথে চীনা সৈন্যরা ভারতের ভেতরে ঢুকে ভারতের সৈন্যদের রুখে দাঁড়ায়। ১ হাজার মাইলের বেশি ভেতরে ঢুকে চীনা সৈন্যরা কোথাও। বহুবিধ সামরিক সাঁজোয়া যান নিয়ে চীন কার্যত ভারতীয় দাবি করা ভূখণ্ডে অবস্থান নিয়েছে। সীমান্তের বিধান মেনেছে সবাই। কোনো বুলেট ফুটেনি। ইটপাথর আর হাতাহাতির মধ্যেও সীমিত আছে সংঘাত। আর তাতেই ভারতীয় সৈন্যরা এতটাই মারাত্মকভাবে আহত হয়েছে যে, তাদেরকে হেলিকপ্টারে সরিয়ে আনতে হয়েছে। ভারতীয় মিডিয়া অবশ্য বলছে, চীনা সৈন্যরাও জখম হয়েছে।
নিউইয়র্ক টাইমসও অবশ্য বলছে, দুই দেশ যুদ্ধে যাবে, সেটা কেউ ভাবেন না। তবে ২০১৭ সালের পরে এই প্রথম বিরোধে ফিরে এল দুই দেশ। আর সেটা মিলিয়ে যাচ্ছে না। ভারতের শংকা, চীনের এই পদক্ষেপ মোদী সরকারকে চাপে ফেলছে। এবং চাপটা দিতেই এই চীনে অভিযান। এর আগে চীন দক্ষিণ চীন সমুদ্রে ভিযেতনামি মাছের ট্রলার ডুবিয়ে দিয়েছে। এছাড়া একটি মালয়েশিয় অফশোর অয়েল রিগে ঝামেলা করেছে। তাইওয়ান এবং হংকংকে টাইট দিয়েছে।
ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, ২০১২ সালে প্রেসিডেন্ট শিচিনপিং ক্ষমতায় আসার পরে এটা উত্তেজনার চতুর্থ মহড়া। তবে বিশ্লেষকরা বলছেন, সাধারণত এসব ঘটনায় প্রধানমন্ত্রী মোদী বেশ সুর উচুতে নিয়ে মন্তব্য করেন। কিন্তু করেনাকালে তাকে নিরব থাকতে দেখা যাচ্ছে।
অধ্যাপক ব্রহ্মা চেলানি মনে করেন, করোনায় আক্রান্ত এবং অর্থনীতির খারাপ অবস্থায় ভারত সহজে সীমান্ত সংঘাতে জড়াবে না, চীন এটা বিবেচনায় নিতে পারে। এর মাধ্যমে বেইজিং বার্তা দিতে পারে যে, দিল্লির উচিত হবে না, ওয়াশিংটনের খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার। আর চীন করোনা মেকাবেলায় ভালো করতে না পারার সমালোচক দলে না ভীড়তে ভারতকে সতর্ক করা।

প্রতিবেশীদের চীন–ঝোকা
ভারত সরকার কি ঘটেছে সে বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে । তাতে বলা হয়েছে , চীন সীমান্তে সম্প্রতি এমন সব তৎপরতায় যুক্ত হয়েছে যা তাদের স্বাভাবিক সীমান্ত টহলকে বাধাগ্রস্ত করেছে। নিউইয়র্ক টাইমস রিপোর্ট বলেছে, এই সীমান্ত বিরোধের আগেও ভারত দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং ভূ–রাজনৈতিক প্রভাব দ্বারা বিপন্ন বোধ করছিল । পশ্চিম সীমান্তে চীন আরো ঘনিষ্ঠভাবে পাকিস্তানের সঙ্গে কাজ করছে । ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান অধিকৃত কাশ্মীর সীমান্তে একটি বৃহৎ আকারের বাধ তৈরিতে সাহায্য করছে চীন ।
পূর্ব সীমান্তে চীনের নতুন বন্ধু নেপাল। নেপাল এমন একটি মানচিত্র প্রকাশ করেছে যাতে ভারতের সীমান্ত এলাকা দেখানো হয়েছে। নেপালে ঝামেলা পাকানোর জন্য চীনকে দায়ী করেছে ভারত।
নেপাল ভারতের ঘনিষ্ঠ ছিল কিন্তু ২০১৫ সালের বাণিজ্য অবরোধের পরে নেপাল ক্রমাগতভাবে চীনের কাছে সরে গেছে । আর দক্ষিণে মালদ্বীপের একটি দ্বীপ দখল করে নিয়েছে চীন। এটি ভারতের উপকূল থেকে কয়েকশো মাইল দূরে । ভারতীয় সামরিক বিশেষজ্ঞগণ বলছেন, চীনের উদ্দেশ্য অবশ্যই ভারতের উপর চাপ তৈরি করা । মালদ্বীপে তারা একটা বিমান ঘাঁটি অথবা সাবমেরিন ঘাঁটি করার জন্য লক্ষ লক্ষ টন বালু এনে ফেলছে ওই দ্বীপে ।
সাম্প্রতিক উত্তেজনার জন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে দায়ী করলেও তারা ঘটনার একটু ডাউন প্লে করছে। যেটা ২০১৭ সালের দোকলাম কাণ্ড থেকে ভিন্ন । ভুটানের কাছের ওই ভূমি বিরোধ ৭৩ দিনের একটি অচলাবস্থা তৈরি করেছিল। ওইসময়ে অবরোধ নিয়ে চীন ব্যাপক বক্তব্য দিয়েছিল ।
এবারে ভারত-চীন সীমান্তের ওই সংঘাতের কথা প্রকাশ হয়ে যাওয়ার পরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, চীনের সীমান্তরক্ষীরা চীনের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক । তারা ভারতের যেকোনো অপচেষ্টাকে ভন্ডুল করে দিবে এবং শান্তি বজায় রাখবে।
চীনের সরকারি মুখপাত্র সীমান্তে সেনা মোতায়েনের কথা স্বীকার করেনি । তবে চীনের কমিউনিস্ট পার্টি সমর্থিত গ্লোবাল টাইমস পত্রিকায় ১৮ মে প্রকাশিত একটি নিবন্ধে পিপলস লিবারেশন আর্মির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে চীনা সামরিক বাহিনী ভারতের দ্বারা নির্মিত অবৈধ কাঠামোর বিষয়ে উদ্বিগ্ন।
ভারতীয় বিশশ্লেষকরা মনে করেন, ভারতের তুলনায় চীনের সামরিক শ্রেষ্ঠত্ব রয়েছে, যা ভারতকে সংযত রাখবে । ভারতের একজন সাবেক কর্নেল অজয় শুক্লা মন্তব্য করেছেন, চীন সীমান্তে ৩ ব্রিগেড সৈন্য এনেছে। যা সংখ্যায় কয়েক হাজার । এর পাল্টা ভারত প্রায় তিন হাজার সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। মি. শুক্লা বলেছেন, তারা যদি সীমান্ত থেকে চীনাদের অপসারণ করতে চায় তাহলে তাদেরকে গুলি চালাতে হবে। তিনি মনে করেন এমনটা ঘটবে না । কারণ তার ভাষায় , সেখানে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে ভারতের সামর্থ্য সীমিত ।
কয়েক মাস আগে মি. মোদী এবং মি. শি দক্ষিণ ভারতে একটি জরুরী শীর্ষ সম্মেলনে তাজা ডাবের পানি পান করেছিলেন।

ভারতীয় মিডিয়ার চোখে

দুই দেশই সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা ও সমরাস্ত্র বাড়াচ্ছে। ফলে যুদ্ধের আশঙ্কা গভীর হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ইন্দো-চিন বিরোধ নিয়ে সেনা ও কূটনৈতিকস্তরে আলোচনা চলছে। সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি।
সংবাদ মাধ্যম আজ তক-কে দেয়া সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, ‘ভারত উত্তেজনা চায় না। সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার দরকার হলে তা করতে হবে। কিন্তু, সমস্যার একটা সমাধান প্রয়োজন।’
তিনি জানান, ‘সেনা ও কূটনৈতিকস্তরে আলোচনা চলছে। কূটনৈতিকস্তরে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করতে চীনও আগ্রহী।’

নেপাল প্রসঙ্গে

লিপুলেখ নিয়ে নেপালের সঙ্গে বিরোধও মিটে যাবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, ‘নেপাল আমাদের পরিবারের সদস্য। ভারতের ভাই নেপাল। আশা করি সমস্যা মিটে যাবে। তবে প্রয়োজনে উভয় তরফে বসে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।’
উল্লেখ্য, নেপালের নতুন মানচিত্রে ভারতের এলাকা দেখানো হয়েছে বলে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নেপাল তা নাকচ করে চলছে।

ভারত-চিন বিরোধের মধ্যস্থতায় ট্রাম্পের প্রস্তাব বিষয়ে রাজনাথ বলেন, ‘ মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা হয়েছে। তাঁকে বলেছি, ভারত-চিন নিজেরাই সমস্যা মেটাতে সক্ষম। এর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।’
প্রকত নিয়ন্ত্রণ রেখা ঘিরে দু’দেশের ধারণা পৃথক। তাই বারংবার উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘সত্যকে এড়ানো যায় না। তবে ১৯৬২ সালের মত পরিস্থিতি তৈরি হবে বলেও কেউ মনে করছে না।’
উল্লেখ্য, ১৯৬২ সালের চীন–ভারত যুদ্ধে ভারত হেরেছিল। সে কারণে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী কৃষ্ণ মেনন পদত্যাগ করেছিলেন।

রাজনাথ সিং বলেছেন, ‘ভারতের আত্মসম্মানে আঘাত লাগে এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না। প্রতিবেশীদের সঙ্গে আমরা সবসময় ভালো সম্পর্ক রেখে এসেছি, এবং তা জারি রাখতেই আগ্রহী।’

পূর্ব লাদাখে প্যাগং এলাকায় মুখোমুখি অবস্থানে আছে ভারতীয় ও চীনা সেনাবাহিনী। লাদাখে অচলাবস্থা নিয়ে ভারত ও চীনের সামরিক বাহিনীর মধ্যে ৬ দফা আলোচনার প্রয়াস চালানো হয়, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ইন্ডিয়ান একসপ্রেস বলেছ, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার উপর বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে চীন। এর পাল্টা হিসেবে বাড়তি সেনা মোতায়েন করছে ভারতও।

পত্রিকাটি লিখেছে, দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের আবাহ তৈরি হয়েছে। পিপলস লিবারেশন আর্মির উদ্দেশে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-র এর আগে স্পষ্ট বার্তায় জানান, ‘চরম সংকটের পরিস্থিতির কথা আগাম ভেবেই সেনা প্রশিক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়াতে হবে। দ্রুততা ও দক্ষতার সঙ্গে জটিল পরিস্থিতি মোকাবিলা করত হবে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে সবার আগে রক্ষা করা প্রয়োজন।’
গত সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও দেশের নিরাপত্তা বাহিনীর তিন প্রধানের আলোচনা হয়। জানা যায় ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যতক্ষণ চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে বেশি সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করবে, ভারতও পাল্লা দিয়ে সেনা-যুদ্ধাস্ত্র মোতায়েন করবে। ভারতীয় সেনা কোনও মতেই পিছ-পা হবে না।

ঢাকার পর্যবেক্ষকরা উদ্বেগে

করোনাকালে দক্ষিণ এশিয়ায় সামরিক দুর্যোগের ঘনঘটায় জনগণ উদ্বিগ্ন। বিশেষ করে ভারতের নিকট প্রতিবেশীরা মনে করেন, এই সময়ে যুদ্ধ দূরে থাক, কোনো ধরণের উত্তেজনা সাধারণ মানুষের কষ্টকে আরো তীব্র করবে। কারণ এটা পরিষ্কার যে, মহামারী মোকাবিলা ছাড়াও ভারতের প্রতিবেশীদের সামনে খাদ্য সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। একটা উত্তেজনাকর পরিস্থিতি দক্ষিন এশিয় প্রতিবেশীদের মিত্র খুজে নেওয়ার অসম বিকল্প বেছে নেওয়ার দিকে ঠেলে দিতে পারে। তাই ঢাকার পর্যবেক্ষকরা পরিস্থিতির উপর গভীর নজর রাখছেন। সরকারের তরফে অবশ্য কিছুই বলা হয়নি।

The post চীন-ভারত মুখোমুখি: দক্ষিণ এশিয়া উদ্বেগে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TY8ydE

ইতালিতে বৈধতার আবেদন শুরু সোমবার থেকে https://ift.tt/eA8V8J

ইউরোপের দেশ ইতালিতে বৈধভাবে বসবাস করছে প্রায় ২ লাখ বাংলাদেশি। এছাড়াও বিভিন্নভাবে আসা অবৈধদের সংখ্যা প্রায় ১০ হাজার। দীর্ঘ প্রায় ৮ বছর পর ইতালিতে বৈধতা দেয়া হচ্ছে অবৈধ অভিবাসীদের। আগামী ১লা জুন হতে বৈধ হওয়ার আবেদন জমা নেয়া শুরু করছে ইতালি সরকার। কিন্তু যে প্রক্রিয়ায় আবেদন নেয়া হবে তাতে বহু বাংলাদেশিসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা বৈধকরণের প্রক্রিয়া হতে বাদ পড়বে। মূলত কৃষিকাজ ও বাসাবাড়িতে বয়স্কদের দেখাশোনার কাজে যারা রয়েছেন তারাই বৈধ হওয়ার সুযোগ পাবেন।

এদিকে ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ’র আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় ভেনিসের ম্যাসরে র কয়েন মার্কেট চত্বরে প্রায় ১ হাজার বাংলাদেশিসহ বহু ইতালিয়ান সমাবেশে অংশ নেন। সমাবেশে ৪টি দাবি তুলে ধরে কমিউনিটির নেতৃবৃন্দ ইতালিয়ান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

দাবিগুলো হলো, সকল ক্যাটাগরিতে সৌজন্য প্রদান করা, পূর্বের ন্যায় আগে সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে সৌজন্য প্রদান ও পরে কাজ দেখিয়ে তা নবায়ন করা, করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশে আটকে পড়া বিশেষ করে যাদের সৌজন্য’র মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের সৌজন্য’র মেয়াদ বাড়িয়ে দেয়া ও কোন প্রকার ঝামেলা ছাড়াই ইতালিতে প্রবেশে অনুমতি দেয়া এবং বাংলাদেশে আটকে পড়া পরিবারের নতুন ভূমিষ্ট সন্তানদের ইতালিয়ান সুযোগ সুবিধা দেয়া ও বিনা শর্তে বাচ্চাসহ প্রবেশে অনুমতি প্রদান করা।

কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, অবৈধভাবে বসবাসকারীদের বিনা শর্তে বৈধতা দিলে তারা প্রতারণা ও দালাল চক্রের হাত থেকে রক্ষা পাবে। নয়তো তাদের গুনতে হবে ৫-৬ হাজার ইউরো। অপরদিকে সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে কোন শর্ত ছাড়া বৈধতা দিলে সরকারের ফান্ডে জমা হবে এ অর্থ ।

সমাবেশে পুলিশি পাহারায় প্রবাসীরা মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে নির্ধারিত দূরত্ব বজায় রেখে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে অংশ নেন। সমাবেশ সফল করায় ভেনিস, এভিজো ও আশপাশের শহর থেকে আসা সবাইকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ কামরুল সারোয়ার , আবু তাহের খান আরফান মাস্টার প্রমূখ ।

The post ইতালিতে বৈধতার আবেদন শুরু সোমবার থেকে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Xm9A5q

ফের ফিলিপাইনি ব্যাংক, ক্যাসিনোর বিরুদ্ধে মামলা বাংলাদেশের https://ift.tt/eA8V8J

চার বছর আগে বাংলাদেশ ব্যাংকের খোয়া যাওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারে আবারও ফিলিপাইনের একটি ব্যাংক ও ক্যাসিনো সহ মোট ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ। দেশটির ব্লুমবেরি রিসোর্টস কর্পোরেশন সোমবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সহ আরও ১৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউ ইয়র্কের একটি আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছে। এ খবর দিয়েছে সিএনএন ফিলিপিন্স।

খবরে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ রুপান্তর, চুরি ও হাতিয়ে নেওয়া এবং সব কাজে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও প্রতারণা ও অনুপ্রবেশের অভিযোগও করা হয়েছে। ব্লুমবেরির ওই বিবৃতিতে আরও বলা হয়, অবশিষ্ট ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে রিজ্যাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরবিসি) বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এখন পর্যন্ত কোনো নোটিশ পাঠানো হয়নি। তবে আমরা কঠোরভাবে এসব ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে লড়বো।

এর আগে আরএসবিসি ও স্থানীয় ক্যাসিনোর বিরুদ্ধে করা বাংলাদেশের একটি মামলা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তবে ওই মামলায় বাংলাদেশ আপিল করেছে।

২০১৬ সালে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়।

এসব অর্থ স্থানান্তরিত হয় ফিলিপাইনের আরসিবিসি-এর ভুয়া কিছু একাউন্টে। একাউন্ট থেকে অর্থ উঠিয়ে অন্য মুদ্রায় রুপান্তরিত করে ব্লুমবেরি ক্যাসিনো সহ বিভিন্ন ক্যাসিনোতে ঢুকিয়ে ফেলা হয়। সেখান থেকে ওই অর্থের হদিস আর পাওয়া যায়নি। মোট অর্থের মাত্র ১৭ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে।

ব্লুমবেরি এর আগে মন্তব্য করেছিল, উত্তর কোরিয়ার হ্যাকারদের কাছে খোয়া যাওয়া অর্থ আদালতে মামলার মাধ্যমে বের করতে চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। 

The post ফের ফিলিপাইনি ব্যাংক, ক্যাসিনোর বিরুদ্ধে মামলা বাংলাদেশের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gN3bb9

‘করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়’ https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার দুপুরে ফেসবুক লাইভে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি পরীক্ষা যথা সময়ে শুরু করা যায়নি। সব প্রস্তুতিও সম্পন্ন করেও আমাদের পিছিয়ে যেতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। কারণ সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা।

পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ তিনি বলেন, আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। এসব কিছু না করতে পারলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে। কোনোভাবেই এ ঝুঁকি এই মুহূর্তে নেয়া সম্ভব নয় বলে আমরা মনি করি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, যখনই আমরা মনে করবো পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হয়েছে, তখনই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে প্রস্তুতির জন্য ১৫ দিন সময় দেয়া হবে।

The post ‘করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Mloe6h

তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন মিম https://ift.tt/eA8V8J

আগেও বেশ কয়েকবার তাহসান ও বিদ্যা সিনহা মিম প্রেম করছেন-এমন গুঞ্জন উঠেছে। সম্প্রতি মিমের ইউটিউব চ্যানেলের জন্য ‘কানেকশন’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করা হয়েছে। এর ভাবনা তাহসানের, একইসঙ্গে এতে অভিনয়ও করেছেন তিনি। এরপর থেকে তাদের নিয়ে ফের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।

এবারও এই গুঞ্জনকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন মিম। এ বিষয়ে বিদ্যা সিনহা মিম বলেন, এর আগেও আমাকে নিয়ে এ ধরনের কানাঘুষা হয়েছে। পরে তা গুজব প্রমাণিত হয়েছে। তাহসান ভাই আমাকে ছোট বোনের মতো ভালোবাসেন। আমিও তাকে শ্রদ্ধা করি। মিডিয়াতে একসঙ্গে অনেক কাজ হয়। গুজবের ব্যাপারটা রীতি হয়ে গেছে।

‘কানেকশন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প লিখেছেন মাসুদুল হাসান। নির্মাণ করেছন রায়হান রাফী। এটি মিমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

১৮ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যরে এই ছবিটি প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছে সে বিষয়ে মিম বলেন, আমার ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন। সাবস্ক্রাইবারের সংখ্যা কম। তারপরও দুই দিনে অনেক দর্শক দেখেছেন। ভক্তদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি।

বর্তমানে মিমের হাতে দুটি ছবি রয়েছে। শুটিং শুরু হলেও ‘ইত্তেফাক’ ও ‘পরান’ নামের ছবিগুলোতে আপাতত কাজ করতে চান না এই অভিনেত্রী। পরিস্থিতি বুঝে শুটিংয়ে অংশ নিতে চান তিনি।

The post তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন মিম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Mg3E7w

চার শর্তে ১লা জুন থেকে শুরু নাটকের শুটিং https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের কারণে গেল দুইমাস বন্ধ ছিলো সবধরনের শুটিং। এবার দেশব্যাপী কার্যত লকডাউনের মেয়াদ আজই শেষ।  তাই আগামীকাল (১জুন) থেকে শুরু হতে যাচ্ছে নাটকের শুটিং। টিভি নাটকের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃসংগঠন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ মে থেকে সরকারি অফিস, আদালত, গণপরিবহন খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তের পর শর্তসাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে টিভি নাটকে শুটিং শুরু করছে সংগঠনগুলো। এর আগে ১৭ মে ৬ শর্ত মেনে নিজ দায়িত্বে টিভি নাটকের শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছিলো টিভি নাটকের শীর্ষ সংগঠনগুলো। যদিও শুটিং শুরুর একদিন পরই নিজের মধ্যে মতের মিল না হওয়ায় এই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

১লা জুন থেকে শুটিং শুরুর ৪ শর্তগুলো হলো:

১. আন্তঃসংগঠনের দেয়া স্বাস্থ্য বিধি মেনে যদি কেউ শুটিং কার্যক্রমে নিজ দায়িত্বে অংশ নিতে চান তাহলে তা করতে পারবেন।

২. সংশ্লিষ্ট ইউনিট শুটিং শুরু করার আগেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ছাড়াও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শুটিং কার্যক্রম শুরু করবেন। এ ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শুটিং ইউনিটকে তার সম্পূর্ণ দায় বহন করতে হবে।

৩. প্রতিটি শুটিং ইউনিটের শিল্পী-কলাকুশলী প্রাথমিকভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন। সমস্যা দেখা দিলে প্রযোজনা সংশ্লিষ্ট ব্যক্তির সহায়তা নিয়ে তারা তা নিজ উদ্যোগে সমাধান করবেন।

৪. এই ঘোষণা সরকারের ছুটি ও লকডাউন বিষয়ক ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় শুটিং কার্যক্রম যে কোনো সময় স্থগিত অথবা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে।

এর আগে ২২ মার্চ থেকে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় টিভি নাটকের আন্তঃসংগঠনগুলো।

The post চার শর্তে ১লা জুন থেকে শুরু নাটকের শুটিং appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dl2hQL

এসএসসিতে যশোর বোর্ডের ১০ জেলার শীর্ষে সাতক্ষীরা https://ift.tt/eA8V8J

এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ১০ জেলার ফলে শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। এই জেলায় ১৮ হাজার ৫৪ পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৯৭৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪ দশমিক ০৩ শতাংশ। তবে, এবারে সাতক্ষীরার দু’টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাশ করতে পারেনি। রোববার যশোর শিক্ষা বোর্ডের ফল প্রকাশের পর এ তথ্য জানানো হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এবারের এসএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তি ও কমেছে পাসের হার। পাসের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৩১ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৩ হাজার ৭৬৪ জন। তবে, এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ১০ জেলার ফলে শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। এই জেলার পাসের হার ৯৪ দশমিক ০৩ শতাংশ। আর এবার মোটেও পাস করতে পারেনি দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আর এ দুটি প্রতিষ্ঠানই সাতক্ষীরা জেলার। এর মধ্যে রয়েছে কলারোয়া উপজেলার শহীদ স্মৃতি গার্লস স্কুল ও দেবহাটা উপজেলার বাবুরাবাদ ধাপুখালী সেকেন্ডারি স্কুল। তিনি জানান, গত বছর মোটেও পাস করেনি এমন প্রতিষ্ঠান ছিল একটি। আর এবার দুটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। তবে, ওই দুটি প্রতিষ্ঠানে একজন করে পরীক্ষার্থী ছিল এবং তারা অনিয়মত পরীক্ষার্থী ছিল বলে তিনি আরো জানান। অনলাইন ডেস্ক:

The post এসএসসিতে যশোর বোর্ডের ১০ জেলার শীর্ষে সাতক্ষীরা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TWUIYV

এসএসিতে সাতক্ষীরার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি https://ift.tt/eA8V8J

এসএসসি পরীক্ষায় এবার সাতক্ষীরার দু’টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারেনি। রোববার যশোর শিক্ষা বোর্ডের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র বৃদ্র বলেন, রোববার যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে জেলার কলারোয়া উপজেলার শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা উপজেলার বাবুরাবাদ ঢেবুখালি মাধ্যমিক বিদ্যালয় থেকে কোন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। যদিও ওই দুটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন করে পরীক্ষা দেয়। নিজস্ব প্রতিনিধি:

The post এসএসিতে সাতক্ষীরার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XO0QUq

দেবহাটায় পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু, পিকআপসহ চালক আটক https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার দেবহাটায় টেলিকম কোম্পানি এয়ারটেলের মালামাল বোঝাই পিকআপের ধাক্কায় নিশান হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক পিকআপসহ এর চালক রবিউলকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সখিপুরের লাইট হাউজ সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নিশান হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের আবুল কাশেম মোল্যার ছেলে ও প্রথম শ্রেণীর ছাত্র।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে মা খাদিজা খাতুনের সাথে ইজিবাইকে চড়ে সখিপুরে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল শিশু নিশান। নানাবাড়ির কাছাকাছি পৌঁছে সখিপুরের লাইট হাউস সিনেমা হল সংলগ্ন সড়কের পাশে নেমে ইজিবাইকের ভাড়া মিটিয়ে শিশুটিকে নিয়ে রাস্তা পারাপারের চেষ্টাকালে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মালামাল বোঝাই একটি পিকআপ শিশু নিশানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরতর আহত হন নিশানের মা খাদিজা খাতুন। একপর্যায়ে ঘাতক পিকআপসহ এর চালক রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ ঘাতক পিকআপসহ এর চালক রবিউলকে আটক করা হয়েছে। অনলাইন ডেস্ক:

The post দেবহাটায় পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু, পিকআপসহ চালক আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZQSGxi

কোস্ট গার্ডের অভিযানে ৬৮ পিস ইয়াবা আটক https://ift.tt/eA8V8J

খুলনা জেলার শীপ্সা নদীর কালাবগী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। গতকাল সন্ধ্যা ৮টায় উক্ত অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবা দাকোপ থানায় জমা দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

The post কোস্ট গার্ডের অভিযানে ৬৮ পিস ইয়াবা আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZRh41F

করোনা ভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৪০, শনাক্ত ২৫৪৫ https://ift.tt/eA8V8J

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে। একদিনেই মারা গেছেন ৪০ জন। অপরদিকে একই সময়ে রেকর্ড সংখ্যক ২হাজার ৫৪৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ছয়শতে।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪০ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫০ জনে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রেও ব্যাপক প্রাণহানি ঘটে। করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষেও রয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (প্রতিবেদন লেখার সময়) ৩ লাখ ৭১ হাজার ১৮৬ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৭২ হাজার ৪৪৮ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ২৭ লাখ ৪৪ হাজার ৪৪ জন।

The post করোনা ভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৪০, শনাক্ত ২৫৪৫ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3exUQ98

আশাশুনি বাঁধ নির্মাণ কাজের তদারকি করছেন চেয়ারম্যান এবিএম মোস্তাকিম https://ift.tt/eA8V8J

আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের জেলেখালি ও দয়ারঘাটের ভাঙ্গন কবলিত বাঁধ নির্মাণ কাজের তদারকি ও শ্রমিকদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। রবিবার সকালে তিনি এ বেড়ি বাঁধ নির্মাণ কাজের তদারকি করেন। বাঁধ নির্মাণ কাজের তদারকির সময় তিনি বলেন জেলেখালির নিমতলা থেকে দয়াটঘাট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ওয়াপদা যদি মেরামত করা না হয় তাহলে আগামী পূর্ণিমায় এই বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। তিনি বলেন, আমি স্থানীয় চেয়ারম্যান ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সরকারি অনুদান ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষার্থে কাজ করে যাচ্ছি। এই এলাকার মানুষের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে টেকসই ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ। আশাশুনি উপজেলায় সর্বমোট ১০০ কিলোমিটার ওয়াপদা টেকসই বাঁধ নির্মাণ করা হলে মানুষ নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা পাবে। মানুষ ত্রাণ চায়না টেকসই বাঁধ চায়। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু দপ্তর সম্পাদক জগদিস সানা যুবলীগ নেতা সাহেব আলী প্রমুখ।

আশাশুনি সংবাদদাতা:

The post আশাশুনি বাঁধ নির্মাণ কাজের তদারকি করছেন চেয়ারম্যান এবিএম মোস্তাকিম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gEkyKX

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের নাতনী গোল্ডেন প্লাস পেয়েছে https://ift.tt/eA8V8J

মুন্তাকিমা মুসকান আস্থা এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে। সে ভবিষ্যতে এ্যারোনোটিকেল ইঞ্জিনিয়ার হতে চাই। সে সকলের আর্শীবাদ কামনা করেছেন। সে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের নাতনী।
তার পিতা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান কেডিএ খুলনার সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তার মাতা আয়রিন পারভীন মুক্তা খুলনার খালিষপুর এলাকার রোটারী স্কুলের শিক্ষক এবং সাতক্ষীরার গণমানুষের নেতা মোঃ নজরুল ইসলামের দ্বিতীয় কন্যা। প্রেস বিজ্ঞপ্তি

The post সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের নাতনী গোল্ডেন প্লাস পেয়েছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XlgyaN

নুশরিকা অদ্রি জিপিএ-৫ পেয়েছে https://ift.tt/eA8V8J

নুশরিকা অদ্রি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সে সাংবাদিক এড. আবুল কালাম আজাদ ও দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতির কন্যা এবং দৈনিক পত্রদূতের সম্পাদক লুৎফুন্নেছা বেগমের নাতনি। অদ্রির দাদা বিশিষ্ঠ আইনজীবী মরহুম নেয়ামত উদ্দিন এবং নানা বীরমুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন। অদ্রি ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি

The post নুশরিকা অদ্রি জিপিএ-৫ পেয়েছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TVC9V4

শ্যামনগরে বিদ্যুতের তার ছিড়ে নিহত-১, আহত-২ https://ift.tt/eA8V8J

শ্যামনগরে বিদ্যুতের তারে জড়িয়ে আল-আমিন (৩২) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মুজিবর রহমান গাজীর পুত্র। এ ঘটনায় একই গ্রামে একই গ্রামে আনিছুর গাজীর ছেলে ফয়সাল (১২) এবং সফিকুল সরদারের ছেলে সুমন (৯) মারাত্মক আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী নিহতের মামা আইয়ুব আলী জানান, ফয়সাল ও সুমন বাড়ি সংলগ্ন মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ পল্লী বিদ্যুতের তার ছিড়ে মাঠে পড়ে উভয়ে বিদ্যুতায়িত হয়। এ ঘটনা আল-আমিন দেখতে পেয়ে তাদের উদ্ধার করতে যেয়ে নিজেও তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পার্শ্ববর্তীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আল-আমিন কে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক নিশ্চিত করেন মৃত্যু ঘোষণা করেন এবং আহত ফয়সাল ও সুমনের অবস্থা আশংকাজনক বলে জানান।

শ্যামনগর (সদর) প্রতিনিধি:

The post শ্যামনগরে বিদ্যুতের তার ছিড়ে নিহত-১, আহত-২ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MiAx3e

শ্যামনগরে করোনা আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন https://ift.tt/eA8V8J

শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের (২০) এক যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ঈদের আগে সর্দি কাশি নিয়ে সে নিজ বাড়িতে ফিরে আসে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৭ মে নমুনা সংগ্রহ করে খুলনায় ল্যাবে পাঠানোর পরে পরীক্ষা শেষে তার রিপোর্ট পজেটিভ আসে। নিজ বাড়িতে ওই যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, আক্রান্ত যুবকের বাড়ি লক ডাউন করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী বলেন, অদ্যবধি শ্যামনগরে ২জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে।

শ্যামনগর (সদর) প্রতিনিধি:

The post শ্যামনগরে করোনা আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2yN4hCk

লালফিতে ফুল/ মামুন সুলতান https://ift.tt/eA8V8J

পাখির নোলকে বাঁধি খড়কুটো নয় লালফিতে
তোমার ঠিকানায় যাবে সে হলুদ পাখি
পশ্চিম ভিটায় তুমি নীল সিঁড়িতে দাঁড়ালে
তেতুল তলায় পাবে এক জোড়া লালফিতে

মেঘের বিকেল রঙে সেজে এসো রঙধনু পায়
দীঘল চুলের বেণী ছড়িয়ে দিয়ো বুকের কুসুমে
রক্তজবার মতোন ফোটে যেনো লালফিতে ফুল।

বৃষ্টি বাদলের দিনে কদম্ব শাখার ফুলে
নরম পাপড়ি পাতায় মেঘের অক্ষরে লিখে দেবো
পাঁজর ভাঙার গান।

তোমার নীল শাড়িতে এঁকে দেবো রাতের ভাষা
জ্যোৎস্না দীঘির জলে এঁকে দেবো তোমার ছবি
শানবাঁধানো ঘাটে যেখানে বসবো আমরা দুজন
নীরব রাতে কেবল পরিদের মতো ভেসে বেড়াবে
আমাদের কোলাহল।

ওই দ্যাখো পাখি আসছে
তার ঠোঁটে লাল ফিতে চুলের ভূষণ
দীঘল চুলের মতো আমাকেও বেঁধে রেখো
লাল ফিতার বেণীতে।

The post লালফিতে ফুল/ মামুন সুলতান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XL0Cxp

হু থেকে বের হওয়ার সিদ্ধান্তে ঘরে-বাইরে সমালোচিত ট্রাম্প https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের এ মহাদুর্যোগের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার সিদ্ধান্তে কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হুকে দেয়া অনুদান প্রত্যাহার করায় নিজ দেশে এবং আন্তর্জাতিক মহলে সবখানেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প। খবর বিবিসির।

গত ১৮ মে হুকে ৩০ দিন সময় দিয়ে বলেছিলেন, এর মধ্যে ‘উল্লেখযোগ্য কোনো অগ্রগতি’ না হলে সদস্যপদ প্রত্যাহারের কথা ভাববে আমেরিকা।

কিন্তু আলটিমেটামের ১২ দিন পরই গত শুক্রবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন ট্রাম্প। ঘোষণা করলেন, হুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে তার দেশ।

কারণ করোনা মহামারী নিয়ে আমেরিকার উদ্বেগ সত্ত্বেও নিজেদের প্রয়োজনীয় সংস্কার করেনি তারা। ট্রাম্প বলেছেন, হুর তহবিলের অর্থ এখন অন্য খাতে ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্র স্বাস্থ্য সংস্থাটির তহবিলে বছরে সর্বোচ্চ অনুদান (৪৫ কোটি ডলার) দিত। ফলে নিঃসন্দেহে সমস্যায় পড়ল হু।

ট্রাম্পের দাবি, চীনে যখন ভাইরাসটা প্রথম পাওয়া গেল, তখন সে দেশের কর্মকর্তারা নিজেদের দায়বদ্ধতার কথা ভুলে হুকে চাপ দিয়েছেন, যাতে তারা বিশ্বকে ভুল পথে চালিত করে। চীন সরকারের ভুলের মাসুল দিচ্ছে বিশ্ব।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, মহামারীর এ ক্রান্তিকালে মান-অভিমান ভুলে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে। যুক্তরাষ্ট্র আবারও এ ব্যাপারে ভেবে দেখার পরামর্শ দেয় ইউ।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের এ হঠকারী সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন।

এমনকি যুক্তরাষ্ট্রের সিনেটে স্বাস্থ্য কমিটির প্রধানও ট্রাম্পের এহেন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

The post হু থেকে বের হওয়ার সিদ্ধান্তে ঘরে-বাইরে সমালোচিত ট্রাম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MdmImG

ব্রেথিং থেরাপি নিয়েছেন জাফরুল্লাহ, সঙ্গে ডায়ালাইসিসও https://ift.tt/eA8V8J

কোভিড-১৯ আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট। তিনি ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপি নিয়েছেন।সেই সঙ্গে দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগা এই প্রবীণ মুক্তিযোদ্ধা ডায়ালাইসিসও করিয়েছেন।

শনিবার রাতে তিনি এসব চিকিৎসা নিয়েছেন।গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। করোনায় আক্রান্ত হওয়ার পর ৩০ মে তিনি তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করিয়েছেন এবং ব্রেথিং থেরাপি নিয়েছেন। তিনি শনিবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অবস্থান করেন।

এর আগে ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা দেয়া হয়। এদিন সন্ধ্যায় তার শরীরে ও পজিটিভ রক্তের ২০০ মিলি প্লাজমা দেয়া হয়।

ঈদুল ফিতরের পরদিন জানা যায় ডা. জাফরুল্লাহ করোনা আক্রান্ত। গণস্বাস্থ কে্ন্দ্রের উদ্ভাবিত র‌্যাপিক টেস্টিং কিট ও এবং বিএসএমএমইউর পরীক্ষায় ধরা পড়ে তার করোনা পজিটিভ। এরপর থেকে বাসায়ই আইসোলেশনে রয়েছেন ডা. জাফরুল্লাহ।

The post ব্রেথিং থেরাপি নিয়েছেন জাফরুল্লাহ, সঙ্গে ডায়ালাইসিসও appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XICxHD

এবার পাসের হারে এগিয়ে রাজশাহী https://ift.tt/eA8V8J

এসএসসি পরীক্ষায় এবার পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।

রোববার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে ৮২.৩৪ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে ৯০.৩৭ শতাংশ, যশোর বোর্ডে ৮৭.৩১ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৫.২২, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২.৭৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে ৭৯.৭০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৭৯ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮২.৫১ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৭২.৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে ২৬ হাজার ১৬৭ জন, যশোর বোর্ডে ১৩ হাজার ৭৬৩ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১০ হাজার ২৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৯ হাজার ৮ জন, দিনাজপুর বোর্ডে ১২ হাজার ৮৬ জন, ময়মনসিংহ বোর্ডে পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন, বরিশালে পাসের ৪ হাজার ৪৮৩ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সম্মিলিত পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী। যার মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পাস করেছে।

The post এবার পাসের হারে এগিয়ে রাজশাহী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MdmFr0

এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে https://ift.tt/eA8V8J

এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ এর হার বেড়েছে।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী।

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৯৪ হাজার ৫৫৬ জন।

সে তুলনায় এ বছর ৪০ হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবার পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে এসএসসিতে ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসায় ৮২ দশমিক ৫১ শতাংশ ও কারিগরিতে ৭২ দশমিক ৭০ শতাংশ।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন।

এরপরপ বেলা ১১টার পর এসএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত ফলাফল ফেসবুক লাইভে তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানানো হবে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে এ ব্যবস্থা নিয়েছে সরকার।তবে পরীক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, ঢাকা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট এবং এসএমএসে ফল জানতে পারবে। এসএমএসে দু’ভাবে ফল জানানোর পদক্ষেপ নেয়া হয়েছে।

একটি হচ্ছে, ফল প্রকাশের পর নির্ধারিত পদ্ধতিতে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল চলে যাবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেই হিসাবে চলতি মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে ফল তৈরির কাজ বন্ধ ছিল।

The post এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XNnwEi

একদিনে মৃত্যু ৪ হাজার, আক্রান্ত সোয়া লাখ, সুস্থ ৭৫ হাজার https://ift.tt/eA8V8J

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণসংহারি ভাইরাস করোনায় তাণ্ডব বিশ্বব্যাপী চলছেই। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন প্রাণসংহারি ভাইরাসটিতে। মৃত্যুর সংখ্যাও প্রতিদিন দীর্ঘ হচ্ছে। সুস্থ হয়েও ফিরছেন বিরাট সংখ্যক মানুষ। চীনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও অচেনা ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশে।

শনিবার একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সোয়া লাখেরও বেশি। গতকাল সারাবিশ্বে এক লাখ ২৬ হাজার ১২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪০২৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৫২৮ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন ৭০ হাজার ৯১৮ জনে এবং আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৫৬ হাজার ৪২২ জন। অপরদিকে ২৭ লাখ ৩৪ হাজার ৭৭৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন।

আক্রান্ত ও নিহতের সংখ্যায় বরাবরের মতো সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ১৬ হাজার ৮২০ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫৫৭ জনের। সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২৩৮ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন, মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৪৯ জনের।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন, মৃত্যু হয়েছে ৪৫৫৫ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৩০৮ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৫ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রিটেনে এখন পর্যন্ত মারা গেছেন ৩৮ হাজার ৩৭৬ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮২৬ জন। এছাড়া ইতালিতে মারা গেছেন ৩৩ হাজার ৩৪০ জন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাস করোনা মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

গত ডিসেম্বরের শেষ দিকে শনাক্ত হওয়া ভাইরাসটি এখন মহামারি রূপ নিয়েছে সারাবিশ্বে। করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন। তবে এরই মধ্যে কোনো কোনো দেশে করোনার প্রভাব কমে যাওয়া লকডাউন শিথিল ও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

The post একদিনে মৃত্যু ৪ হাজার, আক্রান্ত সোয়া লাখ, সুস্থ ৭৫ হাজার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36PsC7k

মনিরামপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি মাদক ব্যবসায়ী https://ift.tt/eA8V8J

যশোরের মনিরামপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল ইসলাম শাওন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত রুবেল মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। রুবেল অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে।

শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম।

র‌্যাবের দায়েরকৃত এজহারের বরাত দিয়ে মনিরামপুর থানার এসআই দেবাশীষ মণ্ডল জানান, র‌্যাব-৬, যশোরের একটি দল রাজগঞ্জ এলাকায় টহলে ছিলেন। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সেখানে একদল মাদককারবারি মাদক কেনাবেচা করছে।

সেখানে হানা দিতেই র‌্যাবের দলটিকে লক্ষ্য করে মাদককারবারিরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থলে রুবেল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

পরে রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার ওসি জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি এজাহার করা হয়েছে। নিহত রুবেল ইসলামের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।

The post মনিরামপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি মাদক ব্যবসায়ী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TTFtjy

বাইরে চলাচলে মাস্ক না পরলে আইনি ব্যবস্থা https://ift.tt/eA8V8J

বাইরে চলাচলের সময় মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৩০ মে) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিযন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক/যথাযথ কর্তৃপক্ষ সতর্কভাবে এটি বাস্তবায়ন করবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলাচল নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

এছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার) কোনোভাবে বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে সর্বাবস্থায় মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

The post বাইরে চলাচলে মাস্ক না পরলে আইনি ব্যবস্থা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Ak1pgJ

৬৬ দিন পর খুললো দেশ https://ift.tt/eA8V8J

করোনা আতঙ্ক তো ছিলই। কবে দেশে করোনার হানা শুরু হবে। চীনে তখন ভয়াবহভাবে করোনার তাণ্ডব চলছে। বাংলাদেশ অপেক্ষায় কবে হানা দেবে করোনা। এমনই পরিস্থিতিতে গত ৮ মার্চ দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। এদের মধ্যে ছিল দুইজন ইতালি ফেরত বাংলাদেশি।রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। দেশে করোনার আতঙ্ক আরো বেড়ে যায়।

এরপর সরকার করোনা ঠেকাতে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করে। এর মধ্যে অন্যতম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকির অনুষ্ঠান বাতিল করা হয়। যে অনুষ্ঠানের জন্য জাতি অপেক্ষা করেছিল দীর্ঘদিন। ২০১৯ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের যৌথ সভায় মুজিব বর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়েছিল। ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সরকার মুজিব বর্ষ উদ্‌যাপন করবে। দেশের ভেতর ছাড়াও বাইরে উদ্‌যাপিত হবে জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষের আনন্দ আয়োজন।বড় পরিসরে অনুষ্ঠানটি করার কথা থাকলেও করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় ছোট পরিসরে অনুষ্ঠানটি উদ্‌যাপন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। সরকারি ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদও বাড়ানো হয়। যা আপাতত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২৬ মার্চ থেকে দেশ ছুটিতে চলে যায়। কয়েক দফা ছুটি বাড়ানোর পর সবশেষ ছুটি ৩০ মে শনিবার পর্যন্ত ঘোষণা করা ছিল। ছুটির কারণে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। সাত দফায় ছুটি বাড়ানো হয়েছে। এরপর আস্তে আস্তে ২৬ এপ্রিল থেকে গার্মেন্টস খুলে দেওয়া হয় সীমিত পরিসরে। ঈদের আগে শপিং মল- দোকানপাট খোলা হয়। এর আগে ব্যাংকেরও সময়ও স্বাভাবিক করা হয় অনেকটা।

নাগরিক জীবনের সুরক্ষা নিশ্চিত করে এবং স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কমকাণ্ড এবং অফিস-আদালত সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থায় সীমিত আকারে খুলছে আজ। সে ক্ষেত্রে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী কর্মীরা কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকবেন। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যসেবা বিভাগের ১৩ দফা মানতে হবে।

দোকান পাট, ব্যবসাকেন্দ্র আগের মতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে এ ক্ষেত্রে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। যাত্রীবাহী গণপরিবহন, নৌযান, ট্রেন চলাচল শুরু হবে আজ থেকে।

সরকারি সূত্রগুলো বলছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আবার করোনা পরিস্থিতিও অবনতি হচ্ছে। এই চিন্তা থেকেই সীমিত আকারে সবকিছু খোলার সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ ছুটির প্রজ্ঞাপনের সময়ই কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছিল। দোকানপাট, তৈরি পোশাক কারখানাসহ কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ব্যাংকও চালু আছে। অফিসও প্রয়োজনে খোলা রাখা যাচ্ছে।

তবে ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছিল ছুটির সময় জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা (স্বাস্থ্যবিধি) কঠোরভাবে মেনে চলতে হবে। পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল ইত্যাদি) ছাড়া অন্যান্য গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও যাত্রীবাহী ট্রেনও বন্ধ থাকবে। এমনকি অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও গণমাধ্যমসহ কিছু প্রতিষ্ঠান ছুটির বাইরে আছে।

জীবন এবং জীবিকার যে দ্বন্দ্ব; সেই দ্বন্দ্বে জীবিকার প্রয়োজনে সবকিছু খুলে যাচ্ছে আজ থেকে। সরকার অনেকগুলো স্বাস্থ্যবিধি এবং প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। এমন সময় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন দেশে প্রায় প্রতিদিন রেকর্ড করোনা রোগী শনাক্ত হচ্ছে।

তবে সাধারণ ছুটি বা লকডাউনের সময় আরও দীর্ঘ হলে দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হতো। সরকারও নিশ্চয় সেটা চাইবে না। জীবন বাঁচানোর মতো জীবিকা ঠিক রাখাও এখন জরুরি হয়ে পড়েছে। এরইমধ্যে অর্থনীতিতে রক্তক্ষরণ শুরু হয়েছে। গেল দুই মাস বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে।

শুধু পরিবহন সেক্টরের শ্রমিকদের কথাই চিন্তা করুন। গাড়ি না চলায় কী অবর্ণনীয় দিন তারা পার করেছেন! এমন অনেক পেশার লোকজনকেই করোনাকাল অর্থনৈতিক দুর্দশায় ফেলে দিয়েছে। চিড়েচ্যাপটা অবস্থা হয়েছে মধ্যবিত্তদেরও।

টানা দুই মাসের বেশি প্রায় সবকিছু বন্ধ। এভাবে তো আর দেশ চলতে পারে না! আবার আগের মতো সব খুলে দেয়া হলেও মৃত্যুর মিছিল দীর্ঘ হতে পারে। কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে এই অচলাবস্থা কতদিন চালিয়ে রাখতে পারে?

টেকনাফ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে পড়েছে করোনা। এমন অবস্থায় আবার আমাদের অফিস-আদালত খুলছে। রাস্তায় গণপরিবহনসহ সব গাড়ি চলবে। ঘরে বসে থাকার দিনও ফুরিয়ে এসেছে।

এখন যাদের শরীরের ইমিউন মানে রোগ প্রতিরোধ শক্তি ভালো তারা টিকে থাকবেন। শারীরিকভাবে যারা দুর্বল, যাদের রোগ প্রতিরোধ শক্তি কম তাদের হয়তো পরিণতি ভালো হবে না (কঠিন শব্দ বলতে চাই না)। করোনায় এখন কায়দা করে (স্বাস্থ্যবিধি মেনে) বাঁচতে হবে। এছাড়া আর বিকল্প নেই। কোভিড-১৯ এর সাথে এখন টিকে থাকাই চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে এখন আমাদের জয়ী হতে হবে।

The post ৬৬ দিন পর খুললো দেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2zChMp6

যেভাবে জানবেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল https://ift.tt/eA8V8J

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।তাদের বহুল প্রত্যাশিত পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ। গণভবন থেকে সকাল ১০টায় ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে উন্মুখ হয়ে আছে শিক্ষার্থী ও অভিভাবকরা। নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে এই ফল জানা যাবে। কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যা্বে না।
শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে একযোগে প্রকাশ করবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। শিক্ষার্থীরা তাদের এসএসসি পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে।
যারা প্রি-রেজিস্ট্রেশন করেছে, তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল দেয়া হবে।
এ ছাড়া আজ দুপুর ১২টা থেকে https://ift.tt/1sl4HQ8 এই ওয়েবসাইটে গিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে। এ জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট স্থানে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে ফল জানা যাবে।
এছাড়া এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, যেমন ঢাকা বোর্ড হলে Dha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফল জানানো হবে।
দাখিলের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, যেমন Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা মেনেই কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না।

The post যেভাবে জানবেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eCLYyS

Saturday, May 30, 2020

ফেসবুকে শরীর খারাপের পোস্ট, এক ঘণ্টা পর সাংবাদিকের মৃত্যু https://ift.tt/eA8V8J

চাঁদপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দৈনিক সমাচার পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল হাসনাত (৫২) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে তিনি চাঁদপুর সদর হাসপাতালে মারা যান।


মৃত্যুর ঘণ্টাখানিক আগে রাত দেড়টার দিকে সাংবাদিক আবুল হাসনাত তাঁর ফেসবুকে পোস্ট দেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন।’ এই পোস্টের পর স্থানীয় একজন সাংবাদিক ও হাসনাতের পরিবারের সদস্যরা মিলে তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজাউদ্দৌলা রুবেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আবুল হাসনাত প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।


এদিকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে নিজ বাড়িতে এক ব্যক্তি (৫৫) মারা গেছেন। তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন।


এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম বলেন, ‘মৃত্যুর খবর আমি শুনেছি। তাঁর নমুনা সংগ্রহ করার পর বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।’

The post ফেসবুকে শরীর খারাপের পোস্ট, এক ঘণ্টা পর সাংবাদিকের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZN1sfP

কাল থেকে ট্রেন চলাচল শুরু, টিকিট বিক্রি অনলাইনে https://ift.tt/eA8V8J

করোনা মহামারীর কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে সীমিত পরিসরে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কাল থেকে ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে বিভিন্ন রুটে। তবে ট্রেনের সব টিকিট অনলাইন বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

শনিবার রেলভব‌নে সংবাদ স‌ম্মেলন করে মন্ত্রী জানান, আগামীকাল রোববার থেকে সোনার বাংলা এক্সপ্রেস, সূবর্ণ এক্সপ্রেস, কালনী, পাহাড়িকা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ঢাকার বাইরে চলাচল করবে।

রেলমন্ত্রী আরও বলেন, রেলের ভাড়ছে না। সব টিকিট অনলাইনে বিক্রি হবে। ট্রেনের খাবার ব্যবস্থা থাকবে না। ট্রেনের এক দরজা দিয়ে উঠতে হবে এবং নামতে হবে অন্য দরজা দিয়ে।

টিকিট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে প্রবেশ করতে না পারে সে বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

এছাড়া আগামী ৩ জুন থেকে ১১টি ট্রেন চলাচল করবে বলে জানান নুরুল ইসলাম সুজন।

এই ট্রেনগুলো হচ্ছে- ঢাকা দেওয়ানগঞ্জবাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটি রুটে লসাগর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুটে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস।

উল্লেখ্য, করোনার কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

The post কাল থেকে ট্রেন চলাচল শুরু, টিকিট বিক্রি অনলাইনে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dlIYa4

কৃষ্ণ সাগরে রাশিয়ার তাড়া খেয়ে পালাল ২ মার্কিন বোমারু বিমান https://ift.tt/eA8V8J

রাশিয়ার জঙ্গিবিমান কৃষ্ণ সাগরের নিরপেক্ষ আকাশসীমা থেকে দুটি মার্কিন বোমারু বিমানকে তাড়িয়ে দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান দুটি ছিল বি-১বি ল্যান্সার বোমারু বিমান।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবার কৃষ্ণ সাগর এবং বাল্টিক সাগরের উপর দিয়ে দুটি মার্কিন বোমারু বিমান রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে গেলে বিমান দুটিকে বাধা দেয় রাশিয়ায় কয়েকটি এসইউ-২৭ এবং এসইউ-৩০ জঙ্গিবিমান। খবর ডেইলি মেইলের।

নিরাপদ দূরত্বে অবস্থান করে রাশিয়ার জঙ্গিবিমানগুলো মার্কিন বোমারু বিমানকে তাড়িয়ে নিয়ে যায় এবং রাশিয়ার সীমান্ত থেকে দূরবর্তী অবস্থানে না যাওয়া পর্যন্ত মার্কিন বোমারু বিমান দুটিকে তাড়াতে থাকে। আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়ার বিমানগুলো মার্কিন বিমানকে তাড়া করে।

মার্কিন বিমানগুলোকে তাড়িয়ে দেয়ার পর নিরাপদে রুশ জঙ্গিবিমানগুলো তাদের বিমানঘাঁটিতে ফিরে আসে বলে জানানো হয়।

বিমানগুলো তাড়া করার সময় মার্কিন বিমানের অবৈধ অনুপ্রবেশের বিষয়টি ভিডিও রেকর্ড করে রাশিয়া।

The post কৃষ্ণ সাগরে রাশিয়ার তাড়া খেয়ে পালাল ২ মার্কিন বোমারু বিমান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gAhL5u

বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস সংকটের সময়ে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে সরকারি এই সংস্থাটি।

শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।

অপরদিকে বিদ্যমান ভাড়ায় আগামীকাল রোববার থেকে আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ভাড়া বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে।

করোনাভাইরাস সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়। এরপরই স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা নিয়ে গতকাল শুক্রবার বাস ও লঞ্চ মালিকদের নিয়ে আলাদা বৈঠক করে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ।

The post বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36GsZkv

প্লাজমা থেরাপি ও রেমডেসিভির ব্যবহারে ‘না’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসে আক্রান্তদের চিকি‍ৎসায় আগেই ম্যালেরিয়ারোধী ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এবার ‘রেমডেসিভির’সহ অন্যান্য অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার না করার সুপারিশ করেছে সংস্থাটি। এমনকি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা চিকি‍ৎসায় যে প্লাজমা থেরাপির প্রয়োগ করা হচ্ছে তাও ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কোনো প্রতিষেধক না থাকায় করোনার চিকি‍ৎসায় কার্যত হিমশিম খেতে হচ্ছে চিকি‍ৎসকদের। এমন অবস্থায় কেউ হাইড্রোক্সিক্লোরোকুইন, কেউ ‘রেমডেসিভির’, কেউ আবার ‘অ্যাভিগান’ প্রয়োগে ভালো ফল মিলতে পারে বলে দাবি করছেন। বেশ কয়েকটি দেশে আবার চিকি‍ৎসকদের একাংশ প্লাজমা থেরাপি প্রয়োগের পথে হেঁটেছেন। কিন্তু বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বশেষ যে গাইডলাইন দিয়েছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসায় কোনো ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেমডেসিভির এবং অন্যান্য অ্যান্টিভাইরাল ওষুধের ব্যাপারে জানিয়েছে, ‘কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়াল এবং পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে বিদ্যমান গাইডলাইন তৈরি করা হয়েছে। করোনার চিকিৎসায় এসব ওষুধের কোনোটিরই উচ্চমানের ইতিবাচক ফল পাওয়ার প্রমাণ মেলেনি। এমনকি এসব ওষুধের জটিল পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে। তাই ওই ওষুধ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিশ্বজুড়ে করোনার প্রকোপের দেড়শ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনও প্রতিষেধক কিংবা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক ভ্যাকসিন তৈরির প্রকল্প চলমান রয়েছে। এসব ভ্যাকসিনের মধ্যে অন্তত ৬টি প্রথম ধাপের ট্রায়াল সফল হওয়ায় দ্বিতীয় ধাপের পরীক্ষার পর্যায়ে রয়েছে।

The post প্লাজমা থেরাপি ও রেমডেসিভির ব্যবহারে ‘না’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2zIVqlH

বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ লাখ ছাড়ালো https://ift.tt/eA8V8J

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম সংক্রমণ, এরপর একে একে ২১৩টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। গোটা বিশ্বের শত্রু এখন এই প্রাণঘাতী ভাইরাস। সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্বের পরাশক্তি দেশগুলো। প্রত্যেক দিন ১ লাখের বেশি আক্রান্ত ও চার হাজারের অধিক মৃত্যু হচ্ছে। শনিবার পর্যন্ত ৬০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে সারা বিশ্বে, যার মধ্যে প্রায় ৩ লাখ ৬৭ হাজার মানুষ মারা গেছেন।

করোনার হালনাগাদ তথ্য দেওয়া ওয়ার্ল্ডোমিটারস বলছে, শুক্রবার সারা বিশ্বে ১ লাখ ২৫ হাজার ৫১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। তাতে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৬০ লাখ ৩০ হাজার ২৯৪ জন। আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। ১৭ লাখ ৯৩ হাজার ৫৩০ জন আমেরিকানের করোনা হয়েছে। যার মধ্যে ১ লাখ ৪ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত আর মৃতের হিসাবে যুক্তরাষ্ট্রের ধারেকাছে কেউ নেই। মোট কোভিড-১৯ রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে করোনার নতুন কেন্দ্রভূমি হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জন আক্রান্ত।

রাশিয়ায় আক্রান্ত হু হু করে বাড়ছে, ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যায় তারা আছে তৃতীয় স্থানে, ৪ হাজার ৩৭৪ জন মারা গেছে দেশটিতে।

স্পেনে আক্রান্ত আর মৃত্যুর হার কমতে শুরু করেছে। দেশটিতে ২ লাখ ৮৫ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু ২৭ হাজার ১২১ জনের। দুই লাখের বেশি আক্রান্ত নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে যুক্তরাজ্য ও ইতালি। ২ লাখ ৭১ হাজার ২২২ জন ব্রিটিশ আক্রান্ত হয়েছে, আর বিপর্যস্ত ইতালিতে ২ লাখ ৩২ হাজার ২৪৮ জন রোগী পাওয়া গেছে।

বাংলাদেশও আক্রান্তের সংখ্যায় শীর্ষ ২০ এ ঢোকার পথে। ৪২ হাজার ৮৪৪ জন করোনা রোগী নিয়ে তারা ২২তম স্থানে। মোট মৃত্যু ৫৮২ জন এবং সুস্থ হয়েছেন ৯০১৫ জন।

The post বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ লাখ ছাড়ালো appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XfDZ5f

একদিনে আক্রান্ত সোয়া লাখ, মৃত্যু ৫ হাজার, সুস্থ ৮০ হাজার https://ift.tt/eA8V8J

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণসংহারি ভাইরাস করোনায় তাণ্ডব থামছেই না। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন প্রাণঘাতী ভাইরাসটিতে। মৃত্যুর সংখ্যাও প্রতিদিন দীর্ঘ হচ্ছে। এর মধ্যে কয়েকটি দেশে করোনা প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।

শুক্রবার একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সোয়া লাখেরও বেশি। গতকাল সারাবিশ্বে এক লাখ ২৫ হাজার ৬২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮৮০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৬২১ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন ৬৬ হাজার ৮৯০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৩০ হাজার ২৯৪ জন। অপরদিকে ২৬ লাখ ৫৯ হাজার ২৫০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন।

আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৫৩০ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ চার হাজার ৫৪২ জনের। সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৫৬৯ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জন, মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৪৪ জনের।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জন, মৃত্যু হয়েছে ৪৩৭৪ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৮ হাজার ১৬১ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ২২২ জন। এছাড়া ইতালিতে মারা গেছেন ৩৩ হাজার ২২৯ জন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাস করোনা মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

গত ডিসেম্বরের শেষ দিকে শনাক্ত হওয়া ভাইরাসটি এখন মহামারি রূপ নিয়েছে সারাবিশ্বে। করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন। তবে এরই মধ্যে কোনো কোনো দেশে করোনার প্রভাব কমে যাওয়া লকডাউন শিথিল ও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

The post একদিনে আক্রান্ত সোয়া লাখ, মৃত্যু ৫ হাজার, সুস্থ ৮০ হাজার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XHJ3hR

প্রথমবারের মতো একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ https://ift.tt/eA8V8J

চলতি বছর পৃথিবীবাসী নতুন নতুন অনেক বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছে। মহামারি, ঘূর্ণিঝড়, পঙ্গপালের আক্রমণ তো আছেই। এসবের পাশাপাশি মহাকাশেও ঘটতে চলেছে বিরল ঘটনা।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বিরল একটি মহাজাগতিক ঘটনা দেখা যাবে আগামী মাসে। প্রথমবারের মতো পৃথিবীবাসী একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ দেখতে পাবেন। আগামী ৫ জুন চন্দ্রগ্রহণ এবং ২১ জুন সূর্যগ্রহণ দেখা যাবে। ইন্ডিয়ান টাইমসের খবরে বলা হয়েছে, একই মাসে এমন দুটি ঘটনা এর আগে দেখা যায়নি।

পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। ফলে পৃথিবীর কোনো অঞ্চলে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। আবার চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো অঞ্চলে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা অনুসারে, চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশিবার হয়। প্রতি সাতটি গ্রহণের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের অনুপাত ৫:২ বা ৪:৩।

বিজ্ঞানীদের মতে, আগামী ৫ জুনের চন্দ্রগ্রহণটি হতে যাচ্ছে উপচ্ছায়া গ্রহণ। অর্থাৎ, এদিন পৃথিবীর হাল্কা ছায়া পড়বে চাঁদের ওপর। রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। দেখা যাবে ১২টা ৫৪ মিনিটে। গ্রহণ থাকবে ৩ ঘণ্টা ১৮ মিনিট অর্থাৎ রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত। বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখা যাবে। চলতি বছর আরো দুটি চন্দ্রগ্রহণ ঘটবে জুলাই এবং নভেম্বর মাসে।

অন্যদিকে, ২১ জুনের সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস। শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিট থেকে। দেখা যাবে ১০টা ১৭ মিনিট থেকে দুপুর ২টা ২ মিনিট পর্যন্ত। গ্রহণ শেষ হবে দুপুর ৩টা ৪ মিনিটে।

The post প্রথমবারের মতো একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZO5c0w

করোনাকালে ভারতে যৌনকর্মীদের দিনকাল https://ift.tt/eA8V8J

দু’মাস ধরে খুব কমই ঘরের বাইরে বেরিয়েছেন লক্ষ্মী (ছদ্মনাম)। কিন্তু প্রতি রাতে সন্তানদের বিছানায় ঘুম পাড়িয়ে মেকআপ নেন তিনি। লক্ষ্মী একজন যৌনকর্মী। মেকআপ নিয়ে খদ্দেরের ফোনকলের আশায় অপেক্ষা করেন। তিনি বলেন, করোনা মহামারি শুরুর পর থেকে আমি খুব সামান্য অর্থই উপার্জন করতে পেরেছি। যেখানে আপনি অন্যের সঙ্গে করমর্দন করতে পারবেন না, সেখানে কিভাবে আমরা আমাদের পেশা চালিয়ে নেবো। দু’এক সপ্তাহ আগে আমার এক বন্ধু আমাকে বললো, সে তার খদ্দেরদের সঙ্গে ভিডিওকলে কথা বলে। তবে এতে তাকে খুব বেশি অর্থ দেয়া হয় না।

তবে নাই মামার চেয়ে তো কানা মামা ভাল। ভারতে কোভিড-১৯ মহামারি যৌনকর্মীদের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। কোনো উপার্জন ছাড়া তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। যাদের মোবাইল ফোন আছে এবং ইন্টারনেট আছে তারা এখন যৌনকর্মকে মোবাইল ফোনে নিয়ে গেছেন। ভার্চুয়াল জগতে সারছেন সব। এর মাধ্যমে খদ্দেরকে আনন্দ দিচ্ছেন। এতে কিছুটা উপার্জন হচ্ছে তাদের। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
গজলাক্ষ্মী নামে সাবেক একজন শিক্ষাবিদ বলেন, অনেক খদ্দের যৌনকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওকল করে। যদি তারা যৌনকর্মীকে পছন্দ করেন তখন দর কষাকষি করতে থাকেন। এক্ষেত্রে জিপে এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে যৌনকর্মীদের কাছে অর্থ পাঠিয়ে দেয় খদ্দেররা। আবার যৌনকর্মীর মোবাইলে যদি পর্যাপ্ত ব্যালেন্স বা অর্থ না থাকে, তাহলে তারাই রিচার্জ করে দেয়। এসব খদ্দেরের বেশির ভাগই পুরুষ, যারা করোনা মহামারির সময় নিঃসঙ্গ অবস্থায় রয়েছেন।
একজন যৌনকর্মী বলেন, অনলাইনে নানা রকম পর্নোগ্রাফি থাকা সত্ত্বেও মানুষ ভার্চুয়াল জগতে আসে। কারণ, শারীরিক সম্পর্ক মানেই তো শরীর সম্পর্কিত। কিন্তু ভার্চুয়াল জগতে মানুষ আসে। এর কারণ, এখানে নোংরা কথোপকথন করা যায়। এমন কি কারো সঙ্গে রোমান্টিক আলোচনা করা যায়। যদি কোনো যৌনকর্মীকে কোনো খদ্দের খুব পছন্দ করে বসেন, তাহলে তাকে ফি দেন বেশি। তারপরও তা নির্ভর করে ফোনকলে কত সময় তারা রয়েছেন তার ওপর নির্ভর করে।
সাউথ ইন্ডিয়ান এইডস একশন প্রোগ্রামের (এসআইএএপি) নির্বাহী পরিচালক শ্যামলা নটরাজ বলেন, ফোন বা ভার্চুয়াল যৌনতায় অর্থ কম পরিশোধ করা হয়। এক্ষেত্রে অনেক যৌনকর্মী দর কষাকষি করতে পারেন না। যেহেতু বহু এলাকায় নিষিদ্ধ পল্লী নেই, তাই যৌনকর্মীরা আত্মগোপন অবস্থায় থেকে এসব কাজ করেন। কিছু নারী বলেছেন, তারা এমনটা করেন। কারণ, তাদের নিজেদের বাড়ি নেই। তাদেরকে পার্টনারের সঙ্গে বা সন্তানদের সঙ্গে থাকতে হয়। তাই তাদের অনেকে ফোনে এমন সম্পর্ককে বেছে নেন। অন্যরা আয়ের বিকল্প পন্থা বের করার চেষ্টা করছেন।
কন্যাকুমারীতে নারীরা মুরগি পালন ও ডিম বিক্রি করতে পারেন। এতে একজন মানুষকে কমপক্ষে ৫০০০ রুপি বিনিয়োগ করতে হয়। তা থেকে দিনে ৮০ রুপির মতো আয় হতে পারে। কিন্তু এই অর্থ দিয়ে তাদের টিকে থাকা কঠিন। থানে’তে নারীরা ছোট ছোট খাবারের দোকান দিচ্ছেন। তবে হিজড়া সম্প্রদায়ের যৌনকর্মীরা অবলীলায় ফোন সেক্সের মাধ্যমে আয় করতে পারেন। কারণ, তাদের কোনো বিধিনিষেধ নেই। নটরাজ বলেছেন, আমরা প্রায় চার বছর আগে একটি জরিপ করেছি। তাতে দেখা গেছে তামিলনাড়–তে কমপক্ষে ৯০ ভাগ হিজড়ার আছে স্মার্টফোন। অন্যদিকে নারী যৌনকর্মীদের মধ্যে শতকরা মাত্র ৩০ ভাগের কাছে আছে এমন ডিভাইস।

The post করোনাকালে ভারতে যৌনকর্মীদের দিনকাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XHWT3D

করোনায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি চেয়ারম্যানের মৃত্যু https://ift.tt/eA8V8J

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান মো. ইমামুল কবীর শান্ত মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক লিলি ইসলাম।

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ এবং শান্তনিবাস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত।

The post করোনায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি চেয়ারম্যানের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TV2xOV

মিথ্যা বলার অভিযোগ, ফোর্বসের বিলিয়নারদের তালিকা থেকে বাদ পড়লেন কিলি জেনার https://ift.tt/eA8V8J

বিলিয়নারদের তালিকা থেকে রিয়ালিটি টিভি তারকা, উদ্যোক্তা ও কার্দাশিয়ান পরিবারের কনিষ্ঠতম সদস্য কিলি জেনারের নাম সরিয়ে নিয়েছে মার্কিন সাময়ীকি ফোর্বস। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তার পরিবারের বিরুদ্ধে তার প্রসাধনী ব্যবসার মোট মূল্য বাড়িয়ে বলার অভিযোগ তুলেছে প্রভাবশালী সাময়ীকিটি। বলেছে, জেনারকে বিলিনয়ার হিসেবে উপস্থাপন করতে ‘অস্বাভাবিক পর্যায়ের’ কর্মকাণ্ড করেছে কার্দাশিয়ান পরিবার। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ফোর্বসের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জেনার। এক টুইটে সাময়িকীটির প্রতিবেদনটিকে ‘অসত্য বিবৃতি ও অপ্রমাণিত ধারণা’ বলে আখ্যায়িত করেছেন তিনি। জেনার লিখেন, আমি কখনো কোনো উপাধি চাইনি ও সেখানে যাওয়ার জন্য কোনো মিথ্যার আশ্রয় নেইনি। এই মুহূর্তে আমার অর্থের পরিমাণ নিয়ে পড়ে থাকার চেয়ে বেশি গুরুত্ব্বপূর্ণ ১০০ বিষয়ের নাম বলতে পারবো আমি।

২০১৯ সালে জেনারকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম ‘সেল্ফ-মেইড’ বা আত্মনির্ভরশীল বিলিনয়ার হিসেবে ঘোষণা দেয় ফোর্বস। তাদের ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকরা জেনারকে ফোর্বসের ‘সেল্ফ-মেইড’ আখ্যাকে প্রশ্নবিদ্ধ করেন । তার কার্দাশিয়ান পরিবারের রিয়ালিটি টিভি তারকা হওয়ার দিকে আঙুল তোলেন। বিশ্বজুড়ে বিলিনয়ারদের তালিকা তৈরিতে প্রসিদ্ধ সাময়ীকি ফোর্বস গত বছর জানিয়েছিল, নিজের তৈরি প্রসাধনী বিক্রি করে বিপুল সম্পদ আয় করেছেন জেনার। তিনি ‘কিলি কসমেটিকস’ ও ‘কিলি স্কিন’ এর প্রতিষ্ঠাতা। গত বছর নিজ প্রতিষ্ঠানের ৫১ শতাংশ শেয়ার প্রসাধনী জায়ান্ট কোটির কাছে ৬০ কোটি ডলারের বিনিময়ে বিক্রির ঘোষণা দেন জেনার। শুক্রবারের ওই প্রতিবেদনে ফোর্বস জানিয়েছে, কার্দাশিয়ান পরিবারের একাউন্টেন্টের দেয়া কর ফেরত হিসাব অনুসারে, ২০১৬ সালে কিলির প্রসাধনী প্রতিষ্ঠান ৩০ কোটি ডলারের বেশি ও এর পরের বছর ৩৩ কোটি ডলার আয় করেছে। কিন্তু কোটির প্রকাশিত তথ্যানুসারে, জেনারের প্রতিষ্ঠান যেমনটা ঘোষণা দেয়া হয়েছে তার চেয়ে অনেক ছোট ও তার পরিবার যেমন করে এর প্রচারণা চালিয়েছে তার চেয়ে কম লাভজনক। বিনিয়োগকারীদের কাছে কোটির দেয়া তথ্যানুসারে, ২০১৮ সালে জেনারের প্রতিষ্ঠান আয় করেছেন মাত্র ১২ কোটি ৫০ লাখ ডলার। ফোর্বস তাদের প্রতিবেদনে লিখে, কিলি কসমেটিকস যদি ২০১৮ সালে ১২ কোটি ৫০ লাখ ডলার আয় করে তাহলে ২০১৬ সালে প্রতিষ্ঠানটি কিভাবে ৩০ কোটি ৭০ লাখ ডলার বা ২০১৭ সালে ৩৩ কোটি ডলার আয় করতে পারে ? ফোর্বস জানায়, প্রকৃত আয় লুকালেও জেনারের নিজস্ব পকেট ভরপুরই রয়েছে। নিজের প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে ৩৪ কোটি ডলার আয় করেছেন তিনি। সাময়ীকিটি জানায়, বর্তমানে তার মোট সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৯০ কোটি ডলার।

The post মিথ্যা বলার অভিযোগ, ফোর্বসের বিলিয়নারদের তালিকা থেকে বাদ পড়লেন কিলি জেনার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZSa7gW

ঝড়-বৃষ্টির সম্ভাবনা আজ, নদীবন্দরে সতর্কতা https://ift.tt/eA8V8J

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ শনিবার এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চললের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

The post ঝড়-বৃষ্টির সম্ভাবনা আজ, নদীবন্দরে সতর্কতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ez10WI

পাওবো’র জন্য অপেক্ষা না করে মুন্সিগঞ্জে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমে স্থানীয়রা https://ift.tt/eA8V8J

প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। ধ্বংস হয়েছে মানুষের লক্ষ লক্ষ টাকার সম্পদ। বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলের জনজীবন। মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদ থেকে বঞ্চিত হয়েছে এ অঞ্চলের মানুষ। সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ জায়গায় বাঁধ নির্মাণে তেমন কোনো ভূমিকা না থাকায় ঝুঁকি ও আতঙ্কের মধ্যে বসবাস করতে হয় উপকূলের মানুষের। এ কারণে নিজেদের জান-মাল নিরাপত্তায় স্বেচ্ছায় বাাঁধ নির্মাণে কাজ করছে স্থানীয়রা।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ আদি জামে মসজিদের সামনে ২০০ ফুট ওয়াপদা ভেড়িবাধের ভয়াবহ অবস্থা। যেকোনো সময় ভেড়িবাধটি ভেঙ্গে প্লাবিত হতে পাওে এলাকা। প্লাবিত হতে পারে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাজার হাজার বসতবাড়ি, মৎস ঘের ও কাঁকড়া প্রকল্প।
স্থানীয় সচেতন মহল জাহাঙ্গীর সরদার, মোফাজ্জল হোসেন, রুহুল আমিন গাজী, ফরিদ মোল্লা, মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বাঁধ নির্মাণ কমিটি তৈরি করে এলাকার মানুষের অর্থায়নে স্বেচ্ছায় কাজ করা শুরু করে। শনিবার থেকে স্বেচ্ছায় বাধ নির্মাণ কাজ শুরু হয়।
স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ্ণ বাধের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আমাদের নিজেদের সম্পদ রক্ষার্থে স্বেচ্ছায় বাঁধ নির্মাণকাজ শুরু করেছি। নির্মাণ কাজ পরিদর্শন করেন শ্যামনগর উপজেলাা চেয়ারম্যান আতাউল হক দোলন ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাাান আবুল কাশেম মোড়ল।

তবে, এলাকাবাসীরা জানান তারা স্বোচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করলেও পানি উন্নয়ন বোর্ড এ ধরণের কাজের গোপন প্রাক্কলন তৈরী করে বিল তুলে ভাগ-বাটোয়ারা করে নেয় বলে অতিতের বহু অভিযোগ রয়েছে। এলাকাবাসী এই বাধ সংস্কারে স্বেচ্ছাশ্রনের এই কাজের যাতে বিল তুলে নিতে না পারে সেজন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

বিলাল হোসেন, মুন্সিগঞ্জ (শ্যামনগর):

The post পাওবো’র জন্য অপেক্ষা না করে মুন্সিগঞ্জে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমে স্থানীয়রা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XgAlbm

স্বপ্ন মা’দের প্যাকেজ বাজেট বরাদ্দ দাবি https://ift.tt/eA8V8J

দেশে দারিদ্র্র্য বিমোচন লক্ষ্যে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পাইলট আকারে বাস্তবায়নকৃত মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রীক ‘স্বপ্ন প্যাকেজ’ মডেল কর্মসূচী প্রাথমিকভাবে একশত উপজেলায় বাস্তবায়নের জন্য ২০২০-২১ অর্থবছরে একশ কোটি টাকা বাজেট বরাদ্দ দাবি করেছে ‘মা-স্বপ্ন ফাউন্ডেশন’ এর ‘মা সংসদ’ প্লাটফর্ম।

শনিবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবির কথা জানিয়েছেন ‘মা সংসদ’ প্লাটফর্ম এর সদস্য নন্দিতা মন্ডল (টঙ্গীপাড়া), ইতি আক্তার (কালীগঞ্জ), ফাতেমা বেগম (লক্ষ্মীপুর সদর), রাজিয়া বেগম (রামগতি),  সালমা খাতুন (মজিবনগর), সন্ধ্যা রবি দাস (শ্রীমঙ্গল), মেরিনা বেগম (বদলগাছি), লিপি বেগম (উলীপুর), মিনারা বেগম (দৌলতখাঁন), সাবিনা ইয়াসমিন (চাটখিল), শ্যামলী আক্তার (সিংড়া), রাবেয়া বেগম (কমলনগর)।  

বিবৃতিতে ‘মা সংসদ’র সদস্য বৃন্দ বলেন, সরকার থেকে ‘স্বপ্ন প্যাকেজ’ এর স্বাস্থ্য পুষ্টি জন্মনিয়ন্ত্রণ কার্ড, শিক্ষা ও বিনোদন কার্ড, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনসহ আবাসন, কর্মসংস্থান জীবিকায়ন উপকরণ ও পরিবেশ প্রশিক্ষণ সঞ্চয় আমাদেরকে হস্তান্তর করায় আমরা মালিকানা পেয়েছি। আমরা কেউ এখন আর গরীব নই। আমাদের মর্যানা বেড়েছে। আমাদের পরিকল্পিত পরিবারে পুষ্টিহীন দুটি সন্তানের অধিক নাই, সবাই স্কুলে যায়, বাল্যবিবাহ নাই, জন্মনিবন্ধনহীন নাই। সমাজে ধনী-গরীবের আয় বৈষম্য কমে আসবে, ন্যায্যতা বাড়বে, অধিকার সংরক্ষণ হবে।

আমাদেরমত দরিদ্র্য মায়ের জন্য ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন শুধু ‘এক মা এক লাখ টাকা’ বাজেট বরাদ্দ। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় স্থাণীয় সরকার পার্টনারশীপে র্ডপ নেটওয়ার্ক’র সহযোগীতায় ‘স্বপ্ন প্যাকেজ’ মডেল একশত উপজেলায় বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে ২০২০-২১ অর্থবছরে একশ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রয়োজন।

তারা আরও বলেন, ‘মাতৃত্বকালীন ভাতা’ প্রাপ্তিতে প্রকৃত মা নির্বাচন, বাছাই শর্ত নিশ্চিত করে মেয়াদকাল ৩ বছরের স্থলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পর্যন্ত ৫ বছর করা ও ভাতার পরিমাণ মাসে ৮শ টাকার স্থলে গার্মেন্টস শ্রমিক মজুরিসম ৮ হাজার টাকা প্রদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপিসহ অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি’র নিকট বাজেট বরাদ্দ দাবী করছি।

প্রেস বিজ্ঞপ্তি

The post স্বপ্ন মা’দের প্যাকেজ বাজেট বরাদ্দ দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cidfFw

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের স্মারক ডাকটিকিট অবমুক্ত করল জাতিসংঘ https://ift.tt/eA8V8J

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের স্বীকৃতিস্বরপ এক সেট স্মারক ডাকটিকেট অবমুক্ত করল জাতিসংঘ। জাতিসংঘের পোস্টাল অ্যডমিনিস্ট্রেশন ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবস ২০২০ (শান্তিরক্ষী দিবস)’ উপলক্ষে শুক্রবার এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। স্মারক ডাকটিকিটের ফলিওতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, মুজিববর্ষের লোগো এবং জাতির পিতার প্রতিকৃতিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষীদের ছবি। আরও রয়েছে জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো নিয়োজিত বাংলাদেশের দুজন নারী হেলিকপ্টার পাইলটের আইকনিক প্রতিকৃতি।
স্মারক ডাকটিকিট অবমুক্ত করার স্মরণীয় মুহূর্তে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, এটি জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব এবং শান্তির মতবাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিনম্র ও যথোপযুক্ত শ্রদ্ধাঞ্জলী; যে শান্তির মতবাদের ভিত্তির ওপর গড়ে উঠেছে আমাদের পররাষ্ট্রনীতি। এটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের প্রতিশ্রুতি এবং আমাদের বীর ও নিঃস্বার্থ শান্তিরক্ষীদের প্রতি যথোপযুক্ত সম্মানেরও নিদর্শন।
এই স্মারক ডাকটিকিট জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্থায়ী মিশনের বছরব্যাপী উদ্যোগেরই অংশবিশেষ। এটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সূদীর্ঘ ও গৌরবময় অংশগ্রহণেরও স্বীকৃতি যার শিকড় প্রোথিত রয়েছে ১৯৭৪ সালে সাধারণ পরিষদে জাতির পিতা প্রদত্ত ভাষণের কালজয়ী ঘোষণা – ‘মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার’, এর মধ্যে এবং ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’- এই নীতি-আদর্শে।
জাতিসংঘ সদর দপ্তরে দিনটি উদযাপনের অংশ হিসেবে ব্লু হেলমেটের অধীনে দায়িত্ব পালন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেজ। যে সকল শান্তিরক্ষী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য নিবেদিতভাবে দায়িত্বপালন করে যাচ্ছেন তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। পরবর্তীতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জাতিসংঘ মহাসচিব ২০১৯ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গোকারী ৮৩ জন শান্তিরক্ষীকে মরোনোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেলে ভূষিত করেন যার মধ্যে বাংলাদেশের দুজন আত্মোৎসর্গকারী শান্তিরক্ষী রয়েছেন।

তারা হলেন কনস্টেবল মোহাম্মদ ওমর ফারুক এবং সৈনিক আাতিকুল ইসলাম।
এই স্মরণ ও পদক প্রদানের ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির একটি বার্তাও প্রদর্শন করা হয়।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে অন্যতম দেশ বাংলাদেশের ১ লক্ষ ৭০ হাজার ২২১ জন শান্তিরক্ষী ৪২টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৯টি মিশনে ৬৫৪৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।

The post বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের স্মারক ডাকটিকিট অবমুক্ত করল জাতিসংঘ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TTfg4C

একটি নক্ষত্র একটি ঠিকানা https://ift.tt/eA8V8J

গোলাম রসুল
এতরাতে নৌকার আত্মার মতো কিছু একটা ভেসে চলে গেলো
আর মেঘের জলাভূমিতে দাঁড়িয়ে  আমি পান করছি জলের নৈঃশব্দ্য
ভয়ে কাঁপছে শূন্যের সেই মূর্তি
রক্তের খরস্রোত থেমে দাঁড়িয়েছে ফাঁকা মাঠের একটি নলকূপের মতো

একটি নক্ষত্র একটি ঠিকানা

অসমাপ্ত লেখা
পৃথিবী কাগজের টুকরো
আকাশে পুড়ছে  স্বর্ণ মুদ্রা

মনুষ্য জাতির অসুখ
সারবে না জেনে
আড়ষ্ট চোখে ঘুমিয়ে আছে মানুষ

এখন অনেক রাত
কিছুর একটা অস্তিত্বের মতো
আমি অচেনা

একজন মানুষের খোঁজে
আবদুস শুকুর খান
পৃথিবী ভর্তি মানুষ,কিন্তু প্রকৃত মানুষ ক’জন?
আমি সেই মানুষের খোঁজে ফিরি,দেশ-দেশান্তরে!
যে মানুষ পৃথিবীর দুর্দিনে,অতি মারির সময়ে,
জাতি-দাঙ্গার ভয়ঙ্কর মুহূর্তে
বিবর্ণ মানুষের পাশে অতি-মানুষ হয়ে দাঁড়াবে।
ভালৌবসায়,প্রেমে মানুষের দিকে বাড়িয়ে দেবে শুশ্রূষার হাত
প্রাণের উত্তাপ ঢেলে বলবে,-এসো অস্পৃশ্য,অশুচি যতো,এসো ক্ষুধার্ত,কাঙাল ,আহত যতো নির্ভয়ে এসো–হাতে রাখো হাত,
উচ্চ কণ্ঠে বলো-এই মাটিতে জন্ম, এ-মাটি আমাদের।
এসো,অন্ধকার বুকে জ্যোৎস্নার মতো শুভ্রতা নিয়ে এসো
এক মানুষ খুঁজছি, মানুষ
ধর্মে নয় কর্মে,ত্যাগে,প্রেমে,ভালোবাসায়,মানবতার জ্যোৎস্না হয়ে
হাজার বৈষম্যের মাঝে ত্রাতার ভূমিকা নিয়ে
মানুষ হয়ে সেবার ব্রতে মানুষের জন্য উসর্গ করবেন জীবন।

একজন মানুষ খুঁজছি,মানুষ।
যিনি ধর্মে নয় কর্মে,প্রেমে,মানবতার আলোকে
বিপন্নের কাছে নতুন সূর্য এনে দেবেন।
একজন মানুষ খুঁজছি,মানুষ।
যিনি পরম পূজ্য হয়ে থাকবেন অনন্য পৃথিবীতে ।
একজন মানুষ…

The post একটি নক্ষত্র একটি ঠিকানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eC4JCz

ডব্লিউএইচও’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার ঘোষণা দিলেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে আমেরিকা। সব ফান্ডিং বন্ধ করে ওই টাকা অন্য কোনো সংস্থাকে দেওয়া হবে। আমেরিকার দাবি না মানায় এই পদক্ষেপ নেওয়া হল বলেও জানিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।

ট্রাম্প বলেন, জরুরিভাবে নিজেদের সংস্কারে তারা (ডব্লিউএইচও) আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরৎ এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়নের দরকার সেখানে খরচ করা হবে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে চীনের। কিন্তু চীন ওই সংস্থাকে বছরে মাত্র ৪০ মিলিয়ন ডলার দেয় ও আমেরিকা সেখানে বছরে ৪৫০ মিলিয়ন ডলার দেয়।

এ ছাড়া তিনি করোনাভাইরাস ইস্যুতে কাছে জবাব চেয়ে বলেন, এই ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে। আমাদের স্বচ্ছতা থাকা উচিত। করোনাভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। বিশ্বকে বিভ্রান্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিল চীন।

তিনি অভিযোগ করেন বলেন যে, চীন দিনের পর দিন আমেরিকার গোপন তথ্য হাতানোর চেষ্টা করেছে। তাই চীনা নাগরিকের আসার ক্ষেত্রে ও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে গুরুত্বপূর্ণ গবেষণায় যোগ দেওয়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হবে।

এর আগে গত ১৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদানের টাকা দেওয়া আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কয়েকদিন পর চীনের সমপরিমাণ অর্থ দেয়া হতে পারে বলে জানালেও শেষ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন ট্রাম্প।

The post ডব্লিউএইচও’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3di2OD8

বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে, সাংবাদিক গ্রেপ্তারে ক্ষমা প্রার্থনা https://ift.tt/eA8V8J

পুলিশি নির্যাতনের পর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের  মৃত্যুতে ক্ষোভের আগুন জ্বলে উঠছে যুক্তরাষ্ট্রে একের পর এক রাজ্যে, শহরে। মিনেসোটা, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়াতে দেখা দিয়েছে উত্তাল বিক্ষোভ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে নিউ ইয়র্ক, লস অ্যানজেলেস, শিকাগো, ডেনভার, হিউজটন, লুইসভিলে, ফিনিক্স, কলম্বাস ও মেম্ফিসে। শুক্রবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভ করে। এ সময় তারা জর্জ ফ্লয়েডের ছবিসহ প্লাকার্ড নাড়িয়ে স্লোগান দেয়। ফ্লয়েড হত্যায় বিচার দাবি করতে থাকে। তবে হোয়াইট হাউজ এ সময় ছিল লকডাউনে। ওদিকে বিক্ষোভের রিপোর্ট কভার করতে যাওয়া সিএনএনের সাংবাদিক ওমর জামিনেজকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার সকালের দিকে তিনি এ সময় লাইভ সম্প্রচারে রিপোর্ট দিচ্ছিলেন। পুলিশ তার ক্যামেরাম্যান ও প্রযোজককে আটক করে। ওমর জামিনেজকে হাত পিছনে নিয়ে হ্যান্ডকাফ পরানো হয়। পরে তাদেরকে কোন অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে ক্ষমা চেয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। অন্যদিকে সিএনএন বলেছে, এভাবে সাংবাদিকদের গ্রেপ্তারে সংবিধান লঙ্ঘন হয়েছে। এসব খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, আফ্রিকার বংশোদ্ভূত মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে একের পর এক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। লাখ লাখ মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসে বিচার দাবি করছেন। এ ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ কোনো ভেদাভেদ নেই। আগের দিন বিক্ষুব্ধ জনতা ব্যাপক অগ্নিসংযোগ করে। এ নিয়ে প্রশাসনে, রাজনীতিতে তোলপাড় হয়। এরই মধ্যে মিনিয়োপোলিসের সাবেক এক পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিরস্ত্র জর্জ ফ্লয়েডকে তাদের হেফাজতে হত্যার অভিযোগ আনা হয়েছে। জর্জ ফ্লয়েডকে গত সোমবার যখন একটি গাড়ির পাশেই হাঁটু গেঁড়ে দিয়ে তিন পুলিশ সদস্য মাটির সঙ্গে সজোরে চেপে ধরে, তার মধ্যে শ্বেতাঙ্গ এই পুলিশ কর্মকর্তাকে দেখা গেছে ফুটেজে। এরই মধ্যে তিনি ও অন্য তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ডেরেক চাউভিনকে মিনিয়াপোলিসের আদালতে উপস্থিত করার কথা রয়েছে। ওদিকে প্রথমদিকে জর্জ ফ্লয়েডকে নির্যাতনের যে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছিল, অন্য পাশ থেকে তোলা আরেকটি ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে মিডিয়ায়। এসব ঘটনাকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ফ্লয়েড পরিবারের সঙ্গে কথা বলেছেন।
শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউজের বাইরে সমবেত হয়ে বিপুল সংখ্যক মানুষ স্লোগান দিতে থাকেন। তারা সমস্বরে বলতে থাকেন- ‘আই ক্যান্ট ব্রিথ’। অর্থাৎ আমি নিঃশ্বাস নিতে পারছি না। এই শব্দ কয়টি জর্জ ফ্লয়েডের উচ্চারণ করা শেষ শব্দ। একই কথা ২০১৪ সালে নিউ ইয়র্কে বলেছিলেন আরেক কৃষ্ণাঙ্গ এরিক গারনার। তিনিও পুলিশি নির্যাতনে মারা গিয়েছিলেন। হোয়াইট হাউজ অস্থায়ীভিত্তিতে রয়েছে লকডাউনে। সব প্রবেশদ্বার ও বহির্গমন পথ বন্ধ করে দিয়েছে ইউএস সিক্রেট সার্ভিস। শুক্রবার ও শনিবার রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে মিনিয়াপোলিস-সেইন্ট পলের টুইন সিটিতে। কিন্তু কারফিউ কর্যকর হওয়ার পরও বিক্ষোভের খবর পাওয়া গেছে। পরে বিক্ষোভকারীরা বিভিন্ন ভবন ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। আটলান্টায় বিভিন্ন ভবনে ভাঙচুর করা হয়েছে। পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়েছে। ডালাসে বিক্ষোভকারীরা ইটপাথর নিক্ষেপ করার পর তাদের দিকে কাঁদানে গ্যাসের ক্যানিস্টার ছুড়েছে পুলিশ।
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক চাউভিনকে থার্ড ডিগ্রি হত্যা ও সেকেন্ড ডিগ্রি ম্যানস্লাউটারের অভিযোগে অভিযুক্ত করা হলেও অন্য কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার দাবি তুলেছে বিক্ষোভকারীরা। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি হত্যাযজ্ঞের অভিযোগকে আরো ধারালো করেছে। ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। এমনিতেই অভিযোগ আছে, সেখানে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হয়। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে দেশজুড়ে বিক্ষোভ, মিনিয়াপোলিসে লুটপাট ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে। বৃহস্পতিবার তৃতীয় দিনের বিক্ষোভে রাতের বেলা একটি পুলিশ স্টেশন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বেশ কিছু ভবন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। লুটপাট ও ভাঙচুরের শিকার হয়েছে অনেক স্থান। এর ফলে সেখানে ন্যাশনাল গার্ডদের ডাকা হয়।
হেনেপিন কাউন্টির প্রসিকিউটর মাইক ফ্রেম্যান বলেছেন, তিনি অন্য তিন অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনছেন। তবে বিস্তারিত জানান নি তিনি। তিনি বলেছেন, তাদের সামনে প্রমাণ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তারা এই মামলায় অভিযোগ গঠন করেছেন।

The post বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে, সাংবাদিক গ্রেপ্তারে ক্ষমা প্রার্থনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2zMRjVA

প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের ফোন https://ift.tt/eA8V8J

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীকে ফোন করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আজ রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।’
আজ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল-‘শান্তি রক্ষায় নারী-আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’

The post প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের ফোন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eyHQjI

জিয়ার শাহাদাত বাষির্কী উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির খাদ্য বিতরণ (ভিডিও) https://ift.tt/eA8V8J

৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বাষির্কী উপলক্ষ্যে সাতক্ষীরায় করোনা ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক এড.সৈয়দ এখলেছার আলী বাচ্চু,জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের সভাপতি আহছানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাসান শাহরিয়া রিপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

The post জিয়ার শাহাদাত বাষির্কী উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির খাদ্য বিতরণ (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/302eiXN

ঘূণিঝড় আম্পান: আলিপুর সাব স্টেশনের ১০ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎ বঞ্চিত https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদরের আলিপুর সাব-স্টোশানের অধিনে সুপার সাইক্লোন আম্পানে লন্ডভন্ড সংযোগ বিচ্ছিন্ন পল্লী বিদ্যুতের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সাধারণ ছুটির মধ্যেও অতি জরুরী প্রয়োজনে রাত নাই দিন নাই তারা কঠোর পরিশ্রম করে বিচ্ছিন্ন সংযোগের কাজ করে যাচ্ছে। আলিপুর সাব-স্টোশানের অধিনে সদরের আলিপুর ইউনিয়ন, শিবপুর ইউনিয়ন এবং আংশিক আগরদাড়ী ইউনিয়ন, ঘোনা ইউনিয়ন, বাঁশদহা ইউনিয়ন ও দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মোট ২৫হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যে ৬০টি পোল ভেঙ্গে পড়েছে। আলিপুরের এলটি সাব-স্টোশানার মো: মফিজুর রহমান জানান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্ধর্তন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আলিপুর সাব-স্টোশানাল অফিসের পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে অতিশীঘ্রই বিদ্যুতের তারে পড়া গাছপালা অপসারণ করে ছেড়া তার সংযুক্ত করে তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি। আলিপুর ইনচার্জ মো: মৌফাজ্জার হোসেন জানান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের দিক-নিদেশনায় আমরা শুধুমাত্র ২৫হাজার গ্রাহকের ৬০%বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়েছি। অতি শীঘ্রই ১০০% বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হবো।

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:

The post ঘূণিঝড় আম্পান: আলিপুর সাব স্টেশনের ১০ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎ বঞ্চিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dndQXW

Friday, May 29, 2020

বিষন্ন যাপন https://ift.tt/eA8V8J

শেখ কান্তা রেজা
ধূসর গ্রামের গায়ে রেখে আসা
মাছের ঘামের ঘ্রাণ, স্মৃতির অস্পষ্টতা।

এখানে রাতের বুক চিরে
তীক্ষè ট্রাকের হর্ণ সমূলে বিদ্ধ করে
কৈশোরের সবুজ নোঙর।

ঘুমিয়েছো?
না কি জেগে আছো?

ঋতুর বৈরী ঝড় নৈর্ঋতে,
প্রশ্নবিদ্ধ জীবিকার হাড়,
রুক্ষ গাছের গায়ে
রঙহীন লেপ্টে থাকা পাখি,
ডানার আওয়াজে তার নাম নেই,
নাম নেই পাখনার ওড়াউড়িকাল।

এসব কখনো কেউ লিখে রাখে না।

এ সমস্ত ক্রমশই
অবসন্ন জেলেদের ফেলে দেয়া জালের মতন অপ্রয়োজনীয়।

ঘুমিয়েছো?
না কি জেগে আছো?

ভুলে গেছ পুরাতনী বৈঠকী গান,
নির্ঘুম প্রহরে বসে বৃক্ষময় শিশিরের চাদরের আগুনের কাল?
যখন নিজের সঙ্গে নিজের গোপন বার্তালাপ,
বৃষ্টির নূপুরের ভারে নত
বাতাসের দুরূহ সংকেত, কোজাগরী রাত, ধানক্ষেত!

আকাশের শরীরের সাথে
আটকানো শূন্যতার সরাসরি পথ।

জেগে আছ? তুমি কি জেগে আছ?
না কি ঘুমিয়েছো?

ধুলো আর অসমাপ্ত তন্দ্রা রেখে
অলৌকিক সেবা ও কল্পনার দৈর্ঘ্য বাড়ে।
শ্রান্তি নেমে এলে পরে চিবুকের ভাঁজে
একা লাগে-একা লাগে-খুব একা লাগে!

সহসা উড়ন্ত ঠোঁট অচেনা চিলের
মত করে ঝাপটায় প্রিয় ঝাউগাছে,
আজন্ম দুঃখী গাছ।

সকলের হৃদয়ের তাপ
জমা আছে পরজীবী শ্যাওলার চোখে,
যেমন শীতল চোখ
মাটির মতন ভিজে থাকে- বর্ষায়,
ভেজা উত্তাপ নিয়ে তখন
বাতাসে তোমার নাম
গোপনে কে বলে?

ঋতুর অনেক ভাষা
অপঠিত গ্রন্থের মতো
শুয়ে থাকে শান্তির
ক্ষুব্ধ পাটাতনে,
ঋতুমতী গাছের মতো।

শোন,
জেগে আছো?

The post বিষন্ন যাপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2McN3S2

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু, দুই বাড়ি লকডাউন https://ift.tt/eA8V8J

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ী দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী গাজী শহিদুল ইসলাম (৬৫) ও সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের কাথন্ডা গ্রামের ফজর আলীর ছেলে কৃষক পিয়ার আলী (৩৫)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, জ¦র ও শ^াস কষ্ট নিয়ে গত ২৮ মে বৃহস্পতিবার সকালে হার্ডওয়ার ব্যবসায়ী গাজী শহিদুল ইসলাম ও গত ২৭ মে বুধবার সকালে কৃষক পিয়ার আলী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কৃষক পিয়ার আলী ও শনিবার ভোর রাত দুই টার দিকে ব্যবসায়ী শহিদুল ইসলাম মারা যান।
তিনি জানান, উক্ত দুই ব্যক্তি মেডিকেলে ভর্তির পর পরই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এস পৌছায়নি। তবে, দ্রুত তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেয়ার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃত বরনকারী দুই ব্যক্তির বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে।
ডাঃ জয়ন্ত সরকার আরোও জানান, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। ৯ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। এদিকে, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। অনলাইন ডেস্ক:

The post করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু, দুই বাড়ি লকডাউন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XfVDWD