Tuesday, April 28, 2020

নিউইয়র্কের শীর্ষস্থানীয় চিকিৎসকের আত্মহত্যা https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নেতৃস্থানীয় চিকিৎসক লরনা ব্রিন আত্মহত্যা করেছেন। ম্যানহাটনের নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ছিলেন ডা. লরনা ব্রিন।

পুলিশ জানায়, নিজের আঘাতে জখম হয়ে গত রোববার মৃত্যুবরণ করেন ডা. লরনা। অন্যদিকে ৪৯ বছর বয়সী ডা. লরনার চিকিৎসক বাবা বলেন, ‘সে তার কাজটি ঠিকমতো করতে চেয়েছিল। এটিই তাকে মেরে ফেলেছে। কখনোই তার মানসিক অসুস্থতা ছিল না।’

করোনায় অসুস্থ হয়ে দিন দশেক বাসায় থেকে আবার কাজে ফেরেন তিনি। মৃত্যুর সময় ভার্জিনিয়ার শার্লটসভিলে পরিবারের সঙ্গে ছিলেন ডা. লরনা ব্রিন।

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৫৬ হাজার মৃত্যুর মধ্যে নিউইয়র্কেই সাড়ে ১৭ হাজার। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১০ হাজার ৫০৭ জন। এর মধ্যে সুস্থ হতে পেরেছেন এক লাখ ৩৯ হাজার ১৬২ জন।

The post নিউইয়র্কের শীর্ষস্থানীয় চিকিৎসকের আত্মহত্যা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YaTsEs

No comments:

Post a Comment