Thursday, April 30, 2020

৩ মন্ত্রীসহ করোনায় আক্রান্ত গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী https://ift.tt/eA8V8J

সাংবাদিকদের সঙ্গে গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী, করোনা আক্রান্তের আগে ছবি।

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনিসহ দেশটির আরও তিন মন্ত্রীর শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার রাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনার উপসর্গ দেখা দিলে গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম ও তার মন্ত্রিপরিষদের তিন সদস্যের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়। মঙ্গলবার তাদের চারজনেরই ফল পজিটিভ আসে।

রিপোর্ট হাতে আসার পর পরই প্রধানমন্ত্রী নুনো ও তার তিন মন্ত্রীকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যান্তোনিও দুয়েনা নাগরিকদের সতর্ক করেছেন, গিনি-বিসাউয়ে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া করোনাবিষয়ক সব নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার এ দেশটিকে মহামারীর সংক্রমণ এখনও প্রকট আকারে শুরু হয়নি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ২০৫ জন। মারা গেছেন একজন। সুস্থ হয়েছেন ১০ জন। ১৮৫ জন চিকিৎসাধীন থাকলেও তাদের কারও অবস্থা তেমন গুরুতর নয়।

The post ৩ মন্ত্রীসহ করোনায় আক্রান্ত গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35jXThR

No comments:

Post a Comment