Tuesday, December 7, 2021

সাতক্ষীরা মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনীর উদ্বোধন https://ift.tt/305DE9w

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসম্বর ) সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোশারফ হোসেন মশু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কাজী রিয়াজ উদ্দিন, সুভাষ চন্দ্র সরকার, বিএম রাজ্জাক, প্রফেসর আব্দুল বারী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।

এসময় মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশকে স্বাধীন করে ছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী মৈত্রী দিবসের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, এড. মোস্তফা নুরুল আলম, মো. আলতাফ হোসেন, শেখ তৈয়েবুর রহমান শান্ত, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের’র সদস্য ও জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত কুমার ঘোষ, আব্দুর রহিমসহ জেলা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ও সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রশিদ।

The post সাতক্ষীরা মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনীর উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lEfkCX

No comments:

Post a Comment