Sunday, December 12, 2021

পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত https://ift.tt/eA8V8J

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান ও অজিত কুমার সরকার, এসআই সুজিত ঘোষ, মোছাঃ আশালতা খাতুন, তন্বী দাশ, প্রদীপ পোদ্দার, ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্রভাষক আমানউল্লাহ আমান, অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, শিক্ষক প্রীতিশ সরকার, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন অনন্যা মন্ডল।

 

ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধরা রায়, ২য় মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সুরাইয়া সুলতানা এশা, ৩য় লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হৈমন্তী সানা এবং বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় ১০ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ইভা, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় ১০ শ্রেণীর অনন্যা মন্ডল, তৃতীয় মেহেরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ১০ শ্রেণীর জিনিয়া আক্তার সেতু। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে জাতীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

The post পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30iDlrQ

No comments:

Post a Comment