Friday, December 10, 2021

নিষিদ্ধ গন্ধমে সবুজ পৃথিবী https://ift.tt/eA8V8J

রোখসানা ইয়াসমিন মণি

ঘুমিয়ে যায় প্রাচীন শহরগুলো
অন্ধকারও ঘুমিয়েছে ব্যবিলনে;
ম্যাসোপটেমিয়ার বুক খুলে দেখি:
গিলগামেশের চোখ জেগে আছে।

ইউফ্রেতিসের জল সেও জানে
স্বর্গ ছুঁতে গিয়ে জোহরা শুকতারা,
গিলগামেশের হৃদয় পড়ে আছে
স্বর্গের সেই
মহান দরোজায়।
যেখানে ইস্থার রমণীর প্রেম
তাকে স্বর্গের ভেতর নিয়ে গেছে।
আর এ্যাডাম, ঈভের মোহে পড়ে
গন্ধম খেয়েই স্বর্গ ছেড়েছিল;
ঈশ্বরের ঘর তুচ্ছ হয়ে গেছে
গন্ধমের নিষিদ্ধ স্বাদের কাছে।

যে ফলে গোপন স্বাদ তাকে কেন
ঈশ্বর স্বর্গের ভেতর রেখেছে?
কেন স্বর্গে থেকে ঈভ ও এ্যাডাম
নিষিদ্ধের ডাকেই ছুটে গিয়েছে?
যদি সে ডাক প্রেমের, তবে প্রেম
তুমিও কি ঈশ্বরের চেয়ে বড়ো?
তুমি যে ওদের স্বর্গচ্যুত করো!

গন্ধম সে নিষিদ্ধের স্বর্গ ফল
মোহময় সবুজের এক ধাঁধা,
যেখানে বসে পৃথিবীর প্রথম
পুরুষ, প্রথম পাপ করেছিল,
আর প্রথম রমণী রেঁধেছিল তার প্রথম যৌবন।

স্বর্গে বসেই পুরুষ পেয়েছিল রমণীর স্বাদ
নিষিদ্ধের ঘ্রাণ ;
আর রমণী পেয়েছে গন্ধমের ভেতর অনিন্দ্য সবুজ পৃথিবী;
তাই নিষিদ্ধ গন্ধমে সবুজ এই পৃথিবী।

 

The post নিষিদ্ধ গন্ধমে সবুজ পৃথিবী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dHy3t2

No comments:

Post a Comment